তথ্যবিবরণী নম্বর : ১৭১৬
নবায়নযোগ্য জ্বালানি প্রসারে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখতে হবে
----বিদ্যুৎ প্রতিমন্ত্রী
দোহা (কাতার), ২৩ মে :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখতে হবে। যথাযথ বিনিয়োগ করা গেলে নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত প্রযুক্তি সহজলভ্য ও সামর্থ্যরে মধ্যে থাকবে। সৌদি আরবের ‘‘Post Petroleum Fund’, IRENA (International Renewable Energy Agency) বা ‘Qatar Investment Group’ গৃহীত উদ্যোগগুলো গ্রিন ও ক্লিন জ্বালানির একটি কাঠামো দিলেও আরো বিনিয়োগ প্রয়োজন।
প্রতিমন্ত্রী আজ কাতারের দোহায় ১৬তম দোহা ফোরামের সমাপনী দিনে জ্বালানি নিরাপত্তা নিয়ে ‘দ্য গ্লোবাল স্ট্যাটাস ক্যু : চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিজ’ শীর্ষক প্লিনারি সেশনে একথা বলেন। তিনি বলেন, সৌরশক্তিই হবে আগামীদিনের জ¦ালানি। সূর্যের তীক্ষ¥তা ও উপযুক্ত জমির জন্য গালফ দেশসমূহ সৌরবিদ্যুৎ উৎপাদনে উত্তম স্থান। ‘জ্বালানি হাব’ হিসেবে কাজ করে এ এলাকা অন্যান্য দেশে সৌরবিদ্যুৎ সরবরাহ করতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আঞ্চলিক ও উপআঞ্চলিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেয়। ইতোমধ্যে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে এবং ভূটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়টি অনেকটা এগিয়েছে। এভাবে সহযোগিতার নেটওয়ার্ক বৃদ্ধি করেই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো যেতে পারে।
এ সময় অন্যান্যের মাঝে ডমিনিকান রিপাবলিকের জ্বালানি ও খনিজ মন্ত্রী ড. আন্টুনিও ইসা কুন্দ (Dr. Antonio Isa Cond), জর্জিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী ডেভিড জালাগানিয়া ((David Jalagania)), ও কাতারের সাবেক জ্বালানি ও শিল্পমন্ত্রী আব্দুল্লাহ বিন হামাদ আল আট্টিয়াহ (Abdullah bin Hamad Al- Attiyah ) বক্তব্য রাখেন।
উল্লেখ্য, দোহা ফোরামে আঞ্চলিক ও বৈশ্বিক সমৃদ্ধি এবং স্থায়িত্ব অর্জনের লক্ষ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা, অর্থনীতি, জ্বালানি ও নাগরিক জীবন ইত্যাদি ইস্যুতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও সমাজকর্মীরা মতামত দিয়েছেন।
#
আসলাম/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭১৭
বেগম পত্রিকার সম্পাদকের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে):
বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, নূরজাহান বেগম তাঁর শক্তিশালী লেখনীর মাধ্যমে নারী সমাজে পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি নূরজাহান বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
সাইফুল্লাহ/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮৩৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭১৫
ত্রাণমন্ত্রী এবং গণপূর্তমন্ত্রীর চট্টগ্রামে দুর্গত এলাকা পরিদর্শন
ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে):
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম আজ চট্টগ্রাম জেলার ঘূর্ণিদুর্গত এলাকা বাঁশখালি ও আনোয়ারা উপজেলা পরিদর্শন করেন।
ঘূর্ণিঝড় রোয়ানুতে বাঁশখালি উপজেলার খান খানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া গ্রামের বেড়িবাঁধ ভেঙে এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। মন্ত্রীরা এ এলাকা পরিদর্শন করেন। এখানে ঘূর্ণিঝড়ে ১২ জন লোকের মৃত্যু হয়। মন্ত্রীদ্বয় নিহত সকলের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
পানিবন্দি লোকজন সাইক্লোন শেল্টারে আশ্রয় গ্রহণ করেছেন। নিজ বাসস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদেরকে সাইক্লোন শেল্টারে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজনীয় খাদ্য, পানীয় ও নগদ অর্থ সহায়তার জন্য জেলা প্রশাসনকে মন্ত্রীদ্বয় নির্দেশ প্রদান করেন।
এখানে শীঘ্রই বেড়িবাঁধ নির্মাণ, আরো সাইক্লোন শেল্টার নির্মাণ ও ডিপ টিউবয়েল স্থাপন করা হবে বলে মন্ত্রীরা আশ্বাস দেন। চট্টগ্রাম জেলায় ঘূর্ণিঝড়ে সার্বিক ক্ষয়ক্ষতির একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রেরণের জন্য ত্রাণমন্ত্রী জেলা প্রশাসককে নির্দেশ দেন।
তাঁরা পরে আনোয়ারা উপজেলার কোস্টগার্ড ক্যাম্প এলাকাও পরিদর্শন করেন। সেখানে শতাধিক পরিবার আশ্রয় গ্রহণ করেছেন। এদেরকে পর্যাপ্ত খাদ্য, পানীয় ও নগদ অর্থ সহায়তার জন্য মন্ত্রীরা নির্দেশ দেন।
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন এবং চট্টগ্রাম জেলা প্রশাসক মেসবাহ উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল মন্ত্রীরা চট্টগ্রাম জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ করেন। দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাইকে সভায় আহ্বান জানানো হয়।
#
ফারুক/আফরাজ/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭১৪
নুরজাহান বেগমের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক
ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে):
স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উপমহাদেশের প্রথম নারী বিষয়ক পত্রিকা ‘বেগম’ এর সম্পাদক ও নারী সাংবাদিকতার পথিকৃৎ নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় মন্ত্রী বলেন, নুরজাহান বেগমের মৃত্যুতে জাতি নারী জাগরণের অগ্রপথিক ও একজন প্রবীণ সাংবাদিককে হারাল। মরহুমার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
#
শহিদুল/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৬৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭১৩
ত্রাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে ২৪ মে’র মৌখিক পরীক্ষা স্থগিত
ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে):
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০তম গ্রেডের অফিস সহায়ক পদে নিয়োগের নিমিত্তে গত ২০ মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা আগামীকাল ২৪ মে নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত ২৪ মে তারিখে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক নোটিশে গতকাল একথা জানানো হয়।
মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।
#
মোমেনা/আফরাজ/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৬৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭১২
নূরজাহান বেগমের মৃত্যুতে স্পিকারের শোক
ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে):
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বেগম পত্রিকার সম্পাদক ও বর্ষীয়ান নারী সাংবাদিক নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় স্পিকার বলেন, নুরজাহান বেগম ছিলেন নারী জাগরণের বাতিঘর। তিনি আজীবন নারীর কল্যাণে ও সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। নারী জাগরণে তাঁর অবদান চির অম্লান থাকবে। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরনীয় ক্ষতি।
স্পিকার তাঁর রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বেগম পত্রিকার সম্পাদক নুরজাহান বেগমের মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজও শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
#
হুদা/আফরাজ/সেলিম/গিয়াস/রেজাউল/২০১৬/১৬৩৫ ঘণ্টা