Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ নভেম্বর ২০১৬

বেসরকারি সংবাদ ১৯ নভেম্বর ২০১৬

বেসরকারি                                                                                           নম্বর :  ২৭

ঐক্যবদ্ধই আমাদের জয়ী করবে 
                      -- ভূমিমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা), ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) :

    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলেই আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধই সর্বড়্গেত্রে আমাদের জয়ী করবে। তিনি সন্ত্রাস ও জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক ঐক্য গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

    মন্ত্রী আজ পাবনার ঈশ্বরদী পস্নাজা কমিউনিটি সেন্টার মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলন ২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।

    ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনত্মরিক প্রচেষ্টায় আজ যুবসমাজকে সুসংগঠিত করে অসামান্য উচ্চতায় দাঁড় করিয়েছেন। তিনি বলেন, জুলুম, অত্যাচার ও মাদকাসক্তদের বাংলাদেশ আওয়ামী যুবলীগে ঠাঁই নাই। তিনি আরো বলেন, এদেশে বিশ্বাসঘাতকদের জন্ম বারবার হয়েছে। মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে ড়্গুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী সমৃদ্ধিশালী আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে আমরা এগিয়ে চলেছি।

    ত্রিবার্ষিক সম্মেলনে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য গোলাম ফারম্নক প্রিন্স, বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুব লীগ নেতা আবু আহাম্মেদ নাসিম পাভেল, রাজশাহী মহানগর যুব লীগের সভাপতি রমজান আলী, কেন্দ্রীয় যুব লীগের সহসম্পাদক জামাল উদ্দিন, সদস্য মোখলেছুর রহমান তালুকদার, বগুড়া জেলা যুব লীগের নবনির্বাচিত সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, পাবনা যুব লীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক রাকিব হোসেন টিপু এবং পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক মাহজেবিন শিরীন পিয়া বক্তব্য রাখেন। 
 
#

রেজুয়ান/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা

বেসরকারি                                                                                           নম্বর :  ২৬

যুদ্ধাপরাধী ও দুষ্ট লোক ছাড়া সকলের জন্য আওয়ামী লীগের দরজা খোলা
                                        --  দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ মন্ত্রী

মতলব উত্তর (চাঁদপুর), ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) :

    দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন েেচৗধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, যুদ্ধাপরাধী ও সমাজের দুষ্ট লোক ছাড়া আওয়ামী লীগের দরজা সবার  খোলা।

    তিনি আজ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সদরে বিভিন্ন দল থেকে কয়েক হাজার নেতাকর্মী ও আওয়ামী লীগে যোগদান উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথি বক্তৃতাকালে একথা বলেন।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রম্নহুল আমিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস এবং পৌরসভা মেয়র রফিকুল ইসলাম জজ বক্তব্য রাখেন।

    মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন ও গণতান্ত্রিক কর্মকান্ডের সন'ষ্ট হয়ে অনেকে আওয়ামী লীগে যোগদান করতে চায়। দলে যোগদানের আগে এদের পূর্বাপর ইতিহাস জেনে নিতে হবে।

    তিনি বলেন, সামনে নির্বাচন চলে আসছে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাধারণ মানুষকে আওয়ামী লীগে যোগদানে উৎসাহিত করতে হবে।

    মন্ত্রী আরো বলেন, দলের প্রত্যেক নেতাকর্মীকে ১ জন করে নতুন মুখ দলে যোগদানে কাজ করতে হবে। এসময় তিনি ছেঙ্গারচর পৌর মিলনায়তনে নতুন ভবনের ফলক উন্মোচন করেন। এর আগে মন্ত্রী বৃহত্তর কুমিলস্না মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস'ান হিসেবে ৪০ জন জেলে পরিবারকে একটি করে সেলাই মেশিন হসত্মানত্মর করেন এবং একশ’ জন জেলেকে নতুন বেঢ় জাল বিতরণ করেন।
    
#

দেওয়ান/সেলিমুজ্জামান/২০১৬/১৭০০ ঘণ্টা

Unofficial news (1).docx