তথ্যবিবরণী নম্বর: ১২৫৪
জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব
- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর):
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, আমরা নতুন বাংলাদেশে কাজ করছি। যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি একইভাবে নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।
আজ গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের উদ্যোগে বনানী মাঠে স্থাপিত পূজামণ্ডপ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা শাখা আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন কালে উপদেষ্টা এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার। তারই অংশ হিসেবে এবারের দুর্গোৎসবে একদিনের ছুটি বৃদ্ধি করা হয়েছে এবং ৫ আগস্টের পর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হচ্ছে। আমরা চাইবো বাংলাদেশ যেন কখনোই কেউ ধর্মীয় চর্চা বা ধর্মীয় স্বাধীনতায় বাধা দিতে না পারে এবং যারা এই কাজটি করবে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করে তা সমাজে নিদর্শন হিসেবে রাখা হবে। আমরা ধর্মীয় সম্প্রীতি চাই। নতুন বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে সকলের আত্মত্যাগ রয়েছে। যখন আমরা গুলি খেয়েছি তখন সে গুলি হিন্দু মুসলমান ভাগ করেনি। যারা সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে তারাই নির্যাতিত হয়েছে। কোনো একটি সম্প্রদায় যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে অন্য সম্প্রদায়ের জন্য তা সুখকর হবে না। আমরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করবো। গণঅভ্যুত্থানের সুবিধা সকলেই পাবে সেখানে কোনো বৈষম্য থাকবে না এটাই আমাদের প্রতিশ্রুতি।
পরিদর্শনকালে সংখ্যালঘু অধিকার আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি সুস্মিতা কর, লিংকন দত্তসহ স্থানীয় সনাতন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#
জসীম/মেহেদী/মোশারফ/শামীম/২০২৪/২১৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১২৫৩
ধর্মীয় বিষয়ে কোথায় আমাদের থামতে হবে সেটা বুঝা উচিত
- তথ্য উপদেষ্টা
ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর):
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বা ভালোবাসার একটা সীমা আছে। ধর্মীয় বিষয়ে কখনোই সেই সীমা লঙ্ঘন করা উচিত নয়। কোথায় থামতে হবে সেটা আমাদের বুঝা উচিত।
আজ ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ সনাতন সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত দুর্গাপূজা উপলক্ষ্যে স্থাপিত পূজামণ্ডপ পরিদর্শনকালে উপদেষ্টা এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার এবার দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করেছে যাতে কেউ এখানে নাশকতা করার সাহস না পায়। তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্যাপনের আহ্বান জানান।
উপদেষ্টা আরো বলেন, চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে সাথে সাথেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যেন সকল ধর্ম চর্চার অধিকার বা স্বাধীনতার প্রতি সম্মান বজায় রাখি।
হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান উপদেষ্টা।
#
জসীম/মেহেদী/মোশারফ/শামীম/২০২৪/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১২৫২
ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা নেয়ার সুযোগ দেওয়া হবে না
---নাহিদ ইসলাম
ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর):
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্ন সময় ধর্মীয় সংঘাত সৃষ্টির মাধ্যমে একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করে। ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা নেয়ার এ ধরনের সুযোগ কাউকে দেওয়া হবে না।
আজ রাজধানীর কলাবাগান মাঠে ধানমন্ডি সর্বজনীন পূজা উদ্যাপন কমিটি স্থাপিত পূজামন্ডপ পরিদর্শনকালে উপদেষ্টা এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যেন সারা দেশে নির্বিঘ্নে পূজা উদ্যাপন করা যায়। এজন্য একদিন ছুটি বৃদ্ধি করা হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হচ্ছে।
ধানমন্ডি সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, এবার পূজা উপলক্ষ্যে ছুটি বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থায় আমরা অভিভূত। এ জাতীয় নিরাপত্তা ব্যবস্থা ইতিপূর্বে আর কখনোই হয়নি। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে এজন্য ধন্যবাদ জানান।
উপদেষ্টা বলেন, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ করছি যেখানে সকল ধর্ম বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এগিয়ে যাব। একটি দেশের স্থিতিশীলতা নির্ভর করে সে দেশের ধর্মীয় সম্প্রীতির ওপর। আমরা বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখতে চাই। বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বজায় না থাকলে এটি পুরো দক্ষিণ এশিয়াতেই প্রভাব ফেলবে। দেশের অনেক জায়গায় পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
পরিদর্শন শেষে পূজামণ্ডপে আগত ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।
#
জসীম/মেহেদী/রফিকুল/আব্বাস/২০২৪/১৮২৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১২৫১
দেশের মানুষের ভাগ্যোন্নয়ন ও সমান অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার
- পার্বিত্য উপদেষ্টা
ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর):
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে দেশের সকল মানুষের ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জ্ঞানেশ্রি ভান্তে, বড়ুয়া ভান্তে, মারমা ভান্তে সকলেই আমাদের আলোকিত করেছেন। ভান্তেরা বিনয়ের সাথে চলেন। কখনো তাদের বিনয় ভঙ্গ করা হয় না। মানুষের মাঝে সহিংসতা ও মারামারি কখনো কাম্য হতে পারে না।
আজ চট্টগ্রাম সদরের কাতালগঞ্জ এলাকায় কিশলয় কনভেনশন হলে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু আয়োজিত নব কমিটির অভিষেক ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন ২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, গুজব ও উস্কানিতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতা হয়ে গেল যা দুঃখজনক। আমি নিজে সেখানে গিয়েছি, সেখানে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহযোগিতা বিতরণ করা হয়েছে এবং এলাকার উদ্ভূত পরিস্থিতি শান্ত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বাংলাদেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
বৌদ্ধ ভিক্ষুরা উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে ৮টি দাবি তুলে ধরেন। এর মধ্যে প্রবারণা পূর্ণিমায় ১ দিন সরকারি ছুটি, বৌদ্ধ সরকারি চাকরিজীবীদের তীর্থ ভ্রমণ ছুটি, প্রত্যেক বিহারে বিদ্যুৎ বিল মওকুফ, ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্রের জন্য চট্টগ্রামে সরকারি জমি বরাদ্দ দান ইত্যাদি উল্লেখযোগ্য। উপদেষ্টা দাবির বিষয়গুলো সরকারের নজরে আনা হবে বলে জানান। তিনি বলেন, প্রবারণা, কঠিন চীবর দান বাংলাদেশে অবশ্যই হবে।
অভিষেক ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন সভার সভাপতি অগগমহাপন্ডিত অধ্যাপক বনশ্রী মহাথের-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কঙ্কন চাকমা, মহাসম্মেলনে নবনির্বাচিত মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ সংঘ নায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের-সহ বিভিন্ন এলাকার ভান্তে ও সুধিজনরা উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/মেহেদী/রফিকুল/শামীম/২০২৪/১৭৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১২৫০
ডিমকে অত্যাবশ্যকীয় খাদ্য হিসেবে ঘোষণা করতে হবে
- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, ডিম সহজলভ্যতার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। ডিম প্রাপ্যতার কোনো বৈষম্য থাকবে না। সব শ্রেণি-বর্ণ নির্বিশেষে যাদের ডিম বেশি দরকার তাদের জন্য তা সরবরাহ করতে হবে। তিনি ডিমকে অত্যাবশ্যকীয় খাদ্য হিসেবে ঘোষণার আহ্বান জানান।
আজ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) তে ‘বিশ্ব ডিম দিবস-২০২৪’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ডিমের উৎপাদন বাড়াতে গ্রামীণ নারীদের হাঁস-মুরগি পালনে উৎসাহিত করতে হবে। আগে গ্রামীণ নারীরা হাঁস-মুরগি পালন করতেন, নিজেরা গ্রামেই পাইকারদের কাছে বিক্রি করতেন। এতে তারা অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখতে পারতেন। সেই অবস্থা আবার ফিরিয়ে আনতে হবে। এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা আরো বলেন, বছরের আশ্বিন-কার্তিক মাসে সবজির সরবরাহ কমে যাওয়ায় ডিমের চাহিদা বৃদ্ধি পায়। ডিম সাধারণ খামারি থেকে কয়েকদফা হাত বদল হয়ে ভোক্তা পর্যায়ে পৌঁছায়। এ কারণেই ডিমের দাম বেড়ে যায়। এজন্য উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত সরাসরি কীভাবে ডিম পৌঁছানো যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা চলছে। এছাড়া রমজানে ডিমের ব্যবহার কমে যায়। তাই মজুত নয় চাহিদার আলোকে আমাদের কোল্ডস্টোরেজ করার চিন্তা করতে হবে। বন্যার কারণে দেশের অনেক খামার নষ্ট হয়েছে। এসব খামার উৎপাদনে যেতে কিছুটা সময় লাগছে। সব মিলিয়ে সরবরাহে একটু সমস্যা হচ্ছে।
সিন্ডিকেট ডিমের মূল্য বৃদ্ধির মূল কারণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, এসব বিষয় মাথায় নিয়েই কাজ করছে সরকার। বাজারে নিয়মিত অভিযান চলছে। ইতোমধ্যে পাইকারিতে কিছুটা দাম কমছে। দ্রুতই দাম আরো হ্রাস পাবে।
প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবং ওয়াপসা-বিবি’র যৌথ উদ্যোগে অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর ও ওয়াপসার সভাপতি মসিউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী।
#
মামুন/মেহেদী/রফিকুল/শামীম/২০২৪/১৭২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১২৪৯
দুর্গোৎসব পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে
---শারমীন এস মুরশিদ
ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর):
দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু ধর্মাবলম্বী সব নাগরিককে শারদীয় শুভেচ্ছা জানিয়ে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, দুর্গাপূজায় নিরাপত্তা রক্ষায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী । জেলায় জেলায় মোতায়েন সেনাসদস্যরা পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে সদা তৎপর রয়েছেন । পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৮৪ হাজার স্বেচ্ছাসেবক ৩২ হাজার পূজামণ্ডপে ৪ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে। প্রতিদিন সকল কর্মকর্তা-কর্মচারী পূজামণ্ডপে ৮ ঘণ্টা করে ৩ শিফ্টে দায়িত্ব পালন করবেন ।
উপদেষ্টা বলেন, শারদীয় দুর্গাপূজা অত্যন্ত উৎসব উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা উদ্যাপন করবেন এই প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের ।
#
রফিকুল/মেহেদী/রফিকুল/আব্বাস/২০২৪/১৭৩০ ঘণ্টাতথ্যবিবরণী নম্বর: ১২৪৮
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ২৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১৩৫ জন।
#
দাউদ/মেহেদী/রফিকুল/শামীম/২০২৪/১৭১৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১২৪৭
রাজধানীর দুই বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি টিমের অভিযান
ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর):
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দুইটি টিম রাজধানীর দুইটি কাঁচাবাজার তদারকি করে। এসময় তদারকি টিম কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করে।
আজ রাজধানীর মিরপুরে শাহ্ আলী সিটি কর্পোরেশন মার্কেট কাঁচাবাজার ও শনির আখরা কাঁচাবাজারে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। শাহ্ আলী সিটি কর্পোরেশন মার্কেট কাঁচাবাজার তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা: ফুয়ারা খাতুন। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, আলু, ডিম , সবজি ও মুরগীর বাজারে তদারকি করা হয়।
টিমের সদস্যগণ মূল্য তালিকা হালনাগাদ করাসহ সকল পণ্য ক্রয় ও বিক্রয়ের রসিদ যাচাই করেন এবং মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানোয় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্কতার পাশাপাশি ১ হাজার ৫০০ টাকা জরিমানা করে।
গত কয়েক দিনের তুলনায় ডিমের দাম কমেছে বলে দোকান মালিক ও ভোক্তারা তদারকি টিমকে জানান।
অন্যদিকে রাজধানীর শনির আখড়ার কাঁচাবাজারে ডিম, পিয়াজ, কাচামরিচ, মুরগী ও চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় ও বিক্রয়মূল্য যাচাই করা হয় এবং পণ্যের হালনাগাদ মূল্য তালিকা টাঙানোর বিষয়ে তাগিদ দেয়া হয়। কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স না থাকায় ও মূল্য তালিকা না টাঙানোয় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
কামাল/ফাতেমা/আলী/মাসুম/২০২৪/১৫০০ ঘণ্টা
Handout Number:1246
Bangladesh Protests the Killing of a Bangladeshi
Fisherman by the Myanmar Navy
Dhaka, 11 October 2024:
The Ministry of Foreign Affairs today lodged a protest with the Government of Myanmar over the killing of a Bangladeshi fisherman, Usman (aged 60), hailing from Kona Para, Shah Pori Island, Teknaf Upazila, Cox’s Bazar, by the Myanmar Navy on 09 October 2024.
In a diplomatic note sent to the Embassy of Myanmar in Dhaka, Bangladesh expresses deep concern over this tragic incident, further compounded by the abduction of approximately fifty-eight Bangladeshi fishermen and six fishing boats, including the boat of Usman. They were fishing near St. Martin’s Union in Teknaf Upazila, Bangladesh. The fishermen, along with the boats, were eventually released yesterday in two phases following contact between the Bangladesh Coast Guard and the Myanmar Navy.
The Government of Bangladesh urges Myanmar to take immediate steps to prevent the recurrence of such unwarranted actions. Myanmar is reminded to fully respect the integrity of Bangladesh’s territorial waters and refrain from any further provocation.
#
Kamrul /Fatema/Koli/Ali/Likhon/2024/2.58/Hour
তথ্যবিবরণী নম্বর: ১২৪৫
মিয়ানমারের নৌবাহিনী কর্তৃক বাংলাদেশি জেলে হত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ
ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর):
মিয়ানমার নৌবাহিনী কর্তৃক বাংলাদেশি জেলে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ঢাকায় মিয়ানমারের দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে এ প্রতিবাদ জানায়।
নোটে বলা হয়, বাংলাদেশ এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার মিয়ানমারকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। মিয়ানমারকে বাংলাদেশের ভূখণ্ডের জলসীমার অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান জানানো এবং আর কোনো উসকানি থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।
মিয়ানমারের নৌবাহিনী কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপের কোনাপাড়ার বাসিন্দা জেলে উসমানকে ৯ অক্টোবর ২০২৪ তারিখে হত্যা করে এবং প্রায় ৫৮ জন জেলে ও ছয়টি মাছ ধরার নৌকা অপহরণ করে। উসমানসহ অন্য জেলেরা তখন বাংলাদেশের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের কাছে মাছ ধরছিলেন।
বাংলাদেশ কোস্টগার্ড ও মিয়ানমার নৌবাহিনীর মধ্যে যোগাযোগের পর গতকাল দুই দফায় নৌকাসহ জেলেদের ছেড়ে দেয়া হয়।
#
কামরুল/ফাতেমা/কলি/মাসুম/২০২৪/১৪৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১২৪৪
হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃষ্টান কেউ আলাদা নন, সবাই বাংলাদেশি
-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা
ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর):
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান আলাদা নয়, সবাই বাংলাদেশি। তিনি বলেন, আইন প্রণীত হয় দেশের সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, নির্দিষ্ট পরিচয়ের কারও জন্য নয়। প্রত্যেক মানুষ আইনের সমঅধিকার পাচ্ছে কিনা তা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
উপদেষ্টা গতকাল চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলনকক্ষে আয়োজিত দুর্গাপূজা ও বন্যাপরবর্তী পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠকে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, অসাধারণ সুন্দর ও সমৃদ্ধ আমাদের এ বাংলাদেশ। দুর্ভাগ্যজনকভাবে নানা অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশ বিপর্যস্ত অবস্থায় পড়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার বিজয় অতীতের সব অব্যবস্থাপনা ও দুর্নীতিগ্রস্ত অবস্থার পরিবর্তনের সুযোগ করে দিয়েছে। সবাই যদি এক সুরে গাইতে পারে, সবাইকে যদি এক সুতোয় গাঁথা যায় তবেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যাচাই-বাছাই না করে কোনো ধরনের সিদ্ধান্ত না নিতে এবং সামাজিকযোগাযোগ মাধ্যমে শেয়ার না করতে অনুরোধ জানান।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া এবং র্যাব, এনএসআই, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকতাগণ সভায় উপস্থিত ছিলেন।
উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক পরে চট্টগ্রাম সিটি করপোরেশন পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেন এবং পূজায় আগত ভক্ত অনুসারীদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপদেষ্টার সাথে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক তোফায়েল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি আশুতোষ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
#
এনায়েত/ফাতেমা/আলী/মাসুম/২০২৪/১১৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১২৪৩
সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দের মধ্যে বসবাস করে আসছে
-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর):
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্মের মানুষ দীর্ঘদিন যাবৎ শান্তি ও সৌহার্দপূর্ণভাবে বসবাস করে আসছে। সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উৎসবমুখরভাবে পালন করছে। সমাজে কিছু দুষ্কৃতকারী আছে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। আমরা যদি সম্প্রীতি ও সংহতি ধরে রাখতে পারি তাহলে দুষ্কৃতকারীরা কোনোদিন তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে না। প্রতি বছরের ন্যায় এবারও দেশের হিন্দু ধর্মাবলম্বীরা সুন্দরভাবে পূজা উদ্যাপন করছেন।
উপদেষ্টা আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকার সিদ্ধেশ্বরীর বেইলি রোডে শ্রী শ্রী কালী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সমবেত ভক্ত ও পূজারীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পরে তিনি দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
#
জাহাঙ্গীর/ফাতেমা/কলি/আলী/লিখন/২০২৪/১২.৩২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১২৪২
পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে বাংলাদেশের সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো জাতিসংঘ
নিউইয়র্ক, ১১ অক্টোবর:
গতকাল নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক বৈঠকে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ফর পলিটিক্যাল অ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্স রোজমেরি ডিকার্লো প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগের প্রতি জাতিসংঘের জোরালো সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। নিউইয়র্কে পররাষ্ট্র সচিবের প্রথমবার সরকারি সফরকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বহুপাক্ষিকতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার এবং জাতিসংঘের সাথে বাংলাদেশের সহযোগিতামূলক নানাবিধ প্রচেষ্টার বিষয়ে আলোচনা করা হয়। জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্খা বাস্তবায়নে জাতিসংঘের সমর্থনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিহিত করে এ সমর্থনের জন্য ডিকার্লোকে পররাষ্ট্র সচিব মোঃ জসীম উদ্দিন ধন্যবাদ জানান ।
বৈঠকে তাঁরা জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কার্যক্রমে বাংলাদেশের অবদান এবং দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট বিষয়েও আলোচনা করেন। এসময় পররাষ্ট্র সচিব জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের উর্ধ্বতন নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশি নাগরিকদের প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য আন্ডার-সেক্রেটারি-জেনারেলকে অনুরোধ জানান। পররাষ্ট্র সচিব রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক মনোযোগের পাশাপাশি বৈশ্বিক পদক্ষেপের ওপর জোর দেন। তিনি মিয়ানমারের বর্তমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যা বাংলাদেশের ভূখণ্ডে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ক্ষেত্র তৈরি করছে। সমগ্র অঞ্চলে এ সংকট ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে মিয়ানমারের চলমান সঙ্কট নিরসন এবং রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসনে প্রয়োজনীয় ভূমিকা পালনের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র সচিব। তিনি জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের প্রতি বাংলাদেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাবের উল্লেখ করে, পররাষ্ট্র সচিব এ সম্মেলন আয়োজনে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন।
এসময় আন্ডার-সেক্রেটারি-জেনারেল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিসের মধ্যে চলমান সহযোগিতার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সংস্কার উদ্যোগকে এগিয়ে নিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আন্ডার-সেক্রেটারি-জেনারেল জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। রোহিঙ্গা ইস্যুতে তিনি আশা প্রকাশ করেন যে, জাতিসংঘ মহাসচিবের নতুন বিশেষ দূত জুলি বিশপ সামগ্রিকবভাবে এ সমস্যা মোকাবিলায় সকল অংশীজনের সাথে কাজ করে যাবেন।
বৈঠকের পূর্বে পররাষ্ট্র সচিব জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ‘নারীর অগ্রগতি’ বিষয়ে বক্তব্য প্রদান করেন। এতে তিনি নারী শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগের গুরুত্ব এবং এ বিষয়ে প্রয়োজনীয় আর্থিক সংস্থান নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি নারী শিক্ষা, জেন্ডার সমতা, ডিজিটাল বিভাজন দূরীকরণ, এবং নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে তাদের সুস্থতা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের উদ্যোগসমূহের ওপর আলোকপাত করেন। পররাষ্ট্র সচিব, ১৯৯৫ সালের বেইজিং ঘোষণা এবং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন, CEDAW এবং নারী, শান্তি ও নিরাপত্তা (WPS) এজেন্ডার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ২০০০ সালে নারী, শান্তি ও নিরাপত্তা (WPS) এজেন্ডার প্রতিষ্ঠাতা রেজ্যুলেশন ১৩২৫ গৃহীত হওয়ার ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তৎকালীন