তথ্যবিবরণী নম্বর : ২৭৪৭
মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
উখিয়া (কক্সবাজার), ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে।
উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ৪২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৭৯ ট্রাকের মাধ্যমে ১৬০ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৩৩ হাজার ৭ শত ৯৫ প্যাকেট শুকনো খাবার, ৩ হাজার ৯ শত ১০ প্যাকেট শিশুখাদ্য, ৩ হাজার প্যাকেট রান্না করা খাবার, ১ হাজার ৫ শত ৬০ পিস পোশাক, ৬ হাজার ৬ শত ২০ পিস গৃহস্থালিসামগ্রী, ৫ শত পিস স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরির সামগ্রী, ৪ শত ৫০ পিস নির্মাণসামগ্রী, ২ হাজার ২ শত ৮০ পিস অন্য সামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
#
সাইফুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৪৬
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
উখিয়া (কক্সবাজার), ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৬টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
আজ কুতুপালং-১ ক্যাম্পে ১ হাজার ৭ শত ৫৩ জন পুরুষ ও ১ হাজার ৬ শত ৫৭ জন নারী মিলে ৩ হাজার ৪ শত ১০ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৫ শত ৭৩ জন পুরুষ ও ৯ শত ৭৭ জন নারী মিলে ১ হাজার ৫ শত ৫০ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৬ শত ৫১ জন পুরুষ ও ৮ শত ৮১ জন নারী মিলে ১ হাজার ৫ শত ৩২ জন, থাইংখালী ক্যাম্পে ১ হাজার ২ শত ৯৯ জন পুরুষ ও ৬ শত ৬০ জন নারী মিলে ১ হাজার ৯ শত ৫৯ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ১ শত ৪৪ জন পুরুষ ও ১ হাজার ১৬ জন নারী মিলে ২ হাজার ১ শত ৬০ জন, লেদা ক্যাম্পে ১ হাজার ৮৮ জন পুরুষ ও ১ হাজার ৫ শত ২৮ জন নারী মিলে ২ হাজার ৬ শত ১৬ জন এবং পুরোদিনে ৬টি কেন্দ্রে মোট ১৩ হাজার ২ শত ২৭ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ২ লাখ ১২ হাজার ১ শত ৫৮ জনের নিবন্ধন করা হয়েছে।
#
সাইফুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৪৫
শিল্পীরা সমাজ সংস্কারে প্রগতিশীল ভূমিকা পালন করে থাকেন
--- আসাদুজ্জামান নূর
ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শিল্পীরা যুগে যুগে সমাজ পরিবর্তনে ও সংস্কারে প্রগতিশীল ভূমিকা পালন করে আসছেন। বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব ধরনের
আন্দোলন-সংগ্রামে তাঁরা প্রগতিশীল ভূমিকা পালন করেছেন, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছেন। তাঁদের এ প্রতিবাদী কণ্ঠস¦র আরো জোরালো করা দরকার।
মন্ত্রী আজ ঢাকায় ধানমন্ডির দৃক গ্যালারিতে রাঙামাটির লংগদু উপজেলায় সাম্প্রদায়িক আক্রমণের শিকার চাকমা নৃগোষ্ঠীর সাহায্যার্থে ‘ফিনিক্স অভ্ লংগদু’ শীর্ষক তহবিল গঠনমূলক প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনাচরণ, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কাজ করে যাচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশগামী প্রতিটি সাংস্কৃতিক দলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব রাখা হচ্ছে।
বাংলাদেশ ইন্ডিজেনাস ফোরামের টেকনোক্র্যাট চেয়ার প্রফেসর মিসবাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিনসেন্ট ভিভেনসিও তেজামো বেন্দিলো, ইন্ডিজেনাস পিপলস বিষয়ক ককাসের সদস্য ইয়াসিন আলী এমপি, পার্বত্য চট্টগ্রাম কমিশনের সদস্য ইফতেখারুজ্জামান, দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহীদুল আলম, এটিএন বাংলার প্রধান উপদেষ্টা নওয়াজিশ আলী খান ও বাংলাদেশ ইন্ডিজেনাস ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।
উল্লেখ্য, গত ২ জুন ২০১৭ তারিখে বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা সম্প্রদায়ের লোকজন রাঙামাটির লংগদু উপজেলায় সাম্প্রদায়িক হামলার শিকার হয়। এতে তিনটি গ্রামের ২২৪টি বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায় এবং প্রায় ৪০০টি পরিবারের জানমাল ও সহায়-সম্পত্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে মানবিক দিক বিবেচনা করে ও বাংলাদেশের সংবিধানের ধর্মনিরেপক্ষতার বাণীকে সমুন্নত রাখতে আক্রান্ত পরিবারসমূহের সাহায্যার্থে ‘ফিনিক্স অভ্ লংগদু’ শীর্ষক তহবিল গঠনমূলক প্রদর্শনীর আয়োজন করা হয়।
টেরাকোটা ক্রিয়েটিভসের আয়োজনে প্রদর্শনীতে ফটোগ্রাফি, পেইন্টিং, ইনস্টলেশন ও পারফর্মিং আর্ট, প্রকাশনা, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের খাবার ও তাঁদের ব্যবহƒত বিভিন্ন ঐতিহ্যবাহী সামগ্রী থাকছে।
#
ফয়সল/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/২১১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৪৪
চাই স্বাস্থ্যবান্ধব কৃষি, নিরাপদ খাদ্য
--- তথ্যমন্ত্রী
ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সুস্থ জাতি গড়তে স্বাস্থ্যবান্ধব কৃষি ও নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। আর এজন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকল সংস্থাকে আরো এগিয়ে আসতে হবে।
মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে নিরাপদ খাদ্য ব্যবস্থায় বিনিয়োগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বেসরকারি সংস্থা বাংলাদেশ সেফ এগ্রো ফুড ইফোর্টস (বিসেফ) ফাউন্ডেশন ও উন্নয়ন ধারা যৌথভাবে এর আয়োজন করে।
মন্ত্রী বলেন, সাশ্রয়ী মূল্যে নিরাপদ উপকরণ ব্যবহার করে পুষ্টিসম্মত কৃষিপণ্যের উৎপাদন বাড়াতে যে অর্থায়ন ও গবেষণা প্রয়োজন সেদিকে লক্ষ্য রাখা দরকার। মনে রাখতে হবে খাদ্যকে নিরাপদ করতে জমির স্বাস্থ্যরক্ষা আবশ্যক। জাতির পিতা দেশে কৃষি বিপ্লবের সূচনা করেছেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে রাষ্ট্রের ভূমিকা নতুন করে নির্ধারণ করেছেন বলেই নিরাপদ খাদ্য অধিকার ও স্বাস্থ্যবান্ধব কৃষি পদ্ধতি বাস্তবায়নে সরকার অগ্রণী ভূমিকা নিয়েছে।
কৃষি বিজ্ঞানী ড. জয়নুল আবেদীনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় হুইপ ও কৃষি মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নূরুল ইসলাম ওমর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ওয়ারেছ কবীর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার খাদ্য নিরাপত্তা কর্মসূচির জ্যেষ্ঠ জাতীয় পরামর্শক অধ্যাপক ডা. শাহ মুনির হোসেন। অন্যান্যের মধ্যে ড. এস এম মনোয়ার হোসেন, অধ্যাপক ড. লতিফুর বারী, ড. মোঃ রফিকুল ইসলাম নির্ধারিত আলোচনায় অংশ নেন। কৃষিবিদ শহীদুল ইসলাম সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
#
আকরাম/মাহমুদ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৪৩
নির্বাচন ভ-ুলের জন্যই সহায়ক সরকারের প্রস্তাব
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনের ঘরে ঢোকার নামে নির্বাচন ভ-ুল করাই একটি দলের মূল উদ্দেশ্য। সহায়ক সরকারের নামে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে তারা।
আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুতনয় শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নৃশংসভাবে শহীদ ‘শেখ রাসেল’কে গভীর মমতায় স্মরণ করে হাসানুল হক ইনু বলেন, খুনি চক্র বঙ্গবন্ধুকে সপরিবারে এমনকি শিশুপুত্র শেখ রাসেলসহ হত্যা করে প্রকৃতপক্ষে বাঙালি জাতির আত্মাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু জাতির আত্মাকে হত্যা করা যায় না। এ কারণেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশকে উল্টো পথে নিয়ে যাবার জন্য জাতিকে অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিল, যাতে বাঙালি জাতি কখনই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তারা খুনি রাজাকারদের পুনর্বাসন করেছিল আর রবীন্দ্রনাথ-নজরুলকে নির্বাসনে পাঠিয়েছিল। এদের হাত থেকে দেশরক্ষায় আর কোনো রাজাকার সমর্থিত সরকার আসতে দেয়া যাবে না। একবার মুক্তিযোদ্ধা, আরেকবার রাজাকারের সরকার-রাজনীতির এই চেয়ার বদল খেলা এবারেই চিরতরে বন্ধ করতে হবে।
সভাশেষে যুবলীগ চেয়ারম্যান তার সম্পাদিত ‘শেখ রাসেল: আমাদের ভালোবাসা’ গ্রন্থটি তথ্যমন্ত্রীর হাতে তুলে দেন।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৪২
রাসায়নিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে বাংলাদেশ কাজ করছে
--- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কৃষি, শিল্প ও অন্যান্য ক্ষেত্রে রাসায়নিক দ্রব্যের গুরুত্ব এবং একই সাথে এর অপব্যবহারের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করে সঠিক করণীয় নির্ধারণ করতে হবে। রাসায়ানিক দ্রব্যের নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে রাসায়নিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে বাংলাদেশ অন্যান্য দেশের সাথে একযোগে কাজ করছে।
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় হোটেল রেডিসনে রাসায়নিক অস্ত্র কনভেনশন-এর বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ এবং অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অভ্ কেমিক্যাল উইপন্স কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘অফাধহপবফ ঈযবসরপধষ ঝধভবঃু ধহফ ঝবপঁৎরঃু গধহধমবসবহঃ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতার এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ রাসায়ানিক দ্রব্যের শান্তিপূর্ণ ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। অসাবধানতার কারণে বিভিন্ন সময়ে রাসায়নিক দুর্ঘটনা ঘটে থাকে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। রাসায়নিক দ্রব্যের নিরাপদ এবং সদ্ব্যবহার নিশ্চিত করতে সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। দেশে পারমাণবিক চুল্লি নির্মাণের কাজ চলছে। এর সদ্ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, সেমিনারে অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অভ্ কেমিক্যাল উইপন্স সদস্যরাষ্ট্রসমূহ থেকে
১৭ জন এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ২০ জন প্রতিনিধি অংশ নিচ্ছে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অভ্ কেমিক্যাল উইপন্স এর ডেপুটি ডিরেকটর জেনারেল হামিদ আলী রাও। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাসায়নিক অস্ত্র কনভেনশন-এর বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান।
#
বকসী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৪১
বাংলাদেশের সৌরভ ও গৌরব বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে
--- বিমান ও পর্যটন মন্ত্রী
ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পাহাড়, নদী, সমুদ্র, সমতলবেষ্টিত পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের যেমন লীলাভূমি তেমনি ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ এ ভূখ-ের মানুষকে দিয়েছে অনন্য মহিমা। বাংলাদেশের এ সৌরভ ও গৌরবের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে এবং এর মধ্য দিয়ে এ দেশকে একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
মন্ত্রী আজ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) মিলনায়তনে এক প্রেস ব্রিফিং ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, পয়লা বৈশাখ, ২১শে ফেব্রুয়ারি, অমর একুশের বইমেলা, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের জন¯্রােতকে ট্যুরিস্ট প্রোডাক্টে পরিণত করতে সরকার নানামুখী প্রচারণা চালাচ্ছে। বিশ্বব্যাপী বাংলাদেশকে ছড়িয়ে দিতে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশকে তুলে ধরতে মোটরবাইকে পশ্চিমবঙ্গ ভ্রমণকারী পর্যটক দম্পতি আলমগীর আহমেদ চৌধুরী ও চৌধুরানী দিপালী আহমেদ তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।
#
তুহিন/মাহমুদ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৪০ঘণ্টা