Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd মার্চ ২০১৭

তথ্যবিবরণী 02 March 2017

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৬৪২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার

ঢাকা, ১৮ ফাল্গুন (২ মার্চ) :

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন অনুষ্ঠান আগামী ৪ মার্চ শনিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপসি'ত থাকবেন।

    অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক অর্থাৎ ৬৯৩ কিলোহার্জে এবং এফ এম ১০৩.২  মেগাহার্জে সরাসরি সম্প্রচার করবে।

#

হক/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                             নম্বর :৬৪১

এলজিআরডি মন্ত্রীর সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ

ঢাকা, ১৮ ফাল্গুন (২ মার্চ) :   

সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য 'ঈড়হভবৎবহপব ড়হ ঈষরসধঃব জবংরষরবহঃ ওহভৎধংঃৎঁপঃঁৎব উবাবষড়ঢ়সবহঃ অপযরবারহম ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ এড়ধষং'-এ যোগদানের উদ্দেশ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ ঢাকা ত্যাগ করেছেন।

আগামী ৩ মার্চ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অভ্ সিঙ্গাপুর (এম ডি আই এস)-এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও ভৌত অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে এ সম্মেলনে আলোচনা করা হবে।

মন্ত্রী চার সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হচ্ছেন - স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (মন্ত্রীর একান্ত সচিব) মুহম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মহসিন এবং নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ারুল ইসলাম।

মন্ত্রী আগামী ৪ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
জাকির/মাহমুদ/মোশারফ/আবব্াস/২০১৭/১৯৩৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৬৪০

জঙ্গি, দারিদ্র্য ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সরকার শূন্যসহিষ্ণু
                                                --- তথ্যমন্ত্রী
ঢাকা, ১৮ ফাল্গুন (২ মার্চ) :
জঙ্গি, দারিদ্র্য ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে শূন্যসহিষ্ণু নীতি বা কোনো ছাড় না দেয়া ট্রেড ইউনিয়নসহ সবখাতে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। অংশীজনদের সাথে নিয়ে সরকারই এ অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে।  
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ রাজধানীর ফার্মগেটে দি ডেইলি স্টার ভবনের মিলনায়তনে বেসরকারি সংস্থা ‘কর্মজীবী নারী’ আয়োজিত নারীশ্রমিক কণ্ঠের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
তিনি বলেন, ‘জঙ্গি দমন, দারিদ্র্য উচ্ছেদ ও লিঙ্গবৈষম্য দূর করতে সরকার শূন্যসহিষ্ণুতার নীতিতে অটল। আর সাম্প্রদায়িকতা, কুসংস্কার ও জঙ্গিসন্ত্রাস নারী সমাজের সবচেয়ে বড় শত্রু। তেঁতুল হুজুররূপী ফতোয়াবাজরা নারীকে চতুর্থ শ্রেণির বেশি পড়া নিষেধ ও ঘরের ভেতরেই থাকার ফতোয়া দেয়ার পাশাপাশি তাদের সমর্থকদের দিয়ে দেশের ভাস্কর্য ভেঙে ফেলারও হুমকি দিচ্ছেন। এরা যদি বলপ্রয়োগ করে রাষ্ট্র ক্ষমতা দখল করে তবে নারীবিদ্বেষী রাষ্ট্রই গড়বে তারা। কিন্তু জনগণ ও সরকার তা হতে দেবে না।’
জাতিসংঘের সাথে চুক্তির মাধ্যমে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন একটি বাধ্যবাধকতা উল্লেখ করে মন্ত্রী বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে সরকারের নেতৃত্বে গণমাধ্যম ও সকল সংস্থাকে নারী উন্নয়নের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা, তা নজরদারিতে রাখতে হবে। তিনি এ সময় ‘মহিলা’র পরিবর্তে ‘নারী’ শব্দ ব্যবহারে উৎসাহ দেন। 
নারী শ্রমিককণ্ঠের আহ্বায়ক সংসদ সদস্য শিরীন আখতারের সভাপতিত্বে দাতাসংস্থা ফ্রিডরিক এবার্ট স্টিফটাং (ঋৎরবফৎরপয ঊনবৎঃ ঝঃরভঃঁহম) এর আবাসিক প্রতিনিধি ফ্রানজিসকা কর্ন বিশেষ অতিথি হিসেবে এবং কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক ও নারী শ্রমিককণ্ঠের সদস্য সচিব রোকেয়া রফিক, শ্রম অধিদপ্তরের শ্রম পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক শরমিন্দ নিলোর্মী, ঢাকা বিভাগীয় শ্রম দপ্তরের যুগ্ম শ্রম পরিচালক এস এম এনামুল হক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং পোশাক শ্রমিক ও শাড়ি শ্রমিক প্রতিনিধিবৃন্দ সভায় বক্তব্য রাখেন। 
কর্মজীবী নারীর পরিচালক রাহেলা রব্বানী ‘২০৩০ সালে নারী-পুরুষের সমতা অর্জন : ট্রেড ইউনিয়নসহ সকল ক্ষেত্রে এখনই এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বাস্তবতা ও করণীয়’ শীর্ষক ধারণাপত্র উপস্থাপন করেন।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯২০ঘণ্টা

Handout                                                                                               Number : 639

Foreign Minister greets his Belarusian counterpart

Dhaka, 2 March :

Foreign Minister Abul Hassan Mahmood Ali congratulated his Belarusian counterpart Vladimir Makei on the eve of 25th anniversary of the establishment of the diplomatic relations between the People’s Republic of Bangladesh and the Republic of Belarus. In a congratulatory message, the Bangladesh Foreign Minister extended his warmest felicitations to the Government and people of the Republic of Belarus, and to the Belarus Foreign Minister personally, on this historic occasion.

Mahmood Ali noted that Bangladesh and Belarus enjoy excellent bilateral relations. These two countries are bound by common interests on a wide range of bilateral, regional and multilateral issues. The Minister expressed his confidence that this relationship would further be consolidated and widened in the coming years to realize the full potential.

#

Khaleda/Mahmud/Ali/Joynul/2017/1910hours

Handout                                                                                                           Number : 638

 

New Ambassador of Vietnam calls on Foreign Minister

 

Dhaka, March 02 :

 

            Newly appointed Ambassador of Vietnam Tran Van Khoa met the Foreign Minister
A H Mahmood Ali today at the Ministry of Foreign Affairs.

 

      Foreign Minister welcomed the new Ambassador to Bangladesh and expressed hope that the Ambassador would work for further consolidating the existing bilateral cooperation between Bangladesh and Vietnam.

 

            The Ambassador appreciated Bangladesh’s sustained economic growth and level of development achieved under the present Government led by Prime Minister Sheikh Hasina. He hailed Bangladesh’s constructive role in cross-cutting global issues particularly in the areas of climate change and water security. He identified trade, agriculture and fisheries as focused sectors for deepening bilateral cooperation.

 

            Foreign Minister referred to the visit of President to Vietnam and stated that Bangladesh values her relations with Vietnam. Both countries share similar history of struggle for independence and socio-economic emancipation of the lives of people. He appreciated the way Vietnam have rebuilt the country after the devastating war. Foreign Minister emphasized on the need for  reducing the trade gap between the two countries and advised Vietnam to import more high quality Bangladeshi products particularly  pharmaceuticals. In this connection, he proposed Vietnam to consider easing the requirement of bio-equivalence and traceability tests for Bangladeshi pharmaceutical products and suggested Vietnam to send a delegation to visit our Pharmaceutical industry. Highlighting the prospect of our fast growing ship building industry, the Foreign Minister mentioned that Bangladesh can meet Vietnam’s requirement in this sector.

 

            Ambassador of Vietnam emphasized on the exchange of high level visits between the two countries. The Ambassador informed the Minister about forthcoming visit of Vietnam’s Deputy Prime Minister and Foreign Minister to Bangladesh at the end of this month and invited the Foreign Minister Mahmood Ali to visit Vietnam in near future.

 

            Foreign Minister assured all possible cooperation to the Ambassador of Vietnam in his duties during his stay in Bangladesh.

 

#

 

Khaleda/Mahmud/Ali/Salimuzzaman/2017/1820 Hrs.

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৬৩৭

টিস্যু ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, ১৮ ফাল্গুন (২ মার্চ) :

    ‘বাংলাদেশে টিস্যু ব্যাংকিং কার্যক্রম’ শীর্ষক সেমিনার আজ ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স'পতি ইয়াফেস ওসমান। মন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, টিস্যু ব্যাংকিং গবেষণার প্রসার ও উন্নয়নে সব ধরনের সহযোগিতা বাড়ানো হবে। ইনস্টিটিউট অভ্‌ টিস্যু ব্যাংকিং এন্ড বায়োমেটিরিয়াল রিসার্চে সক্ষমতা বাড়ানো হবে যাতে এদেশের সাধারণ মানুষ টিস্যু প্রতিস'াপনের  চিকিৎসাসেবা সহজে এবং কম খরচে পেতে পারে।

    বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (পরিকল্পনা) ড. আলেয়া বেগমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপসি'ত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির সভাপতি ডা. আ ফ ম রম্নহুল হক এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নঈম চৌধুরী।
    সেমিনারে টিস্যু ব্যাংকিং সংক্রানত্ম গবেষণার প্রয়োজনীয়তা এবং বাংলাদেশে চিকিৎসাক্ষেত্রে টিস্যু প্রতিস'াপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ইনস্টিটিউট অভ্‌ টিস্যু ব্যাংকিং এন্ড বায়োমেটিরিয়াল রিসার্চের পরিচালক এস এম আসাদুজ্জামান, পঙ্গু হাসপাতালের পরিচালক ডা. মো. ইকবাল কাদির এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও পস্নাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ সিরাজী। বক্তাগণ বলেন, দুর্ঘটনায় আহত, আগুনে পোড়া ও এসিড দগ্ধ এবং ক্যান্সার রোগীর ক্ষতিগ্রসত্ম টিস্যুর চিকিৎসা ও প্রতিস'াপনে দ্রম্নত একটি সমৃদ্ধ টিস্যু ব্যাংকিং গড়ে তোলা প্রয়োজন। কারণ এদেশে এসব রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

#

কামরম্নল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৬৩৬

বান্দরবানে এসএমই মেলার উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী
উন্নত-সমৃদ্ধ দেশ গঠনে স্বদেশি পণ্যের বিকল্প নেই

বান্দরবান, ১৮ ফাল্গুন (২ মার্চ) :
বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গতকাল থেকে ৬ দিনব্যাপী এসএমই মেলা শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন গোষ্ঠীর ভিন্ন ভিন্ন কারুকাজ সমৃদ্ধ হস্তশিল্প বাংলাদেশের গ-ি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন তথা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দেশীয় এ সমস্ত পণ্যের বিশেষ অবদান রয়েছে। তাছাড়া ঐতিহ্যগতভাবে সমাদৃত এসব পণ্যের ব্যবহারে পার্বত্য অঞ্চলের মানুষের বৈচিত্র্যময় জীবনধারায় ব্যাপক পরিবর্তন আসছে।
জেলা প্রশাসক দীলিপ কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার সঞ্চিত কুমার রায়, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, পৌর মেয়র ইসলাম বেবী, বান্দরবান উইমেন্স চেম্বারের সভাপতি লাল সানি লুসাইসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৬ দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এবং প্রতিদিন সন্ধায় পার্বত্য অঞ্চলের শিল্পীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এ মেলায় পার্বত্য অঞ্চলে উৎপাদিত বিভিন্ন পণ্যের মোট ৫৬টি স্টল স্থান পেয়েছে।
#
জুলফিকার/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯১৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৬৩৫

পরিকল্পনা মন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের সাড়্গাৎ

ঢাকা, ১৮ ফাল্গুন (২ মার্চ) :

    পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুসত্মফা কামালের সাথে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা  আজ মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাড়্গাৎ করেন।

    সাড়্গাৎকালে তাঁরা  দ্বিপড়্গীয় স্বার্থসংশিস্নষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে ভারতীয় লাইন অভ্‌  ক্রেডিটের আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় করেন।

    পরিকল্পনা মন্ত্রী মহান স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ঐতিহাসিকভাবেই দু’দেশের মানুষের মধ্যে রয়েছে কৃষ্টি ও সাংস্কৃতিক অভিন্নতা। তিনি বলেন, ভৌগোলিক সীমা রেখায় দু’টি দেশ ভিন্ন হলেও বন্ধুপ্রতীম দু’দেশে জনগণের মনের সীমা রেখা ভিন্ন হবার নয়। তিনি বাংলাদেশের চলমান বিভিন্ন প্রকল্পসহ দেশের সার্বিক অর্থনীতির অগ্রগতির সূচক তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন রূপকল্প ও তাঁর গতিশীল নেতৃত্বে গত আট বছরে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি অর্জিত হয়েছে। একাত্তরে বিশ্বে বীরের গৌরবোজ্জল ভাবমূর্তি নিয়ে যে জাতির জন্ম হয়েছিল, সে জাতি বহু চড়াই উৎরাই পেরিয়ে আজ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে এবং ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত এবং ২০৪০ সালের মধ্যে ১০টি ধনী দেশের কাতারে সামিল হওয়ার মিশন নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য আকর্ষণীয় স'ান। তিনি বাংলাদেশের রেলযোগাযোগ, বিদ্যুৎ, পরিবহণ এবং বিভিন্ন অবকাঠামোখাতে ভারতীয় বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হাইকমিশনারের সহায়তা কামনা করেন।

    হাইকমিশনার বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি আশা করেন বাংলাদেশের চলমান অগ্রগতি অব্যাহত থাকলে বাংলাদেশ এ অঞ্চলের অগ্রগতির জন্য অনুকরণীয় দৃষ্টানত্ম স'াপন করবে।

#

শেফায়েত/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৬৩৪

যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলওয়ে সেত ুনির্মাণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর  

ঢাকা, ১৮ ফাল্গুন (২ মার্চ) : 
আজ রেলভবনে যমুনা নদীর ওপর "বঙ্গবন্ধু রেলওয়ে সেত ুনির্মাণ" এর লক্ষ্যে জাপানের পরামর্শক প্রতিষ্ঠান ওরিয়েন্টাল কনসালট্যান্টস গ্লোবাল কোম্পানি লিমিটেডের সাথে ৭৪৮ দশমিক ৫৮ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কাজী মোঃ রফিকুল আলম এবং পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে রায়োহেই ইশি (জুড়যবর ওংযরর)। জাইকার অর্থায়নে ব্রিজটি নির্মিত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেন, যমুনা নদীর ওপর নতুন রেলসেতু নির্মাণ খুবই জরুরি। এই সেতু উত্তর ও পশ্চিম অঞ্চলসহ সমগ্র দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আরো নতুন ট্রেন চালানো যাবে, অতিরিক্ত মালামাল পরিবহণ করা সম্ভব হবে। ফলে সেতুটি দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে।
তিনি আরো বলেন, সরকার সারা দেশের রেল যোগাযোগ উন্নয়নে কাজ করে যাচ্ছে। নতুন নতুন লাইন নির্মাণ করা হচ্ছে। কোচ আনা হচ্ছে। সবকিছুর উদ্দেশ্য যাত্রীদের সেবা বাড়ানো। আগামী দু’বছরের মধ্যে রেলের বিভিন্ন প্রকল্প শেষ হলে যাত্রীদের অধিক হারে সেবা দেয়া সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
‘বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ’ প্রকল্পটি গত ৬ ডিসেম্বর একনেক সভায় অনুমোদিত হয়। এ প্রকল্পের আওতায় বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে ৪ দশমিক ৮০ কিঃ মিঃ ডুয়েল গেজ ডাবল রেলওয়ে সেতু নির্মিত হবে। সেই সাথে সেতুর উভয় প্রান্তে ‘বঙ্গবন্ধু সেতু পূর্ব’ ও ‘বঙ্গবন্ধু সেতু পশ্চিম’ স্টেশন পর্যন্ত ডুয়েল গেজ ডাবল রেলওয়ে লাইন করা হবে এবং সিগন্যালিং ব্যবস্থার পরিবর্তন করা হবে।
চুক্তি স্বাক্ষরের সময় জাইকার প্রধান প্রতিনিধি তাকাতোশি নিশিকাতা (ঞধশধঃড়ংযর ঘরংযরশধঃধ), জাপানি দূতাবাসের প্রথম সচিব তোশিউকি নগোচি (ঞড়ংযরঁশর ঘড়মঁপযর) , পরামর্শক প্রতষ্ঠানের কর্মকর্তাগণ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফিরোজ সালাহ উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
শরিফুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৪০ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৬৩৩

বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে
                                       - বাণিজ্যমন্ত্রী 
ঢাকা, ১৮ ফাল্গুন (২ মার্চ) :   
হংকং-এ সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। উজ্জল সম্ভবনা দেখেই বিভিন্ন দেশের বিনিয়োগকারীগণ বাংলাদেশে বিনিয়োগ করতে এগিয়ে এসেছে।  সরকার রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য বিভিন্ন পণ্য রপ্তানি ক্ষেত্রে নগদ আর্থিক সহায়তা প্রদান করছে। দেশে এখন অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। এ ক্ষেত্রে সরকার বেশকিছু মেগা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। বাংলাদেশে তৈরি পণ্য হংকং-এ জনপ্রিয় হবে সন্দেহ নেই। এ ক্ষেত্রে আমদানি কারকদের ভূমিকা পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী ১ মার্চ হংকং এর হোটেল হলিডে ইন-এ ক্রিস্টাল বল রুমে ‘বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, হংকং’ এর যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিকসহ সকল ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের যে সকল ব্যবসায়ী হংকং-এ  অবস্থান করছেন ব্যবসা প্রসারে তাদের দায়িত্ব অনেক। বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, হংকং এর মাধ্যমে এখানে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি চমৎকার, খুব অল্প সময়ের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব। বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে প্রবেশ করবে। 
মন্ত্রী বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। নিরাপত্তার দিক থেকে এখন বাংলাদেশে কোন ধরণের সমস্যা নেই। প্রচুর বিনিয়োগকারী এখন বাংলাদেশে বিনিয়োগ করতে এগিয়ে এসেছে। হংকং-এর বিনিয়োগকারীরাও এ সুযোগ নিবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবগঠিত বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, হংকং-এর প্রেসিডেন্ট একরাম খান, হংকং-এর আন্ডার সেক্রেটারি ফর কমার্স এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট গুলফ্রে লিয়ং কিং কুয়োক, হংকং-এ নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সারওয়ার এবং বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, হংকং-এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইউসুফ আলী।
#
লতিফ/দীপংকর/শহিদ/রফিকুল/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৬৩২

‘বইয়ের বন্ধু বঙ্গবন্ধ’ু শীর্ষক সেমিনার

ঢাকা, ১৮ ফাল্গুন (২ মার্চ) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অঙ্গপ্রতিষ্ঠান জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে আগামী ৫ মার্চ সকাল ১১টায় গ্রন্থকেন্দ্রের মিলনায়তনে ‘বইয়ের বন্ধু বঙ্গবন্ধ’ু শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। 
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 
#
কুতুব/দীপংকর/রেজ্জাকুল/আসমা/২০১৭/১৬১০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৬৩১

গ্রামীণ কৃষি ও অকৃষি খাতে জামানতবিহীন ঋণ দিচ্ছে সমবায় ব্যাংক
                                                    - সমবায় প্রতিমন্ত্রী
ঢাকা, ১৮ ফাল্গুন (২ মার্চ) :   
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভিশন ও উন্নয়ন ভাবনা বাস্তবায়নে বাংলাদেশ সমবায় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গ্রামীণ কৃষি ও অকৃষি খাতে জামানতবিহীন ঋণ দিচ্ছে। সহজ শর্ত ও নামমাত্র মুনাফায় দেশব্যাপী কৃষক ও ভোক্তার অধিকার সুরক্ষায় ১০০টি সমবায় সমিতিকে প্রায় ১৩ কোটি টাকা ঋণ দিয়েছে। বর্তমান সমবায়বান্ধব সরকার এ ঋণের মুনাফা ও দ- মুনাফা বাবদ বাংলাদেশ সমবায় ব্যাংকের মাধ্যমে ১০০ কোটি টাকার বেশি অর্থ প্রদান করেছে। 
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ আজ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলনকক্ষে ব্যাংকটির বিভিন্ন কার্যক্রমের ওপর আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।     
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধোত্তর বাংলাদেশ পুনর্গঠনে সমবায় খাতকে কাজে লাগান। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচিত চলমান সমবায় আন্দোলনকে বেগবান করতে সমবায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সমবায়ীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে।
সভায় জানানো হয়, নারায়ণগঞ্জে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন বাংলাদেশ সমবায় ব্যাংক ৯তলা বিশিষ্ট বাংলাদেশ সমবায় ব্যাংক কমপ্লেক্স নির্মাণের কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে কারিগরি প্রতিষ্ঠান এআরকে-কেটি-এফএ-জেভি কর্তৃক নির্মাণাধীন ভবনটির কাজ প্রায় ৬০% সম্পন্ন করছে। ভবনটি নির্মিত হলে নারায়ণগঞ্জ জেলার সমবায়ীদের আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটবে। 
সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়, সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, মহাব্যবস্থাপক নিতাই পদ দাস ও 
মো. শাজাহান।
#
আহসান/দীপংকর/রফিকুল/আসমা/২০১৭/১৫৪৫ ঘণ্টা 

Todays handout (7).docx