তথ্যবিবরণী নম্বর : ১১৬৫
সরকার পার্বত্যবাসীর জীবনমান উন্নয়নে আন্তরিক
-- বীর বাহাদুর উশৈসিং
বান্দরবান, ২৮ চৈত্র (১১ এপ্রিল ) :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বর্তমান সরকার পার্বত্যবাসীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের বৈসাবি উৎসবে এখন দেশের সকল সম্প্রদায়ের মানুষ মিলিত হয়ে পালন করে বলেই বৈসাবি উৎসব সকল সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়েছে।
আজ বান্দরবানের চিম্বুক পাহাড়ের বাগান পাড়ায় ¤্রাে সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব 'চাংক্রান' উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, থোয়াইহ্লা মং মারমা, ফিলিপ ত্রিপুরা, সিং ইয়ং ম্রো, তিং তিং ম্যা মারমা ও ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনিস্টিউটের পরিচালক মংনুচিং মারমাসহ ¤্রাে সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আজ ¤্রােদের ঐতিহ্যবাহী বাঁশীনৃত্য, বাঁশখেলা, ও দড়িটানাটানিসহ বিভিন্ন ধরণের খেলাধুলার মাধ্যমে চাংক্রান উৎসব শুরু হয়।
আগামীকাল থেকে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব বিজু এবং শুক্রবার থেকে শুরু হবে মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব মাহা সাংগ্রাই পোয়ে উৎসব।
#
জুলফিকার/সেলিম/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৬৪
খাস জমির ওপর ভূমিহীনদের অধিকার রয়েছে
-- সমাজকল্যাণমন্ত্রী
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ২৮ চৈত্র (১১ এপ্রিল ) :
যারা খাস জমি ভূমিহীনদের না দিয়ে বিত্তশালীদের হাতে তুলে দেয়, তারা আইনের দৃষ্টিতে অপরাধী। খাস জমির ওপর ভূমিহীনদের আইনগত অধিকার রয়েছে। ভূমিহীনদের বঞ্চিত করলে কাউকেই ছাড় দেয়া হবে না বলেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
মন্ত্রী আজ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় জাতীয় কৃষক সমিতি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কৃষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতির গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক এম এ মতিন মোল্যা, দিনাজপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য তৌহিদুল ইসলাম।
#
মাইদুল/সেলিম/পারভেজ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৬৩
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল ) :
দশম জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭তম বৈঠক কমিটির সদস্য কামাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, শেখ আফিল উদ্দিন, মুহাঃ গোলাম মোস্তফা বিশ^াস, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু এবং শামছুন নাহার বেগম (এড্ভোকেট) বৈঠকে অংশগ্রহণ করেন।
উন্নত টেকসই মৎস্য সেক্টর নিশ্চিত কল্পে একোয়া প্রোডাক্টসমূহ বিদেশী জাতের মৎস্যবীজ, মৎস্যখাদ্য, ভিটামিন, এনজাইমের গ্রোথ প্রোডাক্ট আমদানি, সম্ভাবনা ও উন্নয়ন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় সাংগঠনিক কাঠামো সংস্কার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।
বিদেশী জাতের মৎস্যবীজ, মৎস্যখাদ্য, ভিটামিন, এনজাইম এবং গ্রোথ প্রোডাক্ট আমদানির বিষয়ে মৎস্য অধিদপ্তরের অনুমোদন প্রক্রিয়া সহজিকরণের সুপারিশ করা হয়। মৎস্য অধিদপ্তর সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে আমদানিনীতি আদেশসহ অন্যান্য বিধিমালা হালনাগাদ করার সুপারিশ করে কমিটি। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঔষধ পরীক্ষার সময়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি রাখার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
খামারিদের স্বল্পসুদে যে ঋণ প্রদান করা হয়, সে বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের সুপারিশ ব্যতীত কোন খামারিকে ঋণ প্রদান না করার বিষয়ে কমিটি সুপারিশ করে। প্রত্যন্ত অঞ্চলে প্রাণিসম্পদের সার্বিক উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে গবাদি পশুর রোগব্যাধি নিয়ন্ত্রণ করার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের জনবল নিয়োগের জন্য যে পদ সৃজন করা হয়েছে সে জনবলের প্রস্তাবটি অনুমোদনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যহত রাখার সুপারিশ করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
এমাদুল/সেলিম/ফারহানা/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৬২
শ্রমিক-মালিক প্রতিপক্ষ নয়, উন্নয়নের সুফল প্রতি শ্রমিকের ঘরে পৌঁছাতে হবে
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল ) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শ্রমিক এবং মালিক পরস্পরের প্রতিপক্ষ নয়। বৈষম্যমুক্ত সমৃদ্ধির বাংলাদেশ গড়তে প্রত্যেক শ্রমিকের ঘরে সরকারের উন্নয়ন কর্মকা-ের সুফল পৌঁছাতে হবে। আর এজন্য শ্রমিক, মালিক, সরকার ও বেসরকারি সংস্থা-এ চারপক্ষকে কাজ করতে হবে সমন্বিতভাবে।’
আজ রাজধানীতে সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক শ্রমসংস্থার সহায়তায় ‘ওয়ার্কার্স রিসোর্স সেন্টার’র ট্রাস্টি বোর্ডের আয়োজনে শ্রমিকদের প্রশিক্ষণ ও সেবা বেগবান করতে প্রতিষ্ঠিত প্রথম ‘ওয়ার্কার্স রিসোর্স সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, গ্রামের কৃষিশ্রমিক, পোশাকশিল্প শ্রমিক ও প্রবাসী শ্রমিকেরা দেশের অর্থনীতির তিন প্রধান স্তম্ভ¢; সে কারণে, এদের কল্যাণের অর্থ দেশের কল্যাণ। শিল্পক্ষেত্রে সুশাসনের জন্য শ্রমিক ও কারখানার স্বার্থে উভয়েই রক্ষা করার বিকল্প নেই উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘মনে রাখতে হবে, শ্রমিক এবং মালিক পরস্পরের প্রতিপক্ষ নয় এবং শ্রমিক ও কারখানা উভয়ের স্বার্থই ট্রেড ইউনিয়ন রক্ষা করে। উৎপাদন বৃদ্ধি করতে সকল শ্রমিককে ট্রেড ইউনিয়নের আওতায় আনা এবং শ্রমিক-মালিক সুস্থ সম্পর্ক একান্ত জরুরি।’
হাসানুল হক ইনু এসময় শ্রমিক কল্যাণে নারী শ্রমিকসহ সকল শ্রমিকের স্বাস্থ্যরক্ষা, সুস্থ কর্মপরিবেশ, কারখানার নিরাপত্তা এবং শ্রমিকদের ধারাবাহিক প্রশিক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতি আহ্বান জানান।
ওয়ার্কার্স রিসোর্স সেন্টার (ডব্লিউআরসি)’র ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আলহাজ শুক্কুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রম প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক (চুন্নু), বাংলাদেশে আন্তর্জাতিক শ্রমসংস্থার প্রতিনিধি কিশোর কুমার সিং, ডব্লিউআরসি’র ট্রাস্টিবোর্ডের সদস্য এডভোকেট দেলোয়ার হোসেন খান, ‘ইন্ড্রাস্টি-অল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব মোঃ তৌহিদুর রহমান, শ্রমিক শিক্ষা জাতীয় সমন্বয় পরিষদের সদস্য সচিব রাজেকুজ্জামান রতন প্রমুখ আলোচনায় অংশ নেন। ডব্লিউআরসি’র ওপর উপস্থাপনা পেশ করেন সেন্টারের ভাইস চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।
#
আকরাম/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৮৩০ ঘণ্টা
ঐধহফড়ঁঃ ঘঁসনবৎ : ১১৬১
ইধহমষধফবংয ধহফ টুনবশরংঃধহ ঃড় ঁংযবৎ রহ ধ হবি বৎধ ড়ভ নরষধঃবৎধষ ৎবষধঃরড়হং
উযধশধ, ১১ অঢ়ৎরষ ২০১৮:
ঝঃধঃব গরহরংঃবৎ ভড়ৎ ঋড়ৎবরমহ অভভধরৎং গফ. ঝযধযৎরধৎ অষধস যধফ ধহ ড়ভভরপরধষ সববঃরহম রিঃয ঃযব ঋড়ৎবরমহ গরহরংঃবৎ ড়ভ টুনবশরংঃধহ অনফঁষধুরু কধসরষড়া কযধভরুড়ারপয রহ ঞধংযশবহঃ, টুনবশরংঃধহ ঃড়ফধু. ডবষপড়সরহম ঃযব ঝঃধঃব গরহরংঃবৎ ঃড় টুনবশরংঃধহ ধভঃবৎ ১৮ ুবধৎং ড়ভ ষধংঃ নরষধঃবৎধষ ারংরঃ, যব যড়ঢ়বফ ঃযধঃ ঃযরং ারংরঃ ড়িঁষফ ৎবরহারমড়ৎধঃব ঃযব পঁৎৎবহঃ নরষধঃবৎধষ ৎবষধঃরড়হং ধহফ ভধপরষরঃধঃব ড়ঁৎ বভভড়ৎঃং রহঃড় হবি ধাবহঁবং ধহফ ংবপঃড়ৎং ভড়ৎ ঃযব সঁঃঁধষ নবহবভরঃ ড়ভ ঃযব ঃড়ি পড়ঁহঃৎরবং.
ঝঃধঃব গরহরংঃবৎ ঝযধযৎরধৎ অষধস সবহঃরড়হবফ ঃযধঃ ঃযব ৎবষধঃরড়হং নবঃবিবহ ঃযব ঃড়ি পড়ঁহঃৎরবং ংঃধৎঃবফ রিঃয ঃযব যরংঃড়ৎরপ ারংরঃ ড়ভ ঃযব ঋধঃযবৎ ড়ভ ঃযব ঘধঃরড়হ ইধহমধনধহফযঁ ঝযবরশয গঁলরনঁৎ জধযসধহ ঃড় ঞধংযশবহঃ রহ ১৯৭৩ ধহফ ভঁৎঃযবৎ ফবাবষড়ঢ়বফ ঃযৎড়ঁময ঃযব ুবধৎং. ঐড়বিাবৎ, নড়ঃয ড়ভ ঃযবস ড়ঢ়রহবফ ঃযধঃ ঃযবৎব বিৎব ধসঢ়ষব ড়ভ ংপড়ঢ়বং ঃড় বীঢ়ধহফ ঃযব পঁৎৎবহঃ ৎবষধঃরড়হং বহপড়সঢ়ধংংরহম সড়ৎব সঁঃঁধষষু নবহবভরপরধষ রংংঁবং. ঞযবু ফরংপঁংংবফ াধৎরড়ঁং ধমৎববসবহঃং, নড়ঃয ভঁঃঁৎব ধহফ ঁহফবৎ পড়হংরফবৎধঃরড়হ, যিরপয পড়ঁষফ নব পড়হপষঁফবফ নবঃবিবহ ঃযব ঃড়ি পড়ঁহঃৎরবং. ঝঃধঃব গরহরংঃবৎ নৎরবভবফ যরস ধনড়ঁঃ ঃযব ৎবপবহঃ ফবাবষড়ঢ়সবহঃ ধপযরবাবসবহঃং ধহফ ধপঃরারঃরবং ড়ভ ঃযব এড়াবৎহসবহঃ ঁহফবৎ ঃযব ফুহধসরপ ষবধফবৎংযরঢ় ড়ভ চৎরসব গরহরংঃবৎ ঝযবরশয ঐধংরহধ ধহফ ঃযব মৎধফঁধঃরড়হ ভৎড়স ঃযব খউঈ ংঃধঃঁং. ঐব ধষংড় নৎরবভবফ যরস ড়হ ঃযব ফবাবষড়ঢ়সবহঃ ধহফ ঃযব ধপঃরড়হং ঃধশবহ নু ইধহমষধফবংয ভড়ৎ ঃযব ভড়ৎপরনষু ফরংঢ়ষধপবফ জড়যরহমুধং ভৎড়স গুধহসধৎ ধহফ ঃযধহশবফ যরস ভড়ৎ ঃযব টুনবশ ংঁঢ়ঢ়ড়ৎঃ.
ঝযধযৎরধৎ অষধস ধষংড় ৎবয়ঁবংঃবফ ঃড় ৎবংঁসব ঃযব টুনবশ অরৎ ভষরমযঃ ঃড় উযধশধ, ভধপরষরঃধঃব রংংঁধহপব ড়ভ ারংধ ধহফ ড়ঢ়বহরহম ড়ভ ঃযব টুনবশ গরংংরড়হ রহ ইধহমষধফবংয. ঞযব টুনবশ ঋড়ৎবরমহ গরহরংঃবৎ ধংংঁৎবফ ঃড় পড়হংরফবৎ ঃযবংব রংংঁবং ধপঃরাবষু. টুনবশ ঋড়ৎবরমহ গরহরংঃবৎ ভঁৎঃযবৎ ঢ়ৎধরংবফ ঃযব ষবধফবৎংযরঢ় ৎড়ষব ড়ভ ইধহমষধফবংয রহ াধৎরড়ঁং রহঃবৎহধঃরড়হধষ ভড়ৎঁসং ধহফ ৎবয়ঁবংঃবফ ভড়ৎ ঃযব পড়হঃরহঁবফ ংঁঢ়ঢ়ড়ৎঃ ড়ভ ইধহমষধফবংয রহ াধৎরড়ঁং বভভড়ৎঃং ড়ভ টুনবশরংঃধহ রহপষঁফরহম ঃযব সঁষঃরষধঃবৎধষ রহরঃরধঃরাব ড়হ অভমযধহরংঃধহ ধহফ রঃং ভঁঃঁৎব. গফ. ঝযধযৎরধৎ অষধস ধংংঁৎবফ যরস ড়ভ ড়ঁৎ যবষঢ় ঃড় টুনবশরংঃধহ রহ ধষষ ৎবমরড়হধষ ধহফ মষড়নধষ ভড়ৎঁস. ঐব ধষংড় ৎবরঃবৎধঃবফ ঃযব রহারঃধঃরড়হ ঃড় ঢ়ধৎঃরপরঢ়ধঃব রহ ঃযব ভড়ৎঃযপড়সরহম ঙওঈ ঈঋগ ঃড় নব যবষফ রহ উযধশধ. টুনবশ ঋড়ৎবরমহ গরহরংঃবৎ ধষংড় যড়ংঃবফ ধহ ড়ভভরপরধষ ষঁহপয রহ যড়হড়ঁৎ ড়ভ গফ. ঝযধযৎরধৎ অষধস.
#
ঞড়যরফঁষ/ঝবষরস/ঋধৎযধহধ/ঝধহলরন/জবুধঁষ/২০১৮/১৮৪০ যড়ঁৎং
তথ্যবিবরণী নম্বর : ১১৬০
সকল জেলায় সমভাবে খাদ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে
-- ত্রাণমন্ত্রী
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। খাদ্যের অভাবের জন্য খাদ্য নিরাপত্তা বৈষম্য হচ্ছেনা বরং মানসিকতার সংকীর্ণতাই কারণ।
মন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে ‘খাদ্য নিরাপত্তায় লিঙ্গ বৈষম্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জাতীয় পরিচালক ফ্রেড উইটিভিনের সভাপতিত্বে সেমিনারে ত্রাণসচিব মোঃ শাহ্ কামাল, ইউএস এইড’র কর্মকর্তা পল মেজন, নবযাত্রা প্রকল্প’র চিফ অভ্ পার্টি রাকেশ কাটাল বক্তব্য রাখেন। সেমিনোরে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ডিপার্টমেন্ট অভ্্ ওমেন এন্ড জে-ার স্টাডিজ এর সহযোগী অধ্যাপক ড. সানজিদা আক্তার।
‘নবযাত্রা’ যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র অর্থায়নে পাঁচবছর মেয়াদি একটি প্রকল্প। এটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় খুলনা জেলার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে প্রকল্প এলাকায় ইতিমধ্যে ১ লাখের বেশি পরিবারকে মা, শিশুস্বাস্থ্য ও পুষ্টি, পানি ও স্যানিটেশন, কৃষি ও বিকল্প জীবিকায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, সুশাসন ও সামাজিক দায়বদ্ধতা ও নারীপুরুষ সমতার ক্ষেত্রে সমন্বিত উন্নয়ন কর্মকা-ের আওতায় আনতে পেরেছে।
মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তার লিঙ্গ বৈষম্য দূর করতে হলে পরিবার থেকে সচেতনতা তৈরি করতে হবে। নারীর শিক্ষা, আয় ও ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে।
মায়া চৌধুরী বলেন, সরকার সকল জেলায় সমভাবে খাদ্য সরবরাহ নিশ্চিত করছে। কিন্তু সে খাদ্যে পরিবারের সবার সমান অধিকার নিশ্চিত করতে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রথমে সবার খাদ্য নিরাপত্তা নিয়ে ভাবতে হবে, পাশাপাশি নিরাপদ খাদ্যও আলোচনায় রাখতে হবে।
#
ফারুক/সেলিম/রফিকুল/রেজাউল/২০১৮/১৮১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৫৯
প্রবৃদ্ধরি হসিাব নয়িে বশ্বিব্যাংকরে প্রশ্নকে স্বাগত জানয়িছেনে পরকিল্পনামন্ত্রী
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :
পরকিল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলছেনে, চলতি র্অথবছররে ৯ মাসরে হসিাবে জডিপিরি প্রবৃদ্ধি ৭ দশমকি ৬৫ শতাংশ হয়ছে।ে র্অথবছর শষেে ১২ মাসরে হসিাবে চূড়ান্ত প্রবৃদ্ধি ৭ দশমকি ৬৫ শতাংশ ছাড়য়িে যাব।ে কারণ সামষ্টকি র্অথনীতরি গতধিারা র্ঊধ্বমুখি প্রবণতায় আছ।ে প্রবৃদ্ধরি হসিাব নয়িে বশ্বিব্যাংক যে সব প্রশ্ন তুলছেে সগেুলোকে স্বাগত জানয়িে পরকিল্পনামন্ত্রী আরো বলনে, তারা আমাদরে প্রবৃদ্ধরি হসিাব প্রত্যাখ্যান করনে,ি কছিু প্রশ্ন তুলছে।ে প্রবৃদ্ধরি হসিাব ছাড়া বশ্বিব্যাংক তাদরে প্রতবিদেনে বাংলাদশেরে র্অথনীতরি অগ্রগতরি ব্যাপক প্রশংসা করছে।ে র্অথনীতরি উন্নতরি জন্য তারা কছিু সুপারশিও করছেে যগেুলোর বশেরিভাগরে সঙ্গে বাংলাদশে একমত।
আজ রাজধানীর শরেবোংলা নগররে এনইসি সম্মলেনকক্ষে আয়োজতি মটি দ্য প্রসে অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলনে। পরকিল্পনা সচবি মো. জয়িাউল ইসলাম, আইএমইডি সচবি মো. মফজিুল ইসলাম, ভৌত অবকাঠামো বভিাগরে সদস্য জুয়নো আজজি এবং পরসিংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বভিাগরে ভারপ্রাপ্ত সচবি সৌরন্দ্রেনাথ চক্রর্বতীসহ পরকিল্পনা কমশিনরে র্কমর্কতারা এসময় উপস্থতি ছলিনে ।
মন্ত্রী আরো বলনে, বাংলাদশে পরসিংখ্যান ব্যুরোর (ববিএিস) কাছে চলতি র্অথবছররে ৯ মাসরে হসিাব আছ।ে আমি বশ্বিব্যাংককে মে মাস র্পযন্ত সময় দলিাম। এর মধ্যে যে সব তথ্য-উপাত্ত নয়িে তাদরে সংশয় সন্দহে আছে সগেুলো ববিএিসরে মাধ্যমে তারা যাচাই করে নতিে পারবনে। আমাদরে মধ্যে কোনো লুকোচুরি নইে। বশ্বিব্যাংক র্বতমানে ববিএিসরে পাঁচটি গুরুত্বর্পূণ প্রকল্প বাস্তবায়নে সহযোগতিা করছ।ে তাই খুব সহজইে তারা তথ্য যাচাই করতে পারবনে। তথ্য যাচাইয়রে পর প্রবৃদ্ধি বষিয়ে তাদরে যে সংশয় তা দূর হবে এবং তারা তাদরে প্রতবিদেনওে তা উল্লখে করবনে। এশীয় উন্নয়ন ব্যাংকরে প্রতওি একই আহ্বান জানান মন্ত্রী।
#
তৌহদিুল/সলেমি/সঞ্জীব/রজোউল/২০১৮/১৭৫২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৫৮
বাংলাদশে বনিয়িোগ উন্নয়ন র্কতৃপক্ষরে প্রসেব্রফিংি অনুষ্ঠতি
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :
বাংলাদশে বনিয়িোগ উন্নয়ন র্কতৃপক্ষ (বডিা) এবং ডাচ বাংলা চম্বোর অভ্ কর্মাস এর যৌথ উদ্যোগে ‘বডিা-ডবিসিসিআিই ইনভসেমন্টে এন্ড ট্রডে ডলেগিশেন-২০১৮’র নদোরল্যান্ড এবং বলেজয়িামে অনুষ্ঠতিব্য প্রোগ্রামরে বষিয়ে আজ ঢাকায় বাংলাদশে র্অথনতৈকি অঞ্চল র্কতৃপক্ষ (বজো) এর মলিনায়তনে বডিার নর্বিাহী চয়োরম্যান কাজী মোঃ আমনিুল ইসলামরে সভাপতত্বিে এক প্রস্তুতমিূলক সভা ও প্রসেবফিংি অনুষ্ঠতি হয়।
বাংলাদশেকে তুলে ধরার জন্য তথ্যপ্রযুক্ত,ি কৃষি এবং গবষেণা ও উন্নয়ন ক্ষত্রেে বনিয়িোগ আকৃষ্ট করার লক্ষ্যে উক্ত প্রতনিধিদিল র্সবাত্মক প্রচষ্টো চালাবনে বলে বডিার নর্বিাহী চয়োরম্যান জানান। এছাড়া তনিি বলেজয়িাম এবং নদোরল্যান্ডরে সম্ভাব্য সকল সক্টেরকে বাংলাদশেরে প্রাইভটে সক্টেররে সাথে ব্যবসাবাণজ্যি ক্ষত্রেকে প্রসারতি করার বষিয়ে আশাবাদ ব্যক্ত করনে।
বাংলাদশে র্অথনতৈকি অঞ্চল র্কতৃপক্ষ (বজো) এর নর্বিাহী চয়োরম্যান পবন চৌধুরী, ডাচ বাংলা চম্বোর অভ্ কর্মাস এর প্রতনিধি,ি নদোরল্যান্ডরে দূতাবাস এবং সংশ্লষ্টি মন্ত্রণালয়, বভিাগ ও সংস্থার প্রতনিধিগিণ প্রসেব্রফিংিয়ে উপস্থতি ছলিনে।
#
ববিকোনন্দ/সলেমি/রফকিুল/রজোউল/২০১৮/১৭৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৫৭
সচিব পদমর্যাদার চার কর্মকর্তার বদলি
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :
সরকার সচবি পদর্মযাদার চারজন র্কমর্কতাকে বদলি এবং অতরিক্তি সচবি পদর্মযাদার চারজন র্কমর্কতাকে ভারপ্রাপ্ত সচবি করছে।ে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়রে এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদশে পট্রেোলয়িাম র্কপোরশেন (বপিসি)ি-এর চয়োরম্যান (সচবি) আবু হনো মোঃ রাহমাতুল মুনমিকে জ্বালানি ও খনজি সম্পদ বভিাগরে সচবি, বসোমরকি বমিান পরবিহন ও র্পযটন মন্ত্রণালয়রে সচবি এস এম গোলাম ফারুককে পল্লী উন্নয়ন ও সমবায় বভিাগরে সচবি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়রে সচবি মোঃ জল্লিার রহমানকে কারগিরি ও মাদ্রাসা শক্ষিা বভিাগরে সচবি, কারগিরি ও মাদ্রাসা শক্ষিা বভিাগরে সচবি মোঃ আলমগীরকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়রে সচবি এবং সুরক্ষা সবো বভিাগে সংযুক্ত অতরিক্তি সচবি মোঃ মহবিুল হককে বসোমরকি বমিান পরবিহন ও র্পযটন মন্ত্রণালয়রে ভারপ্রাপ্ত সচবি করা হয়ছে।ে
অপর এক প্রজ্ঞাপনে র্পাবত্য চট্টগ্রাম বষিয়ক মন্ত্রণালয়রে অতরিক্তি সচবি মোঃ কামাল উদ্দনি তালুকদারকে জাতীয় পরকিল্পনা ও উন্নয়ন একাডমেরি মহাপরচিালক (ভারপ্রাপ্ত সচবি পদর্মযাদায়), প্রাথমকি ও গণশক্ষিা মন্ত্রণালয়রে অতরিক্তি সচবি মোঃ আকরাম আল হোসনেকে বাংলাদশে পট্রেোলয়িাম র্কপোরশেন (বপিসি)ি-এর চয়োরম্যান (ভারপ্রাপ্ত সচবি পদর্মযাদায়) এবং কৃষি মন্ত্রণালয়রে অতরিক্তি সচবি মোঃ মোশাররফ হোসনেকে বসিএিস প্রশাসন একাডমেি রক্টের (ভারপ্রাপ্ত সচবি পদর্মযাদায়) করা হয়ছে।ে
#
মাসুম/সলেমি/সঞ্জীব/রজোউল/২০১৮/১৭২৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৫৬
নেপালে বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেকে ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ পাবে
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেকে ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ পাবে। তিনি আজ সকালে সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ক্ষতিপূরণ পাবার জন্য সবার সাকসেশন সার্টিফিকেট প্রয়োজন হবে। দ্রুত সাকসেশন সার্টিফিকেট পেতে সহায়তার জন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে এবং ইউএস বাংলা কর্তৃপক্ষকে নিহতদের পরিবারের কাছে এ সংক্রান্ত চিঠি দিতে বলা হয়েছে।
বিমান দুর্ঘটনার পর থেকে সরকারের নানা পদক্ষেপ ও তার তৎপরতা সম্পর্কে অবহিত করে তিনি জানান, গত ৫ এপ্রিল তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে যান। সেখানে তাদের উন্নত চিকিৎসা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার এ ব্যাপারে সম্ভব সবই করবে। তিনি বলেন, বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কিত প্রাথমিক রিপোর্ট এখনও তার হাতে এসে পৌঁছেনি, তাই এ ব্যাপারে কোন মন্তব্য করা যাবে না।
বিমান ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক, অতিরিক্ত সচিব মো. ইমরান, ইউএস বাংলার সিইও আসিফ ইমরান প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।
#
তুহিন/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৬০২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৫৫
স্নাতক পাস/সম্মান ও মাস্টার্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের রিলিজ স্লিপে ভর্তি ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ¯œাতক (পাস) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় রিলিজ স্লিপের অনলাইন আবেদন ১৬ এপ্রিল বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৪ এপ্রিল ২০১৮ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। উক্ত ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী ক) প্রাথমিক আবেদন নিশ্চয়ন হয়েছে কিন্তু মেধাতালিকায় স্থান পায়নি খ) মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি গ) ভর্তি বাতিল করেছে, সে সকল প্রার্থী ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ¯œাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী ইতিপূর্বে অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারেনি, সে সকল প্রার্থী ১৬ এপ্রিল বিকাল ৪টা থেকে ১৯ এপ্রিল ২০১৮ তারিখ রাত ১২টা পর্যন্ত অনলাইনে শেষবারের মতো ২য় পর্যায়ে প্রাথমিক আবেদন করতে পারবে। যে সকল প্রার্থী ইতিপূর্বে প্রাথমিক আবেদন করেছে কিন্তু সংশ্লিষ্ট কলেজে ফরম জমা দেয়নি তারাও আবেদন ফিসহ ফরম কলেজে নিধারিত সময়ের মধ্যে জমা দিতে পারবে। যে সকল প্রার্থী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করবে তাদের মেধাতালিকায় স্থান পেতে অবশ্যই ২য় রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ অথবা হঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং থেকে এ সংক্রান্ত সকল তথ্য জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন কার্ড ১২ এপ্রিল থেকে ১৭ মে ২০১৮ তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং/ৎবমরপধৎফ হতে সংগ্রহ করা যাবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁনফ.রহভড় ও িি.িহঁ.বফঁ.নফ থেকে জানা যাবে।
#
ফয়জুল/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৫৪৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৫৪
বাংলা নববর্ষ উদ্যাপন
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ডিএমপি
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :
ঢাকা মহানগর এলাকায় বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে। নগরবাসী যাতে আনন্দ ও উচ্ছ্বাসের সাথে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন এবং উপভোগ করতে পারেন সে লক্ষ্যে জনসাধারণের প্রতিপালনের জন্য ডিএমপির পক্ষ থেকে নি¤œবর্ণিত বিভিন্ন পরামর্শ দেয়া হয়েছে :
বাংলা নববর্ষ জাতি-ধমর্-বর্ণ নির্বিশেষে সকলেই একসাথে পালনের মাধ্যমে বাঙালি ঐতিহ্যকে ধারণ করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান ও পার্শ্ববর্তী এলাকা এবং রবীন্দ্র সরোবরে গাড়ি নিয়ে প্রবেশ থেকে বিরত থাকা; ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্বপালনে সহযোগিতা করা; নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলিব্যাগ, বড় ভ্যানিটিব্যাগ, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, পটকা, ক্ষতিকারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইট ইত্যাদি বহন থেকে বিরত থাকা; মুখোশ পরিধান এবং বিজ্ঞাপনী স্টিকার বহন করে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ না করা; সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করা; শিশুর পকেটে চিরকুটে যার যার বাসার ঠিকানা ও প্রয়োজনীয় মোবাইল নম্বর লিখে রাখা এবং হারিয়ে গেলে সাবকন্ট্রোলরুমে স্থাপিত ‘লস্ট এন্ড ফাউন্ড সেন্টার’ বা নিকটস্থ থানায় যোগাযোগ করা; ভিড়ের মধ্যে হারিয়ে গেলে কোথায় পুনরায় মিলিত হবেন অনুষ্ঠানস্থলে আসার পূর্বেই ঠিক করে রাখা; সন্ধ্যা ৬টার মধ্যে রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান এবং সন্ধ্যা ৭টার মধ্যে রবীন্দ্র সরোবর ত্যাগ করা; সন্ধ্যা ৬টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য নন, এমন ব্যক্তিগণ ক্যাম্পাসে অবস্থান না করা; সকল অনুষ্ঠানস্থলে ধূমপান হতে বিরত থাকা; বিকেল ৫টার মধ্যে রবীন্দ্র সরোবর ব্যতীত সকল উন্মুক্ত স্থানের অনুষ্ঠান সমাপ্ত করা; ভুভুজেলা বাজানো, বিক্রয় ও বহন থেকে বিরত থাকা; অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে পান্তা-ইলিশ বা অন্য কোনো খাবার গ্রহণের পূর্বে মান পরীক্ষার পাশাপাশি মূল্য সম্পর্কে সতর্ক হওয়া এবং কোনো কারণে পুলিশের সহযোগিতা প্রয়োজন হলে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় অবস্থিত সাবকন্ট্রোলরুম, কেন্দ্রীয় পুলিশ কন্ট্রোলরুম, রমনা, শাহবাগ, ধানম-ি, রামপুরা, বাড্ডা, গুলশান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় যোগাযোগ করা।
রাজধানীতে যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে
নববর্ষের দিন যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে সেগুলো হলো- বাংলা মটর-রূপসী বাংলা-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর; রূপসী বাংলা-কাকরাইল-মৎস্য ভবন-কদম ফোয়ারা; মৎস্য ভবন-শাহবাগ-কাঁটাবন; পলাশী-শহিদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং; বকশী বাজার-শহিদ মিনার-টিএসসি; শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর এবং নীলক্ষেত-টিএসসি।
যান চলাচলের বিকল্প রাস্তা
যান চলাচলের বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা যাবে মিরপুর রোড-সায়েন্স ল্যাবরেটরি-নিউ মার্কেট-আজিমপুর-বকশী বাজার-চাঁনখার পুল-গুলিস্তান; রাসেল স্কোয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ, রাজমনি-ইউবিএল-গুলিস্তান; মহাখালী-সাতরাস্তা-মগবাজার-কাকরাইল-রাজমনি-ইউবিএল-গুলিস্তান; ফার্মগেট-সোনারগাঁও-বাংলামটর-মগবাজার-মৌচাক-মালিবাগ-খিলগাঁও এবং ফার্মগেট-সোনারগাঁও-বাংলামটর-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমনি-পল্টন-মতিঝল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর এক পত্রের মাধ্যমে নিরাপত্তা ও যান চলাচল সম্পর্কিত এসব পরামর্শ দেয়া হয়েছে।
#
অনসূয়া/শহিদ/আসমা/২০১৮/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৫৩
নদী দখল ও দূষণরোধে অবদানের জন্য পুরস্কার
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :
নদীর দখল দূষণরোধকল্পে বিশেষ অবদানের জন্য কাজের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি ও সংস্থাকে জাতীয় পুরস্কার প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। জাতীয় নদী রক্ষা কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পুরস্কার প্রদানের প্রথাটি চালু হলে নদীর দখল ও দূষণরোধে জনগণ উৎসাহবোধ করবে এবং এক্ষেত্রে ব্যাপক সাড়া ও সহযোগিতা পাওয়া যাবে। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন নদী রক্ষায় বিশেষ অবদানের জন্য পুরস্কারের অন্তর্ভূক্ত হবেন।
আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় নদী রক্ষা কমিশনের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বৈঠকে এসব তথ্য জানানো হয়।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে নৌপরিবহন সচিব মো. আবদুস সামাদ, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার এসময় উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/অনসূয়া/সুবর্ণা/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৪৫৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৫২
আঞ্চলিক থ্রিআর ফোরামের প্লেনারি সেশনে সভাপতিত্বকালে শিল্পমন্ত্রী
বাংলাদেশ স্বল্প কার্বন নির্গমন ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্প কার্বন নির্গমন ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ, পরিবহণ ও শিল্পখাতে গ্রিন হাউস গ্যাস নির্গমন ৫ থেকে ১৫ শতাংশ কমিয়ে আনবে। এ লক্ষ্যে ইতিমধ্যে দেশব্যাপী পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের ধারা জোরদার এবং সবুজ পণ্য উৎপাদনের উদ্যোগ জোরদার করা হয়েছে।
শিল্পমন্ত্রী উচ্চপর্যায়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক থ্রিআর ফোরাম উপলক্ষে আয়োজিত ‘থ্রিআর এবং নির্মলবায়ু-বায়ুদূষণে সার্কুলার ইকোনোমির ভূমিকা শীর্ষক প