তথ্যবিবরণী নম্বর : ৩৫৫৮
শিশুরা আগামী দিনের কা-ারি
-- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
কেশবপুর (যশোর), ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :
শিশুরা আগামী দিনের কা-ারি। দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালনায় দক্ষ করে শিশুদের গড়ে তুলতে হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে মজিদপুর ইউনিয়নের শিক্ষার্থীদের টিফিন বক্স প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
অনুষ্ঠানে মজিদপুর ইউনিয়নের ৩য় থেকে ৫ম শ্রেণির ১৩৬৮ জন শিক্ষার্থীকে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে টিফিন বক্স বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আগত মায়েদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শিশুরা ক্ষুধার্ত থাকলে পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। তিনি শিক্ষার্থীদের স্কুলে আসার সময় টিফিন বক্সে কিছু খাবার দেবার জন্য মায়েদের পরামর্শ দেন।
পরে, ইসমাত আরা সাদেক একই উপজেলার চিংড়া ইউনিয়নের ১ হাজার ৫২২ জন শিক্ষার্থীকে টিফিন বক্স প্রদান করেন।
#
মাসুম/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৯৪৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৫৭
কারিগরি শিক্ষাই হবে দেশের উন্নয়নের অন্যতম হাতিয়ার
-- শিক্ষামন্ত্রী
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অচিরেই কারিগরি শিক্ষা হবে দেশের উন্নয়নের অন্যতম হাতিয়ার। কারিগরি শিক্ষা ছাড়া পৃথিবীতে কোন জাতি উন্নতি করতে পারেনি। বিশাল জনসংখ্যার এ দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে প্রযুক্তি দক্ষতা অর্জন করতেই হবে।
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত দেশের কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবিত দেশসেরা বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে অনুষ্ঠিত ‘স্কিলস কম্পিটিশন ২০১৭’এর চূড়ান্তপর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, পৃথিবীতে যে জাতি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় যত বেশি উন্নত, অর্থনৈতিকভাবেও সে জাতি তত বেশি এগিয়ে। তাই বর্তমান সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে অধিক গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কারিগরি শিক্ষার পাশাপাশি পুরো শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও ডিজিটাইজেশনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, সরকার এরই মধ্যে কারিগরি শিক্ষায় ১৪ শতাংশের অধিক ভর্তি হার নিশ্চিত করেছে। সরকার এ হার ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ ও ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ করার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। চূড়ান্ত লক্ষ্য এ হার ৬০ শতাংশে উন্নীত করা । এ লক্ষ্য বাস্তবায়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে সরকার।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেসন্স অফিসার ড. মোঃ মোখলেছুর রহমান এবং স্টেপ প্রকল্প পরিচালক এ বিএম আজাদ উপস্থিত ছিলেন।
এর আগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র থেকে শুরু হয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে এসে শেষ হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ র্যালির উদ্বোধন করেন।
#
আফরাজুর/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৫৩
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :
দশম জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম মুলতুবি বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ্ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সিমিন হোসেন রিমি অংশগ্রহণ করেন।
বৈঠকে তৃণমূল পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, জাতির পিতার রাজনৈতিক জীবন ও কর্মের ওপর নির্মিত তথ্যচিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের সুপারিশ করা হয়। কমিটি নতুন প্রজন্মের কাছে দেশের ৬৪টি জেলার ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে তথ্যচিত্র নির্মাণ ও তার ব্যাপক প্রচারের সুপারিশ করে।
বৈঠকে গণযোগাযোগ অধিদপ্তরের কার্যক্রমের একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। ভারপ্রাপ্ত তথ্য সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
কামাল/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮২৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৫২
মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :
দশম জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠক কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি, বেগম নাসরিন জাহান রতœা, বেগম ফজিলাতুন নেসা, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম এবং বেগম রিফাত আমিন অংশগ্রহণ করেন।
বৈঠকে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অগ্রগতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন স্বাস্থ্যসেবা কেন্দ্র, ক্লিনিক, হাসপাতাল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কমিটি ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক মেমোরি অভ্ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর সুপারিশ করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হালিম/সেলিম/শেফায়েত/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৫২
মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :
দশম জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠক কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি, বেগম নাসরিন জাহান রতœা, বেগম ফজিলাতুন নেসা, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম এবং বেগম রিফাত আমিন অংশগ্রহণ করেন।
বৈঠকে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অগ্রগতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন স্বাস্থ্যসেবা কেন্দ্র, ক্লিনিক, হাসপাতাল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কমিটি ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক মেমোরি অভ্ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর সুপারিশ করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হালিম/সেলিম/শেফায়েত/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৫২
মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :
দশম জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠক কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি, বেগম নাসরিন জাহান রতœা, বেগম ফজিলাতুন নেসা, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম এবং বেগম রিফাত আমিন অংশগ্রহণ করেন।
বৈঠকে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অগ্রগতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন স্বাস্থ্যসেবা কেন্দ্র, ক্লিনিক, হাসপাতাল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কমিটি ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক মেমোরি অভ্ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর সুপারিশ করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হালিম/সেলিম/শেফায়েত/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৫২
মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :
দশম জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠক কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি, বেগম নাসরিন জাহান রতœা, বেগম ফজিলাতুন নেসা, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম এবং বেগম রিফাত আমিন অংশগ্রহণ করেন।
বৈঠকে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অগ্রগতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন স্বাস্থ্যসেবা কেন্দ্র, ক্লিনিক, হাসপাতাল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কমিটি ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক মেমোরি অভ্ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর সুপারিশ করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হালিম/সেলিম/শেফায়েত/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৫১
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে স্পিকারের অভিনন্দন
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল প্রতিযোগিতায় ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অভিনন্দন জানিয়েছেন।
আজ এক অভিনন্দনবার্তায় স্পিকার বলেন, শক্তিশালী ভারত অনূর্ধ্ব ফুটবল দলের বিপক্ষে ফাইনালে জয় বাংলাদেশের জন্য অনন্য প্রাপ্তি। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দলের সকল খেলোয়াড়, ম্যানেজার, কোচ ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানান।
#
তারিক/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৫০
সাফ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :
আজ ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
এক অভিনন্দনবার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও যেকোন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো খেলা উপহার দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হবে।
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে ক্রীড়া উপমন্ত্রীর অভিনন্দন
প্রথক এক অভিনন্দনবার্তায় সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
#
শফিকুল/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭২৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৪৮
লতিফুর রহমান খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. লতিফুর রহমান খানের মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ গভীর শোকপ্রকাশ করেছেন।
অ্যাডভোকেট লতিফুর রহমান আজ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ..... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, মরহুম লতিফুর রহমান খান আইনজীবী হিসেবে সবসময় আইনের শাসন প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন। এছাড়া, বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রামেও তিনি প্রশংসনীয় অবদান রেখেছেন।
রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
#
ইমরানুল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৫২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৪৪
শুভ বড়দিনে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শুভ ‘বড়দিন' উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
"শুভ ‘বড়দিন’ উপলক্ষে আমি দেশের খ্রিষ্ট ধর্মাবলম্বীসহ বিশ্ববাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এ পৃথিবীতে মহামতি যিশুখ্রিষ্টের আবির্ভাব ছিল এক অবিস্মরণীয় ঘটনা। তিনি ছিলেন মানবজাতির মুক্তির দূত, আলোর দিশারি। পৃথিবীকে শান্তির আবাসভূমিতে পরিণত করতে বহু ত্যাগের বিনিময়ে সৃষ্টিকর্তার মহিমা ও খ্রিষ্টধর্মের সুমহান বাণী প্রচার করেন। তিনি পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানান। যিশুখ্রিষ্টের মতে মানুষের পরিত্রাণের উপায় হলো জগতের মাঝে ভালোবাসা, সেবা, ক্ষমা, মমত্ববোধ, সহানুভূতি ও ন্যায় প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ অবস্থান। পূর্ণ অন্তর, মন ও শক্তি দিয়ে তিনি ঈশ্বর ও সকল মানুষকে ভালোবাসতে শিক্ষা দিয়েছেন। জাগতিক সুখের পরিবর্তে যিশুখ্রিষ্ট ত্যাগ, সংযম ও দানের মাধ্যমে পরমার্থিক সুখ অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন। জাতিতে জাতিতে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ সমস্যাসংকুল বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যিশুখ্রিষ্টের শিক্ষা ও আদর্শ খুবই প্রাসঙ্গিক বলে আমি মনে করি।
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। আবহমানকাল ধরে এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরো সুদৃঢ় করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। আমি একটি সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।
শুভ ‘বড় দিন’ খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলের জন্য আনন্দ ও কল্যাণ বয়ে আনুক-এ কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।"
#
হাসান/অনসূয়া/শহিদ/জসীম/আসমা/২০১৭/১০৫৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৪৫
শুভ বড়দিনে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ ‘বড়দিন' উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
"খ্রিষ্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব 'বড়দিন' উপলক্ষে আমি এ সম্প্রদায়ের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এ দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেন।তাঁর আদর্শ ছিল ন্যায়, শান্তি এবং সত্য প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত সমাজব্যবস্থা প্রবর্তন করা।বিপন্ন ও অনাহারক্লিষ্ট মানুষের জন্য মহামতি যিশু নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর ন্যায়, জীবনাচরণ ও দৃঢ় চারিত্রিক গুণাবলির জন্য মানব ইতিহাসে তিনি অমর হয়ে আছেন।আজকের সমাজব্যবস্থায় তাঁর শিক্ষা ও আদর্শগুলোকে অনুসরণ করা প্রয়োজন বলে আমি মনে করি।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এখানে জাতিধর্মবর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ একত্রে বসবাস করে আসছে। বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার এবং সমমর্যাদা রয়েছে। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজস্ব ধর্মপালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। ঐতিহ্যগতভাবে সকল ধর্মের উৎসব-পার্বণ আমরা গর্বের সঙ্গে একত্রে পালন করি।
এ পুণ্যদিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়সহ জাতি, ধর্ম নির্বিশেষে সকলকে আমি ঔদার্য এবং মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণ ও উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই।
আমি আশা করি, বড়দিন দেশের খ্রিষ্টান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যকার বিরাজমান স