Handout Number: 1448
Use of fossil fuel must be reduced to combat climate change
-- Climate Change Advisor
Dhaka, October 26:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, stated that fossil fuel use is one of the main drivers of climate change. She emphasized the need to reduce its use, adapt development models, and work collectively to control pollution.
She delivered these remarks in a video message at the Press Institute of Bangladesh (PIB) seminar room during the mentoring program titled 'Journalism in the Age of Energy Transition: COP29 Coverage Strategies and Mentoring' today. The program aimed to enhance the skills of journalists in print, electronic, and online media in preparation for coverage of the upcoming COP29.
Rizwana Hasan further stated the importance of effectively covering climate conferences and using knowledge from training to support at-risk communities through actionable steps.
The event was chaired by PIB Director General Faruk Wasif, with moderation by CAPS Chairman Professor Dr. Ahmad Kamruzzaman Majumder. The Guest of Honor was BRAC University’s Emeritus Professor Dr. Ainun Nishat. Special guests included Sweden Embassy’s First Secretary for Environment and Climate Change, Naoka Martinez Backstrom, and Managing Director of the Journalists Welfare Trust, M Abdullah. Senior journalists served as mentors at the event.
#
Dipankar/Rana/Ferdous/Mosharaf/Salim/2024/21.30 Hrs.
তথ্যবিবরণী নম্বর: ১৪৪৭
জলবায়ু পরিবর্তন রোধে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে
-- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ১০ কার্তিক (২৬ অক্টোবর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহারই জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। তাই আমাদের এর ব্যবহার কমাতে হবে। উন্নয়নের মডেলে পরিবর্তন আনতে হবে এবং দূষণ রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
উপদেষ্টা আজ ঢাকায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সেমিনার কক্ষে ‘জার্নালিজম ইন দ্য এজ অভ্ এনার্জি ট্রানজিশন: কপ ২৯ কভারেজ স্ট্রাটেজিস অ্যান্ড মেন্টরিং’ শীর্ষক মেন্টরিং প্রোগ্রামে ভিডিও বার্তায় এসব কথা বলেন। এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও আসন্ন কপ ২৯ এর সংবাদ সংগ্রহের প্রস্তুতি।
রিজওয়ানা হাসান আরো বলেন, জলবায়ু সম্মেলনগুলো থেকে দক্ষতার সাথে সংবাদ সংগ্রহ জরুরি। প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে ঝুঁকিতে থাকা জনগণের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং সঞ্চালনায় ছিলেন ক্যাপস-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। গেস্ট অব অনার ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নাইওকা মার্টিনেজ ব্যাকস্ট্রোম ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ। সিনিয়র সাংবাদিকগণ উক্ত অনুষ্ঠানে মেন্টর হিসেবে ছিলেন।
#
দীপংকর/রানা/মোশারফ/সেলিম/২০২৪/২১৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৪৪৬
সরকার নিরাপদ খাদ্যের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে
-- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ময়মনসিংহ, ১০ কার্তিক (২৬ অক্টোবর):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নিরাপদ খাদ্য গ্রহণ এখন সময়ের দাবি। সরকার নিরাপদ খাদ্যের জন্য সর্বোচ্চ ব্যবস্হা গ্রহণ করবে। নিরাপদ খাদ্য ও ফিড আমদানি প্রসঙ্গে তিনি বলেন, ফিডের সাথে অনেক উপাদান আমদানি করতে হয়। ফিড যদি নিরাপদ না হয়, তাতে যদি এন্টিবায়োটিক থাকে আমাদের শরীরও নিরাপদ থাকবে না।
আজ ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম এবং বিশ্ব খাদ্য দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড আয়োজিত ‘খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সম্পর্কিত জাতীয় প্রযুক্তিগত সেমিনার’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
খাদ্য নিরাপত্তা বিষয়ে সেমিনারে উপদেষ্টা বলেন, খাদ্য নিরাপত্তার প্রশ্নটি এখন অনেকভাবেই আলোচিত হচ্ছে। ষাট কিংবা সত্তরের দশকে বলা হতো সবুজ বিপ্লবের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা যাবে। পরবর্তীতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্হা-শুধু খাদ্য উৎপাদন নয়, খাদ্য নিরাপত্তার কথাও বলে আসছে।
মৎস্য, প্রাণিসম্পদ এবং কৃষিতে হার্বিসাইড বন্ধের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, হার্বিসাইড ব্যবহারের ফলে গরু-ছাগল মারা যাচ্ছে আর এটা বন্ধ না করলে কোনো অবস্হাতেই আমরা সুস্হ ও নিরাপদ থাকতে পারবো না। তিনি ধানে ক্ষতিকর কীটনাশক ব্যবহারের ফলে স্বাস্থ্য এবং পরিবেশের ব্যাপক ক্ষতির কথা বলেন।
ছাত্র-জনতার আন্দোলনের ফলে অন্তর্বর্তী সরকার গঠনের কথা স্মরণ করে উপদেষ্টা এ সময় আরো বলেন, সরকারের অন্যতম কাজ শহিদ পরিবারকে সহায়তা ও আহতদের পরিপূর্ণরূপে চিকিৎসাদান।
সেমিনারে বক্তারা বলেন, নিরাপদ খাদ্যের ব্যাপারে সকল পর্যায়ে সচেতনতার উদ্যোগ নেওয়া এখন জরুরি। উৎপাদন থেকে শুরু করে ভোক্তার খাবার টেবিলে আসা পর্যন্ত প্রত্যেকটি পর্যায়ে সকলের সচেতনতা প্রয়োজন। সবাই সচেতন হলে সুস্থ ও মেধাবী জাতি গঠনে আমরা অগ্রসর হতে পারব।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ খালেদ হোসেনের সভাপতিত্বে চিফ প্যাট্রন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঞাঁ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ জাকারিয়া, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক, আইইডিসিআর এর পরিচালক প্রফেসর ডা. তাহমিনা শীরিন। এছাড়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোঃ মাহমুদুল হাসান শিকদার।
#
মামুন/রানা/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৪/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৪৪৫
ফিলিস্তিনিদের সহায়তায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে
---ধর্ম উপদেষ্টা
ঢাকা, ১০ কার্তিক (২৬ অক্টোবর):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিশ্ববাসীকে ফিলিস্তিনের নির্যাতিত ও গৃহহীন জনসাধারণের সাহায্যে হাত বাড়িয়ে দিতে হবে। তাদের মানবাধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। মুসলিম বিশ্বকে ফিলিস্তিনিদের সহায়তায় ঐক্যবদ্ধ হতে হবে।
আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে পয়েট্রি ফর প্যালেস্টাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ফিলিস্তিন আমাদের অন্তর, মন ও আত্মার সাথে মিশে আছে। আমরা ফিলিস্তিনকে ভালোবাসি এবং সেদেশের নির্যাতিত জনসাধারণের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। আমরা তাদের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করি।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। কিন্তু সমগ্র বিশ্ব নীরব আছে। ফিলিস্তিনি নারী, শিশু ও বয়োবৃদ্ধ নাগরিকদের আর্তনাদ কাউকে স্পর্শ করছে না। সবাই নির্বিকার হয়ে বসে আছে। তিনি বলেন, ফিলিস্তিন পবিত্র ভূমি। এ ভূমিতে মুসলমানদের প্রথম কিবলা আল কুদস বা মসজিদুল আকসা রয়েছে। এই পবিত্র ভূমিতে শতাধিক নবী রাসুলের সমাধি রয়েছে। উপদেষ্টা এ ভূমির পবিত্রতা রক্ষায় মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার অনুরোধ জানান।
ঢাকার ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ্ কাওসার মুস্তাফা আবুলউয়ালী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মজিবুর রহমান মঞ্জু ও মেজর জেনারেল এহতেশামুল হক বক্তৃতা করেন।
পরে উপদেষ্টা নির্বাচিত কবিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
#
সিদ্দীক/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/২০০৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৪৪৪
তরুণদের কাজ করার স্পৃহা নতুন বাংলাদেশকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে
-- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
ঢাকা, ১০ কার্তিক (২৬ অক্টোবর):
শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তরুণদের কাজ করার স্পৃহা নতুন বাংলাদেশকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে।
আজ ঢাকায় ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) আয়োজিত ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, দুর্ভোগ কমিয়ে জনমনে স্বস্তি ফেরাতে সরকার সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্য হাতের নাগালে রাখতে তরুণদেরকে বিভিন্ন স্তরে সম্পৃক্ত করছে সরকার। সিন্ডিকেটের দৌরাত্ম্য সরকারের সদিচ্ছাকে দমিয়ে রাখতে পারবে না। বাজার অস্থিতিশীল করে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আসিফ মাহমুদ আরো বলেন, দ্রুতই ভোক্তা অধিকার আইনকে আরো শক্তিশালী করা হচ্ছে। আইনটি সংশোধনের ব্যাপারে ইতোমধ্যেই বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে কথা বলা হয়েছে, বিষয়টি প্রক্রিয়াধীন।
তরুণদের উদ্দেশে উপদেষ্টা বলেন, বাংলাদেশে কৃষকের মার্কেটটা অনেক বড়। এটা ব্যবসার জন্য ভালো সুযোগ। যারা এটা নিয়ে কাজ করতে চাইবে তাদের নিজেরও উন্নতি হবে একই সাথে জনকল্যাণও হবে। সরকারের পক্ষ থেকে তাদের সব রকম সহযোগিতা করা হবে। কোনো বাধা আসলে সরকার তা মোকাবিলা করবে।
#
নূর আলম/রানা/মোশারফ/সেলিম/২০২৪/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৪৪৩
দেশের স্থিতিশীলতা ও উন্নয়নে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান গুরুত্বপূর্ণ
---ধর্ম উপদেষ্টা
ঢাকা, ১০ কার্তিক (২৬ অক্টোবর):
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে। দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য এই সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে ‘ধর্মীয় সম্প্রীতি: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে এফসিডিও'র সহযোগিতায় দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এই জাতীয় সংলাপের আয়োজন করে।
ধর্ম উপদেষ্টা বলেন, আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষ সুপ্রাচীনকাল থেকেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। জাতি হিসেবে আমাদের যা কিছু অর্জন তার পিছনে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের ঐকান্তিক প্রচেষ্টা ও অবদান রয়েছে। তিনি আরো বলেন, জুলাই বিপ্লব পরবর্তী প্রেক্ষাপটে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি সেদেশ গড়তে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।
ড. খালিদ বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে ধর্মপালন, ধর্মচর্চা ও প্রচারের অধিকার রয়েছে। এ অধিকার যাতে কেউ বিঘ্নিত করতে না পারে সেবিষয়ে সরকার সতর্ক রয়েছে। কোনো দুর্বৃত্তকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সুযোগ সরকার দেবে না। তিনি আরো বলেন, শান্তি, সামাজিক সংহতি ও শক্তিশালী জাতীয় পরিচয় গড়ে তোলার জন্য ধর্মীয় সম্প্রীতি অপরিহার্য। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক শ্রী হীরেন্দ্র নাথ বিশ্বাস, টালিথাকুমি চার্চের বিশপ ফিলিপ পি অধিকারী ও বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক সুনন্দপ্রিয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মামুন আল মোস্তফা 'বাংলাদেশের ধর্ম ও সংস্কৃতি: ঐতিহ্য, সংকট ও করণীয়' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ও শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
#
সিদ্দীক/রানা/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৮০৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৪৪২
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ১০ কার্তিক (২৬ অক্টোবর):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৮৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১৫৬ জন।
#
দাউদ/শিবলী/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৭১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৪৪১
নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি
-- মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা
সিলেট, ১০ কার্তিক (২৬ অক্টোবর):
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
উপদেষ্টা আজ সিলেটে জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ হালনাগাদকরণ বিষয়ে অংশীজনের অংশগ্রহণে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, নির্যাতনের শিকার নারী ও শিশুকে উদ্ধার এবং সুস্থ অবস্থায় পরিবারে ফিরিয়ে দেয়া একটি জটিল প্রক্রিয়া। নির্যাতনের যে ঘটনাগুলো ঘটে তা বেশির ভাগই সঠিকভাবে চিহ্নিত করা যায় না। যখন কেউ নারী নির্যাতন করে এবং যদি কেউ দিনের পর দিন তা সহ্য করতে থাকে- তখন দুজনের কেউই মানুষ থাকে না। বিদ্যমান সমাজ কাঠামোতে একটি ছেলে পরিবার থেকেই শিক্ষা নেয়, নারীকে নির্যাতন করলে বিশেষ কিছু হয় না। এ মানসিকতার পরিবর্তন করতে হলে পারিবারিক শিক্ষার পাশাপাশি রাষ্ট্রেরও ভূমিকা রাখতে হবে।
বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসলিমা নাসরিন।
#
রফিক/রবি/আলী/লিখন/২০২৪/৩.২১ ঘণ্টা