তথ্যবিবরণী নম্বর : ৭৯৯
ক্রীড়া সংগঠক ফজলুল হক খানের মৃত্যুতে
ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক
ঢাকা, ২৬ ফাল্গুন (৯ মার্চ) :
ক্রীড়া সংগঠক প্রকৌশলী ফজলুল হক খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, প্রকৌশলী ফজলুল হক খানের মৃত্যু বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ড়্গতি। তিনি মরহুমের আত্মার শানিত্ম কামনা করেন এবং শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
#
শফিকুল/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/২২০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৯৮
রামুতে আন্তঃধর্মীয় সংলাপে ধর্মমন্ত্রী
ধর্মীয় বিদ্বেষ ও অহিষ্ণুতা সমর্থনযোগ্য নয়
রামু (কক্সবাজার), ২৬ ফাল্গুন (৯ মার্চ) :
ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, ইসলাম ধর্মের বিধান মোতাবেক অন্য ধর্মকে ঘৃণা বা আড়চোখে দেখার কোন সুযোগ নেই। ইসলাম ধর্মের ব্যাপারে জবরদস্তি কঠোরভাবে নিষেধ করার পাশাপাশি ভিন্ন ধর্ম চর্চার সমান সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ও অসহিষ্ণুতা কোনো ধর্মই সমর্থন করে না।
আজ কক্সবাজারের রামু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা কাজীর সভাপতিত্বে সংলাপে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য খোরশেদ আরা হক, জেলা প্রশাসক আলী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আরিফ চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট সুপ্ত ভূষণ বড়–য়া, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমসহ ইমাম এবং বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
ধর্মমন্ত্রী বলেন, অতীতে কিছু কুচক্রী মহল ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে রামুতে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করেছিল। বিভিন্ন ধর্মানুসারীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা দেশের ভাবমূর্তি ক্ষুণœ করতে চেয়েছে। অসাম্প্রদায়িক চেতনায় বিশ^াসী বর্তমান সরকার তা কঠোর হাতে নিয়ন্ত্রণ করেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার ও বৌদ্ধ মূর্তিসমূহ পুনঃসংস্কার ও পুনঃস্থাপন করে দিয়েছে। বর্তমানে এসব স্থানে অতীতের মতো ধর্মীয় সম্প্রীতি রজায় রয়েছে।
রামুসহ কক্সবাজারের বিভিন্ন উপজেলায় যে সকল জরাজীর্ণ মসজিদ, মন্দির ও বিহার রয়েছে, তালিকা জমা দিলে সেগুলো সংস্কার করে দেবেন বলে মন্ত্রী এসময় প্রতিশ্রুতি দেন।
ইমাম ও আলেম সমাজ, হিন্দু পুরোহিত ও নেতৃবৃন্দ, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ও অনুসারীগণ আন্তঃধর্মীয় সংলাপে অংশ নেন।
পরে তিনি রামু কেন্দ্রীয় সীমা বৌদ্ধ বিহার, নির্মাণাধীন কালিবাড়ী মন্দির, এশিয়ার দীর্ঘতম ও একশ’ ফুট দীর্ঘ বুদ্ধ মূর্তিবিশিষ্ট বিহার পরির্দশন করেন।
#
সাইফুল/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২১৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৯৭
প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে ১৯৬ জনকে নিয়োগের সুপারিশ
ঢাকা, ২৬ ফাল্গুন (৯ মার্চ) :
৩৪তম বিসিএস পরীড়্গায় উত্তীর্ণ কিন' ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে ১৯৬ জনকে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আজ বিপিএসসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়োগের কথা জানানো হয়েছে।
সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার বা সমমানের পদে ৩৭ জন ও প্রবেশন অফিসার পদে ১৮ জন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র পরিদপ্তরের আওতাধীন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক (কারিগরি) পদে ১৫ জন, বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরড়্গণ অধিদপ্তরের সহকারী পরিচালক পদে ১৩ জন, প্রধানমন্ত্রীর কার্যালয়াধীন বিনিয়োগ বোর্ডের সহকারী পরিচালক পদে ৯ জন, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তরের ট্রাফিক সার্ভে অফিসার পদে ১ জন, সহকারী বৃড়্গপালনবিদ পদে ২ জন, রিসার্চ অফিসার পদে ১ জন, টেবুলেশন পরিসংখ্যানবিদ পদে ১ জন, পরিসংখ্যানবিদ পদে ১ জন, স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন নিপোর্টের প্রশিড়্গক পদে ২ জন, প্রভাষক (মেডিকেল) পদে ৫ জন, প্রভাষক (প্রা. স্বা. প.) পদে ১১ জন, হোম ইকনমিস্ট পদে ৭ জন, তত্ত্বাবধায়ক (প্রশাসন) পদে ১ জন, হিসাবরড়্গণ কর্মকর্তা পদে ১ জন, স্বাস'্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর.) পদে ৭ জন ও স্বাস'্য অধিদপ্তরাধীন স্বাস'্য শিড়্গা ব্যুরোর গবেষণা কর্মকর্তা পদে ২ জন, অর্থ মন্ত্রণালয়াধীন অভ্যনত্মরীণ সম্পদ বিভাগের অধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সহকারী পরিচালক পদে ২৭ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পদে ৯ জন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন নগর উন্নয়ন অধিদপ্তরের পস্ন্যানার পদে ৩ জন, রিসার্চ অফিসার পদে ৩ জন ও সরকারি আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক পদে ১ জন, কৃষি মন্ত্রণালয়াধীন তুলা উন্নয়ন বোর্ডের তুলা উন্নয়ন কর্মকর্তা পদে ৩ জন, পরিকল্পনা মন্ত্রণালয়াধীন বাসত্মবায়ন, পরিবীড়্গণ ও মূল্যায়ন বিভাগের সহকারী পরিচালক পদে ৩ জন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ ডাক বিভাগের হিসাবরড়্গণ কর্মকর্তা পদে ২ জন, সহকারী প্রকৌশলী (পুর.) পদে ১ জন ও মেডিকেল অফিসার পদে ১ জন, স'ানীয় সরকার বিভাগের জনস্বাস'্য প্রকৌশল অধিদপ্তরের প্রশিড়্গণ কর্মকর্তা পদে ১ জন ও জুনিয়র কেমিস্ট পদে ৪ জন, দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী পদে ১ জন এবং প্রতিরড়্গা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ পদে ৩ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
বিসত্মারিত কমিশনের িি.িনঢ়ংপ.মড়া.নফ ওয়েবসাইটে পাওয়া যাবে।
#
আফরাজ/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৯৬
বাংলাদেশের প্রতিটি নারী আলোকিত নারী
-- স্পিকার
ঢাকা, ২৬ ফাল্গুন (৯ মার্চ) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রতিটি নারী আলোকিত নারী। দেশের সকল শ্রেণিপেশার নারীদের ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশ এক উজ্জ্বল দৃষ্টান্ত। শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, সামাজিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রেই নারীর দৃশ্যমান উপস্থিতি ও সফলতা আমরা দেখতে পাচ্ছি।
আজ বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘তরুণ প্রজন্মের অঙ্গীকার: ২০৩০ জেন্ডার সমতার লক্ষ্যে ৫০: ৫০’ শীর্ষক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে স্পিকার একথা বলেন।
স্পিকার বলেন, জেন্ডার সমতা আনয়নে যে জায়গাটিতে পরিবর্তন আনা দরকার তা চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং সকলের সহযোগিতা ও সমর্থন নিয়ে নারীর উপরে ওঠার সিঁড়িগুলো সুসংহত হয় তাও নিশ্চিত করতে হবে।
স্পিকার বলেন, নারী সমতার জন্য লড়াই সংগ্রাম দীর্ঘদিনের। নারী সমতার ক্ষেত্রে যে বিষয়গুলো মাইলফলক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে সেগুলো একদিনের অর্জন নয়, দীর্ঘ সংগ্রামের ফসল। তিনি যেকোনো অর্জনের জন্য শিক্ষাকে সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান উল্লেখ করে বলেন, কেউ অধিকার দেবে না। বরং নারীদের নিজেদের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে। এজন্য নারীদের মেধা ও যোগ্যতা দিয়ে সমাজের সকল বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে। তিনি নারীদের আত্মবিশ্বাস অটুট রেখে কঠিন অধ্যবসায়ের মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
স্পিকার বলেন, সংবিধান নারী সমতার অন্যতম ভিত্তি। এর ওপর দাঁড়িয়ে আমরা এগিয়ে যাব। তিনি বলেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কাজ করেছেন। তবুও নারীর অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে এবং নারীর জন্য যথেষ্ট সুযোগ উন্মুক্ত করতে হবে। এজন্য নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
রঞ্জন কর্মকারের সঞ্চালনায় ও ড. মাহবুবা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. নাসরিন আহমেদ, অধ্যাপক রাশেদা রওনক খান, কাজী রিয়াজুল হক, মাবিয়া আক্তার সীমান্ত, চন্দন জেড গোমেজ এবং রেখা সাহা বক্তব্য রাখেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
#
হুদা/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৯৫
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২৬ ফাল্গুন (৯ মার্চ) :
জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটি সভাপতি মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে কমিটির সদস্য ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, মো. মকবুল হোসেন, সামছুল আলম দুদু এবং গাজী ম ম আমজাদ হোসেন মিলন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে দেশের সকল নদীর সীমানা নির্ধারণ, অর্পিত সম্পত্তি ‘ক’ ও ‘খ’ গেজেটে যে সমস্ত সম্পত্তি দাগ ও খতিয়ান নম্বরসহ প্রকাশিত হয়েছে তার সর্বশেষ অবস্থা সম্পর্কে আলোচনা এবং পূর্ববর্তী বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
কমিটি লিজপ্রাপ্ত চা বাগান মালিকদের চাউৎপাদন ব্যতিরেকে ভিন্নখাতে লিজপ্রাপ্ত ভূমি ব্যবহার রোধ করার সুপারিশ করে। এছাড়া, চা উৎপাদনে অনুপযোগী ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে নদীর প্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে দেশের সকল নদীর সীমানা নির্ধারণ কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার সুপারিশ করা হয়। কমিটি দেশের সমস্ত ভূখন্ড জরিপের কার্যক্রম আগামী ৩ বছরের মধ্যে সম্পন্ন করার সুপারিশ করে।
বৈঠকে আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ না করে ভূমি মন্ত্রণালয়ে নিয়মিতভাবে জনবল নিয়োগ করার সুপারিশ করা হয়।
কমিটি অর্পিত সম্পত্তির কার্যক্রম সম্পন্নে জটিলতা যথাসম্ভব অল্পসময়ের মধ্যে গেজেট অনুযায়ী নিরসনের সুপারিশ করে।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
হালিম/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৯৪
ক্রীড়া সংগঠক ফজলুল হক খানের মৃত্যুতে
তথ্যমন্ত্রী ও তথ্য সচিবের শোক
ঢাকা, ২৬ ফাল্গুন (৯ মার্চ) :
বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ফজলুল হক খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য সচিব মরতুজা আহমদ।
তথ্যমন্ত্রী আজ এক শোকবাণীতে বেদনাহত প্রতিক্রিয়ায় বলেন, ফজলুল হক ক্রীড়া সংগঠক, প্রকৌশলী এবং গণমাধ্যমের সেবক হিসেবে এক বিরল প্রতিভার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। মন্ত্রী এসময় আশির দশকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে ফজলুল হকের কৃতিত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তথ্য সচিব মরতুজা আহমদ পৃথক শোকবাণীতে বলেন, ফজলুল হক একাধারে একজন প্রকৌশলী এবং ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করার পাশাপাশি গণমাধ্যমের জন্যও আন্তরিক ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন বড় সংগঠককে হারালো।
তথ্যমন্ত্রী এবং তথ্য সচিব মরহুম ফজলুল হক খানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
আকরাম/আফরাজ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৯৩
কলকারখানার উৎপাদন বৃদ্ধিতে পরিদর্শকগণকে সেতুবন্ধ হিসেবে কাজ করতে হবে
-- শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
ঢাকা, ২৬ ফাল্গুন (৯ মার্চ) :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, কলকারখানার কর্মপরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং উৎপাদন বৃদ্ধিতে পরিদর্শকগণকে মালিক ও শ্রমিকদের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বিয়াম মিলনায়তনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক আয়োজিত পরিদর্শকগণের বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কলকারখানার কর্মপরিবেশের উন্নতি হয়েছে, উৎপাদন বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতার ৪৫ বছর পর বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কলকারখানা পরিদর্শকগণ মালিক-শ্রমিকদের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করলে উৎপাদন আরো বৃদ্ধি পাবে। এজন্য পরিদর্শকগণকে নিরলস কাজ করতে হবে। তিনি বলেন, পরিদর্শকগণকে শ্রম আইন ও বিধিমালা ভালভাবে জানতে হবে। বিধিমালা অনুযায়ী মালিকদের স্বার্থ ও শ্রমিকদের অধিকার সম্পর্কে সজাগ থাকতে হবে।
কলকারখানা পরিদর্শন কাজের পরিধি ও গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় বর্তমান সরকার কলকারখানা পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করেছে। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিদর্শনসংশ্লিষ্ট সকলকে যুগোপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছে। ইতোমধ্যে তৈরিপোশাক শিল্পসহ অন্য সকল প্রতিষ্ঠান এ অধিদপ্তরের কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে।
বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ, কানাডিয়ান হাইকমিশনের পরিকল্পনা বিভাগের উপপরিচালক হিদার ম্যাকব্রিড (ঐবধঃযবৎ গপইৎরফব) এবং আইএলও’র আরএমজি প্রোগ্রামের প্রশিক্ষণ শাখার প্রধান তোমো পচিয়েনেন (ঞড়ঁসড় চড়ঁঃরধরহবহ) বক্তৃতা করেন।
অনুষ্ঠানে জানানো হয়, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে গত ১ বছরে ১৬০ জন পরিদর্শককে বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
#
আকতারুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর :৭৯২
স্পিকারের সাথে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা, ২৬ ফাল্গুন (৯ মার্চ) :
স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক (অষরংড়হ ইষধশব) আজ সংসদভবনে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্কসহ আসন্ন সিপিএ সম্মেলন, সিপিএ ইয়ুথ রোডশো, নারীশিক্ষা, জেন্ডার সমতা, নারী ক্ষমতায়ন, বাল্যবিবাহ, জাতীয় নারী উন্নয়ন নীতিমালা, ইউনিয়ন পরিষদ নির্বাচন, দ্বিপাক্ষিক বাণিজ্য, ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের অবস্থা ইত্যাদি বিষয়ে মতবিনিময় করেন।
স্পিকার বলেন, গত ২মার্চ কমনওয়েলথ দিবস উদ্যাপন উপলক্ষে ‘সিপিএ রোডশো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে এটি কমনওয়েলথের অন্য দেশসমূহে চলবে। তিনি বলেন, সম্প্রতি তাঁর ভারত সফরের সময় দেশের তরুণ সমাজকে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে পরিচালিত এই কর্মসূচি ভারতের লোকসভা ও সরকার প্রধান কর্তৃক প্রশংসিত হয়েছে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীশিক্ষা, জেন্ডার সমতা ও নারী ক্ষমতায়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব প্রদান করায় এক্ষেত্রে অনেক সাফল্য অর্জিত হয়েছে, বাল্যবিবাহ রোধে গ্রামগঞ্জেও ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে। নারীশিক্ষা কার্যক্রম বাংলাদেশে যেভাবে এগিয়ে চলছে, তাতে সহসাই এদেশ বাল্যবিবাহ প্রতিরোধে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, ব্রিটেনে বিপুলসংখ্যক বাংলাদেশি বসবাস করছে। তাছাড়া উচ্চশিক্ষা গ্রহণের জন্য এদেশ থেকে বহুসংখ্যক শিক্ষার্থী প্রতিনিয়ত ব্রিটেন গমন করছে। সুদূর অতীত থেকে বাংলাদেশিরা ব্রিটেনে বসবাস করায় তারা ব্রিটেনের সংস্কৃতি ও রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে। তিনি ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত সদস্যের উল্লেখ করে বলেন, তাঁরা ব্রিটিশ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
#
মোতাহের/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৬০০ঘণ্টা
Handout Number : 791
Russian Ambassador calls on Foreign Minister
Dhaka, March 09 :
Outgoing Ambassador of the Russian Federation to Bangladesh Alexander A Nikolaev called on Foreign Minister A H Mahmood Ali at the Ministry of Foreign Affairs in Dhaka today.
During the call on, Ambassador Nikolaev highly appreciated the visit of Prime Minister Sheikh Hasina, at the invitation of President Putin, to the Russian Federation in January 2013, which has built a very solid foundation for expanded bilateral cooperation between the two countries in many areas, including nuclear power and oil and gas exploration.
The Ambassador informed the Foreign Minister that a private Russian aviation company recently visited Dhaka and had held fruitful discussions with the all concerned to explore the possibility of Dhaka - Moscow weekly direct flights.
Mahmood Ali reassured the Russian Ambassador that the proposed agreement to establish Intergovernmental Commission between Bangladesh and the Russian Federation on trade, economic, science and technology would be signed soon. The Foreign Minister also sought Russian Government’s assistance for duty and quota free access of Bangladeshi products to Russian Market.
Foreign Minister mentioned that Bangladesh and the Russian Federation are closely working in bilateral, regional and global spheres in combating terrorism and violent extremism. In this context, he welcomed with deep appreciation the role the Russian Federation had played for reaching consensus, with the United States, for a ceasefire in Syria.
The Foreign Minister congratulated the Russian Ambassador on his successful completion of tenure in Dhaka and wished him good health. The Russian Ambassador expressed his gratitude to the government of Bangladesh for all the support extended to him for accomplishing his duties here.
#
Khaleda/Afraz/Sanjib/Selim/2016/1700 Hrs
তথ্যবিবরণী নম্বর : ৭৮৯
প্রতিবছর ১০ মার্চ পালিত হবে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস
ঢাকা, ২৬ ফাল্গুন (৯ মার্চ) :
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস প্রতিবছর ‘মার্চ মাসের শেষ বৃহস্পতিবার’ এর পরিবর্তে ‘১০ মার্চ’ নির্ধারণ করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ ৮ মার্চ এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।
#
তথ্যবিবরণী নম্বর : ৭৯০
নৌপরিবহণমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশ
ঢাকা, ২৬ ফাল্গুন (৯ মার্চ) :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান পহেলা বৈশাখে নারীদের লাঞ্ছনার বিষয়ে তাঁর দেয়া বক্তব্যে তিনি যা বোঝাতে চেয়েছেন তা সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এ বিষয়ে জনমনে বিভ্রান্তি দেখা দেয়ায় তিনি তাঁর বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন।
এ বিষয়ে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে সেজন্য মন্ত্রী আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
#
জাহাঙ্গীর/আফরাজ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৬৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৮৮
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল
ঢাকা, ২৬ ফাল্গুন (৯ মার্চ) :
১৪৩৭ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল ১০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মুকাররম এর সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
#
শায়লা/মোবাস্বেরা/নুসরাত/আলী/আসমা/২০১৬/১৫১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৮৭
হজযাত্রীদের মোয়াল্লেম ফির অর্থ ২৪টি ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করা হবে
ঢাকা, ২৬ ফাল্গুন (৯ মার্চ) :
২০১৬ সালের হজ কার্যক্রমে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন এবং হজ এজেন্টদের নিকট হতে প্রদত্ত হজযাত্রীদের মোয়াল্লেম ফির অর্থ ২৪টি ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করা হবে।
অনুমোদিত ব্যাংকগুলো হলো :- সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকা; পূবালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ২৬ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা; ট্রাস্ট ব্যাংক, কর্পোরেট হেড অফিস, স্বাধীনতা টাওয়ার, ঢাকা; প্রাইম ব্যাংক লিমিটেড, আদমজী কোর্ট এনেক্স বিল্ডিং, মতিঝিল, ঢাকা; সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ৫২-৫৩, দিলকুশা ঢাকা; দি ফারমার্স ব্যাংক লিমিটেড, ৪২ গুলশান এভিনিউ, গুলশান সার্কেল-১, ঢাকা; ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, ২০ দিলকুশা বা/এ, ঢাকা; বাংলাদেশ কৃষি ব্যাংক লিঃ, ৮৩-৮৫ মতিঝিল বা/এ, ঢাকা; ওয়ান ব্যাংক লিমিটেড, এইচ,আর,সি ভবন, ৪৬ কাওরানবাজার, ঢাকা; জনতা ব্যাংক লিমিটেড, জনতা ভবন, ১১০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা; শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ, টফধু ঝধহু, চষড়ঃ ঘড়-ঝঊ (অ), ২/ই এঁষংযধহ ঝড়ঁঃয আবহঁব, এঁষংযধহ-১, উযধশধ-১২১২; ব্যাংক এশিয়া, র্যাংগস্ টাওয়ার, ৬৮ পুরানা পল্টন, ঢাকা; এক্সিম ব্যাংক, সিমফনী, প্লট-এসই (এফ), ০৯ রোড-১৪২, গুলশান এভিনিউ, ঢাকা; মধুমতী ব্যাংক লিমিটেড, ডিসিসিআই বিল্ডিং, ৩য় ও ৪র্থ তলা, ৬৫-৬৬ মতিঝিল, ঢাকা; রূপালী ব্যাংক লিঃ, প্রধান কার্যালয়, ঢাকা; যমুনা ব্যাংক লিঃ, হাদী ম্যানশন, ২ দিলকুশা বা/এ, ঢাকা; এবি ব্যাংক, বিসিআইসি ভবন, ৩০-৩১, দিলকুশা বা/এ, ঢাকা; আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড, ৩৬, দিশকুশা বা/এ, ঢাকা; প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, গুলশান সার্কেল-২, ডরেন টাওয়ার, লেভেল-২, ৬/এ, গুলশান নর্থ এভিনিউ বা/এ, গুলশান-২, ঢাকা; মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ৬১, দিশকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা; সোসাল ইসলামী ব্যাংক লিমিটেড, সিটি সেন্টার, ৯১/১, মতিঝিল বা/এ, ঢাকা; অগ্রণী ব্যাংক লিমিটেড, ৩৭, দিলকুশা বা/এ, সানমুন স্টার টাওয়ার, ১৩ তলা, ঢাকা; আইসিবি ইসলামিক ব্যাংক লিঃ, ১৩, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকা।
#
শহীদুল্লাহ/মোবাস্বেরা/নুসরাত/আলী/কামাল/২০১৬/১৪৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৮৬
বিশ্ব কিডনি দিবস-২০১৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ২৬ ফাল্গুন (৯ মার্চ) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব কিডনি দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ১০ মার্চ ২০১৬ বিশ্ব কিডনি দিবস পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। আমি এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুভেচ্ছা জানাচ্ছি।
দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘করফহবু উরংবধংব ধহফ ঈযরষফৎবহ. অপঃ ঊধৎষু ঃড় চৎবাবহঃ রঃ!’ যা যথেষ্ট সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
দেশে প্রায় ২ কোটি মানুষ কোন না কোন ধরনের কিডনি রোগে ভুগছেন। কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং মৃত্যুহার অপেক্ষাকৃত বেশি। তাছাড়া রোগীর পরিবার-পরিজন এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীগণও এ রোগের চিকিৎসাজনিত কারণে নানা সমস্যার সম্মুখীন হন। কিন্তু সাধারণ স্বাস্থ্যবিষয়ক কিছু নিয়ম কানুন মেনে চললে কিডনি রোগ প্রতিরোধ করা সম্ভব।
আমাদের সরকার কিডনি চিকিৎসাসহ সব ধরনের চিকিৎসাসেবার উন্নয়নে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। গ্রামে-গ্রামে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গড়ে তুলেছি। উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়নের ব্যবস্থা করা হয়েছে। প্রায় সাড়ে ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানে নিয়োজিত রয়েছে। আমরা দেশে গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছি। স্বাস্থ্যখাতে আমাদের সময়োচিত পদক্ষেপের ফলে কিডনি চিকিৎসা আজ দেশের প্রত্যন্ত এলাকাতেও সহজলভ্য হয়ে উঠেছে। আমি এজন্য দেশের নিবেদিতপ্রাণ কিডনি চিকিৎসকদের আন্তরিক ধন্যবাদ জানাই।
আমি আশা করি, সরকারের পাশাপাশি বাংলাদেশ রেনাল এসোসিয়েশন, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অভ্ বাংলাদেশ, কিডনি ফাউন্ডেশন ও ক্যাম্পস বাংলাদেশসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান কিডনি রোগ প্রতিরোধ এবং এর চিকিৎসায় জনসচেতনতা সৃৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। দেশের হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের চিকিৎসকগণ আরো নিবেদিত হবেন-এ আমর প্রত্যাশা।
আমি বিশ্ব কিডনি দিবস-২০১৬ এর সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
নুরএলাহি/মোবাস্বেরা/নুসরাত/আলী/আসমা/২০১৬/১০৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৮৫
বিশ্ব কিডনি দিবস-২০১৬ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ২৬ ফাল্গুন (৯ মার্চ) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব কিডনি দিবস-২০১৬’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
চিকিৎসা বিজ্ঞানীদের মতে, জন্মগত ত্রুটি, বংশগত রোগ, নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অপর্যাপ্ত পানি পান, ব্যাথানাশক ঔষধ সেবনসহ নানাবিধ কারণে বিশ্বে ধীর গতির কিডনি রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। এ পরিপ্রেক্ষিতে কিডনি রোগের প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
শিশুরাই আমাদের ভবিষ্যত। সেই প্রেক্ষিতে এবারের বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য 'করফহবু উরংবধংব ্ ঈযরষফৎবহ. অপঃ ঊধৎষু ঃড় চৎবাবহঃ রঃ!' অত্যন্ত সময়োপযোগী বলে আমি মনে করি। দিবসটি উপলক্ষে কিডনি বিষয়ক নানা কর্মসূচি ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
বাংলাদেশ রেনাল এসোসিয়েশন, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অভ্ বাংলাদেশ ও কিডনি ফাউন্ডেশনের যৌথভাবে দিবসটি পালনের উদ্যোগ খুবই প্রশংসনীয়।
আমি ‘বিশ্ব কিডনি দিবস-২০১৬’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/মোবাস্বেরা/আলী/কামাল/২০১৬/১০৪৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৮৪
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ২৬ ফাল্গু