Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ এপ্রিল ২০২৫

তথ্যবিবরণী ১৪ এপ্রিল ২০২৫

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ৩২৩৩

বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা-১৪৩২’

ঢাকা, ১ বৈশাখ (১৪ এপ্রিল) :       

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা-১৪৩২’।

আজ ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।

বৈশাখী মেলার উদ্বোধন অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পাহাড় থেকে সমতল, সারা দেশে আজ নববর্ষের আমেজ। বাংলাদেশের মানুষ আজ এক হয়ে পালন করছে নববর্ষ। সবার অংশগ্রহণের মাধ্যমে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা চলছে সারা দেশে। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে ফ্যাসিবাদোত্তর বাংলাদেশে দাঁড়িয়েছি। আমরা এই উৎসব ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।

উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, হস্তশিল্প, খাদ্যজাতপণ্যের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। উদ্যোক্তারা এই মেলার মাধ্যমে এসকল পণ্যের বিদেশে রপ্তানিযোগ্য করে তুলবে। উদ্যোক্তারা যেভাবে ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে আরেকটি শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাবে দেশ। বাংলা একাডেমি আয়োজিত এই মেলা উদ্যোক্তাদের উন্নয়নের ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমরা ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে প্রবেশ করেছি। আজকের র‌্যালিতে সব জাতিগোষ্ঠী একসাথে অংশগ্রহণ করেছে এবং একসাথে আনন্দ করছে। এটা একটা অন্তর্ভূক্তিমূলক ও রঙিন উৎসব। মেলা এমন একটা জায়গা যেখানে দুইপক্ষ খুশি থাকে। একজন ক্রয় করে এবং অন্যজন বিক্রি করে। মেলার সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, বৈশাখী মেলার আয়োজন আমাদের জন্য একটা ভালো উদ্যোগ। বাংলা নববর্ষ আমরা উদ্‌যাপন করবো জাতীয় সংস্কৃতির অংশ হিসেবে। আমাদের উজ্জ্বল অতীত ছিল, সমৃদ্ধ আগামী গড়ার লক্ষ্য নিয়ে আমাদের পহেলা বৈশাখ উদ্‌যাপন করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ মফিদুর রহমান।

#

আলমগীর/মাহমুদুল/রানা/রফিকুল/রেজাউল/২০২৫/১৮৩০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                          নম্বর: ৩২৩২  

পোর্ট লুইসে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপিত

পোর্ট লুইস (মরিশাস), ১৪ এপ্রিল :   

বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইসের উদ্যোগে মরিশাসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপন করা হয়। এ উপলক্ষ্যে গতকাল বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইস দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলন মেলার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

          হাইকমিশনার ড. জকি আহাদ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার বর্গের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন। এ শোভাযাত্রার প্রাক্কালে হাইকমিশনার উপস্থিত অতিথিদের নিকট শোভাযাত্রার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে, ইউনেস্কো বাংলাদেশের এ আনন্দ শোভাযাত্রাকে ‘ইনটানজিবল কালচারাল হেরিটেজ অব হিউমেনিটি’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে।  তিনি আরো বলেন, আমরা এই বর্ষবরণ উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা দেশে অথবা বিদেশে যেখানেই থাকি আমাদের চেতনার রং লাল, সবুজ।  আমরা ধারণ করি তরুণদের চেতনা এবং স্বপ্ন দেখি সুখী-সমৃদ্ধ বাংলাদেশের। হাইকমিশনার উপস্থিত অতিথিদের  নববর্ষের শুভেচ্ছা জানান এবং র‍্যালি ও মেলায় অংশগ্রহণ করায় ধন্যবাদ জানান।

            উল্লেখ্য, এবছরই প্রথমবারের মতো দিনব্যাপী  কর্মসূচির মাধ্যম বাংলাদেশ হাউজে বাংলা  নববর্ষ উৎসব উদ্‌যাপন করা হয়। এ উপলক্ষ্যে বাংলাদেশ হাউজ বর্ণীল সাজে সাজানো হয়। মেলায় ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার, পিঠাপুলি, ঝালমুড়ি , ফুচকা, সিংগারা, সমোচা ও পান্তা ভাত ইত্যাদি উপস্থিতে  সকলের নিকট আর্কষণীয় ছিল। 

 #

জাহাঙ্গীর/শাহিদা/মিতু/আলী/মানসুরা/২০২৫/১৫০৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩২৩১

বাংলাদেশ শিশু একাডেমিতে নববর্ষ ১৪৩২ উদ্‌যাপিত

ঢাকা, ১ বৈশাখ (১৪ এপ্রিল) :       

জাতীয় সংগীত এবং এসো হে বৈশাখ দলীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ শিশু একাডেমীর বর্ষবরণের আয়োজন। প্রধান অতিথি হিসেবে বর্ষবরণের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ ও বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক দিলারা বেগম এবং শিশু একাডেমীর শিশু শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, আজকের ছোট সোনামণিদের চোখে যে স্বপ্ন তা এদেশের ভবিষ্যতের আলো। পহেলা বৈশাখ শুধু একটা তারিখ নয়, এটি আমাদের সংস্কৃতি, ভালোবাসা আর আনন্দের প্রতীক। এদিন আমরা পুরনো দুঃখ-কষ্ট ভুলে, নতুন আশা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করি। উপদেষ্টা শিশুদের নতুন জিনিস শেখার পাশাপাশি ভালো কিছু করার উপদেশ দেন।

এছাড়া, উপদেষ্টা শিশুদের বাবা-মা, শিক্ষক, গুরুজনদের সম্মান করার পাশাপাশি মনোযোগ দিয়ে পড়াশোনা করা, নৈতিকতার চর্চা করার বিষয়ে জোর দেন। তিনি নতুন বছরের প্রথম দিনে মিলেমিশে থাকা, হিংসা-বিদ্বেষ থেকে দূরে থাকা, সামাজিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখাসহ দুর্নীতি, মাদক, সহিংসতা ও কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। 

উপদেষ্টা বলেন, স্বাধীন, গণতান্ত্রিক এবং অগ্রসর রাষ্ট্রের পেছনে রয়েছে হাজারো মানুষের আত্মত্যাগ, লড়াই ও সংগ্রাম। ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবে শিশু এবং ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এবারের বৈশাখের ‘আনন্দ শোভাযাত্রা’ আমাদের জাতীয় জীবনে নতুন উদ্দীপনা।

এ আয়োজনে ছড়ায় ছড়ায় বৈশাখ, নাগরদোলা, পুঁথিপাঠ, গম্ভীরা, বাইস্কোপ, তৈলাক্ত কলাগাছে ওঠার প্রতিযোগিতা, সংগ্রাই উৎসবের পানি খেলা, নাচ, গান কবিতার বিভিন্ন অংশে শিশুরা আনন্দের সাথে অংশগ্রহণ করে।

#

রফিকুল/শাহিদা/মিতু/আলী/আসমা/২০২৫/১৩৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                              নম্বর: ৩২৩০ 

বায়ুদূষণ রোধে ঢাকা, বরিশাল ও গাইবান্ধায় অভিযানে জরিমানা আদায়

ঢাকা, ১ বৈশাখ (১৪ এপ্রিল) :   

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল ঢাকা, বরিশাল ও গাইবান্ধায় বায়ু ও পরিবেশ দূষণ রোধে অভিযান চালানো হয়েছে।

          নির্মাণ সামগ্রী দিয়ে বায়ু দূষণ করায় ঢাকা মহানগরের মাতুয়াইল, বনানী, কলাবাগান, ধানমন্ডি লালমাটিয়া ও আমিন বাজারে চারটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়। মাতুয়াইল ও আমিন বাজার এলাকায় ময়লা পোড়ানোর দায়ে কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। এ অভিযানে তিনটি মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এলাকাবাসীকে বায়ু দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়েছে।

         একইদিন বরিশালের লথুল্লাবাদ বাসস্ট্যান্ডে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি ও সরবরাহের অভিযোগে দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। একটি মামলায় জরিমানাসহ ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। বিভিন্ন দোকান ও সাধারণ মানুষকে পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে।

          এছাড়া, গাইবান্ধায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তিনটি মামলায় ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনটি ইটভাটার চিমনী ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

          দূষণ রোধে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর ।

#

দীপংকর/শাহিদা/মিতু/আলী/মানসুরা/২০২৫/১৩৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                            নম্বর: ৩২২৯ 

বাংলা নববর্ষকে পর্যটন আকর্ষণের অন্যতম অনুষঙ্গে পরিণত করতে হবে

                                                           -বিমান ও পর্যটন সচিব

ঢাকা, ১ বৈশাখ (১৪ এপ্রিল) :   

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণলয়ের সচিব নাসরীন জাহান বলছেন, বাংলাদেশের মানুষ স্বভাবতই উৎসব পরায়ন। বাংলা নববর্ষ দেশের প্রতিটি প্রান্তে যেভাবে উচ্ছ্বাস ও উদ্দীপনার সাথে উদ্‌যাপিত হয় তা বিশ্বে বিরল। পৃথিবীর বুকে এ উৎসবের বার্তা ছড়িয়ে দিতে হবে এবং নববর্ষকে পর্যটন আকর্ষণের অন্যতম অনুষঙ্গে পরিণত করতে হবে।

সচিব আজ রাজধানীর মহাখালীতে বাংলাদেশ ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটে বর্ষবরণ-১৪৩২ ও খাদ্য উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি প্রত্যাশা করেন মানুষে মানুষে বিচ্ছিন্নতা ও বিভাজন দুর করে পহেলা বৈশাখের উৎসব ভরে উঠবে পারস্পরিক শুভেচ্ছায় ও আন্তরিকতায়।

অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানার সভাপতিত্বে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান, আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

উৎসবে ১৫ টি স্টলে ২৫০ রকমের দেশীয় খাবার প্রদর্শন ও পরিবেশ করা হয়। এছাড়া, উৎসব মঞ্চে সংগীত, নৃত্য ও ফ্যাশন-শোর আয়োজন করা হয়।

#

তুহিন/শাহিদা/মিতু/আলী/মানসুরা/২০২৫/১৪০০ ঘণ্টা

2025-04-14-12-46-1b9ccf6c996231c4c6e564c5d7665fe1.docx