তথ্যবিবরণী নম্বর : ৩০১৯
বাণিজ্যমন্ত্রী - ভারতের খাদ্য সচিব বৈঠক
টিসিবি ভারতের এসটিসি’র সাথে এমওইউ স্বাক্ষর করতে যাচ্ছে
ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ব্যবধান বেশি। তবে বাংলাদেশের রপ্তানি পণ্যের কাঁচামাল ও চালসহ রপ্তানির আনুষঙ্গিক জিনিস ভারত থেকে আমদানি করে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। সাপটার আওতায় বাংলাদেশে ভারত থেকে চিনি আমদানির ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। সে কারণে প্রায় ৪০ শতাংশ শুল্ক দিয়ে ভারত থেকে চিনি আমদানি করতে হয়। এ জটিলতা দূর করতে ভারত বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে আগ্রহী। বাংলাদেশের টিসিবি এবং ভারতের স্টেট ট্রেডিং কর্পোরেশন (এসটিসি)-এর মধ্যে ২ নভেম্বর এমওইউ স্বাক্ষরিত হবে।
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে ঢাকায় সফররত ভারতের ঋড়ড়ফ ধহফ চঁনষরপ উরংঃৎরনঁঃরড়হ বিষয়ক সচিব জধারশধহঃ এর সাথে মতবিনিময় করে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধণ শ্রিংলা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ভারতে পাটপণ্য রপ্তানিতে আরোপিত এন্টি ডাম্পিং প্রত্যাহার এবং ভোজ্য তেল রপ্তানিতে জটিলতা দূর করার আহ্বান জানানো হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে আরো ৪টি বর্ডারহাট চালুর করতে ভারত একমত হয়েছে।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরিপোশাক তৈরির কাজে ব্যবহৃত তুলা ও চালসহ রপ্তানি কাজে ব্যবহৃত অন্যান্য পণ্য আমদানি করে থাকে। গত অর্থবছর বাংলাদেশ ৮৭৩ দশমিক ২৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য ভারতে রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করেছে ৮৬১৯ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। উভয় দেশ চলমান বাণিজ্য আরো বৃদ্ধি করতে আগ্রহী। এ জন্য বাণিজ্য সুবিধা বৃদ্ধি করতে পদক্ষেপ গ্রহণ করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসু, ভারতের প্রতিনিধিদলে ফুড এন্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের পরিচালক এবং বাণিজ্য বিভাগের কৃষিপণ্য রপ্তানির পরিচালক এসময় উপস্থিত ছিলেন।
#
বকসী/মাহমুদ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০১৮
আগামীকাল ঢাকায় ‘শেকড়ের সন্ধানে’ মেগা কনসার্ট
ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :
আগামীকাল ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘শেকড়ের সন্ধানে’ শীর্ষক মেগা কনসার্ট অনুষ্ঠিত হবে।
বিভাগীয় শহরসমূহের ধারাবাহিকতায় ঢাকায় এ কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলের জন্য উন্মুক্ত এ কনসার্টে দেশের প্রথিতযশা ও স্বনামধন্য শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করবেন।
বিকাল ৪টা হতে ৬টা পর্যন্ত এ কনসার্টে স্থানীয় শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করবেন। সন্ধ্যা ৬টা হতে রাত ১১ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে কনসার্টের মূল পর্ব। এ পর্বে দেশের স্বনামধন্য শিল্পীবৃন্দ বিদেশি প্রতিথযশা মিউজিশিয়ানদের সমন্বয়ে সংগীত পরিবেশন করবেন। ভারত, লাটভিয়া, রাশিয়া, যুক্তরাজ্য, পাকিস্তান, মিশরসহ অন্যান্য দেশের ২২ জন মিউজিশিয়ান এ কনসার্টে পারফর্ম করবেন। প্রখ্যাত বিদেশি মিউজিশিয়ানদের মধ্যে রয়েছে ভারতের সেবামণি, লাটভিয়ার অ্যান্থনি প্রমুখ। কনসার্টের আরেকটি আকর্ষণীয় দিক হলো বর্ণিল ও মনোমুগ্ধকর ফায়ারওয়ার্কস। সন্ধ্যা ৬টা হতে এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে কনসার্টের মিডিয়া পার্টনার স্যাটেলাইট চ্যানেল গান বাংলা ও দেশ টেলিভিশন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকা-ের প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের ভিডিও তথ্যচিত্র অনুষ্ঠানে প্রদর্শিত হবে।
যেসব শিল্পী এ কনসার্টে সংগীত পরিবেশন করবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো- কৌশিক হোসেন তাপস, হৃদয় খান, ফকির শাহাবুদ্দীন, রিংকু, কনক, ঈশিতা, রেশমী, কুদ্দুস বয়াতী, শফি বয়াতী প্রমুখ।
‘শেকড়ের সন্ধানে’ মেগা কনসার্ট এর মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একুশ শতকের উন্নত ও সমৃদ্ধ সম্ভাবনাময় বাংলাদেশের সাথে সম্পৃক্ত করা এবং উৎপাদনশীল কর্মকা-ে উদ্বুদ্ধ করা; বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাধীনতার স্বপক্ষের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত জাতির পিতার ‘সোনার বাংলা’ গড়তে বর্তমান সরকারের যে কোনো বিকল্প নেই তা জনগণকে অবহিত করা; সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকা- সর্বসাধারণকে অবহিত করা, দেশের যুবসমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা এবং বিভ্রান্তিমূলক সকল ধরনের অপপ্রচার থেকে রক্ষার জন্য প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরা।
উল্লেখ্য, এ মেগা কনসার্ট গত ১৬ অক্টোবর রংপুরে, ২০ অক্টোবর রাজশাহীতে, ২২ অক্টোবর খুলনায়, ২৪ অক্টোবর বরিশালে, ২৮ অক্টোবর সিলেটে ও ৩১ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে এ মেগা কনসার্টের পরিসমাপ্তি ঘটবে।
#
ফয়সল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০১৭
ফিরোজা আমুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত
ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সহধর্মিণী মরহুমা ফিরোজা আমুর একাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহ্ফিল আজ বাদ আছর রাজধানীর নিউ ইস্কাটনে শিল্পমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে মরহুমার পরকালীন শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, ফিরোজা আমু ২০০৭ সালে ইন্তেকাল করেন।
#
জলিল/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৮৩০ ঘণ্টা