Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ অক্টোবর ২০১৭

তথ্যবিবরণী ১৮ অক্টোবর ২০১৭

তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ২৭৪৭

মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত

উখিয়া (কক্সবাজার), ৩ কার্তিক (১৮ অক্টোবর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে।

        উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ৪২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৭৯ ট্রাকের মাধ্যমে ১৬০ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৩৩ হাজার ৭ শত ৯৫ প্যাকেট শুকনো খাবার, ৩ হাজার ৯ শত ১০ প্যাকেট শিশুখাদ্য, ৩ হাজার প্যাকেট রান্না করা খাবার, ১ হাজার ৫ শত ৬০ পিস পোশাক, ৬ হাজার ৬ শত ২০ পিস গৃহস্থালিসামগ্রী,  ৫ শত পিস স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরির সামগ্রী, ৪ শত ৫০ পিস নির্মাণসামগ্রী, ২ হাজার ২ শত ৮০ পিস অন্য সামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  

#

সাইফুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ২৭৪৬

মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে

উখিয়া (কক্সবাজার), ৩ কার্তিক (১৮ অক্টোবর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৬টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

আজ কুতুপালং-১ ক্যাম্পে ১ হাজার  ৭ শত ৫৩ জন পুরুষ ও ১ হাজার ৬ শত ৫৭ জন নারী মিলে ৩ হাজার ৪ শত ১০ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৫ শত ৭৩ জন পুরুষ ও ৯ শত ৭৭ জন নারী মিলে ১ হাজার ৫ শত ৫০ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৬ শত ৫১ জন পুরুষ ও ৮ শত ৮১ জন নারী মিলে ১ হাজার ৫ শত ৩২ জন, থাইংখালী ক্যাম্পে ১ হাজার ২ শত ৯৯ জন পুরুষ ও ৬ শত ৬০ জন নারী মিলে ১ হাজার ৯ শত ৫৯ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ১ শত ৪৪ জন পুরুষ ও ১ হাজার ১৬ জন নারী মিলে ২ হাজার ১ শত ৬০ জন, লেদা ক্যাম্পে ১ হাজার ৮৮ জন পুরুষ ও ১ হাজার ৫ শত ২৮ জন নারী মিলে ২ হাজার ৬ শত ১৬ জন এবং পুরোদিনে ৬টি কেন্দ্রে মোট ১৩ হাজার ২ শত ২৭ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ২ লাখ ১২ হাজার ১ শত ৫৮ জনের নিবন্ধন করা হয়েছে।

#

সাইফুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২৭৪৫

শিল্পীরা সমাজ সংস্কারে প্রগতিশীল ভূমিকা পালন করে থাকেন
                                           --- আসাদুজ্জামান নূর

ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শিল্পীরা যুগে যুগে সমাজ পরিবর্তনে ও সংস্কারে প্রগতিশীল ভূমিকা পালন করে আসছেন। বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব ধরনের 
আন্দোলন-সংগ্রামে তাঁরা প্রগতিশীল ভূমিকা পালন করেছেন, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছেন। তাঁদের এ প্রতিবাদী কণ্ঠস¦র আরো জোরালো করা দরকার।
মন্ত্রী আজ ঢাকায় ধানমন্ডির দৃক গ্যালারিতে রাঙামাটির লংগদু উপজেলায় সাম্প্রদায়িক আক্রমণের শিকার চাকমা নৃগোষ্ঠীর সাহায্যার্থে ‘ফিনিক্স অভ্ লংগদু’ শীর্ষক তহবিল গঠনমূলক প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনাচরণ, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কাজ করে যাচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশগামী প্রতিটি সাংস্কৃতিক দলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব রাখা হচ্ছে।
বাংলাদেশ ইন্ডিজেনাস ফোরামের টেকনোক্র্যাট চেয়ার প্রফেসর মিসবাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিনসেন্ট ভিভেনসিও তেজামো বেন্দিলো, ইন্ডিজেনাস পিপলস বিষয়ক ককাসের সদস্য ইয়াসিন আলী এমপি, পার্বত্য চট্টগ্রাম কমিশনের সদস্য ইফতেখারুজ্জামান, দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহীদুল আলম, এটিএন বাংলার প্রধান উপদেষ্টা নওয়াজিশ আলী খান ও বাংলাদেশ ইন্ডিজেনাস ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।
উল্লেখ্য, গত ২ জুন ২০১৭ তারিখে বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা সম্প্রদায়ের লোকজন রাঙামাটির লংগদু উপজেলায় সাম্প্রদায়িক হামলার শিকার হয়। এতে তিনটি গ্রামের ২২৪টি বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায় এবং প্রায় ৪০০টি পরিবারের জানমাল ও সহায়-সম্পত্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে মানবিক দিক বিবেচনা করে ও বাংলাদেশের সংবিধানের ধর্মনিরেপক্ষতার বাণীকে সমুন্নত রাখতে আক্রান্ত পরিবারসমূহের সাহায্যার্থে ‘ফিনিক্স অভ্ লংগদু’ শীর্ষক তহবিল গঠনমূলক প্রদর্শনীর আয়োজন করা হয়।
টেরাকোটা ক্রিয়েটিভসের আয়োজনে প্রদর্শনীতে ফটোগ্রাফি, পেইন্টিং, ইনস্টলেশন ও পারফর্মিং আর্ট, প্রকাশনা, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের খাবার ও তাঁদের ব্যবহƒত বিভিন্ন ঐতিহ্যবাহী সামগ্রী থাকছে।
#
ফয়সল/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/২১১০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৭৪৪

চাই স্বাস্থ্যবান্ধব কৃষি, নিরাপদ খাদ্য 
                       --- তথ্যমন্ত্রী 

ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সুস্থ জাতি গড়তে স্বাস্থ্যবান্ধব কৃষি ও নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। আর এজন্য  সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকল সংস্থাকে আরো এগিয়ে আসতে হবে।
মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে নিরাপদ খাদ্য ব্যবস্থায় বিনিয়োগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বেসরকারি সংস্থা বাংলাদেশ সেফ এগ্রো ফুড ইফোর্টস (বিসেফ) ফাউন্ডেশন ও উন্নয়ন ধারা যৌথভাবে এর আয়োজন করে। 
মন্ত্রী বলেন, সাশ্রয়ী মূল্যে নিরাপদ উপকরণ ব্যবহার করে পুষ্টিসম্মত কৃষিপণ্যের  উৎপাদন বাড়াতে যে অর্থায়ন ও গবেষণা প্রয়োজন সেদিকে লক্ষ্য রাখা দরকার। মনে রাখতে হবে খাদ্যকে নিরাপদ করতে জমির স্বাস্থ্যরক্ষা আবশ্যক। জাতির পিতা দেশে কৃষি বিপ্লবের সূচনা করেছেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে রাষ্ট্রের ভূমিকা নতুন করে নির্ধারণ করেছেন বলেই নিরাপদ খাদ্য অধিকার ও স্বাস্থ্যবান্ধব কৃষি পদ্ধতি বাস্তবায়নে সরকার অগ্রণী ভূমিকা নিয়েছে।
কৃষি বিজ্ঞানী ড. জয়নুল আবেদীনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় হুইপ ও কৃষি মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নূরুল ইসলাম ওমর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ওয়ারেছ কবীর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার খাদ্য নিরাপত্তা কর্মসূচির জ্যেষ্ঠ জাতীয় পরামর্শক অধ্যাপক ডা. শাহ মুনির হোসেন। অন্যান্যের মধ্যে ড. এস এম মনোয়ার হোসেন, অধ্যাপক ড. লতিফুর বারী, ড. মোঃ রফিকুল ইসলাম নির্ধারিত আলোচনায় অংশ নেন। কৃষিবিদ শহীদুল ইসলাম সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
#
আকরাম/মাহমুদ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ২৭৪৩

নির্বাচন ভ-ুলের জন্যই সহায়ক সরকারের প্রস্তাব
                -- তথ্যমন্ত্রী

ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনের ঘরে ঢোকার নামে নির্বাচন ভ-ুল করাই একটি দলের মূল উদ্দেশ্য। সহায়ক সরকারের নামে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে তারা।

    আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুতনয় শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

    পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নৃশংসভাবে শহীদ ‘শেখ রাসেল’কে গভীর মমতায় স্মরণ করে হাসানুল হক ইনু বলেন, খুনি চক্র বঙ্গবন্ধুকে সপরিবারে এমনকি শিশুপুত্র শেখ রাসেলসহ হত্যা করে প্রকৃতপক্ষে বাঙালি জাতির আত্মাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু জাতির আত্মাকে হত্যা করা যায় না। এ কারণেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশকে উল্টো পথে নিয়ে যাবার জন্য জাতিকে অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিল, যাতে বাঙালি জাতি কখনই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তারা খুনি রাজাকারদের পুনর্বাসন করেছিল আর রবীন্দ্রনাথ-নজরুলকে নির্বাসনে পাঠিয়েছিল। এদের হাত থেকে দেশরক্ষায় আর কোনো রাজাকার সমর্থিত সরকার আসতে দেয়া যাবে না। একবার মুক্তিযোদ্ধা,  আরেকবার  রাজাকারের সরকার-রাজনীতির এই চেয়ার বদল খেলা এবারেই চিরতরে বন্ধ করতে হবে।

    সভাশেষে যুবলীগ চেয়ারম্যান তার সম্পাদিত ‘শেখ রাসেল: আমাদের ভালোবাসা’ গ্রন্থটি তথ্যমন্ত্রীর হাতে তুলে দেন।
    
#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৭৪২

রাসায়নিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে বাংলাদেশ কাজ করছে
                                                   --- বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কৃষি, শিল্প ও অন্যান্য ক্ষেত্রে রাসায়নিক দ্রব্যের গুরুত্ব এবং একই সাথে এর অপব্যবহারের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করে সঠিক করণীয় নির্ধারণ করতে হবে। রাসায়ানিক দ্রব্যের নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে রাসায়নিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে বাংলাদেশ অন্যান্য দেশের সাথে একযোগে কাজ করছে।
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় হোটেল রেডিসনে রাসায়নিক অস্ত্র কনভেনশন-এর বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ এবং অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অভ্ কেমিক্যাল উইপন্স কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘অফাধহপবফ ঈযবসরপধষ ঝধভবঃু ধহফ ঝবপঁৎরঃু গধহধমবসবহঃ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতার এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ রাসায়ানিক দ্রব্যের শান্তিপূর্ণ ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। অসাবধানতার কারণে বিভিন্ন সময়ে রাসায়নিক দুর্ঘটনা ঘটে থাকে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। রাসায়নিক দ্রব্যের  নিরাপদ এবং সদ্ব্যবহার নিশ্চিত করতে সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। দেশে পারমাণবিক চুল্লি নির্মাণের কাজ চলছে। এর সদ্ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, সেমিনারে অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অভ্ কেমিক্যাল উইপন্স সদস্যরাষ্ট্রসমূহ থেকে 
১৭ জন এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ২০ জন প্রতিনিধি অংশ নিচ্ছে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অভ্ কেমিক্যাল উইপন্স এর ডেপুটি ডিরেকটর জেনারেল হামিদ আলী রাও। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাসায়নিক অস্ত্র কনভেনশন-এর বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান।
#
বকসী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৭৪১


বাংলাদেশের সৌরভ ও গৌরব বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে 
                                         --- বিমান ও পর্যটন মন্ত্রী

ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পাহাড়, নদী, সমুদ্র, সমতলবেষ্টিত পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের যেমন লীলাভূমি তেমনি ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ এ ভূখ-ের মানুষকে দিয়েছে অনন্য মহিমা। বাংলাদেশের এ সৌরভ ও গৌরবের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে এবং এর মধ্য দিয়ে এ দেশকে একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
মন্ত্রী আজ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) মিলনায়তনে এক প্রেস ব্রিফিং ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
মন্ত্রী বলেন, পয়লা বৈশাখ, ২১শে ফেব্রুয়ারি, অমর একুশের বইমেলা, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের জন¯্রােতকে ট্যুরিস্ট প্রোডাক্টে পরিণত করতে সরকার নানামুখী প্রচারণা চালাচ্ছে। বিশ্বব্যাপী বাংলাদেশকে ছড়িয়ে দিতে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। 
অনুষ্ঠানে বাংলাদেশকে তুলে ধরতে মোটরবাইকে পশ্চিমবঙ্গ ভ্রমণকারী পর্যটক দম্পতি আলমগীর আহমেদ চৌধুরী ও চৌধুরানী দিপালী আহমেদ তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। 
#
তুহিন/মাহমুদ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৪০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৭৪০
 
রোহিঙ্গাদের স্যানিটেশন ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ
২ লাখ লোকের রেজিস্ট্রেশন ও সম্পূর্ণ এলাকায় বিদ্যুতায়ন সম্পন্ন
 
কুতুপালং, কক্সবাজার, ৩ কার্তিক (১৮ অক্টোবর)  :      
বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের স্যানিটেশন ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ প্রদান করা হয়েছে। পঁয়ত্রিশ হাজার স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ করা হবে ক্যাম্পে। এর মধ্যে ৯ হাজার ল্যাট্রিন নির্মাণ করা হয়েছে। ৪ হাজার টিউবওয়েলের মধ্যে সহ¯্রাধিক টিউবওয়েল স্থাপন করা হয়েছে। 
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আজ উখিয়া ডিগ্রি কলেজ মাঠে খাদ্য পরিস্থিতি পরিদর্শন ও কুতুপালং শরণার্থীক্যাম্পে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন। 
 
মায়া চৌধুরী জানান, তাদের সাড়ে পাঁচলাখ লোকের খাদ্যের দায়িত্ব নিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা। লক্ষাধিক লোকের খাদ্যের ব্যবস্থা করছে দেশি বিদেশি এনজিও। বাকি খাদ্য সরকার ও বিভিন্ন সংস্থা থেকে প্রেরিত ত্রাণ সামগ্রী থেকে মিটানো হচ্ছে। তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ২ লাখ লোকের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সকল রেজিস্ট্রেশন সম্পন্ন করা সম্ভব হবে।
 
মন্ত্রী বলেন, ক্যাম্প এলাকায় ৯ কিলোমিটার বিদ্যুতের নতুন লাইন নির্মাণ করা হয়েছে। ক্যাম্প এলাকায় স্ট্রিট ল্যাম্প ও ফ্লাড লাইট লাগানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত
৭ হাজার গর্ভবতী মহিলাকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ৬৫৩ জন শিশু জন্মগ্রহণ করেছে। ২৪ জন এইচআইভি রোগীর সন্ধান পাওয়া গেছে এবং ৮ জন ম্যালেরিয়ার রোগী পাওয়া গেছে। ৬ লাখ ৭৯ হাজার লোককে কলেরার ভ্যাকসিন খাওয়ানো হয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত ১৬,৮৩৩ জন এতিমশিশুর সন্ধান পাওয়া গেছে। অনুসন্ধান প্রক্রিয়া অব্যাহত রয়েছে। রোহিঙ্গা বিষয়ক সকল তথ্যের নির্ভুলতা ও গণমাধ্যমের তথ্যপ্রাপ্তি সহজতর করার জন্য মিডিয়া সেন্টার থেকে প্রতিদিন ব্রিফ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
 
তিনি বলেন, মানুষ মানুষের জন্য। সভ্যতা বিকাশের এমন সময়ে সভ্যসমাজ চোখের সামনে কোনো লোককে গুলির মুখে ঠেলে দিতে পারেনা। তাই প্রধানমন্ত্রী কষ্টকর হওয়া সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিশ্বসমাজ রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে যাতে মিয়ানমার রোহিঙ্গাদের বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করে তাদের নিজ বাসভূমি ফিরিয়ে নিবে এবং বাস্তুচ্যুতি থেকে একটি জাতিকে রক্ষা করবে।
 
ত্রাণসচিব মো. শাহ্ কামাল, কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালামসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। 
 
#
ওমর ফারুক/রিফাত/রফিকুল/শামীম/২০১৭/১৫৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৭৩৯
 
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২ শত কোটি টাকা বরাদ্দ
                                    -ত্রাণমন্ত্রী
 
ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর)  :      
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সাথে আজ রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর মহাপরিচালক ডরষষরধস খধপু ঝরিহম এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মতবিনিময় করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল এসময় উপস্থিত ছিলেন। 
 
এ সময় মহাপরিচালক বাংলাদেশে আগত রোহিঙ্গাদের জন্য তার সংস্থা থেকে ২ শত কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে মন্ত্রীকে অবহিত করেন। এঅর্থ শেডনির্মাণ, স্যানিটেশন, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি কাজে ব্যবহার করা যাবে। তিনি বলেন ২৩ অক্টোবরে জেনেভায় অনুষ্ঠিত আইওএম এর সভায় রোহিঙ্গাদের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ চাওয়া হবে। রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রায় ৪ হাজার কোটি টাকা প্রয়োজন। সংস্থাসমূহ এঅর্থ সংগ্রহের চেষ্টা করছে বলেও তিনি মন্ত্রীকে অবহিত করেন।
 
মন্ত্রী বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য বাংলাদেশের পক্ষ থেকে গৃহীত সকল পদক্ষেপ প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি জানান, ৩ হাজার একর এলাকায় ২০টি ব্লক করে রোহিঙ্গাদের রাখা হয়েছে। তাদের জন্য লক্ষাধিক শেডনির্মাণ করা হয়েছে। গর্ভবতী মহিলাসহ সকল অসুস্থ লোকদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, এতো লোকের জন্য বিশুদ্ধ পানি ও দৈনন্দিন পানির যোগান দেয়া একটা বিরাট চ্যালেঞ্জ। সরকার ও বিভিন্ন এনজিও আইএনজিও’র সহায়তায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।
 
মায়া চৌধুরী বলেন নিতান্ত মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘে ৫ দফা প্রস্তাব উপস্থাপন করেছেন। এর আলোকে অতিদ্রুত এ সমস্যার সমাধান করতে হবে। রোহিঙ্গা নাগরিকদের মিয়ানমারের নাগরিক হিসেবে উল্লেখ করে এদের ফিরিয়ে নিতে বিভিন্ন দেশ ও সংস্থাকে চাপ প্রয়োগ করার জন্য তিনি আইওএম এর মহাপরিচালককে অনুরোধ করেন। মহাপরিচালক বলেন, আইওএম বাংলাদেশের পাশে রয়েছে এবং এর পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে।
 
#
ওমর ফারুক/রিফাত/শহিদ/জসীম/শামীম/২০১৭/১৫২৯  ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৭৩৮
 
বঙ্গবন্ধুর ব্যক্তিগত সচিব নুরুল ইসলাম আনুর মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক
ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর)  :     
 
স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম আনুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।
 
আজ এক শোকবাণীতে মন্ত্রী বলেন, নুরুল ইসলাম আনুর মৃত্যুতে জাতি একজন সত্যিকারের রাজনৈতিক ও দেশপ্রেমিককে হারালো। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। 
মন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
 
উল্লেখ্য, নুরুল ইসলাম আনু আজ রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি.......রাজিউন)। তাকে গুলশানের আজাদ মসজিদে বাদ আসর নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
#
জাকির/রিফাত/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৫০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৭৩৬
 
নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিং প্রয়োজন
                                                     - বিদ্যুৎ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) : 
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিং প্রয়োজন। ২০৪১ সালে উন্নত বাংলাদেশকে সামনে রেখে বিদ্যুৎখাতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। 
 
প্রতিমন্ত্রী গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সাউথ এশিয়া এনার্জি সামিট’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
 
নসরুল হামিদ বলেন, বিদ্যুৎখাতের উন্নয়নে প্রচলিত উৎস হতে এত বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা অনেকটা কঠিন। অর্থায়নের নতুন নতুন উৎস খুঁজে বের করতে হবে। উন্নয়নসহযোগী সংস্থার লোন বা গ্র্যান্ড ছাড়াও বাংলাদেশ ইতোমধ্যে ইসিএ ফাইনান্সিং, রেফার্ড পেমেন্ট, সাপ্লাইয়ার্স ক্রেডিট বা লাইন অভ্ ক্রেডিট এর মাধ্যমে অর্থ সংগ্রহ করেছে। বন্ড বা শেয়ার মার্কেট হতে পারে অর্থায়নের অন্যতম উৎস। তিনি বলেন, আগামীর উন্নয়ন এ প্রজম্মের তরুণদের দ্বারাই হবে। সম্ভাবনা ও প্রাপ্তির চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে।   
 
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আতিকুল ইসলাম ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অভ্ এনার্জি ইকোনোমিকস’র প্রেসিডেন্ট উৎ. জরপধৎফড় জধহরবৎর।
#
আসলাম/রিফাত/শহিদ/রফিকুল/আসমা/২০১৭/১১৩০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৭৩৫
 
বাংলাদেশের শিল্প-সংস্কৃতিতে মুগ্ধ জাপানিরা
 
টোকিও, ১৮ অক্টোবর ২০১৭ :     
বাংলাদেশের শিল্প  সংস্কৃতি ও ঐতিহ্য, সৌন্দর্য, পর্যটন এবং সম্ভাবনা জাপানিদের কাছে তুলে ধরার প্রয়াস হিসেবে গতকাল টোকিও বাংলাদেশ দূতাবাস তাদের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে। জাপানের বিশিষ্ট নাগরিক সংগঠন ‘মিতসুকুশি’র’ সদস্যগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 
 
এসময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তাদের শুভেচ্ছা ও স্বাগত জানান। পরে রাষ্ট্রদূত বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সম্ভাবনা নিয়ে পাওয়ার পয়েন্টে একটি বিশদ প্রেজেন্টেশন দেন। বাংলাদেশে ভ্রমণ ও বিনিয়োগে তিনি তাদের আহ্বান জানান।
 
এছাড়া বাংলাদেশের পাটজাত ও নকশী কাঁথার আকর্ষণীয় দ্রব্যাদি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী মেহেদী দিয়ে জাপানি মহিলাদের হাত রাঙ্গানোরও ব্যবস্থা করা হয়।
 
বাংলাদেশের শিল্প  সংস্কৃতি ও ঐতিহ্যে জাপানিরা অভিভূত হন এবং তারা এরকম আয়োজন আরো বেশি বেশি করার অনুরোধ জানান।
 
#
শিপলু/রিফাত/রফিকুল/শামীম/২০১৭/১১৪০ ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৭৩৪
 
চিরাচরিত বৈশিষ্ট্য যথাযথ রেখেই ঢাকাকে স্মার্ট সিটিতে পরিণত করতে হবে
                                                               - বিদ্যুৎ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) : 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, চিরাচরিত বৈশিষ্ট্য যথাযথ রেখেই ঢাকাকে স্মার্ট সিটিতে পরিণত করতে হবে। প্রথমে অবকাঠামো নির্মাণ করে এলাকাভিত্তিক উন্নয়নকে গুরুত্ব দিতে হবে।
 
প্রতিমন্ত্রী গতকাল ঢাকায় মেট্টোপলিটান চেম্বার্স অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস আয়োজিত ‘ঊীঢ়ষড়ৎরহম ঃযব উুহধসরপং ড়ভ ঃযব ঈরঃু’  শীর্ষক ঋৎড়হঃ জঁহহবৎ অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন।
 
হামিদ বলেন ২০৪১ সালে নির্মিতব্য উন্নত বাংলাদেশকে সামনে রেখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মহাপরিকল্পনা গ্রহণ করেছে। টেকসই উন্নয়নের জন্য অন্যান্য দপ্তরেরও প্রযুক্তিগত মহাপরিকল্পনা গ্রহণ করা এখন সময়ের দাবি। 
 
এসময় অন্যান্যের মধ্যে মেট্টোপলিটান চেম্বার্স অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস’র প্রেসিডেন্ট নিহাদ কবির ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বক্তব্য রাখেন।
#
আসলাম/রিফাত/রফিকুল/আসমা/২০১৭/১০৪৪ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৭৩৩  
 
জাতিসংঘ মহাসচিব ও ইউএন-উইমেন’র নির্বাহী পরিচালকের সাথে স্পিকারের বৈঠক
 
নিউইয়র্ক, ১৮ অক্টোবর :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজের মধ্যে গতকাল জাতিসংঘ সদরদপ্তরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা রোহিঙ্গা সমস্যাসহ জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক এজেন্ডা নিয়ে মতবিনিময় করেন।   
 
মহাসচিব বাংলাদেশের এসডিজি বাস্তবায়ন কার্যক্রমে বাংলাদেশ জাতীয় সংসদের ভূমিকার প্রশংসা করেন। মহাসচিব রোহিঙ্গা সমস্যা সমাধানে তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে তার ব্যক্তিগত ও জাতিসংঘের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে নিশ্চয়তা দেন।
 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত উদ্যোগ ও তার নেতৃত্বে জাতিসংঘের ভূমিকার জন্য বাংলাদেশের জনগণ, সরকার ও জাতীয় সংসদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান। এছাড়া স্পিকার জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক এজেন্ডা বাস্তবায়নে জাতিসংঘ মহাসচিবের ঐকান্তিক প্রচেষ্টারও প্রশংসা করেন। 
 
স্পিকার চলমান রোহিঙ্গা সংকট এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অব্যাহত প্রবেশের বিষয়ে মহাসচিবকে অবহিত করেন। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে মানবিক সহায়তার পাশাপাশি এর জরুরি ও রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। স্পিকার মিয়ানমারের সাথে বাংলাদেশের চলমান দ্বিপাক্ষিক আলোচনাকে ফলপ্রসূ করার ক্ষেত্রে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার ওপর জোর দেন। এ বিষয়ে মহাসচিবের গতিশীল নেতৃত্ব, সুদীর্ঘ অভিজ্ঞতা ও দৃঢ় প্রতিশ্রুতির ওপর বাংলাদেশের উচ্চ প্রত্যাশার কথা স্পিকার পুনর্ব্যক্ত করেন। তিনি সুবিধাজনক যে কোনো সময়ে মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
 
বিকেলে স্পিকার ইউএন-উইমেন’র নির্বাহী পরিচালক চযঁসুরষব গষধসনড় ঘমপঁশধ এর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশে নারীর সার্বিক ক্ষমতায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। বিশেষকরে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ ত্বরান্বিত করতে ই-কমার্স ও আইট
Todays handout (7).docx