তথ্যবিবরণী নম্বর : ২৮৫
দেশের অগ্রগতিতে পর্যটনখাত ব্যাপক অবদান রাখতে পারে
-- পর্যটনমন্ত্রী
ঢাকা, ১৩ মাঘ (২৬ জানুয়ারি) :
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও অথনৈতিক অগ্রগতিতে বিরাট অবদান রাখতে পারে পর্যটন। বিভিন্ন দেশের মানুষের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে বাণিজ্য সম্প্রসারণেও পর্যটনখাত ভূমিকা রাখতে পারে। পর্যটনের মাধ্যমে বিউটিফুল বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরে এদেশের প্রতি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সরকার ২০১৬ সালকে পর্যটনবর্ষ হিসেবে ঘোষণা করেছে। আগামী ৩ বছরে ব্যাপক পর্যটককে টার্গেট করে বাংলাদেশ নিজেকে প্রস্তুত করছে। পাশাপাশি অভ্যন্তরীণ ট্যুরিজমকেও সমান গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি পর্যটনখাতে বিনিয়োগ করতে শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
আজ রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ‘পর্যটন বর্ষ-২০১৬: বাংলাদেশের পেনাল্টি শুট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. সৈয়দ রাশিদুল হাসান।
সেমিনারে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. ফরাস উদ্দিন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আখতারুজজামান খান কবীর, ডেফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান, সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদ, এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজেশ আলী খান, এটিএন বাংলার জ ই মামুন, নাগরিক টেলিভিশনের প্রধান পরিচালনা কর্মকর্তা আবদুন নূর তুষার, প্রথম আলোর একেএম জাকারিয়া এবং দৈনিক যুগান্তরের মাহবুব কামাল।
#
তুহিন/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৪
ডিজিটাল প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন ঘটিয়েছে
-- যুব ও ক্রীড়া উপমন্ত্রী
রাজশাহী, ১৩ মাঘ (২৬ জানুয়ারি) :
যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেছেন, বর্তমান পৃথিবীতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন ঘটিয়েছে। তথ্যপ্রযুক্তিকে পাশ কাটিয়ে আধুনিক প্রতিযোগিতামূলক বিশে^ টিকে থাকার কোনো সুযোগ নেই। পরবর্তী প্রজন্মকে প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে বর্তমান সরকার সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
উপমন্ত্রী আজ রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
আরিফ খান জয় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এ দেশ স্বাধীনতা অর্জন করেছে। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করছেন। তাঁর সরকার সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা, বৈষম্যহীন কর্মপরিবেশ সৃষ্টির মাধ্যমে সকল মানুষের অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। বাংলাদেশ কাস্টমসকে সার্বিকভাবে ডিজিটাল করা সম্ভব হলে তা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের পাশাপাশি দেশের উন্নয়ন কর্মসূচিতে আরো বেশি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার ড. আব্দুল মান্নান শিকদারের সভাপতিত্বে আলোচনাসভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মীর মুস্তাক আলী, রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার
মো. দবির উদ্দিন এবং রাজশাহী চেম্বার অভ্ কমার্সের সভাপতি মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
#
নাফেয়ালা/মিজান/রফিকুল/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৩
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১৩ মাঘ (২৬ জানুয়ারি) :
জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এতে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মো. আব্দুল মান্নান, এ কে এম রেজাউল করিম তানসেন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট (ইওঘঅ) এর কার্যক্রম, বিএডিসিতে বাস্তবায়নাধীন ডাবল লিফট সেচ প্রকল্পের অগ্রগতি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে পদোন্নতি ও চলমান জনবল নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতির ওপর আলোচনা হয়। এছাড়া, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএমডিএ’র কর্মকর্তা সমন্বয়ে প্রতিনিধিদলের চীনের সেচ ব্যবস্থায় প্রিপেইড মিটারিং সিস্টেম ও বিএমডিএ’র সেচব্যবস্থা পরিদর্শনের ওপর প্রতিবেদন উপস্থাপন করা হয়।
বৈঠকে দেশের খাদ্য উৎপাদন ক্রমাগত বৃদ্ধি ও খাদ্যশস্যের বিভিন্ন জাত উদ্ভাবনের জন্য কৃষি গবেষণাকে আরো উন্নত ও প্রযুক্তিনির্ভর করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া, কৃষি মন্ত্রণালয়ের কাজকে আরো গতিশীল ও উন্নত করার জন্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয়ের ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেয়া হয়।
রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িসহ যেসমস্ত পার্বত্য অঞ্চলে কৃষি কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা নেই, তাদের জন্য গাড়ির ব্যবস্থা করার সুপারিশ করা হয়।
আগামী বাজেটে কৃষি মন্ত্রণালয় যাতে প্রয়োজনীয় বরাদ্দ পায় সেজন্য মন্ত্রণালয় এবং কমিটি একসাথে অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করবে বলে বৈঠকে জানানো হয়।
কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মিজানুর/মিজান/রফিকুল/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮২
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে মৎস্য প্রতিমন্ত্রী
রাষ্ট্রের উন্নয়নে জনগণকে ব্যাপক হারে কর প্রদান করতে হবে
খুলনা, ১৩ মাঘ (২৬ জানুয়ারি) :
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, রাষ্ট্রের উন্নয়নে জনগণকে ব্যাপক হারে কর প্রদান করতে হবে। অর্থনীতিতে রাজস্ব আহরণের অন্যতম উৎস হলো কর। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা ও স্বচ্ছতার সাথে জনগণের কল্যাণে কাজ করতে তিনি আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আজ খুলনায় মংলা কাস্টমস হাউস মিলনায়তনে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৬ উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে সরকার দেশের শুল্ক আদায় কার্যক্রমকে আধুনিক ও গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে অভ্যন্তরীণ সম্পদ আহরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর প্রদানে করদাতাদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে। তিনি বলেন, আয়কর আইনকে আরো সহজ ও যুগোপযোগী করা হয়েছে। ই-পেমেন্ট চালুর ফলে করদাতাগণ এখন অনলাইনে কর দিতে সক্ষম হচ্ছেন। রাষ্ট্রীয় কোষাগার জনগণ প্রদত্ত রাজস্বে সমৃদ্ধ হচ্ছে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পরনির্ভরতা ক্রমেই হ্রাস পাচ্ছে। দেশের প্রতিটি নাগরিক যাতে উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ ও দেশের উন্নয়নে অংশীদারিত্ব অর্জনের সুযোগ পায় সে লক্ষ্যে সকলকে কর প্রদানে আগ্রহী করে তুলতে হবে।
তিনি আরো বলেন, ভোমরা স্থলবন্দরকে আরো গতিশীল করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারের সঠিক পদক্ষেপের ফলে মংলাবন্দর আজ গতিশীল হয়েছে। পদ্মাসেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলসহ মংলাবন্দর আরো গতিশীল হবে।
মংলা কাস্টম হাউসের কমিশনার ড. মোহা. আল-আমিন প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য কালিপদ হালদার, খুলনা কর অঞ্চলের কর কমিশনার সুনীল কুমার সাহা, কর কমিশনার প্রশান্ত কুমার রায় এবং খুলনা চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কাজি আমিনুল হক বক্তৃতা করেন।
#
সুলতান/মিজান/রফিকুল/জয়নুল/২০১৬/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮১
প্রবাসীদের বিনিয়োগে বাধাসমূহ সর্বশক্তি দিয়ে দূর করা হবে
-- প্রবাসী কল্যাণ মন্ত্রী
ঢাকা, ১৩ মাঘ (২৬ জানুয়ারি) :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি বলেছেন, বাংলাদেশে প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে যেকোনো বাধা সর্বশক্তি দিয়ে দূর করা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসীদের বিনিয়োগে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করবে।
আজ ঢাকায় ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিটিশ বাংলাদেশ বাণিজ্য প্রতিনিধিদলের সাক্ষাৎকালে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। বর্তমানে ৭১টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ কর্মী প্রেরণ করা হচ্ছে। তিনি বলেন, বিনিয়োগবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিনিয়োগের জন্য সবধরণের সুযোগসুবিধা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামছুন নাহার প্রতিনিধিদলের সদস্যদের মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিত করেন।
ব্রিটিশ বাংলাদেশ দলের ১৭ সদস্যবিশিষ্ট দলের নেতৃত্ব দেন দেশ ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান মেজবাউর রহমান। সাক্ষাৎকালে বিনিয়োগের বিষয়ে প্রতিনিধিদলের মনোয়ার হোসেন, নাজিনুর রহিম, সেলিম আহমেদ সিদ্দিক এবং মজিবুর হক তাঁদের মতামত প্রদান করেন। এসময় প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ রয়েছে এবং বর্তমান সরকার প্রবাসীদের বিনিয়োগের জন্য যথেষ্ট সহায়ক। প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আমন্ত্রণে এ প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে।
#
জাহাঙ্গীর/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮০
পিডিবিএফকে অধিক কার্যকর কর্মসূচি গ্রহণের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
ঢাকা, ১৩ মাঘ (২৬ জানুয়ারি) :
ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে পল্লি দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)কে আরো কার্যকর কর্মসূচি গ্রহণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
মন্ত্রী আজ পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে পিডিবিএফ গৃহীত কর্মসূচি বাস্তবায়ন পর্যালোচনাসভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, পিডিবিএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী একই এলাকার ক্ষুদ্র ঋণ কর্মসূচির সমধর্মিতা পরিহার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে অনগ্রসর দরিদ্রপ্রবণ বিদ্যুৎ সুবিধাবঞ্চিত এলাকায় সৌর বিদ্যুতায়ন কর্মসূচি সম্প্রসারণে সংশ্লি¬ষ্টদের নির্দেশ দেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আগ্রহে ২০০০ সালে ফাউন্ডেশনটির কার্যক্রম শুরু হয়। ৩৯৭টি উপজেলায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমসহ সৌর বিদ্যুতায়ন কার্যক্রম চালু রয়েছে। বর্তমানে ১২ হাজার কোটি টাকার ঘূর্ণায়মান তহবিল নিয়ে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে, যা দেশে দারিদ্র্যহ্রাস ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখছে।
#
শহিদুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৯
রংপুর ও কুমিল্লা জেলায় সাময়িকভাবে বিএসটিআই মান নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হচ্ছে
ঢাকা, ১৩ মাঘ (২৬ জানুয়ারি) :
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) রংপুর ও কুমিল্লা জেলা সদরে অস্থায়ীভাবে মান নিয়ন্ত্রণ ও পরীক্ষণ কার্যক্রম শুরু করবে। প্রাথমিকভাবে ব্যক্তি মালিকানাধীন ভাড়াবাড়িতে এ কার্যক্রম চালু হবে। পরবর্তীতে জেলাপর্যায়ে বিএসটিআই এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন অফিস-কাম-ল্যাবরেটরি স্থাপন শেষ হলে, নিজস্ব ভবনে জেলা দু’টিতে বিএসটিআই এর কার্যক্রম শুরু হবে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে বিএসটিআই এর ৩০তম কাউন্সিল সভায় আজ এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস, বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হকসহ শিল্প, মৎস্য ও প্রাণিসম্পদ, বস্ত্র ও পাট, তথ্য, কৃষি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বাণিজ্য, জ্বালানি ও খনিজ সম্পদ, স্বরাষ্ট্র, আইসিটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধান তথ্য অফিসার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, অর্থবিভাগ, কৃষি গবেষণা কাউন্সিল, বিসিএসআইআর, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক, ইপিবি এবং ডিসিসিআই, বিসিআই, ক্যাবসহ কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশব্যাপী বিএসটিআই এর মাধ্যমে পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণকার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিএসটিআইকে আরো আধুনিক ও শক্তিশালী করতে চলমান উন্নয়ন কর্মসূচি, জনবলবৃদ্ধি, নতুন প্রকল্পগ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
জনস্বাস্থ্যরক্ষায় খাদ্য ও ভোগ্যপণ্যের গুণগতমান সুরক্ষায় দেশব্যাপী বিএসটিআই এর অভিযান জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়। অভিযানের স্বচ্ছতা নিশ্চিত করতে মোবাইল কোর্ট টিমে বিএসটিআই ছাড়াও কাউন্সিলের সদস্যভুক্ত মন্ত্রণালয়/সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেয়া হয়।
শিল্পমন্ত্রী বিএসটিআইকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, এ প্রতিষ্ঠানের গুণগতমানের ওপর জনগণের জীবনের সুরক্ষার বিয়টি নির্ভর করছে। তিনি বলেন, শিশুখাদ্য ও নির্মাণ সামগ্রীতে ভেজাল দেয়া হলে তা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এটি প্রতিরোধের দায়িত্ব বিএসটিআই’র কর্মকর্তা-কর্মচারীদের ওপর বর্তায়। তিনি জাতীয়পর্যায়ে পণ্য ও সেবার গুণগতমান নিশ্চিত করতে বিএসটিআই এর কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সভায় নির্দেশনা দেন।
#
জলিল/আলম/খাদীজা/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৮
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১৩ মাঘ (২৬ জানুয়ারি) :
জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১১তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি আলহাজ মো. দবিরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, মো. জাহিদ আহসান রাসেল, সাধন চন্দ্র মজুমদার, এ কে এম ফজলুল হক, মো. আবু জাহির, নূর-ই-হাসনা লিলি চৌধুরী ও নূরজাহান বেগম অংশগ্রহণ করেন।
বৈঠকে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৬’ নিয়ে আলোচনা হয় এবং বিলটির প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের সুপারিশ করা হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. মঈনউদ্দিন আবদুল্লাহ, রাজউক ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মৌমিতা/আলম/খাদীজা/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা