Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st August ২০২৪

তথ্যবিবরণী ৩১ জুলাই ২০২৪

তথ্যবিবরণী                                                                                                                          নম্বর: ৩২৪

 

মৎস্য খাতে রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে কাজ করছে সরকার

                                  --মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই):

মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বৈদেশিক আয় বাড়ানোর জন্য মাছের উৎপাদন বৃদ্ধিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান।

রাজধানীর হাতিরঝিলে আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং বাংলাদেশ নৌ পুলিশের সহযোগিতায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪’ উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, আমরা মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, ফলে আমরা মাছ রপ্তানি করছি। এখন আমাদের লক্ষ্য রপ্তানি আয় বাড়ানো। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মাছ হবে আমাদের দ্বিতীয় প্রধান অর্থনৈতিক মুদ্রা অর্জনের খাত। আমরা সে লক্ষ্যে কাজ করছি। দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানির দিকে মনোযোগী হতে হবে। সকল নদী, নালা, খাল, বিল, মাছ চাষের আওতায় আনতে হবে। পুরাতন ও পরিত্যক্ত পচা, ডোবা, পুকুর সংস্কারের উদ্যোগ নেয়া হবে যাতে মাছের উৎপাদন কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পারি।

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্য ধারণ করে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে জানিয়ে মৎস্য মন্ত্রী বলেন, আমাদের মাছ চাষের উপযোগী যতো স্থান আছে তা খুঁজে বের করে মাছ চাষের আওতায় আনতে হবে। তাহলেই ২০৩০ সালে ৬৫ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা আমরা অর্জন করতে পারবো। নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকর কারেন্ট জাল, বেহুন্দী জাল, চায়না জালের ব্যবহার বন্ধের জন্য তিনি সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে জনগণকে সচেতন ও সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি সাংবাদিকদের প্রতি এসময় আহ্বান জানান।

পরবর্তীতে মন্ত্রী মৎস্য খাতে সরকারের বিভিন্ন অর্জন এবং সচেতনতা ও উদ্দীপনামূলক বিভিন্ন কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে সজ্জিত বর্ণাঢ্য নৌ র‍্যালিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ তোফাজ্জেল হোসেন ও মোঃ আব্দুল কাইয়ূম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোঃ আলমগীর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহসেনা বেগম তনু ও বাংলাদেশ নৌপুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#

নাজমুল/সায়েম/শফি/রানা/সঞ্জীব/রফিকুল/রেজাউল/২০২৪/২১০৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ৩২৩

দেশের শান্তি-সম্প্রীতি রক্ষায় উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে

                                                                                                   -ধর্মমন্ত্রী

 ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই):

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে উলামায়ে কেরামরা খুবই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। দেশের শান্তি-সম্প্রীতি রক্ষায় উলামায়ে কেরামদেরকে এভাবে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।

          আজ রাজধানীর বেইলী রোডে ধর্মমন্ত্রীর সরকারি বাসভবনস্থ সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিশিষ্ট উলামায়ে কেরামের ভূমিকা’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, আলেম-উলামারা আমাদের সমাজের অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাঁরা সকলেই অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল মানুষ। সরকার দেশের উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ ও বাস্তবায়নে উলামায়ে কেরামদের মতামত ও পরামর্শকে গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী ঘটনাপ্রবাহের আলোকে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় ও উন্নয়ন-অগ্রগতিকে গতিশীল রাখতে আলেম-উলামা সমাজের বিশেষ দায়িত্ব রয়েছে। সম্প্রতি অগ্নি সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের মাধ্যমে যে হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় সম্পদের ধ্বংস করা হয়েছে তার নেপথ্যে যারা ছিলো তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করার ক্ষেত্রে উলামায়ে কেরামদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন। ইসলাম শিক্ষার প্রসার ও অবকাঠামোগত উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অবিস্মরণীয়। দেশের উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমেই কেবল ইসলাম ও দেশের সামগ্রিক উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করা সম্ভব। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কোনো কুচক্রী মহল যাতে আলেম-উলামাদেরকে বিভ্রান্ত করতে না পারে এবং দেশের শান্তি-শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হুছামউদ্দিন চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে আলেম- ওলামা সমাজ প্রধানমন্ত্রীর সাথেই আছে সে বিষয়ে উলামায়ে কেরামদের পক্ষ হতে তাঁকে আশ্বস্ত করতে হবে। এছাড়া, মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে কোনো সংঘাতে জড়িয়ে না পড়ে সে বিষয়ে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট উলামায়ে কেরামদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দারের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. বশিরুল আলম, বায়তুল মোকারম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, দারুল উলুম রামপুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন সরকার সালেহী-সহ দেশের বিশিষ্ট উলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।

#

আবুবকর/সায়েম/শফি/রানা/রফিকুল/শামীম/২০২৪/১৭২০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর: ৩২২

আত্মোপলব্ধির মাধ্যমে শুদ্ধাচার চর্চা সুশাসন প্রতিষ্ঠার মূল চাবিকাঠি

                                                                                   --- ভূমিমন্ত্রী

ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই):

          কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস¦রূপ ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর ও সংস্থার সাতজন গণকর্মচারী ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

          আজ সচিবালয়ে ঢাকায় ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা সনদ ও স্মারক তুলে দেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

          শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, আত্মোপলব্ধির মাধ্যমে শুদ্ধাচার চর্চা সুশাসন প্রতিষ্ঠার মূল চাবিকাঠি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের জাতীয় মুক্তি অর্জন করি। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পারলেই আমাদের স্বাধীনতা অর্থবহ হবে। আমাদের সকল কাজে দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখে শুদ্ধাচার চর্চা করতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী পরিকল্পিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের চারটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে একটি স্মার্ট সরকার। স্মার্ট সরকার গঠনের জন্য কর্মক্ষেত্রে শুদ্ধাচার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

          ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী (বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত), ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ খলিলুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুস শুকুর, প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জিন্নাত আরা জুসি, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ আবুল কালাম আজাদ এবং অফিস সহায়ক মোঃ ইলিয়াস ভূইয়া নিজ নিজ ক্যাটেগরিতে ২০২৩-২৪ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন।

          ভূমি সচিব মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী, সায়মা ইউনুস ও জিয়াউদ্দীন আহমেদসহ অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

নাহিয়ান/সায়েম/শফি/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর: ৩২১

 

সেবার মান আরো উন্নত করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি ধরে রাখতে হবে

                      -- বিমান ও পর্যটন মন্ত্রী

ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই):

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, সেবার মান আরো উন্নত করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি ধরে রাখতে হবে।

 

আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বোর্ড মিটিং শেষে হোটেলটির কর্মচারী ইউনিয়নের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

 

মন্ত্রী বলেন, ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকতে হলে সেবার মান বৃদ্ধি ও অতিথিদের চাহিদা অনুযায়ী নতুন সেবা চালুকরণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। গত ১৫ বছরে বাংলাদেশের অন্যসব সেক্টরের মতো পর্যটন ও হসপিটালিটি সেক্টরেও ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে । উন্নয়নের এই ধারাকে বজায় রাখতে আমাদের সকলের আন্তরিকভাবে কাজ করতে হবে।

 

মতবিনিময়কালে মন্ত্রী হোটেলের কর্মচারীদের দাবি-দাওয়া সম্পর্কে অবহিত হন এবং তাদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস প্রদান করেন।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম বেঞ্জামিন নিয়াজী, সোনারগাঁও হোটেল কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল চন্দ্র মজুমদার এবং সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।

 

উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই মন্ত্রী হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ড সদস্য ও কর্মচারী ইউনিয়নের সাথেও মতবিনিময় করেন।

 

#

 

তানভীর/সায়েম/শফি/রানা/রফিকুল/রেজাউল/২০২৪/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর: ৩২০

 

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে উন্নত প্রযুক্তির প্রয়োগ বাড়াতে হবে

     -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই):

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে উন্নত প্রযুক্তির প্রয়োগ বাড়াতে হবে। অকৃষিজ জমির সহজলভ্যতা সূর্যের বিকিরণ হার ও নবায়নযোগ্য বিদ্যুতের মূল্য বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে অন্যতম প্রতিবন্ধক। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে কিছুটা সুফল পাওয়া যেতে পারে।

 

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে ৫০ মেগাওয়াট সোলার পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সোনাগাজী সোলার পাওয়ার ইউনিট লিমিটেড-এর সাথে বিদ্যুৎ বিভাগের বাস্তবায়ন চুক্তি ও বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, সরকারি-বেসরকারি খাতে চলমান প্রকল্পগুলোর মধ্যে ৪৭টি প্রকল্পে ৩ হাজার ৭৪৯ দশমিক শূন্য ৭ মেগাওয়াট এবং প্রক্রিয়াধীন ৭৯টি প্রকল্পে ৯ হাজার ৩১৮ দশমিক ১৫ মেগাওয়াট অর্থাৎ ১২৬টি প্রকল্পে ১৩ হাজার ৬৭ দশমিক ২২ মেগাওয়াট নবায়নযোগ্য উৎস হতে বিদ্যুৎ উৎপাদনের কাজ চলমান। এই প্রকল্পগুলোর সফল বাস্তবায়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস হতে আট-দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে আসবে। ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ বিদ্যুৎ ক্লিন এনার্জি এবং ২০৫০ সালের মধ্যে ‘০’ (শূন্য) কার্বন ইমিউশন করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। তাছাড়া, ২০ হাজার একর জায়গায় সোলার হতে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প হাতে নেয়া হচ্ছে। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ করেই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার  জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন। 

 

জার্মানি কোম্পানি ib vogt GmbH-এর পরিচালানায় বাস্তবায়নাধীন ৫০ মেগাওয়াট সোনাগাজী সোলার পাওয়ার কোম্পানির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্মসচিব নিরোধ চন্দ্র মন্ডল, পিডিবির পক্ষে বোর্ডের সচিব মোহাম্মদ সেলিম রেজা, পিজিসিবি’র পক্ষে কোম্পানির সচিব মোঃ জাহাঙ্গীর আজাদ এবং সোনাগাজী সোলার পাওয়ার ইউনিট লিমিটেড-এর পক্ষে মোহাম্মদ মাহবুবুল হাসান চুক্তিতে স্বাক্ষর করেন। ২০ বছর মেয়াদি এই প্রকল্পে প্রতি ইউনিটে বিদ্যুতের ক্রয় মূল্য ১০ দশমিক ৯৪ সেন্ট। 

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, পিডিবি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান ও ib vogt-এর পরিচালক Goncalo Aleixo বক্তব্য রাখেন। 

 

#

 

আসলাম/সায়েম/শফি/রানা/সঞ্জীব/রেজাউল/২০২৪/১৮৪২ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ৩১৮

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৫ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৮ হাজার ৯৮৩ জন।

#

 দাউদ/সায়েম/রানা/রফিকুল/শামীম/২০২৪/১৭২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর: ৩১৭

 

মাছচাষিদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে বললেন

                   -গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া, ১৬ শ্রাবণ (৩১ জুলাই):

          মাছচাষিদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদানের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। মাছচাষিদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান করতে পারলে মাছের উৎপাদন আরো বৃদ্ধি করা সম্ভব হবে। 

          আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান, আলোচনা সভা ও মাছচাষিদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ পরামর্শ দেন। 

          তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও যুগোপযোগী সিদ্ধান্তের ফলে গত কয়েক বছরের দেশে মাছের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে দেশের আমিষের চাহিদা পূরণ করে মাছ বিদেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে।

          তিনি আরো বলেন, সামুদ্রিক মৎস্য আহরণে আমাদের দেশ এখনো পিছিয়ে আছে। সমুদ্রে মৎস্য আহরণে মোটা অংকের অর্থ বিনিয়োগ করতে হয়। আমাদের বেশিরভাগ জেলেদের সেই সক্ষমতা নেই। জেলেদের অর্থ বিনিয়োগে সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। 

          মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত পদক্ষেপের ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে দেশের সমুদ্রসীমা নির্ধারিত হয়েছে। এতে বিশাল সমুদ্রসীমায় আমাদের দখল প্রতিষ্ঠিত হয়েছে। এই সমুদ্রসীমা মৎস্য চাষ, আহরণ ও ভূমি পুনরুদ্ধার কাজে ব্যবহার করা যাবে যা দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনতে সক্ষম। 

          ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন, সিভিল সার্জন ডা: মো: বেলায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো: হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী মন্টু। অনুষ্ঠান শেষে মন্ত্রী স্থানীয় পুরুলিয়া ঘাটে মাছের পোনা অবমুক্ত করেন। 

          উল্লেখ্য যে, ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' স্লোগান নিয়ে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশের জাতীয় মৎস্য সপ্তাহ উদ্‌যাপন করা হচ্ছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মাছ চাষি ও মৎস্যজীবী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী।

#

রেজাউল/ফাতেমা/সিরাজ/সুবর্ণা/কলি/মাসুম/২০২৪/১৬০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                 নম্বর : ৩১৬

কানাডার বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শোকসভা

অটোয়া (কানাডা), ৩১ জুলাই :

কোটাবিরোধী আন্দোলনের নামে সাম্প্রতিক সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে নিহতদের স্মরণে গতকাল অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে শোকসভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

কানাডায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার দেওয়ান হোসনে আইয়ুব এর সভাপতিত্বে শোকসভায় হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

#

সাজ্জাদ/ফাতেমা/সিরাজ/কলি/মানসুরা/২০২৪/১০১৫ ঘণ্টা

2024-08-01-05-06-c40130ba401e423dce6935c8966529ce.docx