Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ এপ্রিল ২০১৬

তথ্যবিবরণী ২৪ এপ্রিল ২০১৬

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৩৭২

প্রতিবন্ধী শিশুর বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে
                         ---স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল):

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রতিবন্ধী শিশুরা দেশের সম্পদ। তাদের যথাযথ পরিচর্যা ও বিকাশের জন্য বিত্তবান শ্রেণিসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

    মন্ত্রী আজ ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের মাঝে শ্রবণ সহায়ক যন্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে একথা বলেন। রোটারি ক্লাব ঢাকা উত্তর-পশ্চিম এই কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচির মাধ্যমে সারাদেশের ৫০০ শিশুর মাঝে শ্রবণ সহায়ক যন্ত্র বিতরণ করা হচ্ছে।

    ক্লাবের প্রেসিডেন্ট কানিজ ফাতেমা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে যুক্তরাজ্যের হিয়ারিং ফান্ডের অ্যাম্বাসেডর জোয়ান মিলেন (ঔড়ধহহব গরষবহ), যুক্তরাষ্ট্রের স্টারকি হিয়ারিং ফাউন্ডেশনের ব্র্যাডি ফোর্সেথ (ইৎধফু ঋড়ৎংবঃয ) বক্তৃতা করেন।

    মন্ত্রী বলেন, স্বাভাবিক শিশুদের মতো শারীরিক চ্যালেঞ্জের সম্মুখীন শিশুদের মাঝেও অনেক প্রতিভা রয়েছে। জাতির সার্বিক উন্নয়নে তাদেরও অবদান রাখার যোগ্যতা আছে। তাই তাদের যথাযথ লালন পালনের দায়িত্ব আমাদের সবাইকেই নিতে হবে।

#
পরীক্ষিৎ/আফরাজ/মোশাররফ/মোশারফ/আব্বাস/২০১৬/২১৩৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩৭১

জ¦ালানি তেলের মূল্য পুনর্নিধারণ

ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল) :
    সরকার ভোক্তা পর্যায়ে জ¦ালানি তেলের মূল্য পুনর্নিধারণ করেছে । আজ বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগ বিভিন্ন প্রকার পেট্রোলিয়াম পণ্যের ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে।
    প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য নি¤œরূপে পুনর্নিধারণ করা হয়েছে : ডিজেল ৬৫ টাকা, কেরোসিন ৬৫ টাকা, অকটেন ৮৯ টাকা, পেট্রোল ৮৬ টাকা এবং ফার্নেস অয়েল ৪২ টাকা।
    সংশোধিত এ মূল্যহার ২৪ এপ্রিল রাত ১২টার পর থেকে কার্যকর হবে।
#
আসলাম/আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৬/২১৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৩৭০

প্রবীণদের জন্য হাসপাতালে আলাদা কাউন্টার করা হবে
                       ---স্বাস্থ্যমন্ত্রী    
ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল):

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রবীণদের জন্য সরকারি হাসপাতালগুলোতে আলাদা কাউন্টার করা হবে।

    মন্ত্রী আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘প্রবীণ স্বাস্থ্য সুরক্ষা’ বিষয়ে দেশব্যাপী প্রচারাভিযানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  

    প্রবীণদের জন্য চিকিৎসা ফি কমাতে বেসরকারি মেডিকেলের মালিকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দয়া করে আপনাদের হাসপাতালে রোগীদের বিভিন্ন টেস্টের ফি কমান। প্রবীণদের জন্য প্রয়োজনে বিভিন্ন টেস্ট ফ্রি করার ব্যবস্থা করুন।

    মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভুয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নির্মূলে আরো কঠোর অভিযান পরিচালনা করা হবে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো ভুয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গজিয়ে উঠেছে। এই ধরনের ক্লিনিকগুলোতে রোগীদের সেবার নামে মাত্রাতিরিক্ত ফি আদায় করা হয়। এসব স্থানে অভিজ্ঞ চিকিৎসক পাওয়া যায় না। তাই আমি ওই সকল ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ বোরহান কবির, প্রবীণ সমাজের প্রতিনিধি সৈয়দা রাহেলা বেগম বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানের শুরুতে ৩ মাসব্যাপী প্রচারণা কার্যক্রমের ফলাফল বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের প্রোগ্রাম ম্যানেজার অয়ন দেবনাথ।

#
পরীক্ষিৎ/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/২০০২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩৬৯

উচ্চশিক্ষা কমিশন ও অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন চূড়ান্ত পর্যায়ে
                                                           -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল) :
    দেশে উচ্চশিক্ষার মানোন্নয়নে উচ্চশিক্ষা কমিশন আইন ও অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন প্রণয়ন  চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
    মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ঢাকায় প্রাইম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ভাষণে একথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন  কেন্দ্রে এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী।
    তিনি বলেন, ইউজিসিকে যুগোপযোগী করার জন্য উচ্চশিক্ষা কমিশন আইন প্রণয়ন করা হচ্ছে। দেশের বিশ্ববিদ্যালয়সমূহের মান যাচাইয়ের লক্ষ্যে প্রণীত অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইনও চূড়ান্ত পর্যায়ে রয়েছে ।
    অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানবিক গুণাবলী অর্জনের উপর জোর দেন।
    অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আবদুস সোবহান, ট্রাস্টি বোর্ডের সভাপতি তোহিদুর রহমান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের সমিতির সভাপতি শেখ কবির হোসেনও বক্তৃতা করেন।
    সমাবর্তনে ৯৫০০ সèাতককে সনদ প্রদান করা হয়। বিভিন্ন বিভাগ থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী সèাতকদের স্বর্ণপদক প্রদান করেন মন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী সমাবর্তন শোভাযাত্রায় নেতৃত্ব দেন ।
#
সাইফুল্লাহ/আফরাজ/মোশারফ/মাহফুজ/জয়নুল/২০১৬/১৯৫০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৩৬৮


যানবাহনের নাম্বারপ্লেট ও ট্যাগ সংযোজনের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি
    
ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল):

    বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যে সকল যানবাহনের রেজিস্ট্রেশন প্রদান করে সেসব যানবাহনের রেট্রো-রিফেøক্টিভ নাম্বারপ্লেট এবং রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগ সংযোজনের সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে এ সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত নির্ধারিত ছিল।

    সম্প্র্রতি বিআরটিএ’র এক প্রজ্ঞাপনে এ সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়।

#

আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯১০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৩৬৭

হেলথ কলসেন্টার স¦াস্থ্য বাতায়ন উদ্বোধন

ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল) :
‘১৬২৬৩’ নম্বরে কল করলেই চব্বিশ ঘন্টা বিনামূল্যে স্বাস্থ্যসেবার পরামর্শ পাওয়া যাবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। এই সেবার নাম দেয়া হয়েছে ‘সরকারি হেলথ কলসেন্টার : স্বাস্থ্য বাতায়ন’।
আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সমে¥লনকক্ষে এই সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বাস্থ্যসচিব সৈয়দ মন্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. ওয়াহিদ হোসেন। অনুষ্ঠানে স্বাস্থ্য বাতায়ন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী জানান, এই ব্যবস্থার ফলে ল্যান্ড বা মোবাইল ফোনের মাধ্যমে এই নম্বরে ফোন করে দিনরাত ২৪ ঘন্টা চিকিৎসকের পরামর্শসহ অন্যান্য স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। কলরেট মোটামুটি স্বাভাবিক কলরেটের মত। স্বাস্থ্য বাতায়ন দেশের যে কোন স্থানের রোগীদের প্রয়োজনে নিকটবর্তী সরকারি বেসরকারি অ্যাম্বুলেন্স সেবা পেতেও সহায়তা করবে। এর মধ্য দিয়ে স্বাস্থ্যসেবা সম্পর্কিত গ্রাহকদের যে কোনো অভিযোগ ও পরামর্শ গ্রহণ করা হবে এবং দ্রুত সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি এই সেবার শতভাগ সাফল্য নিশ্চিত করতে কলসেন্টারে কর্মরত চিকিৎসক ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন।  
মন্ত্রী বলেন, এই সরকারি কলসেন্টারটি স্বাস্থ্যসেবা মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেয়ার প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর আরো একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে মানুষ জরুরি বা যেকোন স্বাস্থ্যবিষয়ক সমস্যায় পড়লে ঘরে বসেই সহজে চিকিৎসকের পরামর্শ নিতে পারবে।
তিনি বলেন, গ্রামের ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। তাঁর নির্দেশেই ‘১৬২৬৩’ ফোন নম্বর চালু করে এখন থেকে সরকার সেবাকে সাধারণ মানুষের হাতের লাগালে নিয়ে গেল।
স্বাস্থ্য বাতায়ন নম্বরে কল করলে স্বাস্থ্য বিষয়ক যে কোন তথ্য জানা যাবে। জানা যাবে সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা অথবা হাসপাতাল ও ক্লিনিক সংক্রান্ত অভিযোগ ও পরামর্শ। এছাড়া ওয়েবসাইট (১৬২৬৩.ফমযং.মড়া.নফ), ফেসবুক (ঋধপবনড়ড়শ.পড়স/ ংযধংঃযড়নধঃধুড়হ), ইমেইল (১৬২৬৩@সরং.ফমযং.মড়া.নফ) ও এসএমএস  (+৮৮-০১৫১১৩-১৬২৬৩)-এর মাধ্যমেও সেবা গ্রহণ করা যাবে। যুক্তরাজ্যের ইউকেএইড-এর অর্থায়নে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস (তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি) বিভাগ সেবাটি চালু করেছে।
#
পরীক্ষিৎ/আফরাজ/মোশারফ/মাহফুজ/জয়নুল/২০১৬/১৯১০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৬৬

কৃত্রিম সংকট বা মূল্যবৃদ্ধি হলে কঠোর ব্যবস্থা
                                  -- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে। চাহিদার চেয়ে কয়েকগুণ বেশি পণ্য দেশে মজুত আছে। আসন্ন পবিত্র রমজান মাসে কোনো পণ্যের সংকট হবার সম্ভাবনা নেই। যদি অসৎ উদ্দেশ্যে কোন মহল পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য বৃদ্ধির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
    বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।  
    মন্ত্রী বলেন, বিগত দিনে ব্যবসায়ীরা আন্তরিকতার সাথে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন। সকল পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। পণ্যের সরবরাহ চেইন স্বাভাবিক রাখতে সরকার চাহিদা মোতাবেক সবধরনের সহযোগিতা প্রদান করবে। আমদানিকারক ও সরবরাহকারীরা দায়িত্বশীল ভূমিকা রাখবে। প্রয়োজনে টিসিবি পর্যাপ্ত পণ্য বাজারে সরবরাহ করবে, সে মোতাবেক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থা বাজার মনিটরিং অব্যাহত রেখেছে।
     তোফায়েল আহমেদ বলেন, বর্তমানে দেশে চাল, আটা, চিনি, ভোজ্যতেল, ডাল, লবণ, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, খেজুরের পর্যাপ্ত মজুত রয়েছে। আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ঘোষণা করেছেন আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের সংকট বা  মূল্যবৃদ্ধি হবে না। ইতোপূর্বে সরকার ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতায় সফলভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে। এবারও বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি) নাজনিন বেগম, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. সালাহ উদ্দিন আকবর, টিসিবি-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সালেহ  এবং বাংলাদেশ ব্যাংক, এনবিআর, চিনি ও খাদ্য শিল্প করর্পোরেশন, খাদ্য মন্ত্রণালয়, এনএসআইসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
#
লতিফ/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৬৫

পরিকল্পনামন্ত্রীর সাথে টেলিভিশন ক্যামেরা
জার্নালিস্ট এসোসিয়েশন প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল) :
    পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে আজ ঢাকায় তাঁর মন্ত্রণালয়ের দপ্তরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত প্রতিনিধিদল সাক্ষাৎ করে। সংগঠনের নবনির্বাচিত সভাপতি  হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক  মাহে আলম জেমস এবং সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ।
    প্রতিনিধিদল সাক্ষাৎকালে পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়াদি নিয়ে মন্ত্রীর সাথে মতবিনিময় করেন। মন্ত্রী টেলিভিশন ক্যামেরা সাংবাদিকতা অত্যন্ত চ্যালেঞ্জিং পেশা উল্লেখ করে বলেন, একটি তাজা এবং জীবন্ত সংবাদচিত্র সংগ্রহ করাই একজন টিভি ক্যামেরা সাংবাদিকের অন্যতম কাজ। এ কাজ অনেক ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ। তিনি টিভি ক্যামেরা সাংবাদিকদের পেশাগত ও জীবনমান উন্নয়নে সম্ভাব্য সবধরণের সহযোগিতা প্রদানের আশ^াস ব্যক্ত করেন ।
    প্রতিনিধিদল তাদের জীবনমান উন্নয়নসহ পেশাগত মানোন্নয়নে প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা প্রদানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, ইলেকট্রনিক মিডিয়ার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পেশাগত চিত্রসাংবাদিকদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে । কিন্তু চিত্রগ্রাহক ও চিত্রসাংবাদিকতার সাথে সংশ্লিষ্টদের জন্য উপযুক্ত প্রশিক্ষণের পর্যাপ্ত সুযোগ না থাকায় এ পেশার  উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে ।
    প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে সহসভাপতি দেলোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক  মেহেদী হাসান ও রাশেল মাহমুদ, অর্থসম্পাদক সাইদ হায়দার, সহঅর্থসম্পাদক কৃষ্ণ দে আকাশ এবং সহদপ্তর সম্পাদক নুসরাত জাহান শান্তা  উপস্থিত ছিলেন ।
#
শেফায়েত/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮২০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৩৬৪

সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল):

দশম জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির দশম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন।

    কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম¥দ এরশাদ, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন।

    এ অধিবেশন আগামী ৫ মে পর্যন্ত চলবে বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিদিন বিকেল ৫ টায় অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে স্পিকার এ সময় পরিবর্তন করতে পারবেন।

জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপ¯িহত ছিলেন।

#

মোতাহের/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৭৪৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৩৬৩
সরকারি কর্মচারীদের সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
                                               
ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল):
    সুশাসনের জন্য সরকারি কর্মচারীদের ভ্রষ্টাচার পরিহার করে শুদ্ধাচারের মাধ্যমে সততা ও জনসেবকের প্রতীক হিসেবে কাজের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
    মন্ত্রী আজ ঢাকায় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
    মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী জনগণই দেশের মালিক। সরকারি কর্মচারীদের বুঝতে হবে, তারা জনগণের কর্মচারী মাত্র। জনগণকে সেবা দিতে ও গণমাধ্যমকে তথ্য দিতে তৎপর থাকতে হবে। তিনি বলেন, গণতন্ত্র ও গণমাধ্যমের মাঝে সেতুবন্ধ হিসেবে তথ্য মন্ত্রণালয়ের কাজ যেমন গুরুত্বপূর্ণ তেমনি দ্রুততারও দাবি রাখে। তিনি এ সময় জবাবদিহিতা, স্বচ্ছতা, সততা ও নৈতিকতানির্ভর জনসেবার ওপর গুরুত্ব আরোপ করেন।
    মন্ত্রী বলেন, দুর্নীতি, খারাপ ব্যবহার, তথ্য প্রদানে অনীহা, ফাইল আটকে রাখা, আইন অমান্য করা এবং সেবাপ্রার্থীকে অহেতুক অপেক্ষা করিয়ে রাখার মতো অনৈতিক কাজ থেকে সকল স্তরের কর্মচারীদের বিরত রাখার উদ্দেশ্যেই শুদ্ধাচারের প্রবর্তন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।
    অনুষ্ঠানের সভাপতি তথ্যসচিব মরতুজা আহমদ বলেন, সুশাসন প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশনা অনুযায়ী শুদ্ধাচার বিষয়ে নাগরিকদের সচেতন করার কাজ করছে তথ্য মন্ত্রণালয়। কারণ, জাতির পিতা বলেছেন, শুধু আইনকানুন দিয়ে নয়, দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজন প্রত্যেকের নিজস্ব শুদ্ধাচার চর্চা। সংসদ বাংলাদেশ টেলিভিশনকে শুদ্ধাচারের একটি প্রকৃষ্ট উদাহরণ উল্লেখ করে মরতুজা আহমদ বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের কাজ জনগণের সামনে তুলে ধরার কাজটি করছে সংসদ বিটিভি। এর প্রতিষ্ঠাই শুদ্ধাচারের একটি বড় পদক্ষেপ।
    এ সময় তথ্যসচিব জাতীয় সম্প্রচার আইন-২০১৬ এর খসড়া তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সকলের মতামতের জন্য উন্মুক্ত করে দেয়াকে স্বচ্ছতার নজির হিসেবে বর্ণনা করে বলেন, তথ্য মন্ত্রণালয় স্বচ্ছতায় বিশ্বাসী। মন্ত্রণালয়ের সকল অধিদপ্তর ও সংস্থাকে বছরে অন্তত ষাট ঘন্টা শুদ্ধাচার কৌশল বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করতে হবে।
    মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন। অতিরিক্ত সচিব সরাফ উদ্দিন আহমদ, শাহজাদী আঞ্জুমান আরা ও রোকসানা মালেকসহ মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ দিনব্যাপী কর্মশালায় অংশ নেন।
#

আকরাম/আফরাজ/মাহফুজ/আব্বাস/২০১৬/১৭৪৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৩৬২

    ১৩ লাখ টন ধান-চাল কেনার সিদ্ধান্ত

ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল):  

    আসন্ন বোরো মৌসুমে ৭ লাখ মেট্রিকটন ধান এরং ৬ লাখ মেট্রিকটন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৩ টাকা দরে ধান এবং ৩২ টাকা দরে চাল সংগ্রহ করা হবে। আগামী ৫ মে থেকে শুরু হয়ে সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

    খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
    সভাশেষে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত বছর ৩২ টাকা দরে ১০ লাখ মেট্রিকটন চাল এবং ২২ টাকা দরে ১ লাখ মেট্রিকটন ধান সংগ্রহ করে সরকার।
তিনি বলেন, এবার প্রতি কেজি বোরো ধান উৎপাদনে ২০ টাকা ৭০ পয়সা ও  চাল উৎপাদনে  ২৯ টাকা খরচ হয়েছে। গত বছর ধানের উৎপাদন খরচ ছিল কেজি প্রতি ২০ টাকা এবং চালের উৎপাদন খরচ ছিল কেজি প্রতি ২৭ টাকা ৫০ পয়সা। উপস্থিত সাংবাদিকদের খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের লাভের কথা চিন্তা করেই অতীতের যেকোন সময়ের তুলনায় এবার অধিক পরিমাণে ধান সংগ্রহ করা হবে।
    সভায় সিদ্ধান্ত অনুযায়ী সংগ্রহ কার্যক্রম আগামী  ৫ মে  থেকে শুরু হয়ে ৩১ আগস্ট ২০১৬ পর্যন্ত চলবে। বর্তমানে খাদ্য মজুদ আছে ১০ লাখ ৭৪ হাজার ৪৩১ মেট্রিকটন।
    খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ কমিটির সদস্যগণ ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
#

মেহেদী/আফরাজ/আব্বাস/২০১৬/১৭২৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৩৬১  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স সিলেবাসে সংশোধনী

ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল):

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) শিক্ষাকার্যক্রমে পাঠদান পরীক্ষা কার্যক্রম বিদ্যমান সিলেবাসে মাস্টার্স নিয়মিত কোর্সের ক্ষেত্রে যে সকল বিষয়ের সিলেবাসে মাঠকর্ম/ইন্টার্নশিপ দেয়া ছিল তার পরিবর্তে সমাজকর্ম বিষয় ব্যতীত সকল শিক্ষার্থীর জন্য টার্ম পেপার প্রযোজ্য হবে এবং মাস্টার্স প্রাইভেট কোর্সের ক্ষেত্রে মাঠকর্ম/ইন্টার্নশিপ এর পরিবর্তে সকল শিক্ষার্থীকে ৪ (চার) ক্রেডিটের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
    এ সংক্রান্ত বিস্তারিত সিলেবাস ও রেগুলেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ থেকে জানা যাবে।
#
ফয়জুল/নুসরাত/খাদীজা/আলী/আসমা/২০১৬/১৫২০ ঘণ্টা  

 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৬০

সম্প্রচার আইনের খসড়া ওয়েবসাইটে প্রকাশ

ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল) :  
    তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (িি.িসড়র.মড়া.নফ) ‘সম্প্রচার আইন, ২০১৬’ এর খসড়া প্রকাশ করা হয়েছে। খসড়াটির ওপর অংশীজনসহ সংশ্লিষ্ট সকলের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদানের আহ্বান করেছে তথ্য মন্ত্রণালয়।      
#
আখতারুজ্জামান/নুসরাত/খাদীজা/আলী/মিজান/আসমা/২০১৬/১১৩০ ঘণ্টা

 

Todays handout (11).doc