Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যবিবরণী 16 February 2017

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪৮২

শ্রম ও কর্মসংস্থান  মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 

ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
 জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক আজ কমিটির সভাপতি মন্নুজান সুফিয়ান -এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, আনোয়ারুল আবেদীন খান, মো. রুহুল আমিন, মো. রেজাউল হক চৌধুরী এবং রোকসানা ইয়াসমিন ছুটি বৈঠকে অংশগ্রহণ করেন।
বেসরকারি সদস্যদের বিল এবং সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক ‘অসংগঠিত শ্রমিক কল্যাণ ও সামাজিক নিরাপত্তা (অপ্রাতিষ্ঠানিক খাত) বিল, ২০১৫’ সম্পর্কে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সামাজিক সংগঠন, এনজিও, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ এই বিলের স্টেক হোল্ডারদের সাথে কমিটিতে আলোচনা করে রিপোর্টটি চূড়ান্ত করা এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ, রেজি ঃ নং বি-১৮৮৭ এর নিকট হতে পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে পাউবোর্ড ট্রেড ইউনিয়ন ও সিবিএ কার্যক্রম রহিতকরণের  কর্তৃপক্ষীয় ষড়যন্ত্র সম্পর্কিত বিষয়ে বিস্তারিত  আলোচনা করা হয়।
কমিটি বেসরকারি সদস্যদের বিল এবং সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক ‘অসংগঠিত শ্রমিক কল্যাণ ও সামাজিক নিরাপত্তা (অপ্রাতিষ্ঠানিক খাত) বিল, ২০১৫’ সম্পর্কে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সামাজিক সংগঠন, এনজিও, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ এই বিলের সাথে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের নামের তালিকা কমিটির পরবর্তী বৈঠকে প্রদান করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় । 
বৈঠকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ, রেজি ঃ নং বি-১৮৮৭ এর নিকট হতে পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে পাউবোর্ড ট্রেড ইউনিয়ন ও সিবিএ কার্যক্রম রহিতকরণের  কর্তৃপক্ষীয় ষড়যন্ত্র সম্পর্কিত বিষয়ে কমিটির পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনা করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় । 
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের সিবিএর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

এমাদুল/মাহমুদ/আলী/মোশারফ/জয়নুল/২০১৭/২০৪৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪৮১

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 

ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
দশম জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এর সভাপতিত্বে কমিটির সদস্য মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, তালুকদার আব্দুল খালেক, বি এম মোজাম্মেল হক, মো. শফিকুল ইসলাম শিমুল, এস এম জগলুল হায়দার, সৈয়দ আবুল হোসেন এবং বেগম হেপী বড়াল বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাজার দরের সাথে সাদৃশ্য রেখে টেন্ডারের মাধ্যমে ইডকল কর্তৃপক্ষকে সোলার প্যানেল স্থাপনের সুপারিশ করা হয়। এছাড়া সুষম উন্নয়নের লক্ষ্যে পশ্চাৎপদ, অনুন্নত এলাকা চিহ্নিত করে প্রকল্প গ্রহণের মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে ব্রিজ ও কালভার্ট বরাদ্দ প্রদানেরও সুপারিশ করা হয়। কমিটি বন্যা ঝুঁকি ব্যবস্থাপনা, বজ্রপাতে করণীয়, ভূমিকম্পের ক্ষেত্রে প্র¯ুÍতি ও সচেতনতা বৃদ্ধি, ঘূর্ণিঝড় মোকাবিলা ও অগ্নিকা- প্রতিরোধে উন্নয়ন প্রকল্প গ্রহণের সুপারিশ করে।
কমিটি মন্ত্রণালয়ের সকল গ্রেডের কর্মচারীদের দায়িত্ব ও কর্ম নিবিড় তদারকির সুপারিশ করে। 
দেশে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় বিশেষ প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়। 
বৈঠকে বিল্ডিং কোড অনুসরণ করে ভবন নির্মাণের সুপারিশ করা হয়। দেশের বিভিন্ন এলাকার আয়তন ও জনসংখ্যা সংক্রান্ত জরিপের সুপারিশ করা হয়। এছাড়া জনসাধারণকে অগ্নি প্রতিরোধ প্রশিক্ষণ প্রদান ও জনসচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করারও সুপারিশ করা হয়। 
কমিটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সকল কার্যক্রমের সফলতা সম্পর্কে জনগণকে অবিহত করার জন্য বুলেটিন প্রকাশের সুপারিশ করা হয়। এ ছাড়া দুর্যোগপূর্ণ এলাকায় পরীক্ষামূলকভাবে বিমাপ্রথা চালু করারও সুপারিশ করে ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামালসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#

হালিম/মাহমুদ/আলী/মোশারফ/জয়নুল/২০১৭/২০১৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪৮০

ঢাকায় দু’দিনব্যাপী টেক্সটাইল সেমিনার শুরু

ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
    রাজধানীর একটি হোটেলে দু’দিনব্যাপী বাংলাদেশ টেক্সটাইল সেমিনার আজ শুরু হয়েছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক সেমিনারের উদ্বোধন করেন।
    উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টস শিল্পে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ গ্রিন ফ্যাক্টরির দেশগুলোর মধ্যে অন্যতম। ২০২১ সাল নাগাদ বছরে ৫০ বিলিয়ন ডলার গার্মেন্টস রপ্তানি আমাদের লক্ষ্য। গত বছর এখাতে আমাদের রপ্তানি আয় ২৮ বিলিয়ন ডলার। মোট রপ্তানি আয়ের ৭৫ শতাংশ আসে শুধু গার্মেন্টস রপ্তানি থেকে।
    তিনি বলেন, গার্মেন্টস শিল্পের উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। উৎপাদন বৃদ্ধিতে নিরাপদ কর্মপরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারখানার কর্মপরিবেশ নিরপেক্ষ রাখতে প্রতিটি কারখানাকে পরিদর্শনের আওতায় নিয়ে আসা হয়েছে। সরকার একর্ড এবং এলাইন্সে মিলে সকল গার্মেন্টস কারখানার ঝুঁকি নিরূপণ এবং সেগুলো সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণে মালিকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। অধিকাংশ গার্মেন্টস কারখানাকেই ঝুঁকিমুক্ত করা হয়েছে। শীঘ্রই গার্মেন্টস শিল্পকে ত্রুটিমুক্ত ঘোষণা করা যাবে। তিনি বলেন, নিরাপদ কর্মপরিবেশে উৎপাদন বৃদ্ধি পাবে, ফলে রপ্তানি আয় বাড়বে। দেশের অর্থনৈতিক উন্নয়নে গার্মেন্টস খাত আরো বেশি অবদান রাখতে পারবে। 
    তিনি আরো বলেন, বাংলাদেশই একমাত্র দেশ যেখানে শ্রমিকবান্ধব সরকার আইন করে শুধু গার্মেন্টস শ্রমিকদের কল্যাণে কেন্দ্রীয় তহবিল গঠন করেছে। গার্মেন্টসের মোট রপ্তানি আয়ের ০.০৩ শতাংশ সরাসরি কেন্দ্রীয় তহবিলে জমা হচ্ছে। ইতোমধ্যে এ তহবিল থেকে গার্মেন্টস শ্রমিকদের আর্থিক সহায়তা কার্যক্রম চালু হয়েছে। টেক্সটাইল শিল্পের উন্নয়নে এ ধরনের সেমিনার সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
    চীনের সাংহাই ইসিডি ইন্টারন্যাশনাল এ সেমিনারের আয়োজন করে। উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম আব্দুর রউফ, বাংলাদেশ টেক্সটাইল শিল্পে সরকারের সহযোগিতামূলক নীতিমালার ওপর এবং সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম টেক্সটাইল শিল্পের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন।
#

আকতারুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৩৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৪৭৯

বাণিজ্যমন্ত্রীর সাথে বেঙ্গল চেম্বারের ব্যবসায়ীদের বৈঠক

ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রম্নয়ারি) :

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন এলাকায় ১০০টি বিশেষ ইকোনমিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। তিনটি ইকোনমিক অঞ্চল ভারতের বিনিয়োগকারীদের জন্য থাকবে। এগুলোর বাসত্মবায়নের কাজ চলছে।

    তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে সফররত ভারতের বেঙ্গল চেম্বার অভ্‌ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতা ও ডেলস্টার ওভারসিজ-এর ম্যানেজিং পার্টনার দিবায়া সংকর দাস (উরনুধ ঝধহশধৎ উধং) এর নেতৃত্বে ২০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলের সাথে মতবিনিময় করে সাংবাদিকদের এ সব কথা বলেন।

    মন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনে বিনিয়োগকারীগণ শতভাগ পুঁজি প্রত্যাহার করে নিয়ে যেতে পারবেন। বিনিয়োগকারীদের এ অধিকার আইন দ্বারা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রম্নতগতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোলমডেল।
 
     প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন, উইজার টেক ইন্‌ফরমেটিক প্রা. ডল এর প্রধান নির্বাহী কর্মকর্তা চিরঞ্জীব ভট্টাচারিয়া (ঈযরৎধহলরন ইযধঃঃধপযধৎুধ), মেরিন কনটেইনার সার্ভিস (ইন্ডিয়া) প্রা. লি.-এর ভাইস প্রেসিডেন্ট অরম্নপ বন্ধু গুহ (অজটচ ইঅঘউঐট এটঐঅ), টেকো ইন্ডাস্ট্রির চেয়ারম্যান কাম ম্যানেজিং ডাইরেক্টর রফিকুল হাসান (জধভরয়ঁষ ঐধংধহ), কেটনো ম্যাক্স ইঞ্জিনিয়ারিং প্রা. লি.-এর পরিচালক ঝণঊউঅ ঘঅইও, এবিপি প্রা. লি.-এর এসিয়েটেড ভাইস প্রেসিডেন্ট কে কে মহাপাট্রা (ক ক গধযধঢ়ধঃৎধ).

    পরে বাংলাদেশে সফররত ভারতের পংকজ টানডন (চধহশধল ঞধহফড়হ) এর নেতৃত্বে কনফেডারেশন অভ্‌ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর ৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল  বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

#

বকসী/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৪৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৪৭৮

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :

দশম জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক আজ কমিটির সভাপতি মো. মাকবুল হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।


 
কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মো. মোসলেম উদ্দিন, এ কে এম রেজাউল করিম তানসেন, মো. নূরুল ইসলাম ওমর এবং এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বৈঠকে অংশগ্রহণ করেন।

       
 বৈঠকে ‘বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৭’ ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৭’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তরের কৃষি সংশ্লিষ্ট সকল কাজ বাংলাদেশের ৩০০ সংসদীয় আসনের সকল সংসদ সদস্যকে অবহিত করার সুপারিশ করা হয়। এছাড়া বিএডিসি কর্তৃক বাগেরহাট ও পটুয়াখালীতে পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।


বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিএডিসি’র চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।      

#

সাব্বির/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯৫৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪৭৭ 

প্রাথমিক শিক্ষাকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে দুদক চেয়ারম্যানের নির্দেশ

চট্টগ্রাম, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, বদলি, মাতৃত্বকালীন ছুটি, পেনশন প্রাপ্তি প্রভৃতি কাজের জন্য জেলা শিক্ষা অফিসে ঘুষ দিতে হয়। শিক্ষকরা নিয়মিত ক্লাস না নিয়ে প্রাইভেট পড়ান। সে টাকার ভাগ শিক্ষা অফিসে দিতে হয়। শিক্ষকগণ সময়মতো বিদ্যালয়ে যান না। এ ধরণের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। প্রাথমিক শিক্ষা বিভাগকে পুরোপুরি দুর্নীতিমুক্ত হতে হবে। 
আজ চট্টগ্রাম পিটিআই অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষায় সুশাসন নিশ্চিতকরণে চট্টগ্রাম বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় চট্টগ্রাম বিভাগের সকল জেলা শিক্ষা অফিসার, পিটিআই ইনস্ট্রাক্টর, থানা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশ নেন।
দুদক চেয়ারম্যান বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। এ ভিত্তি মজবুত না হওয়ার পেছনে কোচিং সেন্টার ও কিন্ডার গার্টেনে শিক্ষাদান শেষে শ্রেণিকক্ষে শিক্ষাদানে শিক্ষকদের উদাসীনতা দায়ী। তিনি বলেন, দেশের উন্নয়নের বাতিঘর প্রাথমিক শিক্ষা। একে আরো প্রজ্জ¦লিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদেরকে নিজের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে। দেশকে কিছু দেওয়ার মতো প্রজন্ম জাতিকে উপহার দিতে হবে। এজন্য মানসিকতার পরিবর্তন করতে হবে। সৎ মনের পরিচয় দিতে না পারলে দুর্নীতি ও অনিয়ম দূর হবে না, সুশাসন নিশ্চিত হবে না। 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এর সভাপতিত্বে সভায় চট্টগ্রামের উপপরিচালক মোঃ মাহবুবুর রহমান বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, থানা শিক্ষা অফিসার ও ইনস্ট্রাক্টরগণ নিজস্ব মতামত তুলে ধরেন।
#

বাশার/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮২০ঘণ্টা 
 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪৭৬

রপ্তানি ক্ষেত্রে শুল্ক বাধা দূর করতে ভারতের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান

ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানির সক্ষমতা থাকার পরও ট্যারিফ, নন-ট্যাফের মতো শুল্ক বাধার কারণে আশানুরূপ রপ্তানি করা সম্ভব হচ্ছে না। অথচ ভারতের সাথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্পর্ক রয়েছে। এ কারণে ভারতকে বাস্তবতার ভিত্তিতে আন্তরিকতার সাথে শুল্ক সমস্যার সমাধান করতে হবে।
তিনি আজ ঢাকায় সোনারগাঁও হোটেলে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার-২০১৭’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
রপ্তানি ক্ষেত্রে ভারতের শুল্ক বাধা দূর করতে ঢাকাস্থ ভারতের রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করে তোফায়েল আহমেদ বলেন, ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। মহান মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করেছে, সে জন্য বাংলাদেশ কৃতজ্ঞ। দু’দেশের মধ্যে চলমান বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি করতে ভারতকে এগিয়ে আসতে হবে।

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তাসকিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ, ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা (ঐধৎংয ঠধৎফযধহ ঝযৎরহমষধ), উপস্থিত ছিলেন সিয়েট একে খান লি. এর ব্যবস্থাপনা পরিচালক যতিব্রত ব্যানার্জি ও স্টেটব্যাংক অভ্ ইন্ডিয়ার কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) অভিজিৎ ব্যানার্জি।
#

লতিফ বকসী/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮১০ঘণ্টা

তথ্যবিবরণী                                            নম্বর: ৪৭৫   

স্বাধীনতা পুরস্কার-২০১৭ ঘোষণা
ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
    সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ  অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন ব্যক্তি ও ১ টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০১৭’ প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে। 
    পুরস্কার প্রাপ্তরা হলেন: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গ্রুপ ক্যাপটেন (অব:) শামসুল আলম (বীর উত্তম), আশরাফুল আলম, শহীদ মো. নজমুল হক, মরহুম সৈয়দ মহসিন আলী, শহীদ এন এম নাজমুল আহসান, শহীদ ফয়জুর রহমান আহমেদ ও বাংলাদেশ বিমান বাহিনী;    চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী; সাহিত্যে বেগম রাবেয়া খাতুন ও মরহুম গোলাম সামদানী কোরায়শী; সংস্কৃতিতে প্রফেসর ডক্টর এনামুল হক ও ওস্তাদ বজলুর রহমান বাদল; সমাজসেবায় খলিল কাজী ওবিই; গবেষণা ও প্রশিক্ষণে শামসুজ্জামান খান ও অধ্যাপক ড. ললিত মোহন নাথ (প্রয়াত); জনপ্রশাসনে প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ মার্চ ২০১৭ বৃহস্পতিবার ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মনোনীত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০১৭’ প্রদান করবেন।

#

মোস্তাফিজুর/অনসূয়া/শহিদ/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৬৪৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                               নম্বর : ৪৭২
যথাসময়ে নির্বাচন হবে এবং জঙ্গিদমনও অব্যাহত থাকবে
                                               - তথ্যমন্ত্রী

ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যথাসময়ে নির্বাচন হবে এবং জঙ্গিদমনও অব্যাহত থাকবে। নির্বাচনের পথে জঙ্গিদমনের কাজে একচুলও ছাড় দেয়া হবে না।’ তিনি আজ রাজধানীর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থান প্রাঙ্গণে জাতীয় পতাকার অন্যতম রূপকার ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদের ১৮তম শাহাদৎ দিবস উপলক্ষে স্মরণসভায় একথা বলেন। 
    এর আগে মন্ত্রী কাজী আরেফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 
    সভায় জাসদের ঢাকা পশ্চিমের সভাপতি মাইনুর রহমানের সভাপতিত্বে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এবং জাসদ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
#
তথ্যবিবরণী                                               নম্বর : ৪৭৩
তথ্যমন্ত্রীর সাথে নেপালের প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ
ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সাথে আজ সচিবালয়ে তার অফিসকক্ষে নেপালের প্রধান তথ্য কমিশনার কৃষ্ণহরি বাসকোটা সাক্ষাৎ করেছেন। 
    দু’দেশের তথ্য কমিশনের মধ্যে তথ্য অধিকার বিষয়ে সহযোগিতা বৃদ্ধিতে বুধবার স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়ে নেপাল ও বাংলাদেশের তথ্য কমিশনকে তথ্যমন্ত্রী অভিনন্দন জানান। 
    মন্ত্রী বলেন, সরকার বাংলাদেশকে একটি তথ্য অধিকারসমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করছে। নেপালের সাথে এ সমঝোতা স্মারক দু’দেশের জনগণের মধ্যে সম্প্রীতি ও প্রজ্ঞার বন্ধন বৃদ্ধি করবে।
    এ সময় তথ্যসচিব মরতুজা আহমদ, বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান, তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশিদা বেগম সাঈদ এবং নেপালের তথ্য কমিশনার যশোদা দেবী তিমসিনা উপস্থিত ছিলেন। 
#
তথ্যবিবরণী                                             নম্বর : ৪৭৪
তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের লুটনের মেয়রের সাক্ষাৎ
ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সাথে আজ সচিবালয়ে তার অফিসকক্ষে যুক্তরাজ্যের লুটনের মেয়র তাহির খান সাক্ষাৎ করেছেন। 
    সাক্ষাৎকালে মন্ত্রী ব্রেক্সিট-উত্তর যুক্তরাজ্যে বাংলাদেশিদের কর্মসংস্থান, সংস্কৃতি নির্ভর তথ্য ও পণ্য প্রসারের বিষয়ে মেয়রের সাথে আলোচনা করেন। 
    ফজলুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নওয়াজিশ তাহনুন, লুটনের কমিউনিটি ডিভলপমেন্ট অফিসার ফজিলাত খান এবং তথ্যমন্ত্রীর একান্ত সচিব ড. মোল্লা মাহমুদ হাসান এসময় উপস্থিত ছিলেন।
#
আকরাম/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৭/১৬৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                               নম্বর : ৪৭১
 

নূর-ই-আলম চৌধুরী অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি

ও আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নির্বাচিত

ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :

জাতীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। 
একই সাথে তিনি ১০ম জাতীয় সংসদে সংসদ কমিটি এবং বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ৯ম জাতীয় সংসদে হুইপ এবং নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সাব্বির/অনসূয়া/মাসুম/রেজ্জাকুল/আসমা/২০১৭/১৪৪৫ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৪৭০ 

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭ উদ্যাপন উপলক্ষে সরকারি কর্মসূচি

ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :

প্রতিবছরের মতো এবারও ২১ ফেব্রুয়ারিকে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করবে সরকার। দিবসটি  যথাযোগ্য  মর্যাদায়  উদ্যাপনের  লক্ষ্যে  ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনসমূহে সঠিক নিয়মে ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। দিবসটি পালন উপলক্ষে জাতীয় অনুষ্ঠানের সাথে সংগতি রেখে মাদ্রাসাসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, জেলা ও উপজেলা প্রশাসন, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আজিমপুর কবরস্থানে ফাতেহা পাঠ ও কোরানখানির আয়োজনসহ দেশের সকল উপাসনালয়ে ভাষা শহিদদের রুহের মাগফিরাতের জন্য প্রার্থনার আয়োজন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে আলোচনার  মাধ্যমে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় কর্মসূচি প্রণয়ন ও চূড়ান্ত করবে। কেন্দ্রীয় শহিদ মিনারসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং দিবসটি পালনে নিয়োজিত সকল প্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন সড়কদ্বীপসমূহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সুবিধাজনক স্থানসমূহে বাংলা বর্ণমালা সংবলিত ফেস্টুন দিয়ে সাজানো হবে। সরকারি ও বেসরকারি গণমাধ্যমসমূহ একুশের অনুষ্ঠানমালা প্রচার করবে। কেন্দ্রীয় শহিদ মিনারসহ সংলগ্ন এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং প্রয়োজনীয় ভ্রাম্যমাণ টয়লেট স্থাপন করা হবে। 
রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানসহ সবাই পূর্বের ঐতিহ্য বজায় রেখে যাতে শহিদ মিনারে উপস্থিত হয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 
ঢাকায় বিদেশি দূতাবাসের প্রতিনিধিগণ শহিদ মিনারে উপস্থিত হয়ে শহিদদের প্রতি শ্রদ্ধানিবেদন করতে পারে সে ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হবে। 
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় জাদুঘর, গণগ্রন্থাগার অধিদপ্তর, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আর্কাইভস্ ও গ্রন্থাগার অধিদপ্তর, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, বাংলাদেশ শিশু একাডেমি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান গ্রন্থমেলা, আলোচনাসভা, সেমিনার, সিম্পোজিয়াম, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।
#
কুতুবুদ-দ্বীন/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৭/১২৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                            নম্বর: ৪৬৯  

শান্তিরক্ষীদের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ সদস্য দেশগুলোর মধ্যে সংলাপ বৃদ্ধি করতে হবে
                                                                                          -মাসুদ বিন মোমেন

নিউইয়র্ক, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ :

বাংলাদেশ মনে করে কর্মক্ষেত্রে শান্তিরক্ষীদের যে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় তা সমাধানের জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সংলাপ আরো বৃদ্ধি করতে হবে এবং এ সকল চ্যালেঞ্জ মোকাবিলার সম্ভাব্য উপায় খুঁজে বের করতে হবে। জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জটিলতর পরিবেশে মাইন অপারেশন অ্যাকশান (গরহব ধপঃরড়হ রহ পড়সঢ়ষবী টঘ ঢ়বধপবশববঢ়রহম ড়ঢ়বৎধঃরড়হং) সংক্রান্ত এক সাইড ইভেন্টে একথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। সাইড ইভেন্টটি ইউএন মাইন অ্যাকশান সার্ভিস এর সহযোগিতায় যৌথভাবে আয়োজন করে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ, ইথিওপিয়া ও যুক্তরাজ্য মিশন। 
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন আরো বলেন, তাৎক্ষণিক উদ্ভাবিত বিস্ফোরক এর হুমকি মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ, প্রশিক্ষণ ও এ সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তি ব্যবহারকল্পে বিনিয়োগ আরো বাড়ানো প্রয়োজন। 
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে লক্ষ্য করে ইম্প্রোভাইজড্ এক্সক্লোসিভ ডিভাইসেস্্ এর উপর্যুপরি ব্যবহারের বিষয়ে সাইড ইভেন্টে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং আইইডি ও ল্যান্ড মাইনে নিহত শান্তিরক্ষীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এই ইভেন্টে আইইডি সংক্রান্ত হুমকি মোকাবিলা, মাইন অ্যাকশান ব্যবস্থাপনা এবং সমরাস্ত্র মজুত ও এর ব্যবস্থাপনা বিষয়ে ইউএন মাইন অ্যাকশান সার্ভিসে যে সকল সুবিধা রয়েছে তা উল্লেখ করা হয়। শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশ মাইন অপসারণ, মাইন নিষ্ক্রিয়করণ, আইইডি চিহ্নিতকরণ এবং এর অপসারণের ক্ষেত্রে তাঁদের অর্জিত অভিজ্ঞতা বিনিময় করেন। 
এই সাইড ইভেন্টে প্যানেল আলোচনার সঞ্চালক ছিলেন ইউএন মাইন অ্যাকশান সার্ভিস এর পরিচালক এগনেস মারকাইয়ু। এছাড়া প্যানেল আলোচনায় অংশ নেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ, যুক্তরাজ্য ও ফ্রান্সের স্থায়ী মিশনের সামরিক উপদেষ্টাবৃন্দ। যৌথ আয়োজক হিসেবে জাতিসংঘে নিযুক্ত ইথিওপিয়ার স্থায়ী প্রতিনিধি তেকেদা এলিমু ও এ সভায় বক্তব্য দেন।         
#
অনসূয়া/শহিদ/জসিম/রফিকুল/শামীম/২০১৭/১২০০ ঘণ্টা  

Todays handout (10).docx