Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জানুয়ারি ২০১৮

তথ্যবিবরণী 27/1/2018

তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ৩২৪
আবারো দেশ পরিচালনার দায়িত্ব
 পেলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে
                                    -- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ১৪ মাঘ (২৭ জানুয়ারি) : 
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারকে আবারো দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করা হলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। গত নয় বছর ধারাবাহিকভাবে দেশ পরিচালনার কারণেই দেশের আজ এ উন্নয়ন। 
 
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত ৪ দিনব্যাপী গ্যাপেক্সপো-২০১৮ এর শেষদিনে গ্যাপেক্সপো এক্সপোর্ট  ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
 
তোফায়েল আহমেদ বলেন, ২০০৫-২০০৬ সালে দেশের রপ্তানি ছিল ১০ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলার, গত অর্থবছরে বাংলাদেশ রপ্তানি করেছে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি, রেমিট্যান্স আসছে প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। দেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে ২০২১ সালে বাংলাদেশের রপ্তানি ৬০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। 
 
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই যথাসময়ে অনুষ্ঠিত হবে। দেশের মানুষ শান্তি চায়। দেশের মানুষ শান্তিতে আছে। দেশের গ্রাম এখন আর গ্রাম নেই, শহরে পরিণত হয়েছে। গ্রামে বিদ্যুৎ গেছে, রাস্তাঘাট পাকা হয়েছে, মানুষের আয় বেড়েছে, জীবনযাত্রার মান উন্নত হয়েছে। আওয়ামী লীগ সরকারই পারে দেশের উন্নয়ন নিশ্চিত করতে। 
 
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দেশের ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন থেকে ১৬ হাজার ৪৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সফলতা দেখিয়েছে। দেশের ৯০ ভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। এবছরের শেষে দেশের সর্বত্র বিদ্যুৎ পৌঁছে যাবে। দেশের মানুষের মাথাপিছু আয় এখন ১৬১০ মার্কিন ডলার, দেশের মানুষের শিক্ষার হার ৭১ ভাগ, মানুষের গড় আয়ু ৭০ দশমিক ৩ বছর, জিডিপির প্রবৃদ্ধির হার ৬ ভাগ থেকে বেড়ে ৭ দশমিক ২ ভাগ হয়েছে। মন্ত্রী বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ বহু বৃহৎ প্রকল্প বর্তমান সরকার শুরু করেছে এবং শেষ করছে। বাংলাদেশ এখন বিশে^ উন্নয়নের রোলমডেল। ২০৩০ সালে বাংলাদেশ হবে বিশে^র মধ্যে ২৮তম এবং ২০৫০ সালে ২৩তম অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ। এমডিজি অর্জনে বাংলাদেশ এলডিসি দেশগুলোর মধ্যে সফল হয়েছে। বিশ^ ব্যাংকে ও গবেষণায় বলা হয়েছে, ২০১৮, ২০১৯ এবং ২০২০ সাল হবে বাংলাদেশের জন্য খুবই উজ্জ¦ল। শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ বর্তমান সরকারকে আবারো দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করলে উন্নয়ন অব্যাহত থাকবে।
 
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোঃ আব্দুল কাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনবিআর-এর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন  সংগঠনের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন মতি।
#
বকসী/ফারহানা/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/২২৩০  ঘণ্টা
তথ্যবিবরণী                                                                        নম্বর : ৩২৩  
আমাদের সকল যুদ্ধে রবীন্দ্রনাথ ছিলেন সেনাপতি
---সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ১৪ মাঘ (২৭ জানুয়ারি) : 
 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আমাদের বাঙালিদের সকল যুদ্ধ ও সংগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গভীরভাবে অনুপ্রাণিত করেছেন। বায়ান্নর ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধ, সামরিক শাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামসহ সকল যুদ্ধে রবীন্দ্রনাথ ছিলেন আমাদের সেনাপতি।
 
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে খামখেয়ালী সভা আয়োজিত সংঠনটির ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে ‘রবীন্দ্রগুণী সম্মাননা ২০১৮’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
খামখেয়ালী সভার সভাপতি মাহমুদ হাশিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রগুণী ও ভাষাসংগ্রামী আহমদ রফিক।
 
আসাদুজ্জামান নূর বলেন, প্রথম যখন আমি খামখেয়ালী সভার কোন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম, এটি কোন হাস্যরসের আড্ডা হিসেবে ভেবেছিলাম। কিন্তু গিয়ে দেখি এটি গুরুগম্ভীর ও শিল্পরস আস্বাদনের আলোচনা অনুষ্ঠান। তিনি খামখেয়ালী সভার এধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং এটিকে আরো সামনের দিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
 
অনুষ্ঠানে অধ্যাপক ড. করুণাময় গোস্বামী, শিল্পী মিতা হক ও ভারতের অধ্যাপক মঞ্জুলা বসুকে রবীন্দ্রগুণী সম্মাননা ২০১৮ প্রদান করা হয়।
 
শুভেচ্ছা বক্তব্য রাখেন খামখেয়ালী সভার সাধারণ সম্পাদক ফয়সাল ইবনে জামান।
#
 
ফয়সল/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৮/২০০৬ ঘণ্টা
 
 
 
তথ্যবিবরণী                                                                     নম্বর : ৩২২ 
 
জমিয়াতুল মোদার্রেছীনের সমাবেশে শিক্ষামন্ত্রী
দুই হাজার নতুন মাদ্রাসা ভবন নির্মাণ করা হবে
ঢাকা, ১৪ মাঘ (২৭ জানুয়ারি) : 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সারাদেশে এক হাজার ৩২৫টি মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ করা হয়েছে। আরো দুই হাজার মাদ্রাসায় আধুনিক চারতলা ভবন নির্মাণ করা হবে। মাদ্রাসা শিক্ষার সকলক্ষেত্রে উন্নতি করতে হবে। এজন্য অবকাঠামো নির্মাণের ব্যবস্থা নেয়া হয়েছে। 
শিক্ষামন্ত্রী আজ ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত মাদ্রাসা শিক্ষক-কর্মচারী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর স্থাপন করা হয়েছে। ইবতেদায়ি থেকে ফাজিল পর্যন্ত ৭ হাজার ৫০০ মেধাবৃত্তি এবং ১৫ হাজার সাধারণ বৃত্তি প্রদান করা হয়। তিনি বলেন, আলেম-ওলামাদের দীর্ঘদিনের দাবি ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ৫১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। ৩৫টি মাদ্রাসাকে মডেল মাদ্রাসায় রূপান্তর করা হয়েছে। 
মাদ্রাসা জঙ্গিবাদের কারখানা নয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম, ন্যায়নীতির ধর্ম, কল্যাণের ধর্ম। এর ভুল ব্যাখ্যা দিয়ে কেউ যাতে শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে না পারে সেজন্য আলেম-ওলামাদের সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।  
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজীর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বি এইচ হারুন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোঃ আলমগীর এবং জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন বক্তব্য রাখেন। 
স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ২০১৮ পরিদর্শন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ২০১৮ পরিদর্শন করেন। এসময় শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত করা, পরস্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল ও সহযোগিতা এবং গণতান্ত্রিক মনোভাবসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষামন্ত্রী নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া প্রত্যক্ষ করেন এবং এ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোঃ আলমগীর, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর পরিচালক মোঃ ফসিউল্লাহ, স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাহাব উদ্দিন মোল্লা  এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সারাদেশে সকল মাধ্যমিক বিদ্যালয়ে আজ স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
#
 
আফরাজ/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৮/২০০২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩২১
 
সংবাদ প্রকাশে দেশের স¦ার্থকে প্রাধান্য দিতে হবে
                                      -- তথ্য প্রতিমন্ত্রী
 
টাঙ্গাইল, ১৪ মাঘ (২৭ জানুয়ারি) :
 
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, দেশের অথনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখা, বিশ্ব দরবারে  মাথা উঁচু করে দাঁড়ানো এবং আমাদের ইমেজ বৃদ্ধির লক্ষ্যে আরো একটি মেয়াদের জন্য বর্তমান সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন আছে। তিনি দলমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বর্তমান সরকারের পক্ষে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন, দেশের প্রবৃদ্ধিসহ সবকিছুর সূচক এ সরকার একটি সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে। তিনি বলেন, দেশের উন্নয়নের চাকা যেভাবে সামনের দিকে ঘুরছে কোনো ভুল সিদ্ধান্তের কারণে তা যেন পিছনের দিকে ঘুরে না যায়, সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।
 
গতকাল টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি অনুষ্ঠান-২০১৮-১৯ এ প্রধান অতিথির বক্তৃতায় তথ্য প্রতিমন্ত্রী একথা বলেন।
 
তারানা হালিম বলেন, দেশের ক্ষতি হয়, ভাবমূর্তি নষ্ট হয় এবং দেশের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় এ ধরনের সংবাদ প্রকাশে সংবাদপত্রের ভূমিকা কী হওয়া উচিত তা আমাদের ভেবে দেখতে হবে সর্বাগ্রে। এক্ষেত্রে দেশের স¦ার্থকে অগ্রাধিকার দিতে হবে।
 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, যে কোন সভ্য  গণতান্ত্রিক দেশে কখনই শুধু সরকারি দলকে জবাবদিহিতার আওতায় আনা হয় না, সংসদে বিরোধীদল এবং রাজপথে বিরোধী রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হয়। কিন্তু, আমাদের দুর্ভাগ্য আমরা সবকিছুতে সরকারকে প্রশ্ন করতে পছন্দ করি। তিনি বলেন, যে কোন গণতান্ত্রিক দেশের মতো সরকার অবশ্যই জবাবদিহি করবে এবং এটা সরকারের দায়িত্ব। তিনি সাংবাদিকদের ব¯ুÍনিষ্ঠ, নিরপেক্ষ এবং পক্ষপাতহীনভাবে সংবাদ তুলে ধরার আহ্বান জানান।
 
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আলহাজ মোঃ সানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান কিরণ, টাঙ্গাইলের পুলিশ সুপার মাহাবুব  আলম এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বক্তৃতা করেন।
 
এর আগে প্রতিমন্ত্রী দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নে ড. আল রাজি উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে এলাকার দুস্থদের মাঝে শীতবস্ত্র, কম্বল বিতরণ করেন। 
 
#
 
রেজুয়ান/ফারহানা/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৯৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                       নম্বর : ৩২০ 
 
বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইলে ছাড় দেয়া হবে না
          ---দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
 
মতলব দক্ষিণ (চাঁদপুর), ১৪ মাঘ (২৭ জানুয়ারি) : 
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, কেউ বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইলে ছাড় দেয়া হবে না। বাংলাদেশে উন্নয়নের রাজনীতি চালু হয়েছে, এ ধারা অব্যাহত থাকবে।
 
মন্ত্রী আজ মতলব পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত নিউ হোস্টেল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত ৬ষ্ঠ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন ।
ত্রাণমন্ত্রী বলেন, কোন ইস্যুকে সামনে রেখে কোন দল প্রতিহিংসার রাজনীতি চালু করলে তাদের প্রতিহত করা হবে। তাদের বিরুদ্ধে সতর্ক থেকে গ্রামে গ্রামে নাগরিক প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, সরকারের উন্নয়নের আলোয় আজ প্রত্যেক গ্রাম আলোকিত। প্রত্যেক ঘরে বিদ্যুৎ পৌঁছেছে, নতুন নতুন রাস্তাঘাট হয়েছে। সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে এবং সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। 
পৌর সভাপতি ও মেয়র আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
#
 
দেওয়ান/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৯৩৬ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩১৯
 
সাম্প্রদায়িকতার কোন সুযোগ বাংলাদেশে কখনও দেওয়া হবে না 
                                                          -- ভূমিমন্ত্রী
 
ঈশ^রদী (পাবনা), ১৪ মাঘ (২৭ জানুয়ারি) :
 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশ। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার কোন সুযোগ দেওয়া হবে না। আজ পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে (মুক্তমঞ্চ) বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী একথা বলেন।
 
ভূমিমন্ত্রী বলেন, পাকিস্তান সরকার এদেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করে যেতে চেয়েছিল। তারা হিন্দু  সম্প্রদায়ের সম্পত্তিগুলোক ‘শত্রু সম্পত্তি’ নামে অভিহিত করেছিল। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ধরনের ঘৃণ্য নাম ‘শত্রু সম্পত্তি’ পরিবর্তন করে ‘অর্পিত সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টি’ হিসেবে নামকরণ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শ্রেণির মানুষকে একত্রিত করে রূপকল্প ২০২১ ও ২০৪১ ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করার এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন।  
 
অর্পিত সম্পত্তি সম্পর্কে মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় প্রথমবার এসেই অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ বিল উত্থাপন করে। আইনটি খুব শিগ্গিরই পাস হয়ে যাবে। 
 
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্যপরিষদ পাবনা জেলা শাখার সভাপতি শ্রী চন্দন কুমার চন্দের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন, সংসদ সদস্য শামসুল হক টুকু, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সসহ স্থানীয়  নেতৃবৃন্দ।
 
#
 
রেজুয়ান/ফারহানা/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩১৮
 
রামপাল বিদ্যুৎ প্লান্ট নির্মিত হলে  খুলনার শিল্পোন্নয়ন ঘটবে
                                            -- ডেপুটি স্পিকার
 
ঢাকা, ১৪ মাঘ (২৭ জানুয়ারি) :
 
ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খুলনাঞ্চলে যে উন্নয়ন কর্মকা- শুরু হয়েছে সেটি অব্যাহত রাখতে হলে সকলকে সরকারের সাথে একত্রিত হয়ে কাজ করতে হবে। 
 
আজ রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে বৃহত্তর খুলনা সমিতির বার্ষিক মিলনমেলায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
 
ডেপুটি স্পিকার বলেন, রামপাল বিদ্যুৎ প্লান্ট নির্মিত হলে  খুলনা অঞ্চলে শিল্পোন্নয়ন ঘটবে এবং বাংলাদেশের জিডিপি আরো শক্তিশালী হবে। এছাড়া পদ্মাসেতুর নির্মাণ কাজ সমাপ্ত হলে সব থেকে বেশি লাভবান হবে খুলনাঞ্চল। ঢাকার সাথে খুলনার যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা আসবে। খুলনাঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে খুলনাবাসী আরো বেশি অবদান রাখতে সক্ষম হবে।
 
খুলনা অঞ্চলে অনেক প্রতিথযশা মানুষের জন্মস্থান উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, অনেক গুণী মানুষ এ অঞ্চলে জন্মগ্রহণ করে শুধু খুলনাকে নয় সমগ্র বাংলাদেশকে আলোকিত করেছে। এসময় তিনি এ সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
 
নৌ পুলিশের ডিআইজি মোঃ মারুফ হাসানের সভাপতিত্বে এবং চিত্রনায়ক রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং কলামিস্ট আবুল মকসুদ প্রমুখ।
 
#
 
রেজুয়ান/ফারহানা/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                               নম্বর : ৩১৭ 
 
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় 
টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে
                 --- পরিবেশ ও বন মন্ত্রী
ঢাকা, ১৪ মাঘ (২৭ জানুয়ারি) : 
 
পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমাদের টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের ক্ষতিগ্রস্ততা বিশ্বের কাছে তুলে ধরার পাশাপাশি নিজেদের চেষ্টায় এর মোকাবিলা করার জন্য কাজ করতে হবে, যা আমরা ইতোমধ্যে শুরু করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবো।’ মন্ত্রী আরো বলেন, জলবায়ু পরিবর্তনের গুরুত্ব উপলব্ধি করেই বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ‘জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা’ প্রণয়ন এবং ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড’ ও ‘জলবায়ু পরিবর্তন রেজিলিয়েন্স ফান্ড’ নামে দুটি তহবিল গঠন করেছে। 
মন্ত্রী আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্লাইমেট ফাইন্যান্স’ শিরোনামে এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সম্মেলনে বাংলাদেশ থেকে প্রায় ২০০ জন এবং দেশের বাইরে ১৫টি দেশ থেকে ৫০ জন বিশেষজ্ঞ, বিজ্ঞানী, উন্নয়ন অংশীদার ও বেসরকারি খাতের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরিবেশ ও বনমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার জন্য বর্তমান সরকার টেকসই উন্নয়নের দিকে নজর দিয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে বিপুল বিনিয়োগ প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আমাদের কৃষি, বন, মৎস্য, জনস্বাস্থ্য প্রকৃতি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই হুমকি মোকাবিলায় আমাদের সবক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেয়া প্রয়োজন। 
বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডি-এর চেয়ারম্যান ড. আতিক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী ও ড. সলিমুল হক।
#
 
পাশা/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮১৩ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                      নম্বর : ৩১৬  
 
ঈশ^রদীতে দশ হাজার শীতবস্ত্র বিতরণ করলেন ভূমিমন্ত্রী
ঈশ্বরদী (পাবনা), ১৪ মাঘ (২৭ জানুয়ারি) : 
 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে। ৬০ বছরের বেশি বৃদ্ধ, দরিদ্র, যাদের শীতবস্ত্র নেই, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা মহিলাদের শীতবস্ত্র বিতরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
 
ভূমিমন্ত্রী আজ ঈশ^রদী উপজেলার সাহাপুর ও মানিকনগর মধ্যপাড়া আনসার মাঠে দশ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ নিয়ে ঈশ^রদী ও আটঘরিয়া উপজেলায় প্রায় ৫০ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন তিনি। মন্ত্রী বলেন, শীতার্ত দরিদ্রদের জন্য বর্তমান সরকারের উপহার এসব শীতবস্ত্র। 
 
ভূমিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সোনার বাংলা গড়ার অঙ্গীকার করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন তথা উন্নত বাংলাদেশ গড়তে বাংলাদেশের প্রত্যেক মানুষের পেটের ভাত, পরনের কাপড়, মাথা গোঁজার ঠাঁই, সকলের জন্য শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সকলকে এলক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
#
 
রেজুয়ান/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৭৫৭ ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                        নম্বর : ৩১৫ 
 
গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে ডেসকো’র কর্মকর্তাদের আরো আন্তরিক হতে হবে
                            ---বিদ্যুৎ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১৪ মাঘ (২৭ জানুয়ারি) : 
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে  ডেসকো’র কর্মকর্তাদের আরো আন্তরিক হয়ে কাজ করতে হবে। নিজেরা পরিবর্তিত হয়ে ইনোভেটিভ 
চিন্তাভাবনা নিয়ে গ্রাহকসেবা দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। 
 
প্রতিমন্ত্রী আজ ঢাকায় ‘নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য উন্নত সেবা’ প্রতিপাদ্যে ডেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির দ্বিবার্ষিক সম্মেলন-২০১৮ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, যুগের চাহিদার সাথে আধুনিক হতে হবে। ইলেকট্রিক যানবাহনের চাহিদা সারাবিশ্বে বাড়ছে, বাংলাদেশেও বাড়বে। চার্জিং স্টেশন সংক্রান্ত প্রশিক্ষণ ও করণীয় এখনি ঠিক করা প্রয়োজন।  ডেসকো’র আয়তন বাড়ছে, তাই গ্রাহকও বাড়ছে। প্রি-পেইড মিটার, ভূ-গর্ভস্থ কেবল ও সাবস্টেশন, স্মার্ট মিটার, অনলাইন বিল, দ্রুত সংযোগ ইত্যাদি সেবা নিয়ে এখন গ্রাহকদের কাছে যেতে হবে, তাদের যেন বিদ্যুৎ অফিসে আসতে না হয়।
 
এসময় ডেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির পক্ষ থেকে ডিগ্রি, ডিপ্লোমা ও টেকনিশিয়ানদের ১:৫:২৫ অনুপাতে পদ বিন্যাস, পে-স্কেল অনুযায়ী বার্ষিক প্রবৃদ্ধি, দ্রুত পদোন্নতি ও পরিচালনা পর্ষদে আইডিইবি’র প্রতিনিধি রাখার দাবি জানানো হয়। 
 
ডেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নির্বাহী কমিটির সভাপতি এস এম সাইফুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিঃ জেঃ মোঃ শাহিদ সারওয়ার, ইনস্টিটিউশন অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর সভাপতি এ কে এম এ হামিদ ও ডেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।
#
 
আসলাম/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৭৫২ ঘণ্টা
 
 
Todays handout (5).docx