তথ্যবিবরণী নম্বর : ২০২৩
শিল্পী আব্দুল জব্বারের পাশে তথ্যমন্ত্রী
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা দেবে সরকার
ঢাকা, ১৯ শ্রাবণ (৩ আগস্ট):
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সংগীতশিল্পী আব্দুল জব্বারের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করবে সরকার।
আজ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন শিল্পীকে দেখতে যান মন্ত্রী। তিনি এসময় কর্তব্যরত ডাক্তারের কাছ থেকে শিল্পীর শারীরিক সমস্যাগুলো শোনেন। এরপর বিএসএমএমইউ চত্বরে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলার সময় আব্দুল জব্বারকে দেশের সংগীতাঙ্গনের এক কিংবদন্তি হিসেবে বর্ণনা করে তাকে সর্বোত্তম সেবাদানের বিষয়টি নিশ্চিত করেন তথ্যমন্ত্রী।
কিডনি, হার্ট, প্রস্টেটসহ নানা জটিলতায় আক্রান্ত কালজয়ী এ শিল্পী গত আড়াই মাস ধরে বিএসএমএমইউ-তে চিকিৎসাধীন। গত মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ তাকে আইসিইউ-২ এ স্থানান্তর করে।
‘জয় বাংলা বাংলার জয়’, ‘সালাম সালাম হাজার সালাম’, ‘ওরে নীল দরিয়া’, ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’সহ অসংখ্য গানের গায়ক আব্দুল জব্বার স্বাধীনতা যুদ্ধের সময় হারমোনিয়াম নিয়ে কলকাতার বিভিন্ন ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের গান গেয়ে উদ্বুদ্ধ করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেয়েছেন অসংখ্য গান। তার গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছে।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০২২
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বেড়েছে
-- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ১৯ শ্রাবণ (৩ আগস্ট):
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা না পেলেও বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বেড়েছে। বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় ৬ বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করছে। তিনি বলেন, জিএসপি সুবিধা স্থগিত সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ১৬টি শর্ত প্রদান করে। বাংলাদেশ নির্ধারিত সময়ে সে শর্ত পূরণ করে, এরপরও জিএসপি সুবিধার স্থগিত সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়নি। বাংলাদেশ এখন আর জিএসপি সুবিধা দাবি করছে না। জিএসপি সুবিধা ছাড়াই এ মুহুর্তে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ৫৮তম বাণিজ্যিক অংশীদার।
মন্ত্রী আজ ঢাকায় হোটেল ওয়েস্টিনে আমেরিকা-বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স (অ্যামচ্যাম) আয়োজিত রিফ্লেকশনস অন দ্য ইউএস-বাংলাদেশ রিলেশনশিপ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। অনুষ্ঠানে গেস্ট অভ্ অনার ও স্পিকার হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মার্কিন রাষ্ট্রদূত, সাবেক আন্ডার সেক্রেটারি অভ্ স্টেট, মার্কিন সরকারের আন্তর্জাতিক বিষয়ক পরামর্শক ফ্রাং জি. উইসনার (ঋৎধহশএ. ডরংহবৎ)।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সফলভাবে এমডিজি অর্জন করে জাতিসংঘে পুরস্কৃত হয়েছে। এসডিজি অর্জনে সফলভাবে এগিয়ে যাচ্ছে। যথাসময়েই বাংলাদেশ এসডিজি অর্জন করবে। একসময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি ও দরিদ্র দেশের মডেল হিসেবে আখ্যায়িত করেছিলেন, আজ তারাই বাংলাদেশকে উন্নয়নের বিস্ময় বলছেন। বিশ^ব্যাংকসহ সকল অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের এগিয়ে যাবার কথা বলছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আগামী ২০২১ সালে দেশের ৫০ বছর পূর্তিতে ডিজিটাল মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
আমেরিকা-বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স (অ্যামচ্যাম)-এর প্রেসিডেন্ট মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গধৎপরধ ইবৎহরপধঃ বক্তৃতা করেন।
#
বকসী/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০২১
এসডিজি-র লক্ষ্যমাত্রা অর্জনে পল্লী উন্নয়ন একাডেমিসমূহকে নেতৃত্ব দিতে হবে
--- এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ১৯ শ্রাবণ (৩ আগস্ট) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এসডিজি-র লক্ষ্যমাত্রা অর্জনে পল্লী উন্নয়ন একাডেমিসমূহকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। ২০৩০ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে প্রতিটি মানুষকে উন্নয়নের মূল ¯্রােতে আনতে হবে। যুগোপযোগী প্রায়োগিক গবেষণার মাধ্যমে এ প্রতিষ্ঠানসমূহকে দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ জীবনমান উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে হবে।
মন্ত্রী আজ সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর পরিচালনা পর্ষদের ৭০ তম সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।
সভায় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরূহা সুলতানা, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর মহাপরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদারসহ সংশ্লিষ্ট দপ্তর ও পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বার্ড-কে সচল রাখতে নিয়মিত বোর্ড সভা করতে হবে। সারা পৃথিবীতে বাংলাদেশকে না চিনলেও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-কে চিনে। আখতার হামিদ খান প্রতিষ্ঠিত বার্ডই দ্বি-স্তরী সমবায় ব্যবস্থা ও ক্ষুদ্র ঋণের ধারণার সূচনা হয়। ঠিকমত তুলে না ধরার কারণে ক্ষুদ্র ঋণের উদ্যোক্তা হিসেবে বার্ডের নাম মানুষের কাছে অপরিচিত রয়ে গেছে।
মন্ত্রী বলেন, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প ও দারিদ্র্য বিমোচনে সমবায় অধিদপ্তরের চলমান বিভিন্ন প্রকল্পসমূহকে কিভাবে আরও বেগবান করা যায় সে বিষয়ে একাডেমিসমূহ পরস্পর অভিজ্ঞতা বিনিময় করার মাধ্যমে এসকল প্রকল্পকে আরও গতিশীল ও জনকল্যাণকর করতে পারে।
মন্ত্রী সারা দেশের ৫৭ লাখ প্রান্তিক জনগোষ্ঠী ও ২ কোটি হাওরবাসীর উন্নয়নে কিভাবে কাজ করা যায়, তা খুঁজে বের করতে বার্ডকে নির্দেশনা দেন।
সভায় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, কুমিল্লা বার্ড ও আরডিএ, বগুড়াকে সমন্বিতভাবে দেশের দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি প্রায়োগিক গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০২১ সালের মধ্যে মধ্যম আয় ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে বার্ডকে যুগোপযোগী নতুন নতুন কর্মসূচি নিতে হবে। দেশের দুগ্ধখাতকে স্বয়ংসম্পূর্ণ ও আমদানি নির্ভরতা হ্রাসে মিল্কভিটা নিয়ে ব্যাপক গবেষণা কার্য পরিচালনা করতে প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেন।
#
জাকির/মাহমুদ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০২০
চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করতে স¦াস্থ্যমন্ত্রীর নির্দেশ
ঢাকা, ১৯ শ্রাবণ (৩ আগস্ট) :
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করতে বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের নজরদারি আরো কঠোর করতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে ১৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রথমে ৩ হাজার এবং পরে পর্যায়ক্রমে আরো ৭ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সারা দেশের মাঠ পর্যায়ে চিকিৎসক সংকট নিরসন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া ৩য় ও ৪র্থ শ্রেণির শূন্য পদে প্রায় ৪০ হাজার জনবল নিয়োগেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে হাসপাতালে জনবলের অভাব এবং চিকিৎসক সংকটের সমাধান সম্ভব হবে।
আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে তিনি একথা বলেন।
‘তৃণমূল পর্যায় বিশেষ করে দুর্গম এলাকার মানুষের চিকিৎসা নিশ্চিত করতে হলে চিকিৎসকদেরকে কর্মস্থলে থেকে সেবা দিতে হবে’ একথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে সরকারের তদারকি বাড়ানোর ফলে অতীতের তুলনায় চিকিৎসকদের কর্মস্থলে থেকে সেবা দেওয়ার প্রবণতা অনেকাংশে বেড়েছে। তিনি বলেন, সীমিত সম্পদ ও জনবল নিয়ে ১৬ কোটি মানুষের সেবা দেওয়ার জন্য চিকিৎসার সাথে জড়িত চিকিৎসক-নার্স, কর্মচারীদের সকলকে সচেষ্ট থাকতে হবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় হাসপাতালগুলোতে শয্যা প্রতি খাদ্য ও পথ্য সংকটেরও সমাধান করেছে সরকার। ফলে সার্বিক স্বাস্থ্যসেবার মানও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, প্রায় তিন বছর আগে ৬ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দিয়ে তাদেরকে উপজেলায় পদায়ন করায় গ্রামে চিকিৎসক সংকটও অনেক কমে গেছে। আবার যেন সংকট সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকার আরো ১০ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেবে। পাশাপাশি চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার দায়িত্বে সংশ্লিষ্টদেরকে আরো কঠোর হতে হবে।
সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদারসহ দেশের বিভিন্ন বিভাগের পরিচালক, সিভিল সার্জন ও হাসপাতালের পরিচালকগণ উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/মাহমুদ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০১৯
বন্যা পরিস্থিতি উত্তরণে স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে
-জনপ্রশাসন প্রতিমন্ত্রী
যশোর, ১৯ শ্রাবণ (৩ আগস্ট) :
কেশবপুরের বন্যার স্থায়ী সমাধান খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। আজ কেশবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সকলকে সাথে নিয়ে কেশবপুরের বন্যা পরিস্থিতি উত্তরণে কাজ করতে হবে। তিনি বন্যা দুর্গতদের চাহিদা মোতাবেক দ্রুত ত্রাণ সরবরাহে তৎপর থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। তিনি উপজেলা ত্রাণ ফান্ডে এসময় ৫০ হাজার টাকা অনুদান দেন।
যশোর জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাইফুর রহমানসহ সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ এসময় উপস্থিত ছিলেন।
#
মাসুম/অনসূয়া/শহিদ/জসীম/শামীম/২০১৭/১৫৪২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০১৮
নিউজিল্যান্ড বাংলাদেশে ভেড়ার গোস্ত রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে
ঢাকা, ১৯ শ্রাবণ (৩ আগস্ট) :
নিউজিল্যান্ড বাংলাদেশে মৎস্য ও প্রাণিসম্পদখাতে কারিগরি সহায়তা প্রদানের আশ্বাসসহ ভেড়ার গোস্ত-রপ্তানি করার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের দুগ্ধ ঘাটতি পূরণে এবং মেরিনফিশারিজ-খাতে নিউজিল্যান্ডের সহায়তা কামনা করায় নিউজিল্যান্ড এ সহযোগিতার কথা জানিয়েছে।
আজ মন্ত্রীর দফতরে বাংলাদশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ঔড়হহধ কবসঢ়শবৎং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সাথে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।
মন্ত্রী হাইকমিশনারের কাছে মৎস্য ও প্রাণিখাতের বিভিন্ন সমস্যা-সম্ভাবনার বিষয় তুলে ধরে দেশের দুগ্ধ ঘাটতি পূরণে সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি আমাদের সম্ভাবনাময় মেরিনফিশারিজ-খাতে নিউজিল্যান্ডের কারিগরিসহ সার্বিক সহায়তাও কামনা করেন। হাইকমিশনার এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় নিউজিল্যান্ড হাইকমিশনের জবমরড়হধষ অমৎরপঁষঃঁৎধষ অঃঃধপযব মিঃ ঘবরষ কবহহরহমঃড়হ, মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী ওয়াসি উদ্দিন, মৎস্য অধিদফতরের ডিজি সৈয়দ আরিফ আজাদ, প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি আইনুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
শাহ আলম/অনসূয়া/গিয়াস/আসমা/২০১৭/১৫২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০১৭
সচিবালয়ে জাতীয় শোক দিবসের ব্যানার
ঢাকা, ১৯ শ্রাবণ (৩ আগস্ট) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০১৭ উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে সারাদেশে পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ সচিবালয়ের ৪ নং ভবনের সামনে একটি ব্যানার টানানো হয়েছে।
#
চামান/অনসূয়া/জসীম/শামীম/২০১৭/১৪২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০১৬
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর নামাযে জানাজা অনুষ্ঠিত
ঢাকা, ১৯ শ্রাবণ (৩ আগস্ট) :
সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হারুনার রশিদ খান মুন্নুর নামাযে জানাজা আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।
তিনি পহেলা আগস্ট মানিকগঞ্জে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
হুইপ মো. শাহাব উদ্দিন, বিরোধীদলীয় হুইপ নূরুল ইসলাম ওমর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন (বীর বিক্রম), দলীয় নেতৃবৃন্দ সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় শরিক হন।
চিফ হুইপ ও হুইপবৃন্দের পক্ষে হুইপ মো. শাহাব উদ্দিন, বিরোধীদলীয় নেতার পক্ষে হুইপ নূরুল ইসলাম ওমর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে মেজর (অব.) হাফিজ উদ্দিন (বীর বিক্রম) ও দলীয় নেতৃবৃন্দ হারুনার রশিদ খান মুন্নু’র মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এর আগে মরহুমের রাজনৈতিক সহকর্মীবৃন্দ ও পরিবারের পক্ষ থেকে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়। পরে মরহুমের আতœার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, হারুনার রশিদ খান মুন্নুর ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-৩ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
#
কামাল/অনসূয়া/গিয়াস/শহিদ/আসমা/২০১৭/১৩৩০ ঘণ্টা