Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ জুলাই ২০১৭

তথ্যবিবরণী ১৩ জুলাই ২০১৭

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৮২৮

সিনিয়র সচিব হলেন চার সচিব

ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই ) :

    সচিব পদমর্যাদার চার কর্মকর্তাকে আজ সিনিয়র সচিব পদে নিয়োগপূর্বক পদায়ন করা হয়েছে।

    বিপিএটিসির রেক্টর (সচিব) ড. এম আসলাম আলম,  আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ ইউনুসুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং  সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার আনোয়ারুল ইসলামকে তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানে সিনিয়র সচিব পদে নিয়োগপূর্বক পদায়ন করা হয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়  থেকে আজ এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়।

#

ফারহানা/মাহমুদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২১২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৮২৭
 
কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সাশ্রয়ী মূল্যে বিদ্যুতের অন্যতম মাধ্যম 
                                                  -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই ) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সাশ্রয়ী মূল্যে বিদ্যুতের অন্যতম মাধ্যম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান ২০১৬ অনুসারে জ্বালানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করে ২০৩০ সালের মধ্যে মোট উৎপাদিত বিদ্যুতের ৩০ শতাংশ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এই আলোকে সরকারি ৭টি, বেসরকারি ৭টি, যৌথ উদ্যোগে ৮টি সহ মোট ২২টি বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০ হাজার ৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। ২০১৯ সাল থেকে শুরু করে ২০২১ সালে এসব কেন্দ্র হতে বিদ্যুৎ আসা শুরু করবে।  
তিনি আজ পটুয়াখালীতে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন টষঃৎধ ঝঁঢ়বৎ পৎরঃরপধষ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের উদ্দেশে ঈযরহধ ঊহবৎমু ঊহমরহববৎরহম ঈড়ৎঢ়ড়ৎধঃরড়হ খরসরঃবফ (ঊহবৎমু ঈযরহধ) এবং  অংযঁমধহল চড়বিৎ ঝঃধঃরড়হ ঈড়সঢ়ধহু খঃফ. (অচঝঈখ) -এর মধ্যে সমঝোতা স্মারক  (গড়ট) স্বাক্ষর  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী  বলেন, শুধু কয়লায় নয় নবায়নযোগ্য জ্বালানিতেও আমরা এগুচ্ছি। সোলার পার্ক করাসহ সৌর বিদ্যুতের কার্যাবলি এগিয়ে চলছে। ¯্রডো নেট মিটারিংয়ের মাধ্যমে সোলার রুফটপ কাজে লাগিয়ে সৌর বিদ্যুৎ সম্প্রসারণের চেষ্টা করছে। এখন গ্রিডকে ঝঃধনষব ও ঝসধৎঃ করার কাজ এগিয়ে চলছে। তিনি এসময় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডকে দক্ষ আর্থিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে বলেন, এ কোম্পানিটি ফিনান্সিয়াল মার্কেট থেকে অর্থ সংগ্রহ করতে যাচ্ছে। তাই এদের মানসিকতা সেবা প্রদানের সাথে সাথে ব্যবসার দিকেও ধাবিত হতে হবে। 
সমঝোতা স্মারকে এপিএসসিএল এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক, এমএম সাজ্জাদুর রহমান এবং ঊহবৎমু ঈযরহধ-এর পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক ডং বিন (উড়হম ইরহ) স্বাক্ষর করেন। 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  
#
 
আসলাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৮২৬
 
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
 
ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই ) :    
 
দশম জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ্ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সিমিন হোসেন রিমি, সাইমুম সরওয়ার কমল এবং সালাহউদ্দিন আহমেদ (মুক্তি) অংশগ্রহণ করেন।
 
সভায় অতীতের ন্যায় চলচ্চিত্রের দর্শক আকৃষ্ট ও চলচ্চিত্রের মাধ্যমে সুস্থ বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে স্কুলের শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মাসে একদিন চলচ্চিত্র প্রদর্শন করার ওপর বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে স্কুলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের কর্মসূচি চালুর বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী তিন মাসের মধ্যে স্থায়ী কমিটিতে রিপোর্ট প্রদান করবে।
 
সভায় যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের বিষয়ে সম্প্রতি চলচ্চিত্র কলাকুশলী, শিল্পী, প্রযোজক ও পরিবেশকদের মাঝে যে অনাকাক্সিক্ষত ঘটনার সূত্রপাত হয়েছে সে বিষয়ে স্থায়ী কমিটি উদ্বেগ প্রকাশ করে এবং ভবিষ্যতে যাতে এধরনের কোন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের নীতিমালা যুগোপযোগী করে প্রণয়নের সুপারিশ করে।
 
বৈঠকে গণযোগাযোগ অধিদপ্তরের বিগত দশ বছরের অডিট আপত্তির ওপর আলোচনা হয় এবং মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরসমূহের অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়।
 
সভায় বাংলাদেশ বেতারে নতুন পদ কাঠামো তৈরি করে কর্মকর্তাদের পদোন্নতি জট নিরসনের উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।
 
      বৈঠকে তথ্য সচিব মরতুজা আহমেদ, প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, বিটিভি’র মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
#
 
আবছার/মাহমুদ/আলী/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮২৫ 
 
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক স্টেট মিনিস্টারের সাথে বাণিজ্যমন্ত্রীর  বৈঠক
 
ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই ) :    
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উন্নয়নের অংশীদার। যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানির স্থান। বাংলাদেশে যুক্তরাজ্যের এফডিআই দ্বিতীয় অবস্থানে রয়েছে। ব্রেক্সিটের কারণে বাংলাদেশসহ এলডিসিভুক্ত দেশগুলোর সাথে বাণিজ্যনীতির কোন পরিবর্তন হবে না, এমন ঘোষণার জন্য বাণিজ্যমন্ত্রী যুক্তরাজ্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উন্নত বিশে^র কাছ থেকে এলডিসিভুক্ত দেশগুলোর জন্য ডিউটি ও কোটা ফ্রি এবং রুলস অভ্ অরিজিন শিথিল সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা প্রয়োজন। সেনেটারি এন্ড ফাইটো সেনেটারি (এসপিএস) এবং টেকনিক্যাল ব্যারিয়ার অভ্ ট্রেড (টিবিটি)-এর মতো প্রতিবন্ধকতাগুলো দূর করা হলে এবং বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে চুক্তি বা যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করলে যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।
 
বাণিজ্যমন্ত্রী গতকাল বুধবার রাতে (১২ জুলাই) জেনেভায় এইড ফর ট্রেড গ্লোবাল রিভিউ-২০১৭ সভায় যোগদান শেষে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক স্টেট মিনিস্টার  খড়ৎফ ইধঃবং-এর সাথে বৈঠকের সময় এ সব কথা বলেন।
 
এছাড়া বাণিজ্যমন্ত্রী বিশ^বাণিজ্য সংস্থার মহাপরিচালক রোবার্তো আজিভেডো (জড়নবৎঃড় অুবাবফড়), টহরঃবফ ঘধঃরড়হং ঈড়হভবৎবহপব ড়হ ঞৎধফব ধহফ উবাবষড়ঢ়সবহঃ (টঘঈঞঅউ)-এর সেক্রেটারি জেনারেল মুখিসা কিটুয়ি (গঁশযরংধ করঃুঁর), ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি)’র নির্বাহী পরিচালক  আরানচা গনজালেজ (অৎধহপযধ এড়হুপ্সষবু) এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সিনিয়র ডিরেক্টরের সাথে পৃথক বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিকসহ সকল ক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন।
 
#
 
বকসী/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৮২৪ 
 
বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সাথে বিদায়ি সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
 
ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই ) :    
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে আজ ঢাকায় তাঁর অফিসে বাংলাদেশে বিদায়ি সুইডিশ রাষ্ট্রদূত জোহান প্রিসেল (ঔড়যধহ ঋৎরংবষষ) সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রসমূহ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সুইডিশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দ্রুত বিকাশমান মধ্যবিত্ত শ্রেণি এ দেশের অর্থনীতির একটি বড় চালিকাশক্তি। তিনি বলেন, সুইডেন বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, পাওয়ার ও গ্রিড সেক্টরে বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশ ও সুইডেনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে আগামী ১৬ জুলাই বাংলাদেশ সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের এনার্জি খাতে সুইডেনের সহযোগিতা সংক্রান্ত  ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান বলেন, সরকার বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বিকাশে ‘ইজ অভ্ ডুয়িং বিজনেস’, ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্টসহ প্রয়োজনীয় পলিসি প্রণয়ন, পরিবর্ধন ও সংস্কার কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি বলেন, বৈদেশিক বিনিয়োগ শুধু নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগই সৃষ্টি করে না, বরং তা দেশে বিদ্যমান জ্ঞান ও দক্ষতা প্রসারে ভূমিকা রাখে। তিনি সুইডিশ বিনিয়োগকারীদের বাংলাদেশের কনজ্যুমার পণ্য, অবকাঠামো, শিক্ষা, প্রশিক্ষণসহ ফ্রন্টিয়ার খাতসমূহে বিনিয়োগের আহ্বান জানান।
বিদায়ি সুইডিশ রাষ্ট্রদূত বাংলাদেশে তাঁর কর্মকাল শেষে আগামী ১৮ জুলাই সুইডেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
#
ফয়সল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৮২৩ 
 
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
 
ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই ) :    
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২২তম বৈঠক কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে  আজ সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।
 
কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মুহা. গোলাম মোস্তফা বিশ^াস এবং শামছুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। 
 
 
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তর/বিভাগের ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য গৃহীত অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রকল্পগুলো দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়ন করাসহ অধিদপ্তরের শূণ্যপদগুলো দ্রুত পূরণের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
 
 
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মৎস্য উন্নয়ণ করপোরেশনের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
                                                                                                                                                                     
 #
নীলুফার/অনসূয়া/শহিদ/জসীম/শামীম/২০১৭/১৫৩৫ ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৮২২
উন্নত শিক্ষার পাশাপাশি ভাল মানুষ তৈরি করতে চাই
     -শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই ) :    
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উন্নত শিক্ষা প্রদানের পাশাপাশি আমরা ভাল মানুষ তৈরি করতে চাই। জ্ঞান প্রযুক্তি ও দক্ষতা অর্জনের সাথে সাথে একজন ভাল মানুষ হতে হবে। দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সৎ ও আদর্শ মানুষ গড়ে তুলতে শিক্ষক হলেন মূল শক্তি। লক্ষ্য অর্জনে তাদেরকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে ¯œাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
শিক্ষামন্ত্রী বলেন, কিছু লোক শিক্ষকদের চিরায়ত মূল্যবোধ নষ্ট করে দিচ্ছে। তারা কোচিং ব্যবসা করছে এবং তারা পরীক্ষার হলে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেন। শিক্ষকতা পেশায় তাদের থাকার অধিকার নেই। নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষকের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী বলেন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদের দেশপ্রেমে উজ্জীবিত উন্নত মানসিকতা ধারণ করতে হবে।
তিনি আরো বলেন, আধুনিক যুগে মানুষের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে জ্ঞান-প্রযুক্তি-দক্ষতা। ভবিষ্যতের দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্য পূরণ করতে তাদেরকে বিশ্বমানের জ্ঞান-প্রযুক্তি-দক্ষতা আয়ত্ব করতে হবে।  
শিক্ষামন্ত্রী অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এবছরের উপবৃত্তির ১৩৮ কোটি ৩৫ হাজার ৮৬০ টাকা বিতরণ করেন। মোট ২ লাখ ৫৪ হাজার ৫৩৩ জন ¯œাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থী এ বৃত্তি পাচ্ছে।  এদের মধ্যে ৬২ হাজার ৪৮৮ জন ছাত্র এবং ১ লাখ ৯২ হাজার ৪৫ জন ছাত্রী। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রংপুরের বেগম রোকেয়া কলেজের শিক্ষার্থীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। অনুষ্ঠানে ২০ জন শিক্ষার্থীর হাতে নগদ বৃত্তির টাকাও তুলে দেন শিক্ষামন্ত্রী। উল্লেখ্য, অনলাইনে মোবাইলের মাধ্যমে বৃত্তির টাকা বিতরণে ডাচ-বাংলা ব্যাংক কারিগরি সহায়তা দিচ্ছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান এবং ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ বক্তৃতা করেন।
 
 #
আফরাজুর/অনসূয়া/শহিদ/জসীম/শামীম/২০১৭/১৫৩৬ ঘণ্টা
Todays handout (5).docx