Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মে ২০১৭

তথ্যবিবরণী ৩ মে ২০১৭

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১২০৬
            
জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র  বৈঠক 
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে ) :
জাতীয় সংসদের ‘সংসদ কমিটির ১১তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে কমিটির সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ         মো. তাজুল ইসলাম চৌধুরী, মো. আব্দুস শহীদ, নূর-ই-আলম চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মোছা. মাহাবুব আরা বেগম গিনি, পঞ্চানন বিশ্বাস, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আসলামুল হক এবং তালুকদার মো. ইউনুস বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট সংগ্রহ করে মানিক মিয়া এভিনিউস্থ সংসদ সদস্য ভবনের লিফটগুলো দ্রুত পরিবর্তনের  সুপারিশ করে। এছাড়া, সংসদ চলাকালীন এবং বিশেষ অনুষ্ঠানের সময়ে  শুধু ৭নং গেইট দিয়ে যানবাহন বর্হিগমনের সুপারিশ করে।
বৈঠকে সংসদ সদস্য ভবনে যেসকল সংসদ সদস্য বরাদ্দকৃত বাসায় বসবাস করেন না, তাদের বিষয়ে  সংসদ নেতার সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে বাস্তবায়নের সুপারিশ করা হয়।
মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়াস্থ সংসদ সদস্য ভবনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংসদ সদস্য ভবনে অপরিচিত ও বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের জন্য বৈঠকে জনবল বৃদ্ধির সুপারিশ করা হয়। 
কমিটি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নিমিত্ত সদস্য ভবন এলাকায় রাতে পর্যাপ্ত বৈদ্যুতিক বাতির ব্যবস্থা, পারিবারিক অতিথি ব্যতীত অন্য দর্শণার্থীর যাতায়াত নিয়ন্ত্রণ এবং সদস্য ভবন সমূহের ছাদ, অন্য কোনো জায়গায় অবৈধ অবস্থানকারীদের তল্লাশী এবং অপসারণ কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করে। 
বৈঠকে সংসদ-সদস্য ভবনের মেইন গেইটে দর্শনার্থীদের বসা বা অপেক্ষা করার জন্য ওয়াশ রুমসহ শেডের ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়। এছাড়া পুলিশের বসা বা অপেক্ষা করার জন্য ওয়াশ রুমসহ শেডের ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়। 
কমিটি সংসদ-সদস্য ভবনের অভ্যন্তরে স্টিকার বিহীন কোনো গাড়ি প্রবেশ করতে না দেয়া এবং সংসদ-সদস্য ভবনের অভ্যন্তরে গাড়ি প্রবেশের সময় গেইটে আন্ডার ভেহিকেল সার্চ এর মাধ্যমে চেক করা অব্যাহত রাখার সুপারিশ করে। 
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
#
হালিম/অনসূয়া/নুসরাত/গিয়াস/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৫৩০  ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১২০৮
            
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর পারস্পরিক সহযোগিতায় এ অঞ্চলের দারিদ্র্য দূর হবে                                        --- এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ২০ বৈশাখ (৩ মে ) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পারস্পরিক সহযোগিতায় এ অঞ্চলের দারিদ্র্য দূর হবে। পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় দারিদ্র্যদূরীকরণে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নি¤œ-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ অতিদারিদ্র্যমুক্ত দেশ হবে।
মন্ত্রী আজ কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), অডিটোরিয়ামে সিরডাপের টেকনিক্যাল কমিটির ৩২ তম সভার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিরডাপ একটি আন্তঃ সরকার সহযোগিতা প্রতিষ্ঠান। যা গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র্যবিমোচনে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসমূহে একসাথে কাজ করছে। এ সংস্থাটিকে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (ঋঅঙ) সহ জাতিসংঘের অন্যান্য সংস্থা ও দাতা সংস্থাসমূহ সবসময় সাহায্য সহযোগিতা করে আসছে। ২০০০ সালে জাতিসংঘ ঘোষিত সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি)-এর ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও এ অঞ্চলের সহযোগী দেশসমূহ একসাথে কাজ করবে। 
মন্ত্রী বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলের দেশসমূহ দারিদ্র বিমোচনে জোরালো ভূমিকা রাখতে পারে। দারিদ্র্যবিমোচনে বাংলাদেশের গৃহীত “একটি বাড়ী একটি খামার” প্রকল্পের আলোকে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহও মডেল প্রকল্প গ্রহণ করতে পারে। তিনি বলেন, সিরডাপকে আরো কার্যকর করতে সদস্য দেশসমূহের পরামর্শ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রকে আরো প্রসারিত করবে। দারিদ্র্য বিমোচনে এক্ষেত্রে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা মডেলকে অনুসরণ করা যেতে পারে। 
সিরডাপ’র মহাপরিচালক ঞবারঃধ এধফৎঁষবাঁ ইড়ংবরধিয়ধ ঞধমরহধাঁষধঁ বলেন, বাংলাদেশ সারা বিশে^ উন্নয়নের রোল মডেল।
পরে মন্ত্রী বার্ডের ড. আখতার হামিদ খান গ্রন্থাগারে সিরডাপ (সেন্টার অন ইন্ট্রিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক) এবং অঅজউঙ (আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) কর্তৃক সম্প্রতি প্রকাশিত গবেষণা ও অন্যান্য প্রকাশনা উপস্থাপনের জন্য দু’টি কর্নার-এর শুভ উদ্বোধন করেন।
বার্ডের মহাপরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব আনন্দ চন্দ্র বিশ্বাস, ৩১ তম সিরডাপ টেকনিক্যাল কমিটির সভাপতি ও পরিচালক এবং মালয়েশিয়ার পল্লী ও আঞ্চলিক উন্নয়ন সম্পর্ক বিষয়ক মন্ত্রী আজিজা বিনতি আহমদ এবং ঈওজউঅচ-এর মহাপরিচালক ঞবারঃধ এধফৎঁষবাঁ ইড়ংবরধিয়ধ ঞধমরহধাঁষধঁ উপস্থিত ছিলেন ।
#
জাকির/অনসূয়া/নুসরাত/রফিকুল/শামীম/২০১৭/১৫৪৫ ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২০৭
            
ওআইসি’র পরবর্তী সভা অনুষ্ঠিত হবে ঢাকায়
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে ) :
    ইসলামিক দেশসমূহের আন্তর্জাতিক সংস্থা ওআইসি’র মন্ত্রী পর্যায়ের (ঈড়ঁহপরধষ ড়ভ ঋড়ৎবরমহ গরহরংঃবৎং) ৪৫তম সভা ২০১৮ সালের প্রথমার্ধে ঢাকায় অনুষ্ঠিত হবে।
    ২ এপ্রিল সৌদি আরবের জেদ্দাস্থ ওআইসি সদর দপ্তরে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ৪৪তম প্রস্তুতিমূলক বৈঠক শেষে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
    ওআইসির সদর দপ্তরে আয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তাদেরপ্রস্তুতিমূলক সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক ।
    সভায় ওআইসি সদস্যভুক্ত মুসলিম দেশসমূহের মুসলমানদের জীবনমান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ৫৭ সদস্য বিশিষ্ট ওআইসি’র পরবর্তী সভা বাংলাদেশে আয়োজনের বিষয়ে একটি খসড়া প্রস্তাবের সারসংক্ষেপ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।    

#
অনসূয়া/নুসরাত/গিয়াস/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৫৩৩ ঘণ্টা     

 

 

Todays handout.docx