Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ ডিসেম্বর ২০১৭

তথ্যবিবরণী- ২৪/১২/২০১৭

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫৫৮
শিশুরা আগামী দিনের কা-ারি
       -- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
কেশবপুর (যশোর), ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :  
শিশুরা আগামী দিনের কা-ারি। দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালনায় দক্ষ করে শিশুদের গড়ে তুলতে হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে মজিদপুর ইউনিয়নের শিক্ষার্থীদের টিফিন বক্স প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
অনুষ্ঠানে মজিদপুর ইউনিয়নের ৩য় থেকে ৫ম শ্রেণির ১৩৬৮ জন শিক্ষার্থীকে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে টিফিন বক্স বিতরণ করা হয়। 
অনুষ্ঠানে আগত মায়েদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শিশুরা ক্ষুধার্ত থাকলে পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। তিনি শিক্ষার্থীদের স্কুলে আসার সময় টিফিন বক্সে কিছু খাবার দেবার জন্য মায়েদের পরামর্শ দেন।
পরে, ইসমাত আরা সাদেক একই উপজেলার চিংড়া ইউনিয়নের ১ হাজার ৫২২ জন শিক্ষার্থীকে টিফিন বক্স প্রদান করেন।
#
মাসুম/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৯৪৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫৫৭
কারিগরি শিক্ষাই হবে দেশের উন্নয়নের অন্যতম হাতিয়ার
                                                -- শিক্ষামন্ত্রী
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :  
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অচিরেই কারিগরি শিক্ষা হবে দেশের উন্নয়নের অন্যতম হাতিয়ার। কারিগরি শিক্ষা ছাড়া পৃথিবীতে কোন জাতি উন্নতি করতে পারেনি। বিশাল জনসংখ্যার এ দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে প্রযুক্তি দক্ষতা অর্জন করতেই হবে।
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত দেশের কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবিত দেশসেরা বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে অনুষ্ঠিত ‘স্কিলস কম্পিটিশন ২০১৭’এর চূড়ান্তপর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। 
মন্ত্রী বলেন, পৃথিবীতে যে জাতি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় যত বেশি উন্নত, অর্থনৈতিকভাবেও সে জাতি তত বেশি এগিয়ে। তাই বর্তমান সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে অধিক গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কারিগরি শিক্ষার পাশাপাশি পুরো শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও ডিজিটাইজেশনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।  তিনি বলেন, সরকার এরই মধ্যে কারিগরি শিক্ষায় ১৪ শতাংশের অধিক ভর্তি হার নিশ্চিত করেছে। সরকার এ হার ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ ও ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ করার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। চূড়ান্ত লক্ষ্য এ হার ৬০ শতাংশে উন্নীত করা । এ লক্ষ্য বাস্তবায়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে সরকার। 
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস,  বিশ্বব্যাংকের সিনিয়র অপারেসন্স অফিসার ড. মোঃ মোখলেছুর রহমান এবং স্টেপ প্রকল্প পরিচালক এ বিএম আজাদ উপস্থিত ছিলেন। 
এর আগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র থেকে শুরু হয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে এসে শেষ হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ র‌্যালির উদ্বোধন করেন।
#

আফরাজুর/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৯৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫৫৬
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ১০ পৌষ (২৪ ডিসেম্বর) : 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে। 
 
আজ কুতুপালং-১ ক্যা¤েপ ২ শত ৮৫ জন পুরুষ, ২ শত ৬৫ জন নারী মিলে ৫ শত ৫০ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৭ শত ৭ জন পুরুষ, ৬ শত ৬৭ জন নারী মিলে ১ হাজার ৩ শত ৭৪ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৭ শত ১১ জন পুরুষ, ৮ শত ৯০ জন নারী মিলে ১ হাজার ৬ শত ১ জন, থাইংখালী-১ ক্যাম্পে ১ শত ৮৫ জন পুরুষ, ১ শত ৯৯ জন নারী মিলে ৩ শত ৮৪ জন, থাইংখালী-২ ক্যাম্পে ১ শত ৯২ জন পুরুষ, ২ শত ১০ জন নারী মিলে ৪ শত ২ জন, বালুখালী ক্যাম্পে ৩ শত ৪৪ জন পুরুষ, ৩ শত ৮০ জন নারী মিলে ৭ শত ২৪ জন, ঊনচিপ্রাং ক্যাম্পে ২ শত ৮১ জন পুরুষ, ৩ শত ২৫ জন নারী মিলে ৬ শত ৬ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ৫ হাজার ৬ শত ৪১ জনের জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। 
 
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৯ লাখ ৫ হাজার ৪ শত ৬৮ জনের নিবন্ধন করা হয়েছে। 
 
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন। 
 
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ৭২ হাজার ৭০ জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। ২৫ আগস্ট, ২০১৭ এর পূর্বে আগত মিয়ানমার নাগরিকের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৬০ জন।
 
#
সাইফুল/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৯১৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫৫৫
মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
 
উখিয়া (কক্সবাজার), ১০ পৌষ (২৪ ডিসেম্বর) : 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে। 
      উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ২২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৩৮ ট্রাকের মাধ্যমে ৮৫ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৮ হাজার ৫ শত প্যাকেট শুকনো খাবার, ৯ শত ৪৬ প্যাকেট শিশুখাদ্য, ১৬ হাজার ২ শত ৮০ পিস কাপড়চোপড়, ২৫ হাজার ৯ শত ৫০ পিস গৃহস্থালিসামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
#
সাইফুল/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৯১২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫৫৪
বিটিভির ৫৩ বছরপূর্তিতে স্পিকারের শুভেচ্ছা ও অভিনন্দন
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :  
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর ৫৩ বছরপূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্পিকার আজ এক অভিনন্দনবার্তায় বলেন, দেশের প্রথম বাংলা টিভি হিসেবে ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর যাত্রা শুরু করে বর্তমান বাংলাদেশ টেলিভিশন। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্মের পরের বছর থেকে সরকারি প্রতিষ্ঠান হিসেবে দেশ, মাটি ও মানুষের কথা বলার প্রত্যয়ে কাজ করছে বাংলাদেশ টেলিভিশন।
বিনোদনের পাশাপাশি সরকারি গণমাধ্যম হিসেবে শুরু থেকেই বাংলাদেশ টেলিভিশনের অন্যতম লক্ষ্য তথ্য সম্প্রচার, শিক্ষার বিস্তার এবং উন্নয়নের বার্তা তৃণমূলপর্যায়ে পৌঁছে দেওয়া। আর দীর্ঘ সময় ধরে বাংলাদেশ টেলিভিশন কাজটি সফলতার সাথে করে দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছে।
এসময় তিনি বিটিভির সকল কর্তকর্তা, কর্মচারী ও শিল্পী, কলাকুশলীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
#
 
তারিক/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮৫৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫৫৩
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :  
দশম জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম মুলতুবি বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ্ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সিমিন হোসেন রিমি অংশগ্রহণ করেন।
             বৈঠকে তৃণমূল পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, জাতির পিতার রাজনৈতিক জীবন ও কর্মের ওপর নির্মিত তথ্যচিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের সুপারিশ করা হয়। কমিটি নতুন প্রজন্মের কাছে দেশের ৬৪টি জেলার ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে তথ্যচিত্র নির্মাণ ও তার ব্যাপক প্রচারের সুপারিশ করে।
বৈঠকে গণযোগাযোগ অধিদপ্তরের কার্যক্রমের একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। ভারপ্রাপ্ত তথ্য সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
কামাল/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮২৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫৫২

মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :  
দশম জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠক কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি, বেগম নাসরিন জাহান রতœা, বেগম ফজিলাতুন নেসা, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম এবং বেগম রিফাত আমিন অংশগ্রহণ করেন।
বৈঠকে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অগ্রগতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন স্বাস্থ্যসেবা কেন্দ্র, ক্লিনিক, হাসপাতাল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কমিটি ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক মেমোরি অভ্ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর সুপারিশ করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#

হালিম/সেলিম/শেফায়েত/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫৫২

মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :  
দশম জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠক কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি, বেগম নাসরিন জাহান রতœা, বেগম ফজিলাতুন নেসা, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম এবং বেগম রিফাত আমিন অংশগ্রহণ করেন।
বৈঠকে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অগ্রগতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন স্বাস্থ্যসেবা কেন্দ্র, ক্লিনিক, হাসপাতাল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কমিটি ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক মেমোরি অভ্ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর সুপারিশ করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#

হালিম/সেলিম/শেফায়েত/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫৫২

মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :  
দশম জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠক কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি, বেগম নাসরিন জাহান রতœা, বেগম ফজিলাতুন নেসা, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম এবং বেগম রিফাত আমিন অংশগ্রহণ করেন।
বৈঠকে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অগ্রগতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন স্বাস্থ্যসেবা কেন্দ্র, ক্লিনিক, হাসপাতাল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কমিটি ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক মেমোরি অভ্ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর সুপারিশ করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#

হালিম/সেলিম/শেফায়েত/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫৫২

মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :  
দশম জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠক কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি, বেগম নাসরিন জাহান রতœা, বেগম ফজিলাতুন নেসা, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম এবং বেগম রিফাত আমিন অংশগ্রহণ করেন।
বৈঠকে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অগ্রগতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন স্বাস্থ্যসেবা কেন্দ্র, ক্লিনিক, হাসপাতাল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কমিটি ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক মেমোরি অভ্ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর সুপারিশ করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#

হালিম/সেলিম/শেফায়েত/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫৫১

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে স্পিকারের অভিনন্দন
 
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :  
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল প্রতিযোগিতায় ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অভিনন্দন জানিয়েছেন।
আজ এক অভিনন্দনবার্তায় স্পিকার বলেন, শক্তিশালী ভারত অনূর্ধ্ব ফুটবল দলের বিপক্ষে ফাইনালে জয় বাংলাদেশের জন্য অনন্য প্রাপ্তি। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দলের সকল খেলোয়াড়, ম্যানেজার, কোচ ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানান। 
#

তারিক/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫৫০

সাফ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
 
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :  
আজ ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
এক অভিনন্দনবার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও যেকোন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো খেলা উপহার দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হবে।

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে ক্রীড়া উপমন্ত্রীর অভিনন্দন

প্রথক এক অভিনন্দনবার্তায় সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে  হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
#

শফিকুল/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭২৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫৪৯
 
পরিদর্শন কার্যক্রম জোরদার করতে হবে
                                -শিক্ষামন্ত্রী
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :  
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম আরো জোরদার করতে হবে। পিয়ার (চঊঊজ) পরিদর্শন নিরীক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করেছে উল্লেখ করে তিনি বলেন, সঠিকভাবে ও সময়মত পরিদর্শন ও নিরীক্ষা নাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা থাকে না। শিক্ষার মান উন্নয়নেও পরিদর্শন ও নিরীক্ষা একটি গুরুত্বপূর্ণ উপাদান। 
 
মন্ত্রী আজ ঢাকায় শিক্ষাভবনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সম্মেলনকক্ষে অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ল্যাপটপ ও প্রশিক্ষণ সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
 
নাহিদ বলেন, পরিদর্শন ও নিরীক্ষা সঠিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা এবং মানোন্নয়নের জন্য তাগিদ সৃষ্টি করে। দক্ষ প্রধান শিক্ষক বা অধ্যক্ষদের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের পিয়ার পরিদর্শন ও  নিরীক্ষা কার্যক্রম গতিশীলতা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতির পুনরুল্লেখ করে তিনি বলেন, ডিআইএ’র কর্মকর্তাদের কোন দুর্নীতি সহ্য করা হবে না। 
শিক্ষামন্ত্রী বলেন, প্রশিক্ষণে অর্জিত দক্ষতা কাজে লাগাতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অর্পিত দায়িত্ব আরো দক্ষতার সাথে সম্পন্ন করার জন্য তিনি ডিআইএ’র কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। 
 
ডিআইএ’র পরিচালক প্রফেসর আহমদ সাজ্জাদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব আহমেদ শামীম আল-রাজী এবং ডিআইএ’র যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকার বক্তৃতা করেন।
 
মন্ত্রী ২৭ জন কর্মকর্তার মাঝে ল্যাপটপ এবং পরিদর্শন ও নিরীক্ষা এবং ই-ফাইলিং শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের সনদও বিতরণ করেন। 
#
 
আফরাজুর/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৭/১৫৪৭ ঘণ্টা  
 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর :  ৩৫৪৮

লতিফুর রহমান খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :

 কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক  সভাপতি অ্যাডভোকেট মো. লতিফুর রহমান খানের মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ  গভীর শোকপ্রকাশ করেছেন।

অ্যাডভোকেট লতিফুর রহমান আজ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ..... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, মরহুম লতিফুর রহমান খান আইনজীবী হিসেবে সবসময় আইনের শাসন প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন। এছাড়া, বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রামেও তিনি প্রশংসনীয় অবদান রেখেছেন।   

রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের  প্রতি সমবেদনা জানান।

#

ইমরানুল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৫২৫ ঘণ্টা 

                                                                                                                                       

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩৫৪৭
 
লতিফুর রহমান খানের মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রীর শোক
 
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :  
 
 
কিশোরগঞ্জ জেলার মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক ও আইনজীবী নেতা অ্যাডভোকেট লতিফুর রহমান খানের মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গভীর শোকপ্রকাশ করেছেন।
 
অ্যাডভোকেট লতিফুর রহমান খান গতরাতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি........রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
 
প্রগতিশীল এই নেতার মৃত্যুতে মন্ত্রী মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
 
#
 
মমিনুল/অনসূয়া/শহিদ/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৫০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩৫৪৬
 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক 
 
ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) : 
 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠক কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোছা. মাহাবুব আরা বেগম গিনি, বেগম নাসরিন জাহান রতœা, বেগম ফজিলাতুন নেসা, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম এবং বেগম রিফাত আমিন বৈঠকে অংশগ্রহণ করেন।
 
নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অগ্রগতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন স্বাস্থ্যসেবা কেন্দ্র/ক্লিনিক/হাসপাতাল সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
 
কমিটি ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক মেমোরি অভ্ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর সুপারিশ করে।
 
বৈঠকে ভিজিডি কর্মসূচির উপকারভোগীদের সফটওয়ার তৈরির কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করতঃ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ডাটাবেজ করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। কমিটি শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিষয়ে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সুপারিশ করে।
 
এছাড়া বৈঠকে নারী আইসিটি ফ্রি-লান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি যথাযথভাবে ও যথাসময়ে দক্ষতার সাথে বাস্তবায়ন এবং বিভাগীয় পর্যায়ে আরো ৬টি জবস ফেয়ার আয়োজনেরও সুপারিশ করে। প্রত্যেক কলেজের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করার জন্য ‘বাল্যবিবাহ’ নিয়ে সপ্তাহে অন্তত এক ঘণ্টার একটি সেশন নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাগিদ দেয়া হয়।
 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#
হালিম/অনসূয়া/শহিদ/রফিকুল/আসমা/২০১৭/১৫৩৬ ঘণ্টা  
 

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৩৫৪৪

শুভ বড়দিনে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শুভ ‘বড়দিন' উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 

"শুভ ‘বড়দিন’ উপলক্ষে আমি দেশের খ্রিষ্ট ধর্মাবলম্বীসহ বিশ্ববাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এ পৃথিবীতে মহামতি যিশুখ্রিষ্টের আবির্ভাব ছিল এক অবিস্মরণীয় ঘটনা। তিনি ছিলেন মানবজাতির মুক্তির দূত, আলোর দিশারি। পৃথিবীকে শান্তির আবাসভূমিতে পরিণত করতে বহু ত্যাগের বিনিময়ে সৃষ্টিকর্তার মহিমা ও খ্রিষ্টধর্মের সুমহান বাণী প্রচার করেন। তিনি পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানান। যিশুখ্রিষ্টের মতে মানুষের পরিত্রাণের উপায় হলো জগতের মাঝে ভালোবাসা, সেবা, ক্ষমা, মমত্ববোধ, সহানুভূতি ও ন্যায় প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ অবস্থান। পূর্ণ অন্তর, মন ও শক্তি দিয়ে তিনি ঈশ্বর ও সকল মানুষকে ভালোবাসতে শিক্ষা দিয়েছেন। জাগতিক সুখের পরিবর্তে যিশুখ্রিষ্ট ত্যাগ, সংযম ও দানের মাধ্যমে পরমার্থিক সুখ অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন। জাতিতে জাতিতে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ সমস্যাসংকুল বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যিশুখ্রিষ্টের শিক্ষা ও আদর্শ খুবই প্রাসঙ্গিক বলে আমি মনে করি।

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। আবহমানকাল ধরে এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরো সুদৃঢ় করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। আমি একটি সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।

শুভ ‘বড় দিন’ খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলের জন্য আনন্দ ও কল্যাণ বয়ে আনুক-এ কামনা করি।

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।"

#

হাসান/অনসূয়া/শহিদ/জসীম/আসমা/২০১৭/১০৫৩ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৩৫৪৫

শুভ বড়দিনে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ১০ পৌষ (২৪ ডিসেম্বর) :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ ‘বড়দিন' উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 

"খ্রিষ্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব 'বড়দিন' উপলক্ষে আমি এ সম্প্রদায়ের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এ দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেন।তাঁর আদর্শ ছিল ন্যায়, শান্তি এবং সত্য প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত সমাজব্যবস্থা প্রবর্তন করা।বিপন্ন ও অনাহারক্লিষ্ট মানুষের জন্য মহামতি যিশু নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর ন্যায়, জীবনাচরণ ও দৃঢ় চারিত্রিক গুণাবলির জন্য মানব ইতিহাসে তিনি অমর হয়ে আছেন।আজকের সমাজব্যবস্থায় তাঁর শিক্ষা ও আদর্শগুলোকে অনুসরণ করা প্রয়োজন বলে আমি মনে করি।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এখানে জাতিধর্মবর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ একত্রে বসবাস করে আসছে। বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার এবং সমমর্যাদা রয়েছে। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজস্ব ধর্মপালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। ঐতিহ্যগতভাবে সকল ধর্মের উৎসব-পার্বণ আমরা গর্বের সঙ্গে একত্রে পালন করি।

এ পুণ্যদিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়সহ জাতি, ধর্ম নির্বিশেষে সকলকে আমি ঔদার্য এবং মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণ ও উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই।

আমি আশা করি, বড়দিন দেশের খ্রিষ্টান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যকার বিরাজমান স

Todays handout (8).docx Todays handout (8).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon