Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যবিবরণী 8 February 2017

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩৯৪

আগামীকাল টাম্পাকো দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা দেয়া হবে

ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :
    আগামীকাল গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো কয়েলস কারখানায় অগ্নি দুর্ঘটনায় নিহত এবং আহত শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।
    শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল হতে নিহত এবং আহত শ্রমিক পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করবেন। 
বৃহস্পতিবার সকাল ১০টায় টঙ্গীস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শকের কার্যালয় প্রাঙ্গণে টাম্পাকো দুর্ঘটনায় নিহত ৩২ জনের পরিবারের সদস্যদের ২ লাখ করে এবং আহত ৪০ জনের মধ্যে ৩০ জনের পরিবারের সদস্যদের মাঝে ৫০ হাজার করে এবং ৯ জনের পরিবারের সদস্যদের মাঝে ৩৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হবে। নিহত এবং আহত মিলে ৭২ জন শ্রমিকের পরিবারের সদস্যদের ৮২ লাখ টাকার বেশি প্রদান করা হবে।
উল্লেখ্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে একজন আহত শ্রমিকের পরিবারের সদস্যদের ৫০ হাজার এবং ৯ জন শ্রমিকের চিকিৎসা বাবদ ১৫ হাজার করে আর্থিক সহায়তা ইতোমধ্যে প্রদান করা হয়েছে।
গত বছর ১০ সেপ্টেম্বর টঙ্গীতে টাম্পাকো কয়েলস লিমিটেড কারখানায় অগ্নি দুর্ঘটনায় কর্মরত অবস্থায় ৩২ জন শ্রমিক নিহত এবং ৪০ জন আহত হন।
#

আকতারুল/মাহমুদ/আলী/জয়নুল/২০১৭/১৯৪০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩৯৩

গার্মেন্টস শ্রমিকদের জন্য গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান শুরু হচ্ছে

ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :
    শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
    আজ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হকের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শতভাগ রপ্তানিমুখী শিল্প সেক্টর হিসেবে গার্মেন্টস শিল্প সেক্টরের জন্য গঠিত কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ডের তৃতীয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
    সভার সিদ্ধান্ত অনুযায়ী গত অক্টোবর থেকে শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিকদের বীমার টাকা এবং গত জানুয়ারি থেকে মৃত্যুবরণকারী শ্রমিকদের কেন্দ্রীয় তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
    রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের মোট রপ্তানি অর্থের ০.০৩ শতাংশ অর্থ সরাসরি এ তহবিলে জমা হয়। গত জুলাই থেকে এ তহবিলে ২৬ কোটি টাকারও বেশি জমা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কোন শ্রমিক কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করলে তিন লাখ টাকা, কর্মক্ষেত্রের বাইরে মৃত্যুবরণ করলে ২ লাখ টাকা, আহত হলে বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া কোন শ্রমিক মৃত্যুবরণ করলে বীমা বাবদ ২ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। সভায় সাবেক যুগ্ম-সচিব ড. আনিসুল আওয়ালকে মহাপরিচালক পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
    শ্রমিকদের সহায়তার লক্ষ্যে সরকার বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২৩২ (৩) ধারার ক্ষমতা বলে বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর ২১৮ বিধিতে উল্লিখিত কাঠামোর আলোকে গত বছর ৬ এপ্রিল তারিখের ১৯৩ নং প্রজ্ঞাপন দ্বারা গার্মেন্টস শিল্প সেক্টরের কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ড গঠন করে। 
    সভায় মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, যুগ্ম-সচিব মোঃ আমিনুল ইসলাম বিজিএমইএ এর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, বিকেএমইএ এর সহ-সভাপতি এ এইচ আসলাম সানী, মনসুর আহমেদ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, শ্রমিক নেতা বদরুদ্দোজা নিজাম এবং সিরাজুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।
#

আকতারুল/মাহমুদ/জয়নুল/২০১৭/১৯১০ঘণ্টা 


তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৯২

সরকারের অন্যতম প্রধান লক্ষ্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা
                                              -- খাদ্যমন্ত্রী

ওয়েলিংটন, নিউজিল্যান্ড (৮ ফেব্রুয়ারি) :
খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের প্রতিটি সেক্টরে উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে খাদ্য সেক্টর। আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বাংলাদেশের জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করা। এ লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। 
আজ নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে অবস্থিত পার্লামেন্ট ভবনে দেশটির প্রাইমারি ইন্ডাস্ট্রিজ সম্পর্কিত মন্ত্রণালয়ের খাদ্য নিরাপত্তা বিভাগের মন্ত্রী ডেভিড বেনেট (উধারফ ইবহহবঃঃ) এর সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। 
খাদ্যমন্ত্রী বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নিউজিল্যান্ডের মন্ত্রীকে অবহিত করেন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ও অন্যান্য সহযোগিতা পাওয়ার আশা প্রকাশ করেন। এছাড়া বৈঠকে বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুই দেশের দ্বিপাক্ষিক বহু বিষয় নিয়েও আলোচনা হয়। 
নিউজিল্যান্ডের মন্ত্রী ডেভিড বেনেট বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বর্তমান কার্যক্রম এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভবিষ্যৎ কার্যক্রমে কারিগরি ও অন্যান্য সহযোগিতা প্রদানে আশ্বাস দেন।
উল্লেখ্য, ঋড়ড়ফ ঝঃধহফধৎফ অঁংঃৎধষরধ ঘবি তবধষধহফ (ঋঝঅঘত) এবং গরহরংঃৎু ভড়ৎ চৎরসধৎু ওহফঁংঃৎরবং ভড়ৎ ঘবি তবধষধহফ এর আমন্ত্রণে খাদ্যমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের এক প্রতিনিধিদল বর্তমানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে রয়েছেন। 
#

সুমন/মাহমুদ/জয়নুল/২০১৭/১৯১০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৩৯১

শিল্পমন্ত্রীর সাথে জর্ডানের বাণিজ্যমন্ত্রীর বৈঠক
রাষ্ট্রীয় চুক্তির আওতায় ফসফরিক এসিড ও রক ফসফেট বিক্রয়ের প্রস্তাব 

আম্মান (জর্ডান), ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :
বাংলাদেশের কাছে রাষ্ট্রীয় পর্যায়ে (স্টেট-টু-স্টেট) চুক্তির মাধ্যমে ফসফরিক এসিড ও রক ফসফেট বিক্রয়ের জন্য প্রস্তাব দিয়েছেন জর্ডানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী প্রকৌশলী জারুব কুদাহ (ঊহম. ণধৎঁন ছঁফধয)। তিনি দু’দেশের মধ্যে বিনিয়োগ সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষরের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন। 
জর্ডান সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে প্রকৌশলী জারুব কুদাহ আজ এ প্রস্তাব দেন। আম্মানে তাঁর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় জর্ডানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে আমির হোসেন আমু জর্ডানের রক ফসফেট সারের গুণগতমানের প্রশংসা করেন। তিনি বলেন, উচ্চ গুণগতমানের কারণে বাংলাদেশে এ সারের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ প্রতিবছর জর্ডান থেকে দেড় লাখ মেট্রিক টনেরও বেশি রক ফসফেট আমদানি করছে। রাষ্ট্রীয় চুক্তির আওতায় জর্ডান থেকে রক ফসফেট আমদানির বিষয়ে বাংলাদেশও সম্মত রয়েছে। তিনি এ লক্ষ্যে সফরকালে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহের কথাও তুলে ধরেন। এছাড়া তিনি বাংলাদেশ থেকে আরো জনশক্তি আমদানির জন্য জর্ডানের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 
জর্ডানে যৌথ বিনিয়োগে টিএসপি সার কারখানা স্থাপনের প্রস্তাব
পরে মন্ত্রী আম্মান চেম্বার অব ইন্ডাস্ট্রির নেতাদের সাথে বৈঠক করেন। বৈঠকে জর্ডান এবং বাংলাদেশে যৌথ বিনিয়োগে শিল্প স্থাপনের বিষয়ে আলোচনা হয়। শিল্পমন্ত্রী বাংলাদেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, স্টিল ম্যানুফ্যাকচারিং, বিদ্যুৎ উৎপাদন, পেট্রোকেমিক্যালসহ উদীয়মান শিল্পখাতে জর্ডানের উদ্যোক্তারা যৌথ বিনিয়োগে এগিয়ে আসতে পারে বলে অভিমত ব্যক্ত করেন। বৈঠকে তিনি জর্ডানে যৌথ বিনিয়োগে একটি টিএসপি সার কারখানা স্থাপনের প্রস্তাব করেন। এ সার কারখানায় উৎপাদিত সকল সার বাংলাদেশ ক্রয় করবে বলেও তিনি উল্লেখ করেন। জর্ডানের শিল্প উদ্যোক্তারা এ প্রস্তাবকে স্বাগত জানান এবং এটি বাস্তবায়নে তারা এক সাথে কাজ করতে সম্মত হন। 
জর্ডান ফসফেট মাইনস কোম্পানির কর্মকর্তাদের সাথে বৈঠক
এছাড়া শিল্পমন্ত্রী জর্ডান ফসফেট মাইনস কোম্পানি পিএলসি’র কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে কোম্পানির কর্মকর্তারা তাদের প্রতিষ্ঠানে উৎপাদিত রক ফসফেট ও ফসফরিক এসিডের গুণগতমান সম্পর্কে শিল্পমন্ত্রীকে অবহিত করেন। এ সময় শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ জর্ডান থেকে গুণগতমানের এসব রক ফসফেট ও ফসফরিক এসিড আমদানির জন্য দীর্ঘমেয়াদী চুক্তি করতে আগ্রহী। 
বিসিআইসি’র চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিয়াউর রহমান খান, শিল্পমন্ত্রীর সহকারী একান্ত সচিব ফখরুল মাজিদ মাহমুদ, বিসিআইসি’র পরিচালক মোঃ আব্দুল হাই এবং জর্ডান ফসফেট মাইনস কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। 
#

জলিল/মাহমুদ/জয়নুল/২০১৭/১৮৫০ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩৯০

বাল্যবিবাহ প্রতিরোধে জিও-এনজিও’র সহযোগিতা জরুরি
                                                   -- মেহের আফরোজ চুমকি

ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশকে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করতে সরকার সচেষ্ট রয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত আইন ও নীতি প্রণয়ন, পরিবর্তন ও সংযোজন করা হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব, সিভিল সোসাইটির প্রতিনিধি ও এনজিও কর্মীদের মধ্যে এই বিষয়ে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে। তিনি বাল্যবিবাহের মূল কারন দরিদ্র্য দূর করতে জিও-এনজিও’র সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে ইউএসএআইডি (টঝঅওউ) এর আর্থিক সহায়তায় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বাস্তবায়নে চৎড়ঃবপঃরহম ঐঁসধহ জরমযঃং (চঐজ) প্রকল্পের সমাপনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্ণিকাট (গধৎপরধ ইবৎহরপধঃ), হিউমেন রাইট্স কমিশনের সদস্য নুরুন্নাহার ওসমানী, ইউএসএইড বাংলাদেশের মিশন ডিরেক্টর জানিনা জারুস্কি (ঔধহরহধ ঔধৎুঁবষরংশর), বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতির নির্বাহী পরিচালক এডভোকেট সালমা আলী। 

উল্লেখ্য, পারিবারিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে পিএইচআর প্রোগ্রাম ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশের ৬টি জেলার ৮ উপজেলার ১০২টি ইউনিয়নে কাজ করে। এই ছয় বছরে এই প্রকল্পের অধীন প্রায় ৬০ হাজার মহিলাকে বিভিন্ন ভাবে সহায়তা করা হয়েছে। এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন এলাকায় পিএইচআর প্রকল্পে কর্মরত বিভিন্ন সামাজিক কর্মী এবং নির্যাতনের বিভীষিকা থেকে ঘুরে দাঁড়ানো নারীদের সম্মানে ভূষিত করা হয়। অনুষ্ঠানে সামাজিক কর্মীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

#

খায়ের/মাহমুদ/জয়নুল/২০১৭/১৮০৬ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                     নম্বর : ৩৮৯

স্পিকারের সাথে সুইডিশ সংসদ সদস্যের সাক্ষাৎ

ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) : 

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর  সাথে আজ সংসদ সচিবালয়ে সফররত  সুইডিশ বামপন্থী সংসদ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের সদস্যবৃন্দ হলেন জেন্স হোম (Jens Holm) ও নোশি ডাগোষ্টার (Nooshi Dadgostar)।

সাক্ষাৎকালে তাঁরা জলবায়ু পরিবর্তন, পরিবেশ, গৃহায়ন নীতিমালা প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।  

স্পিকার বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাকে একটি অন্যতম বড় ইস্যু হিসেবে চিহ্নিত করে এর মোকাবেলায় বিশেষ গুরুত্ব দিয়ে আসছে । সরকার নিজস্ব অর্থায়নে জলবায়ু তহবিল গঠন করেছে । এ তহবিল থেকে নদী শাসন, নদী দূষণরোধ, সাইক্লোন শেল্টার নির্মাণ, উপকূলীয় এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, দুর্যোগকালীন খাদ্য সাহায্য ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ফলে এদেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অনেক সফলতা এসেছে। 

তিনি আরো বলেন, বর্তমান সরকার সমাজের দরিদ্র মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করেছে। এর ফলে পল্লী এলাকার ভূমিহীন মানুষের আবাসন সমস্যার সমাধান হয়েছে ।

সফররত সংসদীয় প্রতিনিধিদল নিজস্ব অর্থায়নে জলবাযু তহবিল গঠন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের সফলতার প্রশংসা করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যা মোকাবেলায় বিশ্বকে একসাথে কাজ করতে হবে ।

#

কামাল/মাহমুদ/রেজাউল/২০১৭/১৭৫৪ ঘণ্টা

Handout                                                                                  Number : 388

Bangladesh protest the incident of firing

by Myanmar Border Guard Police

Dhaka, 8 February :

Bangladesh protested the act of unprovoked aggression committed by the Myanmar’s Border Guard Police (BGP) by firing at an unarmed fishing boat of Bangladesh in the Naf River on 6 February. Due to this incident one fisherman died from bullet injury while another was seriously injured.

In a Diplomatic note sent to the Embassy of Myanmar in Dhaka, the Ministry of Foreign Affairs protested the act of aggression that caused the life of an innocent Bangladeshi fisherman. Referring to a similar incident of unprovoked firing at a civilian boat on 27 December 2016 near the Saint Martin’s island, the Ministry expressed deep concern at the repetition of such acts of aggression that do not contribute towards building up of an atmosphere of mutual trust and understanding among neighbours. The Ministry urged the Government of Myanmar to ensure that the concerned authorities of Myanmar to desist from repeating such act of aggression.

#

Khaleda/Mahmud/Joynul/2017/1800hours

 

Handout                                                                                               Number : 387

Departing High Commissioner of Singapore

calls on State Minister for Foreign Affairs

Dhaka, 8 February :

The departing High Commissioner of Singapore (resident in Singapore) Chan Heng Wing paid farewell call on the State Minister for Foreign affairs Md. Shahriar Alam at the Ministry of Foreign Affairs today.

The High Commissioner expressed gratitude for the support he has received from him and from the Foreign Ministry during his tenure. State Minister appreciated the efforts and contribution of the High Commissioner to strengthen bilateral relations with Bangladesh.

The State Minister expressed satisfaction on the fact that Singapore came forward to invest in two major power plants and investors & businessmen from Singapore are increasing focusing on Bangladesh. He also thanked the Government of Singapore for hosting a large number of Bangladeshi workers and professionals. The departing High Commissioner appraised the State Minister about investment proposals from Singapore submitted to the Government of Bangladesh and prospect of future investment particularly in the energy sector. He also informed that the leading Business Chambers of Singapore are showing interest for Bangladesh.

#

Khaleda/Mahmud/Joynul/2017/1810hours

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩৮৬ 

জাতীয় বাজেটে শিশুদের জন্য বরাদ্দ বৃদ্ধি করতে হবে
                                            -ডেপুটি স্পিকার


ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া শিশুদের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন । 
    আজ সংসদভবনের আইপিডি সম্মেলন কক্ষে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের বাজেট বরাদ্দ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিশুদের প্রতি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরে  ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সরকার শিশুবান্ধব সরকার। শিশুদের কল্যাণে সরকার নানাবিধ সুযোগসুবিধা নিশ্চিত করেছেন। চলতি অর্থবছরেও শিশুদের কল্যাণে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এসময় তিনি মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দকৃত বাজেট শিশুদের কল্যাণে সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা সে বিষয়ে মন্ত্রণালয়গুলোর মনিটরিং ব্যবস্থা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সরকার অবশ্যই আর্থিক সুবিধা প্রদান করবে কিন্তু সম্পদের সঠিক ব্যবহার করতে  মানুষকে সচেতন হতে হবে বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার। 
 ডেপুটি স্পিকার বলেন, অভিভাবক ছেড়ে যে সকল শিশুরা অন্যত্র কাজের সাথে সম্পৃক্ত বা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে তাদের নাম ঠিকানা স্থানীয় ইউনিয়ন পরিষদে নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করেন। 
ককাসের সভাপতি সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান, আবুল কালাম আজাদ, শামসুল আলম দুদু, মনরঞ্জনশীল গোপাল, কাজী রোজী, উম্মে রাজিয়া কাজল, জেবুন্নেসা আফরোজ, উম্মে কুলসুম স্মৃতি, লুৎফা তাহের, হোসনে আরা লুৎফা ডালিয়া, কামরুন্নাহার চৌধুরীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ।  
#

সাব্বির/অনসূয়া/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৫৫৭ ঘণ্টা 


তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৮৫ 

   
আইসিটি প্রতিমন্ত্রীর সাথে ইউএন- এসকাপ এক্সিকিউটিভ সেক্রেটারির সাক্ষাৎ
ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড নেশন-ইকোনোমিক এন্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া (ইউএন-এসকাপ) এর এক্সিকিউটিভ সেক্রেটারি সামসাদ আক্তার বলেছেন, ইউএনএসকাপ সদস্যভূক্ত দেশগুলোর মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের দৃশ্যমান অগ্রগতির ফলে বাংলাদেশ আজ রোল মডেল। সদস্যভূক্ত দেশগুলো পারস্পরিক বেস্ট প্র্যাকটিসগুলো আরো বেশি মাত্রায় অংশীদারিত্বের ভিত্তিতে প্রয়োগ করলে এ অঞ্চল তথ্যপ্রযুক্তি খাতে আন্তর্জাতিক মানদন্ডে এগিয়ে থাকবে বলে  তিনি উল্লেখ করেন।
তিনি আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের সাথে আগারগাঁওস্থ তার কার্যালয়ে এক সৌজন্য স্বাক্ষাতে এ কথা বলেন। 
সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রকাশিত সুষম উন্নয়নের অগ্রগতির সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩৬তম হওয়ায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রসংশা করেন। 
এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশকে ইউএন-এসকাপের পরবর্তী স্টিয়ারিং কমিটির সভাপতি নির্বাচিত করায় ইউএন-এসকাপ এর নির্বাহী সেক্রেটারি সামসাদ আক্তারকে  ধন্যবাদ জানান এবং এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়েতে সদস্যভূক্ত দেশগুলোকে একক নেটওয়ার্কে সংযুক্ত করতে একটি চূড়ান্ত প্রস্তাব ইউএন-এসকাপের আগামী বৈঠকে বাংলাদেশ উপস্থাপন করবে বলে জানান এবং ইউএন-এসকাপ এর এক্সিকিউটিভ সেক্রেটারি ও সদস্য রাষ্ট্রের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।   
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক এবং বাংলাদেশ উইমেন ইন আইটি সভাপতি লুনা সামসুজ্জোহা এ সময় উপস্থিত ছিলেন। 

#

নাছের/অনসূয়া/নুসরাত/শহিদ/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৫১৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                       নম্বর : ৩৮৪

হাইকোর্টের আট অতিরিক্ত বিচারকের পদোন্নতি

ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :  

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আট জন অতিরিক্ত বিচারককে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগদান করেছেন। এই নিয়োগ তাদের শপথগ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। 
    নিয়োগপ্রাপ্ত বিচারপতিগণ হলেন, বিচারপতি এস এম মজিবুর রহমান, বিচারপতি আমির হোসেন,  বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. সোহরাওয়ারদী।
    ৭ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 
#

রেজাউল/অনসূয়া/শহিদ/জসীম/রেজ্জাকুল/আসমা/২০১৭/১৪৪০ ঘণ্টা  

Todays handout (4).docx