তথ্যবিবরণী নম্বর : ৫৩৫
দুর্নীতিমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ
-- আইসিটি প্রতিমন্ত্রী
কক্সবাজার, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :
তথ্য ও যেগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্রযুক্তি নির্ভর দুর্নীতিমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, কক্সবাজারে ১৫৪ কোটি টাকা ব্যয়ে একটি হাইটেক পার্ক নির্মাণ করা হবে। ২০২১ সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে এবং প্রায় ৫ হাজার তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রতিমন্ত্রী আজ কক্সবাজারে সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, কক্সবাজারকে নিরাপদ এবং ডিজিটাল সিটিতে পরিণত করা হবে। এ লক্ষ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাথে ৩৫টি এলাকায় ৭৪টি ফ্রি ওয়াই-ফাই জোন বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর করা হয়েছে। স্থানীয়দের পাশাপাশি কক্সবাজারে আগত পর্যটকরা ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবে। পর্যটন শহর কক্সবাজারকে বিশে^ আরো পরিচিত করতে সকল ব্যবস্থা নেওয়া হবে।
পরে প্রতিমন্ত্রী কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ভাষা প্রশিক্ষণ ল্যাবের শিক্ষক, ইউডিসি উদ্যোক্তা এবং ইনফো সরকার ৩য় পর্যায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সংসদ সদস্য জাফর আলম, তথ্য ও যেগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা বক্তব্য রাখেন।
#
শহিদুল/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/২১২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৩৪
মানুষের মধ্যে কর্মস্পৃহা জাগিয়ে তুলতে হবে
---বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, মানুষের মধ্যে কর্মস্পৃহা জাগিয়ে তুলতে হবে। লিডারশিপ সহজ কাজ নয় একজন লিডারের প্রতিটি পদক্ষেপ, ভাবনা সিদ্ধান্ত হতে হবে দূরদর্শী। যেটা ছিল বঙ্গবন্ধুর মধ্যে। তাঁর এক ডাকে সমগ্র বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং বিশ্ববাসী এ যুদ্ধের সমর্থন দিয়েছে। তারই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের সর্ববৃহৎ এবং পৃথিবীর অন্যতম বৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে। ২০২৩ সালে সফলভাবে এ প্রকল্প হতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেয়া হবে।
আজ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর ডিআরআইসিএম অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ২ দিনব্যাপী (৮, ৯ ফেব্রুয়ারি) সেক্টর লিডারস ওয়ার্কশপে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ধারাবাহিকতায় আজ আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, সমুদ্রে সাবমেরিন, তথ্য প্রযুক্তিতে সাফল্য, পদ্মাসেতু, মেট্রোরেল, গড় আয়ু, মাথাপিছু আয় বৃদ্ধি ইত্যাদি সকল ক্ষেত্রের সাফল্য ও মানবিকতায় বিশ্ববাসীকে হতবাক করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এটি সম্ভব হয়েছে।
পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার শীর্ষক কী-নোট পেপার উপস্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন।
ভিশন-২০৪১ অর্জনে সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে বিসিএসআইআর এর কার্যক্রম শীর্ষক পেপার উপস্থাপন করেন বিসিএসআইআরের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ। অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থা হতে অনুরূপ বিভিন্ন বিষয়ে পেপার উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূইয়া এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও গবেষকবৃন্দ।
#
বিবেকানন্দ/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৯/১৯৪৫ ঘণ্টা
Handout Number : 533
Bangladesh- India hold 5th Joint Consultative Commission
Dhaka, 8 February:
Foreign Minister Dr. A.K. Abdul Momen and Indian External Affairs Minister Sushma Swaraj concluded the 5th meeting of the Joint Consultative Commission between Bangladesh and India at the Jawaharlal Nehru Bhavan in New Delhi this afternoon.
Upon arrival, the Indian External Affairs Minister warmly received the Bangladesh Minister at Jawaharlal Nehru Bhavan. She congratulated Minister Momen on his appointment as the Foreign Minister of Bangladesh. In her opening remarks, the Indian Minister underscored that trust and partnership are the bedrock of understanding between India and Bangladesh. She highlighted that both countries are two of the fastest growing economies in the world and India stands in full support of Prime Minister Sheikh Hasina’s development agenda. Indian External Affairs Minister noted with satisfaction that Bangladesh-India bilateral relations are going through a ‘Shonali Oddhay’. Minister Momen highlighted that under the leadership of Prime Minister Sheikh Hasina and Prime Minister Modi, the relations have reached unprecedented heights.
During the meeting, the two Ministers discussed the status of the entire gamut of bilateral issues between in a very cordial environment. The Ministers expressed satisfaction that both countries are working closer than ever before in every sector.
Foreign Minister Momen requested for water sharing of all common rivers including early resolution of the Teesta water sharing. The Indian External Affairs Minister assured that they would work for early conclusion of Teesta water sharing agreement. Foreign Minister Momen sought India’s cooperation for early repatriation of the Rohingyas. He emphasized that economic diplomacy is emerging as a foreign policy priority for Bangladesh. He noted that resource mobilization for achieving the SDGs and the importance of South South and triangular cooperation for developing countries, where India could play a crucial role.
Following the talks, the two Ministers witnessed signing of four MoUs were signed between both sides related to training of Bangladesh mid-career civil servants in India, on cooperation in the field of medicinal plants, on cooperation on anti-corruption issues and for facilitating investments in the Indian Economic Zone in Mongla. A joint press release was issued after the talks.
Foreign Minister Momen is leading a 21 member delegation to India for the 5th JCC. The 4th JCC was held in Dhaka in October 2017.
#
Tohidul/Farhana/Mosharaf/Abbas/2019/1845 Hours.
তথ্যবিবরণী নম্বর : ৫৩২
নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে সরকার অঙ্গীকারবদ্ধ
---কৃষিমন্ত্রী
ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :
সকল সম্প্রদায়ের ঐকমত্য ও ঐক্যবদ্ধতার মাধ্যমে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র। ৭১-এর মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে দেশকে নিয়ে যেতে হবে ধনীরাষ্ট্রের কাতারে।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক আজ মধুপুর উপজেলার ভুটিয়া স্কুল মাঠে ও গারো ব্যাপটিস্ট কনভেনশন বাংলাদেশ এর ১২৮ -তম বার্ষিক সাধারণ সভা-২০১৯ অনুষ্ঠানে এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের জন্য নির্বাচনি ইশতেহারে বর্ণিত নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে সরকার অঙ্গীকারবদ্ধ। আমরা কৃষি উৎপাদনে বিশ্বে রোল মডেল, এবার নিরাপদ খাদ্য ও পুষ্টিতে রোল মডেলের পালা।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা ও উপজেলার সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
গিয়াস/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৯/১৮৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৩১
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অবাধ তথ্য প্রবাহের সুবর্ণ সময়ে অবস্থান করছে বাংলাদেশ। দেশে গণমাধ্যমের কর্মপরিধি ও কার্যপরিসর অনেক বিস্তৃত হয়েছে। বিশাল কর্মযজ্ঞকে সামনে রেখে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ট্রাস্টিবোর্ড গঠন করা হয়েছে, যা গণমাধ্যমের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্পিকার আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রথম সম্প্রচার সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এমন একটি প্লাটফর্ম যা একই সঙ্গে সদস্যদের কল্যাণ সাধন, দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি মোকাবেলা, কর্মক্ষেত্রের নতুন সম্ভাবনা সৃষ্টি এবং গবেষণামূলক কাজে সাংবাদিকদের সহায়তার ক্ষেত্র তৈরি করবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি রেজওয়ানুল হক ও সদস্য সচিব শাকিল আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে স্পিকার ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রথম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।