তথ্যবিবরণী নম্বর : ৩০৫
তথ্য অধিদফতরে ই-ফাইলিং সূচনায় তথ্যমন্ত্রী
সুশাসনের জন্য ডিজিটাল নথি
ঢাকা, ১৭ মাঘ (৩০ জানুয়ারি) :
উন্নয়ন ও শান্তির জন্য জঙ্গি দমনে দৃঢ়তার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় ডিজিটাল পদ্ধতির সফল প্রয়োগ করছে সরকার। তথ্য অধিদফতরে ই-নথি ব্যবস্থাপনা প্রবর্তন তারই একটি অংশ।
আজ সচিবালয়ে তথ্য অধিদফতরে ‘ই-ফাইলিং’ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন। সরকারের প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরীর সভাপতিত্বে তথ্য সচিব মরতুজা আহমদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
২০০৮ সালের নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর থেকেই বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমৃদ্ধি, সুশাসনের জন্য ডিজিটাল প্রযুক্তি এবং শান্তির জন্য জঙ্গি দমনের কাজে সরকার আত্মনিয়োগ করেছে, বলেন হাসানুল হক ইনু।
সরকারি নির্দেশনা অনুযায়ী এ ‘ই-ফাইলিং’ পদ্ধতি চালু করার জন্য তথ্য অধিদফতরকে অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, কাগজমুক্ত এ নথি ব্যবস্থাপনা সময় বাঁচাবে এবং জনগণ, গণমাধ্যম ও সরকারকে আরো ঘনিষ্ঠ করবে। এতে কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। ফলে দপ্তরটি হবে আরো আধুনিক, দক্ষ ও সেবামূলক।
অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সুশাসনের বাংলাদেশ গড়ার কাজে সরকারের আন্তরিকতার কথা জনগণের কাছে পৌঁছানোর জন্য এসময় গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
তথ্যসচিব বলেন, উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশাসন। আর ই-নথি পদ্ধতি সুশাসন নিশ্চিত করবে। একই সাথে ই-নথি পরিবেশবান্ধব, সহজতর এবং নিরাপদ। তিনি মন্ত্রণালয়ের সকল সংস্থায় এ ব্যবস্থা দ্রুত কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন।
প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন-এটুআই প্রকল্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ই-নথি এ প্রকল্প কার্যক্রমের অন্যতম বাস্তবরূপ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি অগ্রসর ধাপ। অনুষ্ঠানে তথ্য অধিদফতরের একটি নথিতে উত্থাপিত প্রস্তাব অনুমোদন করে তিনি তার দফতরে এ কার্যক্রম চালু করেন।
তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইসতাক হোসেন, সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী ও মোঃ আকতার হোসেন, উপ-প্রধান তথ্য অফিসার জসীম উদ্দিন, এটুআই কর্মকর্তা খোরশেদ আলমসহ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যম প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ই-নথি ব্যবস্থাপনায় প্রত্যেক কর্মকর্তার একটি নিজস্ব ই-তহবিল থাকবে এবং কম্পিউটার ও মোবাইলে ই-নথি পদ্ধতির মাধ্যমে নথিতে মতামত দিতে ও স্বাক্ষর করতে পারবেন তারা।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৭/২০২১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০৩
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে বিডিএস
কোর্সে ১ম বর্ষের পরিচিতিমূলক ক্লাস ২ ফেব্রুয়ারি
ঢাকা, ১৭ মাঘ (৩০ জানুয়ারি) :
২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, শেরেবাংলা নগর, ঢাকাতে ১ম বর্ষে ভর্তিকৃত বিডিএস কোর্সের শিক্ষার্থীদের পরিচিতিমূলক ক্লাস আগামী ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের ৫ম তলায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিডিএস কোর্সের নিয়মিত ক্লাস আগামী ৪ ফেব্রুয়ারি শনিবার হতে চালু হবে।
#
তথ্যবিবরণী নম্বর : ৩০৪
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে বিডিএস
কোর্সে ১ম বর্ষের ক্লাস ৪ ফেব্রুয়ারি
ঢাকা, ১৭ মাঘ (৩০ জানুয়ারি) :
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিডিএস ক্লাসে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ৪ ফেব্রুয়ারি শনিবার হতে শুরু হবে।
শিক্ষার্থীদের হোস্টেল ৩ ফেব্রুয়ারি খুলে দেয়া হবে। হোস্টেলে সিট বরাদ্দ সংক্রান্ত তথ্য কলেজের হোস্টেল অফিস থেকে জানা যাবে।
#
মাহমুদ/আলী/মোশারফ/আব্বাস/২০১৭/১৯৩৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০২
টাঙ্গাইল-৪ নির্বাচনী এলাকায় আগামীকাল সাধারণ ছুটি
ঢাকা, ১৭ মাঘ (৩০ জানুয়ারি) :
দশম জাতীয় সংসদের ১৩৩ টাঙ্গাইল-৪ নির্বাচনী এলাকার শূন্য আসনের নির্বাচন উপলক্ষে আগামীকাল ৩১ জানুয়ারি মঙ্গলবার সকল সরকারি, আধা-সরকারি, স¦ায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান বা সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীদের স¦ স¦ ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যদি উক্ত তারিখে কোন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারী সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে।
#
আলমগীর/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০১
১০০ টাকার প্রাইজবন্ডের ড্র আগামীকাল
ঢাকা, ১৭ মাঘ (৩০ জানুয়ারি) :
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৮৬তম ‘ড্র’ আগামীকাল ৩১ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
প্রাইজবন্ডের ড্র-তে ৬ লাখ টাকার একটি, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, ১ লাখ টাকার ২টি, ৫০ হাজার টাকার ২টি এবং ১০ হাজার টাকার ৪০টি সহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।
আগামী ১ ফেব্রুয়ারি জাতীয় দৈনিক পত্রিকায় ‘ড্র’ এর ফলাফল প্রকাশিত হবে।
#
রাজিয়া/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৮৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০০
এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সভা
ঢাকা, ১৭ মাঘ (৩০ জানুয়ারি) :
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০১৭ সুষ্ঠু, নকলমুক্ত এবং ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির এক সভা আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতে সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং প্রশ্নপত্র ফাঁস রোধে সবধরনের প্র¯ুÍতি গ্রহণ করা হয়েছে।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠান এবং প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এবার প্রশ্নপত্র ফাঁেসের কোন সুযোগ নেই। যে সব জায়গা থেকে প্রশ্নপত্র ফাঁস হয়, সে সব জায়গায় প্রতিরোধের ব্যবস্থা নেয়া হয়েছে, গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে। বিজি প্রেসের পুরো সিস্টেম পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, একটি চক্র ভুয়া প্রশ্নপত্র বানিয়ে এবং গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এদের কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়েছে। এ ছাড়া জাতীয় মনিটরিং কমিটির কার্যক্রমের ফলে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা সম্ভব হয়েছে। এ বছর প্রশ্নপত্র ফাঁসের কোন গুজব ওঠেনি।
সভায় অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস, চৌধুরী মুফাদ আহমদ ও রুহী রহমান, কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস ও একেএম জাকির হোসেন ভুঞা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
#
আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮২৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৯
ধর্মমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ হজ প্রতিনিধিদল সৌদি আরব যাত্রা
ঢাকা, ১৭ মাঘ (৩০ জানুয়ারি) :
বাংলাদেশ-সৌদি আরব দ্বিপাক্ষিক হজচুক্তি ১৪৩৮ হিজরি (২০১৭ খ্রি.) সম্পাদনের লক্ষ্যে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের বাংলাদেশ হজ প্রতিনিধিদল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ রাত ১০টায় সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আগামী
১ ফেব্রুয়ারি সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেনের সাথে দ্বিপাক্ষিক হজচুক্তি সম্পাদন করবেন।
এছাড়া বাংলাদেশের হজ প্রতিনিধিদল দক্ষিণ এশীয় হাজিসেবা সংস্থা (মুয়াসসাসা), ইউনাইটেড জেনারেল কার সিন্ডিকেট, মদিনা আদিল্লা অফিস এবং সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সাথে আলাদা ৪/৫ টি অধিচুক্তি স্বাক্ষর করবেন।
ধর্মমন্ত্রীর নেতৃত্বে হজ প্রতিনিধিদলে রয়েছেন, ধর্ম বিষয়ক সচিব মো. আব্দুল জলিল, যুগ্মসচিব (হজ) মো. হাফিজ উদ্দিন এবং ধর্মমন্ত্রীর একান্ত সচিব ড. মো. আবুল কালাম আজাদ।
হজচুক্তি সম্পন্ন করে প্রতিনিধিদল আগামী ৭ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
আনোয়ার/অনসূয়া/রেজ্জাকুল/রফিকুল/আসমা/২০১৭/১৫৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৮
সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের পাশে শিক্ষামন্ত্রী
ঢাকা, ১৭ মাঘ (৩০ জানুয়ারি) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক ও ছাত্রছাত্রীদের দেখতে যান। এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মিজানুর রহমান ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী আহত শিক্ষক ও শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং চিকিৎসার দায়িত্বে নিয়োজিত চিকিৎসকদের সাথে কথা বলেন। তিনি বলেন, আহতদের সুচিকিৎসার জন্য সবকিছু করা হবে। তিনি আহতদের সান্ত¦না দেন ও সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি যশোরের চৌগাছার বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা দিনাজপুরের একটি পিকনিক স্পটে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়।
#
আফরাজুর/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৭/১৫২৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৭
প্রথম বর্ষ স্নাতক (পাস) ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ আগামীকাল
ঢাকা, ১৭ মাঘ (৩০ জানুয়ারি) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ¯œাতক (পাস) ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকা ৩১ জানুয়ারি এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও ২য় মেধা তালিকা ২ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।
ঝগঝ এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে হঁ<ংঢ়ধপব>ধঃযঢ়<ংঢ়ধপব>ৎড়ষষ হড় লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করলে ফলাফল জানা যাবে এবং রাত ৯টা থেকে ওয়েবসাইট িি.িধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ অথবা হঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং থেকে এ ফলাফল জানা যাবে।
#
ফয়জুল/অনসূয়া/রফিকুল/আসমা/২০১৭/১৫৩০ ঘণ্টা