তথ্যবিবরণী নম্বর : ১৭৭
কৃষিজমির অপচয় রোধ ও মানসম্মত বাসস্থান নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে
-- এলজিআরডি প্রতিমন্ত্রী
গোপালগঞ্জ, ৪ মাঘ (১৭ জানুয়ারি) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দেশের অব্যাহত কৃষিজমির অপচয রোধ ও মানসম্মত আধুনিক বাসস্থান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই দেশের ৭টি বিভাগে ৭টি পল্লি জনপদ বিষয়ক প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী আজ গোপালগঞ্জ জেলার জলিলপাড়ের হঠাৎ গ্রাম, হরিদাসপুর ও জোয়ারিয়া গোপালপুরসহ কয়েকটি প্রকল্প স্থান পরিদর্শনকালে পৃথক পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন। এসময় পল্লি জনপদ প্রকল্প পরিচালক এম এ মতিনসহ জেলা ও উপজেলা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের খাদ্য, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসাসেবার মতো মৌলিক অধিকারসমূহ পূরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পরিকল্পিত কর্মসূচির অভাবে গ্রাম অঞ্চলের অনেক কৃষিজমিতে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় ভূমির অপচয় হচ্ছে। এতে করে খাদ্য উৎপাদন হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি বলেন, সরকারের একার পক্ষে জনকল্যাণ ও জাতীয় সমৃদ্ধি অর্জন করা কষ্টকর। এজন্য বিত্তবান মানুষ ও সামাজিক সে¦চ্ছাসেবী সংগঠনগুলোকে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
পরে প্রতিমন্ত্রী সম্ভাব্য প্রকল্প এলাকার চলমান উন্নয়ন কর্মকা- ঘুরে দেখেন।
#
আহসান/আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৬/২০৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৬
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাজার তদারকি
১৪ স্টলকে ৪৮ হাজার টাকা জরিমানা
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি) :
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১০-১৬ জানুয়ারি পর্যন্তÍ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মোট ১৪টি স্টলকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১০ জানুয়ারি পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ৩টি স্টলকে ১১ হাজার টাকা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কাজী ফুডস স্টলকে ১ হাজার জরিমানা করে। ১২ জানুয়ারি পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ৪টি স্টলকে ১৬ হাজার টাকা এবং মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার অপরাধে জারা এন্টারপ্রাইজ স্টলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
১৫ জানুয়ারি পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে এভিয়েন কসমেটিকসকে ৩ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য পণ্য তৈরির অপরাধে আফতাব ফুড প্রডাক্টসকে ৮ হাজার জরিমানা করা হয়। ১৬ জানুয়ারি পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে থাইল্যান্ড প্যাভেলিয়ানকে
১ হাজার টাকা ও থাই প্যাভেলিয়ানকে ২ হাজার টাকা এবং ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে থাইল্যান্ড প্যাভেলিয়ানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। মেলা প্রাঙ্গণে দায়িত্বরত আইন শৃঙ্খলাবাহিনী এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো এ তদারকি কার্যে সহায়তা প্রদান করেছে।
#
আফরোজা/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৫
এলজিআরডি মন্ত্রীর সাথে মালয়েশিয়ার
পেরাক প্রদেশের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলের বৈঠক
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি) :
মালয়েশিয়ার পেরাক (চবৎধশ) প্রদেশের মুখ্যমন্ত্রী ড. জেমরি কাদেরের নেতৃত্বে ১৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল আজ স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে সচিবালয়ে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন।
এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে বাংলাদেশের পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের অধীন ক্ষুদ্রঋণ পদ্ধতির মাধ্যমে দারিদ্র্যবিমোচনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্থানীয় সরকার মন্ত্রী স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বাস্তবায়িত বিভিন্ন ক্ষুদ্র ঋণ কর্মসূচির বিষয়ে বর্ণনা করেন। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের মধ্যে দারিদ্র্যবিমোচন অন্যতম। ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে সঞ্চয়মুখী করে তাদের পুঁজি গঠনের জন্য প্রতিটি দরিদ্র পরিবারকে তাদের নিজস্ব সঞ্চয়ের বিপরীতে প্রকল্প থেকে মাসে ২শ’ টাকা হিসেবে ২ হাজার ৪শ’ টাকা অনুদান প্রদান করা হয়। এ প্রকল্পের আওতায় প্রতিটি গ্রাম থেকে ৪০ টি দরিদ্র পরিবারকে বাছাই করে গ্রাম উন্নয়ন সমিতি গঠন করা হয়। সমিতি প্রতি বছর ১ লাখ ৫০ হাজার টাকা সুদবিহীন ঘূর্ণায়মান তহবিল গঠন করে এলাকার অনিবাসী ভূমি, ভূমি মালিকদের পতিত জমি চাষাবাদ বা গবাদি পশু পালন করে আয়বর্ধক কর্মসূচি গ্রহণ করে নিজেদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এভাবে ৩০ লক্ষাধিক গরিব মানুষ উপকৃত হয়েছে এবং পর্যায়ক্রমে এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী জেমরি কাদের বাংলাদেশের সার্বিক অগ্রগতিতে বর্তমান সরকারের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের অভিজ্ঞতা তাঁর দেশের দারিদ্র্যবিমোচনে কাজে আসবে বলে উল্লেখ করেন।
অন্যান্যের মধ্যে পেরাক প্রদেশের প্রতিমন্ত্রী সারনি বিন মোহাম্মদ, পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার এবং স্থানীয় সরকার বিভাগের সচিবের দায়িত্বপ্রাপ্ত মো. সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
#
শহিদুল/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৯৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৪
বাজার তদারকি
১৩ প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় আজ চাঁদপুর, মানিকগঞ্জ, ঝিনাইদহ, সিরাজগঞ্জ ও গাইবান্ধায় বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১৩টি প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।
পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা, ঝিনাইদহের কোটচাঁদপুর ও কালীগঞ্জ উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা, সিরাজগঞ্জ সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা এবং গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ, মৎস্য কর্মকর্তা, বিএসটিআই, স্যানিটারি ইন্সপেক্টর ও ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা করে। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
#
আফরোজা/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৯৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৩
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে
বর্ধিত বেতন ও ফি আদায় বন্ধ রাখার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি) :
সরকার কর্তৃক পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত শিক্ষার্থীদের বর্ধিত বেতন ও অন্যান্য ফি আদায় অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে নির্দেশ প্রদান করা হয়েছে।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নির্দেশ প্রদান করা হয়। এ বিষয়ে সরকার শীঘ্রই প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলে অফিস আদেশে জানানো হয়।
মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাসিক বেতন ও অন্যান্য ফি সরকারের নির্দেশনা ব্যতিরেকেই বর্ধিত হারে আদায় করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে আরো উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০০৯ এর ৪১(২)(খ)(২) নং বিধি অনুযায়ী সরকারের নির্দেশনা সাপেক্ষে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ক্ষেত্রমতে ম্যানেজিং কমিটি শিক্ষার্থীগণের নিকট হতে আদায়যোগ্য বেতন ও ফিসের হার নির্ধারণ করবে।
#
সাইফুল্লাহ/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭২
সাংস্কৃতিক যোগাযোগ বাংলাদেশ ও চীনকে আরো কাছে আনবে
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সংস্কৃতির আদান প্রদান দু’দেশের মানুষের মধ্যে বন্ধুত্বকে যেমন দৃঢ়তর করবে তেমনি রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককেও আরো জোরদার করবে।
মন্ত্রী আজ রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে দু’দিনব্যাপী উন্মুক্ত ‘চীনা হরফ ও লেখনীশিল্প (ঈযরহবংব ঈযধৎধপঃবৎ ্ ঈধষষরমৎধঢ়যু)’ প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতি, বিদেশি রাষ্ট্রের সাথে চীনা জনতার মৈত্রী সমিতি, চীনা লেখন বিষয়ক জাতীয় জাদুঘর এবং চীনের হেনান প্রদেশের আনিয়াং পৌরসভা সম্মিলিতভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।
তথ্যমন্ত্রী বলেন, কূটনৈতিকতার আনুষ্ঠানিক সম্পর্কের বহু আগে বাংলাদেশ ও চীনের মানুষের সম্পর্ক তৈরি হয়েছে। হাজার হাজার বছর পুরনো এ সম্পর্ক ক্রমেই দৃঢ়তর হয়েছে। সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি দু’দেশের মানুষকে আরো কাছে নিয়ে আসবে।
হাসানুল হক ইনু এ সময় চীনা লেখন পদ্ধতিকে অত্যন্ত শৈল্পিক বলে বর্ণনা করে বলেন, মিশরীয়-ব্যবিলনীয় লেখনীর অনেক নিদর্শন বিলুপ্ত হলেও খৃস্টপূর্ব চার হাজার বছর আগের চৈনিক লেখনীর নিদর্শন খুঁজে পাওয়া যায়। মন্ত্রী সকলকে চীনা ক্যালিগ্রাফি দেখার আমন্ত্রণ জানান এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ দেন।
শিল্পী রফিকুন্নবীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত মা মিংচিয়াং (গধ গরহময়রধহম), অন্যান্যের মধ্যে চারুকলা অনুষদের ডিন নেছার হোসেন, চীনের বিদেশি রাষ্ট্রের সাথে চীনা জনতার মৈত্রী সমিতির সংস্কৃতি বিভাগের উপমহাপরিচালক জি ওয়েই (ঔর ডবর), চীনা লেখন বিষয়ক জাতীয় জাদুঘরের উপনির্বাহী সংরক্ষক ফেং কেজিয়ান (ঋবহম কবলরধহ), বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বশিরুল্লাহ, মহাসচিব শাহরিয়ার জামান সুমন এবং সংগঠনের সাবেক সভাপতি আনোয়ারুল আমীন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
#
আকরাম/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৯২৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭১
ফুটবলের উন্নয়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে মন্ত্রণালয়ের সভা
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি) :
বাংলাদেশের ফুটবলের উন্নয়নে বাস্তবসম্মত ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি বাদল রায় ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী মুরতজা খান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে এগুলোর বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার ফুটবলের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
কাজী সালাহউদ্দিন আহমেদ ক্রীড়ার উন্নয়নে ফেডারেশনগুলোর সাথে এধরনের মতবিনিময় সভা করায় মন্ত্রণালয়ের উদ্যোগের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
#
শফিকুল/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭০
নারায়ণগঞ্জ পঞ্চবটি এক্সচেঞ্জে ত্রুটি
নতুন এক্সচেঞ্জ চালুর চেষ্টা চলছে
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি) :
নারায়ণগঞ্জ পঞ্চবটি টেলিফোন এক্সচেঞ্জে ত্রুটির কারণে গত ৯ জানুয়ারি থেকে এর আওতাধীন গ্রাহকগণের টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
জাইকা প্রকল্পের মাধ্যমে পঞ্চবটিতে ১৩০০ নম্বর ধারণক্ষমতা বিশিষ্ট জ-অএড এক্সচেঞ্জ স্থাপনের কাজ চলছে। খুব শীঘ্রই নতুন এক্সচেঞ্জটি চালু করা হবে এবং সংশ্লিষ্ট গ্রাহকবৃন্দকে নতুন এক্সচেঞ্জের মাধ্যমে টেলিফোন সেবা প্রদান করা সম্ভব হবে। এ বিষয়ে গ্রাহকবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
#
মোরশেদ/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৯
বাংলাদেশের সভাপতিত্বে আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার সম্মেলন অনুষ্ঠিত
আবুধাবী, ১৭ জানুয়ারি :
আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার (ওহঃবৎহধঃরড়হধষ জবহবধিনষব ঊহবৎমু অমবহপু-ওজঊঘঅ) মন্ত্রী পর্যায়ের ৬ষ্ঠ সম্মেলন আজ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০১৬ ও ২০১৭ সালের কর্মপরিকল্পনা তুলে ধরা হয় এবং মধ্যবর্তী কৌশল পর্যালোচনা করা হয়। বাাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এতে সভাপতিত্ব করেন।
আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা ইরেনার সদস্য সংখ্যা ১৪৫। কিন্তু ৬ষ্ঠ সম্মেলনে ১৫০টি দেশ হতে প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছেন। ওজঊঘঅ, বায়োমাস, ভূতাপ, জলশক্তি, বায়ুশক্তি, সৌরশক্তিসহ নবায়নযোগ্য জ্বালানির সকল উৎস গ্রহণ ও টেকসই ব্যবহারকে উৎসাহিত করে। টেকসই উন্নয়নের জন্য জ্বালানি ব্যবহার, নিরাপদ জ্বালানি, সাশ্রয়ী জ্বালানি, কার্বন নিঃসরণ হ্রাস ইত্যাদি বিষয় নিয়ে এ সংস্থাটি কাজ করছে।
সম্মেলনে বাংলাদেশের প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির জন্য ঝঁংঃধরহধনষব ধহফ জবহবধিনষব ঊহবৎমু উবাবষড়ঢ়সবহঃ অঁঃযড়ৎরঃু (ঝজঊউঅ) গঠন করেছে। দেশের জ্বালানি চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানির প্রতি আগ্রহ বাড়ছে। নবায়নযোগ্য জ্বালানির উপকরণের মূল্য তুলনামূলক বেশি হওয়ায় উৎপাদন বাড়ানো যাচ্ছে না। তবে ২০২০ সালের মধ্যে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি হতে উৎপাদনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।
এ সময় বিভিন্ন দেশের প্রতিনিধিগণ তাদের গৃহীত কার্যক্রম সম্মেলনে তুলে ধরেন।
#
আসলাম/আফরাজ/রফিকুল/আব্বাস/২০১৬/১৮২২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৮
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি) :
দশম জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে কমিটির সদস্য খাদ্য মন্ত্রী
মো. কামরুল ইসলাম, মো. হাসিবুর রহমান স্বপন, খন্দকার আবদুল বাতেন, শেখ মো. নূরুল হক, শেখ ফজলে নূর তাপস, হাজী মো. সেলিম ও শিরিন নাঈম বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে সিএসডি খাদ্য গুদামগুলোর গুণগতমান বজায় রাখা, মাননিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক তত্ত্বাবধান এবং সংসদীয় কমিটির সদস্য কর্তৃক পর্যবেক্ষণ সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়।
কমিটি ‘কনস্ট্রাকশন অভ্ মাল্টিস্টোরিড ওয়ার হাউজ অ্যাট সান্তাহার গ্রেইন সাইলো বগুড়া’ প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমে সোলার প্যানেল স্থাপনের সম্ভাবতা যাচাইয়ে অভিজ্ঞ প্রকৌশলীদের দ্বারা পরীক্ষানিরীক্ষা করার সুপারিশ করে।
কমিটি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম তৃণমূল পর্যায় থেকে শুরু করা এবং এ কার্যক্রমে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে। এছাড়া ফিল্ড পর্যায়ে কর্তব্যরত খাদ্য পরিদর্শকদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ প্রদান করা হয়।
বৈঠকে উন্নত প্রোটিন সমৃদ্ধ গম আমদানির বিষয়ে আলোচনা হয়। এছাড়া খাদ্য মন্ত্রণালয়কে গতিশীল ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ এবং ই-টেন্ডারিং প্রক্রিয়া জোরদার করার পরামর্শ প্রদান করা হয়।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব বেগম মুশফেকা ইকফাৎ, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যনসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মৌমিতা/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৭
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে কোরিয়ার সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি) :
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে সফররত রিপাবলিক অভ্ কোরিয়ার ন্যাশনাল এসেম্বেলির ডেপুটি স্পিকার জিয়ং কেব উন (ঔবড়হম কধন ণড়ড়হ) এর নেতৃত্বে চারসদস্যের সংসদীয় প্রতিনিধিদল আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে কোরিয়ার ডেপুটি স্পিকার বলেন, কোরিয়ান বহুসংখ্যক প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করেছে। বাংলাদেশ সরকার সকল বিনিয়োগকারীদের জন্য সুযোগসুবিধা নিশ্চিত করেছে। তিনি ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরো বলেন, কোরিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। এ সম্পর্ককে সমৃদ্ধ করে দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরো সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং উন্নয়নের অংশীদার। তিনি প্রতিনিধিদলের সাক্ষাৎকে দু’দেশের পারস্পরিক সম্পর্ক ও বাণিজ্যবৃদ্ধিতে আরো অবদান রাখবে বলে আশাপ্রকাশ করেন। তিনি কোরিয়ান বিনিয়োগকারীদের আরো অধিক বিনিয়োগের জন্য সার্বিক সহায়তা দেয়ার আশ্বাস প্রদান করেন। পরে কোরিয়ার ডেপুটি স্পিকার সেই দেশের স্পিকারের একটি আমন্ত্রণপত্র বাংলাদেশের স্পিকারের হাতে হস্তান্তর করেন।
এসময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত, রিপাবলিক অভ্ কোরিয়ার ন্যাশনাল এসেম্বেলির সদস্য চুই ইয়ং হুন (ঈযড়র ণড়হম ঐড়ড়হ) ও শুন ইন চুন (ঝযড়হ ওহ ঈযঁহ) এবং রাষ্ট্রদূত অন সুয়ং ডু (অযহ ঝবড়হম-ফড়ড়) উপস্থিত ছিলেন।
#
মোতাহের/আলম/জমীম/আসমা/২০১৬/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৬
জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি) :
জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৪২তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য মো. আফসারুল আমীন, বেগম রেবেকা মমিন, এ কে এম মাঈদুল ইসলাম এবং মো. রুস্তম আলী ফরাজী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহের ২০০৭-০৮ ও ২০০৮-২০০৯ অর্থবছরের হিসেবের ওপর মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট ২০০৯-২০১০ এর অডিট আপত্তি/মন্তব্যে তেরটি অডিটআপত্তির জড়িত টাকার পরিমাণ ৭ কোটি ১৩ লাখ ৮৩ হাজার ৮ শত ৬৪ টাকা নিয়ে আলোচনা হয় এবং আপত্তিগুলো কমিটি কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়।
বৈঠকে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তৃতার ওপর ১৭ জানুয়ারি ‘বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় জ-িসে ভুগছে’ শিরোনামে প্রকাশিত সংবাদের ওপর আলোচনা হয় এবং সে আলোকে বিষয়টি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের ওপর অডিট অফিসকে একটি বিশেষ অডিট পরিচালনা করে রিপোর্ট প্রদানের সুপারিশ করে কমিটি।
বৈঠকে বিভিন্ন খেলাপি রিক্রুটিং এজেন্সির নিকট হতে তাদের কর্মীদের শেল্টার হাউজ ব্যবহারজনিত পাওনা আদায় না হওয়ায় ৯৬ লাখ ৩৫ হাজার ৯ শত ৭৮ টাকা ক্ষতি মর্মে উত্থাপিত অডিটআপত্তির প্রেক্ষিতে কমিটি খেলাপি রিক্রুটিং এজেন্সির নিকট হতে আদায় প্রক্রিয়া অব্যাহত রাখার ব্যবস্থাগ্রহণের সুপারিশ করে।
বৈঠকে বিমানভাড়া অতিরিক্ত পরিশোধ করায় ৮৩ লাখ ৮৫ হাজার ২ শত ৬৫ টাকা ক্ষতি, ভ্রমণভাতার বিল অসমন্বিত ৪০ লাখ ১৭ হাজার ৬ শত ২ টাকা এবং প্রাপ্যতাবিহীন শিক্ষাভাতা গ্রহণ করায় ৩২ লাখ ৫৮ হাজার ৭৮ টাকা ক্ষতি মর্মে উত্থাপিত অডিটআপত্তির প্রেক্ষিতে কমিটি অনধিক ৬ (ছয়) মাসের মধ্যে অনাদায়ি টাকা ও ভাতা আদায়ের ব্যবস্থাগ্রহণের পাশাপাশি পাওনা পরিশোধ না করা পর্যন্ত পেনশন পেমেন্ট অর্ডার স্থগিত রাখা এবং প্রয়োজনে গণদাবি আইন ১৯১৩ প্রয়োগ করে পাওনা আদায়ের ব্যবস্থাগ্রহণের সুপারিশ করে।
বৈঠকে মানি রিসিপ্ট ব্যতীত শিক্ষাভাতা পরিশোধ করায় ২১ লাখ ৪০ হাজার ২ শত ৯১ টাকা ক্ষতি, নিরাপত্তা জামানতের অর্থআদায়ে যথাযথ ব্যবস্থাগ্রহণ না করায় ১৬ লাখ ১০ হাজার ৩ শত ৫৯ টাকা ক্ষতি, স্থানীয়ভিত্তিক পদে মঞ্জুরিকৃত পদেও অতিরিক্ত জনবল নিয়োগ করে বেতনভাতা পরিশোধ করায় ১১ লাখ ১৩ হাজার ৫ শত ৬৮ টাকা ক্ষতি এবং অনিয়মিতভাবে ব্যক্তিগত গাড়িপরিবহণ খরচ গ্রহণ করায় ১০ লাখ ৩০ হাজার ৩ শত ৮২ টাকা ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি জামানতের অর্থআদায়ের ব্যবস্থাগ্রহণ, স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ে দূতাবাসের মাধ্যমে নিরাপত্তা জামানতের টাকা আদায়ের পদক্ষেপ গ্রহণ এবং অনাদায়ি সকল অর্থ সংশ্লিষ্টদের নিকট থেকে আদায়ের ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে প্রাপ্য বৈদেশিক ভাতা ও আপ্যায়নভাতা মার্কিন ডলারের পরিবর্তে ইউরোতে গ্রহণ করার ২ কোটি ৬ লাখ ৮৮ হাজার ১ শত ৮৭ টাকা ক্ষতি এবং বাড়িভাড়া চেকের পরিবর্তে ক্যাশে পরিশোধ করায় অনিয়মিত পরিশোধে ১ কোটি ১৪ লাখ ৫৪ হাজার ২ শত ৩১ টাকা ক্ষতি, কর্মকর্তা, কর্মচারীদের বাসস্থানে ব্যবহারের জন্য আসবাবপত্র ভাড়া করায় ৫৮ লাখ ৭৩ হাজার ২ শত ৬ টাকা ক্ষতি, প্রাপ্যতাবিহীন বদলিজনিত সুবিধা গ্রহণ করায় ১৩ লাখ ৩১ হাজার ২ শত ৯৭ টাকা ক্ষতি এবং প্রাপ্যতা অর্জনের পূর্বেই স্বদেশভিত্তিক ছুটিবাবদ অর্থপরিশোধ করায় ৮ লাখ ৪৫ হাজার ৪ শত ২০ টাকা ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি আপত্তিগুলো নিষ্পত্তির ব্যবস্থাগ্রহেেণর সুপারিশ করে।
সিএন্ডএজি মাসুদ আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক এবং কনসুলার বিভাগের সচিব মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
নূরুল/আলম/জমীম/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা