Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ অক্টোবর ২০১৫

তথ্যবিবরণী ০৫/১০/১৫

তথ্যবিবরণী                                                 নম্বর : ২৮৮২

বিশ্ব শিশু দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর) :  

    বিশ্ব শিশু দিবস ২০১৫ উদ্যাপন উপলক্ষে আজ বিকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে প্রেসক্লাব পর্যন্ত শিশুদের আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে পাঁচ শতাধিক শিশু অংশগ্রহণ করে।   

    বাংলাদেশ শিশু একাডেমি এ শোভাযাত্রার আয়োজন করে। 

    শোভাযাত্রায় নেতৃত্ব দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি ও বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
   
    এছাড়াও, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ শিশু একাডেমির 
কর্মকর্তা-কর্মচারী এবং এনজিও  ও বিভিন্ন শিশু সংগঠনের সদস্যরা এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। 

    এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় : ‘শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ’।

#
আফরাজ/জসীম/আব্বাস/২০১৫/২২০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮৮১  

৩৪তম বিসিএস পরীক্ষার ২১ জন প্রার্থীর 
প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের নির্দেশ


ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর):
    ৩৪তম বিসিএস এর বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ফলাফল গত ২৯ আগস্ট প্রকাশিত হয়েছে। তথ্য বিভ্রাট/প্রশাসনিক কারণে ২১ জন প্রার্থীর ফলাফল কমিশন কর্তৃক স্থগিত রাখা হয়েছে। নি¤েœাক্ত রেজিস্ট্রেশন নম্বরধারী ২১জন প্রার্থীকে ১৯ অক্টোবর সকাল ১০টায় কমিশন কর্তৃক গঠিত কমিটির নিকট প্রয়োজনীয় কাগজপত্রসহ কর্মকমিশনের আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকাস্থ প্রধান কার্যালয়ে (৫ম তলা, কক্ষ নং-৪০৯) উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে। 
    স্থগিতকৃত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর-০০১৩৬৭, ০০৬০৪৮, ০১৬৪৫৭, ০১৬৮৪৭, ০১৭৬৯২, ০২১৪৬৪, ০২১৯৩০, ০২৫২৫১, ০৪৯০৩৫, ০৪৯১০৯, ০৪৯৮২০, ০৬৩১২৪, ০৬৭৩৮৮, ০৭০২৫৩, ০৮৬০৩৯, ১০০৫১১, ৪০০৬৯৮, ৪০১৭৪২, ৬০০৪৬০, ৬০৪১৪৮ ও ২০৯২০২।
    প্রয়োজনীয় কাগজপত্র/ডকুমেন্টস্ এর বিস্তারিত বর্ণনাসহ প্রার্থীদের ঠিকানায় ইতোমধ্যে ডাকযোগে আলাদা পত্র প্রেরণ করা হয়েছে। কোনো প্রার্থী নির্ধারিত তারিখে উল্লিখিত কাগজপত্রসহ কমিটির নিকট উপস্থিত হতে ব্যর্থ হলে তার প্রার্থিতার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্ধারিত তারিখের পূর্বে ডাকে প্রেরিত চিঠি না পাওয়া গেলে প্রয়োজনে ৫৫০০৬৬৩৩ ফোন নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।
#

নেয়ামত/আফরাজ/মোশাররফ/জসীম/জয়নুল/২০১৫/১৯০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৮৮০ 

বাজার তদারকি
২২ প্রতিষ্ঠানকে ২ লাখ ২৩ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও সিলেটে আজ বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২২টি প্রতিষ্ঠানকে দুই লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর ধানম-ি এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির অপরাধে বিএফসিকে ৩০ হাজার টাকা, কস্তুরি সুলতানকে ১০ হাজার টাকা ও তেহারি ঘরকে ২০ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে সেভেন ইলেভেন সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, ওজনে কারচুপি, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় প্রভৃতি অপরাধে চট্টগ্রামের কোতোয়ালি ও বাকলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা, সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ৮টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা এবং নারায়ণগঞ্জের সদরে ৫টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
#
আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮২০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                        নম্বর : ২৮৭৯ 
লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের খনন কাজ উদ্বোধন 

লাঙ্গলবন্দ (নারায়ণগঞ্জ), ২০ আশ্বিন (৫ অক্টোবর) :

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদের খনন কাজ শুরু করেছে।  

    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ আনুষ্ঠানিকভাবে এ খনন কাজের উদ্বোধন করেন। 

বিআইডব্লিউটিএ ব্রহ্মপুত্র নদের লাঙ্গলবন্দ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে নয়াঘাট পর্যন্ত প্রাথমিকভাবে দু’কিলোমিটার নৌপথের ১৩টি ঘাট পয়েন্টে প্রায় সাড়ে তিন লাখ ঘনমিটার মাটি ও বালি খনন করবে। এতে ব্যয় হবে প্রায় ছয় কোটি টাকা। উক্ত ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হলে লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদে আগত হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় কাজ সম্পন্ন  এবং নৌপথে যাতায়াত করতে সুবিধা হবে। 

নৌপরিবহণ মন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশের নাব্যতা উন্নয়নের লক্ষ্যে ২ হাজার ৪৮ কোটি টাকা ব্যয়ে ২০টি ড্রেজার সংগ্রহ করা হবে। সরকারের গত মেয়াদে ১৪টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে নদী প্রাণ ফিরে পাচ্ছে। ৫৩টি নৌপথ খননের জন্য সাড়ে এগার হাজার কোটি টাকার খনন কাজ চলমান রয়েছে।

    নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল হাই ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক।  


#
জাহাঙ্গীর/আফরাজ/মোশাররফ/রফিকুল/আব্বাস/২০১৫/১৮১৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮৭৮

জাপানে প্রতিমন্ত্রী রাঙ্গার নেতৃত্বে প্রতিনিধিদলের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিদর্শন

জাপান, অক্টোবর ৫ :

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের ৬ সদস্যের প্রতিনিধিদল জাপানের কোবে, কিয়োটো ও ওসাকার বিভিন্ন সমবায়ী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিদর্শন করেন। 

উক্ত প্রতিষ্ঠানসমূহের কর্তৃপক্ষের সাথে মতবিনিময়কালে রাঙ্গা বলেন, জাপান বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ব্যবস্থা আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি জাপান সরকার ও সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দু’দেশের মধ্যে আরো নতুন নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান।

জাপানী কর্মকর্তাগণ বাংলাদেশের দারিদ্র্যবিমোচন, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। তারা সরকারের সুশাসন, উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধে সন্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশ অচিরেই বিশ্বের অন্যতম মধ্যমআয়ের দেশে রূপান্তরিত হবে।

প্রতিনিধিদলটি ৯ অক্টোবর ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।

#

আহসান/আফরাজ/মোশাররফ/রফিকুল/রেজাউল/২০১৫/১৭৫৬ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮৭৭  

বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী
বিশাল শিক্ষাপরিবারে শিক্ষকদের অবস্থান সবার উপরে

ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে শিক্ষার দ্রুত প্রসার ও মানন্নোয়নে সরকার যে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক শিক্ষকসমাজ।
    মন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। 
    মন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির সদস্য মিলে দেশে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ আমাদের বিশাল শিক্ষাপরিবারের অর্ন্তভুক্ত। এবিশাল শিক্ষাপরিবার সবচেয়ে উঁচু অবস্থানে আমাদের শিক্ষকগণ। তিনি বলেন, আমরা যারা লেখাপড়া করার সুযোগ পেয়েছি, আমরা সবাই শিক্ষকদের কাছে কৃতজ্ঞ।
    জনাব নাহিদ বলেন, দেশ ও জাতি গঠনে শিক্ষকদের অবদান, সমাজের শিক্ষকদের মর্যাদাপূর্ণ অবস্থান, শিক্ষকদের প্রতি সমাজের কৃতজ্ঞতাবোধ ও দায়বদ্ধতা প্রকাশের জন্যই সারা বিশ্বে এ দিনে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। 
    শিক্ষামন্ত্রী শিক্ষকদের কর্মসূচি সম্পর্কে বলেন, নতুন বেতনস্কেল অনুমোদনের একই মন্ত্রিপরিষদ বৈঠকে সরকার শিক্ষকদের স¦ার্থসংরক্ষণসহ তাঁদের মর্যাদা সমুন্নত রাখতে যে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করে- তা কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকার শিক্ষকদের কল্যাণে সম্ভব সবকিছু করবে। তিনি আশা প্রকাশ করেন,  শিক্ষকগণ দেশ ও জাতির স¦ার্থে তাঁদের ওপর অর্পিত মহান দায়িত্ব নিবেদিতপ্রাণে পালন করে যাবেন।
    বিশ্ব শিক্ষক দিবসের এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ৮জন সেরা শিক্ষককে সম¥াননা প্রদান করেন। 
    সম¥াননাপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ছিলেন- প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ (মরণোত্তর), ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খালেদা ইকরাম, ড. আতিক রহমান, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জীবনকৃষ্ণ দে, আব্দুর রফিক এবং আল মাহমুদ।
    প্রফেসর কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাশেদা কে চৌধুরী বক্তব্য রাখেন।
#
সাইফুল্লাহ/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮১৫ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮৭৬
জাতীয় বিশ্ববিদ্যালয়
এম এ হান্নান ও মঞ্জুরুল ইসলাম লিটনকে কলেজের গভর্নিং বডি থেকে প্রত্যাহার

ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর) :

    ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সম্প্রতি গ্রেফতারকৃত ময়মনসিংহের ত্রিশাল আসনের সংসদ সদস্য এম এ হান্নান এবং বেপরোয়া গুলি করে একটি শিশুকে আহত করায় গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কলেজের গভর্নিং বডি থেকে প্রত্যাহার করেছে। 

    এম এ হান্নানকে ত্রিশালের নজরুল কলেজ এবং মঞ্জুরুল ইসলামকে সুন্দরগঞ্জের ধুবনী কঞ্চিবাড়ী কলেজ, সুন্দরগঞ্জ মহিলা কলেজ ও সুন্দরগঞ্জ ডি ডব্লিউ কলেজের গভর্নিং বডি থেকে প্রত্যাহার করা হয়েছে।

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে। 

প্রথম বর্ষ স্নাতক সম্মানে ভর্তির পছন্দক্রমের সংশোধনী

    ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ¯œাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির জন্য যে সকল প্রার্থী ইতোমধ্যে অনলাইনে প্রাথমিকভাবে আবেদন সম্পন্ন করেছে সে সকল আবেদনকারীদের বিষয় পছন্দক্রম সংশোধন/পরিবর্তন করার সুযোগ দেয়া হয়েছে। এক্ষেত্রে প্রার্থীরা অঢ়ঢ়ষরপধহঃ’ং ষড়মরহ অপশনে প্রার্থীর রোল নম্বর ও পিন ব্যবহার করে তাদের পূর্বের আবেদন বাতিলপূর্বক পুনরায় আবেদন করতে হবে। 

    প্রার্থীর আবেদন ইতোমধ্যে কলেজ কর্র্তৃক নিশ্চয়ন হয়ে থাকলে সেক্ষেত্রে আবেদনকারী বিষয় পছন্দক্রম সংশোধন/পরিবর্তন করার জন্য ডীন, ¯œাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর ১২ অক্টোবর ২০১৫ এর মধ্যে আবেদন করতে হবে।

#

ফয়জুল/আফরাজ/জসীম/রেজাউল/২০১৫/১৭০৫  ঘণ্টা

 


 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৮৭৫

নগরায়ন পরিকল্পনায় উন্মুক্ত স্থান রাখার জন্য 
বেসরকারি আবাসন ব্যবসায়ীদের প্রতি স্থানীয় সরকার মন্ত্রীর আহ্বান

ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর) :
    বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আজ বিশ্ব বসতি দিবস পালন করা হয়। এ বছরে দিবসের প্রতিপাদ্য ‘সার্বজনিক স্থান সবার অধিকার’ (চঁনষরপ ঝঢ়ধপব ভড়ৎ ধষষ)। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীসহ দিনব্যাপী কর্মসূচি পালন করে। দিবসটি উদ্বোধন উপলক্ষে ওসমানি স্মৃতি মিলনায়তনে এক আলোচনাসভার আয়োজন করা হয়। স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
    প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, সরকারি উদ্যোগে গড়ে তোলা আবাসিক এলাকায় নাগরিকদের জন্য উন্মুক্ত স্থান রাখা হয়। কিন্তু বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা আবাসিক এলাকায় উন্মুক্ত স্থান রাখা হয় না। এসব এলাকায় বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। তিনি নাগরিক সুবিধা নিশ্চিত করতে পর্যাপ্ত উন্মুক্ত স্থান রাখার জন্য বেসরকারি আবাসন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। 
    তিনি বলেন, কৃষিজমি সুরক্ষা করে পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলার জন্য স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে। গ্রামীণ এলাকায় বহুতল ভবন নির্মাণ করে কৃষি জমি রক্ষার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পিত আবাসন গড়ে তুলে কৃষি জমি রক্ষা করা না গেলে আগামীতে দেশকে খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। মন্ত্রী ঢাকা শহরের উন্মুক্ত স্থান সুরক্ষা করে স্বস্তিকর নাগরিক জীবন নিশ্চিত করতে গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান। 
    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর পাওলিন থামেসিস (চধঁষরহব ঞধসবংরং), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক খন্দকার ফওজী বিন ফরিদ ও মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক এম বজলুল করিম চৌধুরী। 
#

কিবরিয়া/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৫৪৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৮৭৪


৩৫তম বিসিএস পরীক্ষা ২০১৪ এর কতিপয় প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার আহ্বান

ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর) :

    বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক ৩৫তম বিসিএস পরীক্ষা ২০১৪ এর প্রিলিমিনারি টেস্ট-এ উত্তীর্ণ এবং লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মধ্যে কতিপয় প্রার্থীর আবেদনপত্রের (ইচঝঈ ঋড়ৎস-২) সাথে প্রয়োজনীয় সনদপত্র বা কাগজপত্র বা ডকুমেন্টস্ না থাকায় তাদেরকে আগামী ২২ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র জমাদান করতে বলা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস্ আগামী ২২ অক্টোবর অফিস চলাকালীন সময়ের মধ্যে কমিশনের আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকাস্থ প্রধান কার্যালয়ে পরিচালক, বিসিএস পরীক্ষা দফতরে জমা প্রদান করতে বলা হয়েছে।
    কমিশন কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে কাগজপত্র জমাদান এবং তথ্য বিভ্রাট সম্পর্কে প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। 
    এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে (িি.িনঢ়ংপ.মড়া.নফ) পাওয়া যাবে।  
#

নেয়ামত/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৫৪০ ঘণ্টা

Todays handout (6).doc