Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ডিসেম্বর ২০১৬

তথ্যবিবরণী ১ ডিসেম্বর ২০১৬

তথ্যবিবরণী                                                    নম্বর : ৩৭০৯

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৭ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :

    দশম জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক আজ কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক পার্কে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি  ইমরান আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য ও তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক এবং হোসনে আরা লুৎফা ডালিয়া অংশগ্রহণ করেন।

    বৈঠকে কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক পার্কের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং জানানো হয় প্রকল্পটি বাস্তবায়িত হলে বঙ্গবন্ধু হাইটেক পার্কে লক্ষাধিক লোকের কর্মসংস্থান  হবে।

    বৈঠকে  পাবলিক প্রাইভেট পার্টনারশিপ(পিপিপি) এর আওতায় সামিট টেকনোলোজিস লিঃ এবং ফাইবার এট হোমস লিমিটেড কোম্পানির সঙ্গে চুক্তি মোতাবেক তাঁদের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা সে বিষয়ে একটি প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।     

    এছাড়াও কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক পার্কের ভেতর দিয়ে নির্মিত ট্রেনলাইনে দুর্ঘটনা রোধে একটি নিরাপত্তা গেইট অতিদ্রুত নির্মাণের সুপারিশ করা হয়। পার্কের ভেতর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্থাপিত বিদ্যুতের পোল অতি দ্রুত অপসারণের সুপারিশ করে।

    এর আগে সংসদীয় কমিটি কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক পার্কের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

     ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বঙ্গবন্ধু হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ  এসময় উপস্থিত ছিলেন।

#
কামাল/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৬/২০১৮ ঘণ্টা  

তথ্যবিবরণী                                          নম্বর : ৩৭০৮

মুগদা হাসপাতালে আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে
                                                -- স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ১৭ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :
    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ঢাকা ও সলিমুল্লাহ্ মেডিকেল হাসপাতালে রোগীর চাপ কমাতে রাজধানীর মুগদা হাসপাতালে আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কুর্মিটোলায়ও এ জাতীয় আরেকটি হাসপাতাল গড়ে তোলা হয়েছে। সোহরাওয়ার্দী হাসপাতালের সংস্কার করে আধুনিকায়ন করা হয়েছে। এই হাসপাতালগুলোতে এখন গরিব মানুষ আন্তর্জাতিকমানের সেবা পাচ্ছে। এসব হাসপাতালে সব রকমের চিকিৎসা নিশ্চিত করতে এমন যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে যা কোন বেসরকারি হাসপাতালেও নেই। রাজধানীতে এ রকম আরো হাসপাতাল স্থাপন করা হবে বলেও তিনি জানান।
    তিনি আজ রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসক ও নার্সদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
    স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদেরকে মানবিক গুণাবলি দিয়ে চিকিৎসা দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ডাক্তার ও নার্সরা যদি রোগীর সাথে আন্তরিক ব্যবহার না করেন তাহলে সুরম্য অট্টালিকার কোন দাম নাই। সরকারের সব প্রচেষ্টার সাফল্য নির্ভর করে হাসপাতালে সেবা দেয়ার ওপর।
    এর আগে মন্ত্রী হাসপাতালের আইসিইউ, ডায়ালাইসিস বিভাগ, ক্যাথল্যাব ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখে সেবা সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসা নিতে আসা বিভিন্ন মানুষের সাথে কথা বলেন।
    এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, হাসপাতালের পরিচালক ডা. আজিজুন্নাহার, মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সামিউল হকসহ মন্ত্রণালয়, অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী, কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
#

পরীক্ষিৎ/মাহমুদ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                    নম্বর : ৩৭০৭
 
২০১৭ সালের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন সম্পর্কে জ্ঞাতব্য

ঢাকা, ১৭ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :

    ঢাকা জেলার (মহানগরীসহ) ২০১৭ সালের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন পয়লা ডিসেম্বর ২০১৬ হতে ৩১ জানুয়ারি ২০১৭ সময়ের মধ্যে করতে হবে। নবায়নকালে গুলিবিহীন অবস্থায় আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে। লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় ফি  ও টিআর ফরম নং ৬, কোড নম¦র ১/২২১১/০০০০/১৮৫৯ এবং নবায়ন ফি এর ওপর প্রযোজ্য শতকরা ১৫ ভাগ ভ্যাট কোড নম¦র ১/১১৩৩/০০১০/০৩১১/ খাতে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা দিয়ে চালানের মূলকপি মূল লাইসেন্সের সাথে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়নের ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    ব্যক্তি পর্যায়ে  পিস্তল, রিভলবার লাইসেন্স নবায়ন ফি ১০ হাজার টাকা ও বন্দুক, শটগান এবং রাইফেল নবায়ন ফি ৫ হাজার টাকা; আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক পর্যায়ে লং ব্যারেল (বন্দুক, শটগান ও রাইফেল) লাইসেন্স নবায়ন ফি ৫ হাজার টাকা; প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেল (বন্দুক, শটগান ও রাইফেল) লাইসেন্স নবায়ন ফি ১০ হাজার টাকা; ডিলার এবং অস্ত্র মেরামতকারী প্রতিষ্ঠান লাইসেন্স নবায়ন ফি ২০ হাজার টাকা এবং সেফ কিপিং লাইসেন্স নবায়ন ফি ৫ হাজার টাকা।
#
সালাহ উদ্দিন/মাহমুদ/নবী/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৯৫৭ ঘণ্টা  

তথ্যবিবরণী                                          নম্বর : ৩৭০৬

তিউনিসিয়ায় ঔষধ রপ্তানির প্রস্তাব বাণিজ্যমন্ত্রীর

ঢাকা, ১৭ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তিউনিসিয়ায় বাংলাদেশের তৈরি ঔষধ রপ্তানির প্রস্তাব করেছেন।
    মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় তিউনিসিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত আদেল ইলারবি (অফবষ ঊষধৎনর) এর সাথে মতবিনিময়কালে এ প্রস্তাব করেন।
    বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, তিউনিসিয়ার বাজারে বাংলাদেশের তৈরি ঔষধ, তৈরিপোশাক, সিরামিক ও কাগজের চাহিদা রয়েছে। তিউনিসিয়ায় এসকল পণ্যের রপ্তানি বাড়াতে বাংলাদেশ আগ্রহী। বাংলাদেশ এবং তিউনিসিয়ার ব্যবসায়ীদের সফর বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব। বাংলাদেশ এখন আন্তর্জাতিকমানের ঔষধ উৎপাদন করছে এবং বিশে^র ১২৪টি দেশে বাংলাদেশের তৈরি ঔষধ রপ্তানি হচ্ছে। তিউনিশিয়াও বাংলাদেশ থেকে ঔষধ আমদানি করতে পারে।
    তোফায়েল আহমেদ বলেন, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) স্বাক্ষর করে তিউনিসিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব।
    রাষ্ট্রদূত মন্ত্রীকে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে তিউনিসিয়া সফরের আমন্ত্রণ জানান। তিনি দু’দেশের বাণিজ্য বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
    বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম ও যুগ্মসচিব মুনির চৌধুরী
এ সময় উপস্থিত ছিলেন।
#

বকসী/মাহমুদ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৫৮ঘণ্টা
তথ্যবিবরণী                                                    নম্বর : ৩৭০৫
বিএফটিআই’র এজিএম অনুষ্ঠিত

ঢাকা, ১৭ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে আজ বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট(বিএফটিআই) এর দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বোর্ড সভা অনুাষ্ঠত হয়েছে। বাণিজ্যমন্ত্রী ফরেন ট্রেড ইনস্টিটিউট-এর পরিচালনা পর্ষদের সভাপতি। এজিএম এ উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদ, ইন্টারন্যাশনাল চেম্বার অভ্ কমার্স বাংলাদেশ -এর প্রেসিডেন্ট মো. মাহবুবুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মোর্শারফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুসফেকা ইকফাত, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মাফরুহা সুলতানা, বিসিআই-এর চেয়ারম্যান এ কে আজাদ,  বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকারসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
    বিএফটিআই বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। বিএফটিআই বাংলাদেশের ব্যবসার মান উন্নয়ন, বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যের জ্ঞান অর্জন ও প্রশিক্ষণ প্রদানসহ দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের দক্ষতা বৃদ্ধির বিষয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ থেকে শাক সবজি রপ্তানির সম্ভাবনা যাচাই, বাংলাদেশ বিজনেস প্রমোশন কাউন্সিলের অর্থায়নে মৎস্য, কৃষি, লেদার, লাইট ইঞ্জিনিয়ারিং, হারবাল প্রোডাক্টের রপ্তানি বৃদ্ধির সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গবেষণা পরিচালনা এবং এ বিষয়ে অতি সম্প্রতি ৬ টি প্রশিক্ষণ শিবির পরিচালনা, ইআইএফ এর অর্থায়নে তিনটি প্রশিক্ষণ এবং ২টি ডব্লিউটিও ওয়ার্কশপের বিষয়ে বিস্তারিত এজিএমএ তুলে ধরেন বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ। প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করার পর ৮১ লাখ টাকা উদ্বৃত্ত আছে বলে এজিএম কে অবহিত করা হয় ।
    বাণিজ্যমন্ত্রী বিএফটিই-এর চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বাণিজ্য পরিচালনা করার জন্য সক্ষমতা অর্জন করতে হবে ব্যবসায়ীদের। এ জন্য বিএফটিআইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ বিষয়ে তিনি ব্যবসায়িক সংগঠনগুলোর আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বিএফটিআই-এর কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
#
বকসী/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৯৪২ ঘণ্টা  

তথ্যবিবরণী                                            নম্বর : ৩৭০৪

বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে
                                              -- ভূমিমন্ত্রী

ঢাকা, ১৭ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :
    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির উত্তরাধিকারীরা এখনও এদেশে অশান্তির কারণ হয়ে বিচরণ করছে। স্বাধীনতাবিরোধীদের বিচার এদেশের মাটিতে হয়েছে। বাকিদেরও হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে প্রজন্ম ’৭১-কে ঐক্যবদ্ধ থাকতে হবে।
    আজ রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে ৪৬তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রজন্ম ’৭১ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ আহ্বান জানান।
    ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত বিশে^র কাতারে নিয়ে যাওয়ার যে সংকল্প নিয়েছেন তা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের মাধ্যমেই বাস্তবায়িত হবে। তিনি বলেন, ক্ষুধা, দারিদ্র্য, গৃহহীন, বস্ত্রহীন, শিক্ষাহীন, চিকিৎসাবিহীন মানুষের সকল চাহিদা পূরণে জননেত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণœ রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ২০২১ ও ২০৪১ এর আগেই বাংলাদেশ উন্নত বিশে^র কাতারে পৌঁছে যাবে।
    বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন, এক সময় ৭ কোটি মানুষ এক মুঠো ভাত খেতে পারতো না। এখন ১৬ কোটি মানুষের অন্ন জুটছে, নিজের টাকায় পদ্মা সেতু হতে চলেছে, অর্থনীতি বিনিয়োগ ও রেমিট্যান্স সব দিক দিয়ে বাংলাদেশ এখন এগিয়ে আছে।
    প্রজন্ম ’৭১ এর সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে হাসানুজ্জামান সোহাগ, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গিত শিল্পী ও শহীদ অধ্যাপক রাশেদুল ইসলামের কন্যা রোকেয়া হাসিনা মিলি ও আনোয়ার কবির মিলু বক্তব্য রাখেন।
#

রেজুয়ান/মাহমুদ/শহিদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                           নম্বর : ৩৭০৩

পয়লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার আহ্বান তথ্যমন্ত্রীর

ঢাকা, ১৭ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :
    বিজয়ের মাসের প্রথম দিন পয়লা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।  
    আজ ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রজ্জ¦লিত শিখা চিরন্তনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকার প্রতি সম্মাননা, পুষ্পাঞ্জলি অর্পণ ও মুক্তিযোদ্ধাদের শপথ গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘বিজয়ের মাসের প্রথম দিনে প্রয়াত ও জীবিত সকল মুক্তিযোদ্ধাদের স্মরণ করে তাদের প্রতি দেশবাসী শ্রদ্ধা নিবেদন করছে। এ দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা করে দেশব্যাপী মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শনের বিষয়টিকে একটি জাতীয় উৎসবে পরিণত করা হোক।’
    ‘মুক্তিযোদ্ধা দিবসে মুক্তিযোদ্ধাদের জন্য সম্মান আর রাজাকারদের জন্য ঘৃণা’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ রাজাকার ও স্বৈরতান্ত্রিক শাসনের কবল থেকে মুক্ত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলেছে। রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবসের ঘোষণা হবে একটি সময়োচিত পদক্ষেপ।’
    এর আগে  মুক্তিযোদ্ধাদের পক্ষে দাবি উত্থাপন এবং শপথ বাক্য পাঠ করান মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি মেজর জেনারেল (অব.) শফিউল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জাতীয় ইতিহাসে মুক্তিযোদ্ধাদের স্মৃতি অমর করার লক্ষ্যে এদিনকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে সরকারি ঘোষণার আহ্বান জানান।
    মুক্তিযোদ্ধা দিবসের প্রস্তাবক ও মুক্তিযোদ্ধা দিবস বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের নারী কমিটির সভাপতি মুকুল মজুমদার ও সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধার সন্তান ইয়াসমিন আরজু সিকান্দার, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)’র চেয়ারম্যান এম আখতারুজ্জামান, গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান এড. মো. জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান কবি আব্দুল খালেক, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি লায়ন মো. আখতার হোসেন, আওয়ামী পার্টির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আমান উল্লাহ শিকদারসহ বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা এ সময় শিখা চিরন্তনের পাদদেশে সমবেত হয়ে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার আহ্বানের সাথে একাত্মতা প্রকাশ করেন।
#
আকরাম/মাহমুদ/শহিদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                    নম্বর : ৩৭০২
ঢাকা-গাজীপুর রুটে বিআরটি চালু করতে চুক্তি স¦াক্ষর

ঢাকা, ১৭ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :
    ঢাকা মহানগরী ও গাজীপুরের মধ্যে যাতায়াত দ্রুত, সহজতর ও নিরাপদ করতে নির্মিত হতে যাচ্ছে বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি। দুই হাজার ৪০ কোটি টাকা ব্যয়ে এ রুট নির্মাণের লক্ষ্যে আজ নগরীর একটি হোটেলে নির্মাণ প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে।
    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল এবং নাইমুর রহমান দুর্জয়।
    এসময় প্রকল্প পরিচালক প্রকৌশলী এ কিউ এম ইকরাম উল্লাহ জানান, জয়দেবপুর চৌরাস্তা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিআরটি’র মূল করিডোরটির দৈর্ঘ্য হবে সাড়ে ২০ কিলোমিটার। এর মধ্যে ১৬ কিলোমিটার হবে সমতলে এবং সাড়ে ৪ কিলোমিটার হবে উড়ালপথে। এতে নির্মিত হবে ২৫টি স্টেশন, ৬টি ফ্লাইওভার, ৮-লেন বিশিষ্ট টঙ্গী সেতু, ৩২ কিলোমিটার ফুটপাত এবং গাজীপুরে ১টি বাস ডিপো।
    সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং চীনের নির্মাণ প্রতিষ্ঠান ঈযরহধ এবুযড়ঁনধ এৎড়ঁঢ় ঘড়. ৬ ঊহমরহববৎরহম ঈড়. খঃফ এর পক্ষে সাউথ এশিয়া ব্রাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক ঝেং টিবিং (তযধহম ঞরবনরহম) স¦াক্ষর করেন।
    উল্লেখ্য, বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি একটি উন্নতমানের বাসভিত্তিক গণপরিবহণ ব্যবস্থা যার মাধ্যমে যাত্রীরা কম সময়ে, নিরাপদে এবং আরামে যাতায়াত করতে পারবে। মহাসড়কের মাঝ বরাবর দু’দিকে দুটি পৃথক লেনে নির্দিষ্ট বাস চলাচল করবে বিআরটি রুটে। এটি একটি আধুনিক পরিবহণ ব্যবস্থা হিসেবে জনবহুল নগরগুলোতে ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে।
    চুক্তি স¦াক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্মাণ প্রতিষ্ঠানের বাংলাদেশ ব্রাঞ্চের কমার্শিয়াল রিপ্রেজেন্টেটিভ লুইও জিয়ানফেং (খঁড় ঢরধহভবহম), জেনারেল ম্যানেজার হু কিলি (ঐঁ ছরষর)সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
    এ প্রকল্পে সরকার ছাড়াও এশীয় উন্নয়ন ব্যাংক, ফরাসী উন্নয়ন সংস্থা এবং গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি অর্থায়ন করছে। চুক্তি অনুযায়ী নির্মাণ প্রতিষ্ঠান প্রায় ৮’শ ৫৫ কোটি টাকা ব্যয়ে টঙ্গী ফ্লাইওভার ছাড়া বাকি ১৬ কিলোমিটার রুটের কাজ করবে। সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ টঙ্গী ফ্লাইওভারটি আলাদা প্যাকেজে বাস্তবায়িত হবে।
#
নাছের/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৯৩৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                            নম্বর : ৩৭০১

রিজাল ব্যাংককে বাংলাদেশের রিজার্ভের টাকা ফেরত দিতেই হবে
                                                       -- আইনমন্ত্রী
ঢাকা, ১৭ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :
বাংলাদেশের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের বাকি টাকা ফিলিপাইনের রিজাল ব্যাংক ফেরত দিতেই হবে বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
ফিলিপাইন ভ্রমণ শেষে আজ নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। গত ২৬ নভেম্বর  মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল ফিলিপাইনে যায়।
ফিলিপাইনের মন্ত্রিসভার দুই সদস্য ও সিনেটের সভাপতির সঙ্গে বৈঠক করে দেশে ফিরে সাংবাদিকদের তিনি বলেন, ফিলিপাইন ও বাংলাদেশের বন্ধুত্ব অত্যন্ত গাঢ়, সে কারণে এই টাকা ফেরত দিতে যত প্রকারের সহযোগিতা করা প্রয়োজন, বাংলাদেশ সরকারকে তারা সেই সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এই কথাও পরিষ্কারভাবে তারা বলেছেন, বাংলাদেশের হয়ে এই অর্থ আদায়ের জন্য ফিলিপাইন সরকার ও সিনেট লড়ে যাবে। তিনি আরো জানান, ওই টাকা আদায়ে ফিলিপাইন সরকার আইনি ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, আজকের পৃথিবীতে অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রয়োগ করার ব্যাপারেও সকল রাষ্ট্র অত্যন্ত সচেতন। সেই কারণেই এটার গুরুত্ব বুঝে ব্যবস্থা নিচ্ছে তারা।
মন্ত্রী বলেন, সিনেটের শুনানির কারণে রিজাল ব্যাংকের দায় নিয়ে সেখানে আলোচনা হয়েছিল। সেই শুনানি শেষ হওয়ার আগেই ফিলিপাইনে নির্বাচন হয়েছিল। সেই শুনানি পুনরায় শুরু করতে সিনেট সভাপতির নিকট প্রস্তাব দিলে তিনি তার অফিসকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রী। সিনেট সভাপতিকে উদ্ধৃত করে মন্ত্রী বলেন, তিনি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন, অন্যায়ভাবে কারো অর্জিত আয়ের টাকা কেউ রেখে দেবে সেটা ফিলিপাইন সরকার হতে দেবে না।
ফিলিপাইনের অর্থমন্ত্রী সাথে সাক্ষাৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেখানেও আমরা আমাদের দাবি উত্থাপন করি। আমাদের দাবির সবচেয়ে বড় বিষয় ছিলো, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক এই ঘটনায় অনেক নিয়ম ভাঙায় রিজাল ব্যাংককে প্রশাসনিকভাবে দায়ী করেছিল, তাদের ওপরে ২১ মিলিয়ন ইউএস ডলার জরিমানা করেছিল। তার বিরুদ্ধে রিজাল ব্যাংক কোন আপিল না করে জরিমানা মেনে নিয়ে ১০ মিলিয়ন ডলার ইতোমধ্যে পরিশোধ করেছে। বাকি ১১ মিলিয়নও পরিশোধ করবে।
তিনি বলেন, আমাদের বক্তব্য ছিল এই জরিমানা এবং জরিমানা পরিশোধ করার মাধ্যমে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে, রিজাল ব্যাংক তার অপরাধ স্বীকার করে নিয়েছে। সে কারণে তাদেরকে সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে। এটাকে সেদেশের অর্থমন্ত্রী অত্যন্ত যুক্তিসঙ্গত বলেছেন। এই দাবির প্রেক্ষিতে এই টাকা পরিশোধ করার জন্য যত রকম আইনি এবং অন্যান্য প্রশাসনিক চাপ দেওয়ার দরকার, সেটা দিয়ে টাকা আদায় করতে বাংলাদেশের হয়ে তাদের সরকার ও মন্ত্রণালয় লড়বে।
#

রেজাউল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৪৫ঘণ্টা
তথ্যবিবরণী                                             নম্বর : ৩৭০০

৬ই মার্চ ‘জাতীয় পাট দিবস’


ঢাকা, ১৭ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :
    বাংলাদেশকে আবারও সোনালী আঁশের দেশ হিসেবে রূপান্তর করে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আগামী ৬ই মার্চ প্রথমবারের মতো পালিত হতে যাচ্ছে ‘জাতীয় পাট দিবস’। বিদেশে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনসহ সারাদেশে নানা কর্মসূচির মাধ্যমে মহাসমারোহে দিনটিকে উদ্যাপন করতে যাচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
    আজ সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত ‘জাতীয় পাট দিবস’ উদ্যাপনের প্রস্তুতিমূলক সভায় এ কর্মসূচির ঘোষণা দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
    বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, পাট অধিদপ্তরের মহাপরিচালক মোছলেহ উদ্দিন, বিজেএমসির চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, বিটিএমসির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. বায়জিদ সারোয়ার, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
    এ বছরের ৬ই মার্চ ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ এর সফল বাস্তবায়ন উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা দিনটিকে ‘জাতীয় পাট দিবস’ ঘোষণা করেন।
    সভায় জানানো হয়, বর্ণাঢ্য এ দিবসের আয়োজনে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় শহর থেকে পাট চাষিসহ পাটের সাথে সংশ্লিষ্ট সকলকে এর সাথে অর্ন্তভুক্ত করা হবে। র‌্যালি, ব্যানার, পোস্টারসহ পাট চাষ সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিশেষ আয়োজন থাকবে। পাট মিল এলাকাগুলোতে আলোকসজ্জাসহ তোরণ নির্মাণ করা হবে। রাজধানীতে অনুষ্ঠিত হবে বিশেষ আর্কষণীয় র‌্যালি এছাড়াও বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী পাটজাত পণ্যের মেলা।
    প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার তার অভীষ্ট লক্ষ্যে দীপ্ত পদে অগ্রসরমান। পাটশিল্পে সরকারের সুদক্ষ নেতৃত্বে ও পরিচালনায় নতুন প্রাণের সঞ্চার করেছে । পাট শিল্পের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে বর্তমান সরকার দেশের অভ্যন্তরে ৬টি পণ্য যথা ধান, গম, চাল, ভুট্টা, চিনি এবং সার মোড়কীকরণের ক্ষেত্রে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করেছে। খুব তাড়াতাড়ি আরো ১২টি পণ্য মোড়কীকরণের ক্ষেত্রে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে।
    প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার গৃহীত নীতিমালা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে পাট ও বস্ত্রখাতের রপ্তানি বাজার সম্প্রসারণ, বৈদেশিক মুদ্রা অর্জন, পরিবেশ রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করার ক্ষেত্রে এ মন্ত্রণালয় সফল হবে।
#
সৈকত/মাহমুদ/শহিদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৪০ঘণ্টা


তথ্যবিবরণী                                            নম্বর : ৩৬৯৯

সরকার পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে পদক্ষেপ নিয়েছে
                                               -- বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ১৭ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যে সকল বহুজাতিক কোম্পানি সফলভাবে বাংলাদেশে ব্যবসা করছে, তাদেরকে পুঁজিবাজারে আনতে হবে। পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। বাজারের লেনদেনও এখন সন্তোষজনক। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে এবং বিনিয়োগ বাড়ছে।
    মন্ত্রী আজ ঢাকায় ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনলাইন বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচক আয়োজিত তিনদিনব্যাপী ‘ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৬’-এর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
    তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। যারা এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন, আজ তারাই বাংলাদের উন্নয়নের প্রশংসা করছেন। বিশ^নেতারা আজ বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে চান।
    ক্যাপিটাল মার্কেট এক্সপো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য খোলা থাকবে। এক্সপোতে প্রবেশের জন্য কোন টিকিটের প্রয়োজন হবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিডিবিএলসহ ৪৪টি প্রতিষ্ঠান এবারের এক্সপোতে অংশ নিয়েছে।
    অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, ডিএসই  ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ রশীদ লালী, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান।
#

বকসী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮২৬ঘণ্টা
তথ্যবিবরণী                                                    নম্বর : ৩৬৯৮

নবম ওয়েজ বোর্ড গঠনের লক্ষ্যে আলোচনা সভা

ঢাকা, ১৭ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :

    গণমাধ্যম কর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠনের লক্ষ্যে আজ  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে তথ্য মন্ত্রণালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে ইলেক্ট্রনিক মাধ্যমের কর্মীদের জন্য ওয়েজ বোর্ড গঠনের বিষয়েও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য সচিব মরতুজা আহমদ, বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক, ডিইউজে’র সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

#

নাজনীন/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭৫৩ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                    নম্বর : ৩৬৯৭

পহেলা ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি
মুক্তিযোদ্ধাদের দাবির প্রতি সরকার সংবেদনশীল
                                         - নৌমন্ত্রী
ঢাকা, ১৭ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :
    পহেলা ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি যথার্থ দাবি। এ দাবি সরকারের কাছে যথাযথভাবে উপস্থাপন করা হবে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। সুতরাং পহেলা ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা এখন সময়ের দাবি। এ দাবি আদায়ে আমরা সফল হব।
    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে পহেলা ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি সংক্রান্ত এক আলোচনা সভায় এসব কথা বলেন।
    মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আয়োজনে ও চেতনা বাস্তবায়ন প্রজন্ম মঞ্চের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি ও নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক মিয়া, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) ওয়াকার হাসান, মো. কবির আহমদ খান, ইসমত কাদির গামাসহ প্রজন্ম মঞ্চের মো. নজরুল ইসলাম বাচ্চু, কে এম মুজিবুর রহমান মজনু ও মো. ইসা হক।
    শাজাহান খান বলেন, মুক্তিযোদ্ধাদের সকল দাবির প্রতি বর্তমান সরকার সংবেদনশীল। অতি শীঘ্রই মুক্তিযোদ্ধা দিবসটি সরকারি ভাবে পালিত হওয়া উচিত। তবে শক্র পক্ষ কিন্তু বসে নেই। আমাদের সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জনগনের অতন্দ্র প্রহরীর কাজটি অব্যাহত রাখতে হবে। আর এ দায়িত্ব শুধু মুক্তিযোদ্ধাদের নয়, নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
    দিনের প্রত্যুষে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন ও র‌্যালির মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। দিবসটিকে রাষ্ট্রীয় মর্যাদায় পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
#

জাহাঙ্গীর/নুসরাত/দীপংকর/গিয়াস/রফিকুল/আসমা/২০১৬/১৫০০  ঘণ্টা   

তথ্যবিবরণী                                                       নম্বর : ৩৬৯৬


স্পিকারের রুলিং সংকলনের পা-ুলিপি অধিকতর পরীক্ষাকরণ সংক্রান্ত কমিটির বৈঠক

ঢাকা, ১৭ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :
‘বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের রুলিং (১৯৭৩-২০১৩)’ সংকলনের পা-ুলিপি অধিকতর পরীক্ষাকরণ সংক্রান্ত কমিটির ৬ষ্ঠ বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, মো. শহীদুজ্জামান সরকার, ফজিলাতুন নেসা বাপ্পি ও কাজী ফিরোজ রশী

Todays handout (5).docx