তথ্যবিবরণী নম্বর : ২৩৯৩
নিজস্ব সংস্কৃতি চর্চাই একটি জাতিকে চিরজাগরুক রাখে
-- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, একটি জাতির নিজস্ব সংস্কৃতি চর্চার অর্জনসমূহ প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে দিতে পারলে প্রজন্মের পর প্রজন্ম নিজস্ব কৃষ্টি, সভ্যতা ও স্বকীয়তা চিরজাগরুক থাকে। এজন্য সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর সহায়ক ভূমিকা অপরিহার্য।
তিনি আজ ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎস সাংস্কৃতিক পরিষদের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার মুখার্জীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সচিব আখতার উদ্দিন আহম্মেদ, বিশিষ্ট নাট্যশিল্পী ঝুনা চৌধুরী, রবীন্দ্রসংগীত শিল্পী তপন মাহমুদ, শিল্পপতি মোঃ আশরাফ আলী খান মঞ্জু ও বি এম সুবীর।
প্রতিমন্ত্রী বলেন, দেশ ও জাতিকে বেশি বেশি আলোকিত সাদামনের মানুষ উপহার দিতে হলে নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান চর্চায় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে। তিনি উৎস সাংস্কৃতিক পরিষদকে মুক্তচিন্তা ও স্বাধীনতার সপক্ষের মননশীল ও সৃষ্টিধর্মী সাংস্কৃতিক সংগঠন হিসেবে উল্লেখ করে তাদের কর্মযজ্ঞকে তৃণমুল মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। তিনি সংগঠনটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরে প্রতিমন্ত্রী আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণিজনদের মাঝে সম্মাননা পদক তুলে দেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
#
আহসান/মাহমুদ/আলী/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৯২
সততা ও কর্মনিষ্ঠার যোগফল শুদ্ধাচার
--- তথ্যসচিব
ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) :
শুদ্ধাচারকে সততা ও কর্মনিষ্ঠার যোগফল বলে বর্ণনা করেছেন তথ্যসচিব মরতুজা আহমদ।
আজ রাজধানীর সচিবালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অধীনে তথ্য অধিদফতর আয়োজিত দু’দিনব্যাপী কর্মশালার প্রথম দিনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সচিব একথা বলেন। প্রধান তথ্য অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে দেশের মন্ত্রণালয়গুলোর জনসংযোগ কর্মকর্তা ও অধিদফতরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
শুদ্ধাচারকে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করে তথ্যসচিব বলেন, সৎ কিন্তু কর্মহীনতা অথবা কর্মপ্রবণ কিন্তু অসৎ কোনোভাবেই শুদ্ধাচার নয়। বরং সৎ ও কর্মনিষ্ঠ মানুষই প্রকৃত শুদ্ধাচারী এবং রাষ্ট্রের জন্য অতীব প্রয়োজনীয়।
সচিব বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ শুদ্ধাচারের পথে সবচেয়ে বড় নিয়ামক। ই-সেবার মাধ্যমে অসাধু পন্থা লোপ পাচ্ছে এবং মানুষের সেবার গতি বাড়ছে। সকলকে তাই ই-বান্ধব হতে হবে।’
এসময় তথ্যের সঠিকতা যাচাই করে যথাসময়ে তা বিতরণ এবং সরকারের জনমুখী কার্যক্রমকে দ্রুত ও সহজে সবার কাছে পৌঁছে দিয়ে সরকার ও জনগণের মধ্যে নিবিড় সংযোগ তৈরির জন্য সকল জনসংযোগ কর্মকর্তাকে নির্দেশ দেন মরতুজা আহমদ।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৯১
নিরবচ্ছিন্নভাবে প্রাথমিক জ্বালানি সরবরাহ করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে
-- জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নিরবচ্ছিন্নভাবে প্রাথমিক জ্বালানি সরবরাহ করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিল্প কারখানায় গ্যাসের সাথে এলএনজি মিশ্রিত করে মিশ্রিত গ্যাস সরবরাহ করা হবে। এতে মূল্য কিছুটা বেশি হলেও ব্যবসায়ীদের জন্য লাভজনক হবে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় পেট্রোবাংলায় এলএনজি ক্রয়ে সহযোগিতার বিষয়ে গানভর (এঁহাড়ৎ) ও পেট্রোবাংলার মধ্যে সমঝোতা স্মারক স¦াক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, গ্যাসের সংকট আগামী বছরের এপ্রিল থেকে কমতে শুরু করবে। এলএনজি ক্রয়ের জন্য কাতারের রাশগ্যাস, ওমানের ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল, ইন্দোনেশিয়ার পারটোমিনা, সুইজারল্যান্ডের এস্ট্রা ওয়েল ও সিংগাপুরের গানভরের সাথে সমঝোতা স্মারক স¦াক্ষর করা হয়েছে। এছাড়া স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ে ৪১টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। প্রথম ধাপে আমদানিকৃত এলএনজি এপ্রিল ২০১৮ থেকে চট্টগ্রাম অঞ্চলে ব্যবহৃত হবে। দ্বিতীয় ধাপে অক্টোবর ২০১৮-এ দেশের মধ্যাঞ্চলে সরবরাহ করা সম্ভব হবে।
সমঝোতা স্মারকে পেট্রোবাংলার পক্ষে সংস্থার সচিব সৈয়দ আশফাকুজ্জামান এবং এঁহাড়ৎ ঝরহমধঢ়ড়ৎব চঞঊ খঃফ-এর পক্ষে খঁপ ঝঢ়ববষবাবষবফ স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নাজিমউদ্দিন চৌধুরী ও পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোঃ ফয়জুল্লাহ বক্তব্য রাখেন।
#
আসলাম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৯০
গণমাধ্যমের সম্পাদকদের সাথে প্রাতঃরাশ অনুষ্ঠানে বিমান ও পর্যটন মন্ত্রী
উগ্রবাদীদের ভ্রƒকুটি উপেক্ষা করে পর্যটন শিল্প এগিয়ে যাচ্ছে
ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) :
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ধর্মান্ধ ও উগ্রবাদীদের ভ্রƒকুটি উপেক্ষা করে পর্যটন শিল্প প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। হলি আর্টিজানের মতো ট্র্যাজেডি পেছনে ফেলে এবং তাবেলা সিজার ও হোসিও কুনি হত্যার ক্ষত মুছে পর্যটন শিল্প একটি মজবুত অবস্থান সৃষ্টি করতে যাচ্ছে। মন্ত্রী আজ তার মিন্টো রোডস্থ সরকারি বাসভবনে বিশ্ব পর্যটন দিবস-২০১৭ উপলক্ষে গণমাধ্যমের সম্পাদক ও সিইওদের সম্মানে আয়োজিত প্রাতঃরাশের সূচনায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ১১-১৬ সেপ্টেম্বর চীনের চেংডুতে অনুষ্ঠিত জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ইউএনডব্লিউটিওর ২২ তম জেনারেল এসেম্বলিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়া বিষয়ক কমিশনের সভাপতি নির্বাচিত হয়েছে। আগামী ১২-১৪ নভেম্বর ওআইসিভুক্ত দেশগুলোর পর্যটন মন্ত্রীদের সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। এগুলো পর্যটন খাতে বাংলাদেশের এগিয়ে যাবার স্বীকৃতি। তিনি পর্যটন শিল্পকে আরো এগিয়ে নিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ আয়োজনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বণিকবার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, বাংলাদেশ বেতারের ডিডিজি (নিউজ) নারায়ণ চন্দ্র শীল, আরটিভির সিইও আশিক রহমান, মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম প্রমুখ যোগদান করেন।
কর্মসূচিতে বিমান ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক, অতিরিক্ত সচিব মো. ইমরান, বাংলাদেশ পর্যটন কর্পোরশেনের চেয়ারম্যান আখতারুজজামান খান কবির, বিটিবি’র সিইও ড. মো. নাসির উদ্দিন, বিমান বাংলাদেশের এমডি মোসাদ্দেক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
#
তুহিন/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৮৯