Handout Number: 3162
Environmental Drive Leads to Fines of Taka 23 Crore 57 Lakh
639 Brick Kilns Shut and 1 Lakh 65 Thousand Kg of Polythene Seized
Dhaka, April 8:
Under the directive of the Ministry of Environment, Forest and Climate Change, the Department of Environment (DoE) conducted seven hundred sixty-two mobile court drives across the country from 2 January to 8 April 2025. The drives targeted air and noise pollution, banned polythene, hazardous waste, and illegal brick kilns.
During this period, a total of one thousand six hundred twenty-six cases were filed, resulting in fines amounting to Taka twenty-three crore fifty-seven lakh seventy-two thousand one hundred. The drives led to the closure of four hundred thirty-four illegal brick kilns, with chimneys and raw bricks of many of them demolished.
Additionally, strict orders were issued to shut down another two hundred five kilns. Raw bricks from one hundred twenty-four kilns were destroyed, and one kiln had its electricity connection disconnected. One individual was sentenced to one month of simple imprisonment.
In another operation, equipment used for smelting lead and batteries was seized from six factories (using seven trucks), and those factories were shut down. From 3 November 2024 to date, three hundred sixty-six mobile court drives were carried out against the production and sale of banned polythene. These drives resulted in six hundred eighty-two cases and fines totaling Taka fifty-five lakh five thousand six hundred. A total of one lakh sixty-four thousand five hundred seventy-one kilograms of illegal polythene was seized. Additionally, twelve polythene factories had their utility connections severed and were sealed off.
On 8 April alone, five mobile courts were conducted in Barguna, Noakhali, Manikganj, Rangpur, and Lakshmipur. Fourteen cases were filed, and fines of Taka forty-four lakh were collected. Chimneys and raw bricks of ten brick kilns were demolished, and one kiln's electricity connection was disconnected. One person was sentenced to one month of simple imprisonment.
At the Supreme Court premises, six cases were filed for excessive black smoke emissions, leading to fines of Taka fifteen thousand five hundred. In Shantinagar and Shariatpur, two mobile courts targeted illegal polythene production— one case was filed, Taka one thousand was fined, and twenty-two kilograms of polythene were seized. Warnings were issued to several shops, including superstores, and members of the public.
At Purana Paltan, a fine of Taka ten thousand was imposed for air pollution caused by construction materials. In Dhanmondi, five cases were filed for noise pollution, resulting in fines of Taka five thousand and the seizure of five hydraulic horns.
The Department of Environment remains committed to taking strict action to protect the environment.
#
Dipankar/Mahmudul/Rana/Mosharaf/Salim/2025/2020 Hrs.
তথ্যবিবরণী নম্বর: ৩১৬১
হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল):
হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।
২০২৫ সালের হজযাত্রীরা সারা দেশের মোট ৮০টি কেন্দ্র হতে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করতে পারবে। এসকল কেন্দ্রের মধ্যে রয়েছে ঢাকা জেলা ব্যতীত অন্যান্য জেলার সিভিল সার্জন অফিস। বাকি কেন্দ্রসমূহের মধ্যে ঢাকা মহানগরীতে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিক। ঢাকার বাইরের মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে আছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল ও দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল।
উল্লেখ্য, টিকা গ্রহণের পূর্বে তিনমাসের মধ্যে সম্পন্ন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশকৃত ৭টি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সাথে নিতে হবে। এ রিপোর্টগুলোর মধ্যে রয়েছে Urine R/M/E, Random Blood Sugar (R.B.S), X-Ray Chest P/A view, ECG, Serum Creatinine CBC with ESR & Blood Grouping and Rh Typing.
এসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
#
আবুবকর/মাহমুদুল/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৬০
বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল):
বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার জন্য সেদেশের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আন্ডার সেক্রেটারি অভ্ স্টেট জারনো সিরিয়ালা (Jarno Syrjala)-কে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপদেষ্টার সঙ্গে আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ফিনল্যান্ড সরকারের এ উচ্চ প্রতিনিধিদল সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ করেন।
বৈঠকে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ইস্যু, দূতাবাস চালু, রোহিঙ্গা ইস্যু, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানি-সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপদেষ্টা বলেন, ফিনল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের চলমান বিভিন্ন সংস্কার প্রক্রিয়ায় দেশটি সহযোগিতা করতে পারে। তিনি দেশটিতে বাংলাদেশ থেকে আরো বেশি হারে দক্ষ ও শিক্ষিত জনশক্তি নেওয়ার আহ্বান জানান। এক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়ে আন্ডার সেক্রেটারি অভ্ স্টেট বলেন, ফিনল্যান্ডে প্রায় ৬ হাজার বাংলাদেশী অভিবাসী রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে শিক্ষার্থী। তারা দেশটির আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশে ফিনল্যান্ডের সরাসরি কোনো দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়ায় জটিলতা ও দীর্ঘসূত্রিতা হচ্ছে। বর্তমানে ফিনল্যান্ড ভারতের নয়াদিল্লীতে অবস্থিত দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রম চালাচ্ছে। ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও দু’দেশের পারস্পরিক সম্পর্ক আরো গভীরতর করার জন্য ঢাকায় ফিনল্যান্ডের একটি দূতাবাস খোলা প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এ ব্যাপারে একমত পোষণ করে ফিনল্যান্ডের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আন্ডার সেক্রেটারি অভ্ স্টেট বিষয়টি সেদেশের সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেবেন বলে উপদেষ্টাকে আশ্বস্ত করেন।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাহোদিভিরতা (Kimmo Lähdevirta) সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
ফয়সল/মাহমুদুল/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২১৩০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৫৯
কৃষিজমি বাঁচাতে হবে
--- ভূমি উপদেষ্টা
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল):
প্রকল্প গ্রহণের পূর্বে যথাসম্ভব কৃষি জমি বাদ দিয়ে প্রকল্প গ্রহণ করা যায় কি না -এর প্রতি গুরুত্ব দিতে হবে। যে কোনো প্রকল্পের জন্য যেটুকু জমি প্রয়োজন সে টুকু জমির জন্য প্রস্তাব দেওয়া উচিত। রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে জমি অধিগ্রহণ করা হয়, সেক্ষেত্রে স্থানীয়দের মতামতের গুরুত্ব দিতে হবে। সর্বোপরি কৃষিজমি বাঁচাতে হবে বলেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৪৬ তম সভায় সভাপতির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর সিনিয়র সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, কৃষি সচিব, স্থানীয় সরকার বিভাগ এর সচিব, শিল্প সচিব, পানি সম্পদ সচিব, ইআরডি সচিব-সহ এনবিআর’র চেয়ারম্যান-সহ বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালকবৃন্দ ও বিএসটিআইএর প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।
#
গিয়াস/মাহমুদুল/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২১৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৫৮
যৌক্তিক কারণ এবং শ্রম আইনের প্রতিপালন ব্যতীত শ্রমিক ছাঁটাই করা যাবে না
-- শ্রম সচিব
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল):
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান বলেছেন, যৌক্তিক কারণ এবং শ্রম আইনের প্রতিপালন ব্যতীত শ্রমিক ছাঁটাই করা যাবে না। আজ ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২০তম সভায় শ্রম সচিব এ কথা বলেন।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেননের নির্দেশনায় এবং আরএমজি টিসিসি সদস্যদের পরামর্শ মোতাবেক সভায় মালিকপক্ষ যৌক্তিক কারণ ছাড়া শ্রমিক ছাঁটাই করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কারখানা মালিককে বিদেশ যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হবে বলে শ্রম সচিব জানান।
শ্রম সচিব আরো বলেন, টিএনজেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছে তাদের ফ্যাক্টরিসমূহ বন্ধ ঘোষণা করেছে। শ্রম আইন অনুযায়ী ফ্যাক্টরির সকল শ্রমিকের যাবতীয় পাওনাদি পরিশোধকরণে কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সার্বিক পদক্ষেপসমূহ পর্যবেক্ষণ ও বাস্তবায়নের লক্ষ্যে অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধি, সংশ্লিষ্ট কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধি, শ্রমিক সংগঠন, জেলা প্রশাসন ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ২২ এপ্রিলের মধ্যে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনাদি পরিশোধে কর্তৃপক্ষের গৃহীত কার্যক্রমের ওপর সুনির্দিষ্ট প্রতিবেদন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর দাখিল করবে। প্রতিবেদন দাখিলের পর টিএনজেড লি. এর মালিকপক্ষ যদি শ্রমিকদের আইনানুগ পাওনাদি পরিশোধে ব্যর্থ হয় তবে কারখানা মালিক শাহাদাত হোসেন শামীম ও তার প্রতিনিধিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হবে। কারখানা মালিক শাহাদাত হোসেন শামিমের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ফেরত আনার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হবে।
এ সময় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মী উপস্থিত ছিল।
#
মালেক/মাহমুদুল/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২১৩০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৫৭
পরিবেশ রক্ষায় অভিযানে ২৩ কোটি ৫৭ লাখ টাকা জরিমানা
৬৩৯টি ইটভাটা বন্ধ ও ১ লাখ ৬৫ হাজার কেজি পলিথিন জব্দ
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পরিবেশ অধিদপ্তর ২ জানুয়ারি ২০২৫ থেকে ৮ এপ্রিল ২০২৫ পর্যন্ত সারা দেশে ৭৬২টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। বায়ু ও শব্দ দূষণ, নিষিদ্ধ পলিথিন, ঝুঁকিপূর্ণ বর্জ্য ও অবৈধ ইটভাটা বন্ধে এই অভিযান চালানো হয়। এই সময়কালে ১ হাজার ৬২৬টি মামলায় মোট ২৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে ৪৩৪টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়। এর মধ্যে অনেকগুলোর চিমনি ও কাঁচা ইট ভেঙে দেওয়া হয়। ২০৫টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়। ১২৪টি ভাটার কাঁচা ইট ধ্বংস এবং একটি ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ৬টি প্রতিষ্ঠান থেকে ৭টি ট্রাকে করে সীসা ও ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানাগুলো বন্ধ করা হয়।
৩ নভেম্বর ২০২৪ থেকে আজ পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের বিরুদ্ধে ৩৬৬টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এতে ৬৮২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে ৫৫ লাখ ৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা হয় ১ লাখ ৬৪ হাজার ৫৭১ কেজি নিষিদ্ধ পলিথিন। ১২টি পলিথিন কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়।
অপরদিকে আজ বরগুনা, নোয়াখালী, মানিকগঞ্জ, রংপুর ও লক্ষ্মীপুরে ৫টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানে ১৪টি মামলায় ৪৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয়। ১টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইদিনে সুপ্রীম কোর্ট এলাকায় মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের দায়ে ৬টি মামলায় ১৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় হয়। শান্তিনগর ও শরীয়তপুরে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে ২টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। ১টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় ও ২২ কেজি পলিথিন জব্দ করা হয়। সুপারশপ-সহ বিভিন্ন দোকানদার ও জনগণকে সতর্কবার্তা প্রদান করা হয়।
এছাড়া পুরানা পল্টনে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষণের দায়ে ১টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় হয়। ধানমন্ডিতে শব্দ দূষণের বিরুদ্ধে ৫টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা এবং ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণে কঠোর অবস্থান অব্যাহত রাখবে।
#
দীপংকর/মাহমুদুল/রানা/মোশারফ/রফিকুল/জয়নুল/২০২৪/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৫৬
বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সিঙ্গাপুর মডেল অনুসরণ করা প্রয়োজন
-- স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল):
বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সিঙ্গাপুর মডেল অনুসরণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপদেষ্টার সঙ্গে আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সিঙ্গাপুরের অনাবাসিক রাষ্ট্রদূত Derek Loh সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিঙ্গাপুর একটি উন্নত ও দুর্নীতিমুক্ত দেশ যেখানে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। তারা গত কয়েক দশকে তথ্যপ্রযুক্তি-সহ অবকাঠামো উন্নয়নে ঈর্ষণীয় অগ্রগতি সাধন করেছে। দুর্নীতিমুক্ত ও উন্নত সেবার কারণে দেশটি বিশ্ব পর্যটকদের অন্যতম প্রধান গন্তব্যে পরিণত হয়েছে। সীমিত ভূমির কীভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায়, তার উদাহরণ দেশটি। দুর্নীতিমুক্তভাবে বিভিন্ন সেবা প্রদানের রোল মডেল সিঙ্গাপুর। তাই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সিঙ্গাপুর মডেল অনুসরণ করা প্রয়োজন।
বৈঠকে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ইস্যু, জনশক্তি রপ্তানি, অগ্নিদুর্ঘটনার তদন্ত-সহ বিভিন্ন বিষয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের উন্নত প্রশিক্ষণ, সিঙ্গাপুরে পালিয়ে যাওয়া অপরাধীদের ফেরত প্রদান, অভিবাসী-সহ মানব পাচার রোধ, মানবাধিকার রক্ষা, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে APIS (Advance Passenger Information System) চালু বিষয়ে সহযোগিতা-সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, সিঙ্গাপুর বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। দেশটিতে প্রচুর বাংলাদেশি কর্মী কাজ করছে, যা সিঙ্গাপুরের সার্বিক উন্নয়নে অবদান রেখে চলেছে। তিনি এসময় রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরো বেশি হারে জনশক্তি আমদানির আহ্বান জানান। বিষয়টি বিবেচনা করা হবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, সিঙ্গাপুরের প্রায় ৫ শতাংশ অধিবাসী বাংলাদেশের। এসময় তিনি বলেন, দু’দেশের মধ্যে সম্পর্ক ও বন্ধুত্ব গভীর করতে জনগণের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি অপরিহার্য, যা পারস্পরিক ভরসা ও বিশ্বাসকে আরো দৃঢ় করবে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের ফায়ার সার্ভিস কর্মী তথা ফায়ার ফাইটাররা অগ্নিনির্বাপণ ও অগ্নিদুর্ঘটনা রোধে অত্যন্ত দক্ষ। কিন্তু আমাদের বড় ধরনের অগ্নি দুর্ঘটনা তদন্তের ক্ষেত্রে সামর্থ্যের কিছুটা ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে সিঙ্গাপুরের কারিগরি সহযোগিতা আমাদের প্রয়োজন। এ বিষয়ে তিনি সিঙ্গাপুরের সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করবেন মর্মে রাষ্ট্রদূত জানান।
জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ থেকে অনেক অপরাধী পালিয়ে গিয়ে সিঙ্গাপুরে আশ্রয় নিয়েছে। তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে দেশটির সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে দু’দেশের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা বিষয়ক চুক্তি বা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট স্বাক্ষর হতে পারে। রাষ্ট্রদূত এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সিঙ্গাপুরে চিঠি দেওয়ার প্রস্তাব করেন।
বৈঠকে ঢাকাস্থ সিঙ্গাপুর দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স Mitchel Lee, সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকা ডিরেক্টরেট’র কান্ট্রি অফিসার Rahul Isaac Itty Abraham-সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
ফয়সল/মাহমুদুল/রানা/রফিকুল/সেলিম/২০২৫/১৯৩০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৫৫
বিজিবি’র অভিযানে মার্চ মাসে ১৫২ কোটি ৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল):
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মার্চ-২০২৫ মাসে দেশের সীমান্ত এলাকা-সহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৫২ কোটি ৮ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে।
৭ কেজি ৯৫৮ গ্রাম স্বর্ণ, ৭৮০ গ্রাম রূপা, ২৫ হাজার ১৭৩টি শাড়ি, ১০ হাজার ৭০১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২২ হাজার ২৮০টি তৈরি পোশাক, ৩৩ হাজার ৮৮৯ মিটার থান কাপড় জব্দ করা হয়। গত মাসে ৫ লাখ ৬৪ হাজার ৩৫৭টি কসমেটিক্স সামগ্রী, ১ হাজার ৭৬২টি ইমিটেশন গহনা, ৪৭ লাখ ৫২ হাজার ১৯৬টি আতশবাজি, ৬ হাজার ৯২৯ ঘনফুট কাঠ, ৩ হাজার ২৩৬ কেজি চা পাতা, ২৫ হাজার ৬৫৬ কেজি সুপারি, ১ লাখ ৬৩ হাজার ৩৮৪ কেজি চিনি, ১০ হাজার ৬৯০ কেজি সার, ৯৭ লিটার অকটেন, ২৫ হাজার ৯০০ কেজি কয়লা, ২১২ কেজি সুতা/কারেন্ট জাল জব্দ করে বিজিবি। এছাড়া ৫২২টি মোবাইল, ৭৪৯টি মোবাইল ডিসপ্লে, ৮৬ হাজার ৭৮১টি চশমা, ১২ হাজার ৭৩১ কেজি বিভিন্ন প্রকার ফল, ৩ হাজার ৬৪১ কেজি ভোজ্য তেল, ৯৫১ কেজি পিঁয়াজ ও রসূন, ১৭ হাজার ২৩৫ কেজি জিরা, ৬ হাজার ৩২৫ কেজি কিসমিস, ১ লাখ ৩ হাজার ৯৫৩ পিস চকোলেট, ৪টি কষ্টি পাথরের মূর্তি, ১০টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৭টি পিকআপ, ২টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ৪টি ট্রলি, ১৭টি নৌকা, ২০টি সিএনজি ও ইজিবাইক, ৬২টি মোটরসাইকেল এবং ৩৫টি বাইসাইকেল জব্দ করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি ওয়ান শুটারগান, ৪৬ রাউন্ড গুলি এবং ৩৩ হাজার ১০০ রাউন্ড সীসার গুলি।
এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৭ লাখ ৪৭ হাজার ১৬১ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৫৮৫ গ্রাম হেরোইন, ৪ কেজি ১০৫ গ্রাম কোকেন, ১৬ হাজার ২৪২ বোতল ফেনসিডিল, ৯ হাজার ৩৭৭ বোতল বিদেশী মদ, ৪৪ লিটার বাংলা মদ, ১ হাজার ২৩৫ বোতল ক্যান বিয়ার। এসময় আরো ২ হাজার ৬১১ কেজি গাঁজা, ১ লাখ ৫৫ হাজার ২৩৯ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১৮ লাখ ৫ হাজার ১৩৪টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৫ হাজার ৩৪০ বোতল ইস্কাফ সিরাপ, ৫৫ বোতল এমকেডিল/কফিডিল, ২৭ লাখ ৩৭ হাজার ৬৯ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও ট্যাবলেট, ১২ বোতল এলএসডি এবং ৮৪ হাজার ২০০ অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট জব্দ করা হয়।
সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবা-সহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৪ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৩৭ জন বাংলাদেশি ও ১৪ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৬৪৭জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে।
#
শরীফুল/মাহমুদুল/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৫৪
আগামী বাংলাদেশের পথরেখা তৈরি করাই ঐকমত্য কমিশনের অন্যতম লক্ষ্য
--- অধ্যাপক আলী রীয়াজ
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল):
আগামী বাংলাদেশের পথরেখা তৈরি করাই ঐকমত্য কমিশনের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, স্বাধীনতাত্তোর সময়ে এই প্রথম রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আমরা একটি পথ-পদ্ধতি তৈরি করার সুযোগ পেয়েছি৷ এদেশের গণমানুষের সংগ্রামের কারণে যা সম্ভবপর হয়েছে।
আজ ঢাকায় সংসদ ভবনস্থ এল. ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে নাগরিক ঐক্যের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর চৌধুরী দিপুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই আলোচনায় অংশগ্রহণ করেন।
এসময় অধ্যাপক আলী রিয়াজ আরো বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৫ জুলাই৷ এই মেয়াদের মধ্যে কাজ সম্পাদন করতে চায় কমিশন৷ আশা করা যাচ্ছে, সকলের সাথে অব্যাহত আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করতে পারবো৷ এরই অংশ হিসেবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে৷ আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে এগিয়ে নিতে ঐকমত্য কমিশন ভূমিকা রাখবে৷
উল্লেখ্য, প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত গত ১৩ মার্চের মধ্যে জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ২৯টি দলের কাছ থেকে মতামত পেয়েছে এবং এ প্রেক্ষিতে ৬টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে কমিশন। আগামীকাল দুপুরে বিকল্পধারা এবং গণঅধিকার পরিষদ তাদের নিজেদের মতামত পেশ করার কথা রয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
#
পবন/মাহমুদুল/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৪/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৫৩
বাণিজ্য উপদেষ্টার সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল):
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো (Derek Loh) বৈঠক করেছেন। আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উপদেষ্টা বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে। এ সময় উপদেষ্টা সিঙ্গাপুরের হাইকমিশনারকে বাংলাদেশ হতে চা, আলু, মৌসুমি ফল ও হিমায়িত মাছ আমদানির আহ্বান জানান।
সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বলেন, সিঙ্গাপুরে মৌসুমি ফলের চাহিদা রয়েছে। এ চাহিদা পূরণে তিনি বাংলাদেশ থেকে আম, লিচু, কলা ও আলু আমদানির আগ্রহ প্রকাশ করেন।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (এফটিএ-১) মোঃ ফিরোজ উদ্দিন আহমেদ ও যুগ্মসচিব (রপ্তানি-২) নাহিদ আফরোজ উপস্থিত ছিলেন।
#
কামাল/মাহমুদুল/রানা/ফেরদৌস/মোশারফ/সেলিম/২০২৫/১৯১০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৫২
ফিনল্যান্ডের ব্যবসায়ীদের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল):
আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অব স্টেট (ইন্টারন্যাশনাল ট্রেড) Jarno Syrjala এর নেতৃত্বে এক ব্যবসায়ী প্রতিনিধিদল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের উত্তম পরিবেশ তৈরি হয়েছে। নবায়নযোগ্য জ্বালানিখাত বিশেষ করে সৌরশক্তি ও বায়ু শক্তি উৎপাদনে ফিনল্যান্ডের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে। এ সময় তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে উভয় দেশের ব্যবসায়ীদের এনগেজমেন্ট বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অভ্ স্টেট (ইন্টারন্যাশনাল ট্রেড) Jarno Syrjala বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাত বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাহেদিভিরতা বৈঠকে উপস্থিত ছিলেন।
#
কামাল/মাহমুদুল/রানা/ফেরদৌস/মোশারফ/সেলিম/২০২৫/১৯০০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১৫১
হজ এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতাকে বরদাস্ত করা হবে না
--- ধর্ম উপদেষ্টা
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কোনো হজ এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতাকে বরদাস্ত করা হবে না।
আজ সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা একথা জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, অনলাইন প্লাটফর্মে বাড়িভাড়া দাখিলের অনুরোধ অনুমোদন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট হজযাত্রীদের সৌদি গমনের ক্ষেত্রে আশঙ্কা থাকে। হজযাত্রীদের প্রতি কিছু হজ এজেন্সির দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমের ১০ হাজার ৪৮৭ হজযাত্রীকে নিয়ে আম