তথ্যবিবরণী নম্বর : ১৮৮০
রোমে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
রোম (ইতালি), ১৭ এপ্রিল :
ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে আজ যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। ইতালিতে কোভিড-১৯ পরিস্থিতির ভয়াবহতার প্রেক্ষিতে শুধু দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণের অনলাইন অংশগ্রহণে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয় এবং আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে বক্তাগণ ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রেক্ষাপট উল্লেখ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নির্দেশনায় বাংলাদেশের প্রথম সরকার গঠন, পরবর্তীতে শপথ গ্রহণ এবং স্বাধীনতা যুদ্ধে এর ভূমিকা তুলে ধরেন।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সকল বীর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাসহ দুই লাখ সম্ভ্রমহারা নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে জাতীয় চার নেতার অবদানও সশ্রদ্ধচিত্তে উল্লেখ করেন। রাষ্ট্রদূত মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে বলেন, মুজিবনগর সরকার একদিকে যেমন বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষে বিশ্ব জনমতকে সংগঠিত করেছে, অন্যদিকে মুক্তিবাহিনীকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে স্বাধীনতা অর্জনের পথ সুগম করেছে। রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান মুক্তিযুদ্ধে বিশ্বের বিভিন্ন কূটনৈতিক মিশনে কর্মরত বাঙালি কূটনীতিকদের অবদানও বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ মুজিববর্ষে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ার চূড়ান্ত সুপারিশ লাভ করেছে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অর্জনের পথে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি দেশের উন্নয়নে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
#
শামীম/মাসুম/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/২১২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৭৯
জেদ্দায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
জেদ্দা (সৌদি আরব), ১৭ এপ্রিল :
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয় এবং সকল শহিদ বুদ্ধিজীবীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক দিবসটির গুরুত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভে বঙ্গবন্ধুর অসামান্য অবদান এবং বর্তমান বাংলাদেশের অভাবনীয় উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্ব প্রসঙ্গে আলোচনা করেন।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্য, জাতীয় চার নেতা, একাত্তরে শহিদ মুক্তিযোদ্ধাসহ সকল বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
#
মেহেদী/মাসুম/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৭৮
আগামীকাল আইনমন্ত্রীর মাতা বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের প্রথম মৃত্যুবার্ষিকী
ঢাকা, ৪ বৈশাখ (১৭ এপ্রিল) :
আগামীকাল ১৮ এপ্রিল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মাতা ও দেশের অন্যতম সংবিধান প্রণেতা প্রখ্যাত আইনজীবী মরহুম সিরাজুল হকের সহধর্মিনী বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এ দিনে ৮৬ বছর বয়সে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, মরহুমা জাহানারা হক ২০১৯ সালের ২৬ অক্টোবর রাতে বনানীর বাসভবনে হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর দীর্ঘ প্রায় ছয় মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি পরলোকগমন করেন। তাঁকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।
#
রেজাউল/মাসুম/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/১৯৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৭৭
পোর্ট লুইসে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
পোর্ট লুইস (মরিশাস), ১৭ এপ্রিল :
মরিশাসের রাজধানী পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে। এ উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে হাইকমিশনের সকল কর্মকর্তা এবং মরিশাস, সিশেলস ও মাদাগাস্কারের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে একটি অনলাইন মিটিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়।
অনলাইন মিটিংয়ে হাইকমিশনার রেজিনা আহমেদ ঐতিহাসিক এ দিবসের প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদ এবং নির্যাতিত ২ লাখ মা-বোনের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। হাইকমিশনার বলেন, আমাদের স্বাধীনতার পেছনে রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণা পত্র জারির মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয় এবং ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় আম্রকাননে এ সরকারের শপথ নেওয়ার মাধ্যমে সেদিন থেকে ঐ স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে। তিনি আরো বলেন, মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের স্বাধীনতা সংগ্রাম বিশ্ব জনমতের অনুকূলে চলে আসে, যা চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করে।
অনুষ্ঠানে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক নির্মিত ‘মুজিবনগর : বাংলাদেশের প্রথম রাজধানী’ শীর্ষক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
#
অহিদুল/মাসুম/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৭৬
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৩৩ হাজার ৭৭৩ জনের ভ্যাকসিন গ্রহণ
ঢাকা, ৪ বৈশাখ (১৭ এপ্রিল) :
গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২ লাখ ৩৩ হাজার ৭৭৩ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে প্রথম ডোজে ১২ হাজার ১৫৭ জন এবং দ্বিতীয় ডোজে ২ লাখ ২১ হাজার ৬১৬ জন ভ্যাকসিন গ্রহণ করেন। প্রথম ডোজে ৭ হাজার ৬৬৬ জন পুরুষ এবং ৪ হাজার ৪৯১ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন। দ্বিতীয় ডোজে ১ লাখ ৪৩ হাজার ৩০৩ জন পুরুষ এবং ৭৮ হাজার ৩১৩ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন।
এ নিয়ে সারা দেশে গত ২৭ জানুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৬৮ লাখ ৫০ হাজার ৮০৯ জন। এদের মধ্যে প্রথম ডোজে ৩৫ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন পুরুষ এবং ২১ লাখ ৬৫ হাজার ৩৮৭ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন। দ্বিতীয় ডোজে ৭ লাখ ৮০ হাজার ৭৫৯ জন পুরুষ এবং ৩ লাখ ৭১ হাজার ৮ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন।
উল্লেখ্য, ১৭ এপ্রিল ২০২১ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ৭১ লাখ ৪ হাজার ৫৬৩ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।
#
মিজানুর/মাসুম/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৭৫
প্রিটোরিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপিত
প্রিটোরিয়া (দক্ষিণ আফ্রিকা), ১৭ এপ্রিল :
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশন আজ যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপন করেছে। এ উপলক্ষে হাইকমিশনার নুরে হেলাল সাইফুর রহমান মিশনের কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পার্ঘ প্রদান করেন। অনুষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় হাইকমিশনার সাইফুর রহমান বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কাল রাতে যখন পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে হায়েনার উন্মত্ততায়, তখন তাদের হাতে বন্দি হওয়ার আগেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন। স্বাধীনতার ঘোষণা হয়ে যাওয়ার পরে বঙ্গবন্ধুর অবর্তমানে স্বাধীনতার সংগ্রাম তথা স্বাধীন রাষ্ট্র পরিচালনার জন্য একটি সরকার গঠন করা অত্যাবশ্যক হয়ে পড়ে।
হাইকমিশনার বলেন, আমাদের সৌভাগ্য যে স্বাধীনতা ঘোষণার মাত্র কয়েক দিনের মধ্যে বঙ্গবন্ধুর সুযোগ্য সহযোদ্ধারা একটি অস্থায়ী সরকার গঠন করতে সক্ষম হন। ১০ এপ্রিল ১৯৭১ এ গঠিত এ সরকার ১৭ এপ্রিল কুষ্টিয়ায় ভারত সীমান্ত সংলগ্ন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামে শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে ও শ্রদ্ধা জানিয়ে বৈদ্যনাথতলা গ্রামের নাম রাখা হয় মুজিবনগর এবং তাঁকে সামনে রেখে গঠিত সরকারের নাম হয় মুজিবনগর সরকার ।
#
খালেদা/মাসুম/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/১৮৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৭৪
বার্লিনে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপিত
বার্লিন (জার্মানি), ১৭ এপ্রিল :
জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপিত হয়েছে। জার্মানিতে কোভিড-১৯ জনিত পরিস্থিতি বিবেচনা করে সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনদের স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা জানানো হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়।
আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের মিনিস্টার এম. মুর্শীদুল হক খান এবং কমার্শিয়াল কাউন্সেলর মোঃ সাইফুল ইসলাম বক্তৃতা করেন। আলোচনায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রেক্ষিত, স্বাধীনতার লক্ষ্য অর্জনে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের ভূমিকা, গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিকতা ও বর্তমান সময়ে মুজিবনগর দিবসের চেতনার প্রাসঙ্গিকতা বিষয়ে আলোকপাত করা হয়।
জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া তাঁর বক্তব্যে ঐতিহাসিক এই দিনের প্রেক্ষাপট ও ঘটনাবলী উপস্থাপন করেন। তিনি বলেন, ১৭ এপ্রিল ১৯৭১ তারিখে মুজিবনগর সরকার গঠনের মধ্য দিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশে একটি সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক জনমত সৃষ্টি ও মুক্তিযুদ্ধকালীন সরকার পরিচালনায় নবগঠিত এই সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই সরকারের যোগ্য নেতৃত্ব ও দিক-নির্দেশনায় মুক্তিযুদ্ধ দ্রুততম সময়ে সফল সমাপ্তির দিকে এগিয়ে যায়। তিনি বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, বঙ্গবন্ধুর আদর্শ ও নেতৃত্বের গুণাবলী ধারণ করে তাঁর সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিতকরণের পাশাপাশি বলিষ্ঠ ও নিরপেক্ষ কূটনীতির মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্য, জাতীয় নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের সকল শহিদ ও নির্যাতিতা মা-বোন এবং বাংলাদেশের মানুষের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
#
তোহিদ/মাসুম/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৭৩
কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ৪ বৈশাখ (১৭ এপ্রিল) :
স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৪৭৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন।
গত ২৪ ঘণ্টায় ১০১ জন-সহ এ পর্যন্ত ১০ হাজার ২৮৩ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।
করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।
#
দলিল/মাসুম/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/১৭৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৭২
মুজিবনগর সরকারের লক্ষ্য বাস্তবায়ন করছে শেখ হাসিনার সরকার
-- শ ম রেজাউল করিম
ঢাকা, ৪ বৈশাখ (১৭ এপ্রিল) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মুজিবনগর সরকারের লক্ষ্য বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার তথা মুজিবনগর সরকারের লক্ষ্যই ছিল শোষণমুক্ত এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন। সে লক্ষ্যেই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে। ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষকে শোষণ ও বঞ্চনার হাত থেকে মুক্ত করে তাদের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিরাম প্ররিশ্রম করে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।’
শ ম রেজাউল করিম আরো বলেন, ‘মুজিবনগর সরকারের লক্ষ্য বাস্তবায়নে বর্তমান সরকার যখন উন্নয়ন ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখনই একটি উগ্র সাম্প্রদায়িক চক্র সে অর্জন বিনষ্ট করার জন্য মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। ঘৃণ্য ষড়যন্ত্রের মাধ্যমে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পরই মূলত আবার সাম্প্রদায়িক গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠার সুযোগ পায়। ’৭৫ পরবর্তী সরকারগুলো ধারাবাহিকভাবে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিল। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। বিচারের রায় কার্যকর করে তাদের দর্প চূর্ণ করেছেন। এই সম্প্রীতির বাংলাদেশে আবার সাম্প্রদায়িক গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ঐতিহাসিক মুজিবনগর দিবসে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ চৌধুরী ও সমীর দাশ বাচ্চু, পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, পিরোজপুর পৌরসভার কাউন্সিলর ছায়েদুল্লাহ লিটন, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক ও সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম প্রমুখ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
#
ইফতেখার/মাসুম/মোশারফ/সেলিম/২০২১/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৭১
ইস্তাম্বুলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপিত
ইস্তাম্বুল (তুরস্ক), ১৭ এপ্রিল :
তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। দিবসটি উপলক্ষে কনস্যুলেট ইস্তাম্বুলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে ভার্চুয়াল মাধ্যমে দিবসটির ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্যের ওপর একটি আলোচনা সভার আয়োজন করে। সভায় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়।
অনুষ্ঠানে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম তাঁর বক্তব্যে স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতীয় চার নেতা ও বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা। তিনি বলেন, ঐতিহাসিক এ দিনটি আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম ও জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। মুজিবনগর সরকার গঠন একদিকে যেমন আমাদের স্বাধীনতার সংগ্রামকে সুসংহত, সংঘবদ্ধ ও বেগবান করেছিল, অন্যদিকে তা বিশ্বদরবারে এ মহান স্বাধীনতার সংগ্রামকে পরিচিত করে তুলতে এবং এর সমর্থনে বিশ্ব জনমত গঠনে অর্থবহ ভূমিকা রেখেছিল। এ দিবসটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে এক নতুন মাত্রা যোগ করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে প্রবাসীদের অবদানের উপর কনসাল জেনারেল বিশেষ জোর প্রদান করেন। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন এবং বর্তমান সরকারের প্রণীত রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সকলকে স্ব স্ব জায়গায় থেকে অবদান রাখার অনুরোধ জানান। বাংলাদেশ-তুরস্কের সাম্প্রতিক সুসম্পর্কের কথা উল্লেখ করে তুরস্কের রাষ্ট্রপতি রিজেপ তাইয়েপ এরদোগানের সম্ভাব্য বাংলাদেশ সফরের বিষয়ে সকলকে অবহিত করেন, যা দু’দেশের সম্পর্কের মধ্যে নতুন গতি সঞ্চার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি তুরস্কে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলকরণে এবং দু’দেশের জনগণের মধ্যকার বিরাজমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদারকরণে সকলকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।
ড. মনিরুল ইসলাম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কনস্যুলেট কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহের বর্ণনা করেন। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর উপর তুর্কি ভাষায় বিভিন্ন প্রকাশনা ও প্রামাণ্য চিত্র প্রকাশ, তুরস্কের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিক্ষা কোর্স চালুকরণ, বাংলাদেশের ইতিহাস ও আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে তুরস্কের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিবেদন প্রকাশ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের ইতিহাস-সংস্কৃতি ও অগ্রগতি-সাফল্যের উপর ওয়েবিনার আয়োজন। অনুষ্ঠানে বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি ও করোনা মহামারি থেকে মুক্তিলাভ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
#
মাসুদ/মাসুম/মোশারফ/সেলিম/২০২১/১৭২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৭০
হেফাজত কোনোভাবেই ছাড় পাবে না
- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ঢাকা, ৪ বৈশাখ (১৭ এপ্রিল) :
১৯৭১ সালে পাকিস্তানিরা যা করেছে, হেফাজত ইসলাম সেই অনুকরণেই ২৬ থেকে ২৮ মার্চ তাণ্ডব চালিয়েছে। আইনানুগভাবে হেফাজতকে বিচারের সম্মুখীন হতে হবে, এ থেকে তারা কোনোভাবেই ছাড় পাবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, হেফাজত আমাদের জাতীয় সংগীত মানে না, জাতীয় সংগীত গায় না, জাতীয় পতাকা উড়ায় না। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। আমরা বহু রক্ত দিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তাই এই অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মন্ত্রী বলেন, তারা আমাদের সরকারি অফিস-আদালত পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। এসি ল্যান্ড অফিসের সব দলিলপত্র পুড়িয়ে দিয়েছে। ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়ি ধ্বংস করে দিয়েছে। তারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুক্তিযুদ্ধের এবং সাংস্কৃতিক চেতনায় আঘাত হেনেছে। এর আইনানুগ বিচার নিশ্চিত করা হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
#
মারুফ/কামাল/জসীম/কুতুব/২০২১/১৪৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৬৯
সাংবাদিক বোরহান কবীরের মায়ের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
ঢাকা, ৪ বৈশাখ (১৭ এপ্রিল) :
পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক ও বাংলা ইনসাইডার ডটকমের প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের মা সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ।
শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে এই প্রতিভাবান শিক্ষয়িত্রীর শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. হাছান মাহ্মুদ এক শোকবার্তায় বলেন, মমতাময়ী মাতা সৈয়দা রাহেলা বেগমের দীর্ঘ চারদশকের নিবেদিতপ্রাণ শিক্ষকতা জীবন থেকে অনেক শিক্ষণীয় রয়েছে।
#
আকরাম/কামাল/জসীম/কুতুব/২০২১/১৪২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৬৮
কিংবদন্তী অভিনেত্রী কবরী চিরস্মরণীয়-বরণীয়
-তথ্যমন্ত্রী
ঢাকা, ৪ বৈশাখ (১৭ এপ্রিল) :
রুপালী পর্দার কিংবদন্তী অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ।
শুক্রবার মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে এই প্রতিভাবান অভিনেত্রীর শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. হাছান মাহ্মুদ এক শোকবার্তায় বলেন, অভিনেত্রী সারাহ বেগম কবরী তার অভিনয়ের মধ্য দিয়ে এদেশের মানুষের কাছে চিরস্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন ।
#
আকরাম/কামাল/জসীম/কুতুব/২০২১/১৪২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৬৭
মুজিবনগর সরকারের চারশ টাকার চাকুরে জিয়ার বিএনপি ইতিহাসকে অস্বীকার করতে চায়
-তথ্যমন্ত্রী
ঢাকা, ৪ বৈশাখ (১৭ এপ্রিল) :
মুজিবনগর সরকারের অধীনে মাসে চারশ' টাকার চাকুরে জিয়াউর রহমানের বিএনপি আজ ইতিহাসকে অস্বীকার করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ।
আজ ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
আজ বাংলাদেশের প্রথম সরকার গঠনের সুবর্ণজয়ন্তী উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, '১৯৭১ সালের এইদিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠিত হয়েছিল। এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। যুদ্ধের সেক্টর কমান্ডারসহ অন্যান্যরা এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন।