তথ্যবিবরণী নম্বর : ১২৪
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ই-পোস্টার প্রকাশিত
ঢাকা, ২৫ পৌষ (৯ জানুয়ারি) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে আগামী ১০ জানুয়ারি ২০২১ তারিখ বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে তিনটি বিশেষ ডিজাইনের ই-পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারগুলোর পৃথক তিনটি শিরোনাম হলো : ‘১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস : মুক্ত স্বদেশে বিজয়ের মহানায়ক’, '10 JANUARY HOMECOMING DAY OF BANGABANDHU SHEIKH MUJIBUR RAHMAN THE PEOPLE’S HERO' এবং ‘১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির শ্রদ্ধা।’
প্রকাশিত ই-পোস্টারগুলো ইলেক্ট্রনিক, প্রিন্ট, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
#
নাসরীন/সাহেলা/মোশারফ/সেলিম/২০২১/২১৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৩
প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল দক্ষতা থাকতে হবে
-- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
ঢাকা, ২৫ পৌষ (৯ জানুয়ারি) :
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রযুক্তির আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্র-ছাত্রীদের উপযোগী করে তৈরি করতে না পারলে টিকে থাকা কঠিন হবে। এই জন্য প্রত্যেকের ডিজিটাল দক্ষতা থাকতেই হবে। তিনি চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উপযুক্ত শিক্ষক তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, যন্ত্র বা প্রযুক্তি দুটি জায়গা দখল করতে পারবে না । এর একটি মেধা এবং অপরটি হচ্ছে সৃজনশীলতা। বেসিক ডিজিটাল দক্ষতা থাকলে প্রযুক্তির চ্যালেঞ্জ দূর করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আজ ঢাকায় ওয়েবিনারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত ‘এন্টারপ্রিনিয়ার্স ডায়রি’ শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রকৃত পরিবেশ, সঠিক দিকনির্দেশনা ও উপযুক্ত সহায়তা প্রদান খুবই প্রয়োজন। এসবের পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। এতে তাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ থাকে না।
প্রাথমিক স্তরে ডিজিটাল শিক্ষা বিস্তারের অগ্রদূত মোস্তাফা জব্বার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ধারাবাহিকতায় অতীতের শত শত বছরের পশ্চাদপদতা অতিক্রম করে বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন সূচক তুলে ধরে বলেন, বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবান নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের ৮০টি দেশে সফটওয়্যার রপ্তানি করছে। বাংলাদেশে উৎপাদিত মোবাইল দেশের মোট চাহিদার শতকরা ৫২ শতাংশ পূরণ করছে। নাইজেরিয়া, নেপাল ও আমেরিকায় বাংলাদেশ কম্পিউটার ও মোবাইল ফোন রপ্তানি করছে। তিনি বলেন, করোনাকালে দেশের সত্তরভাগ রোগী ঘরে বসে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা নিচ্ছে, ডিজিটাল কমার্স চারগুণ বেড়েছে। প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে ইন্টারনেটে শিশুরা পড়ালেখা করার সুযোগ পাচ্ছে যা আগে কখনো কল্পনাও করা যায়নি বলে মন্ত্রী উল্লেখ করেন।
অনুষ্ঠানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি‘র উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান এবং অধ্যাপক সাদিয়া আহমেদ বক্তৃতা করেন।
#
শেফায়েত/সাহেলা/মোশারফ/সেলিম/২০২১/২১২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২২
সাংস্কৃতিক কর্মকান্ডের ব্যাপকতা বৃদ্ধি জঙ্গিবাদ-মৌলবাদকে রুখতে সহায়ক হবে
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৫ পৌষ (৯ জানুয়ারি) :
আজ রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ডিরেক্টরস গিল্ডের দ্বিবার্ষিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ জঙ্গিবাদ-মৌলবাদ রুখতে দেশব্যাপী সাংস্কৃতিক কর্মকান্ডের ব্যাপকতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
মন্ত্রী বলেন, সরকার দেশের উন্নয়নের পাশাপাশি জনগণের আত্মিক উন্নয়ন ঘটাতে চায়, কারণ উন্নত জাতি গঠনে এর বিকল্প নেই। তিনি এ সময় নাটক, চলচ্চিত্রসহ সংস্কৃতির সকল অঙ্গনে দেশের কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে লালনে যত্নবান থাকতে সৃষ্টিশীলদের প্রতি আহ্বান জানান।
ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দীন লাভলু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এ হক অলীকের সঞ্চালনায় সভায় নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, ম হামিদ, অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম, চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বক্তব্য রাখেন।
#
আকরাম/সাহেলা/মোশারফ/সেলিম/২০২১/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২১
রক্তার্জিত স্বাধীনতা পূর্ণতা পায় ১০ জানুয়ারি
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৫ পৌষ (৯ জানুয়ারি) :
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ বলেছেন, ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই পূর্ণতা পায় দেশের রক্তার্জিত স্বাধীনতা।'
মন্ত্রী আজ রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী হকার্স লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে মন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। সেই প্রচন্ড উচ্ছ্বাসের মধ্যেও বাঙালির মনের গভীরে একটি কালো দাগ ছিল- বঙ্গবন্ধু কখন আসবেন। দেশের রক্তার্জিত স্বাধীনতা সেদিনই পূর্ণতা পেয়েছিল, যেদিন জাতির পিতা শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১০ জানুয়ারি বাংলাদেশে পদার্পণ করেন।'
'বঙ্গবন্ধু মুজিব হাজার বছরের ঘুমন্ত বাঙালিকে স্লোগান শিখিয়েছিলেন- বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা' ; আর সেই স্লোগানে উদ্দীপ্ত লাখ লাখ বাঙালি বুকের তাজা রক্ত ঢেলে সেই রক্তিম স্বাধীনতা ছিনিয়ে এনেছিল' বলেন মন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, '১০ জানুয়ারি দেশের মাটিতে পদার্পণ করে বঙ্গবন্ধু পরিবারের কাছে যাননি, বিমানবন্দর থেকে ছুটে গেছেন সোহরাওয়ার্দী উদ্যানে আনন্দাশ্রুসজল নয়নে জাতির পিতাকে এক পলক দেখার জন্য উন্মুখ লাখ লাখ মানুষের কাছে। সেই আনন্দে বিহবল জনতার সমুদ্রকে তিনি বলেছিলেন- দেশের মানুষেরা দেশকে স্বাধীন করেছে, তাকে মুক্ত করে এনেছে, তাদের রক্তের ঋণ তিনি বুকের রক্ত দিয়ে শোধ করতে প্রস্তুত। সেদিন কেউ ভাবেনি পঁচাত্তরের ১৫ আগস্ট তাকে ঘাতকের হাতে প্রাণ দিতে হবে।'
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির যে ৭ দশমিক ৪ শতাংশের রেকর্ড বঙ্গবন্ধু করে গিয়েছিলেন, চল্লিশ বছর পরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে জাতি তা অতিক্রম করতে পেরেছে, বলেন তথ্যমন্ত্রী।
এ সময় আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ পরিচালনার যুগপূর্তিতে প্রধানমন্ত্রীর ভাষণের বিষয়ে বিএনপিনেতা রিজভী আহমেদের মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, 'অন্ধ ও বধিরের মতো সমালোচনা না করে বিএনপিকে অনুরোধ করবো আন্তর্জাতিক অর্থ তহবিল, এশীয় উন্নয়ন ব্যাংক ও জাতিসংঘের পরিসংখ্যানগুলোতে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির চিত্রের দিকে তাকাতে।'
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি অনলাইনে এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মান্নাফী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সভায় বক্তব্য রাখেন। হকার্স লীগের সাবেক সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহেদ আলী সভাটি সঞ্চালনা করেন।
#
আকরাম/সাহেলা/মোশারফ/সেলিম/২০২১/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২০
বেগম জাকিয়া সুলতানা বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান
ঢাকা, ২৫ পৌষ (৯ জানুয়ারি) :
আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব বেগম জাকিয়া সুলতানাকে বিদ্যুৎ বিভাগের বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) পদে পদোন্নতিপূর্বক নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা প্রেরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
#
লতিফ/নাইচ/সঞ্জীব/সেলিম/২০২১/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৯
গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের প্রধান সহায়ক
---প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
রৌমারী (কুড়িগ্রাম), ২৫ পৌষ (৯ জানুয়ারি):
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের প্রধান সহায়ক, আর সাংবাদিকগণ হচ্ছেন জাতির জাগ্রত বিবেক ও সমাজের দর্পণ। সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে উল্লেখ করে তিনি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আজ কুড়িগ্রামের রৌমারী প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রেসক্লাব গণতন্ত্র ও সহিষ্ণুতার আধার। অসাম্প্রদায়িক প্রগতিশীল সব চেতনার ধারক প্রেসক্লাব এক বিশ্বাসের নাম, আস্থার প্রতীক। সাংবাদিকতা পেশায় নিয়োজিত সংবাদকর্মীরা তারই অংশ।
রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, রৌমারী প্রেসক্লাবের উপদেষ্টা সরকার নুরুল ইসলাম, কাইউম আজাদ বাবুল, রৌমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিতেন চন্দ্র দাস ও মাসিক উত্তর চিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাজু আহমেদ।
পরে প্রতিমন্ত্রী কেক কেটে রৌমারী প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন।
#
রবীন্দ্রনাথ/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০২১/১৯১২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৮
বান্দরবান বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে
অনুদানের চেক বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
বান্দরবান, ২৫ পৌষ (৯ জানুয়ারি):
বান্দরবান বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
আজ বান্দরবান বাজারের চৌধুরী মার্কেট প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বিতরণকৃত এই অনুদানের চেক বিতরণ করেন পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
বীর বাহাদুর উশৈসিং বলেন, অগ্নিকাণ্ড যাতে না ঘটে তার জন্য নিজ বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুতের তার পরীক্ষা করে রাখা এবং অগ্নি নির্বাপক যন্ত্র সংগ্রহ করা প্রয়োজন। এসময় পার্বত্যমন্ত্রী আরো বলেন, সকল জনসাধারণকে আরো সচেতন হতে হবে আর এতে আমাদের জীবন ও মালের রক্ষা করা সম্ভব হবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণকালে এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল কুদ্দুছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌছিফ আহমেদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, মোজাম্মেল হক বাহাদুর, পৌরসভার প্যানেল মেয়র দিলীপ বড়ুয়া, বান্দরবান হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন মাস্টারসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এসময় গত ২৪ ডিসেম্বর বান্দরবান বাজারের কেএস প্রু মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১৩টি দোকানের মালিককে ২৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা অনুদানের চেক প্রদান করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
#
নাছির/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০২১/১৮৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৭
উন্নয়নের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য
-- তথ্য প্রতিমন্ত্রী
সরিষাবাড়ি (জামালপুর), ২৫ পৌষ (৯ জানুয়ারি) :
তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান বলেছেন, উন্নয়নের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। সরকার দেশের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। সরকারের নিরন্তর প্রয়াসের ফলে সমগ্র বাংলাদেশ ইতোমধ্যে একটি উন্নত যোগাযোগ নেটওয়ার্কের আওতায় চলে এসেছে।
প্রতিমন্ত্রী আজ সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাটে দিঘপাইত-সরিষাবাড়ি- তারাকান্দি হয়ে টাঙ্গাইলের ভুয়াপুর পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, ৩৭৬ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে এ কাজ শেষ হলে উত্তরবঙ্গের সাথে জামালপুরের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে।
এ সময় উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#
মাহবুবুর/নাইচ/সঞ্জীব/সেলিম/২০২১/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৬
দেশকে উন্নত করতে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি
বেসরকারি শিল্প খাতকেও এগিয়ে নিতে হবে
---মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
রংপুর, ২৫ পৌষ (৯ জানুয়ারি):
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশকে উন্নত করতে হলে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি শিল্প খাতকেও এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে বহু শিল্প স্থাপনের সুযোগ দিয়েছেন। কোভিডকালে পোশাক শিল্পসহ অন্যান্য শিল্পে প্রণোদনা দেয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে তৃণমূল পর্যায়ের খামারিরা যাতে বিপন্ন অবস্থায় না পড়ে, তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য তাদের প্রণোদনা, নগদ সহায়তা দেয়াসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আজ রংপুরের বদরগঞ্জে বেসরকারি এগ্রো বেইজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠিত হাইটেক ডেইরি ফার্ম এবং 'বাকারা' পাস্তুরিত দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
ইয়ন গ্রুপের চেয়ারম্যান ও সিইও মোমিন উদ দৌলার সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবদুল জব্বার শিকদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় মন্ত্রী বলেন, খাবারের একটা বড় অংশের যোগান দেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট মৎস্য ও প্রাণিসম্পদ খাত। এ খাতে ইয়ন গ্রুপের উদ্যোগকে স্বাগত জানাই এবং এক্ষেত্রে সকল প্রকার সহায়তা তাদের দেয়া হবে। করোনাকালে বিদেশ থেকে মৎস্য ও প্রাণী খাদ্য আনার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছিলো। মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিয়ে খাদ্য সমস্যার সমাধান করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সাথে সম্পৃক্তদের চরম বিপর্যস্ত অবস্থায় পড়তে হয়নি। এমনকি এ খাতের শিল্পোদ্যোক্তাদের জন্য উৎসে কর বাদ দেয়া হয়েছে। এটা এ খাতকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎকৃষ্ট দৃষ্টান্ত।
পরে মন্ত্রী রংপুর বিভাগে কর্মরত প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
#
ইফতেখার/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০২১/১৭২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৫
কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ২৫ পৌষ (৯ জানুয়ারি) :
স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৫২৩ জনের নমুনা পরীক্ষা করে ৬৯২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৩৮২ জন।
গত ২৪ ঘণ্টায় ২২ জন-সহ এ পর্যন্ত ৭ হাজার ৭৫৬ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।
করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৬৪ জন।
#
দলিল/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০২১/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৪
প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত গাড়িচালকের মৃত্যুতে নৌপ্রতিমন্ত্রীর শোক
ঢাকা, ২৫ পৌষ (৯ জানুয়ারি):
বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ-এর সহ-সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত গাড়িচালক শাহজাহান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রতিমন্ত্রী আজ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
#
জাহাঙ্গীর/শাহ আলম/রেজ্জাকুল/খোরশেদ/২০২১/১৩৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৩
সময়মতো প্রণোদনার কারণেই অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে
-- শিল্প প্রতিমন্ত্রী
ঢাকা, ২৫ পৌষ (৯ জানুয়ারি):
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, সময়মতো করোনা প্রণোদনা ঘোষণার কারণেই অর্থনীতির সকলখাত ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।
গরীব অসহায়দের সহায়তা করা সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, সমাজের বিত্তবানদের ধর্ম-বর্ণ নির্বিশেষে শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, সমাজের প্রতি দায়িত্বপালনে সকলকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী তাঁর ব্যক্তিগত পক্ষ হতে তার নির্বাচনি এলাকার ৫০০ গরীব ও অসহায়কে শীতবস্ত্র বিতরণ করেন। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
#
মাসুম/শাহ আলম/রেজ্জাকুল/খোরশেদ/২০২১/১৫৪০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর : ১১২
‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতা
গতকালের বিজয়ীদের তালিকা
ঢাকা, ২৫ পৌষ (৯ জানুয়ারি):
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনলাইনভিত্তিক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতায় গতকালের কুইজে স্মার্টফোন বিজয়ী পাঁচজন হলেন: চুয়াডাঙ্গার মোঃ চয়ন আলী, ঢাকার বংশালের হেদায়েত হোসেন, পটুয়াখালীর মোঃ মনিরুল ইসলাম, পঞ্চগড়ের মোঃ নুরুল হাসান সুমন ও পাবনার ফরিদ হাসান।
গতকালের কুইজে ৭৫ হাজার ৭১৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
স্মার্টফোন বিজয়ী পাঁচজনসহ ১০০ জিবি মোবাইল ডাটা বিজয়ী ১০০ জনের ছবিযুক্ত নামের তালিকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ওয়েবসাইট https://mujib100.gov.bd অথবা https://quiz.priyo.com থেকে জানা যাবে।
#
মোহসিন/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০২১/১৬৫০ ঘন্টা
Handout Number: 111
Prime Minister's Message on the Homecoming Day of Bangabandhu
Dhaka, 9 January:
Prime Minister Sheikh Hasina has given the following message on the occasion of the Homecoming Day of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman:
“The legendary comet in the history of Bengali liberation struggle, the greatest Bangali of all times, Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman returned home on this day in 1972 after being freed from captivity in Pakistan’s Prison. In absence of this great leader, there was an imperfection in the ecstasy and excitement of the final victory over the liberation war, Just as his assumption to the stewardship in the reconstruction of the newly independent war-ravaged country was much awaited in the universal perception. So, on January 10, the people of Bangladesh felt the true taste of ultimate victory when they got back their beloved leader.
The Father of the Nation struggled for 24 long years to unfetter the Bengali nation from the shackles of subjugation. He led on all fronts from the language movement to the war of freedom. Endured prison-torture, always made far-sighted decisions and organized the party well beyond personal interests. Bangladesh Awami League won an absolute majority in the 1970 elections under his leadership. He became the undisputed leader of Bengal. But the Pakistani military Junta ignored the verdict of the pepole and started a farce. Unarmed people of Bengal were shot and killed indiscriminately. To achieve the ultimate independence, Father of the Nation declared in a crowd of a million at the 'Race Course Maidan' on March 7, 1971, '........turn every house into fortress.....The struggle this time is a struggle for emancipation. The struggle this time is a sturggle for independence'. The Pakistani occupation forces launched a brutal killing mission on the innocent Bengalis in the deep dark of the 25th March in 1971. Bangabandhu proclaimed the Independence of Bangladesh in the first hour of the 26th of March.
Soon after the declaration of independence, the Pakistani forces arrested the Father of the Nation and sent him to a solitary prioson in Pakistan, where he was subjected to inhuman torture. He rejoiced in the spirit of Begalis while counting the moments of execution as a convict in the ridiculous trial. He was the flame of life to the freedom fighters. Under his unwavering leadership, the Bengali nation fought to the death and snatched victory. The defeated Pakistani rulers were compelled to free Bangabandhu in the early hours of January 8, 1972. He landed in London at 0636hrs on the same day. There he immediately agreed to accept Bangladesh’s membership to the Commonwealth at the proposal of its Secretary-General, met the British Prime Minnister, and held a press conference. The Father of the Nantion kissed the ground of Bangladesh on January 10, 1972, at 1340hrs with a short break in Delhi in the morning. In a speech to an ocean of crowd at the Race Course that day, he described the brutal torture of the Pakistani military junta and called on the United Nations to bring the Pakistani army to justice for committing heinous crimes and genocide during the Great War of Liberation.
On 12 January 1972, the Father of the Nation assumed as the Prime Minister and deployed all efforts to rebuild war-torn Bangladesh. Due to his strong move, the Indian allied forces left Bangladesh on 15 March 1972. On 14 December 1972, he signed the first constitution of Bangladesh. In response to his call, various international organizations and friendly countries, including the United Nations, quickly recongnized Bangladesh. Under the charismatic leadership of Bangabandhu, Bangladesh was uplifted as a prominent country in the world within a very short time and emerged as a least developed country in just three and a half years from a mass of war-devastation.
On 15 August 1975, the anti-independence and war criminal faction brutally killed the Father of the Nation including his family members and introduced the politics of killing, coup and conspiracy in this country. They obstructed the way for the trial of Bangabandhu’s assassination by issuing an indemnity ordinance on September 26, 1975. The Mostaq-Zia gang rewarded the killers with diplomatic status in Bangladesh embassies and also established them politically. Ruined democracy by declaring Martial Law. Distorted the glorious history of our independence. Defaced the constitution and chocked press freedom. The BNP-Jamaat government continued the trend.
Please Turn Over
-2-
&nb