Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জুন ২০১৬

তথ্যবিবরণী ০৬/০৬/২০১৬

তথ্যবিবরণী                                                               নম্বর : ১৮৯৮

          আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু

ঢাকা, ২৩ জ্যৈষ্ঠ (৬ জুন) :   

বাংলাদেশের আকাশে আজ ১৪৩৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ৭ জুন মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে, আগামী ২৬ রমজান  মোতাবেক ২ জুলাই শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে কদর উদ্যাপিত হবে।

 আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

সভায় ধর্মসচিব মো. আব্দুল জলিল, প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ডা.
মো. বোরহান উদ্দিন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নূরুল ইসলাম, ওয়াকফ্ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশনের সচিব (যুগ্মসচিব) মো. অহিদুল ইসলাম, স্পারসোর চেয়ারম্যান মুহাম্মদ দিলাওয়ার বখ্ত্, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ,  ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. সামছুদ্দিন আহমেদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী মসজিদের খতিব মাওলানা আবু রায়হান ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান উপস্থিত ছিলেন।    

#
নিজাম/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/মোশারফ/আব্বাস/২০১৬/২০২৪ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৮৯৭

বাজার তদারকি  
২৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ২৯ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২৩ জ্যৈষ্ঠ (৬ জুন) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় আজ ঢাকা মহানগর ও গাজীপুরে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২৪টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর লালবাগ ও কামরাঙ্গিরচর এলাকায় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে সুইটহার্ট চাইনিজ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং মোহাম্মদ আলী ফুড প্রডাক্টসকে ৫০ হাজার টাকা ও মেসার্স হাবিবা ফুড প্রডাক্টসকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর চকবাজার এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে আমানিয়া বেকারি এন্ড সুইটসকে ২৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে বোম্বে সুইটস এন্ড চানাচুর ও মধুবনকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
    অপরদিকে ঢাকা মহানগরীর রামপুরা ও শাহজাহানপুর এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে সততা বেকারি এন্ড সুইটসকে ৩ হাজার টাকা এবং পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপির অপরাধে আল্লার দান বয়লারকে ২ হাজার টাকা, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স মা জেনারেল স্টোরকে ২ হাজার টাকা ও মেসার্স ভাই ভাই জেনারেল স্টোরকে ২ টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে শারমিন ব্রেড এন্ড বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
    এছাড়াও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী কর্তৃক জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্রে প্রাপ্ত অভিযোগ শুনানীর মাধ্যমে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে স্বপ্নকে ৪ হাজার টাকা ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে শর্মা হাউসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
    গাজীপুর সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করা এবং অবহেলা ইত্যাদি দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্যহানী ইত্যাদি ঘটানোর অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
    সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা ও সিটি কর্পোরেশনের প্রতিনিধি এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করে।
#

আফরোজা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৩৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৮৯৬

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী বইমেলা

ঢাকা, ২৩ জ্যৈষ্ঠ (৬ জুন) :   

১৪৩৭ হিজরি সনের পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হয়েছে।

আজ ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মন্ত্রী বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।  

 এ মেলা আজ থেকে শুরু হয়ে পুরো রমজান মাস জুড়ে চলবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় ৬১টি স্টল অংশগ্রহণ করেছে।

মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টলে আকর্ষণীয় কমিশনে পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির ও হাদিস গ্রন্থ বিক্রি হচ্ছে।

#
শারমিন/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৯১০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৯৫

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ২৩ জ্যৈষ্ঠ (৬ জুন) :
       প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ৭ জুন থেকে শুরু পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    “পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি জানাই আমার আন্তরিক মোবারকবাদ।
    আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমালাভের মাস রমজান। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়।
    পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানাই।
    আসুন, আমরা সকল প্রকার অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি।
    মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। আমিন।
                                                                         জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
                                                                         বাংলাদেশ চিরজীবী হোক।”

#

নূরএলাহি/আফরাজ/মোশাররফ/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৯৪

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ২৩ জ্যৈষ্ঠ (৬ জুন):
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল ৭ জুন থেকে শুরু পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    “বছর ঘুরে মাহে রমজান আমাদের মাঝে সমাগত। পবিত্র রমজান উপলক্ষে আমি দেশবাসীসহ মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
    মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমালাভের মাস। অশেষ রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহ্র নৈকট্য, শান্তি এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়। সমগ্র মুসলিম উম্মাহ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মাসটি পালন করে থাকে। উৎসবমুখর পরিবেশে রোজাদারগণ সেহরি, ইফতারসহ ইবাদাত বন্দেগির মাধ্যমে মাহে রজমান অতিবাহিত করে। মহান আল্লাহতায়ালার অশেষ রহমতলাভের আশায় সারা বছর ধর্মপ্রাণ মুসলমানগণ এ মাসটির অপেক্ষায় থাকে। সিয়াম ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। রমজানের পবিত্রতায় সমাজ আলোকিত হয়ে উঠুক-এ কামনা করি।
    আমি আশা করি সবাই রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটাবেন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখবেন। রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক-এই প্রার্থনা করি। রমজানের পরিপূর্ণ সওয়াব সবার ওপর বর্ষিত হোক। পরম করুণাময় মহান আল্লাহ্ আমাদের সহায় হোন।    
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

#

জয়নাল/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯১৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৮৯৩

হাসপাতালের রেটিং নির্ধারণে আইন প্রণয়নের উদ্যোগ

ঢাকা, ২৩ জ্যৈষ্ঠ (৬ জুন) :   

    জনগণের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের রেটিং নির্ধারণে বিশেষ আইন প্রণয়ন করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিভিন্ন দেশের আইন ও রেটিং পর্যালোচনা ব্যবস্থা বিশ্লেষণ করে শীঘ্রই একটি এক্রেডিটেশন আইনের খসড়া চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে হাসপাতালে সেবার মান বৃদ্ধিতে করণীয় বিষয়ে এক মতবিনিময়সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এ আইন প্রণয়নের নির্দেশ দেন।
এ সময় মন্ত্রী বলেন, জনগণ যথাযথ চিকিৎসা নেয়ার জন্য মানসম্মত হাসপাতালের শরণাপন্ন হয়। কিন্তু অনেকেই জানেন না কোন্ হাসপাতালের সেবা কেমন। দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল সম্পর্কে সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছাতে এরকম একটি আইন প্রণয়ন জরুরি হয়ে পড়েছে। চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীর পর্যাপ্ততা, যন্ত্রপাতি ও শয্যার মান, পরিষ্কার পরিচ্ছন্নতা পরিস্থিতিসহ সার্বিক খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করে হাসপাতালের রেটিং জনগণকে তাদের পছন্দ নির্বাচনে সাহায্য করবে বলে মনে করেন তিনি। এর ফলে হাসপাতালগুলোর মধ্যে সেবার মান বাড়ানোর জন্য সুস্থ প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকাসহ দেশের কয়েকটি বড় জেলায় সরকারি হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কাজ বেসরকারি সংস্থার উপর অর্পণ করা হবে। তিনি বলেন, সরকারি হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রয়োজনে বিদেশি প্রতিষ্ঠানের সাহায্য নেয়া হবে। এসময় তিনি সম্প্রতি শ্রীলংকা ও মালয়েশিয়া সফরকালে সে দেশের হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন।
সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান,  মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. আব্দুল আজিজসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮২৫ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৮৯২

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ২৩ জ্যৈষ্ঠ (৬ জুন) :    

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে আজ ঢাকায় মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি ( উৎ. অননধং ঠধবুর) সাক্ষাৎ করেন।

    সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইরান দুটি ভ্রাতৃপ্রতিম দেশ এবং দু’দেশের মধ্যে সুদূর অতীত থেকে ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। তিনি শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

    রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইরান উভয় রাষ্ট্রই ভয়াবহ যুদ্ধের অভিজ্ঞতার মধ্য দিয়ে বর্তমান অবস্থানে পৌঁছেছে। তাই এ দুই রাষ্ট্র নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুযোগ রয়েছে।

    মন্ত্রী বলেন, ইসলামিক রিপাবলিক অভ্ ইরান বাংলাদেশের অন্যতম বন্ধু রাষ্ট্র। ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। মুসলিম উম্মাহ্র কল্যাণে এবং বিশ্বশান্তি নিশ্চিতে সকল মুসলিম রাষ্ট্রকে একযোগে কাজ করা এবং নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর তিনি গুরুত্বারোপ করেন।

    ইরানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চমৎকার উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্যবসাবাণিজ্য, বিনিয়োগসহ সকল উন্নয়নের ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার সুযোগ রয়েছে এবং বাংলাদেশ ইরানের ব্যবসায়িক অভিজ্ঞতা কাজে লাগিয়ে লাভবান হতে পারে।

#
মারুফ/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮১২ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮৯১

পলিথিন ও জাটকা আটক করেছে কোস্টগার্ড

ঢাকা, ২৩ জ্যৈষ্ঠ (৬ জুন) :
    গতরাতে কোস্টগার্ডের পাগলা স্টেশনের অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে ‘এমভি রাজধানী’ ও ‘এমভি টিপু’ লঞ্চদ্বয় হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ২ হাজার ২৪০ কেজি অবৈধ পলিথিন আটক করে। আটককৃত পলিথিনের মূল্য প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা।
    এছাড়া, কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনের অপারেশন দল মেঘনা মোহনায় অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ কোকো-১ এবং ভোলা-২ হতে মোট ৩৫০ কেজি নিষিদ্ধ পলিথিন এবং এমভি আল-বোরাক হতে ২৫০ কেজি জাটকা আটক করে। আটককৃত জাটকার মূল্য প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা।
    আটককৃত পলিথিন ও জাটকা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে পরিবেশ অধিদপ্তর এবং মৎস্য কর্মকর্তার নিকট হস্তÍান্তর করা হয়।

#

শামীম/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ১৮৯০

এনটিআরসিএ’র মাধ্যমে বেসরকারি শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু

ঢাকা, ২৩ জ্যৈষ্ঠ (৬ জুন) :   

    মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) রেজিস্টার্ড সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ৩০ জুন পর্যন্ত শূন্য হবে এমন পদগুলোর জন্য যঃঃঢ়://হমর.ঃবষবঃধষশ.পড়স.নফ অথবা িি.িহঃৎপধ.মড়া.নফ ওয়েবসাইটের মাধ্যমে ৬ হতে ২৫ জুন পর্যন্ত চাহিদা পেশ করার জন্য এনটিআরসিএ’র পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

    প্রাপ্ত চাহিদাসমূহ আগামী ৩০ জুন এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।  এ প্রেক্ষিতে আগ্রহী প্রার্থীগণ আগামী ২৮ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট পদে অনলাইনে আবেদন করতে পারবেন।

    এ বিষয়ে বিস্তারিত জানতে িি.িহঃৎপধ.মড়া.নফ এ আপলোডকৃত সার্কুলার/নির্দেশনা/পত্রাদি দেখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

#
সাইফুল্লাহ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭৪৫ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৮৯

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকার বদ্ধপরিকর   
                               -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ২৩ জ্যৈষ্ঠ (৬ জুন) :
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্পের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আরো কিছু সময় লাগলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
    প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে “ঘোড়াশাল ইউনিট-৪ এর রি-পাওয়ারিং” প্রকল্পের ইপিসি (ঊচঈ-ঊহমরহববৎরহম চৎড়পঁৎবসবহঃ ্ ঈড়হংঃৎঁপঃরড়হ) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
    ঘোড়াশাল ইউনিট-৪ এর রি-পাওয়ারিং প্রকল্পের ইপিসি চুক্তিটিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে বোর্ড সচিব মো. জহিরুল হক এবং ইপিসি কন্ট্রাক্টর চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ডিং ই (উরহম ণবব) স্বাক্ষর করেন। ঘোড়াশাল ইউনিট-৪ থেকে বর্তমানে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। রি-পাওয়ারিং করা হলে একই পরিমাণ জ্বালানি ব্যবহার করে ৪০৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। এটা করতে সময় লাগবে ২২ মাস। এ প্রকল্পে বিশ্বব্যাংক ২১৭ মিলিয়ন ডলার ঋণ দেবে যার সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ ভাগ, গ্রেস পিরিয়ড ৬ বৎসর এবং মোট ৩৬ বৎসরের মধ্যে সমন্বয় করতে হবে।
    বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরো বলেন, রমজানে বিদ্যুৎ পরিস্থিতি স্বস্তিজনক পর্যায়ে থাকবে। সিএনজি স্টেশন, সার কারখানা ও বৃহৎ প্রতিষ্ঠানে গ্যাস রেশনিং করে বিদ্যুৎ কেন্দ্রে দেয়া হবে এবং আশা করা যায় চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
    অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম ও পিডিবির চেয়ারম্যান শাসমুল হাসান মিয়া   বক্তব্য রাখেন।
#

আসলাম/আফরাজ/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭৪৫ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                         নম্বর :১৮৮৮

ডেপুটি স্পিকারের সাথে শ্রীলংকার প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ৬ জুন (২৩ জ্যৈষ্ঠ) :      
     শ্রীলংকার স্পিকার কারু জয়সুরিয়ার নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল  জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সাথে গতকাল তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।     
    ডেপুটি স্পিকার শ্রীলংকার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যাবলি এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সংসদের ভূমিকা সম্পর্কে তাদের অবহিত করেন। ৯ জুন শ্রীলংকা-বাংলাদেশ পার্লামেন্টারি এসোসিয়েশনের যে যাত্রা শুরু হতে যাচ্ছে তার সফলতা কামনা করে ডেপুটি স্পিকার বলেন, এটি একটি মহৎ উদ্যোগ যা ভবিষ্যতে দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি আরো মজবুত করবে এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    এসময় শ্রীলংকার স্পিকার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উৎপাদনমুখী কর্মকা- ও কূটনৈতিক দূরদর্শিতার প্রশংসা করেন। তিনি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিপিএ’র চেয়ারপার্সন এবং সাবের হোসেন চৌধুরী আইপিইউ’র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
    সিপিএ ও আইপিইউ নির্বাচনে বাংলাদেশকে সমর্থন করায় ডেপুটি স্পিকার শ্রীলংকাকে ধন্যবাদ জানান। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে শ্রীলংকার সমর্থনের বিষয়টিও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি।
    শ্রীলংকার স্পিকার বলেন, আমি প্রথমবারের মত বাংলাদেশ সফরে এসে বুঝতে পারছি বাংলাদেশ খুব সুন্দর একটি দেশ এবং বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ণ। বাংলাদেশের সাথে শ্রীলংকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধন দিন দিন আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
    স্পিকার জয়সুরিয়া শ্রীলংকার পার্লামেন্ট সম্পর্কে ডেপুটি স্পিকারকে অবহিত করেন। বাংলাদেশ পার্লামেন্টের কমিটি ব্যবস্থার প্রশংসা করেন এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় এধরনের কমিটি ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম বলে তিনি মন্তব্য করেন ।
    সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার রাষ্ট্রদূত যশোজা গুণাসেকেরা, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড.আব্দুর রব হাওলাদার, সংসদ সচিবালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রীলংকান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

স্বপন/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/শামীম/২০১৬/১৪৩৬ ঘণ্টা   
 


তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮৮৭

৭ জুন ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ৬ জুন (২৩ জ্যৈষ্ঠ) :   
 
     
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ জুন ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    “বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ৭ জুন এক অবিস্মরণীয় দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ৬ দফা আন্দোলন ১৯৬৬ সালের ৭ জুন নতুন মাত্রা পায়।
    বাঙালির মুক্তিসনদ  ৬ দফা আদায়ের লক্ষ্যে এদিন আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে নিরস্ত্র জনতার উপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলিবর্ষণ করে। এতে ঢাকা এবং নারায়ণগঞ্জে মনু মিয়া, সফিক ও শামসুল হকসহ ১১ জন শহিদ হন।
    আজকের এই দিনে আমি ঐতিহাসিক ৭ জুনসহ স্বাধীনতা সংগ্রামের সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
    পাকিস্তানি শাসন-শোষণ-বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে সরকারবিরোধী  সর্বদলীয় সভায় ঐতিহাসিক ৬ দফা প্রস্তাব পেশ করেন। ঢাকায় ফিরে তিনি ৬ দফার পক্ষে দেশব্যাপী ব্যাপক গণআন্দোলন গড়ে তোলেন। স্বৈরাচারী আইয়ুব সরকার বঙ্গবন্ধুকে এ বছরই ৮ মে গ্রেফতার করে জেলে পাঠায়। বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা দেশের শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তির সনদে পরিণত হয়ে উঠে।   
    ঐতিহাসিক ৭ জুনসহ সকল গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অক্ষুণœ রাখতে আমাদের সরকার বদ্ধপরিকর।
    গত সাড়ে ৭ বছরে আমরা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছি। আমরা দেশকে আরো এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে চলেছি। রূপকল্প ২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে ৭ জুনের শহিদদের স্বপ্ন বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।     
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
      বাংলাদেশ চিরজীবী হোক।”
#

নুরএলাহি/মোবাস্বেরা/খাদীজা/গিয়াস/রফিকুল/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা     

 


তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৮৮৬
৭ জুন ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ৬ জুন (২৩ জ্যৈষ্ঠ):

     রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
    “পূর্ব বাংলার জনগণের মুক্তি, স্বাধীনতা ও স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিসাসে ৬ দফা একটি অন্যতম মাইল ফলক। ঐতিহাসিক এ দিনে আমি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।
    বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আন্দোলন আর ত্যাগের ইতিহাস। ’৫২-এর ভাষা আন্দোলন বাঙালির মুক্তি আন্দোলন-সংগ্রামকে ক্রমান্বয়ে তীব্র থেকে তীব্রতর করে দেয়। তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যনীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু ১৯৬৬ সালে লাহোরে সর্বদলীয় সম্মেলনে ঐতিহাসিক ৬ দফা প্রস্তাব পেশ করেন। এই ৬ দফার মধ্যেই তিনি পূর্ব বাংলার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরেন। মূলত বাংলাদেশের স্বাধীনতার অপরিহার্যতা বিধৃত ছিল এ দাবিসমূহের মধ্যে। শেখ মুজিব এই ঘটনার মধ্য দিয়ে আবির্ভূত হলেন বাঙালি জাতীয়তাবাদের মহান নেতা হিসেবে।
    ৬ দফা ঘোষণার পর শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুকে বারবার গ্রেফতার করে এবং তাঁর উপর অমানবিক নির্যাতন চালায়। কিন্তু এসব সত্ত্বেও তিনি ৬ দফার দাবি থেকে সরে আসেন নি। তাঁর নেতৃত্বে দাবি আদায়ের আন্দোলন বেগবান হয় এবং তা অল্প সময়ের মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়ে। শাসকগোষ্ঠী ৬ দফার আন্দোলন স্তিমিত করতে গ্রেফতার নির্যাতনসহ কঠোর পদক্ষেপ গ্রহণ করে। ৭ জুন হরতাল চলাকালে পুলিশ ও ইপিআর নিরস্ত্র সাধারণ মানুষের উপর গুলি চালায়। এতে ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, মুজিবুল হকসহ অনেকে শহিদ হন। আজকের এই ঐতিহাসিক দিনে আমি ৬ দফার দাবি আদায়সহ জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নিহত সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
    আমাদের স্বাধিকার ও স্বাধীনতা অর্জনে জাতির পিতার অবদান অপরিসীম। মূলত বাংলা, বাংলাদেশ ও বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তাঁর সেই স্বপ্ন পূরণে তথা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমি সকলের প্রতি আহ্বান জানাই।
    ঐতিহাসিক ৬ দফা আন্দোলন শুধু বাঙালি জাতির মুক্তিসনদ নয়। সারাবিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তি আন্দোলনেও তা সবসময় অনুপ্রেরণা যোগাবে বলে আমার বিশ্বাস। আসুন, আমরা ৬ দফা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করি।
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’
#
জয়নাল/মোবাস্বেরা/খাদীজা/গিয়াস/রফিকুল/কামাল/২০১৬/১৫১২ ঘণ্টা  

Todays handout (9).doc