Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ ডিসেম্বর ২০২৪

তথ্যবিবরণী ২৯ ডিসেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                             নম্বর: ২১৯৭  

 

অভ্যন্তরীণ নৌরুটে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর

                                             -  নৌপরিবহন উপদেষ্টা

ঢাকা, ১৪ পৌষ (২৯ ডিসেম্বর):  

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সকল নৌরুটে নৌপুলিশের সহযোগিতায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আজ ঢাকায় শ্রম ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশে অভ্যন্তরীণ নৌযান চলাচল পরিস্থিতির সার্বিক বিষয় পর্যালোচনার নিমিত্ত সভায় উপদেষ্টা এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এম ভি আল-বাখারা জাহাজে নিহত সাতজনের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উপদেষ্টা বলেন, ইতোমধ্যে জেলা প্রশাসন থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা এবং পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা দাফনের জন্য দেওয়া হয়েছে। তিনি বলেন, মানবিক কারণে সরকারের পক্ষ থেকে জাহাজে সাত খুনের ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। ইতোমধ্যে খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। খুনের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

দেশের অর্থনীতি সচল রাখতে নৌপরিবহন সেক্টরকে চালু রাখার জন্য উপদেষ্টা আহ্বান জানান। তিনি নৌপুলিশকে দুর্ঘটনাপ্রবণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য নির্দেশনা প্রদান করেন।

সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব, নৌপরিবহন সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, ডিজিএফআই, এনএসআই, বাংলাদেশ কোস্টগার্ড, শ্রম অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ- বাংলাদেশ পুলিশ, নৌ পুলিশ হেডকোয়ার্টার, নৌপরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

#

মালেক/মেহেদী/পবন/রানা/মোশারফ/শামীম/২০২৪/২০৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর: ২১৯৬

সমাজসেবা অধিদপ্তর প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে                                              

                                            - সমাজকল্যাণ উপদেষ্টা

ঢাকা, ১৪ পৌষ (২৯ ডিসেম্বর):  

 সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত আগামী ২ জানুয়ারি জাতীয় সমাজ সেবা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে দিকনির্দেশনামূলক এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

ভার্চুয়ালি যুক্ত হয়ে উপদেষ্টা বলেন, সমাজ সেবা অধিদপ্তর দেশের দরিদ্র, প্রবীণ ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, গুরুতর অসুস্থ রোগী ও প্রান্তিক জনগোষ্ঠী-সহ অসহায় মানুষের কল্যাণ ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ সফলতার সাথে বাস্তবায়ন করছে।

আজ সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খানের সভাপতিত্বে সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, মন্ত্রণালয়, অধিদপ্তর এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি অংশ নেন।

#

রফিকুল/মেহেদী/সায়েম/পবন/রানা/সঞ্জীব/শামীম/২০২৪/১৮৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর: ২১৯৫

জয়িতা ফাউন্ডেশনকে নতুন বছরে নতুন করে সাজিয়ে তুলতে হবে

                         - মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

ঢাকা, ১৪ পৌষ (২৯ ডিসেম্বর):  

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জয়িতা ফাউন্ডেশনের অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে। জয়িতা ফাউন্ডেশনকে নতুন বছরে নতুন করে সাজিয়ে তুলতে হবে।

উপদেষ্টা আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের ২৪তম সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নারী মুক্তির মহৎ স্বপ্নের নাম জয়িতা। দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশের নারী জনগোষ্ঠীর জীবনমান ও আর্থসামাজিক উন্নয়নের ধারা গতিশীল করার লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পে নারী উদ্যোক্তা সমিতির অনুকূলে ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপদেষ্টা আরো বলেন, জয়িতা ফাউন্ডেশন গত ২০২২-২৩ অর্থবছর হতে বরাদ্দকৃত ৪৯ দশমিক
৯২ কোটি টাকা হতে নারী উদ্যোক্তাদের অনুকূলে ঋণ বিতরণের লক্ষ্যে উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেছে এবং জয়িতা ফাউন্ডেশনে রেজিস্ট্রেশনকৃত ব্যক্তি নারী উদ্যোক্তা বা সমিতির নারী উদ্যোক্তাদের ঋণ প্রদান সহায়তা করছে।

সভায় জয়িতা টাওয়ার নির্মাণকাজের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করে জয়িতা ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম শুরু করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. রওশন আরা বেগম, বিভিন্ন মন্ত্রণালয়ের ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জয়িতা ফাউন্ডেশনের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। 

#

রফিকুল/শাহিদা/ফাতেমা/জুলফিকার/সাঈদা/আলী/আসমা/২০২৪/১৫০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                    নম্বর: ২১৯৪

আগামীকাল থেকে সাংবাদিকগণকে অস্থায়ী পাস প্রদান করা হবে

ঢাকা, ১৪ পৌষ (২৯ ডিসেম্বর):   

সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের ৭ নং ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে তদন্তের স্বার্থে দর্শনার্থী, সাক্ষাৎপ্রার্থী ও সাংবাদিকগণের সচিবালয়ে প্রবেশ বারিত করা হয়েছিল।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অ্যাক্রিডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন করা হচ্ছে, খুব শীঘ্রই নতুন করে স্থায়ী/অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড/ পাস ইস্যু করা হবে। আগামীকাল থেকে সাংবাদিকগণকে অস্থায়ী পাস প্রদান করা হবে।   

#

পিআইও/শাহিদা/ফাতেমা/আলী/আসমা/২০২৪/১৪২০ ঘণ্টা

2024-12-29-15-32-599f614cdea878484af7a15a331a76ee.docx