Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জুন ২০২৪

তথ্যবিবরণী ২১ জুন ২০২৪

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ৫১৭৯

 

অত্যাধুনিক বহুমুখী হিমাগার নির্মাণ করা হবে

                                      -- কৃষিমন্ত্রী

 

রংপুর, ৭ আষাঢ় (২১ জুন):

 

আম, শাকসবজিসহ কৃষিপণ্য সংরক্ষণের জন্য অত্যাধুনিক বহুমুখী হিমাগার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ। তিনি বলেন, পর্যাপ্ত সংরক্ষণাগার না থাকায় কৃষিপণ্যের একটা বড় অংশ নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা বহুমুখী হিমাগার নির্মাণের উদ্যোগ নিচ্ছি। ইতোমধ্যে আম, সবজি প্রভৃতি সংরক্ষণের জন্য দেশের ৮টি বিভাগে ৮টি বহুমুখী হিমাগার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কৃষিপণ্য সংরক্ষণ করতে পারলে কৃষক ও ভোক্তা উভয়ই লাভবান হবে।

 

আজ রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে হাড়িভাঙ্গা আম মেলা ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। সম্প্রতি হাড়িভাঙ্গা আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় রংপুর জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

মন্ত্রী বলেন, হাড়িভাঙ্গা আম ও সবজি সংরক্ষণের জন্য বিশেষায়িত হিমাগার স্থাপন করা হবে মিঠাপুকুরে। সেই সাথে বৈজ্ঞানিক পদ্ধতিতে হাড়িভাঙ্গা আমের চাষ ও বাজারজাতকরণে মার্কেট লিংকেজ এবং আম চাষীদের প্রণোদনার আওতায় আনা হবে। তিনি বলেন, হাড়িভাঙ্গা জিআই পণ্য হয়েছে তা বেশি বেশি করে প্রচার করতে হবে। অন্যান্য কৃষিপণ্যের জিআই স্বীকৃতির জন্যও উদ্যোগ অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, আম চাষীদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি।

 

বিশেষ অতিথির বক্তৃতায় কৃষিসচিব ওয়াহিদা আক্তার বলেন, আমাদের ছোট্ট দেশে স্বল্প কৃষি জমি। এ স্বল্প জমি থেকে ১৭ কোটি মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য- চাল, আলু, ডাল, শাকসবজি, ফলমূল প্রভৃতি উৎপাদন করতে হয়। সেজন্য, কৃষি জমি নষ্ট করে অন্য কোনো কাজে লাগানো যাবে না। কৃষি জমিতে ফসল ফলাতে হবে। একইসঙ্গে, কোনো জমি পতিতও রাখা যাবে না।

 

অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য জাকির হোসেন সরকার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

 

#

 

কামরুল/সায়েম/মোশারফ/সেলিম/২০২৪/২২১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৫১৭৮

 

জলবায়ু সহিষ্ণুতা অর্জনের লক্ষ্যে বিসিসিটির সংস্কার করা হবে

                                                          - পরিবেশমন্ত্রী

 

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :  

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশে জলবায়ু পরিবর্তন সহিষ্ণুতা অর্জনে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি)-এর প্রয়োজনীয় সংস্কার করা হবে। এছাড়া, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এ ডাইরেক্ট এক্সেস এনটিটি হিসেবে বিসিসিটির নিবন্ধন প্রাপ্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।

 

গতকাল বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় ২৯তম কনফারেন্স অভ্‌ দ্য পার্টিজের প্রস্তুতি বিষয়ে মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জলবায়ু বিশেষজ্ঞদের সাথে অনুষ্ঠিত বৈঠকে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, কপ-২৯ এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে অভিযোজন অর্থায়ন, লস এন্ড ড্যামেজ ফিন্যান্সে বাংলাদেশ যাতে যৌক্তিক দাবি উপস্থাপন করতে পারে সেভাবে প্রস্তুতি নিতে হবে। আগামী কপ-২৯ এ কার্যকরী অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের জন্য সময়োপযোগী কান্ট্রি পজিশন পেপার প্রস্তুত করতে হবে। জাতিসংঘ, জিসিএফ-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জোটের সাথে বাংলাদেশের যৌথসাইড ইভেন্ট আয়োজন-সহ একযোগে কাজ করতে হবে।

 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) তপন কুমার বিশ্বাস, মন্ত্রণালয়ের যুগ্মসচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ রেজাউল করিম, উপসচিব ধরিত্রী কুমার সরকার, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন) মির্জা শওকত আলী এবং পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মো: জিয়াউল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 

সভায় সম্প্রতি জার্মানীর বন শহরে অনুষ্ঠিত ৬০তম সাবসিডিয়ারি বডির সভায় অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদল উক্ত সভায় গৃহীত সিদ্ধান্ত পরিবেশমন্ত্রীকে অবহিত করেন এবং মন্ত্রী এবিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

 

#

দীপংকর/সায়েম/রফিকুল/শামীম/২০২৪/১৭৫০ঘণ্টা

 

 

Handout                                                                                                          Number: 5177

 

BCCT to be Reformed for Enhanced Climate Resilience

                                                       - Environment Minister


Dhaka, 21 June:

Saber Hossain Chowdhury, the Minister of Environment, Forest and Climate Change, announced the forthcoming reforms of the Bangladesh Climate Change Trust (BCCT) to bolster its role in achieving climate resilience. Additionally, Steps are being taken to secure BCCT'S registration as a Direct Access Entity to the Green Climate Fund (GCF).

Minister Chowdhury shared this information during a meeting at the Bangladesh Secretariat with ministry officials, the Department of Environment, and climate experts. The meeting focused on preparations for the 29th Conference of the Parties (COP29) in Baku, Azerbaijan.

The Minister emphasized the need for Bangladesh to prepare robustly for COP29 to advocate for adaptation finance and loss and damage finance. He stressed the importance of developing a comprehensive country position paper to effectively represent Bangladesh. Collaboration with the UN, GCF, and other international alliances, including organizing joint side events, was also highlighted.

Present at the meeting were Tapan Kumar Biswas, Acting Managing Director of BCCT, Mohammad Rezaul Karim, Joint Secretary (Climate Change), Dharitri Kumar Sarkar, Deputy Secretary, Dr. Fazle Rabbi Sadek Ahmed, Deputy Managing Director of Palli Karma-Sahayak Foundation, Mirza Shaukat Ali, Director (Climate Change and International Conventions), and Md. Ziaul Haque, Director (Air Quality Management) of the Department of Environment.

The Bangladesh delegation, which recently participated in the 60th Subsidiary Body meeting in Bonn, Germany, briefed Minister Chowdhury on the outcomes. The Minister provided essential advice and guidance in response.

#

Dipankar/Sayeam/Rafiqul/Shamim/2024/1605 hours

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৫১৭৬

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :  

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১০ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৭২ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি । এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৭ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১৮ হাজার ৩২১ জন।

#

দাউদ/সায়েম/রফিকুল/শামীম/২০২৪/১৭২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৫১৭৫

মদিনায় কমিউনিটি সভা

 সৌদি প্রবাসীদেরকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন ও দিকনির্দেশনা

মদিনা, ৭ আষাঢ় (২১ জুন):

বৈধ উপায়ে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা ও আইনানুগ কাজের মাধ্যমে দেশের মর্যাদা বৃদ্ধির জন্য সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদেরকে অভিনন্দন জানিয়েছেন সেদেশে সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ। একইসাথে তিনি প্রবাসীদের জন্য বিশেষ পেনশন স্কিম, অফশোর ব্যাংকিং ও প্রবাসে ব্যবসায় মালিকানা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দেন।

মন্ত্রী গতকাল সৌদি আরবে পবিত্র হজ পালন ও মহানবী (সা:) এর রওজা শরীফ জিয়ারত শেষে মদিনায় একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময়কালে এ অভিনন্দন ও দিকনির্দেশনা দেন।

আওয়ামী যুবলীগ মদিনা শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা সভায় যোগ দেন।

সভায় ড. হাছান মাহ্‌মুদ তাঁর দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা ও বিদেশে থাকাকালে দেশের জন্য মনের আকুতি তুলে ধরে প্রবাসীদের সাথে একাত্মতা জানান। তিনি বলেন, সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি রয়েছে, যা বিশ্বের অনেক দেশের মোট জনসংখ্যা এর থেকে কম। এ বিপুল সংখ্যক প্রবাসী বৈধপথে রেমিটেন্স পাঠালে বাংলাদেশের জন্য হবে তা বড় অবদান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, একজন প্রবাসী যত সহজে তাঁর কাছে পৌঁছাতে পারেন, দেশের জেলা আওয়ামী লীগের নেতার পক্ষেও তা সম্ভব হয় না। তিনি প্রবাসীদের জন্য বিশেষ পেনশন স্কিম চালু করেছেন, যার সুবিধা ৫৫ বছর বয়সের মানুষও গ্রহণ করতে পারবেন। এছাড়া, প্রবাসীদের জন্য অফশোর ব্যাংকিং সুবিধা রয়েছে, যেখানে সহজে ডলার একাউন্টও খোলা যায়।

প্রবাসে শুধু অন্যের প্রতিষ্ঠানে কাজ না করে প্রবাসীদেরকে ব্যবসায়ের মালিকানা অর্জনে উৎসাহ দেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, প্রত্যেক প্রবাসীই বিদেশে তার দেশের প্রতিনিধি। সে যদি অপরাধ করে, তবে তার দেশের বদনাম হয়। সে কারণে প্রত্যেক প্রবাসীকে দেশের আইন-কানুন মেনে চলা উচিত।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মদিনা প্রবাসী আনিসুর রহমান পলাশ, রাজু আহমেদ, এ কে এম আসগর আলি, মুসা আব্দুল জলিল, মোহাম্মদ লিটন, আব্দুল্লাহ আল মামুন, মাহমুদ মিলন, মোশাররফ শিকদার ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শাহজাদা প্রমুখ।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহ্‌মুদ আজ সৌদি আরব থেকে সরাসরি ভারতের নয়াদিল্লি গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হবেন।

#

 আকরাম/সিরাজ/রবি/আলী/মানসুরা/২০২৪/১৩৫০ ঘণ্টা

2024-06-21-16-23-5c6ec2641336f139a86d2a8cdf51a7ec.docx