Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুন ২০১৫

তথ্যবিবরণী 25/06/2015

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৩৪

সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করছে
                                                                      -- ডেপুটি স্পিকার

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :
    ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, বাংলাদেশে প্রতিবন্ধিতা বিষয়টি অধিকারের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে। 
    তিনি আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিজঅ্যাবল চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ) আয়োজিত “প্রয়োজনীয় নীতিমালা ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের বেসরকারি প্রতিষ্ঠানসমূহে কর্মসংস্থান নিশ্চিতকরণ” শীর্ষক জাতীয় সেমিনারে একথা বলেন। 
    ডিজঅ্যাবল চাইল্ড ফাউন্ডেশনের সভাপতি মোঃ হাফিজুর রহমান বুলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিজঅ্যাবল চাইল্ড ফাইন্ডেশনের নির্বাহী পরিচালক নাসরিন জাহান, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি সাইদুল হক, বিজিএমইএ’র সহসভাপতি রিয়াজ বিন মাহমুদ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিঞা আব্দুল্লাহ মামুন। 
    ডেপুটি স্পিকার বলেন, সরকারের নীতিমালা সাপেক্ষে, সরকারি-বেসরকারি, সংবিধিবদ্ধ সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির জন্য নির্ধারিত বয়সসীমা শিথিলকরণ এবং যথাযথ কোটাসংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবন্ধীবান্ধব কর্মসংস্থান তৈরি; সমসুযোগ ও সমান কাজের জন্য সমান মজুরি প্রদান; নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ তৈরি; নির্যাতন ও নিপীড়ন থেকে সুরক্ষাসহ সবধরনের সুযোগ সুবিধা প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
    তিনি আরো বলেন, কর্মসংস্থানের মাধ্যমে একজন ব্যক্তি ক্ষমতায়িত হয় এবং এর মাধ্যমে তার জীবনমানের উন্নয়ন ঘটে। প্রতিবন্ধী মানুষও এর ব্যতিক্রম নয়। তাই বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে। প্রতিবন্ধী মানুষকে আত্মকর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করার জন্য সুদমুক্ত ঋণ প্রদান, সরকারি ব্যাংকের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বিশেষ ক্ষুদ্রঋণ কর্মসূচিসহ গ্রহণ করা হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন প্রতিবন্ধী মানুষের আর্থিক অবস্থা উন্নয়নে কাজ করছে। 
          ডেপুটি স্পিকার পিছিয়ে পড়া প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে ও দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের সম্পৃক্ততা নিশ্চিত করতে নিয়োগ দাতাদের প্রতি আহ্বান জানান।
#

স¦পন/মিজান/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/২১৪০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১৮৩৩
একনেক সভায় ২ হাজার ৩ কোটি টাকা ব্যয়ে ৭টি প্রকল্প অনুমোদন
ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :
    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর সভায় দুই হাজার তিন কোটি টাকা ব্যয়ে ৭টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। দুই হাজার তিন কোটি টাকার মধ্যে সরকারি অর্থায়ন ৬৫৩ কোটি টাকা, প্রকল্প সাহায্য ১ হাজার ৩৩২  কোটি টাকা এবং সংস্থার নিজস¦ অর্থায়ন ১৮ কোটি টাকা।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ ঢাকায় শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সিলেট শহরে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ হলে তার প্রভাব ও ক্ষয়ক্ষতি কমাতে একনেক সভায় ১ হাজার ৩৮১ কোটি টাকার 'টৎনধহ জবংরষরবহপব চৎড়লবপঃ' শীর্ষক প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি সম্পর্কে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ভূমিকম্পের ক্ষতিকর প্রভাব যাতে জনজীবনে কম হয় সে ব্যবস্থা করতে প্রকল্পটির অনুমোদন দেয়া হয়েছে। রাজউক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও পরিকল্পনা কমিশন যৌথভাবে ২০২০ সালের জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটিতে বিশ্বব্যাংক ১ হাজার ৩৩২ কোটি টাকা প্রকল্প সাহায্য দেবে বলেও তিনি জানান।
     একনেকে অনুমোদনপ্রাপ্ত অপর একটি প্রকল্পটি হলো ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সড়কসমূহের রক্ষণাবেক্ষণের জন্য কোল্ড রি-সাইক্লিং প্লান্ট ও ইকুইপমেন্ট সংগ্রহ’। প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০১৬ সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করবে বলে একনেক সভায় জানানো হয়।
    দেশে বাংলাদেশ রেলওয়ের মোট ২ হাজার ৪৯৪টি লেভেল ক্রসিং গেট রয়েছে। এর মধ্যে ৬৭২টি লেভেলক্রসিং গেটে সরকারিভাবে ১ হাজার ৮৮৯ জন গেটকিপার নিয়োগসহ সিগন্যালিং ব্যবস্থা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য একনেক সভায় আলাদা দু’টো প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ৯৭ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ে ২০১৭ সাল নাগাদ প্রকল্প দু’টো বাস্তবায়ন করবে। 
    কক্সবাজার জেলায় উপকূলীয় বাঁধের আওতায় ২০টি পোল্ডারের মধ্যে ৬টি পোল্ডার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত ৬টি পোল্ডার নতুন করে মেরামতের জন্য ২৬০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২০১৭ সাল নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
    সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৩০টি উপজেলায় শস্য নিবিড়তা বাড়াতে মোট ৭৪ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ২০১৯ সাল নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে। 
    এছাড়া একনেক সভায় ১৩৮ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম জেলার চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সাঙ্গু ও চাঁদখালী নদীর উভয়তীর সংরক্ষণে অপর একটি প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়েছে।
    সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশে অবস্থানকারী অনিবন্ধিত মিয়ানমার নাগরিকদের ছবি ও সাধারণ তথ্যসম্বলিত ডাটাবেজ তৈরির কাজ ইতোমধ্যে শুরু করেছে সরকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০১৬ সালের মার্চ নাগাদ এ ডাটাবেজ তৈরির কাজ সম্পন্ন করবে। এতে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৭৫ লাখ টাকা। তিনি আরো বলেন, এ শুমারির মধ্য দিয়ে অনিবন্ধিত মিয়ানমার নাগরিকদের বর্তমান অবস্থান এবং বাংলাদেশে অনুপ্রবেশের পূর্বে তাদের মূল বাসস্থানের ঠিকানা নিরূপণ করে বাংলাদেশে অনুপ্রবেশের অন্তর্নিহিত কারণ জানা যাবে। এ সংখ্যা জানা গেলে তাদের জন্য সঠিক পরিকল্পনা প্রণয়ন করাও সম্ভব হবে।
#
তাপস/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২১৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৩১

বাজার তদারকি 
২০ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৭ হাজার  টাকা জরিমানা

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :

           বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের নেতৃত্বে আজ বাজার তদারকি করা হয়। বাজার তদারকিকালে ২০টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

           ঢাকা মহানগরীর ডেমরা এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য (ইফতারি) তৈরির অপরাধে আলম’স ক্যাসেল হোটেলকে ৩০ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্যবিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ ও অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে তাজ বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অপরদিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে ব্রাহ্মণবাড়িয়া সদরে ৩টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৫শ’ টাকা, নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা, লক্ষ্মীপুর সদরে ৩টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫শ’ টাকা, নরসিংদী সদরে ৩টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা এবং লালমনিরহাট সদরে ৬টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। 

#

মিজানুর/মিজান/আলম/নবী/সঞ্জীব/রফিক/সেলিম/২০১৫/১৬৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮৩০


ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :
    দশম জাতীয় সংসদের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠক আজ কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য জুনাইদ আহমেদ পলক, এ কে এম রহমতুল্লাহ, মোয়াজ্জেম হোসেন রতন, শওকত হাচানুর রহমান (রিমন), কাজী ফিরোজ রশীদ এবং হোসনে আরা লুৎফা ডালিয়া বৈঠকে অংশগ্রহণ করেন।
     বৈঠকে বিটিসিএল’র কার্যক্রমসম্পর্কে বিভিন্ন দৈনিকে প্রকাশিত খবর এবং সেন্ট্রাল মনিটরিং সিস্টেম (ঈগঝ) স্থাপনের মাধ্যমে অঘঝ পর্যন্ত কল মনিটরিংয়ের পদ্ধতিসম্পর্কে পূর্ণাঙ্গ রিপোর্টের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
           বিটিসিএল’র কার্যক্রমসম্পর্কে বিভিন্ন দৈনিকে প্রকাশিত খবরের ভিত্তিতে গঠিত তদন্তকমিটির প্রতিবেদন পাওয়া গেলে এবিষয়ে কমিটি সুপারিশ প্রদান করবে । কমিটি বিটিসিএলের টি এন ডি প্রকল্পের লট-বি এর দরপত্রের শর্তাবলি, দরপত্র কবে আহ্বান করা হয়েছে, দরপত্র কোন তারিখে খোলা হয়েছে সেসব বিষয়ে সকল কাগজপত্র কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।
বিটিআরসি কর্তৃক যে ঠঅঝ গাইডলাইন তৈরি করা হয়েছে মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির প্রতিবেদন আগামী ৭ দিনের মধ্যে প্রদানের সুপারিশ করা হয় ।   
          ডাক টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

এমাদুল/মিজান/নবী/আলম/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮২৯

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় 
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :

দশম জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মোঃ আতিউর রহমান আতিক, এম আবদুল লতিফ, আ ফ ম বাহাউদ্দিন (নাছিম), মোঃ শিবলী সাদিক, এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং নাসিমা ফেরদৌসী বৈঠকে অংশগ্রহণ করেন। 

বৈঠকে বিদ্যুতের সিস্টেমলস হ্রাসের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়। 

কমিটি যৌক্তিক ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে লোকসান কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করে। তাপ ও কয়লাভিত্তিক মেগাবিদ্যুৎ প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুতের মূল্যবৃদ্ধির পূর্বে উৎপাদন খরচ পর্যালোচনা করারও কমিটি সুপারিশ করে। 

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 

#

হালিম/মিজান/নবী/আলম/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮২০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                                                                         নম্বর : ১৮২৭

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :

    দশম জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম চৌধুরী এতে সভাপতিত্ব করেন ।

    কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এনামুল হক, ওয়ারেসাত হোসেন বেলাল, আকম বাহাউদ্দীন, মোঃ ছানোয়ার হোসেন, মোঃ মন্জুরুল ইসলাম লিটন এবং লায়লা আরজুমান বানু বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে ‘The Export Promotion Bureau Ordinance, 1977’ রহিতক্রমে তা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনীত ‘রপ্তানি উন্নয়ন ব্যুরো বিল, ২০১৫’ পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট উপস্থাপনের বিষয়ে আলোচনা হয়। বিলটি পরীক্ষা-নিরীক্ষাপূর্বক প্রয়োজনীয় সংশোধনীসাপেক্ষে সংসদে পাস করার পরামর্শ দেয়া হয়।

         বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

মিজানুর/মিজান/আলম/সঞ্জীব/সেলিম/২০১৫/১৬৩০ ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                                                                                                    নম্বর : ১৮২৬

স¦াস্থ্যখাতের উন্নয়নপ্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না
                               ---স¦াস্থ্যমন্ত্রী


ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্যখাতের উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়নে কোনো রকমের অনিয়ম বরদাস্ত করা হবে না। বিশেষ করে যন্ত্রপাতি ক্রয়প্রক্রিয়ায় কোনো দুর্নীতি সহ্য করা হবে না। সুষ্ঠুভাবে ও স্বচ্ছতার সাথে প্রকল্প শেষ করার জন্য সংশ্লিষ্টদের সতর্কতার সাথে কাজ করতে হবে যাতে অর্থের অপচয় না হয়। তিনি আগামীতে বাজেট অনুমোদনের পর প্রকল্প পরিকল্পনায় জনগণের প্রয়োজনীয়তা চিহ্নিত করে অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করার জন্য সকলকে নির্দেশ দেন। 

স¦াস্থ্যমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে স¦াস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজধানীর সরকারি হাসপাতালসমূহের পরিচালক ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সাথে উন্নয়নপ্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনাসভায় সভাপতিত্বকালে একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে সেগুলোর সফল বাস্তবায়নে সর্বোচ্চ প্রয়াস নিতে হবে। ইতোমধ্যে শিশুমৃত্যু ও মাতৃমৃত্যু হার কমিয়ে জাতিসংঘের সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। চিকিৎসকরা যেন কর্মস্থলে থেকে মানুষের সেবা দিতে পারে সে ব্যাপারে নিয়মিত মনিটরিং নিশ্চিত করা হচ্ছে। গ্রামের মানুষ এখন সহজে চিকিৎসা পাচ্ছে। এ অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে স্বাস্থ্যখাতের সাথে জড়িত সকলকে নিষ্ঠার সাথে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।  

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মন্জুুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নূরুল হকসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকার সরকারি বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিশেষায়িত হাসপাতালের পরিচালকগণ সভায় উপস্থিত ছিলেন।

#

পরীক্ষিৎ/মিজান/আলম/সঞ্জীব/রফিকুল/আব্বাস/২০১৫/১৭২২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                                                                   নম্বর : ১৮২৫ 

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :

দশম জাতীয় সংসদের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেন এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের, রেজওয়ান আহম্মদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম এবং লুৎফুন নেছা অংশগ্রহণ করেন।
    সংসদীয় কমিটির চীন ও হংকং সফরের অভিজ্ঞতা অর্জন বিষয়ে এবং মেট্রোরেল প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগ্রগতির সম্পর্কে বিস্তারিত বৈঠকে আলোচনা হয়।  
    কমিটি বৈঠকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যাতায়াতকারী যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘœ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করে। বিআরটিসি এর সার্বিক কার্যক্রম পরিদর্শন করে উন্নত সেবা প্রদানের সুপারিশসহ একটি প্রতিবেদন উপস্থাপনের জন্য ৪ (চার) সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠনের সুপারিশ করে।
    এছাড়া বৈঠকে মেট্রোরেল প্রকল্পের সার্বিক পরিকল্পনার একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করে কমিটি। 
    বৈঠকে সেতু বিভাগের যুগ্ম-সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

সাব্বির/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৪৪৫ ঘন্টা

তথ্যবিবরণী                                                                                                                                                                          নম্বর : ১৮২৪

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী শনিবার

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪ এর লিখিত পরীক্ষা আগামী ২৭ জুন শনিবার অনুষ্ঠিত হবে। 

নির্ধারিত ৫টি জেলা নড়াইল, মেহেরপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও ফেনি জেলায় এ পরীক্ষা দুপুর ২ টা থেকে ৩ টা ২০ মিনিট পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে। 
২০ জুন থেকে বৈধ প্রার্থীদের মোবাইলে মেসেজ প্রেরণ করা হয়েছে এবং ২২ জুন থেকে প্রার্থীগণ নিজ প্রবেশপত্র যঃঃঢ়://ফঢ়ব.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ওএমআর শিট পূরণের নির্দেশনাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইট িি.িফঢ়ব.মড়া.নফ এ পাওয়া যাবে। 
পরীক্ষার্থীগণকে প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানেটি ব্যাগ, পার্স, ইলেকট্রনিক্স ঘড়ি বা যে কোন ইলেকট্রনিক্স ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখতে পারবে না। যদি কোন পরীক্ষার্থী উল্লেখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে। 
অন্যান্য জেলাসমূহের পরীক্ষা পর্যায়ক্রমে পরবর্তীতে অনুষ্ঠিত হবে। এ জেলাসমূহের পরীক্ষার তারিখ, সময় ও যাবতীয় তথ্য পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। 
#

রবীন্দ্রনাথ/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১২৩০ ঘন্টা

তথ্যবিবরণী                                                                                                                                                                                            নম্বর : ১৮২৩  জাতিসংঘ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 
    “জাতিসংঘ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে আমি বিশ্বের সকল নির্যাতিত মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষের অবিসংবাদিত নেতা। তিনি ছিলেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত। এর স্বীকৃতি স্বরূপ বিশ্ব শান্তি পরিষদ ১৯৭৩ সালে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে।
    বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে সকল সময়ে নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিয়েছে। বাংলাদেশের জনগণের পক্ষে আমি ২০১১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র বিকাশে ‘জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন মডেল’ উপস্থাপন করেছি। যা জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১২ সালের ডিসেম্বর মাসে সর্বসম্মতিক্রমে পাশ করেছে।
    ২০০১ সালের নির্বাচনের আগে ও পরে বিএনপি-জামাত জোট দেশব্যাপী মানুষের উপর বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে ভয়াবহ নির্যাতন-নিপীড়ন করেছিল তা দেশের জনগণ ভোলেনি। তখন তারা ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা, শাহ এ এম এস কিবরিয়া হত্যা, আহসান উল্লাহ মাস্টার হত্যা, ব্রিটিশ হাইকমিশনারের ওপর বোমা হামলা এবং দেশব্যাপী ৫শ স্থানে সিরিজ বোমা হামলা তারই উদাহরণ। এ সময় জোট সরকারের আশ্রয়-প্রশ্রয়ে বাংলা ভাইয়েরা দেশজুড়ে ভীতির সঞ্চার করেছিল। বিএনপি-জামাতের ৫ বছরের শাসনামলে ১৮ জন সাংবাদিক সন্ত্রাসীদের হাতে প্রাণ হারায়। অসংখ্য সাংবাদিক পঙ্গুত্ব বরণ করে। অপারেশন ক্লিন হার্টের নামে তারা অগণিত মানুষকে নির্যাতন করেছে। জোটের ৫ বছর এবং পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের ২ বছরের শাসনামলে অসংখ্য রাজনীতিবিদ, প্রগতিশীল শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী তাদের নির্মম নির্যাতনের শিকার হয়েছে।
    বিএনপি-জামাত জোট একই কায়দায় ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে দেশব্যাপী নৈরাজ্য চালায়। দেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর তারা অমানুষিক নির্যাতন করে। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে। অফিস, শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়। গত ৫ জানুয়ারি থেকে টানা ৯৩ দিন বিএনপি হরতাল অবরোধের নামে দেশের নিরীহ শান্তিপ্রিয় মানুষকে আবার আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে। অসংখ্য যানবাহন আগুনে পুড়িয়ে ধ্বংস করে।
    জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সরকার পরিচালনা করছে। আমরা নির্যাতন, নিপীড়ন, সন্ত্রাস নির্মূল করতে আইনের শাসনকে সমুন্নত রেখেছি। নতুন নতুন আইন প্রণয়ন করেছি। আইনের প্রয়োগ জোরদার করেছি। আমাদের সরকার দেশে শান্তিরক্ষা ও নির্যাতন প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ। 
    আমি জাতিসংঘ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসের প্রাক্কালে সকল ধরনের নির্যাতন বন্ধে বিশ্ববাসীকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানাই।
   জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
    বাংলাদেশ চিরজীবী  হোক।”
#

নুরএলাহি/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১১০০ ঘন্টা

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                           নম্বর : ১৮২১ 

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 
“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার সভ্যতার জন্য বড় অন্তরায়। নিত্য নতুন মাদকের আবির্ভাব এবং এর বহুমাত্রিক ব্যবহারে মাদক সমস্যা আরো জটিলতর হচ্ছে। বলাবাহুল্য দেশের সম্ভাবনাময় তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে বিপথগামী হচ্ছে। ফলে বাধাগ্রস্ত হচ্ছে কাক্সিক্ষত পারিবারিক শান্তি, সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। 
বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও মাদকের অপব্যবহার থেকে মুক্ত নয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে মুক্ত করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি মাদকের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা বর্তমানে সময়ের দাবি। এ আন্দোলনে পিতা-মাতা, শিক্ষক-শিক্ষিকা, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড় ও ক্রীড়াব্যক্তিত্বসহ সমাজের সকল শ্রেণি ও পেশার বিবেকবান নাগরিককে অবদান রাখার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। 
আমি বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি মাদকমুক্ত সুস্থ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।
আমি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করি।     

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#

হাসান/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৫/১১০০ ঘণ্টা    

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                        নম্বর : ১৮২২

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ২৬ জুন ২০১৫ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।
    মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা। মাদকের চোরাচালান ও অপব্যবহারের ফলে জনস্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়। আমাদের সরকার মাদকের করাল গ্রাস থেকে দেশও জাতিকে রক্ষা করতে এ সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করেছে। মাদকবিরোধী প্রচার-প্রচারণাকে বিশেষ গুরুত্ব দিয়েছে।  
    মাদকাসক্তির প্রধান শিকার তরুণ ও যুব সমাজ। নেশার কবলে পড়ে লক্ষ লক্ষ তরুণ কর্মশক্তি, মেধা ও সৃজনশীলতা হারিয়ে ফেলে, যা যে কোন দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। সুস্থ ও সুন্দর পারিবারিক পরিবেশ, মা-বাবা, আত্মীয় স্বজনের দায়িত্বশীল আচরণ, যতœ, সহানুভূতি এবং ধর্মীয় অনুশাসন মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে পারে। 
    বাংলাদেশসহ বিশ্বব্যাপী মাদকের অবাধ বিস্তার রোধে মাদকবিরোধী আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি মাদক নিরোধ-শিক্ষা ও সচেতনতা সৃষ্টি এবং ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলা একান্ত প্রয়োজন।
    আমি মাদক সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, শিক্ষক, মসজিদের ইমাম, পিতা-মাতা, অভিভাবকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাই।
    আমি এ দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।   
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
নুরএলাহি/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৫/১১০০ ঘণ্টা        
 

 

Todays handout (10).doc