তথ্যবিবরণী নম্বর : ১৪৬৪
চাহিদার তুলনায় পণ্যের মজুত পর্যাপ্ত রয়েছে
কারসাজির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা
-- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন চাল, ডাল, তেল, ছোলা, পেঁয়াজ, রসুন ও আদাসহ সকল পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। এ মজুতের পরিমাণ চাহিদার তুলনায় বেশি। কোন পণ্যের ঘাটতি হবার সম্ভাবনা বা কারণ নেই। কৃত্রিম উপায়ে কোন পণ্যের সংকট সৃষ্টির চেষ্টা করা হলে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে এবং বর্তমান কোভডি-১৯ পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন, মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ আগে থেকেই বাড়ানো হয়েছে। দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দেশের চাহিদার তুলনার অধিকপণ্য উৎপাদন করেছে। আমদানিযোগ্য পণ্য অনেক আগেই পর্যাপ্ত পরিমানে আমদানি করা হয়েছে। চলমান পরিস্থিতিতে সুষ্ঠু পণ্য পরিবহন এবং আমদানিকৃত পণ্য দ্রুত খালাসের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন পণ্যেরই সংকট নেই এবং মূল্য বৃদ্ধির সম্ভাবনা বা কারন নেই। সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্বশীল হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। সকল পণ্যেও সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে গঠিত টাস্কফোর্স এবং বিভিন্ন কমিটিকে আরও তৎপর হয়ে কাজ করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় তথা সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
সভাটি সঞ্চালনা করেন বাণিজ্য সচিব ড. মোঃ জাফর উদ্দীন। সভায় বাংলাদশে ট্রেড এন্ড ট্যারফি কমিশনের চয়ারম্যান তপন কান্তি ঘোষ, জাতীয় ভোক্তা অধকিার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আমদানিকারক ও পাইকারী বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।
#
বকসী/ফারহানা/রেজাউল/২০২০/২১৪৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৬৩
করোনার সর্বশেষ তথ্যের হোয়াটস অ্যাপভিত্তিক ইনফোবট চালু
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
কোভিড-১৯ মহামারি কালে জনগণের কাছে সর্বশেষ তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে হোয়াটসআপে COVID-19 (Govt of Bangladesh DG Health Services) শীর্ষক একটি ইনফোবট চালু করেছে সরকার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ অনলাইনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ইনফোবটের উদ্বোধন করেন।
হোয়াটস অ্যাপের ভারত এবং দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসির পরিচালক শিবনাথ থাকরাল, নুরা হেলথ এর প্রেসিডেন্ট ড. শাহেদ আলম এবং আবাসিক প্রতিনিধি ড, আরেফিন আলম ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা পরিচালক ড. ইকবাল কবির, এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি অ্যডভাইজার সামি আহমেদ বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী ও ইনফোবট প্রণয়নের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা জুম অনলাইনে যুক্ত হওয়া গণমাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ও হোয়াটসঅ্যাপের চালুকৃত ইনফোবটে +৮৮০১৬৭৮৩৮০০৫৬ নম্বরে এই সেবা গ্রহণ করা যাবে। আপনার মোবাইল কন্ট্যাক্টে নাম্বারটি সেভ বা সংরক্ষণ করতে হবে এবং ইংরেজিতে ‘Hello’ এবং বাংলায় ‘হ্যালো’ লিখে সেবাটিতে সংযুক্ত হতে হবে । এর মাধ্যমে সহজে সর্বশেষ তথ্য ও বিবিধ সেবা গ্রহণ করা যাবে
প্রতিমন্ত্রী বলেন, সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সঠিক তথ্যের দ্বারা মানুষকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য সেবা ও খাদ্যের মতো পণ্যের সরবরাহ চলমান রাখতে অঙ্গীকারাবদ্ধ।
তিনি বলেন, প্রযুক্তিভিত্তিক অন্তর্ভুক্তিমূলক সলিউশনের অংশ হিসেবে হোয়াটসঅ্যাপের প্রায় সাড়ে ৩ কোটি ব্যবহারকরিদের জন্য সরকার এ ইনফোবটটি চালু করেছে। আগামীতে এর আরও উন্নয়ন ও ইন্টাঅ্যাকটিভ করা হবে এবং এ পর্যন্ত যতগুলো অ্যাপ সলিউশন তৈরি করা হয়েছে সবগুলোকে সমন্বয় করা হবে।
এই অফিশিয়াল সেবার মাধ্যমে সহজেই দেশের কোভিড-১৯ সংক্রান্ত সার্বিক অবস্থার সারসংক্ষেপ জানা যাবে । এছাড়া এ রোগটির প্রতিরোধ ,উপসর্গ, চিকিৎসা , ঝুকি , ভ্রমণ সংক্রান্ত উপদেশ এবং সরকারি হেল্পলাইন সংক্রান্ত সকল তথ্য এখানে পাওয়া যাবে । এছাড়া এখানে সবচেয়ে জিজ্ঞাস্য প্রশ্নের (FAQ) উত্তরগুলো পাওয়া যাবে এবং যে কোন ধরনের গুজব, মিথ্যা তথ্যের বিপরীতে সঠিক তথ্য পাওয়া যাবে । এখানে নিজের উপসর্গ নিজে যাচাই করার জন্য CoronaBD মোবাইল অ্যাাপ সংযোজিত আছে । পরবর্তীতে এই সেবা ফেসবুক মেসেঞ্জারের সাথে সংযুক্ত করার প্রক্রিয়া চলমান আছে যেখানে লাইভ বা সরাসরি সাপোর্ট সংযুক্ত করা হবে ।
এই পরিসেবাটিকে Noorahealth এবং turn.io এর যৌথ সহযোগিতায় প্রস্তুত করা হয়েছে । এছাড়াও Whatsapp এর প্রকৌশলীবৃন্দ সেবাটিকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য কাজ করে যাবেন ।
#
শহিদুল/ফারহানা/রেজাউল/২০২০/২১৪৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৬২
ত্রাণ আত্মসাৎ-সহ বিভিন্ন অভিযোগে আরো ৭ ইউপি চেয়ারম্যান ও ৩ সদস্য বরখাস্ত
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
ত্রাণ আত্মসাৎ-সহ বিভিন্ন অভিযোগে আরো ৭ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ৩ জন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগ হতে আজ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
এ নিয়ে মোট ৩৫ জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হলো। তাদের মধ্যে ১৫ জন ইউপি চেয়রম্যান, ১৯ জন ইউপি সদস্য এবং ১ জন জেলা পরিষদ সদস্য।
আজ সাময়িক বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা হলো বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউপি'র মোঃ নূরে আলম বেপারী, ভোলা জেলার সদর উপজেলার রাজাপুর ইউপি মোঃ মিজানুর রহমান খান, পটুয়াখালী জেলার সদর উপজেলার কমলাপুর ইউপি'র মোঃ মনির রহমান মৃধা, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউপি'র শাহ আল শফি আনসারী, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপি'র মোঃ সিদ্দিকুর রহমান মন্ডল, নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়লী ইউপি'র জারজিদ মোল্লা এবং কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী।
আজ সাময়িক বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদ সদস্যরা হলো- নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউপি'র ৮ নং ওয়ার্ডের মোঃ রফিকুল ইসলাম, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গলাচিপা ইউপি'র ২ নং ওয়ার্ডের সদস্য মহিউদ্দিন সোহেল এবং একই উপজেলার কেশবপুর ইউপি'র সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ লিপি বেগম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কটের সময় তাদের বিরুদ্ধে সরকারি ত্রাণের চাল আত্মসাৎ, জাটকা নিধনে বিরত থাকা জেলেদের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রি, সরকারি ত্রাণের চাল ভুয়া মাস্টাররোলে বিতরণ দেখিয়ে আত্মসাৎ, সরকারি ১০ টাকা কেজি দরে চাল বিতরণে ব্যাপক অনিয়ম, সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল নির্ধারিত পরিমাণে প্রদান না করা ও বিধিবহির্ভূতভাবে অন্যদের মাঝে বিতরণ ইত্যাদি অভিযোগ প্রমাণিত হয়েছে। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর সময় এলাকায় অবস্থান না করে বিনা অনুমতিতে বিদেশ গমন করেছেন এবং নেত্রকোনা জেলার গাঁওকান্দিয়া ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় সরকারি নির্দেশনা অমান্য করে ষাড়ের লড়াই আয়োজনের মাধ্যমে গণজমায়েত করে জন জীবনের জন্য ঝুঁকিপূর্ণ কাজ করেছেন।
তাদের কয়েকজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন।
স্থানীয় সরকার মন্ত্রী মো তাজুল ইসলাম ইতিপূর্বে ত্রাণ বিতরণে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন এবং এ বিষয়ে মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়।
#
মাহমুদুল/ফারহানা/রেজাউল/২০২০/২১২৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৬১
করোনা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলেও খাদ্য ঘাটতি হবে না
-- স্থানীয় সরকার মন্ত্রী
লাকসাম (কুমিল্লা), ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, করোনা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলেও সরকারের খাদ্য ও ত্রাণ তৎপরতার কোন ঘাটতি হবে না।পর্যাপ্ত প্রস্তুতি ও সক্ষমতা সরকারের রয়েছে। তিনি বলেন, মানুষের সচেতনতার অভাবে এখনো সামাজিক দূরত্ব কোথাও কোথাও নিশ্চিত হচ্ছে না। তবে এ বিষয়টি স্থানীয় সরকারের প্রতিনিধিরা মনিটরিং করছেন। সময়ের ব্যবধানে তা নিশ্চিত হবে বলে আশা করা যায়।
আজ কুমিল্লায় মন্ত্রী তার নির্বাচনী এলাকা লাকসাম ও মনোহরগঞ্জে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে চলমান ত্রাণ বিতরণ কার্যক্রমের তদারকি ও পর্যালোচনা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি মন্ত্রণালয় দায়িত্বশীল ভাবে করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছে। দ্রুতই আমরা করোনা মোকাবিলায় সফল হব। কৃষকের মাঠের ধান কাটতে সহযোগিতা করা দরকার। মাঠ পর্যায়ে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি-সহ সংশ্লিষ্টদের কাজের উৎসাহ দিতেইে তিনি নির্বাচনি এলাকায় এসেছেন বলে জানান। লাকসাম-মনোহরগঞ্জের প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।
#
মাহমুদুল/ফারহানা/রেজাউল/২০২০/২১০৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৬০
করোনা পরিস্থিতিতে কর্মহীন নৌ শ্রমিকদের ত্রাণ দিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনা পরিস্থিতিতে শিপার্স কাউন্সিল অভ্ বাংলাদেশের (এসসিবি) পক্ষে আজ কর্মহীন নৌ শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
সামাজিক দুরত্ব বজায় রেখে ঢাকা সদরঘাট টার্মিনাল ভবনে পাঁচশত প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
করোনা পরিস্থিতিতে সরকারের ত্রাণ সহায়তায় শিপার্স কাউন্সিল অভ্ বাংলাদেশ এগিয়ে এসেছে। এর আগে গত ১২ এপ্রিল নৌপরিবহন প্রতিমন্ত্রীর উপস্থিতিতে এসসিবি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নিকট দু’হাজার প্যাকেট এবং ১৯ এপ্রিল নৌপরিবহন প্রতিমন্ত্রী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের নিকট এক হাজার প্যাকেট ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটি’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, এসসিবির চেয়ারম্যান রেজাউল করিম এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহসান উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/ফারহানা/রেজাউল/২০২০/২১০৫ ঘণ্টা
Handout Number : 1459
MOFA facilitates repatriation of foreigners living in Bangladesh
and stranded Bangladeshi citizens from abroad
Dhaka, 23 April 2020:
The Ministry of Foreign Affairs (MOFA) has taken a range of measures following the outbreak of Coronavirus in December 2019.
MOFA has so far facilitated repatriation of 4422 foreigners living in Bangladesh including Bhutan, Malaysia, USA, Japan, Russia, Germany, Canada, Australia, Maldives, Turkey, UK, Singapore etc. Local Missions facilitated arranging chartered flights. In most cases, the passengers are of Bangladeshi origins and paid for their passages. The Foreigners who left mostly worked in various development projects and other professions whose projects are currently suspended. On the other hand, MOFA has facilitated repatriation of 1799 stranded Bangladeshi citizens from China, India, Nepal, Saudi Arabia, Sri Lanka, Thailand, Oman and Turkey including pilgrims, students, tourists, patients & attendants and businessmen. MOFA is fully committed to work under the overall guidance of Prime Minister Sheikh Hasina during the critical moment of the coronavirus outbreak.
Bangladesh Missions abroad are also instructed to look after the expatriate Bangladeshi community living abroad. Under the guidance of MOFA, Bangladesh Missions abroad have established ‘Hotline Numbers’ and many Missions formed ‘Pool of Doctors’ to provide online medical advice to the expatriate Bangladeshis. MOFA has dispensed funds for Bangladesh Missions abroad in coordination with the Ministry of Expatriate’s Welfare and Overseas Employment. Bangladesh Missions distributed food and necessary items among the Bangladesh community living in different countries, particularly in the Middle East with the allocated funds. MOFA, in cooperation with the Army have sent some gifts to few countries including Bhutan, Maldives, China, Kuwait, etc.
MOFA established a web page titled “COMBAT CORONA” on its website for providing telemedicine services, awareness raising and disseminating COVID-19 related information which is also connected with hotlines of the Embassies. MOFA has also created a "WhatsApp Envoys" group through which they disseminate/communicate information instantly.' In addition, Foreign Minister Dr. A. k. Abdul Momen has sent letters to the Foreign Minister’s or spoken over to many relevant countries and few letters have been sent jointly by Foreign Minister and Expatriate’s Welfare and Overseas Employment Minister.
Foreign Minister Dr. Momen urged the member states of OIC to give utmost importance on the issue of job retention of domestic and resident migrant workers. He also proposed to establish an OIC Covid-19 Response and Recovery Fund. Dr. Momen further requested to engage humanitarian organizations in Member States of OIC to provide sufficient financial assistance, medical support to the Muslim migrant workers from LDCs and developing countries until the impact of the epidemic is over and also to advocate for their job retention to ensure their healthy livelihoods.
MOFA has established a ‘Corona Coordination Cell’ headed by an Additional Foreign Secretary immediately after COVID-19 affected Bangladesh and started working closely with the Prime Minister’s Office and other relevant Ministries and agencies. As the fatality of the virus spread around the globe, MOFA started working in coordination with the Ministry of Health and Family Welfare, the Ministry of Home Affairs, the Ministry of Civil Aviation and tourism, the Ministry of Expatriate’s Welfare and Overseas Employment, Civil Aviation Authority, Directorate General of Health, Armed Forces Division, and Immigration Department.
Bangladesh Missions are sending daily reports to the Ministry on COVID-19 from their respective host countries.
#
Tohidul/Farhana/Rezaul/2020/2102 hours
তথ্যবিবরণী নম্বর : ১৪৫৮
এলাকার একজন মানুষও অনাহারে থাকবে না
-- পানিসম্পদ উপমন্ত্রী
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, করোনা ভাইরাস সংকটে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি এবং তাদের অসুবিধাগুলো স্বচক্ষে দেখে তা সমাধান করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, এলাকার একজন মানুষ ও অনাহারে বা চিকিৎসাভাবে থাকবে না।
আজ পঞ্চম ধাপে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ ও তহবিলে শরীয়তপুরে পর্যায়ক্রমে নড়িয়া ও সখিপুরের চরআত্রা, নওপাড়া ও কাচিকাটা ইউনিয়নে করোনা ভাইরাসের কারনে কর্মহীন ও হতদরিদ্র ১২শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে একথা বলেন উপমন্ত্রী।
ধান কাটা নিয়ে কৃষকদের আশ্বস্ত করে তিনি বলেন, ভূমখাড়া ও নলতা এলাকায় কৃষকদের ধান কাটতে সার্বিক সহযোগিতা করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তারা ইতোমধ্যে বিভিন্ন জমির ধান কাটা কাজ শুরু করেছে।
#
আসিফ/ফারহানা/রেজাউল/২০২০/২০২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৫৭
করোনা সংক্রামন মোকাবিলায় রমজান মাসে মসজিদে তারাবির নামাজ না আদায়ের অনুরোধ
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
করোনা সংক্রমণ পরিস্থিতিতে রমজান মাসে মুসুল্লিদের বাসায় তারাবির নামাজ আদায়ের অনুরোধ জানানো হয়েছে। তবে ১০ জন মুসুল্লী ও ২ জন হাফেজ সহ মোট ১২ জনের অংশগ্রহণে রমজান মাসে মসজিদসমুহে তারাবির নামাজ আদায়ের সুযোগ থাকবে। এর সাথে ইতোপুর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জারিকৃত মসজিদে জু'মা ও জামাতে নামাজ আদায় বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে।
এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোন ধরনের সমাবেশ করা যাবে না। এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা-সহ একটি সার্কুলার জারি করবে।
#
আনোয়ার/ফারহানা/রেজাউল/২০২০/২০২৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৫৬
মানুষের জীবন ও জীবিকা উভয়ই রক্ষা করতে হবে
-- তথ্যমন্ত্রী
চট্টগ্রাম, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
বৈশ্বিক দুর্যোগ করোনাভাইরাস মোকাবিলায় দেশের মানুষের জীবন ও জীবিকা উভয়ই রক্ষা করতে হবে', বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ।
আজ চট্টগ্রাম সার্কিট হাউজে কোভিড-১৯ পরিস্থিতিতে ত্রাণ ও অন্যান্য বিষয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয় সভাশেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘একইসাথে সরকারকে দুটি বিষয়ে ভাবতে হয়। জীবন যেমন রক্ষা করতে হবে, মানুষের জীবিকাও রক্ষা করতে হবে। এবিষয়েই আজকে আমরা বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেছি।’
তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সাথে সাথেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের নানাবিধ পদক্ষেপের কারণে আমাদের দেশের পরিস্থিতি সৃষ্টিকর্তার আশীর্বাদে এখনো অনেক উন্নত দেশের তুলনায় কিছুটা ভালো। তাই বলে সরকার বসে নেই, ভবিষ্যতে যেকোন পরিস্থিতি হতে পারে, সেজন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। যেসমস্ত দেশে নাজুক পরিস্থিতি হয়েছে, সেরকম হলে কি করতে হবে সে নিয়েও আমরা নানা প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করেছি। তারই অংশ আজকের এ সমন্বয় সভা।
সমগ্র বাংলাদেশে সরকারিভাবে দেশের একতৃতীয়াংশ মানুষকে সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে আজকে ১৭ লক্ষ টন খাদ্যশস্য মজুদ ছিল। ইতোমধ্যে ১ লক্ষ টন খাদ্য বিতরণ করা হয়েছে এবং আরো ৬ লাখ টন খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়েছে।
সরকারের ত্রাণ বিলি-বণ্টনে চট্টগ্রামের বিভিন্ন সংসদ সদস্যদের সম্পৃক্ত করা হচ্ছেনা, তাদের এড়িয়ে চলা হচ্ছে এমন ধরণের অসন্তোষ প্রকাশ করা হয়েছে এই দুরত্ব গুছিয়ে সমন্বয়টা নিশ্চিত হয়েছে কিনা' সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, আজকে একটি মাস দেশের সমস্ত কর্মকান্ড বন্ধ। বাংলাদেশে একটি মানুষও না খেয়ে মৃত্যুবরণ করেনি। এটিই হচ্ছে সরকারের সফলতা। সরকারি সাহায্যের বাইরে আমাদের সংসদ সদস্য, অন্যান্য জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অবস্থাসম্পন্ন বিত্তশালীরা সহায়তা দিচ্ছেন। সুতরাং সমস্ত কিছু সমন্বয় করার জন্যই আজকে এই বৈঠক হয়েছে।
তথ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভা সঞ্চালন করেন কোভিড-১৯ মোকাবিলায় চট্টগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।
ভিআইপিদের চিকিৎসায় আলাদা ব্যবস্থা নেই
দায়িত্বশীল সাংবাদিকতার আহবান তথ্যমন্ত্রীর
‘ভিআইপিদের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা- এধরণের একটা সংবাদ দু’একটি অনলাইনে প্রকাশ হয়েছিলো’, সাংবাদিকদের এমন প্রশ্নে ড. হাছান বলেন, ‘সরকারের এধরণের কোন সিদ্ধান্ত নেই এবং ছিলো না। এনিয়ে স্বাস্থ্যমন্ত্রী আজকে পরিস্কার করেছেন। আমি জানি, দু'একটি অনলাইনে এই ধরণের সংবাদ পরিবেশন করা হয়েছে। ভালোমত যাচাই না করে যারা এই ধরণের সংবাদ পরিবেশন করেছেন তারা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এই ধরণের দায়িত্বহীনতার পরিচয় দেওয়া দায়িত্বশীল সাংবাদিকতা নয়।’
‘আমি আশা করবো, দেশের এই দূর্যোগময় পরিস্থিতিতে আমরা সবাই নিজে নিজে দায়িত্বশীল আচরণ করবো এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও যত্নশীল হবো’ বলেন তথ্যমন্ত্রী।
রাতের আঁধারে ত্রাণ দিচ্ছে প্রশাসন - ভূমিমন্ত্রী
‘নিম্নআয়ের মানুষদের ত্রাণ দেয়া হলেও মধ্যবিত্ত শ্রেণীর ব্যাপারে কি ভাবা হচ্ছে’ এমন প্রশ্নে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে রাতের আঁধারে তাদের ঘরে ত্রাণ পৌছানো হচ্ছে। হয়তো সবার কাছে পৌঁছাচ্ছেনা। তবে, বাংলাদেশের মানুষের সামাজিক বন্ধনটা অনেক বেশি। এই সময়ে বোঝা যাচ্ছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এটা এই সংকটের মধ্যে প্রমাণ হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। মানুষকে কত দ্রুত স্বাভাবিক জীবনে ফেরত নেয়া যায় সেজন্য প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন।
সমন্বয় সভায় সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, এবিএম ফজলে করিম চৌধুরী, মোসলেম উদ্দিন আহমেদ, নজিবুল বাশার মাইজ ভান্ডারী, মোস্তাফিজুর রহমান, আবু রেজা নদভী, ওয়াসিকা আয়েশা খানম, খাদিজাতুল আনোয়ার সনি এবং বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির ও সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি প্রমুখ বক্তব্য রাখেন।
#
আকরাম/ফারহানা/রেজাউল/২০২০/২০১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৫৫
পরিবেশ মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে অতি দরিদ্র, দিনমজুর এবং করোনা ভাইরাসের সংক্রমণজনিত কারণে কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এবং মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন সামাজিক দুরত্ব বজায় রেখে এ ইফতার সামগ্রী বিতরণ করেন। বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ইফতারসামগ্রী বিতরণ উপলক্ষে পরিবেশ মন্ত্রী জানান, পবিত্র রমজান মাসে মৌলভীবাজারে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এই দুর্যোগে সবাই মিলে করোনা ভাইরাস মোকাবিলা করা হবে। সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, অতি জরুরি প্রয়োজনে বাইরে গেলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে।
উল্লেখ্য, ইতোপূর্বে, পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এর ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার ২৯৫০ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
#
দীপংকর/ফারহানা/রেজাউল/২০২০/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৫৪
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লক্ষ পরিবারকে প্রতিবছর মার্চ থেকে নভেম্বর এই ৫ মাস প্রতিমাসে ৩০ কেজি করে চাল প্রতি কেজি ১০ টাকা দরে বিতরণ করা হয়।
গত ২২ এপ্রিল সারাদেশে ৩ হাজার ১৮১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। মোট ভোক্তা সংখ্যা ছিল ১০ হাজার ৬৩৩ জন।
এছাড়া ওএমএস এর আওতায় ১০ টাকা দরে চাল বিতরণ করা হয়। গত ২১ এপ্রিল সারা দেশে ১১৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। ভোক্তা সংখ্যা ছিল ২৩ হাজার ২০০ জন।
#
সুমন/ফারহানা/রেজাউল/২০২০/১৯৩২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৫৩
চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ
-- নৌপরিবহন প্রতিমন্ত্রী
চট্টগ্রাম, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দর দেশের প্রাণকেন্দ্র। জাতীয় স্বার্থে চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
প্রতিমন্ত্রী আজ চট্টগ্রামে বন্দর ভবনের সভাকক্ষে করোনা ভাইরাসের চলমান পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের গৃহিত পদক্ষেপ ও ভবিষ্যত কর্মপ্রস্তুতি বিষয়ে বন্দর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, করোনা একটি বৈশ্বিক সমস্যা। চট্টগ্রাম বন্দর পণ্য ওঠানামার দায়িত্বে রয়েছে। বন্দরের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, যেখানে সহযোগিতার প্রয়োজন সেখানে তা করা হবে। বন্দরের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হবে। বন্দরে কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ সেদিকে খেয়াল রাখবে।
সভায় জানান হয় যে, বহির্নোঙরে ৩৩টি জাহাজ অপেক্ষমান আছে। সেগুলোতে ৩৬ হাজার কনটেইনার আছে। বন্দর থেকে অফডকে কনটেইনার পাঠিয়ে জাহাজ থেকে কনটেইনার নামাতে হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শেখ আবুল কালাম আজাদ, বন্দরের সদস্য মোঃ জাফর আলম ও বন্দর সচিব মোঃ ওমর ফারুক উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/ফারহানা/রেজাউল/২০২০/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৫২
কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলার জন্য ৬৪টি জেলায় এ পর্যন্ত শিশু খাদ্য-সহ অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য ৪৭ কোটি ৩৫ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা জিআর (ক্যাশ) নগদ এবং ৯৪ হাজার ৬ শত ৬৭ মেট্রিক টন জিআর চাল জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ প্রদান করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বরাদ্দকৃত এ সাহায্য দেশের সকল জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী আজ দেশে নতুন করে আরো ৪১৪ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ১৮৬ জন। এখন পর্