তথ্যবিবরণী নম্বর : ১৫৭৩
৫০ হাজার পিস ইয়াবা আটক
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :
বাংলাদেশ কোস্টগার্ডের সাঙ্গু স্টেশনের একটি অপারেশন দল গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন গহীরার জুইয়েল্যার ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আটক করে। আটককৃত ইয়াবার মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।
আটককৃত ইয়াবা যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তÍান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
#
শামীম/আফরাজ/মাহফুজ/জয়নুল/২০১৬/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৭১
জনহয়রানি হলে কাউকে ছাড় দেওয়া হবে না
-- ভূমিমন্ত্রী
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, জনহয়রানি হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মানবিক মূল্যবোধ বজায় রেখে সেবামূলক কাজে নিজেদের সততা ও নিষ্ঠার সাথে আত্মনিয়োগ করতে হবে।
ভূমিমন্ত্রী আজ রাজধানীর নীলক্ষেতে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে ২ সপ্তাহব্যাপী দ্বিতীয় ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ভূমিমন্ত্রী এসিল্যান্ডদের উদ্দেশে আরো বলেন, সাধারণ মানুষ আপনাদের বিবেক, বুদ্ধি, বিবেচনার ওপর আশা করে। তাদের নিরাশ করবেননা। প্রচলিত আইন অনুযায়ী ভূমির মালিকানা বুঝিয়ে দিবেন। মন্ত্রী বলেন, আমরা ভূমিদস্যু, দালাল, ফড়িয়া উচ্ছেদে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান।
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ সাহেদ সবুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জাতীয় ভূমি জোনিং প্রকল্পের পরিচালক কফিল উদ্দিন, গুচ্ছগ্রাম প্রকল্পের পরিচালক মাহবুব উল আলম, কোর্স পরিচালক মুহাম্মদ শাহেদ কবির ও কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
দুই সপ্তাহব্যাপী ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণে বিসিএস প্রশাসনের ৩২ জন এসিল্যান্ড অংশ নিচ্ছেন।
#
রেজুয়ান/আফরাজ/সেলিম/মাহফুজ/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৭০
ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে):
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ড. আনোয়ার হোসেন মিলনায়তনে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আলী জুলকারনাইন।
অনুষ্ঠানে ড. এম এ. ওয়াজেদ মিয়ার বর্ণাঢ্য জীবনের উপর আলোকপাত করতে গিয়ে মন্ত্রী বলেন, ড. ওয়াজেদ মিয়া ছিলেন একজন একনিষ্ঠ দেশপ্রেমিক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী। বিজ্ঞানের উন্নয়ন ছাড়া দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়-এ বিশ্বাস নিয়ে
ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান উন্নয়নের জন্য আজীবন চেষ্টা চালিয়ে গেছেন। তাঁর মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে জনগণের কল্যাণে তিনি কাজ করে গেছেন। তাঁর অক্লান্ত প্রচেষ্টার ফলেই আজ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বিজ্ঞানের বিভিন্ন শাখায় ব্যাপক উন্নয়ন ও গবেষণার দ্বার প্রসারিত হয়েছে। তিনি বলেন,
ড. ওয়াজেদ মিয়ার আজীবনের স্বপ্ন রূপপুর পরামাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নের পথে রয়েছে।
এ ছাড়াও অনুষ্ঠানে ওয়াজেদ মিয়ার কর্মময় জীবনের উপর আলোকপাত করে আলোচনা করেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নঈম চৌধুরী, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধানগণ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্যবৃন্দ, বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ড. ওয়াজেদ মিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, কমিশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
#
কামরুল/আফরাজ/সেলিম/মাহ্ফুজ/রেজাউল/২০১৬/১৯০৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৬৯
ডেপুটি স্পিকারের সাথে
সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর গভর্নেন্স রিসার্সের প্রেসিডেন্টের সাক্ষাৎ
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে):
আজ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সাথে তাঁর কার্যালয়ে সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর গভর্নেন্স রিসার্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভারতীয় লোকসভার সাবেক মহাসচিব অধ্যাপক সুভাশ কাশিয়াপের নেতৃত্বে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার ১৩ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।
ডেপুটি স্পিকার সংসদের বিভিন্ন কার্যাবলি তাদের সামনে তুলে ধরেন এবং মহান মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতীম ভারতের সহযোগিতা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
প্রতিনিধিদলের সদস্যরা তাদের স্ব স্ব দেশের শিক্ষাক্ষেত্রে অগ্রগতি এবং আর্থসামাজিক অবস্থার উন্নতি বিষয়ে ডেপুটি স্পিকারকে অবহিত করে।
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর গভর্নেন্স রিসার্সের মহাসচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিজাম ইউ আহমেদ, নেপালের লোকরাজ বারল, শ্রীলঙ্কার ইমিয়া কামালা, ভারতের অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী, যুক্তরাজ্যের ড. রাশ ফক্স ও ড. ক্যরোল স্প্রে এবং কানাডার অধ্যাপক আহম্মেদ শফিকুল হক উপস্থিত ছিলেন।
#
মিজানুর/আফরাজ/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮৪৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৬৮
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পার্বত্য প্রতিমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
ঢাকায় পার্বত্য চট্রগ্রাম কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন করায় পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং আজ ঢাকায় ধানমন্ডি ৩২ নম¦রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
অন্যান্যের মধ্যে এ সময় উপিস্থিত ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্রলাল ত্রিপুরা, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে ক্যা শৈ হ্লা, বৃষকেতু চাকমা ও কংজুরী চৌধুরী মারমা। এ সময় মন্ত্রণালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বীর বাহাদুর উশৈসিং বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য চট্রগ্রামকে একটি বিশেষ অঞ্চল হিসেবে আখ্যা দিয়ে অগ্রাধিকারমূলক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগষ্টের পর এ উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হলেও তার উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় এবং উন্নয়নের মূল ¯্রােতধারায় পার্বত্য চট্রগ্রাম পুনরায় সম্পৃক্ত হয়।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৩, বেইলী রোডে ১ দশমিক ৯৪ একর জমির উপর প্রায় ১০৬ কোটি টাকা ব্যয়ে পার্বত্য ঐতিহ্যমন্ডিত একটি নান্দনিক ভবনের ভিত্তিফলক উন্মোচন করেছেন যা পার্বত্যবাসীর প্রতি প্রধানমন্ত্রীর গভীর আন্তরিকতা ও ভালবাসার বহিঃপ্রকাশ।
#
জুলফিকার/আফরাজ/সেলিম/মাহফুজ/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৬৭
টেকসই পরিবেশের জন্য প্রয়োজন লাগসই প্রযুক্তি
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, টেকসই পরিবেশের জন্য প্রয়োজন লাগসই প্রযুক্তি। জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রভাবক হচ্ছে বিশ্বের উষ্ণায়ন। এই তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখতে পানি এবং জ্বালানি শক্তির ব্যবহার পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর লাগসই প্রযুক্তিতে পানি ও জ¦ালানি শক্তির দক্ষ ব্যবহারের মাধ্যমেই পরিবেশকে টেকসই রাখা সম্ভব।
গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) -এর ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনায় ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে আয়োজিত ‘টেকসই পরিবেশ অর্জনে পানি ও জ্বালানি শক্তির ওপর জলবায়ু পরিবর্তেনের প্রভাব প্রশমনে প্রকৌশলগত ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াকের অধ্যাপক ড. এম শহীদুল ইসলাম এবং ডা. শাহনুর বেগমের লেখা সেমিনারপত্রটির ওপর আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. কবীর আহমেদ ভূঞা। আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আব্দুর সবুর সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন।
বাংলাদেশের প্রকৌশলীবৃন্দ তাদের মেধা ও কুশলী প্রজ্ঞার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের হুমকি থেকে বিশ্বকে রক্ষা করার ক্ষেত্রে কার্যকর অবদান রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।
#
আকরাম/আফরাজ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮০৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৬৬
শিক্ষা ঋণ এবং পেইড ইন্টার্নশিপ চালুর আহ্বান স্পিকারের
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অস্বচ্ছল ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি প্রদানের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে পেইড ইন্টার্নশিপ চালু এবং শিক্ষা ঋণ চালুর জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে বিজনেস স্টাডিজ অনুষদ আয়োজিত মেধাবী অস্বচ্ছল ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এ আহ্বান জানান।
স্পিকার মেধাবী বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা প্রত্যেকে নিজস্ব মেধায় এখানে আসতে পেরেছো। এ বৃত্তি তোমাদের মেধার স্বীকৃতি। এটা করুণা নয়। এটা সমাজের সুবিধাভোগী শ্রেণির দায়িত্ব এবং তোমাদের অধিকার।
তিনি বলেন, স্বাস্থ্য, দারিদ্র্যবিমোচন, দুর্যোগ, কৃষির মতো শত শত ক্ষেত্র থাকা সত্ত্বেও যারা শিক্ষাকে বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন তারা একটি অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি এ উদ্যোগকে মানবসম্পদ উন্নয়নের একটি বড় ক্ষেত্র উল্লেখ করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে দেশের তরুণ সমাজের উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকা পালনের আহ্বান জানান।
স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের বিশ্ববিদ্যালয় উল্লেখ করে বলেন, বৃত্তি প্রদানের ব্যবস্থা একটি মডেল। এ ব্যবস্থা সকল শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রসারিত করতে হবে এবং আমাদের সমাজের সুবিধাপ্রাপ্তদেরকে বঞ্চিত শ্রেণির জন্য সুযোগ তৈরি করে দিতে হবে যাতে সুযোগের অভাবে তারা হারিয়ে না যায়। নিজের উদ্যোগে অন্যের জীবনের পথকে বিকশিত করাকে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা উল্লেখ করে স্পিকার বলেন, মেধাবীদের জীবনে অবারিত সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে ভালবাসতে হবে এবং দেশের কল্যাণে কাজ করতে হবে।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর শিবলী রুবাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্বদ্যিালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর এস কে শুর চৌধুরী, সোশ্যাল ইসলামি ব্যাংকের চেয়ারম্যান ডা. মেজর রেজাউল হক, প্রাইম ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদী খানম এবং ফাস্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সাইয়িদ ওয়াসেক মোহাম্মদ আলী বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের অস্বচ্ছল মেধাবী ৫০ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়।
#
হুদা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৬৫
পবিত্র রমজান মাসের অফিস সময়সূচি
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে):
১৪৩৭ হিজরি সনের (২০১৬ খ্রিস্টাব্দ) পবিত্র রমজান মাসে দেশের সকল সরকারি ও আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা হতে বেলা সাড়ে ৩টা পর্যন্ত (বেলা ১টা ১৫মিনিট হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতিসহ) এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান যাদের সার্ভিস অতি জরুরি সেসকল প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও এর আওতাধীন সকল কোর্টের সময়সূচি বাংলাদেশ সুপ্রিমকোর্ট নির্ধারণ করবে।
#
আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭৪৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৬৪
নূরজাহান বেগমের শয্যাপাশে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে):
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আজ রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বেগম পত্রিকার সম্পাদক এবং দেশের জ্যেষ্ঠতম নারী সাংবাদিক নূরজাহান বেগমকে দেখতে যান।
মাহবুবুল হক শাকিল তাঁর শয্যাপাশে কিছু সময় কাটান। শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চিকিৎসক ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নূরজাহান বেগমের অসুস্থতায় উদ্বিগ্ন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন মর্মে মাহবুবুল হক শাকিল পরিবারের সদস্যদের অবহিত করেন।
#
নূর এলাহি/আফরাজ/মাহ্ফুজ/রেজাউল/২০১৬/১৭৪২ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৬৩
বিআরটিএ’র সেবা সম্পর্কিত গণশুনানি
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে):
দুর্নীতি দমন কমিশন দুদক-এর উদ্যোগে ঢাকায় ইনস্টিটিউট অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর মুক্তিযোদ্ধা মিলনায়তনে আজ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির সেবা সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত হয়। এটা দুর্নীতি দমন কমিশনের ১৩তম গণশুনানি।
দুদক সচিব আবু মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে কমিশনের কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ বলেন, সরকারি দপ্তরসমূহকে জনগণের আস্থা অর্জন করতে হবে। জনগণের সেবা প্রদানে ব্যর্থ প্রতিষ্ঠানসমূহকে অবশ্যই জনগণের নিকট জবাবদিহি করতে হবে। সরকারি সেবাপ্রাপ্তি জনগণের সাংবিধানিক অধিকার। হয়রানি বা দুর্নীতি করে জনগণকে তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত করলে দুর্নীতি দমন কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন বিআরটিএ’র আজকের গণশুনানির মাধ্যমে জবাবদিহিতা শেষ হবে না বরং জবাবদিহিতা শুরু হলো। দুর্নীতি দমন কমিশন গণশুনানির মাধ্যমে বিআরটিএ’র কার্যক্রম মনিটরিং করবে।
বিশেষ অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন গণশুনানির উদ্দেশ্য হচ্ছে বিআরটিএ’র সেবাপ্রাপ্তির ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা আছে তা চিহ্নিত করে সমাধানের পথ বের করা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর প্রতিনিধি হিরোকি ওয়াতানাবে, বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এবং দুদকের মহাপরিচালক ফরিদ আহমেদ ভূইয়া।
গণশুনানিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা হতে আগত ৩৮ জন অভিযোগকারী বিআরটিএ’র বিভিন্ন অনিয়ম ও হয়রানির বিষয়ে তাদের অভিযোগ ও বক্তব্য তুলে ধরেন। বিআরটিএ’র ঢাকার মেট্টো সার্কেল উত্তর, মিরপুর, মেট্টো সার্কেল দক্ষিণ, ইকুরিয়া এবং মেট্টো সার্কেল-৩, তুরাগের কর্মকর্তাবৃন্দ অভিযোগকারীদের অভিযোগ শুনেন এবং কিছু অভিযোগ তাৎক্ষনিকভাবে সমাধান করেন।
#
প্রণব/আফরাজ/সেলিম/মাহফুজ/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৬২
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন পর্যালোচনা সভা
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের মাসিক উন্নয়ন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং সভায় সভাপতিত্ব করেন।
সভায় পার্বত্য চট্টগ্রামে কর্মরত পুলিশের জন্য প্রশিক্ষণ, পার্বত্য চট্টগ্রামে গরু পালন ও বাঁশ চাষ সম্প্রসারণ প্রকল্পের সংশোধিত ডিপিপি প্রেরণ, সমনি¦ত সমাজ উন্নয়ন প্রকল্পের মেয়াদ শেষে ৫ বছরের জন্য নতুন প্রকল্প গ্রহণ, তামাক চাষ নিরুৎসাহিত করে বিকল্প চাষাবাদের উপায় বের করাসহ চলমান প্রকল্পসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন প্রকল্পের পরিচালকগণসহ মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
জুলফিকার/আফরাজ/সেলিম/মাহফুজ/জয়নুল/২০১৬/১৭৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৬১
বাংলাদেশ-নেপাল বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
বাংলাদেশ-নেপাল বাণিজ্য সচিব পর্যায়ের ৩য় বৈঠক আগামী ১০ হতে ১১ মে ২০১৬ বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠেয় সভায় যোগদানের জন্য নেপালের বাণিজ্য সচিব নায়ন্দ্র প্রসাদ উপাধ্যায়া (ঘধরহফৎধ চৎধংধফ টঢ়ধফযধুধ)-র নেতৃত্বে নয় সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয়,বিভাগ ও সংস্থার সমন্বয়ে গঠিত ১৮ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
সচিব পর্যায়ের এ সভায় আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে- বাংলাদেশ-নেপালের মধ্যে ট্রানজিট কার্গো পরিবহণের পদ্ধতি নির্ধারণ; উভয় দেশের পণ্য আমদানিতে পারস্পরিক শুল্ক সুবিধা প্রদান; কাকরভিটা-পানিট্যাংকি-ফুলবাড়ি বাণিজ্য পথ পুরোপুরি চালু করণ; রেল যোগাযোগ স্থাপন (রোহনপুর-সিংবাদ রেলপথ ব্যবহার করে নেপালে পণ্য পরিবহণ করা); টেকনিক্যাল ব্যারিয়ার টু ট্রেড দূর করার লক্ষ্যে সেনেটারি ও ফাইটো সেনেটারি ব্যবস্থা সমন্বিতকরণ; বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য নেপালে 'নঁংরহবংং ারংধ' প্রদান সহজীকরণ এবং নেপালি নাগরিকদের জন্য বাংলাদেশে আসার ক্ষেত্রে স্থলবন্দরে 'ড়হ ধৎৎরাধষ' ভিসা ইস্যু; এক দেশ অপর দেশের বাণিজ্য মেলায় অংশগ্রহণ; দু'দেশের মধ্যে পর্যটন শিল্প বৃদ্ধি; নেপালের জলবিদ্যুৎ খাতে বিনিয়োগ; ফার্মাসিটিউক্যাল পণ্যের নিবন্ধন পদ্ধতি সহজীকরণ; বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন এবং পাবলিক ট্রেডিং কর্পোরেশন অব নেপাল এর মধ্যে সরকারি পর্যায়ে অত্যাবশ্যকীয় পণ্য সরাসরি ক্রয়-বিক্রয় সম্পর্কিত সমঝোতা স্মারক।
উল্লেখ্য, বাংলাদেশ-নেপাল বাণিজ্য বৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। নেপালে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে, অন্যদিকে নেপালে উৎপাদিত জলবিদ্যুৎ বাংলাদেশে আমদানির সম্ভাবনা রয়েছে। নেপাল স্থলবেষ্টিত দেশ হওয়ায় বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করে রেল এবং সড়ক পথে ট্রানজিটের মাধ্যমে পণ্য আমদানিতে নেপালের উৎসাহ রয়েছে। গত ২০১৪-১৫ অর্থবছরে নেপালে বাংলাদেশি পণ্যের রপ্তানির পরিমাণ ছিল ২৫.০৫ মিলিয়ন মার্কিন ডলার যার বিপরীতে বাংলাদেশে নেপালি পণ্যের আমদানির পরিমাণ ছিল ১১.৫০ মিলিয়ন মার্কিন ডলার। তাছাড়া বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের মধ্যে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি এবং ট্রানজিট বাণিজ্য গড়ে তোলার লক্ষ্যে গত ১৫ জুন ২০১৫ তারিখে ইইওঘ গড়ঃড়ৎ ঠবযরপষব অমৎববসবহঃ (গঠঅ) স্বাক্ষরিত হয়েছে।
#
বকসী/মোবাস্বেরা/খাদীজা/কামাল/২০১৬/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৬০
সিনিয়র তথ্য অফিসার চয়নিকা সাহার মৃত্যুতে তথ্যমন্ত্রী ও তথ্য সচিবের শোক
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের সদস্য সিনিয়র তথ্য অফিসার চয়নিকা সাহার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য সচিব মরতুজা আহমদ।
পৃথক শোকবার্তায় তথ্যমন্ত্রী এবং তথ্যসচিব বলেন, চয়নিকা সাহার অকাল মৃত্যুতে দেশ একজন মেধাবী কর্মকর্তাকে হারালো। তিনি ২৪তম বিসিএস এর মাধ্যমে ২০০৫ সালে তথ্য-সাধারণ ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনে তিনি হবিগঞ্জ জেলা তথ্য অফিস, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং তথ্য অধিদফতরে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
তথ্যমন্ত্রী ও সচিব মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
চয়নিকা সাহার অকাল মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন। এক শোকবার্তায় এসোসিয়েশনের সভাপতি মো. জয়নাল আবেদীন ও মহাসচিব স ম গোলাম কিবরিয়া চয়নিকা সাহার বিদেহী আত্মার শান্তি ও কল্যাণ কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় লন্ডনে তিনি মৃত্যুবরণ করেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মো. মনিরুল ইসলাম কবীরের স্ত্রী চয়নিকা সাহা উচ্চশিক্ষার্থে সপরিবারে সেখানে অবস্থান করছিলেন। তিনি স্বামী, দুই কন্যাশিশু ও অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কৃতী শিক্ষার্থী ছিলেন।
#
মোবাস্বেরা/খাদীজা/শামীম/২০১৬/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৫৯
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণের
৮ মাসের বকেয়া বিলের চেক ব্যাংকে হস্তান্তর
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে):
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের এপ্রিল, ২০১৬ মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশের ১২টি ও জুলাই, ২০১৫ থেকে ফেব্রুয়ারি, ২০১৬ পর্যন্ত এমপিওভুক্ত কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আট মাসের বকেয়া বিলের ২৪টি চেকসহ সর্বমোট ৩৬টি চেক হিসাব পত্রের মারফত অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড এর স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
আগামী ১৫ মে পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষক-কর্মচারীগণ তাদের স্ব-স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে এপ্রিল, ২০১৬ মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশ ও জুলাই, ১৫-ফেব্রুয়ারি, ১৬ পর্যন্ত এমপিওভুক্ত কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আট মাসের বকেয়া উত্তোলন করতে পারবেন।
উল্লেখ্য মার্চ, ২০১৬ মাসের বেতন-ভাতার এমপিও কপি অথবা ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌছানোর কারণে অথবা অন্য কোন কারণে যে সকল প্রতিষ্ঠান বেতন-ভাতাদি উত্তোলন করতে পারেনি সে সকল প্রতিষ্ঠান বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবেন।
#
শফিকুল/মোবাস্বেরা/খাদীজা/শামীম/২০১৬/১৬০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৫৭
আগামীকাল থেকে মাস্টার্স ১ম পর্ব ফরম পূরণ শুরু
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের মাস্টার্স ১ম পর্ব আবেদন ফরম পূরণ আগামী ১০ মে ২০১৬ থেকে ৩১ মে ২০১৬ তারিখ পর্যন্ত চলবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁনফ.রহভড় থেকে জানা যাবে।
#
তথ্যবিবরণী নম্বর : ১৫৫৮
মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি শুরু ১২ মে
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে এল এল বি ১ম পর্ব/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/এম বি এ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সে অনলাইনে আবেদন আগামী ১২ মে ২০১৬ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৬ মে ২০১৬ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ) এ প্রদর্শিত ভর্তি নির্দেশিকা থেকে জানা যাবে।
#
ফায়জুল/মোবাস্বেরা/খাদীজা/কামাল/২০১৬/১৫৪১ ঘণ্টা