Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ডিসেম্বর ২০১৬

তথ্যবিবরণী ১৪ ডিসেম্বর ২০১৬

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৮৩১

আট বছরে বাংলাদেশের আকাশচুম্বি সফলতা অর্জিত
                                   -- পরিকল্পনা মন্ত্রী

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৪ ডিসেম্বর) :
    পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত ৮ বছরে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রায় আকাশচুম্বি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। আট বছর আগে বিদ্যুৎ উৎপাদন ছিল ৪ হাজার মেগাওয়াট। বর্তমানে তা প্রায় ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় ৫৫৯ ডলার থেকে ৮ বছরে ১৪৬৫ ডলারে উন্নীত হয়েছে। দেশের কারিগরি শিক্ষার হার শতকরা এক ভাগ থেকে বেড়ে ১০ভাগে উন্নীত হয়েছে। দেশের রপ্তানি আয় ৮ বছর আগে ছিল ১১ বিলিয়ন ডলার। বর্তমানে তা ৩৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। অগ্রগতির এ ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ এবং আমাদের অর্থনীতি হবে জ্ঞানভিত্তিক অর্থনীতি।
    মন্ত্রী আজ ঢাকায় এনইসি সম্মেলন কেন্দ্রে কুমিল্লা জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
    অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মজিবুর রহমান, সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, নুরুল ইসলাম মিলন, রাজি মোহাম্মদ ফকরুল এবং আমিন হোসেন মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।
    পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বৈশ্বিক মন্দা সত্তে¦ও বাংলাদেশ ৭ দশমিক ১১ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে। তিনি বলেন, সরকারের এ সকল যুগান্তকারী সাফল্য জনগণকে অবহিত করতে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূল¯্রােতধারায় সম্পৃক্ত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
#

শেফায়েত/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৮৩০

মুক্তিযুদ্ধে শহিদ সাংবাদিক স্মৃতিফলক উন্মোচন করলেন তথ্যমন্ত্রী

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৪ ডিসেম্বর) :
    মুক্তিযুদ্ধে শহিদ সাংবাদিক স্মৃতিফলক উন্মোচন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
    আজ শহিদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে মুক্তিযুদ্ধে শহিদ ১৩ জন সাংবাদিকের ছবি সংবলিত স্মৃতিফলকটি উন্মোচন করেন তিনি। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী খান, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, শহিদ সাংবাদিক তনয়া শমী কায়সারসহ গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    ফলক উন্মোচনের আগে শহিদ সাংবাদিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ছিলেন অসি আর বুদ্ধিজীবী-সাংবাদিকরা ছিলেন মসী। ’৭১ সালে পাকিস্তানি বাহিনী ও রাজাকাররা তাদের প্রধান শত্রু হিসেবে বঙ্গবন্ধু, এ দেশের জনগণ বিশেষ করে নারী এবং বুদ্ধিজীবী ও সাংবাদিকদের ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু হার না মানা সংগ্রামে আমরা বিজয়ী হয়েছি।
    হাসানুল হক ইনু বলেন, শহিদ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের দেশজ সংস্কৃতি, মনন ও গণমাধ্যমের বিকাশ অপরিহার্য। এজন্য জাতিকে সাম্প্রদায়িকতার আলখাল্ল¬া থেকে মুক্ত হতে হবে। তিন হাজারেরও বেশি পুরনো আমাদের এই সভ্যতায় বঙ্গবন্ধু যে আধুনিক বাঙালি জাতীয়তাবাদের জন্ম দিয়েছেন, সেই চেতনা বুকে ধারণ করে আত্মত্যাগী সাংবাদিক-বুদ্ধিজীবীদের পথই আমাদের সমৃদ্ধির পথ।
    মুক্তিযুদ্ধে শহিদ সাংবাদিকদের মধ্যে সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্ল¬াহ কায়সার, খোন্দকার আবু তালেব, নিজামুদ্দীন আহমদ, এস এ মান্নান (লাডু ভাই), আ ন ম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, এ কে এম শহীদুল্লাহ (শহীদ সাবের), আবুল বাশার, শিবসাধন চক্রবর্তী, চিশতী শাহ হেলালুর রহমান, মুহম্মদ আখতার এবং সেলিনা পারভীনের ছবি সংবলিত স্মৃতিফলকটি প্রেস ইনস্টিটিউটের দোতলার গ্যালারিতে স্থান পেয়েছে।
    এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর এবং শহিদ সাংবাদিক তনয়া শমী কায়সার বক্তব্য দেন।
#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৮২৯

মো. নিজামুল হক অবকাশকালীন বিচারপতি মনোনীত

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৪ ডিসেম্বর) :
    প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আগামী ১৮ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি ২০১৭ পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ঠধপধঃরড়হ ঔঁফমব হিসেবে বিচারপতি মো. নিজামুল হককে মনোনীত করেছেন।
    বিচারপতি মো. নিজামুল হক আগামী ২০ ডিসেম্বর এবং ২৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
#

অরুণাভ/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮২৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩৮২৮
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ মোটর সাইকেলে যাত্রী পরিবহণে প্রকল্প নিচ্ছে

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৪ ডিসেম্বর) :

সমবায় অধিদপ্তরের সমবায় সমিতিসমূহের মাধ্যমে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ মোটর সাইকেলে যাত্রী পরিবহণের প্রকল্প গ্রহণ করবে। আগামী এক সপ্তাহের মধ্যে রাজধানী ও রাজধানীর বাইরে ১০টি করে সমিতিকে অন্তর্ভুক্ত করে প্রকল্প প্রস্তাব দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এর মাধ্যমে এ দেশের সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ ও কর্মসংস্থান সৃষ্টি হবে।

আজ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর অধীনস্থ বিভিন্ন সংস্থার প্রকল্পসমূহের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন। এ সময় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায় বলেন, পল্লী উন্নয়ন বোর্ডের সকল প্রকল্প একটি ছাতার নিচে নিয়ে আসতে হবে। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের কর্মসূচিকে এগিয়ে নিতে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের আরো সৎ, দক্ষ ও আন্তরিক হতে হবে।

#
আহসান/মাহমুদ/আলী/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৮২৭

মহান বিজয় দিবসে বিনা টিকেটে চলচ্চিত্র প্রদর্শন
ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৪ ডিসেম্বর) :
মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের অংশ হিসেবে ঢাকা জেলার প্রেক্ষাগৃহসমূহে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে আটটায় শিক্ষার্থীদেরকে বিনা টিকেটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র দেখানো হবে। ঐ দিন স্বাধীনতা আমার স্বাধীনতা, অপরাজেয় বাংলাদেশ, চিরঞ্জীব বঙ্গবন্ধু, গেরিলা ও আগুনের পরশমনি চলচ্চিত্র পর্যায়ক্রমে প্রদর্শনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঢাকা জেলা তথ্য অফিস বিষয়টি সমন্বয় ও তদারকি করছে।
এছাড়া ঐ দিন সন্ধ্যায় মতিঝিল কলোনি ও রাতে বাহাদুর শাহ্ পার্কে ঢাকা জেলা তথ্য অফিসের নিজস্ব ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে, যা সবার জন্য উন্মুুক্ত থাকবে।
#

তৈয়ব/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭২৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৮২৬

দুর্যোগের ক্ষয়ক্ষতি এবং চাহিদা সম্পর্কিত তথ্য প্রতিবেদন ডিজিটালাইজ করা হয়েছে
                                                                                - ত্রাণমন্ত্রী
ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৪ ডিসেম্বর) :
    দুর্যোগের ক্ষয়ক্ষতি এবং চাহিদা সম্পর্কিত তথ্য (ডিএনএ) প্রতিবেদন ডিজিটালাইজ করা হয়েছে। একই সাথে দেশের বহুমুখী আপদের ঝুঁকি ও বিপদাপন্নতা নিরুপন বিষয়ক মানচিত্র  (হ্যাজার্ড ম্যাপ) প্রস্তুত করা হয়েছে। এর ফলে এলাকাভিত্তিক দুর্যোগ সম্পর্কে পূর্ব প্রস্তুতি ও পরিকল্পণা গ্রহণের পাশাপাশি দুর্যোগ পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়া সহজতর হবে।
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, আজ রাজধানীতে এ সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধনকালে এ তথ্য জানান।
    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় আইএমইডির মহাপরিচালক নজরুল ইসলাম, ইসিআরআরপির প্রকল্প পরিচালক খালিদ মাহমুদ বক্তব্য রাখেন।
    মন্ত্রী বলেন, দুর্যোগ চলাকালে ও পরবর্তিতে আক্রান্ত জনগোষ্ঠীর জন্য কার্যকর সাড়া প্রদান এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনরুদ্ধার কার্যক্রমের রূপরেখা প্রণয়নের প্রধান শর্ত জরুরি চাহিদা ও ক্ষয়ক্ষতি নিরূপণ। এ সংক্রান্ত প্রতিবেদন ডিজিটালাইজ করা হয়েছে। এর ফলে দ্রুত সময়ের মধ্যে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু ও ভবিষ্যত পরিকল্পনা গ্রহণ সম্ভব হবে। তিনি আরও বলেন, দেশব্যাপী ৮টি প্রধান দুর্যোগের জেলাওয়ারী হ্যাজার্ড ম্যাপ তৈরি হচ্ছে। দুর্যোগগুলো হলো-সাইক্লোন, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, লবণাক্ততা, ভূমিকম্প, স্বাস্থ্যগত দুর্যোগ ও রাসায়নিক আপদ।  
    কোন এলাকায় কী ধরনের আপদ, আপদে কী ধরনের ক্ষতিসাধিত হয়েছে, কত বছর পরপর এ ধরনের ক্ষতির পুনরাবৃত্তি হতে পারে, এর জন্য কী ধরনের প্রতিকারের ব্যবস্থা বা পরিকল্পনা নেয়া যেতে পারে-ইত্যাদি এ হ্যাজার্ড ম্যাপ থেকে জানা যাবে। এ দুটি কাজ দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতায় বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। প্রত্যেক জেলা অফিসে ওই জেলার হ্যাজার্ড ম্যাপ সরবরাহের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন যাতে এলাকাবাসী তার এলাকার দুর্যোগ সম্পর্কে একটি পূর্ব ধারণা লাভ করে প্রস্তুতি গ্রহণ করতে পারে।
#

ওমর ফারুক/অনসূয়া/দীপংকর/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৬০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৮২৫

সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব পহেলা জানুয়ারি
ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৪ ডিসেম্বর) :  
    প্রতিবছরের ন্যায় এবারও ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০১৭’ পালন করা হবে। আগামী ১ জানুয়ারি সারাদেশে সকল শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিতে এ উৎসব এর আয়োজন করা হয়েছে।
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কেন্দ্রীয়ভাবে ঢাকায় আজিমপুর গভর্নমেন্ট স্কুল এন্ড কলেজ মাঠে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সারাদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই উৎসব পালিত হবে।
    এবছর শিক্ষার্থীদের মাঝে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৮৫টি বই বিতরণ করা হবে। এবার ৫টি ভাষায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক ছাপানো হয়েছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এবার ব্রেইল পদ্ধতিতেও বই ছাপা হয়েছে।
    উল্লেখ্য, ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০১৭’ যথাযথভাবে পালনের লক্ষ্যে প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়।
#

আফরাজুর/অনসূয়া/দীপংকর/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৬০০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৮২৪

মহান বিজয় দিবসের কর্মসূচি
ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৪ ডিসেম্বর) :   
    যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৬ পালনের লক্ষ্যে এবার জাতীয় পর্যায়ে নি¤েœাক্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে ঃ
    ১৬ ডিসেম্বর ঢাকায় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করবেন।  বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিকবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মিত্রবাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণকারী ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রিত সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
    সকাল ১০ ঘটিকায় তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কয়ারে  সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ভিত্তিক যান্ত্রিক বহর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীও কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
    দিনটি হবে সরকারি ছুটির দিন। সকল সরকারি, আধাসরকারি,স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে। ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা ও অন্যান্য পতাকায় সজ্জিত করা হবে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন বাহিনীর বাদক দল বাদ্য বাজাবেন।
    দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেবেন। দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে এবং ইলেকট্রনিক মিডিয়াসমূহ মাসব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে। এ উপলক্ষে  বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করবে।
    এছাড়া মহানগর, জেলা ও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ডাক বিভাগ স্মারক ডাক টিকিট প্রকাশ করবে। ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হবে এবং এতিমখানা, বৃদ্ধাশ্রম, হাসপাতাল, জেলখানা, সরকারি শিশুসদনসহ অনুরূপ প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। দেশের সকল শিশু পার্ক ও জাদুঘরসমূহ বিনা টিকিটে উন্মুক্ত রাখা হবে।
    জেলা ও উপজেলা পর্যায়ে অনুরূপ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহে দিবসের তাৎপর্য তুলে ধরে কর্মসূচি পালন করা হবে।  
[[[[[[[[[[[[#
মারুফ/অনসূয়া/দীপংকর/গিয়াস/রেজ্জাকুল/রফিকুল/শামীম/২০১৬/১৪০৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর: ৩৮২৩

কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন শুরু

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৪ ডিসেম্বর) :
    ৬২তম কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন লন্ডনে শুরু হয়েছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো  ‘কোলাবোরেটিভ কমনওয়েলথ: ইউনিটি, ডাইভারসিটি এন্ড কমন চ্যালেঞ্জেস’। ১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই সম্মেলন আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।
    গতকাল কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরিন শারমীন চৌধুরী নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন।
    ড. শিরিন শারমীন চৌধুরী বলেন, সংসদীয় গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সম্পর্কে বিশ্বব্যাপী জনগণকে শিক্ষিত, সচেতন ও আগ্রহী করে তুলতে হবে।
    তিনি আরো বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন গণতান্ত্রিক মূল্যবোধকে সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। বিশ্বের জনসংখ্যার এক বৃহৎ অংশ তরুণ সমাজ। বর্তমান তরুণ সমাজের মধ্যে রাজনীতির বিষয়ে অনীহা লক্ষ্য করা যাচ্ছে যা গণতন্ত্রের জন্য সুখকর নয়।
    স্পিকার বলেন, বিশ্ব ব্যাপী তরুণ সমাজকে গণতন্ত্র সম্পর্কে আরো আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন ‘পার্লামেন্টারি ডেমোক্রেসি’  বিষয়ে রোড-শো এর আয়োজন করেছে এবং কমনওয়েলথের বিভিন্ন  অঞ্চলের দেশগুলোতে তা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে। সভায় সিপিএ মহাসচিব আকবর খানসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
    
#
মোতাহের/অনসূয়া/দীপংকর/গিয়াস/রেজ্জাকুল/রফিকুল/শামীম/২০১৬/১৩৫২ ঘণ্টা

 

Todays handout (3).docx