তথ্যবিবরণী নম্বর: ২৭১৪
পরিবেশের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম
-- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ২ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ও সমাজের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। সংস্কৃতি ও পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত। সুস্থ সংস্কৃতিচর্চা পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
আজ রাজধানীর বারিধারায় ‘আনন্দ অ্যাকাডেমি ফর পারফর্মিং আর্টস’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কৃতি মানুষের মনন গঠনের অন্যতম মাধ্যম। একজন সুস্থ সংস্কৃতিবান মানুষ কখনো বৈদ্যুতিক শক্ দিয়ে বন্য হাতিকে মারা বা অকারণে মেছো বিড়াল-সহ অন্যান্য বন্যপ্রাণী হত্যা করতে পারে না।
উপদেষ্টা নবপ্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানান এবং সফলতা কামনা করেন। ‘আনন্দ অ্যাকাডেমি ফর পারফর্মিং আর্টস’ শিশু-কিশোর ও তরুণদের নৃত্য, সংগীত, নাটকসহ নানা পরিবেশনামূলক শিল্পচর্চার সুযোগ করে দিতে প্রতিষ্ঠিত হয়েছে। উদ্বোধনী আয়োজনে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
এএসএমটির বোর্ড অভ্ ট্রাস্টিজের চেয়ারম্যান নাসরীন সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে শামীম আরা নীপা, আবেদা সুলতানা, রেবেকা সুলতানা-সহ বিশিষ্ট সংস্কৃতিজনেরা পারফরম্যান্স প্রদর্শন করেন। আয়োজকরা জানান, এই প্রতিষ্ঠান নতুন প্রজন্মের মাঝে সাংস্কৃতিক শিক্ষার প্রসার ঘটাতে ভূমিকা রাখবে।
উদ্বোধন শেষে প্রধান অতিথি অ্যাকাডেমির বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং ট্রাস্টিদের সাথে মতবিনিময় করেন।
#
দীপংকর/পবন/ফেরদৌস/মোশারফ//সেলিম/২০২৫/১৯৪৫ ঘণ্টা
Handout Number: 2713
Cultural practice is crucial for sustainable environmental development
- Environment Advisor
Dhaka, February 15:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest, Climate Change, and Water Resources, emphasized the vital role of cultural practice in fostering sustainable environmental and social development. She noted that culture and the environment are interconnected, and a healthy cultural practice can contribute positively to environmental conservation.
Advisor made these remarks as the chief guest at the grand inauguration of ‘Ananda Academy for Performing Arts’ in Baridhara, Dhaka today.
In her speech, Advisor Syeda Rizwana Hasan stated, Culture is a fundamental medium for shaping human consciousness. A person with a strong cultural foundation would never resort to electrocution to kill wild elephants or harm wildlife like fishing cats without reason. A healthy cultural practice strengthens the nation.
Rizwana welcomed the academy’s creative initiative and wished it success in its mission.
‘Ananda Academy for Performing Arts’ has been established to provide young children and teenagers with opportunities to engage in performing arts such as dance, music, and drama. The academy’s opening ceremony featured captivating performances that enthralled the audience.
The event was presided over by Nasreen Sobhan, Chairperson of ASMT’s Board of Trustees, and featured performances by renowned cultural personalities including Shamim Ara Neepa, Abeda Sultana, and Rebeka Sultana. Organizers expressed their commitment to promoting cultural education among the younger generation through this institution.
Following the inauguration, the chief guest toured the academy’s various sections and exchanged views with the trustees.
#
Dipankar/Paban/Ferdows/Sanjib/Shamim/2025/1855 hours
তথ্যবিবরণী নম্বর: ২৭১২
আ ফ ম খালিদ হোসেন রচিত ইসলামী বিধি-বিধান গ্রন্থের মোড়ক উন্মোচন
ঢাকা, ২ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রচিত ইসলামী বিধি-বিধান গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ রাজধানীর পুরানা পল্টনে ডিআর টাওয়ারের রুফটপে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, দৈনিক নয়া দিগন্তের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, কবি ও গবেষক মুসা আল হাফিজ ও আবেদ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মোঃ বরকত উল্লাহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেন, কুরআন হাদিসের দালিলিক
প্রমাণ-সহ শরিয়তের নানা বিষয় ইসলামী বিধি-বিধান গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। বইটি শরিয়তের আকিদা ও অনুসরণযোগ্য নিয়মনীতি বিষয়ে সমাজে প্রচলিত প্রশ্ন, বিভেদ ও বিভক্তি নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বইটির পাঠকপ্রিয়তা ও বহুল প্রচার কামনা করেন। এছাড়া, তিনি বইটিকে ডিজিটাল ফর্মে প্রকাশের পরামর্শ দেন যাতে মানুষ মোবাইল ফোনেও এটিকে পাঠের সুযোগ পায়। কোনো বিষয়ে প্রশ্নের উদয় হলে তাৎক্ষণিকভাবে সেটার সমাধান যেন এই বই থেকেই পাঠক খুঁজে পেতে পারে সে বিষয়ে তিনি প্রকাশকে ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
সভাপতির বক্তৃতায় ধর্ম উপদেষ্টা বলেন, কুরআন হাদিসের আলোকে ইসলামি শরিয়তের বিভিন্ন বিষয় বইটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মতপার্থক্য তৈরি করতে পারে এরূপ বিষয়গুলো পরিহার করার প্রয়াস চালানো হয়েছে। এছাড়া, বইটি সংক্ষিপ্ত কলেবরে প্রকাশ করা হয়েছে। তিনি বইটির পরবর্তী সংস্করণে মাসলা-মাসায়েলগুলো বিস্তৃত পরিসরে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা বইটি প্রকাশের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
অন্যান্যের মধ্যে ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা ইয়াহিয়া ও নাজমুল হক মদিনাতুল জামিয়া আরাবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ লোকমান হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইসলামী বিধি-বিধান গ্রন্থটি নন্দিত প্রকাশনা প্রতিষ্ঠান বিশ্বকল্যাণ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে। বইটির প্রকাশক মুহাম্মদ সাইফুল ইসলাম। বইয়ে চারটি অধ্যায়ে কুরআন হাদিসের আলোকে ঈমান, ইবাদত, মুআমালাত ও মুআশারাতের গুরুত্বপূর্ণ বিষয়াবলি সন্নিবেশিত হয়েছে।
#
আবুবকর/পবন/ফেরদৌস/সঞ্জীব/সেলিম/২০২৫/১৯১৫ ঘণ্টা