Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ডিসেম্বর ২০২৪

তথ্যবিবরণী ২৮ ডিসেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২১৯৩

 

মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে ধর্ম উপদেষ্টার আহ্বান

 

চট্টগ্রাম,  ১৩ পৌষ (২৮ ডিসেম্বর):

 

মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

 

আজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর জামে মসজিদ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। নুরে হাবীব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

 

ধর্ম উপদেষ্টা বলেন, রাজনৈতিক কোনো অভিলাষ আমার নেই। জনগণের সেবা করাই একমাত্র লক্ষ্য। সুদীর্ঘ কর্মজীবন শেষ করেছি। এখন জীবনের বাকি সময়টুকু মানুষের সেবায় কাটিয়ে দিতে চাই। তিনি সাতকানিয়া উপজেলাবাসীর কল্যাণে সম্ভাব্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

নুরে হাবীব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী ইয়াকুব, অঙ্গীকার এসও বাংলাদেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন আতিক ইউ.এ. খান, আস-সিরাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর সিরাজ, আন-নাদিল ইমদাদী আল-ইসলামীর প্রতিনিধি মতিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস ও  অফিসার ইনচার্জ মোস্তাফা কামাল উপস্থিত ছিলেন।

 

এ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী ৫টি সংগঠনের সহায়তায় ১ হাজার ৬০০ জন শীতার্ত গরিব-অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ধর্ম উপদেষ্টা।

 

এর আগে ধর্ম উপদেষ্টা একই উপজেলার মাদরাসা-ই-আবু হুরাইরা (রা.) মাঠে  মাদার্শা যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় ১ হাজার ৩০০ জন গরিব-অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। সেখানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল আলম চৌধুরী-সহ মাদার্শা যুব উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

#

 

আবুবকর/পবন/মোশারফ/সেলিম/২০২৪/২১৩০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                             নম্বর: ২১৯২


প্রাণিসম্পদে আর্থিক দুর্নীতির তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে

                                              -- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

 

সিলেট, ১৩ পৌষ (২৮ ডিসেম্বর):  

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বিগত সরকারের আমলে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

 

আজ সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অভ্‌ লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন উপদেষ্টা।

 

উদ্বোধনকালে তাঁর সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.টি.এম. মোস্তফা কামাল ও মোঃ তোফাজ্জেল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ডা. মোহাম্মদ রেয়াজুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ড. মারুফ হাসান-সহ প্রমুখ।

 

ফরিদা আখতার বলেন, বিগত সরকারের সময়ে অনেক জায়গায় প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এমনকি অনেক জায়গায় কাজও ফেলে রাখা হয়েছে-এসবের তদন্ত হবে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংস্কার ও বিচার একসঙ্গে চলবে বলেও জানান তিনি। তিনি বলেন, সিলেটে বন্যার কারণে মানুষের পাশাপাশি গবাদি পশু-পাখি এবং অন্যান্য প্রাণীও ব্যাপক ক্ষতির শিকার হয়। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বন্যা আক্রান্ত এলাকাগুলোতে প্রাণীদের জন্য বিশেষ শেল্টার হোম তৈরির পরিকল্পনা নিয়েছে। বন্যা মোকাবিলায় প্রাণিসম্পদ রক্ষায় এ সময় মানুষের খাদ্যের মতোই প্রাণীদের খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।

 

এরপর উপদেষ্টা জেলা দুগ্ধ খামারের সম্মেলন কক্ষে সিলেট বিভাগের প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফলে অর্জিত নতুন স্বাধীনতার বছরেই ইনস্টিটিউট অভ্‌ লাইফ স্টক সাইন্স এন্ড টেকনোলজির উদ্বোধন হয়েছে বলে আমি খুশি। ছাত্র-জনতার রক্তের দায় থেকে আমরা কিন্তু কোনো ভুল করতে বা এটাকে ব্যর্থ হতে দিতে পারি না। সে কারণে আমাদের অনেক দায়িত্বশীল আচরণ করতে হবে।

 

#

 

মামুন/পবন/মোশারফ/সেলিম/২০২৪/২০৪০ ঘণ্টা

Handout                                                                                                     Number: 2191    

 

Youth must lead sustainable, nature-centric development

                                                      - Environmental Advisor

 

Dhaka, 28 December:

Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, emphasized the importance of youth leadership for sustainable development. She stated that the development model must shift to prioritize nature conservation. Changes in lifestyle are essential, and the excessive consumerist approach should be abandoned.

 

The advisor shared these remarks while virtually addressing the "Environment and Innovation Summit and Awards 2024," organized by Mission Green Bangladesh and JCI Dhaka Metro, held at Dhaka University's TSC Auditorium today.

 

The advisor further said that the environment is an integral part of our lives, as essential as the air we breathe. She urged young people to work on eco-friendly designs and energy-efficient practices. They should think about low-cost solutions for environmental improvement.

 

During the event, 10 individuals and organizations were awarded for their contributions to environmental and climate-resilient innovations. Environmental scientists, educators, researchers, and representatives from various organizations were present at the program.

 

#

Dipankar/Paban/Sanjib/Shamim/2024/1945 hour

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২১৯০

 

প্রকৃতি কেন্দ্রিক টেকসই উন্নয়নে তরুণদের নেতৃত্ব দিতে হবে

                                                - পরিবেশ উপদেষ্টা

 

ঢাকা, ১৩ পৌষ (২৮ ডিসেম্বর   

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়নের জন্য তরুণদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, উন্নয়ন মডেলে পরিবর্তন আনতে হবে। প্রকৃতি সংরক্ষণে জীবনচর্চায় পরিবর্তন আনতে হবে। অতিরিক্ত ভোগবাদী জীবন ত্যাগ করতে হবে।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে মিশন গ্রিন বাংলাদেশ ও জেসিআই ঢাকা মেট্রোর আয়োজনে ‘এনভায়রনমেন্ট এবং ইনোভেশন সামিট ও অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, পরিবেশ আমাদের জীবনের অংশ। এটি নিশ্বাস নেওয়ার বাতাসের মতোই গুরুত্বপূর্ণ। তরুণদের পরিবেশবান্ধব পরিকল্পনা ও বিদ্যুৎ সাশ্রয়ে কাজ করতে হবে। কম খরচে কিভাবে পরিবেশের উন্নয়ন করা যায় তা নিয়ে ভাবতে হবে।

অনুষ্ঠানে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পরিবেশ ও জলবায়ু সহনশীল উদ্ভাবনের জন্য পুরস্কৃত করা হয়। পরিবেশ বিজ্ঞানী, শিক্ষাবিদ ও গবেষক-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

#

দীপংকর/পবন/সঞ্জীব/মোশারফ/শামীম/২০২৪/১৯৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২১৮৯

 

তরুণ প্রজন্মকে দূষণমুক্ত নদী দেখাতে হবে

                  ------পানিসম্পদ উপদেষ্টা

গাজীপুর, ১৩ পৌষ (২৮ ডিসেম্বর):

 

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তরুণ প্রজন্মকে দূষণমুক্ত নদী দেখাতে হবে। দূষণমুক্ত নদী দেখতে কেমন হয় তা নতুন প্রজন্ম দেখেনি। পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন হতে পারে না সেটি এই প্রজন্ম বুঝে গেছে। তার কারণ বাংলাদেশের তরুণেরা নেপালের তরুণদের সাথে সম্পৃক্ত, আমেরিকার তরুণদের সাথে সম্পৃক্ত, ইউরোপের তরুণদের সাথে সম্পৃক্ত। আমাদের দায়িত্বজ্ঞানহীন কাজের কারণে জলবায়ু পরিবর্তনের মতো ভয়ংকর বিপর্যয়ের মুখোমুখি করেছি আমাদের পরের প্রজন্মকে। তিনি বলেন, এ বছর বাংলাদেশে ৫০ বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম পড়েছে। এ বছর যে বন্যা হয়েছে তা আগের সকল বন্যার ভয়াবহতাকে ছাড়িয়ে গেছে।

 

আজ গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে ‘নদী বাঁচাতে যুব সম্মেলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পানি সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।

 

গাজীপুরের তরুণদের নদী ও প্রাকৃতিক ভারসাম্য নিয়ে সচেতন করা এবং তাদের সম্মিলিত শক্তি নদী রক্ষায় কীভাবে ভূমিকা রাখতে পারে এ বিষয়ে আলোচনার জন্য পরিবেশবিদ, স্থানীয় প্রশাসন, দায়িত্বরত সরকারি সংস্থা, নদী রক্ষা সংগঠক এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী ও যুবসমাজের প্রতিনিধিদের নিয়ে এই ‘নদী বাঁচাতে যুব সম্মেলন’ অনুষ্ঠিত হয়।

 

উপদেষ্টা বলেন, নদী যেহেতু আমরা সৃষ্টি করতে পারবো না সুতরাং এটিকে আমরা কোনোভাবেই ধ্বংস করব না এটাই হচ্ছে তরুণদের কাছে আজকে আমার প্রথম আহ্বান। তিনি বলেন, যে উন্নয়ন আমাদের বাতাসকে দূষিত করে, যে উন্নয়ন আমাদের নদী মেরে ফেলে, যে উন্নয়ন কৃষিজমি নষ্ট করে ফেলে সে উন্নয়ন আসলে উন্নয়ন নয়।

 

উপদেষ্টা অনুষ্ঠানে নদী দখল এবং দূষণমুক্ত করতে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় প্রশাসনকে কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করার নির্দেশ দেন। পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে উপদেষ্টা সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ নিয়ে আপনারা বাজারে যাবেন।

 

‘সুস্থ নদী সুস্থ নগর, জানো যদি বাঁচবে নদী’ স্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে Building Partnership for Environment শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল এনভায়রনমেন্ট সেন্টারের রিভার কেয়ার ম্যানেজার ড. কালিদাসান কালিসাম।

 

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু'র সভাপতিত্বে নদী বাচাঁতে যুব সম্মেলনে আরো বক্তব্য রাখেন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পানি উন্নয়ন বোর্ড কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ রাফিউস সাজ্জাদ-সহ প্রমুখ।

 

#

 

আবদুল্লাহ/পবন/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৯০১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২১৮৮

পার্বত্য এলাকার মানুষের সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে

                                                                          -পার্বত্য উপদেষ্টা

বান্দরবান, ১৩ পৌষ (২৮ ডিসেম্বর   

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য এলাকার মানুষ নিজেদের সমস্যার কথা গুছিয়ে বলতে জানে না। তাই এ এলাকার সহজ সরল মানুষের সমস্যা অনুভব করে তা দ্রুত সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।     

উপদেষ্টা আজ বান্দরবান সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মতবিনিময় সভায় পার্বত্য উপদেষ্টা পাহাড়ের সকল সম্প্রদায়ের জন্য সরকারি সুযোগ-সুবিধা ন্যায্যতার ভিত্তিতে প্রদান এবং মানসম্মত শিক্ষা ও উন্নয়ন নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে হবে।

এর আগে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিককের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা বলেন, সারাদেশের মতো পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনে সরকার কাজ করছে। তিন পার্বত্য জেলার মানুষের একটাই দাবি ভূমি কমিশনকে কার্যকর করা। এ লক্ষ্যে পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনের জন্য ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মাধ্যমে ভূমি কমিশন নিয়োগের কাজ চলছে।    

এছাড়া, উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এক কোটি টাকা ব্যয়ে বান্দরবান কালেক্টরেট   স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স উদ্বোধন করেন।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলাপ্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী, অতিরিক্ত জেলাপ্রশাসক মো. আবু তালেব, ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল উদ্দিন, র্পাবত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাতসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#

রেজুয়ান/রবি/সাঈদা/আলী/শফিক/২০২৪/১৪২০ ঘন্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২১৮৭

গাজীপুরে ১৬ একর বনভূমি উদ্ধার
বনভূমির অবৈধ দখলকারীরা যত প্রভাবশালীই হোক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে
                                                                       - পরিবেশ উপদেষ্টা  

গাজীপুর, ১৩ পৌষ (২৮ ডিসেম্বর):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বনভূমি ও পরিবেশ সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অবৈধ দখলদাররা যত প্রভাবশালীই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ৫ আগস্টের পরে গাজীপুরে অবৈধভাবে দখল হওয়া ৯০ একর বনভূমির মধ্যে ১৬ একর ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।

উপদেষ্টা আজ গাজীপুরে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে বন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।   

উপদেষ্টা বলেন, বন দখলকারীদের প্রতিরোধ করতে কীভাবে কাজ করতে হয় তা আমরা জানি। আগামী তিন মাসের মধ্যে দখল হওয়া জমি উদ্ধারের পরিকল্পনা করা হয়েছে। জেলাপ্রশাসকদের বনের সীমানা নির্ধারণের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বৃক্ষনিধন ও শিল্পকারখানার দূষণ বন্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তরকে ছাড়পত্র দেওয়ার আগে সব দিক পর্যবেক্ষণ করতে হবে এবং নবায়নের সময় জনগণের মতামত নিতে হবে।

স্থানীয় পরিবেশ সমস্যা, বনভূমি দখল ও দূষণ নিয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা মতামত দেন। উপদেষ্টা এসব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে গাজীপুরের জেলাপ্রশাসক নাফিসা আরেফিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার, আর্মি সিকিউরিটি ইউনিটের অধিনায়ক, ৬৩ বিজিবির অধিনায়ক, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

#

দীপংকর/রবি/সাঈদা/আলী/শফিক/২০২৪/১৩২০ ঘন্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২১৮৬

জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না
                                  -ধর্ম উপদেষ্টা

কক্সবাজার, ১৩ পৌষ (২৮ ডিসেম্বর):

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবে প্রায় এক হাজারের মতো মানুষ শহিদ হয়েছেন। অনেকে আহত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। এছাড়া, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এ বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।

উপদেষ্টা আজ কক্সবাজারে হাশেমিয়া কামিল মাদ্রাসা মাঠে ‘রিইউনিয়ন হাশেমিয়ান-২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এলামনাই এসোসিয়েশন অব হাশেমিয়া কামিল মাদ্রাসা এ অনুষ্ঠানের আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, মুসলিম সমাজ আজ বহুধাবিভক্ত। আমাদের এ মুহূর্তে সবচেয়ে প্রয়োজন ঐক্য। মুসলমানদের ঐক্য, বাংলাদেশি জাতি-গোষ্ঠীর ঐক্য। মুসলমানেরা যতদিন ঐক্যবদ্ধ ছিলেন ততদিন তারা পৃথিবীতে রাজত্ব করে গেছেন। যেই মুহূর্ত হতে আমরা বিভেদ, সংঘাত ও পারস্পরিক কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়েছি সেই মুহূর্ত হতে আমাদের শক্তি ক্ষয় হতে শুরু করেছে। আমাদের পতন অনিবার্য হয়ে পড়েছে। তিনি মুসলিম উম্মাহর কল্যাণে সকল ভেদাভেদ ভুলে সবাইকে একতাবদ্ধ হওয়ার অনুরোধ জানান।

উপদেষ্টা বলেন, সারা পৃথিবী আজ সংঘাত-বিক্ষুব্ধ এবং মুসলমানদের রক্ত ঝরছে। জেরুজালেম, আরাকান, সিরিয়া ও লেবাননে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আমাদের দেশের অবস্থাও খুব বেশি ভালো নয়। এ মুহূর্তে ঐক্যই আমাদের একমাত্র শক্তি। এ শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে। সকল মতভেদকে ভুলে আমাদেরকে কাছাকাছি আসতে হবে। স্বাধীনতার ৫৩ বছরে এদেশের আলেমসমাজ যদি কাছাকাছি আসতে পারতেন তাহলে নতুন ইতিহাস রচিত হতে পারতো। অতীতে আমরা বারবার বিভেদে জড়িয়েছি। এ অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর পথ রচনা করতে হবে। তিনি আরো বলেন, মুসলমানদের অনৈক্যের কারণেই বাগদাদ ধ্বংস হয়েছে, হালাকু খান বাগদাদ দখল করতে পেরেছিল। পৃথিবীতে এখনও প্রায় ২০০ কোটি মুসলমান। মুসলমানেরা যদি এক হতে পারে, ওআইসি এবং আরব লীগকে যদি শক্তিশালী ও কার্যকর করা যায় তাহলে পৃথিবী নতুন পথে চলবে।

জুলাই বিপ্লবে আহতদের দুর্বিষহ অবস্থার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমরা যদি মনে করি আমাদের আন্দোলন-বিপ্লব শেষ, তাহলে ভুল হবে। আমাদের কাজ এখনও অনেক বাকি। যদি প্রয়োজন পড়ে আমাদেরকে আবারও মাঠে নামতে হবে। সরকার দায়িত্ব নেওয়ার পর একের পর এক নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। সরকারের পথযাত্রাকে বাধাগ্রস্ত করতে নানা অপচেষ্টা চলছে। কিন্তু সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার সামনে এগিয়ে যাচ্ছে। তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে সোচ্চার থাকার অনুরোধ জানান।

‘রিইউনিয়ন হাশেমিয়ান-২০২৪’ এর আহ্বায়ক মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ নশাহজাহান, জেলাপ্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ। 

#

আবুবকর/রবি/সাঈদা/আলী/শফিক/২০২৪/১১৩৫ ঘন্টা

2024-12-28-15-43-90458b5c9bec32bda703706b19bdd1f1.docx