তথ্যবিবরণী নম্বর: ১৬৮৮
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি
ঢাকা, ২ অগ্রহায়ণ (১৭ নভেম্বর):
জাতীয় রাজস্ব বোর্ড কোম্পানি ব্যতীত সকল করদাতার, ২০২৪-২৫ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ৩০ নভেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ নির্ধারণ করেছে।
আজ জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে এ তথ্য জানানো হয়।
#
রফিকুল/মেহেদী/শিবলী/রানা/মোশারফ/শামীম/২০২৪/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬৮৭
একতাবদ্ধ হয়ে নারীর প্রতি সহিংসতামুক্ত দেশ গড়তে চাই
-- মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা
ঢাকা, ২ অগ্রহায়ণ (১৭ নভেম্বর):
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ’২৪ এর জুলাই বিপ্লব পরবর্তী প্রেক্ষাপটে একটি সুন্দর সমাজ তথা দেশ দেখতে চাই। একতাবদ্ধ হয়ে নারীর প্রতি সহিংসতা মুক্ত দেশ গড়তে চাই।
আজ বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমরা সাম্যের কথা ভাবি, ন্যায়ের কথা ভাবি কিন্তু নারী নির্যাতন ও সহিংসতা কমাতে পারিনি। এখনো দেশে ৪০ থেকে ৪৫ শতাংশ নারী সহিংসতার শিকার হচ্ছে। তিনি বলেন, এ সহিংসতা দূর করতে হবে, নজরদারিত্ব ও গবেষণার জায়গায় নিয়ে আসতে হবে। কিভাবে একতাবদ্ধ হয়ে নারীর প্রতি সহিংসতা মুক্ত দেশ গড়তে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির মাধ্যমে সততা ও আন্তরিকতার সাথে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে।
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইউএনডিপি, ইউএনএফপিএ, আইএলও, ব্র্যাক, সিরডাপ বাংলাদেশ, জুলাই-আগস্ট অভ্যুত্থানে অংশ নেওয়া সমন্বয়ক এবং বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
#
রফিকুল/মেহেদী/শিবলী/রানা/মোশারফ/শামীম/২০২৪/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬৮৬
নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করতে হবে
--- ভূমি উপদেষ্টা
ঢাকা, ২ অগ্রহায়ণ (১৭ নভেম্বর):
ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বিভাগীয় কমিশনাদেরকে মাঠ পর্যায়ে স্বচ্ছ ,জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করতে হবে। স্থানীয় পর্যায়ে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কর্মকাণ্ড নিবিড় তদারকি ও সমন্বয় সাধনেরও নির্দেশনা দেন তিনি।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সম্পর্কিত বিষয়াদি নিয়ে সকল বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ নির্দেশনা দেন।
ভূমি উপদেষ্টা বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিয়ে অধিকাংশ মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। সেবা প্রার্থী মানুষকে অনলাইনে নামজারি, হোল্ডিং নম্বর, ভূমি কর ও দাখিলা পদ্ধতিসহ সরকারের চলমান ডিজিটাইলেজেশন কার্যক্রম বিষয়ে ব্যপকভাবে সচেতন করতে হবে। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের যুগোপযোগী প্রশিক্ষণদান কর্মসূচি অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
আহসান/মেহেদী/রানা/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৯৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬৮৫
আজকের শিক্ষার্থীরা আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে
--- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়া, ২ অগ্রহায়ণ (১৭ নভেম্বর):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে শিক্ষার্থীরাই আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। রক্ত দিয়ে যারা নতুন স্বাধীনতা উপহার দিয়েছে সেই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে সকলের কাজ করতে হবে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীদের আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে।
আজ ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প আন্তঃস্কুল বিজ্ঞান উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা উল্লেখ করেন, খুদে বিজ্ঞানীরা বিজ্ঞান স্টলে যেভাবে যুদ্ধ বিমান, কৃষি, মৎস্য, বিদ্যুৎ, এমনকি সৌরবিদ্যুতের আধুনিক প্রযুক্তি-সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করছে তারাই একসময় বড় বিজ্ঞানীরূপে নিজেদের সক্ষমতার প্রমাণ দেবে। শিক্ষার্থীদের ছোটবেলায় থেকেই বিজ্ঞানী হওয়ার বাসনা থাকতে হবে। উপদেষ্টা প্রতিটি জেলাতে এ ধরনের বিজ্ঞান উৎসব করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করবেন বলে জানান।
উপদেষ্টা বলেন, ইতোপূর্বে শিক্ষাতে দুর্নীতি ও রাজনীতি মিশে যাওয়ার ফলে প্রকৃত শিক্ষা থেকে আমরা বঞ্চিত হয়েছি। অন্তর্বতীকালীন সরকার তরুণ প্রজন্মকে গড়ে তুলতে অত্যন্ত আন্তরিক। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, এ সরকারের প্রয়োজনীয় সময়টাকে কেউ যদি বিলম্ব মনে করে সেটা অন্য বিষয়। প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চাই না। সেটা সময় নির্ধারণ করবে। ডিসেম্বর মাস পার হতে দিন। কারণ অনেকগুলো সংস্কারের রিপোর্ট আসবে। তার প্রেক্ষিতে পরবর্তী ধাপ বোঝা যাবে।
ফরিদা আখতার বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে এটা যেন পূর্বের অবস্থায় ফিরে না যায়। পূর্বের যে অনাচার ছিল, অত্যাচার ছিল ও দুর্নীতি ছিল সেগুলো যেন কিছুটা হলেও আমরা ঠিক করে যেতে পারি।
এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (এআরডি)'র প্রধান উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমান রেজভীর সভাপতিত্বে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম প্রমুখ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত মৎস্য ও প্রাণিসম্পদ (পোল্ট্রি, ডেইরি ও গবাদিপশু) প্রান্তিক খামারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ভারতের বিষাক্ত পানি তিতাস নদীর পানিকে দূষিত করছে, এ বিষয়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
খামারিরা মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অত্যাধিক বিদ্যুৎ বিলের কথা বললে উপদেষ্টা বলেন, কৃষির মতো ভরতুকি মূল্যে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হয়েছে।
#
মামুন/মেহেদী/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬৮৪
উপদেষ্টা শারমীন এস মুরশিদের সাথে কমনওয়েলথ প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ২ অগ্রহায়ণ (১৭ নভেম্বর):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সাথে আজ মন্ত্রণালয়ের অফিস কক্ষে কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সেচি এর নেতৃত্বে প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে।
কমনওয়েলথের মহাসচিবকে অভিনন্দন জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে যে সুযোগ সৃষ্টি হয়েছে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, জুলাই, আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জনমানুষ জেগেছে বৈষম্যহীন মুক্ত মানবিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আকাক্সক্ষায়। নতুন এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। উপদেষ্টা বাংলাদেশের উন্নয়নে কমনওয়েলথ দেশগুলোর সহযোগিতা কামনা করেন।
বৈঠকে কমনওয়েলথের সহকারী মহাসচিব সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
#
রফিকুল/মেহেদী/রানা/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬৮৩
সহকারী শিক্ষকদের জন্য এই মুহূর্তে দশম গ্রেড বাস্তবসম্মত না, তবে প্রস্তাবটা অযৌক্তিক নয়
-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সিলেট, ২ অগ্রাহায়ণ (১৭ নভেম্বর)
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের দেশে যে প্রশাসনিক কাঠামো গড়ে উঠেছে; তারা যথেষ্ট নির্ভরযোগ্য ও দক্ষ। জুলাই-আগস্টের টালমাটাল অবস্থায়ও প্রশাসনিক কার্যক্রমের ছন্দে পরিবর্তন হয়নি, ভেঙে পড়েনি। জনগণ ট্যাক্স দেয়, তারা নিরাপত্তা চায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের নিরাপত্তা প্রদানে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।
উপদেষ্টা আজ সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিলেট বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান, ডিআইজি মোঃ মুশফেকুর রহমান ও পুলিশ কমিশনার মো. রেজাউল করিম।
উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষা ঠিক মতো না হলে গোড়ায় গলদ থেকে যায়। আপনারা প্রাথমিক শিক্ষা ঠিকমতো চলার ক্ষেত্রে ভূমিকা রাখবেন। এলজিইডি আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের ক্ষেত্রে জড়িত আছে। আপনারা সময়মত মানসম্মত অবকাঠামো তৈরি করবেন। প্রশাসন সেগুলো নজরদারিতে রাখবে। তিনি জানান, একটি গবেষণায় উঠে এসেছে-প্রাথমিক শিক্ষায় ময়মনসিংহ অঞ্চল থেকে সিলেট অঞ্চল পিছিয়ে আছে। আমাদের বিপুল জনশক্তি রয়েছে। জনশক্তিকে জনসম্পদে রূপান্তরে সিরিয়াসলি কোনো উদ্যোগ নেয়া হয়নি কখনও।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, বিগত কয়েক বছর থেকে পহেলা জানুয়ারি বই উৎসব আয়োজিত হচ্ছে। আমরা প্রস্তুতি নিচ্ছি জানুয়ারিতে বই দেয়ার। পরিবর্তিত পরিস্থিতিতে পাঠ্যপুস্তকে কিছুটা পরিমার্জন হয়েছে। প্রাথমিকের বই ছাপানোর ওয়ার্ক অর্ডার দেয়া হয়েছে। আশা করি জানুয়ারিতে প্রাথমিকের বই পৌঁছে দিতে পারব। সহকারী শিক্ষকগণ ১৩তম গ্রেডে আছেন। তারা দশম গ্রেড চাচ্ছেন। প্রধান শিক্ষকরা এখনো দশম গ্রেড পাননি। সহকারী শিক্ষকদের জন্য এই মুহূর্তে দশম গ্রেড বাস্তবসম্মত না, তবে প্রস্তাবটা অযৌক্তিক নয়। প্রধান শিক্ষকদের গ্রেড ১১তম। সহকারী শিক্ষকরা পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হন। তখন গ্রেড পরিবর্তন হবে। আশা করি একদিন পাবেন। এ মুহূর্তে বাস্তবসম্মত নয়। সহকারী প্রধান শিক্ষকের ৯ হাজার ৫৭২টি পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। সেখানে সহকারী শিক্ষকরা শতভাগ পদোন্নতি পাবেন।
উপদেষ্টা পরে একই স্থানে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
এরপর উপদেষ্টা সিলেটে গ্র্যান্ড হোটেলে ‘ওয়ার্কশপ অন ডিজাইনিং ফর দ্য নেক্সট সেক্টর প্রোগ্রাম পিইডিপি-৫’ এ বক্তৃতা করেন। পরে উপদেষ্টা সিলেট পিটিআই পরিদর্শন।
#
জাহাঙ্গীর/ফাতেমা/সুবর্ণা/আলী/মাসুম/২০২৪/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৮২
প্রধান উপদেষ্টার পক্ষে ১৯ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক
গ্ৰহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা
ঢাকা, ২ অগ্রহায়ণ (১৭ নভেম্বর):
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ প্রধান উপদেষ্টার পক্ষে মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ১৯ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক গ্ৰহণ করেন।
এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম।
উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২৩৪টি চেক, পে-অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে এ পর্যন্ত ৯৭ কোটি ৪৮ লাখ ৯ হাজার ২০৩ টাকার অনুদান গ্ৰহণ করেন।
#
এনায়েত/ফাতেমা/সুবর্ণা/আলী/আসমা/২০২৪/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬৮১
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে প্রধান উপদেষ্টার বাণী
ঢাকা, ২ অগ্রহায়ণ (১৭ নভেম্বর) :
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ১৭ নভেম্বর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
“মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আজীবন কাজ করে গেছেন। পাকিস্তানি ঔপনিবেশিক শাসকদের অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে তিনি ছিলেন উচ্চকণ্ঠ। বাঙালি জাতিসত্ত্বা বিকাশে তাঁর অনেক অবদান রয়েছে। শোষণ, বঞ্চনাহীন ও প্রগতিশীল, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। মাওলানা ভাসানী একজন দল ও ধর্মনিরপেক্ষ মানবতাবাদী নেতা ছিলেন। তিনি চিরকাল অবহেলিত-নিপীড়িত-বঞ্চিতদের পক্ষে অবস্থান নিয়েছেন।
ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের।
আমি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বিদেহ আত্মার মাগফেরাত কামনা করছি।”
#
আশরোফা/ফাতেমা/সুর্বণা/আলী/শফিক/২০২৪/১৫৩০ ঘন্টা
Handout Number: 1680
UK Under-Secretary of State for the Indo-Pacific
Catherine West calls on Foreign Adviser
Dhaka, 17 November
Catherine West, the Parliamentary Under-Secretary of State for the Indo-Pacific of the United Kingdom met with the Foreign Adviser Md. Touhid Hossain, at the Ministry of Foreign Affairs today. The meeting featured discussion on major bilateral issues, ranging from the priorities of British and Bangladesh governments.
Foreign Adviser Touhid Hossain thanked the UK government for its continued support to Bangladesh’s interim government, acknowledging the UK’s role in ensuring political stability and democratic progress. He emphasized that the interim Government of Bangladesh is a reflection of the aspirations of the people, particularly the nation’s youth and sought support from the UK for the reform initiatives of the Bangladesh Government.
Under-Secretary Catherine West conveyed the warm greetings of British Prime Minister Sir Keir Starmer and Foreign Secretary David Lammy. She reaffirmed the UK’s commitment to strengthening ties with Bangladesh and underscored the UK Government’s priorities on different areas including migration, maritime cooperation and cyber security.
Adviser Hossain sought the international community’s support for the Rohingyas and said the only solution to this crisis lies in the safe and sustainable return of the Rohingyas to their homeland in Myanmar. Under-Secretary Catherine West reiterated the UK’s strong position to resolve the Rohingya crisis and stressed on the importance of continued humanitarian assistance to the Rohingyas.
With regard to the Point-based Immigration System, the Foreign Adviser called for the arrangement of mutual recognition of qualifications. He also raised concerns over the illicit flow of Bangladesh’s stolen wealth abroad, urging greater efforts to address the issue of asset recovery. He called for stronger cooperation with the UK to trace and return these assets to Bangladesh, a matter that remains high on the government’s agenda. Catherine West assured the Foreign Adviser of all possible cooperation in this regard.
Both sides committed to carry forward the robust cooperation and further strengthen the bilateral relationship between Bangladesh and the United Kingdom.
The British Minister Catherine West is in Dhaka for a two-day official visit.
#
Kamrul/Fatema/Subarna/Ali/Masum/2024/1510 hour