তথ্যবিবরণী নম্বর : ৫৭৯
মুম্বাইয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন
মুম্বাই, ৯ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি) :
বাংলাদেশ উপহাইকমিশন মুম্বাইয়ে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে তাজ প্রেসিডেন্ট হোটেলে অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।
অনুষ্ঠানের শুরুতেই ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি ভিডিওচিত্র আকারে উপস্থিত দর্শকম-লির জন্য প্রদর্শিত হয়। এরপর আলোচকগণের অংশগ্রহণের মাধ্যমে আলোচনাপর্ব শুরু হয়। আলোচকগণ প্রত্যেকেই নিজ নিজ মাতৃভাষার সংরক্ষণ এবং প্রচারের প্রতি বিশেষ গুরুত্বআরোপ করেন। মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মোঃ লুৎফর রহমান তাঁর বক্তব্যে বাংলাদেশের শহিদ দিবসের মর্মস্পর্শী ও গৌরবোজ্জল ইতিহাস তুলে ধরেন। এ সময় তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে অমর একুশের স্বীকৃতির পটভূিম ব্যাখ্যা করেন।
আলোচনা পর্ব শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জাপান ও ভিয়েতনামের কনসাল জেনারেল, কলাম্বিয়ার অনারারী কনসাল জেনারেলের সহধর্মিণী এবং বাংলাদেশি প্রবাসী নাগরিক নুসরাত পাই স্ব স্ব মাতৃভাষায় কবিতা আবৃত্তি করেন। এরপর ‘আনাম প্রেম’ শিল্পগোষ্ঠীর সদস্যবৃন্দ তাঁদের পরিবেশনায় বাংলা ভাষায় কবিতা পাঠ, সিন্ধী ও আগরি ভাষায় প্রাচীন সংগীত পরিবেশন এবং কলি (জেলে) সম্প্রদায়ের জীবনবৃত্ত, সংস্কৃতি, ঐতিহ্য এবং উৎসবকে নৃত্য ও গীতের মাধ্যমে উপস্থাপন করেন। শিল্পীরা তাঁর বিভিন্ন পরিবেশনার মাধ্যমে মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহারাষ্ট্র সরকারের প্রটোকল প্রধান শ্রী রাজাগোপাল দেভারা। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন-মুম্বাই বিশ^বিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. অবিনাশ পা-ে, সোমাইয়া বিদ্যাবিহার ইনস্টিটিউটের অধ্যাপক ড. কনকলতা তিওয়ারি এবং একই ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ড. সত্যেন্দ্র কুমার উপাধ্যায়, কনসাল জেনারেল, কূটনৈতিক, স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষাবিদ, প্রবাসী বাংলাদেশি এবং উপহাইকমিশনের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
#
নাফিসা/নাইচ/রফিকুল/জয়নুল/২০১৮/২১১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৭৬
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে শহিদ দিবস
ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন
নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র), ৯ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি) :
আজ যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়।
মিশনের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে ২০ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহর পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠান শুরু হয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এতে স্বাগত বক্তব্য দেন। এরপর বঙ্গবন্ধু অডিটোরিয়ামে স্থাপিত অস্থায়ী শহিদ মিনারের সামনে দাঁড়িয়ে ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সফররত বাংলাদেশের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, মুন্নুজান সুফিয়ান, ইসরাফিল আলম, ফখরুল ইমাম, আনোয়ারুল আবেদীন খান, জেবুন্নেছা আফরোজ ও রোখসানা ইয়াসমিন ছুটি।
যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মিশনস্থ অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। “আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” গানের সাথে সাথে রাত ১২টা ১ মিনিটে মিশনে স্থাপিত শহিদ মিনারে সংসদ সদস্যগণ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের নেতৃত্বে মিশনের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং উপস্থিত প্রবাসী বাঙালিগণ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মাসুদ বিন মোমেন মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরে বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই জাতির পিতার অবিসংবাদিত নেতৃত্বে বাঙালি জাতি উপনীত হয় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে। বাংলাদেশ পেল লাল সবুজের পতাকা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জাতির পিতা ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দেন। বিশ্বসভায় উচ্চকিত হয় বাংলা ভাষা।
প্রবাসী বাঙালিদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন, ‘আসুন, প্রবাসের সকল বাঙালি একুশের চেতনাতলে একতাবদ্ধ হই। বাংলাভাষার মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরি। পরিবার এবং সমাজে বাংলার শুদ্ধ চর্চা অব্যাহত রাখি। দেশ ও জাতির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করি।’
#
নাইচ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৭৩
চতুর্থ গ্লোবাল বিজনেস সামিট শুরু ২৩ ফেব্রুয়ারি
ঢাকা, ৯ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি) :
নয়াদিল্লীতে ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এশিয়ান টাইমস্ চতুর্থ গ্লোবাল বিজনেস সামিট-২০১৮। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করবেন। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি নয়াদিল্লীর হোটেল তাজ প্যালেসে এটি আয়োজন করা হয়েছে। টাইমস্ গ্রুপের আমন্ত্রণে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে অংশগ্রহণ করার কথা রয়েছে। মন্ত্রী আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
সম্মেলনে ভারতের অর্থমন্ত্রী অৎঁহ ঔধরঃষবু, রেলওয়ে ও কয়লাবিষয়ক মন্ত্রী চরুঁংয এড়ুধষ, ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অৎারহফ ঝঁনৎধসধহরধহ এবং ব্যাবসায়িক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বিশ্বের বিভিন্ন দেশের নীতি নির্ধারক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধি, ব্যাবসায়িক ও শিল্প উদ্যোক্তারা এ সম্মেলনে অংশ নেবেন।
.
সম্মেলনে ব্যাবসাবাণিজ্য ও শিল্পখাতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তার উপায় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি তারা নিজেদের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার, অংশীদারিত্ব বৃদ্ধি এবং শিল্পখাতে যৌথ বিনিয়োগের বিষয়ে মতবিনিময় করবেন।
#
জলিল/নাইচ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৭৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৭২
কেন্দ্রীয় শহিদ মিনারে স্পিকার
রাষ্ট্রভাষা বাংলার জন্য জীবন উৎসর্গ করেছিলো এক ঝাঁক তরুণ
ঢাকা, ৯ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
স্পিকার আজ শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে নীরবতা পালন করেন।
শারমীন চৌধুরী বলেন, ভাষার জন্য জীবন দান বিশ্বে বিরল। বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য এক ঝাঁক তরুণ যুবক বায়ান্নতে তাঁদের জীবনকে উৎসর্গ করেছিলেন। তাঁদের বুকের টগবগে তাজা রক্তে রাঙানো আমাদের বাংলা বর্ণমালা। ঐতিহাসিক এ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে, এটা বাঙালি জাতির জন্য গর্বের।
শুদ্ধ বাংলার চর্চা, বাংলা ভাষার ব্যবহার ও প্রসারে সচেষ্ট থেকে রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার অহংকারকে ধারণ করে সকলকে এগিয়ে যেতে তিনি উদাত্ত আহ্বান জানান।
#
তারিক/নাইচ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৪৫ঘণ্টা