তথ্যবিবরণী নম্বর : ২১৯৪
টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস উদ্যাপন
সিউল, ৩০ ডিসেম্বর :
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরন্টোতে আজ যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় প্রবাসী দিবস’
উদ্যাপন করা হয়। এ উপলক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সূচিতে ছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ ও বক্তব্য উপস্থাপন। উপস্থিত বক্তাগণ ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩' এর প্রতিপাদ্য “প্রবাসীদের কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার : স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” অত্যন্ত যথার্থ হয়েছে মর্মে উল্লেখ করেন।
ভারপ্রাপ্ত কনসাল জেনারেল বেগম ফাহমিদা সুলতানা তার বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতির পাশাপাশি তাদেরকে দেশের উন্নয়নে আরো সম্পৃক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার ৩০ ডিসেম্বরকে ‘জাতীয় প্রবাসী দিবস’ ঘোষণা করেছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বর্তমান সরকার কর্তৃক প্রবাসী বাংলাদেশিদের উন্নয়ন এবং স্বার্থ, নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় গৃহীত নানাবিধ কার্যক্রম তুলে ধরেন।
বাংলাদেশ আজ বিশ্বের বুকে ‘উন্নয়নের রোল মডেল’। বক্তাগণ উন্নয়নের এই গতিধারা অব্যাহত রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
#
পাশা/সায়েম/মোশারফ/শামীম/২০২৩/২২৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৯৩
সিউলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ পালিত
সিউল, ৩০ ডিসেম্বর :
বাংলাদেশ দূতাবাস, সিউল-এর উদ্যোগে ৩০ ডিসেম্বর (শনিবার) যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রবাসী দিবস-২০২৩ পালিত হয়। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ, প্রবাসী বাংলাদেশিগণ ও কোরিয়ান নাগরিকগণ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশি ইপিএস কর্মী এবং নিয়োগকারী কোরিয়ান কোম্পানিকে তাদের অসামান্য অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রারম্ভে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণীসমূহ পাঠ করে শোনানো হয় এবং মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর প্রথম সচিব (শ্রম) মিকন তংচংগ্যা তার স্বাগত বক্তব্যে প্রবাসীদের কল্যাণ, মর্যাদা রক্ষায় বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ এবং দূতাবাসের ভূমিকার কথা তুলে ধরেন।
রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন তার বক্তব্যে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত সকল বাংলাদেশি ইপিএস কর্মীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের অবদানের কথা গুরুত্বের সাথে তুলে ধরেন। তিনি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও অভিবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিতকরণার্থে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারের উদ্যোগসমূহ তুলে ধরেন। তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে দূতাবাসের পরিকল্পনাসমূহও তুলে ধরেন। এরপর ২২ জন বাংলাদেশি ইপিএস কর্মীকে ৭টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
প্রবাসী বাংলাদেশি কর্মী ও দূতাবাসের কর্মকর্তাগণের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় প্রবাসী দিবসের আয়োজন সমাপ্ত হয়।
#
সরেন/পাশা/সায়েম/মোশারফ/শামীম/২০২৩/২২২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৯২
নির্বাচনে সাংবাদিকেরাই হলো আসল সিসি ক্যামেরা
---ইসি রাশেদা সুলতানা
রংপুর, ১৫ পৌষ, (৩০ ডিসেম্বর) :
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকেরাই হলো আসল সিসি ক্যামেরা। আজ নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ইসি রাশেদা বলেন, নানা সীমাবদ্ধতার কারণে আমরা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করতে পারিনি। এক্ষেত্রে আমরা সাংবাদিকদের ওপর নির্ভর করছি। সাংবাদিকেরা ভোটেকেন্দ্র থেকে লাইভ সম্প্রচার করতে পারবেন, তবে ভোট কার্যক্রমে যেন কোনো বিঘ্ন না ঘটে সেটি বিবেচনায় রাখতে হবে।
ইসি রাশেদা আরো বলেন, নির্বাচনের মূল অংশ হচ্ছে ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ভোটারেরা ভোট না দিলে নির্বাচনের গুরুত্ব থাকে না। ভোটারেরা যেন নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারে, সেই ধরনের পরিবেশ সৃষ্টির জন্য তিনি সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর, রংপুর রেঞ্জের অতিরিক্ত জিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এস এম রশিদুল হক, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
অর্জুন/সায়েম/সঞ্জীব/মোশারফ/আব্বাস/২০২৩/২০২৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৯১
নির্বাচন সুষ্ঠু হবে, অপপ্রচারে বিভ্রান্ত হবেন না
---প্রধান নির্বাচন কমিশনার
সিলেট, ১৫ পৌষ (৩০ ডিসেম্বর) :
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন সুষ্ঠু হবে, অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য হবে। নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ করা হবে না। সিলেট জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসি সচিব মোঃ জাহাংগীর আলম। এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল আহমেদ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে না এসে কিছু দল যে আন্দোলন করছে এখন পর্যন্ত তা গণতান্ত্রিক অধিকারের মধ্যে রয়েছে। তবে নির্বাচন বানচালের মতো কর্মসূচি দিলে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা নিয়ে কিছুটা চ্যালেঞ্জ থাকবে। তবে নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, নির্বাচনের দিন ইন্টারনেট ব্যান্ডউইথ কমবে না, তবে কেউ মিথ্যা তথ্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
#
মাসুদ/সায়েম /আব্বাস/সঞ্জীব/মোশারফ/আব্বাস/২০২৩/২০২২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৯০
গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে চলছে বলেই বাংলাদেশের উন্নতি হয়েছে
- আইনমন্ত্রী
ঢাকা, ১৫ পৌষ (৩০ ডিসেম্বর) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, গণতন্ত্রের যে প্রক্রিয়া, গণতন্ত্র যেভাবে চলে, সেভাবে চলছে বলেই বাংলাদেশের এত উন্নতি হয়েছে। কিন্তু বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করতে চায় না। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, সন্ত্রাসে বিশ্বাস করে। তারা ট্রেনে আগুন দিয়ে মানুষ মারে।
আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া খেলার মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। তাই এই নির্বাচনে নিজ নির্বাচনি এলাকার সকল ভোটারকে ভোটাধিকার প্রয়োগের আহবান জানান তিনি।
আইনমন্ত্রী আরো বলেন, আমার বিরুদ্ধে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাই। অনেকে আমাকে প্রশ্ন করেন, আমি কেন প্রত্যেক ইউনিয়নে মিটিং করছি। এর কারণ হলো আমি আখাউড়া-কসবাবাসীকে ভালোবাসি। আমি এও জানি আপনারা আমাকে ভালোবাসেন। এই ভালোবাসার টানেই আমরা পরস্পর পরস্পরকে দেখতে যাই।
মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ আতাউর রহমান নাজিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. এ. মতিন প্রমুখ।
#
রেজাউল/পাশা/সায়েম/মোশারফ/শামীম/২০২৩/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৮৯
শীঘ্র আসছে ২য় প্রজন্মের নামজারি সিস্টেম ‘স্মার্ট মিউটেশন’
ঢাকা, ১৫ পৌষ (৩০ ডিসেম্বর) :
শীঘ্র বাংলাদেশের নাগরিকদের কাছে পরবর্তী (২য়) প্রজন্মের নামজারি সিস্টেম ‘স্মার্ট মিউটেশন’ উপস্থাপন করতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী অধিকতর সহজে, দ্রুত ও নিরাপদভাবে মিউটেশন আবেদন করার সুবিধার্থে এই ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন।
আজ রাজধানীর ভূমি ভবনে ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেমের একটি ডেমো প্রদর্শন করা হয়। ভূমি সচিব মোঃ খলিলুর রহমান এই সিস্টেমের সক্ষমতা প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল, ভূমি মন্ত্রণালয়, এর আওতাভুক্ত দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং মাঠ পর্যায়ের ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেমো প্রদর্শনীর পর ভূমি কর্মকর্তারা সক্রিয়ভাবে গঠনমূলক ফিডব্যাক প্রদানে করেন, যা ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেমের চলমান উন্নয়নে প্রযোজ্যতা অনুসারে অন্তর্ভুক্ত করা হবে।
বিগত প্রায় ৬ বছর ধরে চালু থাকা বর্তমান ১ম প্রজন্মের ই-নামজারি ব্যবস্থা থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, ভূমিসেবা গ্রহণকারী নাগরিক, ভূমিসেবা প্রদানকারী ভূমি কর্মকর্তা, ভূমি সেবায় সহায়তাকারী, সিস্টেম ডেভেলপারসহ সকল অংশীজনের মতামত গ্রহণ করে উন্নয়ন করা হচ্ছে ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেম।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সমৃদ্ধ স্মার্ট মিউটেশন সার্ভিস সিস্টেম ডেভেলপমেন্টের সময়, ব্যবহারকারী-কেন্দ্রিক ডিজাইন, অন্যান্য গুরুত্বপূর্ণ সার্ভিসের সাথে সহজ ইন্টিগ্রেশন, অটোমেশন, দক্ষ কর্মপ্রবাহ ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও প্রতিবেদন এবং শক্তিশালী ডিজিটাল নিরাপত্তা, ওপেন ডেটা গভর্নেন্স পলিসি ইত্যাদির ওপর জোর দেওয়া হয়েছে।
‘স্মার্ট মিউটেশন’ সিস্টেমটি 'স্মার্ট ল্যান্ড সার্ভিস' পোর্টালে (https://land.gov.bd/) ইন্টিগ্রেট করে বর্তমান মিউটেশন সিস্টেম ‘ই-মিউটেশন’কে প্রতিস্থাপিত করা হবে।
#
নাহিয়ান/পাশা/সায়েম/সঞ্জীব/আব্বাস/২০২৩/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৮৮
আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে, আর বিএনপি পেট্রলবোমা নিক্ষেপ করে মানুষ পোড়ায়
- তথ্য ও সম্প্রচার মন্ত্রী
চট্টগ্রাম, ১৫ পৌষ (৩০ ডিসেম্বর) :
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘একদিকে আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের জন্য রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, রেললাইন বানায়, নদীভাঙন রোধ করে, শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই দেয়। আর বিএনপি নির্বাচন বর্জনের নামে দেশের সম্পদ নষ্ট করে দিচ্ছে। বাসে-ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ করছে, তারা মানুষ পোড়ায়।’
মন্ত্রী বলেন, ‘রাজনীতির নামে এভাবে মানুষ পোড়ানোর অপরাজনীতি দুনিয়ার কোথাও নাই। এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবাইকে কঠোর হাতে তাদের দমন করতে হবে।’
আজ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের গোয়ালপুরা বাজার, কোদালা বাজার, চা বাগান এলাকাসহ বিভিন্ন স্থানে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
এসময় তিনি কোদালা চা বাগানের শ্রমিক, গ্রামের নারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলেন এবং নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন এবং এরপর রাঙ্গুনিয়ার সরফভাটা ও বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নে গণসংযোগ করেন।
মন্ত্রী বলেন, ‘জামায়াত ইসলামি স্লোগান দেয় “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই”। ওরা বলে, ইসলাম প্রতিষ্ঠা করবে। এদিকে আজ ফিলিস্তিনে মুসলমানদেরকে পাখি শিকার করার মতো করে হত্যা করা হচ্ছে, এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে, তম্মধ্যে বেশিরভাগ নারী এবং শিশু। কিন্তু বিএনপি-জামায়াত আজ পর্যন্ত একটি শব্দ ইসরাইলের বিরুদ্ধে উচ্চারণ করে নাই। তাদের নেতা তারেক রহমান কথা বলতে নিষেধ করেছে, কারণ একটি বড় রাষ্ট্র নাখোশ হতে পারে। তারা আজকে মোনাফেক হিসেবে আবির্ভূত হয়েছে আর তাদের ওপর আল্লাহ নারাজ হয়ে গেছে। সুতরাং, এদেরকে চিনে রাখতে হবে। এরা নানা বিভ্রান্তি ছড়ায়।’
নিজ নির্বাচনি এলাকার মানুষের উদ্দেশ্যে মন্ত্রী হাছান বলেন, ‘প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নামাজের পর মানুষের উপকারের মাধ্যমে আমার দিনের কাজ শুরু হয়। আমি কোনো মানুষের অপকার করি নাই, কারো অপকার করা আমার ধর্ম নয়। আপনারা জানেন রাঙ্গুনিয়ার কোনো পাগল বা ভিক্ষুকও যদি আমার গাড়ির সামনে হাত দেখায়, আমার গাড়ি দাঁড়ায়। আমি গাড়ি থামিয়ে কথা বলি। প্রধানমন্ত্রী আমাকে দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে মন্ত্রিসভায় এবং দলের মধ্যেও সিনিয়র পজিশনে বসিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রদত্ত দায়িত্ব সুচারুভাবে পালন করার চেষ্টা করেছি। আপনাদের সন্তান হিসেবে আমি চেষ্টা করেছি আপনাদের মুখ উজ্জ্বল করার। জাতীয় পর্যায়ে আমার অনেক দায়িত্ব, এরপরও একজন চেয়ারম্যান যেভাবে এলাকায় সময় দেয়, আমি সেইভাবে সময় দিই।’
মন্ত্রী বলেন, ‘কর্ণফুলী নদীসহ রাঙ্গুনিয়ার অন্যান্য নদীর ভাঙন রোধে ইতিমধ্যে ৫০০ কোটি টাকার কাজ হয়েছে, আরো ১ শ’ কোটি টাকার কাজ হবে। অনেক জেলায়ও এত উন্নয়ন কাজ হয়নি। রাঙ্গুনিয়ার ৮ হাজার ছেলে মেয়ের চাকরি হয়েছে আমার হাত দিয়ে। চাকরীর সুপারিশ করার সময় আমি কখনো ভাবিনি, কে কোন দল করে। আমি সব মানুষের এমপি হবার চেষ্টা করেছি।’
আগামী ৭ জানুয়ারি আত্মীয়-স্বজন সবাইকে সাথে নিয়ে নৌকা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে ড. হাছান বলেন, ‘বিএনপি ঘরানার মানুষও অনেকে আমাকে ভোট দেয়। রাঙ্গুনিয়ায় আগেও এমপি, মন্ত্রী ছিল। কেউ একটি মসজিদ ভবন বানিয়েছে দেখিয়ে দিতে পারবেন না। মসজিদের মধ্যে কিছু টাকা দিয়েছে বা বড়জোর এক-দুই টন চাল টিআর দিয়েছে বলতে পারবে।’
মন্ত্রী বলেন, ‘আমার পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে রাঙ্গুনিয়ায় ২৪টি নতুন মসজিদ বিল্ডিং করে দিয়েছি। রাঙ্গুনিয়ার প্রতিটি মসজিদ, মন্দির ও প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান বরাদ্দ পেয়েছে। গত ১৫ বছর সবার জন্য আমার দরজা খোলা রেখেছি, পাঁচ বছর পর আমি আপনাদের দুয়ারে এসেছি, আপনারা দয়া করে আপনাদের দুয়ারটি আমার জন্য খুলে দেবেন। ৭ জানুয়ারি সবাইকে সাথে নিয়ে নৌকা মার্কায় ভোট দেবেন সেই প্রত্যাশা রইল।’
আওয়ামী লীগের জেলা, উপজেলা ও ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ নির্বাচনি প্রচারণা কার্যক্রমে যোগ দেন।
#
আকরাম/সায়েম/সঞ্জীব/শামীম/২০২৩/১৭৪৩ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৮৭
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে জাতীয় প্রবাসী দিবস পালন
কুয়ালালামপুর, ৩০ ডিসেম্বর :
‘প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও অংশীদার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে প্রবাসী দিবস -২০২৩ পালন করেছে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া ।
দিনটি উপলক্ষ্যে আজ প্রবাসীদের অবদানের স্বীকৃতি এবং দেশের উন্নয়ন কার্যক্রমে তাদের অধিকতর সম্পৃক্ত করার লক্ষ্যে কুয়ালালামপুরের জি টাওয়ারের হল রুমে দিনব্যাপী আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মালয়েশিয়ার অভিবাসন সংক্রান্ত বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশাজীবী, শ্রমিক, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা- কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসান । আলোচনায় বক্তব্য রাখেন হাইকমিশনের কাউন্সিলের ( শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, মালয়েশিয়ায় ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান হারিরি বিন হারুন, মালয়েশিয়ার হিরু মার্কেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাডাম চ্যাং, এনবিএল মানি ট্রান্সফার, মালয়েশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলী হায়দার মর্তুজা, মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি নেতা মকবুল হোসেন মুকুল এবং এসটিজি কোম্পানির কর্মী আব্দুর রহিম ।
অনুষ্ঠানে এ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর এ দিবস উপলক্ষ্যে বিশেষ প্রামাণ্যচিত্র এবং প্রবাসীদের কল্যাণে হাইকমিশনের কার্যক্রমের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
আলোচনায় মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স ডিভিশন এর প্রধান হারিরি বিন হারুন বলেন, বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশি কর্মীদের সুরক্ষায় মালয়েশিয়া কাজ করছে। তিনি আরো উল্লেখ করেন, কর্মীদের বিমা সুবিধা নিশ্চিত করতে হাইকমিশনের সাথে কাজ করছে মালয়েশিয়া ফরেন ওয়ার্কার্স ডিভিশন।
মালয়েশিয়ার হিরু মার্কেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাডাম চ্যাং বাংলাদেশের কর্মীদের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশের কর্মীরা অনেক পরিশ্রমী এবং সৎ।
মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং অভিবাস ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে বঙ্গবন্ধুর বিভিন্ন উদ্যোগ কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। বলেন, প্রধানমন্ত্রীর প্রবাসবান্ধব নীতি বাস্তবায়নে দূতাবাস আন্তরিকভাবে কাজ করছে।
হাইকমিশনার বলেন, প্রবাসী বাংলাদেশিরা স্বাগতিক দেশ মালয়েশিয়া ও বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মালয়েশিয়া বাংলাদেশের অষ্টম বৃহৎ বিনিয়োগকারী দেশ। দুই দেশের বাণিজ্য প্রায় ৪ বিলিয়ন ডলার। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন সুদৃঢ় হচ্ছে। বাংলাদেশের শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও সুরক্ষা নিশ্চিতে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার সরকার এবং অভিবাসী সংক্রান্ত বিভিন্ন দপ্তরের সাথে একযোগে কাজ করছে।
হাইকমিশনার প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, বৈধ পথে দেশে অর্থ প্রেরণ করা হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ শুধু কর্মী প্রেরণকারী দেশ নয়। বুদ্ধিবৃত্তিক বিভিন্ন সেক্টরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পেশাজীবীরা যোগ্যতার স্বাক্ষর রাখছেন।
প্রবাসী দিবস উপলক্ষ্যে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের বিভিন্ন ক্যাটেগরিতে ১৮ জনকে হাইকমিশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
#
মারুফ/সায়েম/সঞ্জীব/শামীম/২০২৩/১৭১৯ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৮৬
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সাথে কাজ করবে বিজিবি
---বিজিবি মহাপরিচালক
চট্টগ্রাম, ১৫ পৌষ (৩০ ডিসেম্বর) :
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সাথে কাজ করবে বিজিবি। তিনি আজ চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে স্থাপিত বিজিবি'র বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, নির্বাচনের আগে ও পরে যাতে কোনো সহিংসতা না হয় সেজন্য মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে এবং ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে কাজ করবে। ভোটকেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিতেও তৎপর থাকবে বিজিবি সদস্যরা। নাশকতা ঠেকাতে প্রয়োজনে বিজিবি ডগ স্কোয়াড ব্যবহার করা হবে।
এর আগে বিজিবি মহাপরিচালক চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বপূর্ণ নির্বাচনি বেইজ ক্যাম্প-আনোয়ারা রিভারভিউ কমিউনিটি সেন্টার এবং জিইসি কনভেনশন সেন্টার পরিদর্শন করেন। এসময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি'র চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার, চট্টগ্রাম ব্যাটালিয়ন (৮ বিজিবি) এর অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
#
শরীফুল/পাশা/সায়েম/সঞ্জীব/আব্বাস/২০২৩/১৬৫১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৮৫
বিশ্বমানের নৌ নেতৃত্ব গঠনে বাংলাদেশের মেরিন একাডেমির ভূমিকা গুরুত্বপূর্ণ
-নৌপরিবহন প্রতিমন্ত্রী
রংপুর, ১৫ পৌষ (৩০ ডিসেম্বর) :
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা। এরই ধারাবাহিকতায় সরকারের গৃহীত ডেল্টা প্ল্যান-২১০০, প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ ও সুনীল অর্থনীতির সফল বাস্তবায়ন এবং মেরিটাইম সেক্টরের উন্নতির মধ্যে বর্তমান ও আগামী শতকের সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মূলমন্ত্র নিহিত। বাংলাদেশের মোট বাণিজ্যের শতকরা ৯০ ভাগের বেশি সমুদ্রপথে পরিচালিত হয়। সমুদ্রগামী জাহাজে দেশের সিফেয়ারারদের বিপুল কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে দক্ষ সামুদ্রিক জনশক্তি তৈরির বিকল্প নেই।
প্রতিমন্ত্রী আজ রংপুরে বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর এবং বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা এর ‘২য় ব্যাচ ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সুনীল অর্থনীতি বাস্তবায়ন ও ফলপ্রসূ করার লক্ষ্যে দেশীয় মেরিটাইম অর্গানাইজেশনসমূহ বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যক্রম অব্যাহত আছে। এই ধারা চলমান থাকলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ উন্নত দেশের কাতারে শামিল হওয়া সময়ের ব্যাপার মাত্র। বিশ্বমানের নৌ নেতৃত্ব গঠনে বাংলাদেশের মেরিন একাডেমিসমূহের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
দু’বছর মেয়াদি এ গ্রাজুয়েশন কোর্সে দু’টি মেরিন একাডেমির ১৩২জন অংশ নেন। এর মধ্যে বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর এর ৬৫ জন এবং বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা এর ৬৭ জন। রংপুর মেরিন একাডেমির ‘কমান্ড্যান্ট গোল্ড মেডেল’ পেয়েছেন ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ আরাফ ফেরদৌস আপন। ‘কমান্ড্যান্ট সিলভার মেডেল’ পেয়েছেন ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ সাখাওয়াত হোসেন সৈকত, ও নটিক্যাল বিভাগের শেখ আব্দুল্লাহেল শুভ। অন্যদিকে পাবনা মেরিন একাডেমির ‘কমান্ড্যান্ট গোল্ড মেডেল’ পেয়েছেন ইমতিয়াজ আহমেদ পরশ। ‘কমান্ড্যান্ট সিলভার মেডেল’ পেয়েছেন ইঞ্জিনিয়ারিং বিভাগের সুজন ইসলাম ও নটিক্যাল বিভাগের সাফি বিন আমির।
এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুরের কমান্ড্যান্ট ক্যাপ্টেন মোঃ শফিকুল ইসলাম সরকার এবং বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনার কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মোঃ তৌফিকুল ইসলাম বক্তৃতা করেন।
#
জাহাঙ্গীর/সিদ্দীক/জুলফিকার/রবি/কলি/আলী/ শামীম/২০২৩/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৮৪
জাপানে জাতীয় প্রবাসী দিবস উদ্যাপিত
টোকিও (জাপান) , ৩০ ডিসেম্বর :
জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাস যথাযথ গুরুত্ব ও তাৎপর্যের সাথে জাতীয় প্রবাসী দিবস
উদ্যাপন করেছে। দিবসটি উপলক্ষ্যে আজ দূতাবাসে কর্মী প্রেরণকারী সংস্থাসমূহের প্রতিনিধি, রেমিট্যান্স হাউজের মালিক ও প্রতিনিধি, স্টুডেন্ট ভিসায় জাপানে কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি, জাপানে কর্মরত টেকনিক্যাল ইন্টার্ন, স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার ও স্টুডেন্ট ভিসায় আগত খণ্ডকালীন কাজে নিয়োজিত কর্মীদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্