তথ্যবিবরণী নম্বর : ১৩৭৪
বাজার তদারকি
১৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় আজ ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১৩টি প্রতিষ্ঠানকে এক লাখ ৪০ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগরীর মোহাম্মদপুর ও ধানম-ি এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে সিপি চিকেনকে ৩০ হাজার টাকা, শর্মা কিংকে ১০ হাজার টাকা, রানা বিরানি এন্ড কাবাবকে ১০ হাজার টাকা, টেস্ট এন্ড টুইস্টকে ১০ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে টাঙ্গাইল সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, ঢাকা বিভাগীয় কার্যালয়ের এক কর্মকর্তা শুনানির মাধ্যমে রানা ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা এবং অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ৫শ’ টাকা প্রদান করেন।
অপরদিকে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার ৫শ’ টাকা এবং গাজীপুরের কোণাবাড়ি এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
#
মিজান/রফিকুল/জয়নুল/২০১৪/২১৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৭৩
আইনশৃঙ্খলা মনিটরিং কমিটির সভায় শিক্ষামন্ত্রী
শিক্ষকরা অনৈতিকভাবে পরীক্ষার্থীদের সহায়তা করলে পরীক্ষাকেন্দ্র বাতিল
ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে) :
পরীক্ষার হলে কেন্দ্রসচিব ছাড়া কোনো শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী মোবাইলফোন, ইলেক্ট্রনিক ঘড়ি বা ইলেক্ট্রনিক কলম নিয়ে ঢুকতে পারবেন না। কারো কাছে এগুলো পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনো স্থানে শিক্ষকরা নৈতিকতাবিবর্জিত তৎপরতা চালিয়ে পরীক্ষার্থীদেরকে সহায়তা করলে সাথে সাথে সেসব কেন্দ্র বাতিল করা হবে, দোষী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষাসংক্রান্ত উচ্চক্ষমতাসম্পন্ন আইনশৃঙ্খলা মনিটরিং কমিটির সভায় এ নির্দেশনা প্রদান করেন।
শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সভায় শিক্ষাসচিব মোঃ নজরুল ইসলাম খান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বিজি প্রেস, পুলিশ, র্যাব, ডিবিসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আইনশৃঙ্খলা কমিটির দক্ষ ও সময়োপযোগী তৎপরতার কারণে প্রশ্নপত্র ফাঁস বা ফেসবুকে হুজুগ না ওঠায় কমিটির সবাইকে ধন্যবাদ জানান। তিনি অতিসম্প্রতি দেশের দু’একটি স্থানে পরীক্ষার হলে কতিপয় শিক্ষক নামধারী নৈতিকতাবিবর্জিত শিক্ষকের অপকর্মে হতাশা ব্যক্ত করে বলেন, এরা শিক্ষক নামের কলঙ্ক। এদের অপকর্মের কারণে পুরো শিক্ষকসমাজকে কলঙ্কিত হতে দেবেন না বলে তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। সুষ্ঠু, সুন্দর ও শান্তিময় পরিবেশে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
#
সুবোধ/মিজান/আলম/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৭২
নব্য পুঁজিবাদের ধাক্কায় এবং বিশ্বায়নের প্রভাবে
সংবাদমাধ্যমের আদর্শিক পরিবর্তন এসেছে
-- রাশেদ খান মেনন
ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে):
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, নব্য পুঁজিবাদের ধাক্কায় এবং বিশ্বায়নের প্রভাবে সংবাদমাধ্যমের আদর্শিক পরিবর্তন এসেছে। অনেক গণমাধ্যম মালিকদের মতপ্রকাশের বাহন হয়েছে ।
মন্ত্রী আজ ঢাকায় মেহেরবা প্লাজায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মুখপত্র ‘নতুন কথা’ পত্রিকার নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী দীর্ঘ ৩৬ বছরের পুরনো এই সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদকম-লীর সভাপতি ।
অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নতুন কথা পত্রিকার সম্পাদকম-লীর সদস্য সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সম্পাদক সংসদ সদস্য হাজেরা সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক মাহমুদুল হাসান মানিক এবং বার্তা সম্পাদক বাপ্পাদিত্য বসু বক্তৃতা করেন ।
মন্ত্রী পত্রিকাটির দীর্ঘ ৩৬ বছরের পথযাত্রার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, পত্রিকা একটি ভাল সংগঠনের ভূমিকা পালন করতে পারে। পত্রিকার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম দ্রুত ছড়িয়ে দেয়া সম্ভব। তিনি নতুন কথা পত্রিকাকে একটি আধুনিক, মানসম্পন্ন ও পাঠকপ্রিয় পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, নতুন কথাই বাংলাদেশকে পথ দেখাবে। তিনি শিগগিরই নতুন কথা পত্রিকাটিকে দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশ করা হবে বলে জানান।
মন্ত্রী ফিতাকেটে নতুন কথার নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।
#
শেফায়েত/মিজান/আলম/রফিকুল/রেজাউল/২০১৫/২০২৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৭১
উপজেলা পরিষদ
সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচনের তফসিল ঘোষণা
ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে):
আগামী ১৫ জুন উপজেলা পরিষদসমূহের সংরক্ষিত আসনের মহিলা সদস্যের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন আজ ৪৭৮ উপজেলা পরিষদের মহিলাদের জন্য সংরক্ষিত আসনের নির্বাচন অনুষ্ঠানের বিস্তারিত তফসিল ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষতারিখ ২১ মে, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৩ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষতারিখ ৩০ মে এবং ভোটগ্রহণের তারিখ ১৫ জুন ২০১৫।
জেলা নির্বাচন অফিসারদের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারদের সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী প্রত্যেক উপজেলার এলাকাভুক্ত ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা (যদি থাকে)-এর মোট সংখ্যার এক তৃতীয়াংশের সমসংখ্যক আসন সংরক্ষিত আসন হিসেবে মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
এসব সংরক্ষিত আসনের মহিলা সদস্যরা উপজেলার এলাকাভুক্ত ইউনিয়ন পরিষদ ও পৌরসভা (যদি থাকে)-এর সংরক্ষিত আসনের মহিলা সদস্য বা কাউন্সিলর কর্তৃক তাদের মধ্য হতে নির্বাচিত হবেন।
#
আরাফাত/সাইফুল্লাহ/মিজান/আলম/রফিকুল/রেজাউল/২০১৫/১৯৩৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৭০
শিল্পখাতে উৎপাদনশীলতার উন্নয়নে জাতীয় শিল্পনীতি-২০১৫ প্রণীত হচ্ছে
ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে) :
শিল্প ও সেবাখাতে উৎপাদনশীলতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় শিল্পনীতি-২০১৫ প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পসচিব মোঃ মোশাররফ হোসেন ভূইয়া। তিনি বলেন, শিল্পখাতে উৎপাদনশীলতা বাড়াতে এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা ও প্রযুক্তিবিনিময় জোরদার করতে হবে। উৎপাদনশীলতা উন্নয়নে গৃহীত যেসব কৌশল ইতোমধ্যে ব্যাপক সাফল্য অর্জন করেছে এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এপিও) এর সদস্যভুক্ত দেশগুলোতে সেগুলো ছড়িয়ে দেয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
শিল্পসচিব আজ রাজধানীর ঢাকা ক্লাবে “সামাজিক বিপণন এবং নেটওয়ার্কিং (ঝড়পরধষ গধৎশবঃরহম ধহফ ঘবঃড়িৎশরহম)” বিষয়ক ধারণার ওপর ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দেয়া নৈশভোজে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাসিব সভাপতি মির্জা নূরুল গণি শোভন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম এবং এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের প্রতিনিধি হোয়াং থো নো (ঐঁড়হম ঞযঁ ঘমড়) বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে এশিয়ার দেশগুলোতে উৎপাদনশীলতার উন্নয়নে কর্মরত ১৪টি দেশের জাতীয় উৎপাদশীলতা সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখ্য, জাপানভিত্তিক এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশন উৎপাদনশীলতার উন্নয়নে এশিয়া অঞ্চলের দেশগুলোতে যৌথভাবে কাজ করছে। এর অংশ হিসেবে বাংলাদেশের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের সহায়তায় গতকাল থেকে ঢাকায় চার দিনব্যাপী এ আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে।
#
জলিল/মিজান/আলম/রফিকুল/জয়নুল/২০১৫/২০৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৬৯
১৭ জেলা জজ পেলেন নতুন গাড়ি
ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে) :
জেলা জজ পদমর্যাদার ১৭ বিচারককে নতুন গাড়ি দেয়া হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক আজ সচিবালয় প্রাঙ্গণে সংশ্লিষ্ট বিচারকদের কাছে এসব গাড়ির চাবি হস্তান্তর করেন। আইন ও বিচার বিভাগের সচিব এএসএসএম জহিরুল হক এসময় উপস্থিত ছিলেন।
জেলা জজ আদালত কক্সবাজার ও নীলফামারী, নবসৃষ্ট সাইবার ট্রাইবুনাল ঢাকা এবং নবসৃষ্ট নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইবুনাল মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঝিনাইদহ, বরগুনা ও সুনামগঞ্জ এবং নবসৃষ্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বরিশাল ও সিলেটের জন্য এসব গাড়ি প্রদান করা হয়।
প্রতিটি ৩০ লাখ টাকা মূল্যের ১৭টি সিডান কারের মোট ব্যয় ৫ কোটি ১০ লাখ টাকা। আইন মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে এ ব্যয় সংকুলান করা হয়।
#
শাহীন/সাইফুল্লাহ/আলম/রফিকুল/জয়নুল/২০১৫/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৬৮
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে) :
জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠক আজ কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, কুজেন্দ্র লাল ত্রিপুরা, উষাতন তালুকদার, ফিরোজা বেগম (চিনু) এবং এম এ আউয়াল অংশগ্রহণ করেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কার্যক্রমসম্পর্কে প্রতিবেদন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে উন্নয়নমূলক কর্মকা-, পার্বত্য জেলাসমূহের শিক্ষাসম্পর্কিত ইউএনডিপি’র প্রকল্পসমূহের কার্যক্রম, ভূমিবিরোধ নিষ্পত্তিবিষয়ে আলোচনা এবং বিদ্যুৎ বিভাগের কার্যক্রমসম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে কমিটি পার্বত্য চট্টগ্রামে সরকারি বিভিন্ন ২য় শ্রেণির পদে বিশেষভাবে নিয়োগ দিতে সুপারিশ করে।
কমিটি পার্বত্য চট্টগ্রাম এলাকায় যেসব জনগণ মানবেতর জীবনযাপন করে জীবনযাত্রার মানউন্নয়নে তাদেরকে উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে সুপারিশ করে।
পার্বত্য চট্টগ্রাম এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ কার্যক্রমকে ত্বরান্বিত করতে সুপারিশ করে কমিটি। পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎসমস্যা সমাধানে সমগ্র পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে একটি ইউনিট হিসেবে বিবেচনা করে আশুপদক্ষেপ নিতেও সুপারিশ করে কমিটি।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
সাব্বির/সাইফুল্লাহ/মিজান/আলম/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৪০ঘণ্টা