তথ্যবিবরণী নম্বর: ১৫৯৫
সিএসএ বাতিল হলে স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো রহিত হবে
-- আইন উপদেষ্টা
ঢাকা, ২৩ কার্তিক (৮ নভেম্বর):
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ইতঃপূর্বে দেওয়া ঘোষণা অনুযায়ী সাইবার নিরাপত্তা আইন (সিএসএস) বাতিল করা হচ্ছে। আইনটি যখন বাতিল করা হবে তখন স্পিচ অফেন্স সম্পর্কিত সমস্ত হয়রানিমূলক মামলা রহিত হয়ে যাবে। যারা সাংবাদিক, মুক্ত মনের মানুষ, ভিন্ন মতের মানুষ তাদের বক্তব্যের জন্য, তাদের যেকোনো ধরনের মতামত প্রকাশের জন্য যে সমস্ত মামলা দায়ের করা হয়েছিল সেগুলো রহিত হয়ে যাবে। তবে কম্পিউটার অফেন্স বা কম্পিউটার হ্যাকিং সম্পর্কিত মামলাগুলোর বিচার অব্যাহত থাকবে।
আজ রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব সরকার। এ সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোন হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কোনো সাংবাদিকের বিরুদ্ধে আমাদের সরকার বা পুলিশ কোনো হয়রানিমূলক মামলা করেনি।
সত্যিকারের পেশাজীবী সাংবাদিকদের নেতৃত্বে আনার পরামর্শ দিয়ে আইন উপদেষ্টা বলেন, একজন সাংবাদিক, সে যতই সাংবাদিকতা করুক, সে যদি গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অবৈধ নির্বাচন, বাংলাদেশকে লুট করা, বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের পদাবনত করে রাখাকে অব্যাহতভাবে প্রকাশ্যে সমর্থন করে। একটি ফ্যাসিস্ট সরকারকে যদি প্রকাশ্যে সমর্থন করে, তাকে কি আপনারা সাংবাদিক বলবেন? না অন্য কিছু বলবেন, চিন্তা করে দেখবেন। তিনি আরো বলেন, বহু সাংবাদিক আছেন, যারা ফ্যাসিস্ট সরকারের পদলেহী হোন নাই। তারা সত্য ও ন্যায়ের পথে ছিলেন।
ডিআরইউ এর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড এর জুরি বোর্ডের চেয়ারম্যান এম শফিকুল করিম, ডিআরইউ-এর সাধারণ সম্পাদক মহি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে অ্যাওয়ার্ড প্রাপ্তদের মাঝে ক্রেস্ট, সনদপত্র, চেক ও রেপ্লিকা প্রদান করা হয়।
#
রেজাউল/মেহেদী/সঞ্জীব/সেলিম/২০২৪/২০২০ ঘণ্টা
Handout Number: 1594
The Role of Courageous Journalism in Safeguarding
Democracy and the Environment is Essential
- Environmental Advisor
Dhaka, 8 November:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest, and Climate Change and the Ministry of Water Resources, emphasized that fearless and impartial journalism is crucial for the protection of democracy and the environment. She stated that the government is committed to ensuring a supportive environment for responsible journalism. A Media Commission has been established to enable journalists to work objectively, ensuring public benefit.
This statement was made during her speech at the ‘Desh TV-DRU Best Reporting Award 2024’ ceremony held at the Dhaka Club in Dhaka today.
She further added that journalists must bring national news from across the country, with in-depth coverage on environmental issues and matters of public interest. She stressed that truthfulness and accountability in journalism are powerful forces for social change. Bold and unbiased reporting is instrumental in steering the nation in the right direction.
The event was attended by Chief guest Asif Nazrul, Advisor for Law, Justice, and Parliamentary Affairs, alongside DRU President Shukur Ali Shuvo, General Secretary Mohiuddin, and other senior media leaders.
Award winners from print, online, television, and radio categories were announced Among the winners: Open Category: Abu Saleh Roni Print Media: 1st Prize - Mahmudul Hasan (Noyon), 2nd Prize - Ahsan Habib Rasel, and 3rd Prize (Jointly) - Jasim Uddin Harun and Farhan Ferdous Electronic Media: 1st Prize - Muhammad Arafatul Momen Aditya Arafat, 2nd Prize - Masud Mostahid, and 3rd Prize - Parvez Nadir Reza Online Media: 1st Prize - Yasir Arafat Ripon, 2nd Prize - Md. Zobayer Hossain (Arafat Zobayer), and 3rd Prize - Md. Touhiduzzaman Tanmoy.
#
Dipankar/Mehedi/Sanjib/Shamim/2024/2120hour
তথ্যবিবরণী নম্বর: ১৫৯৩
গণতন্ত্র ও পরিবেশ সুরক্ষায় নির্ভীক সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ
- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ২৩ কার্তিক (৮ নভেম্বর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণতন্ত্র ও পরিবেশ সুরক্ষায় নিরপেক্ষ ও নির্ভীক সাংবাদিকতা অপরিহার্য। তিনি বলেন, নির্ভরযোগ্য সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যম কমিশন গঠন করা হয়েছে যাতে সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করতে পারেন এবং জনগণ উপকৃত হয়।
আজ ঢাকা ক্লাবে ‘দেশ টিভি-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, সাংবাদিকদের সারা দেশের খবর তুলে আনতে হবে। জনস্বার্থের ইস্যুকে গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করা জরুরি। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করে। সাহসী ও নিরপেক্ষ রিপোর্টিং দেশকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ডিআরইউ সভাপতি শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
পুরস্কার বিজয়ীদের মধ্যে প্রিন্ট, অনলাইন, টেলিভিশন ও রেডিও মাধ্যমের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রিন্ট মিডিয়া, অনলাইন, টেলিভিশন, রেডিও সবার জন্য উন্মুক্ত ক্যাটেগরিতে বিজয়ী আবু সালেহ রনি; প্রিন্ট মিডিয়া ক্যাটেগরিতে প্রথম পুরষ্কার মাহমুদুল হাসান (নয়ন); দ্বিতীয় পুরস্কার আহসান হাবীব রাসেল; তৃতীয় পুরষ্কার (যুগ্মভাবে) জসীম উদ্দিন হারুন এবং ফারহান ফেরদৌস। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটেগরিতে প্রথম পুরস্কার পান মুহাম্মদ আরাফাতুল মোমেন আদিত্য আরাফাত; দ্বিতীয় পুরস্কার মাসুদ মোস্তাহিদ এবং তৃতীয় পুরস্কার পারভেজ নাদির রেজা।
অনলাইন মিডিয়া ক্যাটেগরিতে প্রথম পুরস্কার বিজয়ী ইয়াসির আরাফাত রিপন; দ্বিতীয় পুরষ্কার মো: জোবায়ের হোসেন (আরাফাত জোবায়ের) ও তৃতীয় পুরস্কার মো. তৌহিদুজ্জামান তন্ময়।
#
দীপংকর/মেহেদী/সঞ্জীব/শামীম/২০২৪/২১১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫৯২
আমাদের সমৃদ্ধ সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতে চাই
- মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা
ঢাকা, ২৩ কার্তিক (৮ নভেম্বর):
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাস বহু বছর ধরে লালিত হয়ে আসছে। নিজস্ব বৈশিষ্ট্যের কারণে এদেশের ঐতিহ্য স্বমহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি তরুণ প্রজন্মের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।
উপদেষ্টা আজ বাংলাদেশ জাতীয় জাদুঘরে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষার জন্য ইউনেস্কো কর্তৃক অনুমোদিত ‘Implementing community based heritage festival in eight administrative division in Bangladesh’ শীর্ষক প্রকল্পটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান কর্মকর্তা সুজান ভাইজ, বেসরকারি সংস্থাসমূহের প্রতিনিধি লুবানা মারিয়াম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের কিপার আসমা ফেরদৌসি।
উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পূর্বের প্রথাগত শাসনব্যবস্থা আর চলতে দেওয়া হবে না। প্রথাগত শাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে একটি ছোট সময়ের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে আমাদের তরুণ সমাজ। তিনি আরো বলেন, ’৭১ এ স্বাধীনতার পর ৫৩ বছরে যে অসম্পূর্ণ কাজ ২০২৪ এর অন্তর্বর্তীকালীন সরকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করতে চায়।
‘আনন্দ বৈভব: উৎসবের বাংলাদেশ’ শিরোনামে আটটি বিভাগের আটটি উপাদানকে বেসরকারি সংস্থার ৮০ জন আর্টিস্টের সমন্বয়ে অনুষ্ঠান পরিবেশিত হয়। উপদেষ্টা তাদের পরিবেশনা উপভোগ করেন।
#
রফিকুল/মেহেদী/সঞ্জীব/শামীম/২০২৪/২০৪০ঘণ্টা
Handout Number: 1591
Government Working to Ensure Garo Rights in Forest Land
- Environment Adviser
Dhaka, 8 November:
Syeda Rizwana Hasan, Adviser to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, affirmed that the government is committed to securing the rights of the Garo people in forest areas. Legal measures will be taken to safeguard land rights, water rights, access, grazing, and the extraction of forest resources for forest-dependent communities. She emphasized that the government is working to resolve conflicts between forest communities and the Forest Department, with necessary amendments to social forestry regulations underway.
Speaking as the chief guest at the Wangala festival, held today at Banani Bidyaniketan School and College, she added that Wangala is a unique symbol of the Garo community's cultural heritage. The festival highlights the bond between nature and human society, celebrating the harvest as a moment of gratitude to nature. She urged everyone to protect the environment and cherish natural resources as the Garo community does.
The Adviser also noted that the Indigenous Council has started working to establish the rights of the Garo people. The district administration has been directed to demarcate disputed boundaries within the Modhupur Forest. Local development initiatives will be inclusive of forest residents, ensuring no exclusion. The Ministries of Land and Water Resources will collaborate to tackle illegal sand and stone extraction. Public participation is essential for effective forest conservation.
Guests enjoyed traditional Garo dance and music during the event. The Adviser also unveiled a special magazine published for the Wangala festival.
The event, presided over by Nokma Shimanto Chisim, Chair of Dhaka Wangala 2024, featured distinguished guests, including Fazlul Haque, Member of the National Board of Revenue (NBR); Nafrija Shaima, Additional Secretary (Cultural Heritage), Ministry of Cultural Affairs; Pavel Partha, writer and researcher; Parag Richil, poet and researcher; Md. Shakir Hossain, Registrar, Presidency University; Theophile Nokrek, Director, Caritas Development Institute; Dr. Bapan Mankhin, development researcher; Dr. Mashiur Rahman, Principal, Banani Bidyaniketan School and College; Hemonto Karaya, President, The Christian Cooperative Credit Union; and Ripon Richard Sardar, President, Noyanagar Christian Cooperative Credit Union.
Representatives from local and international organizations, cultural activists, students, and various members of the Garo community attended the celebration. Wangala plays an important role in promoting and preserving the heritage and culture of the Garo community.
#
Dipankar/Mehedi/Rafiqul/Shamim/2024/1850hour
তথ্যবিবরণী নম্বর: ১৫৯০
বনভূমিতে গারোদের অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার
- পরিবেশ ও বন উপদেষ্টা
ঢাকা, ২৩ কার্তিক (৮ নভেম্বর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বনভূমিতে গারোদের অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার। বননির্ভর জনগোষ্ঠীর ভূমির অধিকার, পানির অধিকার, যাতায়াতের অধিকার, গোচারণের অধিকার এবং বনজ দ্রব্য আহরণের অধিকার আইনগতভাবে নির্ধারণ করা হবে। বনবাসীদের সাথে বন বিভাগের দ্বন্দ্ব নিরসনে কাজ করা হবে। এলক্ষ্যে সামাজিক বনায়ন বিধিমালার প্রয়োজনীয় সংশোধনের কাজ চলছে।
আজ বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফসল কাটার উৎসব ‘ওয়ানগালা’ উদ্যাপন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ওয়ানগালা গারো সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যের বিশেষ প্রতীক। এটি আমাদের সমাজে সম্প্রীতির শক্তি বাড়ায়। ওয়ানগালা প্রকৃতি ও মানবসমাজের সম্পর্কের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে। ফসল কাটার এই সময় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মুহূর্ত। আমাদের সকলের উচিত পরিবেশ সুরক্ষায় গারোদের মতো প্রাকৃতিক সম্পদের যত্ন নেওয়া। তিনি বলেন, গারোদের অধিকার প্রতিষ্ঠায় আদিবাসী পরিষদ কাজ শুরু করেছে। মধুপুর বনের বিরোধপূর্ণ সীমানা চিহ্নিত করতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। স্থানীয় উন্নয়ন কার্যক্রমে বনবাসীদের বাইরে রেখে কিছু করা হবে না। বালু দস্যু ও পাথর খেকোদের বিরুদ্ধে ভূমি ও পানি মন্ত্রণালয় একসাথে কাজ করবে। সকলের অংশগ্রহণের মাধ্যমে বন রক্ষা করতে হবে।
অনুষ্ঠানে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়। পরে উপদেষ্টা ওয়ানগালা উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।
সীমান্ত চিসিম, নকমা, ঢাকা ওয়ানগালা ২০২৪-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর’র সদস্য ফজলুল হক; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শায়মা; লেখক ও গবেষক পাভেল পার্থ; কবি ও গবেষক পরাগ রিচিল; প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোঃ শাকির হোসেন; কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক থিওফিল নকরেক; উন্নয়ন গবেষক ড. বাপন মানখিন; বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান; দ্য ক্রিশ্চিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি হেমন্টো করায়া প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা, সাংস্কৃতিক কর্মী এবং শিক্ষার্থী-সহ গারো জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
#
দীপংকর/মেহেদী/রফিকুল/শামীম/২০২৪/১৮৪০ঘণ্টা