তথ্যবিবরণী নম্বর: ৪০৬
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা-সহ নতুন চার উপদেষ্টার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন
ঢাকা, ২ ভাদ্র (১৭ আগস্ট):
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী-সহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টা আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা বাকি তিন উপদেষ্টা হলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
পরে নবনিযুক্ত চার উপদেষ্টা সাভার স্মৃতিসৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ চত্বরে বৃক্ষরোপণে অংশ নেন।
এর আগে গতকাল (১৬ আগস্ট) বঙ্গভবনে নতুন চার উপদেষ্টা শপথ গ্রহণ করেন এবং পরে তাঁদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।
#
ফয়সল/আকরাম/সঞ্জীব/মোশারফ/আব্বাস/২০২৪/২০০১৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৪০৫
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ২ ভাদ্র (১৭ আগস্ট):
স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ। এ সময় ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৫০ জন।
#
দাউদ/আকরাম/সঞ্জীব/শামীম/২০২৪/১৭১০ঘণ্টা
Handout Number: 404
South Korea Expresses Support for Bangladesh's New Interim Government
Dhaka, 17 August:
The Government of South Korea has expressed its support for Bangladesh's new interim government.
In an official statement released by the Korean Ministry of Foreign Affairs on Friday, the spokesperson stated, “The Korean government hopes that the inauguration of Bangladesh’s interim government will lead to the swift restoration of peace and order in the country. We look forward to working with the interim government to strengthen Korea-Bangladesh relations and advance our partnership.”
#
Masum/Akram/Sanjib/Rezaul/2024/1636 hours