তথ্যবিবরণী নম্বর: ১৫৫৪
পানগাঁ নৌবন্দরের কার্যক্রমকে গতিশীল করতে নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার
ঢাকা, ১৯ কার্তিক (৪ নভেম্বর):
ঢাকার কেরাণীগঞ্জের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পানগাঁ নৌবন্দরের সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল এবং বন্দরটিকে লাভজনক করতে পণ্য খালাসে দীর্ঘসূত্রিতা কমানোর নির্দেশ দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ পানগাঁ নদীবন্দর পরিদর্শন শেষে বন্দরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ নির্দেশ দেন।
মতবিনিময়কালে রাজস্ব কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে বন্দরে আমদানিকৃত পণ্য খালাসের নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন, অবস্হানগত কারণে ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় অবস্থিত পানগাঁও একটি গুরুত্বপূর্ণ নৌবন্দর। এটাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। ইতোমধ্যে পানগাঁও নৌবন্দরের সাথে সম্পৃক্ত সকল অংশীজনদের সাথে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সরকারের আমলে চট্রগ্রাম-পানগাঁ নৌরুটে ভাড়া বৃদ্ধির বিষয়টি সমন্বয় করতে দ্রুততম সময়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। তিনি বলেন, প্রয়োজনভেদে যে সকল পণ্যের ভিজুয়াল ইন্সপেকশনেই সঠিকতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, সেসকল পণ্যের জন্য বুয়েট বা অন্য কোনো প্রতিষ্ঠানে পরীক্ষা নিরীক্ষা করার নামে দীর্ঘসূত্রিতা ও জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।
এ ছাড়া উপদেষ্টা আনন্দ শিপইয়ার্ড এবং নারায়ণগঞ্জের ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) এবং ডেক এন্ড ইন্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টার (ডিইপিটিসি) এর চলমান প্রকল্প ও কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপদেষ্টা ঢাকার জেলা প্রশাসকের মাধ্যমে জমি অধিগ্রহণ করে বিআইডব্লিটিসির তত্ত্বাবধানে জেটি এবং পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি নৌপথে ভাসমান রেস্টুরেন্ট ও পর্যটন জাহাজ চালুর উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশনা দেন।
আনন্দ শিপইয়ার্ড পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, জাহাজ নির্মাণ শিল্প দেশের একটি সম্ভাবনাময় খাত। বর্তমান সরকার দেশের জাহাজ নির্মাণ শিল্পকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। শিপ ইয়ার্ডটি দেশে-বিদেশে জাহাজ রপ্তানি করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে ও সুনাম বয়ে আনছে। সরকার জাহাজ নির্মাণ শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দীর্ঘদিনযাবত চট্টগ্রাম বন্দরসহ অন্যান্য বন্দরগুলোতে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্হাপনা চলে আসছে। বন্দরকেন্দ্রিক নানা সিন্ডিকেট গড়ে উঠেছে। বন্দরগুলোকে সিন্ডিকেটমুক্ত করা হবে। নৌপথে জনসাধারনের যাতায়াতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে প্রয়োজনে নৌপথের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে বলে জানান তিনি।
পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান সঞ্জয় কুমার বণিক, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-সহ নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
আরিফ/মেহেদী/শিবলী/রানা/রফিকুল/আব্বাস/২০২৪/২২১৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫৫৩
২৬-৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে পাটপণ্য মেলা
ঢাকা, ১৯ কার্তিক (৪ নভেম্বর):
বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর উদ্যোগে আগামী ২৬-৩০ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ে মনিপুরী পাড়ায় জেডিপিসি প্রাঙ্গণে ৫ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা অনুষ্ঠিত হবে।
মেলার উদ্বোধন করবেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বহুমুখী পাটপণ্যের প্রচার ও তা ব্যবহারে আকৃষ্ট করার লক্ষ্যে এইচ এন্ড এইচ ফাউন্ডেশন কর্তৃক 'সোনালী আঁশ পাট দিয়ে স্থির চিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর জন্য মন্ত্রণালয় ও জেডিপিসি এবং এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের পেইজের মাধ্যমে নিবন্ধন করা যাবে। এ মেলায় বিভিন্ন ধরণের পাটপণ্যের প্রায় ৩০টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
মেলায় বিভিন্ন প্রকার ব্যাগ, অফিস আইটেমস, নার্সারি আইটেম, হোম টেক্সটাইল, পরিধেয় বস্ত্র, বিভিন্ন ধরণের জুতা ও শোপিস-সহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে।
#
আসিফ/মেহেদী/শিবলী/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৪/২১০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫৫২
মধ্যস¦ত্বভোগীদের অপতৎপরতার কারণে ভূমি সেবা বিঘ্নিত হচ্ছে
--- ভূমি উপদেষ্টা
ঢাকা, ১৯ কার্তিক (৪ নভেম্বর):
ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, মাঠ পর্যায়ে ভূমি অফিস ও ভূমি রেজিস্ট্রি অফিসের এক শ্রেণির মধ্যস¦ত্বভোগীদের অপতৎপরতা ও হয়রানির কারণে ভূমি নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। আইন মন্ত্রণালয় হতে রেজিস্ট্রি অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীন আনা গেলে একক ব্যবস্থাপনায় ভূমি সেবা বিষয়ক দুর্নীতি বহুলাংশে হ্রাস পেয়ে জনগণ হয়রানি থেকে মুক্তি পাবে।
আজ ঢাকায় তেজগাঁওয়ে ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় আয়োজিত ‘জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যম’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
ভূমি উপদেষ্টা বলেন, ভূমি সেবার ডিজিটাইজেশন কাজ এগিয়ে যাচ্ছে। তবে প্রযুক্তিতে পিছিয়ে পড়া নাগরিকদের সেবা গ্রহণে একটু ঝামেলা হচ্ছে। এই সমস্যা দূরীকরণে নাগরিকদের পাশাপাশি ভূমিসেবা প্রদানকারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি-সহ তাদের প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী এবং গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ।
#
আহসান/মেহেদী/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৪/২০৩০ঘণ্টা
Handout Number: 1551
Ten Roads in Dhaka to Go Horn-Free in January
----Environmental Advisor
Dhaka 4, November:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, announced that ten roads in Dhaka will be declared horn-free in January. She stated that necessary amendments to the law will be made to promote a horn-free country. She emphasized the need for everyone to drive responsibly and reduce horn use and highlighted the crucial role of youth in raising public awareness on issues like environment and climate change based on accurate information.
The Environment Advisor shared these remarks while speaking as the chief guest at the Grand Finale of the ‘Shahid Selim BUFT National Debate Competition -24’ held at BGMEA University of Fashion & Technology in Dhaka today.
The Advisor underscored that today's youth will build tomorrow's Bangladesh. She urged young people to contribute to creating an eco-friendly country by fostering problem-solving skills based on accurate information, critical thinking, and creativity. Debates, she noted, sharpen communication skills, analytical abilities, and perspectives on problem-solving.
The event also featured speeches by Chairman of the University Board of Trustees Faruque Hassan, Trustee Member Nasir Uddin Chowdhury and Pro-Vice Chancellor Professor Dr. Engineer Ayub Nabi Khan.
This year’s competition included 32 university and 32 college teams. In the university category, Dhaka University Debating Society won the championship, with Jahangirnagar University Debating Society and North South University Debating Society as first and second runners-up, respectively. In the college category, Adamjee Cantonment College won the championship, followed by Bangladesh Navy College and Mirpur Cantonment College as first and second runners-up.
During the program, a saree portraying the memories of the July Revolution through words and visuals was presented as a gift. The Advisor also answered various questions from journalists.
#
Dipankar/Mehedi/Rana/Mosharaf/Abbas/2024/2022 Hours
তথ্যবিবরণী নম্বর: ১৫৫০
জানুয়ারিতে হর্নমুক্ত ঘোষণা করা হবে ঢাকার ১০টি রাস্তা
---পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ১৯ কার্তিক (৪ নভেম্বর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী জানুয়ারিতে ঢাকার ১০টি রাস্তা হর্নমুক্ত ঘোষণা করা হবে। দেশকে হর্নমুক্ত করতে প্রয়োজনীয় আইন সংশোধন করা হবে, সবাইকে নিজের গাড়ি নিয়ন্ত্রিতভাবে চালাতে হবে এবং হর্ন ব্যবহার কমাতে হবে।
আজ রাজধানীর উত্তরাস্থ বিজিএমইএ ইউনিভার্সিটি অভ্ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ‘শহীদ সেলিম বিইউএফটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’ এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে। পরিবেশবান্ধব দেশ গঠনে তাদের অবদান রাখতে হবে। সঠিক তথ্যের ভিত্তিতে তরুণ প্রজন্মকে সমস্যা সমাধানে চিন্তা-ভাবনা করতে হবে এবং সৃজনশীলতার মাধ্যমে নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে হবে। বিতর্কের মাধ্যমে তাদের বক্তৃতা দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা এবং সমস্যার সমাধানে দৃষ্টিভঙ্গি তৈরি হয়। তিনি আরো বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক তথ্য ও জ্ঞানের ভিত্তিতে জনমত গঠনে তরুণদের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় বোর্ড অভ্ ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, সদস্য নাসির উদ্দিন চৌধুরী এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান বক্তব্য রাখেন।
এ বছর শহীদ সেলিম বিইউএফটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৩২টি এবং কলেজ পর্যায়ের ৩২টি দল অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি; জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ১ম রানার আপ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ২য় রানার আপ হয়। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ১ম রানার আপ নৌবাহিনী কলেজ এবং ২য় রানার আপ মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ।
অনুষ্ঠানে উপদেষ্টাকে জুলাই বিপ্লবের স্মৃতি লেখা ও চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা একটি শাড়ি উপহার দেওয়া হয়।
#
দীপংকর/মেহেদী/রানা/মোশারফ/রফিকুল/আব্বাস/২০২৪/২০০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫৪৯
সংস্কার শেষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন
---তথ্য ও যোগাযোগ উপদেষ্টা
ঢাকা, ১৯ কার্তিক (৪ নভেম্বর):
প্রয়োজনীয় সকল সংস্কার শেষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হবে।
আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অফিস কক্ষে নরওয়ের রাষ্ট্রদূত হাকোন অ্যারাল্ড গুলব্রান্ডসেন সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।
বৈঠকে উপদেষ্টা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিস্ট সরকার গত ষোলো বছর দেশে অনেক অনিয়ম দুর্নীতি করেছে। অন্তর্বর্তী সরকার দেশকে পুনর্গঠন করার কাজ শুরু করেছে। যাতে দেশ ও দেশের মানুষ ক্ষতি কাটিয়ে উঠতে পারে। দেশ পুনর্গঠনে নরওয়ের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন উপদেষ্টা।
নাহিদ ইসলাম বলেন, সরকার উন্নয়ন সহযোগী হিসেবে নরওয়ের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, পাশাপাশি তথ্য প্রযুক্তির বিকাশ ও গণমাধ্যমের উন্নয়নে নরওয়ের বিনিয়োগ প্রত্যাশা করে।
রাষ্ট্রদূত হাকোন অ্যারাল্ড গুলব্রান্ডসেন বলেন, নরওয়ে অন্তর্বর্তী সরকারের পাশে থেকে নতুন বাংলাদেশ পুনর্গঠনে সহযোগিতা করতে প্রস্তুত।
রাষ্ট্রদূত সাইবার নিরাপত্তা আইন নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এক সপ্তাহের মধ্যে আইনটি বাতিল হবে এবং এই আইনের অধীনে যত মামলা হয়েছে সব মামলাও বাতিল হবে। শুধু এই আইন নয়, মত প্রকাশে বাধা সৃষ্টি করে এমন সকল আইন পর্যালোচনা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। সংস্কারের ক্ষেত্রে স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া হবে।
রাষ্ট্রদূত সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছে। সর্বশেষ পূজোতে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, ছুটি বাড়ানো হয়েছিল। বিগত ফ্যাসিস্ট সরকার সংখ্যালঘুদের নিয়ে রাজনৈতিক খেলায় মেতে উঠেছিল। তারা সংখ্যালঘুদের ভোটব্যাংক হিসেবে চিহ্নিত করেছে। অথচ তাদের আমলেই সংখ্যালঘু নির্যাতনের বড় বড় ঘটনা ঘটলেও তারা বিচার করেনি বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে বহির্বিশ্বে নানারকম নেতিবাচক প্রচারণা করা হচ্ছে এ বিষয়ে সত্য ঘটনা প্রচার করতে নরওয়ের সহযোগিতা কামনা করেন নাহিদ ইসলাম। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার মধ্যে দিয়ে সাক্ষাৎ শেষ হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, নরওয়ের ডেপুটি হেড অব মিশন মারিয়ান রাবে ন্যাভেলসউরডসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
#
জসীম/মেহেদী/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/১৯৫৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫৪৮
প্রযুক্তি কাজে লাগিয়ে চিংড়ির উৎপাদন বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার
ঢাকা, ১৯ কার্তিক (৪ নভেম্বর):
বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, প্রযুক্তি কাজে লাগিয়ে চিংড়ির উৎপাদন বাড়াতে হবে। বিদেশে আমাদের চিংড়ির চাহিদা রয়েছে। সনাতন পদ্ধতির কারণে দেশে উৎপাদন কম হচ্ছে। উৎপাদন না বাড়ালে রপ্তানি বাড়বে না।
আজ বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, সরকার বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা)-কে ঢেলে সাজিয়েছে। দেশে বিনিয়োগ পরিবেশ এখন চমৎকার। এ সময় তিনি বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি কাজী বেলায়েত হোসেন বলেন, এক দশকের বেশি সময় ধরে কাঁচামালের অভাবে উৎপাদনক্ষমতার পুরোপুরি ব্যবহার করতে পারছে না প্রক্রিয়াজাতকারী কারখানাগুলো। তাতে রপ্তানির পরিমাণ দিন দিন কমছে। করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের চিংড়ি ও মাছের চাহিদা এবং মূল্য দুটিই কমেছে। আবার দেশের বাজারে দাম বেড়েছে,ফলে রপ্তানি কমছে।
এ সময় নেতৃবৃন্দ পাটের ন্যায় চিংড়িকেও কৃষি পণ্য ঘোষণা, খুলনা ও চট্টগ্রামে চিংড়ি শিল্পের জন্য আলাদা ইকোনমিক জোন স্থাপন, চিংড়ি রপ্তানিতে ব্যাংকের আলাদা সুদ হার নির্ধারণ ও নগদ সহায়তার বকেয়া পরিশোধের দাবি জানান।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রহিম খান, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি কাজী বেলায়েত হোসেন, সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন মাসুদ ও সদস্য শ্যামল দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
#
কামাল/মেহেদী/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৪/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫৪৭
বাংলাদেশ সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে আছে
--- স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ১৯ কার্তিক (৪ নভেম্বর):
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের নিপীড়িত ও নির্যাতিত জনগণের পাশে আছে। তাদের ন্যায্য দাবিকে বাংলাদেশ সবসময় সমর্থন করে আসছে। আমরা ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে।
উপদেষ্টার সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান এর সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
বৈঠকে ফিলিস্তিনি ছাত্র-ছাত্রীদের ভিসা ইস্যুকরণের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ, ভিসা সহজীকরণ, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন-সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তিনি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ফিলিস্তিন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। তাদের প্রতি আমাদের সমর্থন সবসময় অব্যাহত থাকবে।
উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ১৯৭৪ সাল থেকে ফিলিস্তিনের শিক্ষার্থীরা বাংলাদেশে উচ্চ শিক্ষা লাভের জন্য আসা-যাওয়া করছে। বর্তমানে বাংলাদেশের ১২টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ২০৭ জন ফিলিস্তিনি শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে। তিনি বলেন, আমরা চাই বাংলাদেশে আরো বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী পড়াশোনা করুক। কিন্তু তা যেন হয় দূতাবাসের মাধ্যমে যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে। উপদেষ্টা এ বিষয়ে রাষ্ট্রদূতকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা জামান ও সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ ফিরোজ সরকার-সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
ফয়সল/মেহেদী/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৪/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫৪৬
আন্দোলনে আহতদের সুচিকিৎসা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার
--- স্বাস্থ্য উপদেষ্টা
ঢাকা, ১৯ কার্তিক (৪ নভেম্বর):
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের সুচিকিৎসা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যারা শহিদ হয়েছেন তাদের জন্য সরকারের একটা বরাদ্দ আছে, সেটা তারা পেয়ে যাবেন। সরকারের দায়িত্ব হচ্ছে আহতদের সঠিক চিকিৎসা দেওয়া। সে বিষয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আহত তিনজনকে চিকিৎসার জন্য ইতোমধ্যে বিদেশে পাঠানো হয়েছে, আরো দু’জনের ব্যাপারে কথা হচ্ছে। এরপর আরো ২৫ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।
আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতে নানা ধরনের সমস্যা আছে। হাসপাতাল-ক্লিনিকগুলোতে চিকিৎসক ও নার্সের সংকট রয়েছে। যন্ত্রপাতির সংকটও রয়েছে। অনেক জায়গায় এমআরআই মেশিন, এক্সরে মেশিন নষ্ট। এসব সমস্যা সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, বিভিন্ন হাসপাতাল পরিদর্শনের সময় দেখেছি আহতদের কেউ কেউ দুই চোখই হারিয়েছে। এই পৃথিবীটাকে তারা আর দেখতে পারবে না। চিকিৎসার জন্য চীন, নেপাল, ফ্রান্স, থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ ডাক্তার এসেছে। ৫০ জনের চোখের কর্নিয়া নেপাল রেডি করে রেখেছে। দুইজনের চোখে সফলভাবে কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে। আন্দোলনে যারা আহত হয়েছে তাদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছে। অনেকে হাত হারিয়েছে, অনেকে পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে। আহতদের অনেকে নানা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। তাদের সর্বোচ্চ সহযোগিতা করা জাতির দায়িত্ব।
কোভিডকালে ডাক্তারদের অবদানের কথা তুলে ধরে নূর জাহান বেগম বলেন, সে সময় সেবা দিতে গিয়ে অনেক ডাক্তার মারা গেছেন। তাদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু ডাক্তাররা নয়, নার্সরাও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে। অনেকে ১৭ বছর ধরে একই পদে চাকুরি করছে। এটাতো হওয়া উচিত না। তাদের মধ্যে কর্মস্পৃহা সৃষ্টি করতে হলে পদোন্নতি দিতে হবে।
পরে উপদেষ্টা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং হাসপাতালে ভর্তি রোগীদের সাথে চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিস্তারিত কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অং সুই প্রু মারমাসহ প্রমুখ।
#
শাহাদাত/মেহেদী/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৪/১৯৫০ঘণ্টা
Handout Number: 1545
Protecting nature, wildlife, and environment to
safeguards public health and prevent infectious diseases
--- Environment Advisor
Dhaka, 4 November:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest, Climate Change and Water Resources emphasized the need to focus on protecting nature, wildlife, and the environment to safeguard public health and prevent infectious diseases. She highlighted the urgency of changing human attitudes and promoting responsible behavior to protect forests and wildlife. Noting that wildlife cannot speak or defend their rights, she stressed that it is our duty to ensure their rights and the rights of nature. Living in harmony with nature and wildlife, she said, can help protect us from various infectious diseases.
The Environment Advisor shared these remarks as the chief guest at an event held at Pan Pacific Sonargaon Hotel in Dhaka today, celebrating World One Health Day 2024.
Syeda Rizwana Hasan stated that the One Health concept represents an integrated approach, recognizing the intrinsic connection between human health, animal health, and environmental well-being. She urged the need to raise public awareness about this interrelationship and implement initiatives under the One Health framework. She also highlighted the importance of activating the One Health model through local and international partnerships and stressed the need for a collective approach to achieve this goal.
As the special guest, Farida Akhter, Advisor to Ministry of Fisheries and Livestock remarked that the One Health framework should not only involve the Ministries of Fisheries and Livestock, Health and Family Welfare, and Environment, Forest and Climate Change; it should also include agriculture, industry, and other relevant sectors. The advisor noted that pesticide and herbicide use in agriculture poses severe threats to human and animal health. She explained that while food production has increased, sufficient focus on safe food production has been lacking. She emphasized that controlling human health, animal health, and agricultural production through the One Health approach would protect public health.
M. A. Akmall Hossain Azad, Senior Secretary, Health Services Division, Ministry of Health and Family Welfare Livestock over the event. Other speakers included Md. Sarwar Bari, Secretary, Medical Education and Family Welfare Division, Ministry of Health and Family Welfare; Md. Amir Hosain Chowdhury, Chief Conservator of Forests, Forest Department; Prof. Dr. Md. Abu Jafor, Director General, Directorate General of Health Services; Dr. Rajesh Narwal, Acting WHO Representative, Bangladesh; Jiaoqun Shi, FAO Representative to Bangladesh; Reed J. Aeschliman, USAID Mission Director to Bangladesh; Prof. Dr. Nitish Chandra Debnath, National Coordinator, One Health Bangladesh and Chief of Party and Prof. Dr. Tahmina Shirin, Chair, Coordination, Committee, One Health Secretariat spoke in the occasion.
At the event, awards were distributed among winners of the One Health competitions for 2023 and 2024.
In response to a question from journalists after the event, the Advisor said that the government aims to protect both St. Martin's Island and the tourism industry together. All necessary steps will be taken, leaving no room for confusion on this matter.
#
Dipankar/Mehedi/Rana/Mosharaf/Joynul/2024/1900 hour
তথ্যবিবরণী নম্বর: ১৫৪৪
সমাজকল্যাণ উপদেষ্টার সাথে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ
ঢাকা, ১৯ কার্তিক (৪ নভেম্বর):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদের সাথে আজ মন্ত্রণালয়ের অফিস কক্ষে এশীয় উন্নয়ন ব্যাংক, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর Hoe Yun Jeong এর নেতৃত্বে প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে উপদেষ্টা সামাজিক সুরক্ষা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের সুযোগ অন্বেষণের ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশের পিছিয়ে পড়া এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য পরিকল্পনা ও কাঠামো তৈরি করা হচ্ছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিবির চলমান সামাজিক সুরক্ষা প্রোগ্রাম এবং ঢাকা ও সিলেটে হিজড়া (ট্রান্সজেন্ডার) জনসংখ্যার জন্য পরিষেবাগুলোকে সমর্থন করার জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেন।
কান্ট্রি ডিরেক্টর মন্ত্রণালয়ের চলমান ৬টি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা করেন এবং বিশেষ করে আসন্ন প্রকল্প ও টেকনিক্যাল এসিট্যান্ট কাজের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
#
রফিক/মেহেদী/ফেরদৌস/মোশারফ/রেজাউল/২০২৪/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫৪৩
জনস্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক রোগ প্রতিরোধে প্রকৃতি, প্রাণীজগত এবং পরিবেশের সুরক্ষা করতে হবে
-পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ১৯ কার্তিক (৪ নভেম্বর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জনস্বাস্থ্যের সুরক্ষা এবং সংক্রামক রোগ প্রতিরোধে প্রকৃতি, প্রাণীজগত এবং পরিবেশের সুরক্ষার দিকে নজর দিতে হবে। তিনি বলেন, বন ও বন্যপ্রাণী রক্ষায় মানবজাতির দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং