Handout Number : 3269
Inu at IGF
Internet governance must aim at equal rights for all
João Pessoa (Brazil), 10 November :
Information Minister Hasanul Haq Inu said, the governance of internet must aim at equal rights for all to benefit the progress of civilization at its best.
The Minister was speaking at the inaugural ceremony of 10th annual meeting of the Internet Governance Forum (IGF) began on Tuesday in João Pessoa, Brazil.
UN Assistant Secretary General for Economic Development Lenni Montiel, Brazilian Communication Minister Andre Figueiredo and Governor of Paraiba State of Brazil Ricardo Coutinho jointly inaugurated the meeting.
The Information Minister cited Bangladesh as an example aglow in using ICT for development. `If properly governed, internet can change the economic map of the earth', said Hasanul Haq Inu, who is also the President of Bangladesh Internet Governance Forum (BIGF).
Inu said, internet is an extremely powerful and enabling tool for advancement of civilization and thus governing this tool is one of the highest concerns in the present world.
President of European Broadcasting Union (EBU) Jean-Paul Philippot, Azerbaijan ICT Minister Ali Abbasov, Indonesian Deputy Minister for Science and ICT Bambang Heru Tjahjono, US Assistant Secretary for Department of Commerce Lawrence E Strickling and Chairman of ICT Authority of Turkey Omer Fatih Sayan also spoke on the occasion among others.
Approximately 5 thousand people from different countries, including high-level government officials, civil society leaders and internet policy experts are attending the 10th IGF in person and online. They are supposed to discuss the future internet governance including its crucial role for implementation of the 2030 Agenda of UN for sustainable development.
Chief Executive Officer of Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC) A H M Bazlur Rahman is accompanying the Minister.
Minister Hasanul Haq Inu is expected to return on 14th November.
#
Akram/Afraz/Mosharraf/Mosharaf/Selim/2015/2000 Hrs
তথ্যবিবরণী নম্বর : ৩২৬৮
সম্মিলিত প্রচেষ্টায় বাল্যবিবাহ রোধ করতে হবে
-- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর)
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর ড়্গমতায়নে বাংলাদেশ সারাবিশ্বে একটি মডেল রাষ্ট্র। বাল্যবিবাহ লজ্জাজনক। সম্মিলিত প্রচেষ্টায় দেশে বাল্যবিবাহ রোধ করতে হবে। তিনি বলেন, ২০১৬ সালে দু’টি লড়্গ্যমাত্রা অর্জনকে সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এর একটি হচ্ছে পথশিশুদের পুনর্বাসন করা, অন্যটি হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধ করা। সামাজিক উন্নয়নের অন্যান্য সূচকের মতো বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশ অবশ্যই সফল হবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে পস্নান ইন্টারন্যাশনাল আয়োজিত এশিয়া চাইল্ড মেরিজ ইনিশিয়েটিভ বিষয়ক গবেষণাপত্রের ফলাফলের ওপর আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার শিশু অধিকার প্রতিষ্ঠা এবং শিশুর প্রতি সবরকমের সহিংসতা প্রতিরোধে সবচেয়ে বেশি আনত্মরিক। আর এজন্য শিশু রাজন ও রাকিব হত্যার বিচার দ্রম্নততম সময়ে সম্পন্ন হয়েছে।
পস্নান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর সিনেটে গেব্রেটজিয়াভার (Senait Gebregziabher) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. প্রফেসর মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, বাংলাদেশে কানাডার হাইকমিশনার বেনয়েট-পিয়েরে লারামি (Benoit-Pierre Laramee) এবং ইউএনএফপিএ প্রতিনিধি আর্জেন্টিনা পিন্টো মাটাভেল পিকসিন (Argentina Pinto Matavel Piccin) উপসি'ত ছিলেন।
#
খায়ের/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টাতথ্যবিবরণী নম্বর : ৩২৬৬
প্রতিবন্ধী শিশুকিশোরদের মূলধারায়
সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করছে সরকার
-- শিড়্গামন্ত্রী
ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর)
শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ বলেছেন, সরকার লেখাপড়ার উপযোগী পরিবেশ গড়ে তোলাসহ প্রয়োজনীয় সবধরণের সহযোগিতা প্রদানের মাধ্যমে প্রতিবন্ধী শিশুকিশোরদের জনগোষ্ঠীর মূলধারায় সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী আজ ঢাকায় নায়েম মিলনায়তনে ‘শিড়্গার মাধ্যমিক সত্মরে অটিজম আক্রানত্ম শিড়্গার্থীদের একীভূতকরণ’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন।
মাধ্যমিক ও উচ্চশিড়্গা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অটিজম বিষয়ক জাতীয় এডভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত এবং অটিস্টিক একাডেমি স'াপন প্রকল্পের পরিচালক সালমা বেগম বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, প্রতিবন্ধী শিশুকিশোরদের জনসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যপুসত্মকসহ উপযোগী শিড়্গা উপকরণ নিশ্চিত করা এবং শিড়্গাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। অটিস্টিক একাডেমি প্রকল্পের আওতায় এ ধরণের বিশেষ চাহিদাপূর্ণ শিড়্গার্থীদের জন্য প্রশিড়্গিত শিড়্গক তৈরি করা হচ্ছে।
সরকারের মহৎ উদ্যোগে সহায়তা প্রদানের জন্য মন্ত্রী এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
#
তথ্যবিবরণী নম্বর : ৩২৬৭
মাদ্রাসা শিড়্গাবোর্ডে বিপস্নব সরদার নির্যাতনের ঘটনা তদনেত্ম শিড়্গামন্ত্রীর নির্দেশ
ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর)
আজ একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ‘পা ভেঙে ছেলেটিকে রাখা হয়েছিল গুদামে’ শীর্ষক সংবাদের প্রতি শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
মন্ত্রী এ ব্যাপারে তদনত্ম করে ব্যবস'া গ্রহণের জন্য শিড়্গা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাদ্রাসা) রোকসানা মালেককে নির্দেশ দিয়েছেন।
#
সাইফুলস্নাহ/আফরাজ/মিজান/মোশাররফ/মোশারফ/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৬৫
খাবার ও ঔষধে ভেজালরোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে
-- স্বাস'্যমন্ত্রী
ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর)
স্বাস'্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সরকারের চলমান ভেজাল ঔষধবিরোধী অভিযানে সহায়তা করার জন্য ফার্মেসি মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, খাবার ও ঔষধে ভেজাল দূর করতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশে ভেজাল মেশানোর সাম্প্রতিক প্রবণতা জনগণের মধ্যে ব্যাপক অনাস'ার সৃষ্টি করেছে। খাদ্য ও ঔষধ গ্রহণে মানুষের মধ্যে আস'ার অভাব যেকোনো মূল্যে সরকার দূর করতে চায়। এজন্য ঔষধ ব্যবসার সাথে জড়িত সকলের সহযোগিতা প্রয়োজন।
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ‘ভেজাল ঔষধ প্রতিরোধে’ বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাথে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে এ আহ্বান জানান।
স্বাস'্যমন্ত্রী বলেন, ঔষধে ভেজাল মেশানোর ফলে তা প্রাণঘাতী অস্ত্রে পরিণত হয়। খাদ্যে ও ঔষধে ভেজাল মেশানো ঘৃণ্য অপরাধ। এই অপরাধীদের জন্য মানুষ যেমন মারা যায়, তেমনি প্রকৃত ব্যবসায়ীরাও ড়্গতিগ্রসত্ম হয়। এজন্য সরকার লাইসেন্সবিহীন ঔষধের দোকান বন্ধ করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ঔষধবিরোধী অভিযান অব্যাহত রাখবে।
তিনি সমিতির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, দোকানে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ঔষধ রাখবেন না। সরকারের অভিযানে কাউকে অন্যায়ভাবে হয়রানি করা হবে না। এ বিষয়ে সংশিস্নষ্টদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে। অভিযান চলাকালে যেকোনো অভিযোগ যথাযথ কর্তৃপড়্গকে সাথে সাথে জানানোর জন্য তিনি এসময় সকলকে অনুরোধ করেন। সারাদেশে লাইসেন্সবিহীন দোকানের সংখ্যা আট হাজারের অধিক, এই তথ্য তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, লাইসেন্সবিহীন দোকান বন্ধ করতে সরকারের উদ্যোগে সহায়তা করলে প্রকৃত ব্যবসায়ীরা উপকৃত হবে।
এসময় সমিতির নেতৃবৃন্দ সরকারের অভিযানে সবধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সভায় স্বাস'্যসচিব সৈয়দ মন্জুরম্নল ইসলাম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোসত্মাফিজুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ উপসি'ত ছিলেন।
কনসালট্যান্ট হিসেবে ৩১১ চিকিৎসকের পদোন্নতি
সরকার আজ ৩১১ চিকিৎসককে কনসালট্যান্ট হিসেবে পদোন্নতি প্রদান করেছে। পদোন্নতিপ্রাপ্ত কনসালট্যান্টদেরকে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে ইতোমধ্যে পদায়ন করা হয়েছে। আজ এ সংক্রানত্ম প্রজ্ঞাপন জারি করা হয়।
#
পরীড়্গিৎ/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৬৪
বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন প্রতিনিধিদলের সাড়্গাৎ
টিকফা মিটিংয়ের পর জিএসপি ফিরে পাবার আশা
ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর)
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী ২৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে টিকফার মিটিংয়ের পর বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে স'গিতকৃত জিএসপি ফিরে পাবার আশা করছে। বাংলাদেশে শ্রম আইন সংশোধনের মাধ্যমে তৈরিপোশাক কারখানার শ্রমিক কর্মচারীদের অধিকার, কাজের পরিবেশ ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। কাজের পরিবেশও চমৎকার। জিএসপি ফিরে পেতে আর কোনো বাধা থাকার কারণ নেই।
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস বস্নুম বার্নিকাট (Marcia Stephens Blom Bernicat) এর নেতৃত্বে চারসদস্যের প্রতিনিধিদলের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েই চলছে। চলতি অর্থবছরে গত চার মাসের রপ্তানি বৃদ্ধি হয়েছে ১৭ ভাগ। ২০১৪-২০১৫ অর্থবছরে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৭শ’ ৮৩ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে আমদানি করেছে ৭৬১ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির লড়্গ্যেই টিকফা চুক্তি স্বাড়্গর করা হয়েছে। টিকফার আসন্ন মিটিং-এ বাংলাদেশ স'গিতকৃত জিএসপি ফিরিয়ে দেয়ার দাবি জানাবে। বাংলাদেশ আশা করছে জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো আপত্তি থাকবে না।
তোফায়েল আহমেদ বিশ্ব বাণিজ্য সংস'ায় এলডিসিভুক্ত দেশসমূহের ট্রিপস চুক্তির মেয়াদ ১৭ বছর বৃদ্ধির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চলমান বাণিজ্য সহযোগিতা আরো বৃদ্ধি পাবে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের টিপিপি স্বাড়্গরের ফলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের কোনো ড়্গতি হবে না। টিপিপিভূক্ত ১২ দেশের মধ্যে বেশিরভাগ দেশের কাছ থেকে বাংলাদেশ ডিউটি ফ্রি সুবিধা পেয়ে আসছে। বাংলাদেশের সাথেও টিপিপি স্বাড়্গরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুলস্নাহ আল মামুন, অতিরিক্ত সচিব অমিতাভ চক্রবর্তী ও জহিরউদ্দিন আহমেদ এসময় উপসি'ত ছিলেন।
#
বকসী/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/১৮১০ ঘণ্টাতথ্যবিবরণী নম্বর : ৩২৬৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ১ম পর্ব ভর্তির কার্যক্রম ১১ নভেম্বর শুরম্ন
ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্ব নিয়মিত কোর্সে ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন অনলাইনে আগামী ১১ নভেম্বর বিকেল ৪টা থেকে শুরম্ন হয়ে চলবে ২৫ নভেম্বর পর্যনত্ম।
ভর্তি সংক্রানত্ম বিসত্মারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions এবং admissions.nu.edu.bd থেকে জানা যাবে।
#
ফয়জুল/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৬২
অক্টোবরে মূল্যস্ফীতি কমেছে
- পরিকল্পনা মন্ত্রী
ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর) :
অক্টোবরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুসত্মফা কামাল। আজ একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি সেপ্টেম্বর থেকে কিছুটা কমে ৬ দশমিক ১৯ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি ছিলো ৬ দশমিক ২৪ শতাংশ। গত বছর অক্টোবরে তা ছিলো ৬ দশমিক ৬ শতাংশ।
মন্ত্রী আরো বলেন শীতকালীন শাকসবজি বাজারে আসতে শুরম্ন হওয়ায় মূল্যস্ফীতি কমতে শুরম্ন করেছে। একইসাথে বিশ্ববাজারে ভোগ্যপণ্য ও তেলের দাম নিম্নমুখী থাকায় আমাদের মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়েছে।
আগামী মাসে শীতকালীন শাকসবজি পূর্ণমাত্রায় বাজারে আসলে মূল্যস্ফীতি আরো কমবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
#
তাপস/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৬১
২৫০টি রেলওয়ে কোচ ও ১০ টি ইঞ্জিন কিনবে বাংলাদেশ রেলওয়ে
ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর) :
বাংলাদেশ রেলওয়ে ২৫০ টি নতুন যাত্রীবাহী কোচ ও ১০টি ইঞ্জিন ক্রয় করবে। রেলওয়ে আশা করছে এর ফলে রেলসেবার মান আধুনিকায়ন, নিরাপদ ও আরামদায়ক হবে। পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত আজ একনেক সভায় এজন্য পৃথক দুটো প্রকল্পের অনুমোদন দেয়া হয়। অনুমোদিত প্রকল্পদুটোর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১ শত আট কোটি টাকা। এ ব্যয়ের মধ্যে সরকার ৫ শত ৭৪ কোটি টাকা দেবে বাকি ১ হাজার ৫ শত ৩৪ কোটি টাকা এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকল্প সাহায্য হিসেবে দেবে।
প্রকল্পদুটো নিয়ে একনেক বৈঠকে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুসত্মফা কামাল বলেন, ১ হাজার ৩ শত ৭৪ কোটি টাকার বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ এবং ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ নামক প্রকল্পের আওতায় ২০০টি মিটারগেজ এবং ৫০ টি ব্রডগেজ কোচ কেনা হবে। এছাড়াও, কোচগুলো ধুয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ২টি ট্রেন ওয়াশিং পস্ন্যান্ট এ প্রকল্পের আওতায় কেনা হবে।
মন্ত্রী আরো বলেন, ৭ শত ৩৪ কোটি টাকার বাংলাদেশ রেলওয়ের জন্য লোকোমোটিভ রিলিফ ক্রেন এবং লোকোমোটিভ সিমুলেটর সংগ্রহ নামক অপর একটি প্রকল্পের আওতায় ১০ টি ইঞ্জিন , ৪ টি অ্যাকসিডেন্ট রিলিফ ক্রেন এবং একটি লোকোমোটিভ সিমুলেটর কেনা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় ৬ হাজার ২ শত ৫১ কোটি টাকায় ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৭টি নতুন এবং ৩টি সংশোধিত। মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ৬ শত ৭৩ কোটি টাকা। বাকি ৩ হাজার ৫ শত ৭৮ কোটি টাকা প্রকল্প সাহায্য।
#
তাপস/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৬০
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর) :
জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটি’র ২১তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মো. তাজুল ইসলাম চৌধুরী, মো. শামসুল হক টুকু, মো. আব্দুল মজিদ খান, তালুকদার মো. ইউনুস, এড. মো. জিয়াউল হক মৃধা এবং সফুরা বেগম অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল, ২০১৫ এর ওপর আলোচনা হয়।
কমিটি বাংলাদেশের শিল্পায়নকে ত্বরান্বিত করার জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় জমির সীমানা নিশ্চিতকরণ ও নিষ্কণ্টক জমি অধিগ্রহণের সুপারিশ করে।
বৈঠকে দেশীয় ড়্গুদ্র ও মাঝারি শিল্পের স্বার্থরড়্গা করে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। এছাড়াও জমি অধিগ্রহণের সময় জমির ন্যায্যমূল্য পরিশোধের ওপর গুরম্নত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন।
#
ইনামুল/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৪০ ঘন্টা