তথ্যবিবরণী নম্বর: ৩৪৪০
মহান মে দিবস উপলক্ষ্যে ছায়া সংসদ বিতর্ক : শ্রমিক অধিকার সুরক্ষায় জোরালো বার্তা
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে):
মহান মে দিবস-২০২৫ উদ্যাপনের অংশ হিসেবে আজ ঢাকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ প্রতিপাদ্যে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ‘শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি’ বিষয়ে বিতর্কে অংশ নেন।
প্রধান অতিথির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.)
ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিক-মালিক সম্পর্কের উন্নয়নে ত্রিপক্ষীয় কাউন্সিলের আলোচনা জোরদার করা হয়েছে। যেসব মালিক শ্রমিকদের ন্যায্য অধিকার দেন, তাদের প্রতিষ্ঠানে অসন্তোষ কম। কিন্তু রানা প্লাজার মতো ট্র্যাজেডি মালিকপক্ষের অবহেলার ফল। তিনি শ্রমিকদের বকেয়া মজুরি না দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশের ঘোষণা দেন।
উপদেষ্টা জাপানের টয়োটার উদাহরণ টেনে বলেন, ৪০ বছর ধরে সেখানে শ্রমিক অসন্তোষ নেই, যদিও ট্রেড ইউনিয়ন সক্রিয়। বাংলাদেশেও এমন শিল্পসংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে পুলিশি দমন-পীড়নের কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে তেজগাঁও কলেজের বিতার্কিক দল বিজয়ী হয় এবং উপদেষ্টা তাদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ উপস্থিত ছিলেন।
#
মালেক/মেহেদী/মোশারফ/সেলিম/২০২৫/২১৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪৩৯
খাদ্য নিরাপত্তার জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ নিশ্চিত করতে হবে
-- আলী ইমাম মজুমদার
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে):
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্য নিরাপত্তার জন্য পর্যাপ্ত খাদ্য মজুত নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ৩২০ কোটি টাকায় নির্মিত ৪৮ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক নারায়ণগঞ্জের সাইলো গুদামের নির্মাণকাজ শেষের পথে। দেশে আরো কিছু সাইলো গুদামের নির্মাণকাজ শেষের পথে। সরকার দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য মজুতের সক্ষমতা ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করতে চায়। বর্তমানে খাদ্য মজুতের সক্ষমতা ২২ লাখ মেট্রিক টন।
আজ নারায়ণগঞ্জ বন্দরে নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্য গুদাম নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমরা যদি মজুত বাড়াতে পারি, তাহলে চালের দাম যেমন কমবে তেমনি গমের দামও কমবে। বর্তমানে চালের দাম কমে গেছে। তবে চালের দাম একবারে কমে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। সেটাও বিবেচনায় রাখতে হবে। কারণ, কৃষকরা ন্যায্য দাম পেলে তারা শস্য উৎপাদনে আরো উৎসাহী হবেন। দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে এবং কৃষক কোনো সমস্যা ছাড়াই উৎপাদিত ফসল ঘরে তুলতে পারছেন। হাওর অঞ্চলের ধান কয়েকদিনের মধ্যে কাটা শেষ হবে। দেশে বোরো ভালোভাবে মজুত করতে পারলে খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস, টিসিবির পরিমাণ আরো বাড়ানো যাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে গমের চাহিদা ৭০ লাখ টন। দেশে উৎপাদন হয় মাত্র ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টনের বেশিরভাগ আমদানি হয় বেসরকারিভাবে। এছাড়া মিলগুলোতে মোটা চাল কেটে চিকন করার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পরে খাদ্য উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বোরো ধান চাল সংগ্রহ করার জন্য নির্দেশনা দেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিসি ফুড, আরসি ফুডসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
#
ইমদাদ/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/সেলিম/২০২৫/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪৩৮
রাষ্ট্র পর্যায়ে দুর্নীতি দেশদ্রোহিতার শামিল
-- সমাজকল্যাণ উপদেষ্টা
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সম্পদের সুরক্ষা ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা সরকারের বড় চ্যালেঞ্জ। রাষ্ট্র পর্যায়ে দুর্নীতি দেশদ্রোহিতার শামিল, এতে দেশের সম্পদ অপচয় হয় এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশ ধ্বংস হলে মানুষও সুরক্ষিত থাকে না। দেশের নদীগুলো সুরক্ষিত রাখতে পারলে নদীর স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে, মানুষ সুপেয় পানি পাবে এবং নানা রোগ থেকে রক্ষা পাবে।
উপদেষ্টা আজ ঢাকার গুলশানে একটি হোটেলে অনুষ্ঠিত “বাংলাদেশে PFAS (Perfluoroalkyl and Polyfluoroalkyl Sulostances) দূষণ ও জনস্বাস্থ্য” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা নীতিমালা ও অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে কাজ করে যেতে চাই। এজন্য আপনাদের সুচিন্তিত মতামত আহ্বান করছি, যাতে সকলে মিলে এসব কার্যক্রম এগিয়ে নেওয়া যায়। তিনি বলেন, “আমাদের মন্ত্রণালয় কেবল শিশু ও নারীর জীবনমান উন্নয়নে কাজ করে না; বরং মানুষের সুরক্ষা, নিরাপত্তা এবং অসহায় জনগণের কল্যাণে, যেন তারা নিরাপদ জীবনযাপন করতে পারে—সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”
উপদেষ্টা আরো বলেন, আমরা একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আছি। সবাই মিলে যদি এখনই এগিয়ে না আসি, তাহলে ভবিষ্যতে বড় বিপর্যয় মোকাবিলা করা কঠিন হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে সঙ্গে নিয়ে নীতি নির্ধারণে বিশ্বাসী। নদী গবেষণায় দীর্ঘদিনের কাজগুলো কেবল বইয়ের পাতায় আবদ্ধ থাকলে চলবে না। প্রযুক্তির মাধ্যমে তৈরি প্রতিবেদনগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। বারবার নতুন করে গবেষণা করে সময় নষ্ট করা অনুচিত।
উপদেষ্টা বলেন, নিম্ন আয়ের মানুষ, যারা এই দূষিত পানির সংস্পর্শে আসে, তারা ক্যানসার, লিভার সমস্যা, থাইরয়েড রোগ এবং রোগ প্রতিরোধক্ষমতা হ্রাসের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে থাকে। বেশিরভাগ PFAS দূষণ তৈরি পোশাক কারখানাসমূহ থেকে ঘটে। সহজ ও সাশ্রয়ী পদক্ষেপের মাধ্যমে এই দূষণ রোধ করা সম্ভব।
উল্লেখ্য, PFAS বা ‘ফরএভার কেমিক্যাল’ হলো একটি বিষাক্ত রাসায়নিক বর্জ্য, যা চামড়া ও টেক্সটাইল খাত থেকে নির্গত হয়ে পানি ও মাটি দূষিত করে। বিশেষ করে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ অঞ্চলের নদীগুলোর পানি PFAS দ্বারা মারাত্মকভাবে দূষিত হয়েছে।
জাতীয় নদী সংরক্ষণ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বর্জ্য ও রাসায়নিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক রাজিনারা বেগম, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বেসরকারি উপদেষ্টা এস এম সিদ্দিকী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাখাওয়াত হাসান জীবন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
#
রফিকুল/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৫/২০৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪৩৭
ঐকমত্য কমিশনের সাথে বাসদ (মার্কসবাদী)-এর আলোচনা অনুষ্ঠিত
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে):
জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজ ঢাকায় জাতীয় সংসদ ভবনের এল. ডি হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)-এর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এ সময় অধ্যাপক আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদী শাসনের একটি পর্যায়ের অবসান ঘটেছে। সবাই মিলে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার সূচনা হচ্ছে৷ এটি দ্রুত শুরু করতে ঐকমত্য কমিশন অনুঘটক হিসেবে কাজ করছে। তিনি আরো বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে ঐকমত্য তৈরি হয়েছিল তা ধরে রাখতে হবে। সেই ঐক্যের মাধ্যমে জাতীয় সনদ তৈরি হবে, যা আগামীর বাংলাদেশের পথরেখা নির্দেশ করবে।
বাসদ (মার্কসবাদী))-এর সমন্বয়ক মাসুদ রানার নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদলের হয়ে আলোচনায় আরো জয়দীপ ভট্টাচার্য, শফি উদ্দিন কবির আবিদ, সীমা দত্ত, মাসুদ রেজা ইন্দ্রাণী ভোট সোমা, আসমা আক্তার, নিলুফার ইয়াসমিন শিল্পী, তসলিমা আক্তার, রাশেদ শাহরিয়ার, রাজু আহমেদ, বিটুল তালুকদার ও মশিউর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলো ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত ৩৫টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে।
সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে বাসদ (মার্কসবাদী))-সহ ২৩টি রাজনৈতিক দলের সাথে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন।
জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
#
পবন/মেহেদী/সঞ্জীব/সেলিম/২০২৫/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪৩৬
প্রাথমিক পর্যায়ে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে, বৃত্তিও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে ----প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
লক্ষ্মীপুর, ২০ বৈশাখ (৩ মে):
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের লক্ষ্য হলো ন্যূনতম সাক্ষরতা অর্জন। শিশুরা মাতৃভাষায় সাবলীলভাবে বলতে পারবে, পড়তে পারবে, লিখতে পারবে। গাণিতিক বিষয়ে সাক্ষরতা অর্জন করবে। যদি শিশুরা তা পারে, তাহলে বলব— আমরা লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছি। শিশুদের শিক্ষা দেওয়ার বিষয়টি সাধারণভাবে সহজ মনে হলেও এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। একজন শিক্ষকই একজন শিশুকে জীবনের পথ দেখিয়ে দেন। আমরা চাই প্রধান শিক্ষকের নেতৃত্বে প্রাথমিক বিদ্যালয় সুন্দরভাবে পরিচালিত হোক।
উপদেষ্টা আজ লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লক্ষ্মীপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, যৌক্তিক দাবিকে আমরা স্বীকৃতি দিই, মন্ত্রণালয় তা কার্যকর করার চেষ্টা করে। শূন্যপদ পূরণে আমরা চেষ্টা করছি। অবকাঠামো নির্মাণে কিছু পরিকল্পনাগত সমস্যা থাকলেও অনেক ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। প্রাথমিক পর্যায়ে পরীক্ষাপদ্ধতি চালু হয়েছে, বৃত্তিও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। মৌলিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষাক্রমিক কার্যক্রম যেমন—বিতর্ক প্রতিযোগিতা, দেয়ালিকা উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, ইউআরসি ইনস্ট্রাক্টর, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং প্রধান শিক্ষকবৃন্দ।
এর আগে উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘জেলা প্রশাসন গ্রন্থাগার’ পরিদর্শন করেন। বৈঠক শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ‘ভ্রাম্যমাণ বইমেলার’ স্টল পরিদর্শন করেন।
দেশে প্রথম আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অন্য এক অনুষ্ঠানে উপদেষ্টা লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দেশে প্রথমবারের মতো লক্ষ্মীপুর জেলা প্রশাসন আয়োজিত আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উপভোগ শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার-আপ হয় রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরে বিকেলে উপদেষ্টা লক্ষ্মীপুর জেলার টাউন হলে সদর উপজেলার ২৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজার গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষণসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। আজ ৩০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষণসামগ্রী বিতরণ করা হয়।
#
জাহাঙ্গীর/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৯৩৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪৩৫
আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুতে ধর্ম উপদেষ্টার শোক
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে):
দেশের শীর্ষ আলেম, মাদরাসা শিক্ষা সংস্কারের পুরোধা ব্যক্তিত্ব, চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আজ এক শোকবার্তায় ধর্ম উপদেষ্টা আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুকে দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সুলতান যওক নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করে গেছেন। তাঁর অসংখ্য ছাত্র ও শিষ্য দেশ-বিদেশে দ্বীনের খেদমতে নিবেদিত রয়েছেন।
উল্লেখ্য, ২ মে দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
#
আবুবকর/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৩৪
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাথে ইন্ডাষ্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে ) :
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে গতকাল রাজধানীর এক হোটেলে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ইন্ডাষ্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের জেনারেল সেক্রেটারি মি. অ্যাটলে হোই-এর নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এতে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) ও জাহাজ ভাঙা শিল্পে শ্রমিকদের অধিকার, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন, কলকারখানা পরিদর্শন, মজুরি বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নয়ন এবং পেশাগত নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপদেষ্টা জানান, সরকার শ্রম আইন সংশোধনে ত্রিপক্ষীয় কাউন্সিলের মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠা করেছে। সংশোধনে অলাভজনক প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন অধিকার সম্প্রসারণ, শিশু ও জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, নারী বৈষম্য ও সহিংসতা রোধে কঠোর শাস্তির বিধান অন্তর্ভুক্ত হয়েছে। তিনি কম্বোডিয়া ও ভিয়েতনামের মতো বাংলাদেশে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য ইন্ডাস্ট্রিঅলের মাধ্যমে সকল ব্র্যান্ড ও বায়ারদের প্রতি আহ্বান জানান। উপদেষ্টা ইন্ডাষ্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের মাধ্যমে বাংলাদেশে অবস্থিত দেশি ও বিদেশি সকল কারখানা ফ্যাক্টরি শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধের জন্য আহ্বান জানান।
মি. হোই বাংলাদেশের শ্রম সংস্কার ও নিরাপদ কর্মপরিবেশ গঠনের প্রচেষ্টাকে স্বাগত জানান। তিনি মজুরি বৃদ্ধি ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপর জোর দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান, ইন্ডাষ্ট্রিঅলের সহকারী জেনারেল সেক্রেটারি মি. কেমাল ওজকান ও আঞ্চলিক সম্পাদক আশুতোষ ভট্টাচার্য।
#
মালেক/ফাতেমা/রমজান/আলী/মানসুরা/২০২৫/১৬০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৩৩
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমাদের মূল লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য তৈরি করা
-অধ্যাপক আলী রীয়াজ
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে ) :
অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমাদের মূল লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য তৈরি করা এবং এই সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করা। তিনি বলেন, জাতীয় স্বার্থে ও রাষ্ট্র বিনির্মাণে এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিটা দল এবং জোটকে কিছুটা ছাড় দিতে প্রস্তুত থাকতে হবে।
আজ ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয়তাবাদী সমমনা জোটের আলোচনায় অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এসময় কমিশনের সদস্য হিসেবে ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, আমরা সকলেই জাতীয় ঐকমত্যের প্রচেষ্টায় সমবেত হয়েছি। রাষ্ট্র পুনর্গঠন এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দল এবং জোটগুলো নিজ নিজ অবস্থান থেকে ছাড় দিবে।
জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে তা জাতি ও রাষ্ট্রের অগ্রসর হওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় দাবি করে অধ্যাপক আলী রীয়াজ আরো বলেন, আমাদের সকলকে ঐক্যমতে আসতে হবে। তার অর্থ এই নয় যে আমরা সব বিষয়ে একমত হতে পারব।
আলোচনায় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদলে ছিলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, এটিএম গোলাম মাওলা চৌধুরী, ডা. সৈয়দ নজরুল ইসলাম, এম এন শাওন সাদিকী, কারী আবু তাহেরসহ প্রমুখ।
উল্লেখ্য, প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। ইতোমধ্যে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ৩৫টি দলের কাছ থেকে মতামত পেয়েছে। এ পর্যন্ত ২২টি রাজনৈতিক দল কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়েছে।
#
পবন/ফাতেমা/রমজান/আলী/মানসুরা/২০২৫/১৪৩৫ ঘণ্টা