Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ নভেম্বর ২০১৭

তথ্যবিবরণী 12/11/2017

তথ্যবিবরণী                                                                      নম্বর : ৩০৫৩
 
মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
উখিয়া (কক্সবাজার), ২৮ কার্তিক (১২ নভেম্বর) : 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে। 
উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ২১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৩৯ ট্রাকের মাধ্যমে ৯৫ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৯ হাজার ৫ শত ২৯ প্যাকেট শুকনো খাবার, ৩ হাজার ১ শত ৩৫ প্যাকেট শিশু খাদ্য,  ৬ শত প্যাকেট রান্না করা খাবার,  ৬ হাজার ৫৫ পিস পোশাক, ৬ হাজার ৪ শত ৩০ পিস গৃহস্থালিসামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত কক্সবাজার ৪টি খাদ্য গুদামে প্রাপ্তি ও প্রদানের পর ৯৭৭ মেট্রিক টন চাল, ৮১ মেট্রেক টন ডাল, ৯৬ হাজার ৬ শত ২৯ লিটার তেল, ৬৩ মেট্রেক টন লবণ, ৮৫ মেট্রিক টন চিনি, ৮ হাজার ২ শত ৮ কেজি আটা, ৮০ হাজার ৬ শত ৭০ কেজি গুঁড়ো দুধ, ২৫ কেজি মুড়ি, ১৬ হাজার ১ শত পিস ও ৪৮৯ বান্ডেল কম্বল, ৫১১ টি তাঁবু ও ত্রিপল মজুত রয়েছে।
জেলা প্রশাসক, কক্সবাজার এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কর্তৃক যৌথভাবে পরিচালিত ‘অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা’ নামক সোনালী ব্যাংক কক্সবাজার শাখার চলতি হিসাব নং- ৩৩০২৪৬২৫ এ আজ পর্যন্ত ৩ কোটি ৫৩ লাখ ২০ হাজার ৭৬ টাকা জমা রয়েছে।
#   
সাইফুল/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                      নম্বর : ৩০৫২
 
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ২৮ কার্তিক (১২ নভেম্বর) : 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
 
আজ কুতুপালং-১ ক্যাম্পে ৯ শত ২৮ জন পুরুষ, ১ হাজার ১ শত ৭১ জন নারী মিলে ২ হাজার ৯৯ জন, কুতুপালং-২ ক্যাম্পে ১ হাজার ২ শত ৫৯ জন পুরুষ, ১ হাজার ৪ শত ৬৩ জন নারী মিলে ২ হাজার ৭ শত ২২ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৭ শত ২ জন পুরুষ, ৮ শত ৭৯ জন নারী মিলে ১ হাজার ৫ শত ৮১ জন, থাইংখালী -১ ক্যাম্পে ৯ শত ৬৪ জন পুরুষ, ১ হাজার ৭ শত ৫৬ জন নারী মিলে ২ হাজার ৭ শত ২০ জন, থাইংখালী -২ ক্যাম্পে ১ হাজার ৪৭ জন পুরুষ, ১ হাজার ৮৯ জন নারী মিলে ২ হাজার ১ শত ৩৬ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ২ শত ৫০ জন পুরুষ, ১ হাজার ২ শত ৮ জন নারী মিলে ২ হাজার ৪ শত ৫৮ জন, শামলাপুর ক্যাম্পে ৬ শত ২১ জন পুরুষ, ৯ শত ২০ জন নারী মিলে ১ হাজার ৫ শত ৪১ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১৫ হাজার ২ শত ৫৭ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৪ লাখ ৯৮ হাজার ১ শত ৩৪ জনের নিবন্ধন করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। 
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক 
২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ২৭ হাজার ৫ শত জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।
#
সাইফুল/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/২০২৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                      নম্বর : ৩০৫১
 
হুমায়ূন আহমেদ পাঠকদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন 
                                    -- আসাদুজ্জামান নূর
 
ঢাকা, ২৮ কার্তিক (১২ নভেম্বর) : 
 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, হুমায়ূন আহমেদ তাঁর ভিন্নধর্মী লেখনীর কারণে পাঠকদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন। জনপ্রিয়তা ও সাহিত্যের গভীরতা নাকি একইসাথে আসে না, কিন্তু হুমায়ূন আহমেদ এক্ষেত্রে ব্যতিক্রম। তাঁর সাহিত্যের গভীরতা যেমন রয়েছে, তেমনি পাঠক সমাজেও তিনি সমান জনপ্রিয়।
 
মন্ত্রী আজ রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক্সিম ব্যাংকের সহযোগিতায় পাক্ষিক ‘অন্যদিন’-এর উদ্যোগে ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৭ প্রদান’ অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরস্কারের জন্য গঠিত বিচারকম-লীর সভাপতি ও ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। 
 
মন্ত্রী বলেন, হুমায়ূন আহমেদ ছিলেন আমার বন্ধু ও ছোট ভাইয়ের মত। তাঁর সাথে অনেক আবেগঘন ও অন্তরঙ্গ সময় অতিবাহিত করেছি। হুমায়ূন আহমেদ যদি না থাকতেন, তবে হয়ত আমি আজকের আসাদুজ্জামান নূর হতে পারতাম না। তাঁর লেখনী তরুণ সমাজকে অত্যন্ত আকৃষ্ট করেছে। 
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্যদিনের সম্পাদক মাজহারুল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং প্রয়াত হুমায়ূন আহমেদ এর স্ত্রী এবং বিশিষ্ট অভিনয় ও সংগীত শিল্পী মেহের আফরোজ শাওন। 
#
 
ফয়সল/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/১৯৪৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০৫০ 
দশম জাতীয় সংসদের ‘কার্য উপদেষ্টা কমিটি’র বৈঠক

ঢাকা, ২৮ কার্তিক (১২ নভেম্বর) : 
দশম জাতীয় সংসদের ‘কার্য উপদেষ্টা কমিটি’র অষ্টাদশ বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কার্যপত্র উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার। বৈঠকে সদস্যবৃন্দ অধিবেশনের স্থায়ীত্বকাল ও আলোচনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন।
কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭ মার্চ হলো জাতির মূল চালিকা শক্তি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণে গেরিলা যুদ্ধের দিক নির্দেশনাসহ অর্থনৈতিক মুক্তির আহ্বান জানিয়েছিলেনÑ যে ভাষণ আজ বিশ্ব স্বীকৃত। সম্প্রতি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার নবদ্বার উন্মোচন করেছেÑ যা বিশ্বব্যাপী সমাদৃত। এছাড়া সফলভাবে ৬৩তম সিপিসি সম্পন্ন করায় তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং স্পিকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি এ সকল বিষয়ে এ অধিবেশনে আলোচনা অনুষ্ঠানের পরামর্শ দেন।
বিস্তারিত আলোচনা শেষে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ৭ মার্চ, রোহিঙ্গা ইস্যু ও সিপিএ সম্মেলন নিয়ে আলাদাভাবে নির্ধারিত দিনে আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া অনিষ্পন্ন ১৩টি বিলের মধ্যে পাসের অপেক্ষায় থাকা ৩টি বিল পাস করা হবে এবং সম্প্রতি প্রাপ্ত ৪টি সরকারি বিল উত্থাপন করা হবে। 
বৈঠকে আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে, অষ্টাদশ অধিবেশনের স্থায়ীত্বকাল হবে ১০ কার্যদিবস। অধিবেশন আজ ১২ নভেম্বর রবিবার শুরু হয়ে শুক্রবার ও শনিবার ব্যতীত আগামী ২৩ নভেম্বর, ২০১৭ বৃহষ্পতিবার পর্যন্ত চলবে এবং প্রতি কার্যদিবসে অধিবেশন শুরু হবে বিকেল ৪টায়। প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন। 
কমিটির সদস্য সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম, ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, চিফ হুইপ আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আইন মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

শফিকুল/সেলিম/শেফায়েত/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০৪৯ 
বিকেএসপি’র বোর্ড অভ্ গভর্নরসের ৩০তম সভা
ঢাকা, ২৮ কার্তিক (১২ নভেম্বর) : 
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ড অভ্ গভর্নরসের ৩০তম সভা আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম আরো গতিশীল করার জন্য রাজস্ব খাতে পদসৃজন ও বিকেএসপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহের কার্যক্রম পরিপূর্ণভাবে চালুকরণ ও উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া সচিব মোঃ আসাদুল ইসলাম ও শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন উপ-স্থিত ছিলেন।
#

শফিকুল/সেলিম/শেফায়েত/মোশারফ/জয়নুল/২০১৭/১৮২৫ঘণ্টা 


তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০৪৮ 
দলিতদের উন্নয়নে প্রয়োজন টেকসই রাজনীতি 
                                 --- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৮ কার্তিক (১২ নভেম্বর) : 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, টেকসই রাজনীতি ও অন্তর্ভুক্তির অর্থনীতির মাধ্যমেই দলিত-বঞ্চিতদের উন্নয়নের ধারায় নিয়ে আসা সম্ভব। 
মন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজিত ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-এর আলোকে বাংলাদেশে দলিত জনগোষ্ঠীর অবস্থান’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, জঙ্গি-সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও দলবাজি-দুর্নীতি থেকে মুক্ত টেকসই রাজনীতি ও অন্তর্ভুক্তির অর্থনীতিই দলিত-বঞ্চিতদের আনবে সমতা ও উন্নয়নের ধারায়।  
তথ্যমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে যেমন কোনো রাজাকার থাকবে না, তেমনি গরিবও থাকবে না। জঙ্গি-রাজাকারের বিরুদ্ধে দাঁড়াবার পাশাপাশি বৈষম্যহীন উন্নয়নের পথে হাঁটতে হবে সমাজবাদের দর্শন নিয়ে। সকল প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে আসতে হবে উন্নয়নের মূলস্রোতে। সকল রাজনৈতিক দল এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনকে কেন্দ্র করে বিশেষ আলোচনার আয়োজন করতে হবে।  
সংবিধানের চার মূলনীতি, প্রধানমন্ত্রীর দশ বিশেষ উদ্যোগ ও ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা-এই তিনের সমন্বয়ে ২০৩০ সালের মধ্যে দেশ টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনের পথে এগিয়ে চলেছে, উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, এই অগ্রযাত্রা ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ ও এর সাথে সকলের একীভূত হবার জন্য দেশের গণমাধ্যমগুলো তৈরি করতে পারে একটি ‘টেকসই উন্নয়ন পরিবীক্ষণ মঞ্চ’। এর মাধ্যমে অগ্রযাত্রার গতিবিধি সম্পর্কে সকলেই ধারণা লাভ করতে পারবেন। 
আয়োজক সংস্থার আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম বিশেষ অতিথি হিসেবে এবং নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, রিসার্চ ইনিশিয়েটিভস, বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা, দাতা সংস্থা হেকস-ইপার এর কান্ট্রি ডিরেক্টর অনীক আসাদ এবং বেসরকারি সংস্থা অভিযান এর সাধারণ সম্পাদক বনানী বিশ্বাসসহ দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ আলোচনায় অংশ নেন। 
#
আকরাম/সেলিম/শেফায়েত/জয়নুল/২০১৭/২৭২২ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩০৪৭
 
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ১৯ নভেম্বর শুরু
ঢাকা, ২৮ কার্তিক (১২ নভেম্বর ) :      
প্রাথমিক ও শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ১৯ নভেম্বর থেকে শুরু হবে।
 
পরীক্ষার সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের িি.িফঢ়ব.মড়া.নফ এবং িি.িসড়ঢ়সব.মড়া.নফ  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।
 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক পরিপত্র জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
#
 
হোসেন/রিফাত/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৬২৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩০৪৬
 
৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস ঘোষণা
 
ঢাকা, ২৮ কার্তিক (১২ নভেম্বর ) :      
 
সরকার ৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ ঘোষণা করেছে। দিবসটিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে উদ্যাপনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রে দিনটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
 
গত ৭ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত এক পরিপত্র জারি করে।
 
 
#
হাসান/রিফাত/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৬০৪ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩০৪৫
 
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বাস্তবসম্মত প্রকল্প বাস্তবায়িত হবে
                                                  -এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ২৮ কার্তিক (১২ নভেম্বর ) :      
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, চট্টগ্রাম মহানগরী দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। চট্টগ্রাম সচল থাকলে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। এ শহরের জলাবদ্ধতা যেকোনো মূল্যে দূর করতে হবে। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সরকার একটি বাস্তবসম্মত ও সুপরিকল্পিত প্রকল্প আগামী ইংরেজি নববর্ষের আগে চট্টগ্রামবাসীকে উপহার দেবে।
 
মন্ত্রী আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, “চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করতে হলে একটি সমন্বিত রূপরেখা প্রয়োজন। তিনি জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড ও চট্টগ্রাম ওয়াসার সমন্বয়ে আগামী ডিসেম্বরের মধ্যে একটি বাস্তবসম্মত ও দৃশ্যমান উপায় বের করার নির্দেশনা দিয়েছেন।
 
হোসেন বলেন, চট্টগ্রামবাসী দীর্ঘদিন জলাবদ্ধতায় বাস করছে। আর জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের জনজীবন ও ব্যাবসা-বাণিজ্যসহ সবদিকে ভোগান্তি হচ্ছে। একটি টেকসই পরিকল্পনা ছাড়া এ সমস্যা দূর করা যাবে না। চট্টগ্রামে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি পাহাড় থেকে নেমে আসা পানি ও জোয়ার জলাবদ্ধতা সৃষ্টি করে। এ সকল বিষয় মাথায় রেখে পরিকল্পনা বাস্তবায়ন করতে পরামর্শ দেন তিনি। 
 
সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক ও পরিকল্পনা কমিশনের সদস্য জুয়েনা আজিজসহ সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
 
#
জাকির/রিফাত/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৫৩৯ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩০৪৪
 
সড়ক দুর্ঘটনা পঞ্চাশ ভাগে নামিয়ে আনার লক্ষ্যে
ন্যাশনাল রোড সেফটি স্ট্র্যাটেজিক একশান প্ল্যান
 
ঢাকা, ২৮ কার্তিক (১২ নভেম্বর ) :      
 
আগামী ২০২০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনা শতকরা পঞ্চাশ ভাগে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে অনুমোদিত হয়েছে ন্যাশনাল রোড সেফটি স্ট্র্যাটেজিক একশান প্ল্যান।
 
আজ নগরীর একটি হোটেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৫তম সভায় এ একশান প্ল্যান অনুমোদিত হয়।
 
এসময় নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাঁ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন উপস্থিত ছিলেন।
 
সভায় গৃহীত পরিকল্পনা অনুযায়ী সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের নেতৃত্বে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে প্রতি দুইমাস পর পর সভা অনুষ্ঠিত হবে। সভায় সড়ক-মহাসড়কে চলাচলকারী যানবাহনের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে এক্সেললোড কন্ট্রোল নীতিমালা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকরের সিদ্ধান্ত নেয়া হয়। শীতের সময় দুর্ঘটনা এড়াতে ক্ষেত্রবিশেষে যানবাহনের গতি সীমিত রাখার বিষয়েও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।  
 
এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএ’র চেয়াম্যান মো. মশিয়ার রহমান, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সদস্যগণ উপস্থিত ছিলেন।
#
নাছের/রিফাত/রফিকুল/শামীম/২০১৭/১৬০০ ঘণ্টা
Todays handout (5).docx