তথ্যবিবরণী নম্বর : ২১৫৫
ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দু’দিনের রাষ্ট্রীয় শোক
ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই):
সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ১ জুলাই ২০১৬ তারিখ শুক্রবার রাতে রাজধানীর গুলশানে অবস্থিত হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টে একদল সন্ত্রাসীর হাতে নৃশংসভাবে শাহাদৎ বরণকারী ২ জন পুলিশ কর্মকর্তা এবং সন্ত্রাসীদের হাতে নিহত নিরীহ দেশি-বিদেশি ব্যক্তিবর্গের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে ৩ ও ৪ জুলাই ২ দিন রাষ্ট্রীয় পর্যায়ে শোক পালিত হবে।
উক্ত দিবসসমূহে বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান/ভবনসমূহে এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
#
শফিউল/আফরাজ/নবী/রেজাউল/২০১৬/২২৪৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৫৪
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই):
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় তাঁর কার্যালয় থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণে প্রদত্ত তাঁর বক্তব্য নি¤œরূপ:
“বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম।
আপনারা জানেন, গতরাতে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে হামলা চালায়। সেখানে অবস্থানরত নিরস্ত্র, বেসামরিক নাগরিকদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং হত্যাকা- শুরু করে।
পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানেরা যখন এশা ও তারাবির নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন এই হামলা ধর্ম ও মানবিকতাকে অবমাননা করেছে। এই বর্বর ও কাপুরুষোচিত আক্রমণ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে নজিরবিহীন।
হামলার সংবাদ পাওয়ার সাথে সাথেই আমার সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়। পুলিশ, র্যাব ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত সেখানে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তী সময়ে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর কমান্ডোরা অভিযানে অংশগ্রহণ করে আজ সকালে জিম্মিদের মুক্ত করে আনে।
৬ জন হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়। তিনজন বিদেশিসহ ১৩ জন জিম্মিকে আমরা অক্ষত অবস্থায় উদ্ধার করতে সমর্থ হই।
এ অভিযানে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিসসহ অন্যান্য বাহিনীর যেসব সদস্য অংশ নিয়েছেন, আমি তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।
বিশ্বসম্প্রদায়ের নেতৃবৃন্দ যারা আমাদের সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এই নৃশংস হামলায় ২ জন পুলিশ সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আমি নিহত পুলিশ সদস্য এবং সন্ত্রাসীদের হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত আরোগ্যলাভ করুন- মহান আল্লাহতায়ালার কাছে এই প্রার্থনা করছি।
নিহতদের স্মরণে দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি।
প্রিয় দেশবাসী,
বাংলাদেশ যখন একটি আত্মমর্যাদাশীল এবং আত্মনির্ভরশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তখন দেশি-বিদেশি একটি চক্র বাংলাদেশের অগ্রযাত্রাকে বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
অস্ত্রের মুখে নিরীহ সাধারণ মানুষকে জিম্মি করে এরা দেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করাতে চায়। গণতান্ত্রিক পথে মানুষের মন জয় করতে ব্যর্থ হয়ে এরা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। কোমলমতি যুবক-কিশোরদের ধর্মের নামে বিভ্রান্ত করে বিপথে ঠেলে দিচ্ছে। তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে মানুষ হত্যা করছে।
বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ ষড়যন্ত্রকারীদের কৌশল বাস্তবায়িত হতে দেবে না। দেশবাসীকে সঙ্গে নিয়ে যে কোন মূল্যে আমরা ষড়যন্ত্রকারীদের চক্রান্ত প্রতিহত করব।
প্রিয় দেশবাসী,
আমাদের উপর আস্থা রাখুন। ত্রিশ লাখ শহীদ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা যেকোন মূল্যে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ।
মুষ্টিমেয় বিপথগামী সন্ত্রাসীদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি জেলা-উপজেলা পর্যায়ে সন্ত্রাসবিরোধী কমিটি, কম্যুনিটি পুলিশ এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সন্ত্রাস মোকাবিলায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
যেসব কোমলমতি যুবক-কিশোর বিপথে পরিচালিত হচ্ছে, যারা তাদের মদদ দিচ্ছেন, তাদের কাছে আমার প্রশ্ন - মানুষকে হত্যা করে কী অর্জন করতে চান? ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নামে মানুষ হত্যা বন্ধ করুন।
অভিভাবকদের প্রতি আহ্বান, আপনার সন্তানকে সুশিক্ষা দিন। তারা যাতে বিপথে না যায় সেদিকে নজর রাখুন। বিপথগামীদের প্রতি আহ্বান আপনারা সঠিক পথে ফিরে আসুন। ইসলামের মর্যাদা সমুন্নত রাখুন।
প্রিয় দেশবাসী,
সন্ত্রাসীদের সমূলে নির্মূল করে আমরা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করবই, ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রই আমাদের অগ্রযাত্রাকে প্রতিহত করতে পারবে না। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি নিরাপদ বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় একযোগে কাজ করি।
খোদা হাফেজ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।’’
#
নজরুল/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৫৩
হরিজন শিড়্গার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরণ করলেন ভূমিমন্ত্রী
ঈশ্বরদী, ১৮ আষাঢ় (২ জুলাই):
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, তৃণমূলের ড়্গুদ্র নৃজনগোষ্ঠী ও হরিজনদের দারিদ্র্যমুক্তির বিভিন্ন কৌশল আবিষ্কার বাসত্মবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি উদ্যোগে তাদের জন্য বিভিন্ন ভাতা ও শিড়্গাবৃত্তির ব্যবস'া করা হয়েছে। চাকরিতে তাদের জন্য কোটা সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশের আগের কোনো সরকারই এমন উদ্যোগ গ্রহণ করেনি।
আজ ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে ড়্গুদ্র নৃগোষ্ঠী হরিজন সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিড়্গাবৃত্তি প্রদান ও মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অর্ধকোটি অবহেলিত ও অড়্গম মানুষের অর্থ ও জীবিকায়নের সহায়তা করে আসছে। তিনি বলেন, গরিব ও ভুখানাঙ্গা মানুষের জন্য অনুদানের অর্থ নিয়ে কোনো দুর্নীতি বরদাশত করা হবে না।
পরে মন্ত্রী ড়্গুদ্র নৃগোষ্ঠীর ১২টি সমিতির প্রাথমিক থেকে উচ্চতর শ্রেণির ৩৩১ জন শিড়্গার্থীর মাঝে ৪ লাখ টাকা এবং হরিজন সম্প্রদায়ের ১০২ জন শিড়্গার্থীর মাঝে ১ লাখ টাকার অর্থ বিতরণ করেন। এছাড়া মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে ৩ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো এবং ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু বক্তব্য রাখেন।
#
রেজুয়ান/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/১৭৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৫২
আহত শিড়্গক ও ছাত্রের চিকিৎসার অর্থ হসত্মানত্মর করলেন শিড়্গামন্ত্রী
ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই):
সড়ক দুর্ঘটনায় গুরম্নতর আহত কলেজ শিড়্গক গোলাম মোসত্মফাকে দেখতে আজ ঢাকার পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-নিটোর) যান শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ। এ সময় শিড়্গামন্ত্রী আহত কলেজ শিড়্গকের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত এক লাখ টাকা আহত কলেজ শিড়্গকের স্ত্রী রম্নবাইয়াত ইয়াসমিনের নিকট হসত্মানত্মর করেন।
শিড়্গা সচিব মো. সোহরাব হোসাইন, পঙ্গু হাসপাতালের পরিচালক ডা. আবদুল গনি মোলস্না এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেলিন এ সময় উপসি'ত ছিলেন।
মন্ত্রী গোলাম মোসত্মফার চিকিৎসার খোঁজখবর নেন। তিনি বলেন, অধ্যাপক গোলাম মোসত্মফার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় প্রধানমন্ত্রী বহন করবেন বলে জানিয়েছেন। চিকিৎসার প্রাথমিক ব্যয় হিসেবে প্রধানমন্ত্রী ১ লাখ টাকা প্রদান করেছেন।
চিকিৎসকগণ জানান, অপারেশনের পর অধ্যাপক গোলাম মোসত্মফা বর্তমানে সেরে উঠছেন।
মন্ত্রী আজ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন এ সড়ক দুর্ঘটনায় আহত একই কলেজের ছাত্র সুমন চক্রবর্তীকেও দেখতে যান। এ সময় তিনি সুমন চক্রবর্তীর কাছে তাঁর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত এক লাখ টাকা হসত্মানত্মর করেন। চিকিৎসায় সেরে ওঠায় সুমন আজ হাসপাতাল ত্যাগ করছে বলে চিকিৎসকরা জানান।
উলেস্নখ্য, গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক গোলাম মোসত্মফা গত ২৫ জুন ঢাকা থেকে গোপালগঞ্জ ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরম্নতর আহত হন।
#
সাইফুলস্নাহ/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৫১
সরকারি পলিটেকনিকে অপেড়্গমান
তালিকা থেকে ভর্তির শেষ তারিখ ৫ জুলাই
ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই):
চার বছর মেয়াদি ডিপেস্নামা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে দেশের মোট ১১৪টি সরকারি কারিগরি প্রতিষ্ঠানে দুই শিফটে মেধাতালিকা থেকে ৪২ হাজার ৯শ’ ৩৭ জন ভর্তি হয়েছে। গত ৩০ জুন পর্যনত্ম ভর্তির শেষ সময় ছিল।
আজ ১৩ হাজার ১শ’ ৬৪ জনের প্রথম অপেড়্গমান তালিকা প্রকাশ করা হয়েছে। আজ থেকে আগামী ৫ জুলাই মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যনত্ম অনলাইনে ভর্তি হওয়া যাবে। কারিগরি শিড়্গা অধিদপ্তরের িি.িঃবপযবফঁ.মড়া.নফ ওয়েবসাইটে সার্বিক তথ্য পাওয়া যাচ্ছে।
পাঁচটি ধাপে অপেড়্গমান তালিকা প্রকাশ করা হবে এবং ২য় অপেড়্গমান তালিকা প্রকাশ করা হবে ১০ জুলাই।
উলেস্নখ্য, এ বছর ১১৪টি কারিগরি প্রতিষ্ঠানের মোট শূন্য আসন সংখ্যা ৫৭ হাজার ৭শ’ ৮০।
#
ঢালী/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা