Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd মে ২০১৬

তথ্যবিবরণী ২ মে ২০১৬

তথ্যবিবরণী                                                                                     নম্বর :  ১৪৭৬

দুদকের গণশুনানি কার্যক্রমের প্রচারাভিযান

ঢাকা, ১৯ বৈশাখ (২ মে):
    দুর্নীতি দমন কমিশন (দুদক) আগামী ৯ মে ঢাকায় ‘গণশুনানি’র আয়োজন করেছে। গণশুনানি কার্যক্রম বাস্তবায়নের জন্য আজ দুদকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে প্রচারণার উদ্বোধন করেন কমিশনের কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ।
উদ্বোধন অনুষ্ঠানে কমিশনার বলেন, দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যেই দেশব্যাপী  গণশুনানি কার্যক্রম পরিচালনা করছে। সরকারি সেবা পাওয়া জনগণের সাংবিধানিক অধিকার। তাই জনগণ নাগরিক সনদ অনুযায়ী সেবা পাচ্ছে কিনা তা যাচাই করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সম্পর্কে বিভিন্ন ধরণের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কমিশনের নজরে আসে। এই সকল অনিয়ম ও দুর্নীতি নিরসনকল্পে ভুক্তভোগীরা যাতে উন্নত সেবা পান সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।  
তিনি বলেন, গণশুনানির মাধ্যমে তাৎক্ষণিকভাবে কিছু সমস্যা সমাধান করা হয়। এছাড়া, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণশুনানি কার্যক্রম তদারকি হয়ে থাকে। গণশুনানির উদ্দেশ্য ধর-পাকড় করা নয় বরং আলাপ-আলোচনার মাধ্যমে মানুষের সেবাপ্রাপ্তি নিশ্চিত করা। বিআরটিএ অফিসে কোনো ধরণের হয়রানির শিকার হয়ে থাকলে তাদেরকে গণশুনানিতে দালিলিক তথ্যাদিসহ হাজির হয়ে অংশগ্রহণের আহ্বান জানান কমিশনার। তিনি আরো বলেন, জনগণকে সচেতন করার মাধ্যমে দেশব্যাপী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।
উদ্বোধন শেষে কমিশনার গণশুনানির লিফলেট পোস্টার সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন। ঢাকা মহানগরের মতিঝিল, উত্তরা, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ, তেজগাঁও ও ওয়ারী অঞ্চলের প্রতিরোধ কমিটির প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন। আজ থেকে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং, পোস্টার লিফলেট বিতরণসহ প্রচারণা চালাবে কমিশন।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন ও ঢাকা বিভাগীয় পরিচালক মো. নাসিম আনোয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

প্রণব/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯৫৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ১৪৭৫

আগামীবছর আন্তর্জাতিক ক্রুজশিপ আসবে বাংলাদেশে
 

ঢাকা, ১৯ বৈশাখ (২ মে):
    পর্যটনবর্ষ উপলক্ষে আগামী বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রুজ শীপ ‘সিলভার সী ক্রুজ’ প্রথমবারের মত বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে।
    আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে এক বৈঠকে ক্রুজ শিপটির বাংলাদেশের জলসীমায় প্রবেশ এবং বর্হিগমনের ক্ষেত্রে পর্যটকদের অন এরাইভাল ভিসা, অন বোর্ড ইমিগ্রেশন এন্ড কাস্টমস কার্যক্রম সম্পাদন এবং এ উদ্যোগকে সফল করতে সরকারি ও বেসরকারি স্টেকহোল্ডারদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
    ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি ক্রুজ শিপটি শ্রীলংকার কলম্বো থেকে আন্দামান হয়ে ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম দিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করবে। এর রুট হবে (১) কলম্বো-চট্টগ্রাম-কলকাতা এবং (২) কলকাতা-ঢাকা-ফুকেট। শিপটি বাংলাদেশের অভ্যন্তরে কয়েকটি আকর্ষণীয় স্থান চট্টগ্রাম, রাঙামাটি পার্বত্য জেলা, মহেশখালী ও সুন্দরবন ভ্রমণ করবে। ক্রুজ শিপে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের ১০০ জন অতিথি থাকবেন। এটি ২৫ ফেব্রুয়ারি সুন্দরবন ভ্রমণ শেষে কলকাতার উদ্দেশে রওনা হবে। একইভাবে শিপটি অপর একটি গ্রুপ নিয়ে ২৭ ফেব্রুয়ারি কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ২০১৭ সালের ১ মার্চ সুন্দরবন দিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করবে। বাংলাদেশের বিভিন্ন আকর্ষণীয় স্থান ভ্রমণশেষে জাহাজটি ৫ মার্চ চট্টগ্রাম থেকে ফুকেটের উদ্দেশে রওনা হবে। ট্যুর অপারেটর প্রতিষ্ঠান জার্নি প্লাসের সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
    বৈঠকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, পর্যটন বর্ষ-২০১৬ উপলক্ষে ‘ভিজিট বাংলাদেশ’ প্রোগ্রামকে সফল করতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সমুদ্র ও নৌযোগাযোগের  উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এটি পর্যটকদের বাংলাদেশে আসতে উৎসাহী করবে। তিনি ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষকে অত্যন্ত যতেœর সাথে দায়িত্ব পালনের এবং অতিথিদের আন্তরিক স্বাগত জানিয়ে হাসিমুখে বরণ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
    বৈঠকে মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল খালেদ ইকবাল, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল রিয়াজউদ্দীন আহমেদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুজ্জামান ও স্বপন কুমার সরকার, বিটিবি’র সিইও আখতারুজজামান খান কবির, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম জাকিউর রহমান ভূঁইয়াসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

#

তুহিন/আফরাজ/মাহ্ফুজ/রেজাউল/২০১৬/১৯২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ১৪৭৪

পরিকল্পনামন্ত্রীর সাথে বিশ^ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

ঢাকা, ১৯ বৈশাখ (২ মে):
    পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে আজ পরিকল্পনা মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে বিশ^ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর  কিমিয়াও ফান (ছরসরধড় ঋধহ) সাক্ষাৎ করেন।

    সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

    পরিকল্পনামন্ত্রী বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চলমান অগ্রগতির বর্তমান ধারা অব্যাহত থাকলে খুব সহসাই বাংলাদেশ বিশ^ অর্থনৈতিক পরিমন্ডলে নিজের অবস্থান সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে সমর্থ হবে। তিনি বাংলাদেশের অব্যাহত অগ্রগতিতে বিশ^ব্যাংকের সহযোগিতার প্রশংসা করেন এবং আগামীদিনগুলোতে বাংলাদেশ অধিকতর সহযোগিতা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

    কিমিয়াও ফান বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অব্যাহত অগ্রগতির প্রশংসা করেন।

#

শেফায়েত/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৪৭৩

সাবেক প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে মন্ত্রীবর্গের শোক

ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
ময়মনসিংহ-৩ আসনের সংসদসদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ শোক প্রকাশ করেছেন।
স¦াস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম আজ এক শোকবার্তায় বলেন, মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে জাতি একজন নিবেদিতপ্রাণ, নির্ভীক মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদকে হারালো। একাত্তরে সম্মুখযুদ্ধে তাঁর অবদান এদেশের মানুষ চিরকাল স্মরণে রাখবে।
পৃথক শোকবার্তায় মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে শোক জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এলজিআরডি ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এবং এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা।
মন্ত্রীবর্গ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
#
পরীক্ষিৎ/মমিনুল/শহীদুল/রেজাউল/শেফায়েত/আহসান/তৌহিদ/আফরাজ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯১৫ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৪৭২

মা ও শিশু স¦াস্থ্য উন্নয়নে বিনিয়োগ বাড়াবে বাংলাদেশ
                                            -- স¦াস্থ্যমন্ত্রী

ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
শ্রীলংকা সফররত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকার দেশের মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে আরো বিনিয়োগ করবে। তিনি বলেন, মা ও শিশু মৃত্যুর হার কমানোয় এমডিজি অর্জনে বাংলাদেশ সফল হয়েছে। গত সাত বছরে এক্ষেত্রে ব্যাপক উন্নয়ন অর্জিত হয়েছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হবে।
    মন্ত্রী আজ শ্রীলংকার রাজধানী কলম্বোতে ক্যাসল স্ট্রিট হসপিটাল ফর উইমেন পরিদর্শনকালে সেখানকার চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
    স্বাস্থ্যমন্ত্রী মা ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগ ও সাফল্যের চিত্র তুলে ধরে বলেন, শুধু রাজধানী বা জেলা শহর নয়, গ্রামের ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোতেও এখন নিরাপদ প্রসব সম্পন্ন হচ্ছে। ১৩ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে সফলভাবে কাজ করছে। এগুলোর বেশিরভাগ ক্লিনিকে নিরাপদ প্রসব সম্পন্ন হচ্ছে, যা বিশ্ব নেতৃবৃন্দ প্রত্যক্ষ করে বাংলাদেশকে উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন। সরকারের স্বাস্থ্যকর্মীরা গত কয়েক বছরে গ্রামে মানুষের বাড়ি বাড়ি গিয়ে নারীস্বাস্থ্য এবং শিশুর পুষ্টি নিয়ে প্রচারনা চালাচ্ছেন যা সার্বিকভাবে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে।
    হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও কক্ষ ঘুরে দেখেন। তিনি সেখানকার চিকিৎসক, কর্মকর্তা, রোগী ও তাঁদের স্বজনদের সাথে কথা বলে হাসপাতালের সেবা ও ব্যবস্থাপনা প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেন।
    কলম্বোর ক্যাসল স্ট্রিট হসপিটাল ফর ইউমেন সেদেশের প্রাচীন হাসপাতালগুলোর অন্যতম। ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতি বছর প্রায় ১৬ হাজার প্রসব সম্পন্ন হয়।
    স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক আসাদুল ইসলাম, মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হাসপাতাল) ফয়েজ আহমেদ, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এন পারানিথরণ এবং শ্রীলংকার স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
    মোহাম্মদ নাসিম সকালে শ্রীলংকার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পরিদর্শন করে সেখানকার কর্মপদ্ধতি প্রত্যক্ষ করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. পালিথা গুনারুনা মহিপালা (উৎ. চধষরঃযধ এঁহধৎধঃযহধ গধযরঢ়ধষধ) এসময় তাঁকে অভ্যর্থনা জানান।
    শ্রীলংকার স্বাস্থ্য উপমন্ত্রী ফয়জাল ক্যাসিন (ঋধরুধষ ঈধংংরহ) গতকাল কলম্বোর গ্র্যান্ড সিনামন হোটেলে মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাৎ করেন। এসময় তাঁরা দুই দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পরে স্বাস্থ্য উপমন্ত্রীর দেয়া নৈশভোজে যোগ দেন নাসিম।
    স্বাস্থ্যমন্ত্রী ১ মে শ্রীলংকা সরকারের আমন্ত্রণে কলম্বো যান। ৬ মে তিনি দেশে ফিরবেন বলে আশা করা যায়।
#

পরীক্ষিৎ/আফরাজ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৪৭১

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে তথ্যমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
    ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সকল গণমাধ্যম উদ্যোক্তা, গবেষক ও কর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইন্।ু
    এ উপলক্ষে তথ্যমন্ত্রী বলেন, দিবসটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যময় এ কারণে যে, বাংলাদেশে এ মুহুর্তে গণমাধ্যমের স্বাধীন বিকাশ ও স্মরণকালের সবচেয়ে বেশি প্রসার ঘটছে। বছরে আড়াই হাজারের বেশি পত্রপত্রিকা প্রকাশনার পাশাপাশি রয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও এবং কণ্ঠহীনদের কণ্ঠস্বর বলে পরিচিত কমিউনিটি রেডিও। অনলাইন সংবাদ পোর্টালের সংখ্যাও হাজার ছাড়িয়েছে।
    হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যমের এই অভূতপূর্ব বিকাশকে এগিয়ে নেবার দায়িত্ব শুধু সরকারের একার নয়। দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব, উদ্যোক্তা, গবেষক ও কর্মীবৃন্দ এ বিষয়ে অনেক বড় ভূমিকা রাখতে পারেন। তাদের সুচিন্তিত মতামত গণমাধ্যমের বিকাশকে টেকসই ও প্রাতিষ্ঠানিকীকরণে সরকারের নিরন্তর প্রচেষ্টাকে সার্থক করে তুলবে।
#

আকরাম/আফরাজ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮২৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৪৭০

সংসদ সদস্য মজিবুর রহমান ফকিরের নামাজে জানাজা অনুষ্ঠিত

ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
৮ম, ৯ম ও ১০ম জাতীয় সংসদে ময়মনসিংহ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্ল¬াজায় অনুষ্ঠিত হয়। গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ----------- রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জনপ্রশাসন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. শাহাব উদ্দিন, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য গুণগ্রাহী জানাজায় শরিক হন।
জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলের নেতৃবৃন্দ, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ ও হুইপবৃন্দ, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের পক্ষে বিরোধী দলীয় হুইপ মো. নূরুল ইসলাম ওমর ও জাতীয় পার্টির সংসদ সদস্যবৃন্দ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে মরহুমের রাজনৈতিক সহকর্মীবৃন্দ ও পরিবারের পক্ষ থেকে তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। উল্লেখ্য, তিনি ১৯৪৫ সালের ৭ জানুয়ারি ময়মনসিংহ জেলায় জš§গ্রহণ করেন।
#

হুদা/আফরাজ/সেলিম/মাহফুজ/জয়নুল/২০১৬/১৮২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ১৪৬৯

আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে যোগ দিতে কেপটাউনে শিক্ষামন্ত্রী

কেপটাউন (দক্ষিণ আফ্রিকা), ২ মে:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ এক আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পৌঁছেছেন।

আগামীকাল থেকে কেপটাউনে শুরু হওয়া ৩ দিনব্যাপী ‘Going Global 2016 : The Conference for Leaders of International Education’ শিরোনামে এ সম্মেলনে বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রী, শিক্ষাবিদ, শিক্ষাক্ষেত্রে নীতি নির্ধারণী ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ নেবেন।

মন্ত্রী সম্মেলনে যোগদান শেষে ৭ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তিনি গতকাল কেপটাউনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

#

সাইফুল্লাহ/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ১৪৬৮

নৌপরিবহণ মন্ত্রীর সাথে বৈঠক
জাহাজ চালানোর ঘোষণা মালিকদের
 
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে):
    জাহাজ মালিকরা তাদের জাহাজ চালানোর ঘোষণা দিয়েছে। ফলে ব্যক্তি মালিকানাধীন লাইটার ও কার্গো জাহাজ পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের সমস্যা থাকবেনা।

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন (বিসিভিওএ) এবং কোস্টাল শিপ ওনার্স এসোসিয়েশন অভ্ বাংলাদেশ  (কোয়াব) এর একটি যৌথ প্রতিনিধিদল আজ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সাথে তার দফতরে ফলপ্রসূ আলোচনা শেষে এ ঘোষণা দেয়।

বিসিভিওএ’র সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের সদস্যরা হলেন ঃ কোয়াবের সিনিয়র ভাইস চেয়ারম্যান লক্ষণ চন্দ্র ধর, বিসিভিওএ’র সহসভাপতি মো. খুরশীদ আলম ও আলহাজ মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ, আইন বিষয়ক সম্পাদক রফিকুল আলম দীপু, সদস্য ইঞ্জিনিয়ার মাহাবুব কবির ও কাজী আবুল করিম।

নৌপরিবহণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায় এসময় উপস্থিত ছিলেন।

#

জাহাঙ্গীর/আফরাজ/মাহ্ফুজ/রেজাউল/২০১৬/১৮০৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৪৬৭

সরকারি কর্ম কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যানের শপথ

ঢাকা, ১৯ বৈশাখ (২ মে):
    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রাক্তন সদস্য ড. মোহাম্মদ সাদিককে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আজ ঢাকায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানকে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান।
    শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

#

আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭১৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৪৬৬

বিভিন্ন দপ্তর-সংস্থায় জ্বালানি সাশ্রয়ে করণীয়

ঢাকা, ১৯ বৈশাখ (০২ মে) :     
    সরকার নবায়নযোগ্য জ্বালানি সম্পদের উন্নয়ন, প্রসার এবং জ্বালানি সাশ্রয়, সংরক্ষণ ও জ্বালানি সম্পদের দক্ষ ব্যবহারের লক্ষ্যে একক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালনের জন্য ২০১৪ সালে ‘টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (¯্রডো) গঠন করেছে।
    বিদ্যুৎ বিভাগের আওতাধীন ¯্রডো কর্তৃক জ্বালানি সাশ্রয়, সংরক্ষণ ও জ্বালানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য ঊহবৎমু ঊভভরপরবহপু ধহফ ঈড়হংবৎাধঃরড়হ গধংঃবৎ চষধহ ঁঢ় ঃড় ২০৩০ প্রস্তুত করা হয়েছে। এ মাস্টার প্লান অনুযায়ী উৎপাদন, সরবরাহ ও ব্যবহারিক পর্যায়ে আগামী ২০২০ সালের মধ্যে শতকরা ১৫ ভাগ ও আগামী ২০৩০ সালের মধ্যে শতকরা ২০ ভাগ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ অনুযায়ী ২০২০ সালের মধ্যে ৭,৪৮২ গিগাওয়াট-আওয়ার বিদ্যুৎ সাশ্রয় হবে যা ২০০০ মেগাওয়াট ক্ষমতার একটি পাওয়ার প্ল্যান্টের প্রায় ১ বছরে উৎপাদিত বিদ্যুতের সমান। জ্বালানি সাশ্রয় ও জ্বালানি দক্ষতার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমেই কেবলমাত্র এটি নিশ্চিত করা সম্ভব।     
    বিভিন্ন সরকারি দপ্তরের ভবনে ব্যবহৃত বিদ্যুতের প্রায় অর্ধেক ব্যয় হয় শীতাতপ নিয়ন্ত্রন যন্ত্রে এবং শতকরা ১০-৩০ ভাগ ব্যয় হয় বৈদ্যুতিক বাতিতে। এক্ষেত্রে লক্ষণীয় যে, ১০০ ওয়াট ক্ষমতার একটি প্রচলিত ওহপধহঃফবংপবহঃ বাতি যে পরিমাণ আলোকরশ্মি প্রদান করে ৪০ ওয়াট ক্ষমতার একটি ঈঋখ বাতি প্রায় সে পরিমান আলোকরশ্মি প্রদান করে। আবার ১২ ওয়াট ক্ষমতার একটি খঊউ বাতিও প্রায় সেই একই পরিমাণ আলোকরশ্মি প্রদান করতে সক্ষম। সুতরাং শুধুমাত্র জ্বালানি দক্ষ যন্ত্রপাতি দ্বারা প্রচলিত জ্বালানি অদক্ষ যন্ত্রপাতিগুলো প্রতিস্থাপনের মাধ্যমে বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় করা সম্ভব এবং বিদ্যুৎ বিল তথা ব্যয় কমানো যায়।
    জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অন্যান্য ব্যবস্থার সাথে যেসব ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, সেগুলো হল ঃ (১) প্রচলিত জ্বালানি অদক্ষ ওহপধহঃফবংপবহঃ ও ঈঋখ বাতিগুলোকে জ্বালানি দক্ষ খঊউ বাতি দ্বারা প্রতিস্থাপন করা, (২)  প্রচলিত জ্বালানি অদক্ষ শীতাতপ নিয়ন্ত্রন যন্ত্রসমূহ বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টারযুক্ত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র দ্বারা প্রতিস্থাপন এবং শীতাতপ নিয়ন্ত্রন যন্ত্রসমূহের তাপমাত্রা ২৫ ডিগ্রী সেলসিয়াসের নিচে না রাখা, (৩) দপ্তরে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রসমূহ বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি দ্বারা প্রতিস্থাপন করা, (৪) যথাসাধ্য প্রাকৃতিক আলোর সুযোগ গ্রহণ করে ন্যূনতম বৈদ্যুতিক বাতি ব্যবহার করা,
(৫) যথাসাধ্য বিদ্যুৎ ও পানির অপচয় রোধ করা, (৬) জ্বালানি সাশ্রয়ের বিষয়টিকে সকলের মাঝে পরিচিত করার লক্ষ্যে বিদ্যুৎ সাশ্রয়ী স্টিকার প্রয়োজনবোধে ¯্রডো কার্যালয়, আইইবি ভবন (১০ তলা), রমনা, ঢাকা থেকে সংগ্রহ করে বিতরণ করা এবং (৭) জ্বালানি সাশ্রয় সংক্রান্ত যেকোনো বিষয়ে ¯্রডো’র সাথে যোগাযোগ করা।

    দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখার স্বার্থে জ্বালানি সাশ্রয় ও সংরক্ষণের বিষয়ে সরকারি দপ্তর/সংস্থার এবং মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপরোক্ত ব্যবস্থাসমূহ গ্রহণের জন্য ¯্রডোর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

#

মোবাস্বেরা/আফরাজ/মাহ্ফুজ/রেজাউল/২০১৬/১৭১৮ ঘণ্টা   

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১৪৬৪

সৎভাবে থাকুন, নইলে মন্ত্রণালয় ছাড়ুন
                           -- শিক্ষাসচিব

ঢাকা, ১৯ বৈশাখ (২ মে):
    দুর্নীতি করে অর্থ উপার্জন করতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বদলি হয়ে অন্যত্র চলে যান। এখানে সামান্যতম অনিয়ম, অনাচার ও দুর্নীতি সহ্য করা হবে না। অধিদপ্তর, শিক্ষাবোর্ড, প্রকল্প অফিস, দপ্তর, সংস্থাসহ মাঠ পর্যায়ের অফিসে কোনো রকম দুর্নীতির প্রমাণ পেলে সাসপেন্ড করে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। নিয়ম ও সততার সাথে কাজ করতে হবে, ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা।
    শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এক সভায় এ ঘোষণা প্রদান করেছেন। সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিবগণ উপস্থিত ছিলেন।
    শিক্ষাসচিব বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, বিষয় খোলা, এমপিওভুক্তি, প্রকল্প অনুমোদন, নিয়োগ, বদলি প্রভৃতি সব কাজ সরকারি নিয়মে সম্পন্ন হয়, কোনো কাজে টাকা লাগে না- এ বার্তা সর্বত্র পৌঁছে দিতে হবে। তিনি বলেন, দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমেই শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতিবিরোধী অবস্থান স্পষ্ট করা হবে।
    শিক্ষাসচিব বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে স্বাভাবিক নিয়মে সম্পন্ন কাজের কৃতিত্ব দাবি করে একটি প্রতারক চক্র বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারো বিরুদ্ধে এ ধরনের প্রতারক চক্রের সাথে যোগসাজশের অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
    শিক্ষাসচিব শিক্ষা মন্ত্রণালয়ের এ ধরনের কাজের ছুতায় কেউ অর্থ দাবি করলে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি শিক্ষা মন্ত্রণালয়, সচিবালয় গেট, বিভিন্ন দপ্তর-অধিদপ্তরসহ অন্যান্য অফিসে একটি করে অভিযোগ বাক্স স্থাপনের নির্দেশ দেন। তিনি প্রতিদিন টেবিলের সমস্ত নথি নিষ্পন্ন করে অফিস ত্যাগ করার অভ্যাস গড়ে তোলা এবং উইং প্রধানগণকে নির্দিষ্ট সময় পরপর নিজ উইংয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সভা করার পরামর্শ দেন।  
    সভায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, ড. অরুণা বিশ্বাস, হেলাল উদ্দিন, অশোক কুমার বিশ্বাস, চৌধুরী মুফাদ আহমেদ, এস এম এহসান কবীর ও মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা বক্তব্য রাখেন।

#

সুবোধ/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৭০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর :১৪৬৩

আগামীকাল ঢাকা আসছেন কুয়েতের প্রধানমন্ত্রী

ঢাকা, ১৯ বৈশাখ (০২ মে)
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ বাংলাদেশে তিন দিনের সরকারি সফরে আগামীকাল ঢাকা পৌঁছাবেন।
    কুয়েতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করবেন। এ সফরকালে দু’দেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরবর্তীতে কুয়েতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত নৈশভোজে যোগদান করবেন।   
    এ সফরে কুয়েত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণসহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে দু’দেশের প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন বলে আশা করা যাচ্ছে। দু’দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে কুয়েতের সাথে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা, সামরিক সহযোগিতা এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা সহজিকরণ সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষরিত হবে।
    কুয়েতের প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সাভারে জাতীয় স্মৃতি সৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ধানমন্ডিস্থ ৩২ নম্ব^র সড়কে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতীয় সংসদের চলতি অধিবেশনের কার্যক্রম পরিদর্শন।
    কুয়েতের  প্রথম উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, অর্থ ও তেল মন্ত্রী আনাস খালেদ আল-সাবাহ, শিক্ষা মন্ত্রী ড. বদর হামাদ আল-ইসা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ কুয়েতের প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত থাকবেন। তাছাড়া কুয়েত চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও এ সফরে কুয়েতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশ সফর করবেন। কুয়েতের ব্যবসায়ী প্রতিনিধিরা এফবিসিসিআই-এর নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।
    বাংলাদেশে তিন দিনের সরকারি সফর শেষে কুয়েতের প্রধানমন্ত্রী আগামী ৫ মে ঢাকা ত্যাগ করবেন।
#
মোবাস্বেরা/খাদীজা/আলী/কামাল/২০১৬/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪৬২

বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য ডা. মজিবুর রহমান ফকির-এর মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা, ১৯ বৈশাখ (০২ মে)
    ১৪৮ ময়মনসিংহ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডা. মজিবুর রহমান ফকির-এর মৃত্যুতে স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড.শিরীন শারমিন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
    এক শোকবার্তায় স্পিকার বলেন, মজিবুর রহমান ফকির ছিলেন একজন বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ। তিনি আজীবন জনকল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপুরণীয় ক্ষতি।
    স্পিকার তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ বর্তমান সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির-এর মৃত্যুতে শোকপ্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, তিনি আজ ময়মনসিংহে একটি হাসপাতালে চ

Todays handout (14).doc